আমি এই বয়সে এসে ভারত বর্ষের কলকাতায় আমার মনের মতো এক জন সত্যিকারের হিন্দু কে পেলাম। আমি সনাতনধর্ম কে প্রাণের চেয়ে বেশি 24:09 ভালোবাসি। কিন্তু উচ্চ শিক্ষিত হিন্দু বাঙালির মধ্যে সনাতনধর্ম কে এমন করে আলোচনা করার লোক আপনাকেই পেলাম প্রথম। ভগবান আপনাকে সুস্থ দেহে সুস্হ মনে দীর্ঘ জীবন দান করুণ। আমার সশ্রদ্ধ নমস্কার নিবেন।
@ashimkumarmukherjee78838 ай бұрын
আর একজন আছেন তিনার নাম শ্রী নরসিংহ প্রসাদ ভাদুড়ি মহাশয় উনিও দারুন ব্যাখ্যা করেন। ইনার বোঝানোর ক্ষমতাও দুর্দান্ত পরিষ্কার আওয়াজ এক কথায় দারুন।
@vanishkasingh7136 ай бұрын
Ji ji hu hu⁴ se ji ni hu TB 4th ed hu ni ni km By. . Ni ni ni ni mo ko ni ji by Orr ko ni ni tu ye hu uh@. Ok2 St by 12th ko ko ni hu ko ko bi CT oo ni😊😊😊ayhhhhhhhghhhghhhhghgggggggggghhhhhghhhhhhhhhgghghgyhghhhhhhhhgygggggggggggggggg/№1@@@shimkumarmukherjee7883
@dipakbiswas87149 ай бұрын
এমন জ্ঞানগর্ভ প্রাঞ্জল আলোচনা শুনতে পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম আলোচনা আরও শুনতে চাই। ❤❤
@tarapadamondal49 Жыл бұрын
আপনার বক্তব্য গুলি চঞ্চল সমাজকে শিক্ষা দেবে।অনেকেই কিছু না জেনেই বড় বড় সাধু হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।
@manikaroy608 Жыл бұрын
অতি সুন্দর ও বাস্তব বিশ্লেষণ।খুব ভালো লাগলো।
@bceju Жыл бұрын
Aro beshi beshi sunte chai,apnar ei amulya gayn Dan kore amader samridha korun , pronam
@arnabadak1302 Жыл бұрын
প্রণাম, অসাধারন সুন্দর ব্যাখা, এ-রকম আরও সুন্দর সুন্দর ভিডিও প্রকাশ করুন, প্রণাম
@Gourab_IN Жыл бұрын
খুবই উচ্চ মানের আলোচনা,🙏🏻
@subhasdas8493 Жыл бұрын
অভূতপূর্ব আপনার আধ্যাত্মিক জ্ঞান প্রদান ক্ষমতা, ঐশী সমৃদ্ধি না থাকলে এতো প্রাঞ্জল সুগভীর বক্তব্য বলা সম্ভব নয়, আপনার মতাদর্শের প্রতি সন্মান জানাই। জয় ঠাকুর শ্রী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী, বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ, নিউ ব্যারাকপুর, কোদালিয়া,
@narayanchandradas64807 ай бұрын
এত সুন্দর আলোচনা শুনে নিজেকে ধন্য মনে করি।
@soumenduprokashchakraborty1505 Жыл бұрын
এতো সুন্দর এবং গভীর তাৎপর্য মূলক আলোচনা আরও বেশি আলোচিত হোক, সমাজের প্রতিটা মানুষের চেতনা উন্মোচিত হোক, কারণ সময় বড়ই কম. নমস্কার নেবেন মহারাজ 🙏
@abirroy1978 Жыл бұрын
আপনি দয়া করে আমার প্রণাম নেবেন।। আমার মনে আসা সমস্ত দন্ধ দুর করলেন আপনি।। অনেক অনেক ধন্যবাদ ।। গীতা পড়েছি কিন্তু এই তিন টে গুন ক জানার তার সম্পর্কে আরও গভীর ভাবে বোঝার ইচ্ছে ছিলো জানতে চাইতাম কিন্তু কেউ নেই যে বলবে।। আজ কে আপনার জন্য আমি পরিষ্কার হলাম এই বিষয় থেকে।। প্রণাম নেবেন আবার আপনাকে প্রণাম। 🙏🙏🙏🙏
@empresskashyapm9951 Жыл бұрын
Sir আপনার চ্যানেলটা কাল suggestion এ এসেছে,ভাগ্যিস দেখেছিলাম, খুব ভালো লাগছে।
