শুধু এই ঘটনা না, পৃথিবীর সমস্ত জীবন মৃত্যুই আল্লাহ পাকের ইচ্ছায় হচ্ছে। কিন্তু, "আল্লাহর ইচ্ছায় হচ্ছে" বলে বসে থাকলে, গবেষণা হতনা তাহলে রোগ বালাই এর ওষুধ আবিস্কার হত না। অধিক ফলনশীল ধানের উদ্ভাবন হত না। এইসব গবেষণার উছিলায় আল্লাহপাক মানুষের রোগমুক্তি দিচ্ছেন, রিযিক দিচ্ছেন। আল্লাহপাক বলেছেন রিযিক এর সন্ধান করতে, কাজ/চিন্তা/গবেষণা না করার অযুহাত খুঁজতে বলেন নাই। তিনি পরিশ্রমীদের সফলতা দেন।
@prasenjitmodak2824 Жыл бұрын
আল্লাহ পাকের উপর ভরসা না করলে ভাগ্য বলতে কিছু নেই!
@sakibahamed3705 Жыл бұрын
❤
@MdSohelRana-bs5dn Жыл бұрын
😢😢😢😢😢😢❤❤❤❤❤
@theking-5411 Жыл бұрын
right
@bangla659 Жыл бұрын
রাইট
@AshaPaul-pz9kt Жыл бұрын
ভাই আপনার ভিডিও দেখে আমার পুরো জীবনটাই বদলে গেছে। আশা রাখছি ভবিষ্যতে আরো বদলাবে। সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ রাখুন।
@mahiuddinzilani8184 Жыл бұрын
আমদের দেশে এমন অবস্থায় হাসপাতালে নিলে ভর্তিই নেয়া হতো না। এত মেধা ও শ্রম খাটিয়ে চিকিৎসা প্রদানতো অনেক দূরের কথা।
@jhisanmahmud3108 Жыл бұрын
এতোক্ষনে কুলখানির আয়োজন নিয়ে কথা বার্তা হয়ে যেতো।
@lifeforgaming28 Жыл бұрын
এতো ভালো প্রযুক্তিই নাই ডাক্তাররাই বা কি করবে?
@johny_funny Жыл бұрын
প্রশ্ন ফাঁসের দেশে আর কি আশা করা যায়।
@_SHAH_ALOM Жыл бұрын
বাংলাদেশের ডাক্তারটাত কসাই
@Arafat_Patowary Жыл бұрын
Right ❤
@islambd1 Жыл бұрын
আল্লাহ সর্ব শক্তিমান! তিনি চাইলে মৃত কে জীবিত করেন জীবিতকে মৃত্যু দেন।
এখানেই তদের আর আমাদের তফাত । তারা কারন খুজে কেন হলো যতটা সম্ভব ব্যাখ্যা খোজে এবং সেটার জন্য কাজ করে । আমরা ( ৩য় বিশ্বের যারা ) আল্লায় করছে জিন করছে সবই লীলা খেলা বলে উঠে চলে আসি । ইচ্ছা তো এক জনেরই কিন্তু মানুষ হিসাবে কারন খোজা তো দরকার
@Rayhan-g6u Жыл бұрын
😂😂😂
@symonsa8466 Жыл бұрын
Tai gobesona bondo? Sala ablos
@tauhidchowdhury1741 Жыл бұрын
Allah chaile bal tao sombhob na. Muhammad luchar dad tai bachaite pare nai
@noob_spider_gaming Жыл бұрын
@@symonsa8466 bro...gobeshona jeno emon na hoy jeta Allah theke apnake dure kore dey bujlen..
@delowardelowar4867 Жыл бұрын
300 বছর পরেও যদি গুহা থেকে জীবিত মানুষ বেরিয়ে আসতে পারে এইতো মাত্র 12 ঘন্টা আল্লাহ চাইলে সবই সম্ভব
@Toshiro2004 Жыл бұрын
Bhai Creator direct interfare kore nah manusher kormer upori shob nirdharito hoy ar eita jodi ekhono keo na bujhe tahole kichui bolar nei...
