কল্যাণীয়াসু, আমার মাস্টারমশাই বলতেন, " the human voice is the very best instrument, not even the violin comes close". আজ 50-55 বছর ধরে ওনার কথার সত্যতা হৃদয়ঙ্গম করছি। আজ সকালে অপ্রত্যাশিত ভাবে আমার ইউটিউব পাতায় তোমার এই গানটি পেয়ে আবারো তা উপলব্ধি করলাম। মনে হলো , গানে ডুবে যাই, আর উঠবোনা, দম নিতেও না। অপূর্ব লাগলো, এই ভিডিওর তোমরা সবাই আমার স্নেহাশিস নিও, শকুন্তলা বসু
@FEELMEpalash4 жыл бұрын
'গানে ডুবে যাই, আর উঠবো না, দম নিতেও না' - আহা আহা 👌 ভালোলাগার যথার্থ প্রকাশ
@softwareworld273 жыл бұрын
গানে ডুবে যাই, আর উঠবো না, দম নিতেও না
@jabaroy61913 жыл бұрын
🙏🙏🙏
@leandromarley533 жыл бұрын
InstaBlaster...
@mukit283 жыл бұрын
QQq
@sav15663 жыл бұрын
আমি একদিনও না দেখিলাম তারে বাড়ির কাছে আরশীনগর সেথা পড়শী বসত করে একঘর পড়শী বসত করে আমি একদিনও না দেখিলাম তারে... বাড়ির কাছে আরশীনগর সেথা পড়শী বসত করে একঘর পড়শী বসত করে আমি একদিনও না দেখিলাম তারে গিরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা, নাই তরণী পাড়ে গিরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা, নাই তরণী পাড়ে বাঞ্ছা করি দেখবো তারে বাঞ্ছা করি দেখবো তারে কেমনে সেথা যাই রে আমি কেমনে সেথা যাই রে আমি একদিনও না দেখিলাম তারে বাড়ির কাছে আরশীনগর সেথা পড়শী বসত করে একঘর পড়শী বসত করে আমি একদিনও না দেখিলাম তারে কি বলবো পড়শীর কথা হস্ত-পদ, স্কন্ধ-মাথা নাই রে কি বলবো পড়শীর কথা হস্ত-পদ, স্কন্ধ-মাথা নাই রে ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীড়ে ও সে ক্ষণেক ভাসে নীড়ে আমি একদিনও না দেখিলাম তারে পড়শী যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেতো দূরে পড়শী যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেতো দূরে সে আর লালন একখানে রয় সে আর লালন একখানে রয় লক্ষ যোজন ফাঁক রে তবু লক্ষ যোজন ফাঁক রে আমি একদিনও না দেখিলাম তারে বাড়ির কাছে আরশীনগর সেথা পড়শী বসত করে একঘর পড়শী বসত করে আমি একদিনও না দেখিলাম তারে
@liton7563 Жыл бұрын
লালন ফকির
@amritaroy4 жыл бұрын
Under immense pressure of exam, gonna sleep with this song. That’s my kind of relaxation. “আরশিনগর” 🖤
@swagatabasu81053 жыл бұрын
আমি একদিনও না দেখিলাম তারে, তবু বারবার অনুভবে পাই তারে.. সেথা মনের এক্ কোণে.. তুমি বহুদূরে তবুও মোর কাছেই..❤️❤️ লালন ফকিরের এই গান যতবার আপনার গলায় শুনবো, ততবার মুগ্ধ হয়ে , চোখ বন্ধ রেখে কেবলই অনুভব করে যাবো.. এমন গলায় গানের সুরও বলে আমি তোমায় ডুবে রবো সর্বক্ষণ
@rudraanarja27068 жыл бұрын
লোকজ গান গুলোকে আপনি আপনার মতো করে একটা নতুন রুপ দিয়েছেন, যার মধ্যে হৃদয়কে স্পর্শ করার শক্তি রয়েছে। এক কথায় "অসাধারন" এবং আমি মুগ্ধ।
@মানুষেরখোঁজে7 жыл бұрын
Rudra Anarja sera
@kajolmondal81626 жыл бұрын
Eta Lalon Geeti.
