Рет қаралды 19,735
বর্ণ অনন্য album-ta অনন্য হয়ে উঠেছে আমাদের কাছে নানা কারনে। এতে জড়িয়ে আছে অনেকটা আদর, মায়া, যত্ন ও ভালোবাসা।Album-এর প্রত্যেকটি piece একই সাথে ঐতিহাসিক ও চিরন্তন-ও। এই বর্ণ কিছু অতীত আগামীর জন্য। যার সময় আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবহমান।
মহিনের ঘোড়াগুলির 'Runway' গানটা ও গৌতম চট্টোপাধ্যায়ের 'এই মুহূর্তে' আমরা একসাথে একটি single piece হিসেবে record করেছি - 'Runway', গান হিসেবে এবং 'এই মুহূর্তে', পাঠ করে।আমরা এই piece-টির নাম ভেবেছি 'শূন্যতা'। সুবর্ণরেখা ছবিটির এই দৃশ্য কল্পটির আশ্রয়েই 'Runway' গানটি লেখা হয়েছিল, এরকম নানা লোকোমুখে শুনেছিলাম। তাই এই গানকে তার উৎস মুখে ফিরিয়ে দেয়ার একটা প্রচেষ্টা বর্ণ অনন্যর ছিল। করতে গিয়ে দেখা যায় যে একটি ম্যাজিক হয়ে গেছে।এই মাজিকটি ম্যাজিক নয়, সত্যি কথা বলতে আমাদের মনে হয়ে এ আমাদের প্রজন্ম প্রজন্মান্তরে আশীর্বাদ এবং এই আশীর্বাদ শুধু আমাদের নয়, আমাদের পরেও যে প্রজন্ম থাকবে, গান গাইবে, কথা বলবে, অনেক কিছুর বিরুদ্ধে অনেক কিছুর প্রতিরোধে একসাথে দাঁড়াবে, তাদের সবার জন্য।
ঋত্বিক ঘটক আছেন ও থেকে যাবেন। যেমন থেকে যাবে বিনুদের বাড়ি ও তার সীতা মায়ের মুখে শোনা সেই ধান ক্ষেত। জন্মদিন ও জন্মজন্মান্তরের এই দিন ফিরে আসুক চির দিন। ঋত্বিকের জন্মদিনে আমাদের ওনার থেকে পাওয়া এই উপহার ওনাকেই উদ্যেশ্য করে আপনাদের কাছে পৌঁছে দিলাম। এই গান ও ছবি কিছুই আমাদের নিজেদের নয়, তাদের একসাথে করার শুধু এক ভাবনা। এসব বর্ণ অনন্যর পাওয়া কিছু মানুষদের ও কিছু সময়ের আশীর্বাদ।
Film: Subarnarekha by Ritwik Ghatak
Runway: Mohiner Ghoraguli
Ei Muhurte: Goutam Chattopadhyay
Vocals: Nabamita Das & Satyaki Banerjee
Narration: Satyaki Banerjee
Backing Vocals: Dwaipayan Saha
Guitar: Koustav Dey
Percussions: Dwaipayan Saha
Music arrangement: Satyaki Banerjee
Recorded at Chhuti, Little Peak Productions by Suchal Chakraborty.