@skscorporation9534 Жыл бұрын
@@Toshiro2004 পরবর্তী কোন বাংলা মন্তব্য লিখেলে, বাংলা অক্ষর দিয়ে লিখবেন। এভাবে লিখলে পড়তে কষ্ট হয়।
@Arinakther-x6e Жыл бұрын
একটা জানতে এসে অনেক কিছু জেনে ফেললাম। ধন্যবাদ তোমাকে❤
@MdAbdulla-r7q Жыл бұрын
মানুষের গবেষনা যেখানে শেষ,, আল্লাহর কুদরত সেখান থেকে শুরু,,
@AhmedIstiaqueHafiz Жыл бұрын
অসাধারণ সব বৈজ্ঞানিক ব্যাখ্যা! যত বারই আপনার ভিডিও গুলো দেখি ততবারই নতুন নতুন কিছু শিখি। আল্লাহ পাক আপনার এই জ্ঞান বিতরণের প্রচেষ্টা অব্যাহত রাখুন, আমিন।
@iqbalksa2013 Жыл бұрын
একটু চিন্তা করে দেখুন আমাদের দেশে যদি এই অবস্থা হতো কারো, চিকিৎসা তো দূরের কথা ওকে মৃত ভেবে সরাসরি কবরস্থানে পাঠিয়ে দিতো....
@Arafat_Patowary Жыл бұрын
😢😢😢
@rizwanahmedchowdhury9832 Жыл бұрын
কারণ এখানে উল্লেখিত ECMO Machine আমাদের দেশে নেই। আবার এরকম ঠান্ডাও পরে না যার কারণে শরীরের কোষগুলো প্রিজার্বড থাকবে
@gfhhfj-kw7fp Жыл бұрын
Thik bolecen
@pvc421 Жыл бұрын
@@rizwanahmedchowdhury9832 bro acha AI GULO ONK Normal machine
@redberrydhaka8636 Жыл бұрын
@@rizwanahmedchowdhury9832 এবং সংশ্লিষ্টদের আত্মায় Hippocratic Oath-ও নেই!
@SaifulIslam-cr2vm Жыл бұрын
যেখানে বিঞ্জানের ব্যাখা নেই সেখানেই তো আল্লাহর অস্তিত্ত্ব❤❤
@ayeshabegamchoudhury3819 Жыл бұрын
খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে এগিয়ে যান আপনি।
@learnandrelearn1755 Жыл бұрын
You are right
@MdNaimurRahmanHera Жыл бұрын
আল্লাহর অস্তিত্ব সব জায়গায়। যেখানে বিজ্ঞান আছে সেখানেও আল্লাহর অস্তিত্ব আছে। কারণ বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্রেই একটা "কেন" থেকে যায়। যেটাকে বিজ্ঞান প্রাকৃতিক ঘটনা বলে বিবেচনা করে। কিন্তু এই প্রাকৃতিক ঘটনাটির সৃষ্টিকর্তা আমার আল্লাহ। So Allah exist everywhere
@learnandrelearn1755 Жыл бұрын
It is impossible to know everything about nature . Than we believe in Allah . So we call Allah . So , this is Allah .
@ononnoc.8967 Жыл бұрын
এখানেই তদের আর আমাদের তফাত । তারা কারন খুজে কেন হলো যতটা সম্ভব ব্যাখ্যা খোজে এবং সেটার জন্য কাজ করে । আমরা ( ৩য় বিশ্বের যারা ) আল্লায় করছে জিন করছে সবই লীলা খেলা বলে উঠে চলে আসি । ইচ্ছা তো এক জনেরই কিন্তু মানুষ হিসাবে কারন খোজা তো দরকার
@8blue6green Жыл бұрын
আল্লাহ সর্বশক্তিমান৷❤
@mdhabebullah5024 Жыл бұрын
আল্লাহু আকবার। যিনি জীবন দান করতে পারেন তিনি মৃত্যুও দিতে পারেন, ঠিক সেভাবেই মৃতকেও পুনরায় জীবিত করতে সক্ষম
@robiulahmed213 Жыл бұрын
আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ❤
@FreeUser3 Жыл бұрын
8:40, the ans: i think "Freezing temperature এ তার মস্তিষ্কের সেলগুলো এমন ফ্রিজিং হয়েছিল যে সেল-ড্যামেজ বা সেল-ডেড হিতে পারে নি, পুরোপুরি নিউট্রল হয়ে ছিল, পরে ওয়ার্ম-ব্লাড হার্টে দেয়ার পর মস্তিষ্কের সেলগুলো জীবিত হওয়া শুরু করে"
@NATTO-MONCHO Жыл бұрын
আল্লাহ যাকে যতটুকু হায়াত দান করেছে তার জীবনকাল ততটুকই নির্ধারিত,
@alien-human369 Жыл бұрын
🙏, এটা সম্পূর্ণ ভুল। আরো বড় ভুল হলো, যে ব্যাপারে কোন কিছু জানিনা সে ব্যাপারে উক্তি প্রদান করা।
@Electrical_energy_786officials Жыл бұрын
@@alien-human369 ki bolte chan ?
