পুরানো জরাজীর্ণ কবর গুলো দেখে কান্নায় চোখ ভিজে যাচ্ছে। এই পৃথিবীর মাটিতে কোথাও না কোথাও আজকের এই আমাদের কবর থাকবে। কিন্তু আমাদের সেই কবরটি 50 বছর 100 বছর পর কি অবস্থা থাকবে ভেবেই কান্না থামাতে পারছিনা। কোথায় ছিলাম, কোথায় আছি, আর কোথায় থাকবো। একসময় জন্ম নেওয়া শিশু মা-বাবার আদরের বড় হওয়া, দাদা-দাদী নানা-নানির আদর, চাচা ফুফু মামা খালা সবার ভালোবাসা নিয়ে বেড়ে ওঠা সেই আমি হাজার বছর পরে পৃথিবীর মায়া ছেড়ে কোথায় থাকব। কোথায় থাকবে আমার কবর। মা-বাবা, ভাই-বোনের ভালোবাসা, প্রিয়তমা স্ত্রী, আদরের সন্তান গুলো রেখে যে সন্তানের কান্না শুনলে কলিজা ছিড়ে যায়, এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে আজীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যেতে হবে। কেউ আর মনে রাখবে না... আর ভাবতে পারছি না...
@niksonchakma2 жыл бұрын
😥😥😥
@imranbhai24857 ай бұрын
Assalamualaikum.Somvob hoile mrittur purbe akti bhalo Primary school tairee Kore jaben. ( Amon alakay jekhaane school kom aase)
@obonttivlogsАй бұрын
আপনার কথাগুলো শুনে আমিও কান্না করছি
@istiakahmedrabbir27312 жыл бұрын
আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বিভিন্ন আসন দখল করে বসে থাকা মানুষগুলোও একই ভাবে মৃত মানুষগুলোর মতো ঘুমিয়ে আছে। সত্যি খুব কষ্ট হয় যখন দেখি দেশের এতো প্রাচীন ঐতিহ্য/সম্পদ গুলো যত্নের অভাব, অবহেলা আর অনাদরে পরে থেকে থেকে নষ্ট হয়ে যায়।
@ChoyonExpress2 жыл бұрын
আমাদের দেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আর ঘুমন্ত প্রাণী একই কথা ওদের না আছে কোন কাজের প্রতি আগ্রহ আছে দেশের প্রত্নতত্ত্ব সম্পদ গুলো সংরক্ষন ও অনুসন্ধান করার ইচ্ছা শক্তি, তিনারা শুধু মাসের-পর-মাস সরকারি বেতনের টাকা খাচ্ছেন আর বসে বসে এসি রুমে ঘুমাচ্ছেন
@rovermithu2 жыл бұрын
অতি সত্য কথা বলেছেন আপনি
@soumitrabiswas92002 жыл бұрын
Vlo kotha
@md.shariqulreedoy50962 жыл бұрын
Cruel truth
@AshifKhan-cj5cz2 жыл бұрын
ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্টাফদের কবর সংস্কার করেছে এটাই অনেক। আমি হলে এসব কবর তুলে বঙ্গোপসাগরে ফেলে দিতাম। স্বাধীন বাংলাদেশে ওদের কোন অস্ত্বিত্বই রাখতাম না।
@md.marufhasan43772 жыл бұрын
Right
@sandipdas7462 жыл бұрын
সুমন দা,প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা, আপনার ভিডিও সত্যিই মনোমুগ্ধকর। আপনি যেমন করে ইতিহাসকে তুলে আনেন তা অনন্য। ধন্যবাদ দেবার ভাষা নেই। আপনি এমন করেই আমাদেরকে ইতিহাসের পাঠ দেবেন। ধন্যবাদ, সন্দীপ দাস, কালীনগর, ডায়মন্ড হারবার, চব্বিশ পরগনা দঃ,পঃ বঃ।
@hasanovi4962 жыл бұрын
অসাধারণ ভাই ৪০০ বছরের প্রাচীন ঐতিহ্য আজ ক্ষয়ে ক্ষয়ে মাটিতে লুটিয়ে পড়ছে দেখার মতো কেউ নেই
@rimatalukder71672 жыл бұрын
এরকম একটি শিক্ষামূলক চ্যানেল নির্মাণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেশ ও বিদেশের আরও গুরুত্বপূর্ণ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে নতুন নতুন ভিডিও দেখতে চাই।
@petswild999k42 жыл бұрын
নিঃসন্দেহে সালাউদ্দিন সুমন ভাই একজন বিজ্ঞ এবং সেরা ইউটিউবার। উনার উপস্থাপনা + বাচনভঙ্গি আমাকে মুগ্ধ করে।। উনার বাচনভঙ্গি দেখে আমি ও এভাবেই কোন কিছু প্রেজেন্ট করার চেষ্টা করি। বলা যায় সালাউদ্দিন সুমন ভাই আমার একজন শিক্ষক 😊❤️❤️❤️❤️