@sampritydawn42812 жыл бұрын
❤❤
@bikashbhattacharjee93686 жыл бұрын
সাহানা সহজে তুমি অনেক সরল।লোকগীতি তোমার কন্ঠে কি মনে হয় জানো? কাঠফাটা রোদে যেনো চুলখোলা এক বট গাছের নিচে বসে আমি,আমরা।
@Amar-Prithibi5 жыл бұрын
Bikash Bhattacharjee nice song, different music & singing but most worst picture... pls change that Video
@raktimnandi95665 жыл бұрын
@@Amar-Prithibi কেন? আরশিনগর অর্থাৎ City of mirrors, এক্ষেত্রে নানারকম Mirror effect দেখানোর চেষ্টা করা হয়েছে। একটু অন্যরকম হলেও গানের soul এর সঙ্গেই যাচ্ছে ভিডিওটা।
@foreverdirectioner9285 жыл бұрын
@@Amar-Prithibi you don't know about music
@shreenidhithakur35544 жыл бұрын
Shotti chokhe jol chole elo, onk emotions joriye ache.
@salmanrahman44702 жыл бұрын
I read this comment about 2/3 years ago, and till date, every time I played this song.. I am reminded of this very comment. I haven’t seen anyone describing a feeling with such simple words.
@debanjansarkar-21926 жыл бұрын
এটি ছোট কবিতা হিসেবে, আমাদের পাঠক্রমের অন্তর্ভুক্ত ছিল. তখন বুঝতাম না, মানে, এখন ও বুঝি না. তবে এখন অনুভব করতে পারি.
@mdakash3244 жыл бұрын
তাই
@eshapaul56924 жыл бұрын
Class 11 e chilo..😊😊
@proshantaking86214 жыл бұрын
sunar tori
@chandrika.sarker4 жыл бұрын
আমার বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তাঁরে।। মর্ম: এখানে বাড়ি বলতে বোঝানো হচ্ছে দেহকে। আমাদের দেহে থাকে মন। সেই মনকে বলা হচ্ছে আরশিনগর অর্থাৎ আয়নার জগত। আয়না স্বচ্ছ হলে তাতে যেমন সবকিছু প্রতিফলিত হয়, আমাদের মনও তেমন পাপমুক্ত হলে তাতে বিশ্বব্রহ্মাণ্ডের নিগূঢ় রহস্যগুলোর প্রতিফলন ঘটে। আয়না খুব সহজেই ভেঙ্গে যায়, তাই উচিত তাকে সাবধানে রাখা৷ মানবমনও খুব সহজেই ভেঙ্গে যায়। আমরা যখন পার্থিব মোহে পড়ে যাই, তখন আমাদের মন বিষণ্ণ হয় তথা ভেঙে যায়৷ তাই মনকে পার্থিব মোহ থেকে মুক্ত রাখতে হবে৷ কারণ এই মন বা অন্তরেই বাস করেন আমাদের ঈশ্বর, আমাদের স্রষ্টা। তিনি তো আর ভাঙাচোরা ঘরে থাকবেন না৷ লালন তাঁকে পড়শি বা প্রতিবেশী বলেছেন। কারণ তিনি আমাদের দেহের ভেতরেই আছেন, খুব কাছে, মনের মাঝে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, আমরা পাপে এতটাই জর্জরিত হয়ে যাই যে, কোনদিন তাঁকে দেখতে পাই না। অথচ তিনি আমাদের মাঝে সদা-বিদ্যমান।
@goutammallick13734 жыл бұрын
@@chandrika.sarker great
@rachelbrogniet22928 ай бұрын
The rare creations of a Seldon born talent like Lalon shah should be known in the world. Can Bangla Academy translate his work in collaboration with the western producers and make it known to the west as it is known in the east? The rest of the world is deprived from a huge chunk of art and culture. ❤
@seraphimpal88795 жыл бұрын
যতই শুনি এই গানটি আমি ততই ডুবে যাই এই গানের মধ্যে ... আসাধারন আপনি.....