@RintyKarmokar-j5z Жыл бұрын
আপনার আলোচনা যত শুনি তত আরও শোনার আগ্রহ বেড়ে যায়।
@subhenduchatterjee8129 Жыл бұрын
খুব সুন্দর ভাবে ব্যেখ্যা করেছেন। এত সহজ ভাবে ব্যাখ্যার পরেও আমি নিশ্চিত কিছু প্রাতিষ্ঠানিক ভাবে সীমাবদ্ধ ভক্তদের মাথায় ঢুকবে না।
@tapatibanerjee8932 Жыл бұрын
অবক্ষয়ের পথে এগিয়ে যাওয়া সমাজের জন্যে অনুসরণযোগ্য আলোচনা উপভোগ করলাম। সমাজের সব তামসিকতা যেন এই আলোচনার আলো গ্ৰহণ করে শুচিশুদ্ধ হয়ে ওঠে। খুব ভালো লাগলো। অধ্যাপকের পাণ্ডিত্যকে প্রণাম জানাই।🙏🙏🙏
@anandasingha1957 Жыл бұрын
কি অসাধারণ ব্যাখ্যা। সত্যি দারুন
@shawonsarkar2858 Жыл бұрын
দারুণ ব্যাখ্যা দিলেন। এর আগে এমন ব্যাখ্যা কোথাও শুনিনি। বৈষ্ণবরা বলেন নিরামিষ সাত্ত্বিক আহার এবং এতদিন তাই জেনে এসেছি। আর আমিষ আহারকে প্রাণী হত্যাজনিত পাপ মনে করেছি। এখনও প্রানীহত্যা বিষয়টি আমার কাছে পরিষ্কার না। আরেকটু কনফিউশান রয়েছে। আরেকদিন এটার উপর একটা ভিডিও চাইছি। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম ভিডিওটি। আজকাল সব জায়গাতেই কেমন যেন পক্ষপাতদুষ্ট শাস্ত্রের ব্যাখ্যা শুনতে পাওয়া যায় সেক্ষেত্রে আপনার প্রবচন অনেক নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে আমার কাছে। আমার প্রণাম নিবেন🙏🙏🙏
@vivektirthafoundation Жыл бұрын
খুব ভালো প্রশ্ন। স্যারের কাছে forward করে দিচ্ছি
@ranjitgorai7468 Жыл бұрын
Ei eki proshno ekebare same proshno amaro ei otyonto gyani porom srodheo baktir kache jamte cheye chi amni jodi apnar uttor peye thaken amake obossyoi forword korben amio prani hotya paap bole mone kori .ami apnar kache jante chai apni ki piyaj rosun musur dal khan jodi na khan kon juktite khanna seta bolben pls
@arnavdev1082Ай бұрын
আমারও একই প্রশ্ন খাবারের উদ্দেশ্যে প্রাণী হত্যা করা যায় কি না ? আর সনাতন শাস্ত্র আসলে মাছ , মাংস খাওয়া কি নিষিদ্ধ করে ???
@shimulmandal9397 Жыл бұрын
নমস্কার 🙏 আপনার গভীর তাৎপর্য মন কে সংশয় শূণ্য করে সর্বদা।আমি নিজেকে সঠিক পথের প্রদর্শন দিতে সক্ষম হয় আপনার গভীর তাৎপর্য আলোচনায়।আপনার মতো গুরু শিক্ষক,সর্বদা সঠিক পথের নির্দেশনা দেন,তা অনেক বড় পাওয়া।মানুষ সাধারণ মানুষ থেকে উন্নত ও আধ্যাত্মিক উন্নতি করতে সক্ষম। আমি ধন্য হই আপনার মনমুগ্ধকর আলোচনায়।মনের গভীরে আরো কথা লুকায়িত,গুরু শিক্ষক নমস্কার 🙏🥰
@santanupatra6131 Жыл бұрын
খাদ্য সম্পর্কে,আমাদের কে একটা ভীষণ সত্যত ধারণ তুলে ধরার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ বল্লেও, আমার মনে হয় অনেক কম বলা হয়ে যাবে। এটা আমার ধারণা।
@lipikakole9889 Жыл бұрын
এই তিনটি গুন সম্বন্ধে ধারণা অস্বচ্ছ ছিল। বেশ পরিষ্কার হলো। ধন্যবাদ 🙂 আর, স্যার আপনার সংস্কৃত উচ্চারণ...❤️ শ্লোকগুলো প্রাণ পায় যেনো, অপূর্ব!