@MdimranBai_Noyakhali5 ай бұрын
ঠিক বলছেন ভাই আমি ও ওনার বিগ fan
@shakilbro17652 жыл бұрын
আমার এই কমেন্ট টা যে পরছে 🥰 আল্লাহ তার বাবা মাকে জান্নাত দান করুক 😍 আমিন 🤲
ঐতিহাসিক সালাউদ্দিন সুমন ভাই একদিন ইতিহাসের অংশ হবেন 🙏
@SHOIBALI7292 жыл бұрын
সুমন ভাই চেষ্টা করবেন ইতিহাস নিয়ে থাকার।আপনার মাধ্যমে হয়তো মানুষ ইতিহাস জানতে পারবে যুগের পর যুগ।আপনি দেশের একমাত্র ব্যক্তি।যার কারণে ইতিহাস শব্দ টা এখনো মানুষ জানতে পারে। মনে জায়গা করে নিচ্ছে প্রতিটি ভিডিও দেখার পর। আপনি চালিয়ে যাবেন ভাই ইতিহাস নিয়ে কাজ করার। খুবই ভালো লাগে ইতিহাস সম্পর্কে জানতে
@ashokroy18272 жыл бұрын
সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ঐতিহাসিক জিনিস আমাদের দেখাচ্ছেন যা নাকি তুলনাহীন, আমরা কোলকাতা থেকে অধীর আগ্রহে আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি, আন্তরিক ধন্যবাদ আপনাকে।
@amjadhasan58352 жыл бұрын
স্যার আপনাকে স্বাগতম জানাই! পুরান ঢাকার মঙ্গলবাস থেকে, যেটি সূত্রাপুরে অবস্থিত, বর্তমান নাম মুক্তিখেলাঘর, অথবা শহীদ শামসুল আলম ছাত্রাবাস, এখানে দাড়িয়ে আছে প্রায় দুইশত বছরের প্রাচীন একটি রাজবাড়ী যেটি ব্রিটিশদের আমলে তৈরি! আপনার আসার জন্য অপেক্ষায় রইলাম!
@shekhawatakbar10402 жыл бұрын
মন থেকে বলছি ভাই আপনার এপিসোড এর আশায় সব সময় থাকি। ❤️❤️ সালাউদ্দিন সুমন ভাই
@MohammadAli-fz4xq2 жыл бұрын
Same to you
@syedashrafuddinahmed66512 жыл бұрын
যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের সল্ট লেক সিটিতে মরমন খৃষ্টানদের প্রধান গির্জায় একটি বিশাল লাইব্রেরি আছে। সেখানে কারো নাম ও স্থান দিয়ে সার্চ করলে যতো পুরনোই হোক, কিছু না কিছু তথ্য পাওয়া যায়। বছর পনের আগে আমি বাংলাদেশের ভোলা, হাতিয়া ও আরো কিছু দ্বীপে শায়িত ৫/৬ শত বছর আগের বেশ কিছু খৃষ্টানের তথ্য খুজে পেয়েছিলাম। তেমন তথ্য এখন হয়তো অনলাইনে খুজলে পাওয়া যেতে পারে।
@lightofal-quran90582 жыл бұрын
আপনার কাছে নতুন তথ্য পেলাম, ভালো লাগলো।
@md.ashikmia31052 жыл бұрын
ভাই আমাদের বাংলাদেশের তথ্য কি আছে,,,?আপনার মাধ্যমে জানতে চাই,,,
@dipokchandrasarkar80282 жыл бұрын
সত্যিই আপনার ভিডিও উপস্থাপনা খুবই অসাধারণ। আপনার উপস্থাপনার মাধ্যমে অনেক অজানা ইতিহাস জানতে পারা যায়। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🌷🌷
@rahulsen24612 жыл бұрын
এত সুনদরভাবে উপস্থাপনা ❤️ কোনো KZbin আর করতে পারে না। Love from india west bengal ❤️
@hafizahmed25862 жыл бұрын
সুমন ভাই মানেই নতুন কিছু মাশাআল্লাহ
@rcbangla22812 жыл бұрын
আমাদের ময়মনসিংহ শহরে অনেক রাজকীয় ঐতিহাসিক স্থাপনা রয়েছে তাই আপনাকে আসার আমন্ত্রণ জানাচ্ছি।
@whoami15812 жыл бұрын
ভাইয়া আপনার প্রত্যেকটা ভিডিও অনেক চমকপ্রদ আর ইনফোরমেটিভ হয়, আমার অনেক ভালো লাগে।। সবচেয়ে দুঃখের বিষয় হলো, যখন আপনার ভিডিওতে দেশের ঐতিহাসিক সম্পদ গুলোর দুর্দশা দেখি।। তখন আমারো এই দেশের ইউজলেস মূর্খদের প্রত্নতাত্ত্বিক বিভাগের উপর প্রচন্ড ক্ষোভ আর রাগ উঠে।। আমি বয়সে খুব ছোট আর দেশের ভবিষ্যত প্রজন্মের একজন।। আগ্রহ আছে ইতিহাস শিল্প আর বই পড়াতে।। আমরা স্কুল থেকে কলেজ কিংবা অনার্সে দেশের ইতিহাস নিয়ে শুধু মুখস্ত ই করে যাই।। এই সিরাজ, চাঁদ সওদাগরের কাহিনী... আসলে ইতিহাস যে একটা প্রাক্টিক্যাল বিষয় হতে পারে সেটা বাহিরের দেশে গেলে বুঝতে পারা যায়।। এই যেমন ধরুন, স্কুল কলেজে বা উচ্চশিক্ষায় শিক্ষার্থীরা যেমন নিজেদের ইতিহাস ক্লাসরুমে পাঠ করে তেমনি সেখানে পাঠ শেষে তারা ইতিহাসের সাথে সম্পৃক্ত জিনিসপত্র বা প্লেস দেখতে যান...