@শব্দমালা-ট৫ল4 жыл бұрын
অপূর্ব এক স্নিগ্ধতায় মন ভরে গেল,🙏।
@jobayerislamrahul7332 жыл бұрын
এই ৮ মিনিট ১০ সেকেন্ড কই যে হারাইয়া যাই নিজেও জানি না।অসম্ভব ভালো লাগে যা বলে বোঝানো খুব কঠিন।গানটার প্রতি ভালোবাসা কোনোদিনও শেষ হবে না❤️
@truthspeaker123 жыл бұрын
bangladeshi folk song is so beautiful, not only you sang this nicely the video is outstanding capture of the depth of the song
@kaushiktripathi3242 жыл бұрын
অসাধারণ, আপনার গলায় রবীন্দ্রসংগীত শুনেছি অপূর্ব লেগেছে আজ লালনের গান শুনে মনে হচ্ছে magical voice , শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন
@ankonbarua9054 Жыл бұрын
দাদা এটা লালন গীতি
@Nazmisstar6 жыл бұрын
Maa, you made me cry.... Oh how I long to meet my neighbour.... my "moner manush"
@farhadh.65445 жыл бұрын
are u also from isckon? :D
@priyankabachhar19926 жыл бұрын
Your voice has such an amazing healing power...Playing your songs on loop helped me magically when I was on my way in getting back to life from a broken self..much love ❤️❤️❤️
@narattamchakraborty91513 жыл бұрын
অনেক ভালোবাসা নিও দিদি ভাই ,তোমার কণ্ঠে লালন শাই জির প্রতিটা গান শুনবার খুব সাধ জাগে মনে ।
I didn't want to be in tears at 8.30 in the morning almost 8000km from the place I call home, but here I am...
@meghnasaha98904 жыл бұрын
রোজ রাতে আমার দু চোখে ঘুম হয়ে আসে এই শান্ত ধ্বনি ।
@indrarupsaha31984 жыл бұрын
Heartfelt regards Madam !! I feel you are one the best singers of your generation. I especially love the Bengali folk songs sung by you - it instantly transfers one to a different world !!!
@ananya5164 жыл бұрын
আহা ❤️ এই আমার বাংলা। আর এই বাংলার শিল্পী❤️
@rupalidebroy11134 жыл бұрын
প্রাণ জুড়িয়ে গেল 👌 আরো গান শুনতে চাই আপনার কাছ থেকে 🙏
Sahana your voice is still wow❤ Hearing this in 2024. I think if i born again in 2078 I badly miss your voice 🎉
@bharatipratimasaha51024 жыл бұрын
অসাধারণ! মনপ্রাণ জুড়িয়ে গেল
@Ashimakram6710 ай бұрын
When I hear it I can feel the depth of this song. If lalon was alive I would have to go to meet him .
@bipashadas9854 Жыл бұрын
এত মুগ্ধ হয়ে যাই কেন এই গানে জানিনা । ঠিক জেন ঘুম পাড়া নি গান
@TD-fc5er4 жыл бұрын
incredible. jonmo sarthok.. aha aha aha ki sunlam
@bratatimahadanda8692 Жыл бұрын
barir kache arshinagar........ei ganta just touch my emotions
@gouranga51893 жыл бұрын
Darun. Eta Amar pochhonder ekta gan ..khub sundor ganer lyrics .
@arijit10505 жыл бұрын
Osadharon laglo..... 12th ar boi te 1st pore 6ilm......2017 te....gaan ta pete pete 2 yr lege galo...thank u .....
@shimul_kanti_sarker84233 жыл бұрын
I fall in love with your tune again and again 😍😍 Has been heard countless times 💕 It still fascinates me like new.
@soebullahmiyan11 ай бұрын
I love Lalon Shaiji from Kushtia!
@emonhossain4738 Жыл бұрын
যখন ১১ এর ছাত্র ছিলাম তখনো শুনতাম এখন ছাত্র জীবন শেষ এখনো শুনি ✌️
@niteshroy260 Жыл бұрын
Hey @KZbin you can't just put an add in such an amazing creation . No you can't.......