@professorpanda5589 Жыл бұрын
আমি তো সংস্কৃতের শিক্ষক নই...এখন সংস্কৃতের ছাত্র মাত্র ... আমার সংস্কৃতের উচ্চারণ তাই শিশুদের মতো
@lipikakole9889 Жыл бұрын
@@professorpanda5589 😧 উচ্চস্তরের মানুষরা যদিও এমনই বিনয়ী হন🙏
@somapaul4969 Жыл бұрын
@@professorpanda5589 apni ki veda darshan er upor class koran?... Ami ai bisoy e agrohi... Kono class koran kina janaben.. R kmon fees nan?.. Vedant er upor kichu class korte chai.. Jante chai.. Pls inform me..
@ramendradas43579 ай бұрын
Bhison sundor bhabe protita point bojhano... satti ashadharon❤
@archanachakraborty3111Ай бұрын
খুব সুন্দর ব্যাখ্যা। যথেষ্ট সমৃদ্ধ হলাম। এত সুন্দর করে আগে কেউ বোঝায় নি।
@sujitadhikari3441 Жыл бұрын
প্রণাম নেবেন স্যার 🙏আপনার মূল্যবান পরামর্শ জীবনের প্রেরণা।
@sandipgeo19 Жыл бұрын
দারুন sir,,,,,, এটা আমার জানার অনেকদিন থেকে ইচ্ছে ছিল।। আজ ব্যাপারটা পুরো পরিষ্কার হলো।।thank you
@SUDHAKARGHOSH-gx8ts Жыл бұрын
খুব মনোমুগ্ধকর কথা,, যেগুলি সবাই কে জানতে হবে ❤❤❤❤
@royvila1391 Жыл бұрын
অসাধারণ স্যার প্রণাম নেবেন
@swatipaul4295 Жыл бұрын
ভীষণ ভাবে উপকৃত হলাম....আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏
@kotha.o.kahini.8855 Жыл бұрын
আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। অনেক কিছু জানতে পারি আপনার কাছ থেকে। ধন্যবাদ 🙏🙏 ভালো থাকবেন।
@benudeeparoy Жыл бұрын
আপনার আলোচনা নিয়ে কিছু বলার মতো যোগ্যতা আমার নেই।শুধু এটুকু বলবো--এমন ভাবে ব্যাথা করে বুঝিয়ে দিলেন যে--মনের ভুল ধারণা পরিস্কার হয়ে গেল।আপনার ভিডিও র জন্য অধির অপেক্ষায় থাকি। আপনার মঙ্গল কামনা করি ।আমার প্রনাম নেবেন গুরুজী।
@debaratipal9104 Жыл бұрын
অসাধারন সরল, গোছানো বক্তব্য।
@subhenduchakraborty3862 Жыл бұрын
তুমি কেমন করে পারফর্মেন্স করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি ।🙏🏻
@rayofindia Жыл бұрын
দার্শনিক পারফর্মেন্স করেন না, সমাজ কে তথা জীবকুল কে সমৃদ্ধ করেন।
@aparnachowdhury6652 Жыл бұрын
একদম
@pranabbanerjee8995 Жыл бұрын
আপনার আলোচনা কয়জন মানুষ বুঝবে। যার আমি বোধ আছে তার ত্রিগুণাতীত বোধ হ ওয়া অসম্ভব ।
@megha1636 Жыл бұрын
পারফরমেন্স করেন মানে টা কি 😂 উনি কি মুজরা দেখাচ্ছেন?