কেউবা গ্রাজুয়েটের পাঠ চলাকালেই ইতিহাস বা প্রত্নতত্ত্ব পড়ে গভ রিলেটেড ঐতিহাসিক স্থানে কিউরেটর বা প্রত্নতাত্ত্বিকবীদ হিসেবে চাকরির সুযোগ পান বা সে ক্যারিয়ারে চলে যেতে পারেন.... ইতিহাস চর্চায় একটা বিশেষ মূল্য আছে বাহিরে।। তাই বাহিরের জাতির সাথে আমাদের টেক্কা দেয়া দুরহ.... এই ভারতেই দেখা যায়, কত নির্দেশন এখনো সেখানের সরকার টিকিয়ে রাখছে..উনারা বিকৃত ভাবে সংরক্ষণ ত করেইনা বরং আগের স্ট্রাকচার রঙ ঠিক রেখেই ভারতের অনেক ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা হচ্ছে.... আমাদের দেশে ঐতিহাসিক মঠ অযত্নে রাখে, মন্দির ফেটে যায়, মসজিদ ভেংগে যায় অযত্নে... প্রত্নতাত্ত্বিক বাংলাদেশের অধিদপ্তরের অনেক লোকই হয়ত চুরির সাথেও জড়িত হয়ে থাকে... সত্যি এসব দুর্দশা দেখলে অতিরিক্ত রাগ উঠে... এভাবে ইতিহাস ক্ষয়ে যেতে থাকলে আমরা বিশ্বকে কিভাবে দেখাবো যে আমাদের নিজস্ব কালচার আছে...শাড়ি পড়া হয় কিন্তু শাড়ির ইতিহাস origin জানা হয়না....এরকম একটা অবস্থা.... ভাইয়া, এইসমস্ত সব হেরিটেজ আমাদের দেশের জন্য আর্শীবাদ ছিলো.... সেই আর্শীবাদ আমরা গিলে খাচ্ছি.... আজকে একটা রাজবাড়িকে আগের স্ট্রাকচারে রেনোভেশন করে হেরিটেজ হোটেল নির্মাণ করা যেতো.... কত পর্যটক আসতো... দেশের রাজবাড়ি গুলোতে থাকতে পারত, ট্যুরিস্ট বাস চলতে পারত, ঐতিহ্যবাহী কোন রাজবাড়ির রাজকীয় হোটেলকে ঘিরে মেলা বসতে পারতো ... বিদেশীরা ঐতিহ্যবাহী খাবার খেতে পারত..... ঐতিহ্যের সাথে মিশে যেতে পারত.... এছাড়াও দেশে কত মানুষের জীবন যাপন বা ক্যারিয়ারের ধারা বদলে যেত ইতিহাস সংরক্ষণের মাধ্যমে ভাবা যায়!! অথচ, আমি এও দেখেছি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর দেশের ঐতিহ্যবাহী বাড়িগুলোতে শাকসবজি বিতরণ কর্মসূচী করে, ইয়া বড় বড় পলিটিক্যাল ব্যানার টাংগিয়ে রাখে ছিহ!!..... লজ্জা জানাই এদের উপর.... আজকে সিরাজ অন্যদেশের জন্মালে তার সাথে সম্পর্কিত সব ধরনের প্লেস ই গুরুত্বের সাথে রিনোভেশন করত যে দেশে জন্মাত সিরাজ সে দেশের সরকার/প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর... আর দেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর রিনোভেশনের নামে হয় ইতিহাস ধ্বংস করে দেয় না হয় ঐতিহাসিক স্থানকে একটা খেলনা বাড়ি বানিয়ে ফেলে, তাদের করা রিনোভেশনে বাড়িগুলোকে খেলনা বাড়ি লাগে.... আমি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগকে অন্তর থেকে নিকৃষ্ট ভাবে ঘৃণা করি আর করেই যাবো এদের অদায়িত্বশীল মূর্খতা অদূরদর্শী আর অবিশ্বস্থ কাজের জন্য...আমি ভবিষ্যত প্রজন্মের একজন মানুষ আর আমার কাছ থেকে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের জন্য মন ভরে ঘৃণা ও অশ্রদ্ধা রইলো ওদের অদায়িত্বশীলতার জন্য আমরা ভবিষ্যত প্রজন্ম রা দেশকে দেশের ঐতিহাসিক স্থানগুলোকে নিজ চক্ষে দেখতে পারিনি আর বিদেশী বন্ধুদের কাছেও দেখাতে পারিনি....shame on them..... 