Рет қаралды 25,333
সর্ব্বধর্ম্মাবতার শ্রীমৎ আনন্দ মহারাজ তাঁর এক প্রিয় শিষ্য শ্রী রামদয়াল সাধুর প্রার্থনায় কিছুক্ষণ ধ্যানস্থ থাকিয়া আরতির সৃষ্টি করেন। সর্ব্বধর্ম্মের সকল তত্ত্বই সংক্ষেপে আরতির মধ্যে রহিয়াছে। সর্ব্বধর্ম্মের উপাসকদের প্রাণের সকল রস পুষ্টির নিমিত্তে দয়াময় আরতির সৃষ্টি করিয়াছেন। সরল প্রাণে, বিশ্বাসের সহিত আরতি করিলে সকলের সাধন শক্তি বৃদ্ধি লাভ করিবে।