@alien-human369 Жыл бұрын
@@Electrical_energy_786officials খুব সহজ কথা! জীবনকে এগিয়ে নেয়ার জন্য বা বেঁচে থাকার জন্য আমরা খাদ্য গ্রহণ করি, কষ্ট করে খাদ্য গ্রহণ করার দরকার কি? হায়াত নির্ধারিত। অথবা অসুস্থ হলে ঔষধ গ্রহন করারই বা প্রয়োজন কি??
@MDAKTARUZZAMAN-l3v Жыл бұрын
@@alien-human369ভুল হলে আপনে মরে দেখেন বাঁচতে পারেন কিনা
@clashamman158 Жыл бұрын
@@alien-human369apni ki gravity bissas koren?eita toh kora uchita na karon eita amra jani na.effect dekhe labh ki.kiamot e bujha jabe kar kase sob jana,khomotaban,sristikorta
@maohabrubel5306 Жыл бұрын
আসল কথা হচ্ছে,আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছেন তাই তিনি জীবিতবা সুস্থ হয়েছেন।
@litonshingha2321 Жыл бұрын
সব সময় ই থাকবে ত্যানা কথা।
@Taniakhatunpapri Жыл бұрын
@@litonshingha2321ভগবান আমার চুদির বাল ভগবান আমার চুদির বাল ভগবান আমার চুদির বাল ভগবান আমার চুদির বাল ভগবান আমার চুদির বাল
চিকিৎসা না নিলে "আল্লাহপাকের ইচ্ছায়" লোকটা বাচতো ? এক অমুসলিম আল্লাহপাকের ইচ্ছায় বেচে গেলো, আর ইয়েমেনের লাখ লাখ মুসলিম শিশু মারা যাচ্ছে কেন ?
@SamsulIslamSanto Жыл бұрын
স্যার আপনাকে আমি অনেকদিন ধরে ফলো করতেছি। আপনি সব বিষয়ে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে বলতে পারেন। বিজ্ঞানসম্মত কথা বলেন। আপনার কাছে আমার অনুরোধ মাস্টারবেশন কয়েকটা ভিডিও তৈরি করেন ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন যাতে আমাদের যুব সমাজ অনেক কিছু জানতে পারবে আশা করি আপনি বুঝতে পারছেন
@ariyanrony9650 Жыл бұрын
বাচতে চাইলে ছেড়ে দেও,,নয়তো আমার মত তোমার ও হবে
@MoinUddin-ly7nc Жыл бұрын
খুব ভালো তথ্য সম্বৃদ্ধ পোস্ট এবং অনেক আন্তরিক ও উন্নত চিকিৎসা ব্যবস্থার বর্ননা 🙂।
@fnp-m Жыл бұрын
সর্বজ্ঞানী আল্লাহ তায়ালা ই সব পারেন তিনিই সর্ব শক্তিমান যিনি আমাদের এবং এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন।
@mdanisanis9908 Жыл бұрын
After all, চিরসত্য এটাই, রাখে আল্লাহ মারে কে ❤❤❤
@আধুনিক_ডিজাইন Жыл бұрын
যেখানে মানুষের জ্ঞান শেষ সেখান থেকেই আল্লাহর মোজেজা শুরু
@xyzcreators Жыл бұрын
এখানে মানুষের জ্ঞান শেষ কোথায়? জ্ঞান না থাকলে বাঁচানো সম্ভব হতো? বলেন যেখানে আল্লাহর জ্ঞান শেষ সেখানে ইহুদি খ্রিস্টানের জ্ঞান শুরু।
@WBP4697 Жыл бұрын
আপনি বলতে পারেন বিজ্ঞান কোথায় গিয়ে শেষ হইছে।
@JK-tb7ej Жыл бұрын
😂😂 বলদের বাচ্চা
@abusaim3573 Жыл бұрын
আল্লাহ রে কখনো দেখছেন মিয়া? সৃষ্টি কর্তা থাকলে তার এতো ঠেকা পরে নাই ১৪০০ বছর আগে একজন রে দিয়া তার জানান দিবে। এমন ধর্ম ৪ হাজার এর উপর মানুষ বানাইছে তায় এগুলা ভুয়া 😂😂😂
@Musa-Taki Жыл бұрын