😑 দেশের ন্যাশনাল মিউজিয়ামে ঘুরে আমি অসুস্থ হয়ে গেছি সোনারগাঁও মিউজিয়ামে ঘুরে বোকা হয়ে গেছি.... আমার মনে হয়, ব্রিটিশরা বাংলাদেশের যেসমস্ত নির্দশন চুরি করে তাদের ব্রিটিশ মিউজিয়ামে ঠঁাই দিয়েছে ব্রিটিশ রা তা ভালোই করেছে....এটলিস্ট ব্রিটিশ মিউজিয়ামে দেশের নির্দশন গুলো খুব যত্নে আছে, ইনফোরমেটিভ ওয়েতে আছে.... এদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের হাতে থাকলে ওগুলো আজ ভাংগারির দোকানে থাকত..... আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা শুধু বাহিরের আবরণ ই আছে ভেতরে শূন্য এর সব দায় এসব অধিদপ্তরেরই.... 😑 সরি ভাইয়া, আমি আমার ক্ষোভ ভেতরে রাখতে পারলামা না.... I hate them so much..... শুধু শুধু এই অধিদপ্তর নামে টিকে আছে আর এরা দেশের সব টাকা খাচ্ছে, আমার মনে হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জাদুঘরে সংরক্ষণ করা হউক, কোন দেশে এমন আজিব অধিদপ্তর আছে কিনা আমার জানা নাই.... এস আ ইয়ং আমি আমার দেশের হেরিটেজ নিয়ে হতাশ.... ক্যান যে কলম্বো সাহেব এই দেশে মরতে গেলেন 🙂
@mofidurrahman5942 жыл бұрын
আজকের ভিডিও টা অনেক ভালো লাগলো। অনেক দিন পর বিরাজ দা কে দেখতে পারলাম। । Love from Assam Dhubri ( India)
@bangladeshlovers18222 жыл бұрын
সুমন ভাই নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ইউটিউবার।সত্য বলেছেন ভাই আপনার মাধ্যমেই অজানা অনেক কিছু দেখেছি♥️♥️♥️♥️ তবে আমি শিওর কলম্বো সাহেব এর সমাধি খোড়া হয়েছিল ধন সম্পদের লোভে। দ্বিতীয় পর্ব দেখার অপেক্ষায় রইলাম ♥️♥️♥️♥️
@মহাকাব্যেরসৈনিক2 жыл бұрын
বগুড়ার ছেলে বলে কথা,, অসাধারণ উপস্থাপনা ভাইয়া😍🥰
@ashimdas6842 жыл бұрын
সুমন ভাই আপনাকে ধন্যবাদ এমন একটা প্রতিবেদন তুলে ধরার জন্য। তবে ভাই আমরা যখন ছোট ছিলাম তখন প্রায়ই এ-ই কবরস্থানে যেতাম। সেটা ৯০ দশকের কথা বলছি, আমরা তখনো দেখেছি তিনটি কবর। একটা কবর কখনোই দেখিনাই।
@foodvillageplus68952 жыл бұрын
খুব ভাল লাগলো ভাই। আসলে প্রাচীণ ঐতিহ্য সংরক্ষণ-রক্ষনাবেক্ষণ এর ব্যাপারে আমরা পুরোপুরি যত্নহীন। তাই আমাদের প্রাচীন ঐতিহ্য - ইতিহাস প্রায় বিলুপ্তির পথে।
@positivebangla47752 жыл бұрын
বহু রমঞ্চকর জিনিস জানতে চলেছি আজ❤️
@pskajolahmed31722 жыл бұрын
সুমন ভাই আমার প্রিয় ইউটিউবার,,,,সেরা ইউটিউবার পুরস্কার পাওয়ার উচিৎ সুমন ভাই,,
@priyokrishi76362 жыл бұрын
কবর গুলো যত্ন নেওয়া উচিৎ, কারণ এগুলো আমাদের দেশের ইতিহাস।
@LGGF2.0gamer4 ай бұрын
যত পুরনো দেখানো যাবে ততই, আকর্ষণীয় ❤
@mdrifathowlader84752 жыл бұрын
বরিশালে পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালীর 400 বছরের জমিদার রায় বাড়ি নিয়ে একটা ভিডিও চাই।
@chayonchanda74542 жыл бұрын
আমার দেখা সেরা ইউটুবার। অনেক অনেক ভালোবাসা +সুস্থতা কামনা করছি আপনার জন্য।
@ghoshal19532 жыл бұрын
সুমন ভাই আপনার আর মানস বাবুর ভিডিও গুলো খুব আগ্রহ নিয়ে দেখি। পুরোনো ইতিহাস জানতে খুব ইচ্ছে করে। শুভেচ্ছা জানাই মন থেকে। কলকাতা।
@nazmulislam19622 жыл бұрын
ভাই আল্লাহ্ জেনো এই কবরস্থান দেখে ইমান আনার তৌফিক দেয়।আমিন
@appletv62172 жыл бұрын
কে ইমান আনবে ভাই,,?! সুমন ভাই?😃😃
@আব্দুলবারিক-ড৩ঞ2 жыл бұрын
আমার দেখা সেরা ইউটিউব চ্যানেল। সালাহউদ্দিন ভাই আপনার ভিডিও।
@hellobangladesh50382 жыл бұрын
