Рет қаралды 3,967
শ্রী শ্রী মা মনোরমা দেবী ছিলেন মিশন প্রতিষ্ঠাতা জগতগুরু শ্রীমৎ লবচন্দ্র পালের সহধর্মিনী। উনি মিশন জগতে লক্ষ্মীর গুনাবলী নিয়ে কার্য করেছে। তাছাড়া মা মনোরমা দেবী মহা মহাকালীর আদর্শে আদর্শিত ছিলেন। এই মনোরমা দেবী মিশন জগতে আসার পূর্বেই দয়াময় উনার সম্পর্কে গুরুমহারাজকে অবগত করেছিলেন। উনি গুরুমহারাজ পরলোক গমনের পর সর্ব্ব ধর্ম্ম মিশনের বহু কার্য সমাধান করে গেছেন। উনার সাধনবল দ্বারা দয়াময় জগতের অনেক কার্য তিনি করে গেছেন এবং মিশন রাজ্যকে সমৃদ্ধশালী করে গেছেন।