@rabbi15834 жыл бұрын
একসময় ছিলো যখন এই গান বিনিময় হতো আমাদের মাঝে, গভীর রাতে তখন এই গান আর সে। এখন অনেক রাত যায় ও যাচ্ছে সাথে এই গান। কিন্তু পরশির ছোয়া আর নেই।
@surojpaul144 жыл бұрын
Osadharon hoache Didi💓
@keyadas39555 жыл бұрын
কান দুটি যেন সার্থক হলো❤❤❤❤❤
@zunairahzoufisha33344 жыл бұрын
Same to me , her song sooth my ear's
@subhangsupaul56414 жыл бұрын
কোনোদিন বোঝার চেষ্টা করেছো যে কিভাবে তুমি দাড়িয়ে thako? গানটা খুবই ভালো।সেটা নিয়ে কথা না।পারলে কোনোদিন linkinpark বা slipknot শুনো কান দুটো সার্থক হবে!।
@keyadas39554 жыл бұрын
@@subhangsupaul5641 এক কাজ করুন আমি কিভাবে দাঁড়িয়ে থাকি সেটা আপনি বরং এসে আমায় দায়িত্ব নিয়ে বুঝিয়ে দিন কেমন। আর রইল বাকি কানের সার্থকতার কথা,কোন গান শুনে কার কান কিভাবে সার্থক হবে এটা একান্তই অনুভূতির ব্যাপার। তবে হ্যাঁ আপনার বলা গান দুটিও শুনে দেখবো।
@subhangsupaul56414 жыл бұрын
@@keyadas3955 বিদ্যালয় এ এসব sekhato জে কিভাবে আমরা দাড়িয়ে থাকি। হম সেটা সঠিক জে personal অনুভূতি।👍
@keyadas39554 жыл бұрын
@@subhangsupaul5641 ঠিক তাই।সেরকমই কে কিভাবে দাঁড়িয়ে থাকবে বা আছে,বা কিভাবে দাঁড়াতে হয় সেটা না হয় বিদ্যালয়ের ওপরেই ছেড়ে দেওয়া উচিত।আপনি না বলে দিলেও চলবে যে "কোনোদিন বোঝার চেষ্টা করেছো, তুমি কিভাবে দাঁড়িয়ে থাকো?"
@sweetysiku75983 жыл бұрын
গানটা শোনার পর দু চোখে জল চলে এল🥺❤
@utsobmrong86918 ай бұрын
আত্মিক গান শুনতে অনেক ভালো লাগলো ,,, লালন শাহ অমর ❤❤❤
@niloydas86256 жыл бұрын
apu aj rat 12-5 ta projonto apner ai gan ta e sunlam. amazing voice apner.
@crazywithsusmita72212 жыл бұрын
Your voice is so magical ❤️
@dollabhowmik42764 жыл бұрын
গানের তরীতে ভাসিয়ে নিয়ে গেলে অনেক অনেক দূরে.... ❤️
@rubberneck15034 жыл бұрын
Didi ami tomar gaaner sob theke baro fan . Ki apurbo gao tumi. Amar jakhoni mon ashanto hoy protyek bar tomar gaan suni.
@sumonchandrashil84066 жыл бұрын
গানটা আমার অনেক প্রিয়। অনেকের কন্ঠে শুনলাম, তবে আপনারটাই সব থেকে ভালো লাগলো। মনে হচ্ছে গানটা আপনার জন্যই লিখেছিলেন লালনসাই। অনেকে তো গানের মানটাও রাখতে পারে নাই।
@shamimara75862 жыл бұрын
দারুণ গেয়েছেন দিদি! কি সুন্দর মিষ্টি কণ্ঠ!!
@rkmoitra1233 жыл бұрын
Incredible.. the best voice in the present generation... 🌹🎶🙏
@User743618 ай бұрын
অপূর্ব
@uschingmarma29502 жыл бұрын
সেরা❤️❤️
@tapashsarma414 Жыл бұрын
বাহ্❤
@sunithbanerjee_302 жыл бұрын
দুদিন পর বাংলা পরীক্ষা... বইতে পড়তে পড়তে হঠাৎই গানটা শুনতে ইচ্ছা করল। চমৎকার
@sanchitadutta69882 жыл бұрын
Same here
@Mrrex3292 жыл бұрын
কিছু দিন পরে রেজাল্ট আমাদের । মাথা ঠাণ্ডা রাখার জন্য পুরো পারফেক্ট জিনিস
@animeshbhattacharyya44913 жыл бұрын
আহা ! গানডা বড়ো ভাইলো বাঁইধছে গো....