@sangitadhar5946 Жыл бұрын
অসাধারণ আলোচনা। এই বিষয়ের অনেক ভ্রান্ত ধারনা দূর হল। অনেক ধন্যবাদ
@dulalbiswas75986 ай бұрын
আমার বয়েস 68 বছর, এতদিন যে ধ্যান ধারণা আমার জন্মে ছিল, আপনার এই আলোচনায় তা দূর হলো এবং অনেক কিছু অবগত হলাম। ❤❤ ধন্যবাদ।
@sanjayhazra9273 Жыл бұрын
বাক্যই ব্রহ্ম তার দৃষ্টান্ত উদাহরণ আপনার এই আলোচনা।ভালো থাকবেন স্যার
@joyhind4952 Жыл бұрын
কিন্তু লক্ষ করবেন কিছু রাক্ষস জুটেছে এই ব্রহ্মকে জ্বালাতে। আপনারাও প্রতিবাদী কমেন্ট করবেন
@umasarkar7178 Жыл бұрын
Khub valo lagchhe. 🙏🙏🙏
@rahulghatak3647 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে মহাশয় । আরও কিছু সময় পূর্বে যদি আপনার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারতাম তাহলে হয়তো নিজেকে একটু হলেও সমৃদ্ধ করতে পারতাম । কেননা এই যাবৎকাল সত্ত্বঃরজঃতমঃ এই টপিকে এই ধরনের আলোচনা আমি অন্তত ইতিপূর্বে শুনিনাই । অসংখ্য ধন্যবাদ , ভালো থাকবেন 🙏🙏
@sankarroy8377 Жыл бұрын
Akta Asadharan sunder Alochana Aponake anek Dhanyabad 🙏🙏🙏
@manisankarsarangi3244 Жыл бұрын
অসাধারণ ভাবে বোঝালেন মানুষের তিন গুণের বিষয়টি...অসংখ্য ধন্যবাদ নেবেন🙏
@gayenmunmun8491 Жыл бұрын
এরকম একটি অভূতপূর্ব আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন।🙏 আপনি এত্ত সুন্দর করে বুঝিয়ে দিলেন,কারো মনে আর এ সম্পর্কে কোনো দ্বন্দ্ব রইলো না।
Amar khub bhalo lage apnar kathagulo bare bare sunte khub bhalo lage ,❤❤❤❤❤,
@ambikasarkar4921 Жыл бұрын
অনেক ধন্যবাদ❤। খুব সুন্দর করে বোঝান আপনি । প্রণাম নিবেন 🙏
@somnathnandy69267 ай бұрын
অনেক কিছু পরিস্কার হলো। আপনাকে অনেক ধন্যবাদ।
@jayashreesen913 Жыл бұрын
এক কথায় অসাধারণ বোঝানোর ক্ষমতার
@mitalidatta3676 Жыл бұрын
Onek samriddho holam aapnar ei sunder aalochana shune. Dhanyavaad.
@tumpasaha9497 Жыл бұрын
বাঃ কি চমৎকার উপস্থাপনা
@ritamondal66247 ай бұрын
Onek kichu jante parlam ja ojana chilo .. dhyonobad...
@shatushatudas Жыл бұрын
❤️🇧🇩 Pronam apnake🙏🙏
@kusalroy9812 Жыл бұрын
নমস্তে অসাধারণ আলোচনা করেছেন, আপনার আলোচনা শুনে সমৃদ্ধ হলাম।।
@debashiskayal79669 ай бұрын
আপনি সত্যিই জ্ঞানী
@bpal5704 Жыл бұрын
কি অপূর্ব একটি Video......আপনাকে প্রণাম sir🙏🙏🙏
@dgartstarashhomedecorillus9579 Жыл бұрын
নিজের মত যখন কারো কথার সাথে মিলেযায় তখন তাকে ভাললাগে। আমার মত এমন- " আশায় কর্ম করলে রাজসীক, অজ্ঞানতা- অবহেলায় কর্মকরা তমো আর কর্তব্যবোধে কর্মকরা স্বাত্তিকগুণ। মনে রাখা দরকার প্রয়োজনাতিরিক্ত সকল কিছুই খারাপ" , সকলের কমেন্ট পড়ে অনেক সুখ আর মুগ্ধ হোলাম, তাই ভাল থাকবেন সচেতন থাকবেন সবসময়।
@swapnadas45806 ай бұрын
খুব সুন্দর ব্যাখ্যা । আগে কেন এই ভাবে জানার সুযোগ হয়নি! ভাবলে আফসোস হয়। এরকম আরো ব্যাখ্যা র অপেক্ষায় রইলাম ।
@anudhayan22 Жыл бұрын
আমার অনুরোধ রাখার জন্য অনেক ধন্যবাদ ।
@nikhilchandraguria15377 ай бұрын
সনাতন ধর্মের জন্য আপনার মত মানুষের খুব দরকার।
@panchamsen9102 Жыл бұрын
বাহ্! বেশ ভালো লাগলো, অনেক কিছু নতুন জানলাম 🙏
@rampadarana1053 Жыл бұрын
আমি অভিভূত আপ্লুত হয়ে গিয়েছি আপনার আধ্যাত্নিক বিষয়ে আলোচনা ও যুক্তি দিয়ে সনাতনিদের ভূল গুলি পর্যালোচনাতে উপস্থাপন করলেন।তার জন্য আজকের মহারাজ তথা অধ্যাপকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা ,নমস্কার ও ভক্তিপূর্ন প্রনাম ।🙏🙏🙏👏👏👏👏
@minatipatra1710 Жыл бұрын
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা । অত্যন্ত উপকৃত হলাম । ধন্যবাদ sir .