আপনার করা ভিডিওগুলো খুবই ভালো লাগে তাই তো সব সময় দেখার অপেক্ষায় থাকি আমাদের মত দর্শকদের এমন একটি ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ❤️❤️❤️
@amirlaskar55852 жыл бұрын
🙂
@mdbabulhossain35892 ай бұрын
আপনার চ্যানেলে ঘুরে ঘুরে ভিডিও দেখতেছি অনেক ভালো লাগে আপনার ইতিহাস ভিডিও❤❤❤
@MonirHossain-cx9jp2 жыл бұрын
স্যার আরেকটা কথা না বললেই নয়,,,আমার ইচ্ছে ছিল ছোট থেকে,,,আমি সবসময় আগের প্রাচীন গুলো দেখতে ও শুনতে ভালো লাগে,,,?
@rajontalukder87612 жыл бұрын
দাদা আপনার জন্য সব সময় দোয়া রইল পুরাতন কাহিনি দেখে অনেক অজানা কিছু জানতে পারলাম
@MdHussain-zj1nt10 ай бұрын
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি দৃশ্য
@halerboitha11602 жыл бұрын
আচ্ছালামুয়ালাইকুম, ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার অক্লান্ত পরিশ্রমী ভিডিও দেখে আমরা অত্যন্ত অনুভূতি অনুভব ও হারিয়ে যাওয়া সেই প্রাচীন কালের সৃতি গুলো জানতে পেরে দেখে মুগ্ধ হই আরো এ রকম কয়েকটি ভিডিও তৈরি করতে পারেন আমাদের, বি বাড়িয়া জেলা নাছির নগর থানায়, গোকর্ণ গ্রামে নবাব বাড়ি, ও হরিপুর গ্রামে জমিদার বাড়ি এলাকায় প্রাচীন তম দুটি বাড়ি আছে , স্যর নবাব সৈয়দ শামসুলহুদা তিনি ছিলেন উপমহাদেশের সর্ব প্রথম মুসলিম প্রেসিডেন্ট। ঘুরে আসতে পারেন ধন্যবাদ।
@fardinzahan61422 жыл бұрын
ওয়ারী তে আমি প্রায় প্রতিদিন যাই৷ কিন্তু এই স্থানটি তে যে এতো রহস্য আছে বা কলম্ব সাহেবের যে কবর আছে তা আমি আপনার মাধ্যমেই জানতে পারলাম। ধন্যবাদ ভাই❤️🔴
@sumonkhan-hj2el2 жыл бұрын
Stte
@shahedzehen36172 жыл бұрын
Same amio
@Benzamintalukdar2 жыл бұрын
আমার দেখা সেরা ইউটিউবার সালাহউদ্দিন ভাই।উনার কথার এক আশ্চর্য সৌন্দর্য আর উপস্থাপনা আমাকে বারংবার মুগ্ধ করে।love you boss❤️❤️❤️
@SalahuddinSumon2 жыл бұрын
আমি সাধারণ মানুষ ভাইজান। জাস্ট কাজগুলো করার চেষ্টা করছি। ভালো থাকবেন❤️
@Benzamintalukdar2 жыл бұрын
@@SalahuddinSumon আপনি আমাদের কাছে এক অনন্য ব্যক্তিত্ব।একটা অনুরোধ রাখবেন ভাই।আপনার ফলোয়ারদের অনেকেই আপনার সাথে দেখা করতে চায়।কিন্তু সম্ভব হয়ে ওঠে না।আপনি কোন জায়গাটা নিয়ে প্রতিবেদন তৈরি করতে যাচ্ছেন তা যদি আগের দিন ইউটিউবে একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিতেন তাহলে ঐ জেলায় বা তার আশেপাশে যারা আছে, উনারা আপনার সাথে দেখা করতে পারতো।
@SalahuddinSumon2 жыл бұрын
@@Benzamintalukdar ওটা করলে তো আমি কাজটাই ঠিকমতো করতে পারবো না ভাই। কাউকে না জানিয়ে গেলে নিরিবিলি কাজটা করতে পারি। তবে অবশ্যই সবার সাথে দেখা করার একটা উপায়ও খুঁজতে হবে।
@Benzamintalukdar2 жыл бұрын
@@SalahuddinSumon ❤️❤️
@mdsaifulkhan13382 жыл бұрын
@@SalahuddinSumon ভাই এই কবরস্থানে কি সাধারন জনোগনকে ঘুরে দেখার জন্য কি প্রবেশ করতে দেওয়া হয়।
@pabelahmed31142 жыл бұрын
অনেক অজানা ইতিহাস জানা হয় শুধু আপনার মাধ্যমে
@faruqeahmed23372 жыл бұрын
সুমন সাহেব কলম্বো সাহেবের কবরের কাছাকাছি নদী হয়তোবা ছিলো কারন কবরস্থান টি উয়ারী এলাকায় এর দক্ষিণ পাশেই ধোলাই খাল ছিলো হয়তোবা চারশত বছর আগে খালটি নদীর মতোই খরস্রোতা ও সচ্ছ পানির আধার ছিলো যা কিনা কালের বিবর্তনে নদী ও খাল দুটোই হারিয়ে গেছে।
@ashimdas6842 жыл бұрын
যদি আসে পাসে নদি বা খাল থাকতো তাহলে ৪০০ বছরের পুরনো বিনদ বিবি মসজিদ আসলো কোত্থেকে???