@@WBP4697 বিজ্ঞান শেষ হবে কেন? তা তো মহান আল্লাহ্র সৃষ্টি । যা শেষ হবার, তা হচ্ছে মানুষের জ্ঞান ।। যেমন বারমুডা ট্রায়াঙ্গেল এর অভ্যন্তরে কী রয়েছে?? // সৌদি আরবের "ওয়াদি আল-বেইদা" বা "ওয়াদি আল-জীন" -এর রহস্য কী?? মানুষ কি তা আজ অবধি জানতে পেরেছে??? = একমাত্র তখনই জানা সম্ভব, যখন সৃষ্টিকর্তা আদেশ করবেন বা ইচ্ছা করবেন।।
@user-ql7hb2nf2 Жыл бұрын
আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখা যাই,,, ধন্যবাদ ❤❤
@jonakidoco Жыл бұрын
এক ভিডিওতে অনেক কিছু জানলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই❤
@depongkarsarkar2061 Жыл бұрын
কল্পিত বা অলৌকিক কোন সত্তার দোহাই না দিয়ে সুন্দরভাবে বৈগগানিক ব্যখা তুলে ধরার জন্য সত্যই অশেষ ধন্যবাদ।
@Radium_sr Жыл бұрын
আপনাদের মত শিক্ষিত মূর্খরাই নাস্তিক হয়ে যায় এত কিছু জানা আর বোঝা লাগেনা সৃষ্টিকর্তার অস্তিত্ব জানতে। নিজের এই শরীরের দিকে তাকালেই কত কিছু বোঝা যায়। ❤নিশ্চয়ই জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে❤ আল কুরআন।
@Alanwalker11.11 Жыл бұрын
অশিক্ষিত মূর্খ বানান সঠিক করে লিখতে জানিস না আবার বড় বড় কথা। গোমূত্র খোর 😅
@sayemurrahman7975 Жыл бұрын
কিন্তু মাটির পুতুলের দোহাই দেয়া যায়?তাই না?
@zannat4124 Жыл бұрын
আপনার মন্তব্যটি খুবই খারাপ লাগলো! বিজ্ঞান এবং বৈজ্ঞানিককেও ঐ মহান সত্তাই সৃষ্টি করেছেন।সুবহানাল্লাহ!
@8blue6green Жыл бұрын
আপনার মন্তব্যটি সত্যিই খুব উস্কানীমুলক৷😡😠👿
@ShohanMonsteR0211 ай бұрын
এইধারনা থেকে হাইপারস্লিপ বা সায়েন্স ফিকেশন এর দীর্ঘমেয়াদী ১-২-৫০০ বছরের ঘুম সম্ভব হতে পারে।
@FakhrulAbedinSalafi Жыл бұрын
সাব্বির ভাই। টনসিল নিয়ে একটা ভিডিও দিলে ভালো হতো।
@meherabmahdi7028 Жыл бұрын
ami o cai
@FakhrulAbedinSalafi Жыл бұрын
@@meherabmahdi7028 দিলে খুব ভালো হতো। আসলে আমি এ সমস্যায় কয়েক বছর ভুগছি।
@AkibulHassan-ul2ox5 күн бұрын
Love a lot ❤ Sabbir Brother ❤
@tawhidardak24tv Жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার একটা বিষয় পরামর্শ দিবেন, পুরুষের যৌন ক্ষমতা কিভাবে বৃদ্ধি হয় এনিয়ে একটি ভিডিও আপলোড করেন।
@Eagle-FD Жыл бұрын
মহান আল্লাহ চাইলে সবকিছুই পারে❤️ Love from Bangladesh🇧🇩🇧🇩🇧🇩
@ShorabHosen247 Жыл бұрын
ধন্যবাদ প্রিয় সাব্বির ভাই ❤
@armanhossenjahid9753 Жыл бұрын
আপনার ভিডিওগুলো দেখা মানেই নতুন কিছু শেখা। ❤
@nazmayasmeenmunni7894 Жыл бұрын
এমন অসাধারণ একটা ঘটনা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
@ahsaaaan Жыл бұрын
সায়েন্স ফিকশন গল্পগুলোতে এই "শীতল ঘুম" এর কথা ছোটবেলা থেকেই পড়ে আসছি যেখানে শরীরের তাপমাত্রা কমিয়ে কয়েক 'শ বছর শীতল নিদ্রায় থাকার পর আবার জেগে ওঠা যায়, এতে দূরবর্তী গ্রহ যেগুলো কয়েক আলোকবর্ষ দূরে সেগুলো তে ভ্রমণ সম্ভব হয়.. তবে এটা এতদিন ফিকশন ই ছিল.. তবে বিজ্ঞানের অগ্রযাত্রার ধারাবাহিকতায় এটা হয়ত ভবিষ্যতে আর ফিকশন থাকবে না
@imtiazahammad9217 Жыл бұрын
hte pare❤Allah ta'la Manush k bujh dichen but Onk e bujhte chai na.