@hasija1311 Жыл бұрын
Sahana is a fantastic singer.
@shadmansamin12337 жыл бұрын
so far the best one I've heard
@gomezacid2009 Жыл бұрын
সময়টা ৩বছর হলেও মনে হচ্ছে যেন অনেক বছরের পরিচিত মানুষ আমার, কত কাছের, কাজের প্রচন্ড চাপে যখন দেখতাম মানুষটা চুপি শারে কাজ করে যাচ্ছে তখন আর নিজের কষ্টটা কিছুই মনে হতো না, কর্মস্থলে তার অনুপ্রেরণা, কাজের গতি এনে দিয়েছিল অন্যরকম, কখনো বুঝতে পারি নি এভাবে বিদায় দিতে হবে আপনাকে, ভালো থাকবেন, দোয়া করি আপনার জন্য, অনেক দূর যাবেন...
@apurbomanik28704 жыл бұрын
বার বার শুনলেও আবার ইচ্ছে করে শুনতে।।।
@madhobmondol12192 ай бұрын
বাড়ির কাছে আরশী নগর সেথা পড়শী বসত করে, একঘর পড়শী বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী, পারে, গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী, পারে, বাঞ্ছা করি দেখব তারে, বাঞ্ছা করি দেখব তারে কেমনে সেথা যাই রে, আমি কেমনে সেথা যাই রে, আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির কাছে আরশী নগর সেথা পড়শী বসত করে, একঘর পড়শী বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।। কি বলবো পড়শীর কথা হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে, কি বলবো পড়শীর কথা হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে, ক্ষণেক থাকে শূণ্যের উপর, ক্ষণেক থাকে শূণ্যের উপর ক্ষণেক ভাসে নীরে, ওসে ক্ষণেক ভাসে নীরে, আমি একদিনও না দেখিলাম তারে। পড়শী যদি আমায় ছুঁতো, যম যাতনা সকল যেতো, দূরে, পড়শী যদি আমায় ছুঁতো, যম যাতনা সকল যেতো, দূরে, সে আর লালন একখানে রয়, সে আর লালন একখানে রয় লক্ষ যোজন ফাঁক রে, তবু লক্ষ যোজন ফাঁক রে, আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির কাছে আরশী নগর সেথা পড়শী বসত করে, একঘর পড়শী বসত করে আমি একদিনও না.. দেখিলাম তারে।।
@murdhonno_koi4 жыл бұрын
-3 years later, If you're still watching this you're a legend.
@dolonmollik31164 жыл бұрын
Love You Bajepaie 😍😘
@dassaurav96094 жыл бұрын
Gaan er mixing ta darun... Sundar customised sound... Ami erokom idea khujchhilan mixing er jonye... Surely this will be great reference.
@susmitsandip12974 жыл бұрын
Awesome vediography with stupendous voice, great indeed
@ambarishbhattacharya89187 жыл бұрын
Sahana di , darun . Sayan dar gaan onk din thekeke sunche But Tomar gaan-a dub dilam MANUS BOJLE diye. r tomar ganer fan hoye gelam. Daru Daun
@kmyeasin296 жыл бұрын
Sayan is a girl
@kmyeasin296 жыл бұрын
Farzana wahid sayan
@darkgirl96794 жыл бұрын
আপনার কন্ঠে ঈশ্বর বাস করে, আপনি এত ভালো গান করেন! 😍
@reemasaha8792 жыл бұрын
Apurbo
@ASoloTravelerRajdeep2 жыл бұрын
Just outstanding. 🙏🔥
@adortv.3466 Жыл бұрын
লালনের আরশি নগর💖❤️❣️
@sanjitraharoy71726 жыл бұрын
Darunnnn
@sagardey58224 жыл бұрын
মুগ্ধ হয়ে গেলাম❤️❤️
@pollobemon75384 жыл бұрын
❤️❤️❤️নাই কিনারা নাই তরনী পাড়ে❣️❣️❣️
@shalomrana91333 жыл бұрын
বারবার শুনি গানটা একদম নতুন রুপে পাই গানটা 🌼🌼❣️❣️👌👌
@tanmoydas6174 жыл бұрын
দিদি বেশ মায়া ভরা তোমার গলাটা ❤
@krishnagopalbosu24195 жыл бұрын