@ashokebhattacharyya18872 жыл бұрын
Sumon Bhai thank you for your presentation ashoke bhattacharyya. From West bengal
@RiyaUSA2 жыл бұрын
খুবই সুন্দর উপস্থাপনা আর আমি আমেরিকা থেকে আপনার ভিডিও দেখেছি খুবই ভালো লাগে আপনার ভিডিও দেখতে
@toponmillik8538 Жыл бұрын
সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনার অনুষ্ঠান নিয়মিত দেখি, খুবই ভালো লাগে, আপনার জন্য শুভকামনা কামনা রইল ভাই ।।
@minniakter68492 жыл бұрын
ভাইয়া আপনার এই দেশ বিদেশের বিখ্যাত জিনিস গুলো এতোটাই সুন্দর করে পরিবেশন করেন যে মাওলানা ফারুকী ভাইয়ার কথা মনে পরে তো আপনার দেখানোর ভঙ্গি গুলো আসলেই অনেক অনেক ভালো লাগে আমার।
@mahabubhossain81932 жыл бұрын
খুব ভালো লাগলো ভাই আশা করি আপনাদের লালবাগ এর খান মোহাম্মদ মসজিদ নিয়ে ভিডিও করবেন
@ffgsumonyt53482 жыл бұрын
আসসালামু আলাইকুম সুমন ভাই আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি যত আপনার ভিডিও দেখি ততই আমি আমার দেশকে আরো বেশি করে চিনতে পারি আপনার মত ইউটিউবার আমাদের বাংলাদেশের গর্ব লাখো সালাম ভাই
@somnathdutta20122 жыл бұрын
সুমন ভাই বাংলাদেশে প্রত্মতাত্ত্বিক সংস্থার এসব সংস্কার করতেই জানে না এতো অশিক্ষিতর পরিচয়। আপনি কলকাতা 🇮🇳এলে পার্ক স্ট্রিটের ঐতিহাসিক খ্রিস্টানদের সমাধিস্থল দেখে আসবেন এবং অবাক হবেন। ধন্যবাদ🙏
@ifti00022 жыл бұрын
এটি সত্যিই আমাদের ব্যার্থতা..আমরা ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে পারছিনা শুধুমাত্র আমাদের অদক্ষ কিছু কর্মকর্তাদের কারণে..এগুলা আসলেই খুব দুঃখজনক...😔😔
@MdHossain-rg1zz2 жыл бұрын
Its shame to listen this. If place like kolkata can protect then why we can not where as we are down greading indians every time.
@sahilkabir63582 жыл бұрын
@@MdHossain-rg1zz true..you are r8..
@usdersk2922 жыл бұрын
সালাউদ্দিন সাহেব এগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি l পশ্চিমবঙ্গ ভারত l বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে l
@rfbarua8582 жыл бұрын
ভাইয়া,আপনার ভিডিও গুলাতে ইংরেজি সাব টাইটেল দিলে মনে আরো ভাল হত। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বাইরের দেশের মানুষদের কাছে আরো বেশি করে পৌঁছাতো।
@km999992 жыл бұрын
Yes also maybe get many responses and comments from abroad .!!
@quasemsufi2 жыл бұрын
I used to pass by this graveyard on my way to Notre Dame College. The name Colombo ( Columbus ) sounds Italian to me. He could be Catholic. It is quite possible that Mr. Colomo's next of kin's are buried on either side of his central grave. The plaques on the walls could be that of the old graves whose ground was reused for new burials. This graveyard could be a mixed Christian graveyard meaning both Protestants and Catholics are buried here. BD National Church ( Portuguese, 1627 ) in Tejgaon has a graveyard exclusively for Catholics. Fr. Martin of N.D. College was buried there in 1960. Music director Samar Das, who was a Baptist, is buried at the Wari graveyard. After 1857, East India Co. became James Finlay, a trading company. Their archive may contain the names and bio data of the buried.