@seemamredha9727 Жыл бұрын
অসাধারণ আলোচনা
@Jagannath.Shubhasist Жыл бұрын
গুরুদেব প্রণাম নেবেন 🙏
@shyamalkantimondal7126 Жыл бұрын
খুব জ্ঞানগর্ভ আলোচনা , শুনে উপকৃত হলাম। সনাতন ধর্মের জাতিভেদ প্রথা নিয়ে বিস্তারিত আলোচনা শুনতে চাই , যদি সম্ভব হয় আলোচনা করবেন।
@shaktipadasamanta1564 Жыл бұрын
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা
@HridoyRoy-r9y6 ай бұрын
প্রণাম জানাই আপনাকে সনাতনের সঠিক আলোচনার জন্য এইভাবে আলোচনা হলে ধীরে ধীরে সনাতন ধর্ম জাগ্রত হবে
@SusamaBaral-j9e9 ай бұрын
অপূর্ব সমাধান প্রণাম জানাই আপনাকে ❤❤❤🎉🎉🎉🎉
@rohanmandal72597 ай бұрын
Hare. Krishna. Khub sundar
@kusalroy9812 Жыл бұрын
আপনার আলোচনা শুনলে সকলের মনের দিধা দূর হবে, ভাল থাকুন, এমন আলোচনা করে সনাতনী দের জ্ঞানে সমৃদ্ধ করুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন।।
@mttushartv21925 ай бұрын
নমস্কার,আপনার বক্তব্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম।
@prottoysarkar1786 Жыл бұрын
আরো ভিডিও চাই স্যার,আপনার মতোন মানুষ দরকার অনেক🙂
@sukdebmunisukdrb60687 ай бұрын
Very fine explanation and conception 🎉
@posantopal1912 Жыл бұрын
খুব সুন্দর ভাবে ব্যখ্যা করেছেন ৷ জয় হোক আপনার ৷
@JesusChrist-ov8mg Жыл бұрын
Hare Krishna. Excellent and very valuable explanation. Gabor Hindus can open their eyes from this explanation. Endless Pronaams. Hare Krishna.