@mdfarooq6469 Жыл бұрын
Allahu akbar .allah caile sobi paren .ebong apnader keo allah shikkhar alo diyechen ei ghothonar maddhome ..so ❤u
@LoveBangladesh-fw2pf Жыл бұрын
সাব্বির ভাই,,মাইগ্রেন নিয়ে একটা স্পেশাল এপিসোড চাই
@SajalBaral-qq8mh9 ай бұрын
Huu vai dile valo hay.
@lionmonirujjaman189 Жыл бұрын
আল্লাহ তাআলা ই তাকে বাঁচিয়েছে
@Alamin-x1m Жыл бұрын
আল্লাহ কত কিছু মানুষের মাধ্যমে পৃথিবীতে নিয়ে আইছেন। এই জন্য আমাদের অলস হয়ে বসে না থেকে আমাদের যে চিন্তাগবেষণা করার মতো ব্রেইনের মতো অসাধারণ নিয়ামত দিছেন সেটার যথাযোগ্য হক আদায় করা দরকার। করলে আল্লাহ আরো কত কি যে আমাদের মাধ্যমে দেখাবেন সুবাহান-আল্লাহ। তাই আমাদের সবাইকে এই ব্রেন নিয়ামতের যথাযোগ্য হক আদায় করা উচিত। তা হলে আরো অনেক চমক সামনে পাবো ইনশাআল্লাহ।
@mariyamirza1665 Жыл бұрын
Allahu akbar ....sob allahor morji...
@mdalaminhamid4 Жыл бұрын
গুরুত্বপূর্ণ আলোচনার জন্য দোয়া করি❤️
@dhananjoymurmu6113 Жыл бұрын
Dada Onek valobasha roylo..... Amar goto 11 din dhore manoshik tension er karone matha thke gorom hawa o gorom vab ber and matha jalapora hocche keno... Ey niye onek chintate achi ey niye ekti video niye asun.... Thank you love from South dinajpur❤
@abusaim3573 Жыл бұрын
সব কিছুই কুরআন শরীফ গবেষণা করে পেয়েছে সুবহানাল্লাহ 😍😍😍
@abdulalim-dr3ko Жыл бұрын
😛☺️😆😁💯
@prankking1388 Жыл бұрын
আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম এবং পারি তাই আপনাকে অনেক ধন্যবাদ ❤
@Tahsan-Joy-e7n Жыл бұрын
একদম,,আমার যখন মন খারাপ থাকে তখনই আমি ঠান্ডা পানিতে গোসল করি আর তাৎক্ষণিক ভাবে মন ভালো হয়ে যায়
@AbdullahSawdagor Жыл бұрын
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিওগুলো দেখে অনেকটাই অভিজ্ঞতা আরছে
@ahmedhaque9151 Жыл бұрын
It was simply a miracle, my man.
@dfb1 Жыл бұрын
সত্যি আপনি অসাধারণ।
@nissanbiswas8432 Жыл бұрын
এইজন্যই সৃষ্টিকর্তা আর পিতা-মাতার পরেই ডাক্তারদের এর অবস্থান ❤
@mdjhossen-i2k Жыл бұрын
বাংলাদেশ বাদে😂
@rizwanahmedchowdhury9832 Жыл бұрын
@@mdjhossen-i2kআপনি কি তাহলে আপনার অথবা পরিবারের কাউকে কোনোদিনই বাংলাদেশের ডাক্তার দেখান না?