@anikaakter98462 жыл бұрын
বাংলায় বললে বুঝতাম
@ronokakther58002 жыл бұрын
আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে আমার কাছে সত্যি অসাধারণ
@Arman-D.karim872 жыл бұрын
ধন্যবাদ ভাই। যতটুকু না অতীতের অতীত দেখে অবাক হলাম তার চাইতে হতবাক হলাম কর্মজ্ঞানহীন কর্মকান্ড দেখে।
@boshiruddin8542 жыл бұрын
সালাহ উদ্দিনভাই আপনার পোশাকের গেটাপ আরো সুন্দর করতে হবে। আর সব ভাল। আপনার কথা আরো ভালো।
@sporshiamou55112 жыл бұрын
চমৎকার! অনেক সুন্দরভাবে একটি প্রাচীন স্থাপনাকে তুলে ধরলেন।ধন্যবাদ। আমি ছোটবেলায় এই স্থাপনা দেখতে গিয়েছিলাম।
@salmabegum16932 жыл бұрын
ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখানোর জন্য। এত কাছাকাছি থাকি তবুও আমাদের কারোই এ বিষয়ে জানা নেই
@tareqrahman32512 жыл бұрын
সুমন ভাই আপনার কথার ভাষা কতই চমৎকার । আপনার মাধ্যমে অনেক কিছু দেখি ।দুঃখের বিষয় হলো আমি আজ ওয়ারি খ্রিস্টান দেখতে গিয়েছিলাম কিন্তু ধুঁকতে দেওয়া হল না ।কিন্তু আমার প্রশ্ন হলো কিভাবে খ্রিস্টান কবরে ঢুকতে পারব ? যদি পরামর্শ দিতেন তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করবো । ভাই
@blessaquagarden15112 жыл бұрын
ভাইয়া আপনি যে দারুন ভাবে দেশের আনাচে কানাচের প্রত্নতত্ত্ব তুলে ধরেন আপনার উচিৎ প্রতি ভিডিওতে ইংলিশ সাবটাইটেল এড করুন তাহলে সারা বিশ্বের লোক দেখতে পাবে।আমি এখানে দুবার গেছি।আমার মায়ের কিছু রিলেটিভের কবর আছে এখানে।২৫০-৩০০ বছর পুরাতন কিছু করব যশোরের একটা ছোট কবরস্থানেও আছে খুলনার সাহেবের কবরখানায় ও এমন ২০০-২৫০ বছর পুরাতন কবর আছে একটা।
@manikshahjahanali1052 жыл бұрын
আমার সোনার ভাইকে অসংখ্য ধন্যবাদ তার মাধ্যমে আমি অনেক কিছু দেখলাম।
@abirblog98642 жыл бұрын
তোমার ভিডিওটা দেখে দারুণ লাগলো দাদা না দেখা না জানা বিষয়গুলি দেখতে খুবই ভালো পারলে ইন্ডিয়াতে এসো কলকাতা শহরে নদীয়া জেলার কৃষ্ণনগর হইতে বীরনগর বাড়ি আমার পারলে এসো কিন্তু। জানা অনেক ইতিহাস আছে
@রুপচাঁদা2 жыл бұрын
আসলেই উনি একজন ধনবান ক্ষমতাধর কেউ ছিলেন
@md.mizanurrahmanmithu31562 жыл бұрын
আপনার করা ভিডিওগুলো খুবই ভালো লাগে তাই তো সব সময় দেখার অপেক্ষায় থাকি
@subratadas62482 жыл бұрын
ধন্যবাদ ভাই। আপনার ভিডিওর অপেক্ষায় থাকি ভাই।
@mihrimacandle20232 жыл бұрын
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুন।
@mdsaadat13942 жыл бұрын
আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে।ধন্যবাদ এত সুন্দর ভিডিও দেয়ার জন্য।
@MUKTARVLOGS-wg6eo2 жыл бұрын
আলহামদুলিল্লাহ্। সালাউদ্দিন ভাই ভালো আছেন। পঞ্চগড় জেলা থেকে মুক্তার
@tamzid72342 жыл бұрын
ছোট্ট কালে অনেক স্কুল পোলাইতাম এইদিক দিয়া নারিন্দা গভমেন্ট স্কুল 🖤😭🖤
@HasanMahmud-kx3oy2 жыл бұрын
স্যার পাবনা থেকে,,, ইনশা আল্লাহ একদিন কাছ থেকে দেখবো আপনাকে
@rayhanujjamankhan56712 жыл бұрын
Apnar bolar vongimai sadaron jenes osadaron hoa jai
@mdsumonislam66472 жыл бұрын
vai kub valo laglo,ami apnar onek porgerm dakheche
@LifeofBangladesh2 жыл бұрын
দারুন বিষ্ময়। সরকারি ভাবে সংরক্ষণ করা উচিত ছিলো
@s.veteranramboalpha67622 жыл бұрын
Best KZbinr of BD
@mosharrafhossain93202 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ আললাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন তবে কথা বলার সময় দয়া করে হাত একটু কম নড়াচড়া করলে আমার মনে হয়ে ভালো লাগবে
@daudarman552 жыл бұрын
সালাউদ্দিন সুমন ভাই,🙏 সিলেটে আলী আমজাদ খান জীবিত জমিদারবাড়ির একটা ভিডিও চাই!🙏🙏🙏🙏🙏
@bd-taqwatv83412 жыл бұрын
চট্টগ্রামে আমি একটা অনেক পুরাতন জমিদার বাড়ি দেখেছি। অনেক অবহেলায় পড়ে আছে। যদিও দেখা শুনা করার জন্য ২জন রাজার বংশধর আছে তবে না থাকার মত। ঠিকানা চট্টগ্রাম, রাঙুনিয়া থানার রানির হাট নেমে রাজার হাট রাজারের পাশে রাজার প্রসাদ
@tuhinchakma80712 жыл бұрын
ওটা মনে হয় চাকমা রাজার ছিলো।
@bonybarman13812 жыл бұрын
Ank ank ajana Tathya jante parchi.. Suman Bhai, Take care.. From West Bengal..