@indrajitgoswami90507 ай бұрын
দাদা আমি যে কি ভাষায় আপনাকে ধন্যবাদ জনাব বুঝতে পারছি না। আপনি এত সুন্দর ভাবে এই বিষয় টি বোঝালেন আমি চমকিত হয়েগেলাম। আজ বহু দিন ধরে শাস্ত্রের এই দিকটা আমাকে বহু ভাবে ভাবিয়ে তুলছিলো আপনি সেই অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখিয়ে দিলেন।❤️
@arpitade2917 Жыл бұрын
আপনার তামসিক সাধনার ব্যাখ্যাটি বেশ আকর্ষিত করল। যদিও সকল ব্যাখ্যাই দূর্দান্ত। এত সুন্দর ভাবে ব্যাখ্যা করবার জন্য অশেষ ধন্যবাদ।
মূল্যবান আলোচনা সন্দেহ নেই, কিন্তু এত গভীর যে, সবার পক্ষে বুঝতে বা ভালো ভাবে হৃদয়ঙ্গম করতে বেগ পেতে হবে। 🙏🙏🙏
@tamalray-nq1jk7 ай бұрын
অসাধারণ প্রতিবেদন
@kingishereag Жыл бұрын
হৃদয়স্পর্শী আলোচনা স্যার।❤❤
@rumkighosh82326 ай бұрын
খুব সুন্দর আলোচনা ধন্যবাদ আপনায় 🙏🏻🙏🏻
@sahildutta4291 Жыл бұрын
Sir আপনার প্রতিটি বক্তব্যই শুনি,অদ্ভুদ যৌক্তিক আপনার প্রতিটি বক্তব্যই আপনার ভিডিও তে দেখেছি আপনার হাতের আঙ্গুল এ কিছু gemstone আছে এর কারণ টা বললে স্পষ্টতা পায়
@EvergreenElegantEsha Жыл бұрын
কেন গীতা কে পাঠ্যপুস্তক করা হয় নি।কেন class one থেকে স্নাতক স্তর অবধি স্বামিজীর জীবন দর্শন পুস্তক আকারে পড়ানো হয় নি সেটা আমি সবসময় ভাবি।
@ranjitgorai7468 Жыл бұрын
Ei eki kotha amaro
@AsitkumarRakshit7 ай бұрын
দেশটা ভারতবর্ষ, রাজ্যটা পশ্চিমবঙ্গ,এখানে মুসলিম তোষণ না করলে ভোট পাওয়া যায় না,তাছাড়া আমরা হিন্দুরা নিজেদের সর্বনাশা সেকুলার না হতে পাডলে মহান হতে পারবনা
@joydebdas50196 ай бұрын
অর্জুন হয়ে গীতা র জ্ঞান গ্রহণ করতে হবে
@shajibghoshal Жыл бұрын
নমস্কার স্যার ,, ইশ্বর আপনাকে আরও গ্যান দান করুন,, আমি অনেক দিন ধরে সনাতন ধর্মের বিভিন্ন চ্যানেল দেখি,,, কিন্তু এই প্রথম বার আপনার ভিডিও পেলাম, আপনার মতো কেউ এত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝায় নাই ,,,,,,,, নমস্কার স্যার,,,
@narasingharath8998 ай бұрын
Apner ei analysis sanatan dharma er gura rahasya khub uchha marg darsan
@suparnagoswami5234 Жыл бұрын
Eirokom ekjon Gurur r proyojon ei somaje ei juge.
@alpanabanerjee3958 Жыл бұрын
Anek bishaye Gyan lav korlam pronam janai🙏🙏
@swatibanerjee7715 Жыл бұрын
Ato sundor byakhya. Sotti khub proyojon chilo ei alochhonar. Expecting more such discourses.
@debaratisarkar2272 Жыл бұрын
Apurba apnar byakkhya।❤
@dr.r.n.bhattacharjee5241 Жыл бұрын
খুব ভালো লাগলো। অসাধারণ আলোচনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
আমাদের সনাতন ধর্মকে প্রকাশ করার জন্য আপনার মতো ব্যক্তির খুব প্রয়োজন।ভগবানের কাছে প্রার্থনা করি আপনার জীবন দীর্ঘায়ু হোক🙏🙏🙏🙏 য়
@souravnag461 Жыл бұрын
Ba ba asadharan, satti darun ekta alochona khubi smridhho holam, asonkhho dgynobad apnake erkam ekta bisaye nie alochonar janno 🙏
@mahakalgaming39646 ай бұрын
🎉ধন্য ধন্য গুরু আপনাকে পেয়ে আমাদের জীবন আপনার বানি আপনার গ্যন মনের সব অন্ধকার দূর হয়ে যায়❤❤❤❤❤❤❤❤❤❤
@phalgunibanerjee3386 Жыл бұрын
আর ও আলোচনা শুনতে চাই স্যার আপনার থেকে এই বিষয়ে। দয়া করে আলোকপাত করিবেন🙏🏻🙏🏻🙏🏻
@kalpanamohapatra8634 Жыл бұрын
Vison sundar.byakhyaanek anek dhanyabad
@dips108 Жыл бұрын
খবুই জ্ঞান বর্ধক এবং আনন্দ প্রদানকারী উপস্থাপনা । আপনার কাছে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করি । মহাশয় দয়া করে যদি সহজ সমাধি বা সহজ মার্গের উপর (বিবেক চুরামনি , কবির দাস) একটি আলোচনা করতেন আরো প্রজ্ঞাবান হওয়ার সুযোগ পেতাম।। 🙏🙏