@mdjhossen-i2k Жыл бұрын
@@rizwanahmedchowdhury9832 দেখাই বলেই তো তাদের সম্পর্কে জেনেছি, না জানলে কি আর বলতাম।
@redberrydhaka8636 Жыл бұрын
@@rizwanahmedchowdhury9832 মানুষ তো বাধ্য হয়ে থানা-পুলিশে যায়, পাসপোর্টের দালালদের কাছেও যায়। ডায়াগনস্টিক সেন্টারের নির্ধারিত চার্জের উপর কমিশন নেয়াও দালালি বৈকি।
@Taheri009 Жыл бұрын
আল্লাহপাক বাঁচিয়ে রাখলে কেউ মরার ক্ষমতা নাই সবই আল্লাহর ইচ্ছা 😊
@titu1971 Жыл бұрын
চিকিৎসা না নিলে "আল্লাহপাকের ইচ্ছায়" লোকটা বাচতো ? এক অমুসলিম আল্লাহপাকের ইচ্ছায় বেচে গেলো, আর ইয়েমেনের লাখ লাখ মুসলিম শিশু মারা যাচ্ছে কেন ?
@istiakistiak6538 Жыл бұрын
Suspended animation নিয়ে একটা ভিডিও দিয়েন স্যার। Lots of love❤❤
@fuadsmakingcreation3868 Жыл бұрын
সুবাহানআল্লাহ আল্লাহ সবকিছুর মালিক চাইলে সব করতে পারেন, আল্লাহুআকবর..........
@cyrus2737-o2q19 күн бұрын
সবই ভগবানের আশির্বাদ 😌
@TheRavenleo Жыл бұрын
rakhe Allah mare ke? kichu bepar nai ba janlam. chere dilam Allah r rahmoter upor.❤
@abubakar360 Жыл бұрын
আপনার ভিডিও গুলো চমৎকার। আপনি জানেন, বিজ্ঞান দিয়ে সবকিছুর ব্যাখা করা সম্ভব নয়।
@madeformind7393 Жыл бұрын
কি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? মধ্যযুগীয় কল্পকাহিনী দিয়ে?
@Omarfaruk-yl3do Жыл бұрын
দুনিয়ার বিজ্ঞান যেখানে থেমে যায় 😮সেখানে আল্লাহর বিজ্ঞান অবিরত চালু থাকে❤ এই ঘটনাটি তার বাস্তব প্রমাণ আল্লাহু আকবার
Fast view or comment and like love from india ♥️❤️♥️🇮🇳🇮🇳🇮🇳
@NahidMiah-e6m Жыл бұрын
আসসালামু আলাইকুম, আমি একজন দশম শ্রেণির শিক্ষার্থী। আাপনার ভিডিও গুলো অনেক helpful. """" মানুষের মধ্যে রক্তের কোন প্রভাব আছে আর যদি থাকে তাহলে কোন গ্রুপের রক্তের মানুষ কেমন তা নিয়ে একটি ভিডিও বানালে অনেক উপকৃত হবো। """"
@jiaulislamjuwel5436 Жыл бұрын
স্কাবিস ভাইরাস এর চুল্কানি নিয়ে একটা ভিডিও চাই স্যার❤ভালোবাসা রইলো আপনার জন্নে,
@shakhowat.poet10 Жыл бұрын
সুন্দর একটি ভিডিও। ভালো লাগলো ❤
@NIF10k Жыл бұрын
উচ্চতা বৃদ্ধির যে ঔষধ 'high develop' এই বিষয় নিয়ে একটা ভিডিও বানান
@jobowhistlin Жыл бұрын
ভাইয়া আপনার video গুলা আসলে অনেক ভালো লাগে ❤
@ronaldbala9958 Жыл бұрын
Wow! Such an interesting case!! Thanks for sharing bhaiya.