মুগ্ধ। ❤️
@sagotomsaha85306 жыл бұрын
There's something magical in folk even rock hard heart easily melts 👏👏👌👌
@kuhuabhishiktaduttadutta40114 жыл бұрын
খুব ঠিক কথা।
@rifathaiderhossen7980 Жыл бұрын
ফরিদা পারভীন ছাড়া গানটা কারো কন্ঠেই ভাল লাগতোনা,,কিন্তু আপনি যে গায়ছেন জানতামই না,,আজ শুনলাম অনেক ভালো লাগলো,,আর একটা কথা,,এই জন্মে আমার বয়সী থাকলে বিয়ে করতাম আপনাকে,,আপনার আহ্লাদী কন্ঠে শুধু গান শুনতাম,🖤
@shankhagoswami3056 жыл бұрын
সত্যিই অপূর্ব, খুব সুন্দর
@cartoon18782 жыл бұрын
Voice just wow 💖🔥
@monishitabasuofficial79884 жыл бұрын
Mindblowing...... Ami tomar fan onek age thekei... Valo laglo 🥰🥰
@arnabbasakofficial5 жыл бұрын
Tomar fan hoye gelam... Kya bat
@mohammadahsanuddin1684 Жыл бұрын
ঘোরে থাকা যদি নেশা হয়ে থাকে, তবে এই গান ভয়ংকর মাদক!!!
@RafikulIslam-de2vn Жыл бұрын
Sahana, keep singing.
@jeetnayakofficial88314 жыл бұрын
It's makes me cry all the time 😭😌❤️
@kakar_jomidari2 жыл бұрын
হারিয়ে যায় যেন কোথা…..
@paprimajumder13764 жыл бұрын
Asadharon
@mdashikurrahman1632 жыл бұрын
অনেক আগে থেকেই পছন্দ আমার এই গান গুলা আর শাহানা আপুর উপর ক্রাশ
@sharifsheak63664 жыл бұрын
এতো ভালো লাগে কেন.? ভালোবাসা অবিরাম সাহানা আপু 💜💜
@somakundu61032 жыл бұрын
Song with deep meaning
@rejaulkhan-o5y6 ай бұрын
Very favorite song ❤❤ 👌👌🏻👌🏼👌🏽👌🏾👌🏿
@litonkumarray9357 ай бұрын
Excellent
@ujjaldas40197 жыл бұрын
অসাধারন।।
@ridwankhan76645 жыл бұрын
ভালোবাসা নিবেন দিদি,আপনার কন্ঠে এত মধু যে বারে বার আপনার গান শুনতে ইচ্ছে করে❤
@AARONAHAMMED2 жыл бұрын
Pressure Of Exam কিন্তু Vibe/Relax হতে এখানে আসা। (02/04/2022)
@subhranshugupta430111 ай бұрын
প্রাণ ফেরে যেন আহা..
@subhodeeproy93225 жыл бұрын
Captivating music hypnotizing voice!
@theelectricalworld769 Жыл бұрын
জীবনের এক তৃতীয়াংশ বয়েসে এসেও এই গান উপলব্ধি করতে পারছিনা 🙂
@kanthanilsiv7 жыл бұрын
খুব ভালো লাগলো।
@jesuisravi5 ай бұрын
Near my abode, there is a wondrous City of Mirror, where my Great Neighbor lives. Alas so near, yet I have failed my chance to see Him even for once! At the edge of my town there is a sea of unfathomable depth with no sight of shore, nor is there any boat. To meet this longing of seeing my Mysterious Neighbor's Face, how can I go to that placeless place? How can I describe My indescribable Neighbor, He Who is without form, without a norm. For one moment His epiphany breaks here, and the next moment He is beyond any trace of 'where', encompassing every 'where.' Had my Great Neighbor touched me only once, In an instant all my sufferings would finish, even the pangs of death would vanish. He and Lalon dwells in the same abode, Yet there are countless light years between them. Alas never have I seen Him once! Near my abode, there is a wondrous City of Mirror, where my Great Neighbor lives. Alas so near, yet I have failed my chance to see Him even for once!