@PorjotokMymensingh Жыл бұрын
চমৎকার উপস্থাপনা 😊
@alamkhan4810 Жыл бұрын
মহান আল্লাহ চাইলে সব সম্ভব।
@Asick-m8j Жыл бұрын
আসলে আঙ্কেল ব্রেনের কোর্সগুলো জীবিত থাকার জন্য অক্সিজেন পরিমাণ মত থাকা প্রয়োজন। তাই যেহেতু ঠান্ডার কারণে নিউরন গুলোর অক্সিজেনে প্রয়োজন হয় না, তাই নিউরন গুলো জীবিত থাকবে এবং লোকটির ব্রেনের কোন ক্ষতি হবে না ।
@MDIMAM-pc6zf Жыл бұрын
right bolsan ,,,, thanks bro , good idea
@fredrickson7922 Жыл бұрын
Amaro same jinis tai mne hoccilo
@SaonkhanMithila-wh1cj Жыл бұрын
স্যার আমি শাওন খান আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি এবং অনেক কিছু জানতে পেরেছি। আমি রাজবাড়ী জেলা থেকে।
@smrasel752 Жыл бұрын
ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। এখনতো শীতের সময় আমরা অনেকেই পায়ে মোজা পড়ে ঘুমাই। এতে কি কোন ক্ষতি হবে যদি জানাতেন। আর আমার মত কেউ যদি এ ব্যাপারে জানতে চান তাহলে লাইক দিন। ধন্যবাদ
@sajjadhossen2387 Жыл бұрын
ধন্যবাদ গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য। ❤❤❤
@apurbopaul5498 Жыл бұрын
আজকাল ফেসবুক ও KZbin এ উচ্চতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করছে। এখন প্রশ্ন এইসব খেলে কী সত্যি উচ্চতা বৃদ্ধি পায়? আর এসব জিনিস স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর তা নিয়ে একটি ভিডিও চাই। Sabbir ভাইয়া এই নিয়ে ভিডিও দিলে অনেক উচ্চতা বাড়ানো নিয়ে বিভিন্ন ধরনের ধারণা কেটে যাবে। আশা করছি এই নিয়ে একটি ভিডিও দিবেন দ্রুত।❤ এই বিষয় নিয়ে যারা ভিডিও চান সবাই লাইক দিবেন👍👍
@shahjalalmithu6810 Жыл бұрын
এই পদ্ধতি কাজে লাগিয়ে ফিউচারে লং ডিস্টেন্সে ট্রাভেলের জন্য ফ্রোজেন স্লিপের ব্যবস্থা করা যেতে পারে
@AmnaAmna-dr3pb Жыл бұрын
Your videos are awesome.Its always helps us in study
@sajjadhossainshuvo6975 Жыл бұрын
Interesting case. Want to see more videos like this one.
@mrkairitek Жыл бұрын
bha valo laglo
@mdmeheraj5674 Жыл бұрын
অন্ডকোষ ব্যাথা করে এই সম্পর্কিত একটি ভিডিও বানান ভাইয়া ❤
@SaroarHosenSowrov-zq5ut11 ай бұрын
ভাইয়া,Knock Knee সমস্যা নিয়ে যদি একটা ভিডিও দিতেন। অনেক উপকৃত হতাম।এই সমস্যা থেকে বের হবার কোনো উপায় থাকলে যদি বলতেন?
@Ashikur1207 Жыл бұрын
এ গুলো আল্লাহর নিদর্শন❤🎉❤
@mrjilanei8140 Жыл бұрын
আল্লাহ পাক রব্বুল আলামীন চাইলে সবই সম্ভব
@agromedia874 Жыл бұрын
এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে মানুষ অন্যান্য galaxy সৌরজগৎ গ্রহ ভ্রমণ করতে পারবে।
@eliashossain3845 Жыл бұрын
আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা নিয়ে একটি ভিডিও দিবেন,please.
@halcyonfaysal2801 Жыл бұрын
খুবই ভালো লাগলো ❤
@drjosimtreatment2060 Жыл бұрын
স্যার নার্ভাস সিস্টেমের ইস্টিমোলেটিং স্ট্রং থাকায় ড্যামেজ না হওয়ার অন্যতম একটা কারণ।আপনার ভিডিও আমার খুব ভালো লাগে
@cshg Жыл бұрын
প্রিয় ভাই ❤
@mdrahman9636 Жыл бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনি যদি আমার একটা আবদার রাখতেন? বর্তমানে এই রোগ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, তা হলো ভেরিকোচিল। ভাইয়া এই রোগটার একটা ভিডিও দিলে অনেক উপকৃত হবো। এবং কোন চিকিৎসা এই রোগের জন্য ভালো বুঝতে পারছি না, আপনি যদি একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতেন যে, হোমিওপ্যাথিক, ইউনানি, এবং এলোপ্যাথিক কোনটা ভালো হবে চিকিৎসায়? আশাকরি আপনি এ বিষয়ে একটি ভিডিও দিবেন।❤🙂
@MdShamim-ze2rl Жыл бұрын
I want to be a big doctor in future...And I'm little bit weak in English. By seeing your videos I can acquiring knowledge and also improving my English by running CC (Close Caption) PRAY FOR ME SO THAT I CAN FULFILL MY DREAMS.❤❤
@parvej.69 Жыл бұрын
যার মৃত্যু লেখা নেই সে কিভাবে মারা যাবে 😊
@shuvoahamed4479 Жыл бұрын
সাব্বির ভাই আমি আপনার মোটামুটি সব ভিডিও দেখি আমার একটা রিকুয়েষ্ট আছে বর্তমানে বাংলাদেশে যে লম্বা হওয়ার মেডিসিন বিক্রি হচ্ছে এটা নিয়ে একটু যদি ভিডিও বানাতেন তাহলে আমাদের অনেক উপকার হতো আমরা সচারাচর জানি মেডিসিন দিয়ে লম্বা হওয়া যায় না কিন্তু বর্তমানে একটা মেডিসিন দেখি সব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এটারে প্রোমোট করে যাচ্ছে! আপনার কাছে আমার রিকুয়েষ্ট এটা নিয়ে ভিডিও বানানিয়ে এটা খেলে ভবিষ্যতে কি কি সাইড ইফেক্ট হতে পারে??? অনেক অনেক রিকুয়েষ্ট থাকলো ভাই আশা করি খুব শীঘ্রই ভিডিও দেখতে পাবো আর হ্যা ভাই অনেক জন্য অনেক অনেক ভালোবাসা রইলো দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন❤❤❤❤
@jahangiralam3192 Жыл бұрын
Assalamualaikum bro.aponer protita vedio valo.kidney valo rakhar o damage hober akta vedieo korben.
@khanibrahim7502 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ❤
@pronoy77669 Жыл бұрын
Incredible.!! Very interesting...God is great.
@66576827 Жыл бұрын
আমি ডাক্তার নই বা বিজ্ঞানের ছাত্রও নই। আমার মনে হয় ব্রেইনে অক্সিজেন এর কণা সহ রক্ত জমাট বেঁধে ছিল। শরীরে গরম রক্ত সরবরাহের সাথে সাথে রক্ত পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। হয়ত ২৪ ঘন্টা পার হলে ব্রেইনের কোষ গুলো খারাপ হওয়া ( transformation) শুরু হতো।
@MahfuzMolla-s8o Жыл бұрын
ভাইয়া আপনি যদি মাথা ব্যথা কেন হয় মাথা সবসময় কেন ভারি থাকে মাথার সাথে সাথে চোখও ব্যথা করে কেন এই বিষয় নিয়ে একটা ভিডিও দিলে ভালো হতো।😊😊😊❤🎉
@dohamonivlog Жыл бұрын
তাদের ডাক্তাররা কতটা দায়িত্ব জ্ঞান সম্পন্ন
@smsrijon5065 Жыл бұрын
ব্রেনের কোষ গুলো হয়তো,, ওই ঠান্ডা Snow এর কারনেই সতেজ ছিলো,, তাই কোষ গুলোর ক্ষতি হয় নি💜😒
@taufik9848 Жыл бұрын
ভাইয়া বাজারের যে বড় ড্রাগন ফল গুলো পাওয়া যাচ্ছে সেটি নিয়ে ভিডিও করার রিকোয়েস্ট রইলো ❤❤
@FarimanFariman-cl5nq Жыл бұрын
Fill like that amazing lost of love 💕 my ahalla and thanks doctor tem
@TechForSoul2024 Жыл бұрын
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক। আমিন ❤️❤️
@AHMEDTV11 Жыл бұрын
জীবন আর মৃত্যু এই সব যে আল্লাহ তায়ালার হাতে, এটাই তার প্রমান,২য় যতো ব্যখা দাড় করা হোক,তা গ্রহন যোগ্য নয়
@YasinAhmed-f9e Жыл бұрын
এর ব্যাখ্যা হচ্ছে হুট করে ব্রেইনের সেল গুলো ফ্রিজ হয়ে গিয়েছিলো। সব কিছু এতো তারাতাড়ি হয়ায় ক্ষতি হয়ার কোনো সুযোগ পায়নি। কারন ব্রেইন তো ৫ মিনিট অক্সিজেন ছাড়া বাছতে পারে। আর এখানে ২-৩ মিনিটের মধ্যে প্রচন্ড ঠান্ডায় ব্রেইন বন্ধ হয়ে যায়। তাই হয়তো কিছু হয় নি।😊