@asiakhanom42322 жыл бұрын
Salute sir apnaka ato oittijoo kobor dakhanor jonno
আলহামদুলিল্লাহ,,,যারা ওখানে সাহিত আছে বা রয়েছে,,,তাদের আত্মার মাগফিরাত কামনা করছি,,,?
@ranikkhan352 жыл бұрын
🤣
@captain.khairulanam4638 Жыл бұрын
সুমন সাহেব আপনাকে ধন্যবাদ।
@md.anwarhossain4622 жыл бұрын
আপনার উপস্থাপনা অসাধারণ। কি করলে সুন্দর ভাবে উপস্থাপনা করা যাবে।আশা করি উওর করবেন।
@tonmoysandwip25322 жыл бұрын
ভাই আপনার প্রত্যেকটা ভিডিও দেখি খুব ভালো লাগে
@abdlmomenshanthu93062 жыл бұрын
Sumon vi apni nilphamari jela saidpur ke nia akti video banan
@rabbyhossain96702 жыл бұрын
ভাই আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে
@arimsm99012 жыл бұрын
ভালবাসা ভাই আপনার প্রতি ❤️💓💓 সিরাজগঞ্জ থেকে।
@sorifulsk37022 жыл бұрын
Apnar video khub valo lage Gujarat Ahmedabad 👌👌👌
@alimonsur63422 жыл бұрын
খুব ভাল প্রতিবেদন।
@TimeAboard2 жыл бұрын
Bai,apnar moto ato bhalo yt ber ami ar deki nai❤️❤️❤️
@mohammadshoykot71882 жыл бұрын
এটা আমাদের বাড়ীর সাথেই ছোট থেকে দেখছি। আগে আরও অনেক কিছু ছিল। সুমন ভাই কে অনেক ধন্যবাদ #নারিন্দা খ্রিস্টান কবরস্থান তুলে ধরার জন্য।
@hillncer12 жыл бұрын
তাহলে এটাই নারিন্দা খ্রীষ্টান কবরস্থান, জেনে ভালো লাগলো। আচ্ছা এখানে নাকি Jeanette Van Tassel যিনি কিনা ছিলেন একজন যুক্তরাষ্ট্রের নারী বেলুন পাইলট তার কবর রয়েছে আপনি কি দেখেছেন কখনো? Jeanette Van Tassel নাকি ১৮৯২ সালে তৎকালীন ঢাকার নবাবের আমন্ত্রণে ঢাকায় আসেন এবং বেলুনে করে উড়ার সময় দুর্ঘটনায় পতিত হয়ে মারা যান পরে ঢাকাতেই তাকে সমাধিস্থ করা হয়।
@mdsaifulkhan13382 жыл бұрын
ভাই এই কবরস্থানে কি সাধারন জনোগনকে ঘুরে দেখার জন্য কি প্রবেশ করতে দেওয়া হয়???
Thank you sumon. Tomar madyama r akta itihaser sakshi hoya roilam.
@SalahuddinSumon2 жыл бұрын
Thx dada❤️
@banipandey20232 жыл бұрын
@@SalahuddinSumon dada na didi.
@ashfiahossain2512 жыл бұрын
Apnar moto manush k onek boro vabe shommanito kora uchit. Oshadharon!
@shounakchandra26312 жыл бұрын
Love from india
@pulak30722 жыл бұрын
Vai apne Bangladesh ar no 1 youtuber🙂🙂🙂
@pulak30722 жыл бұрын
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩yt love you
@deepdistence92952 жыл бұрын
ভাই ‚ পশ্চিম বঙ্গের দীঘা নিয়ে একটা ভিডিও বানাবেন।
@abdussattar21092 жыл бұрын
দাদা ভাই আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি
@সত্যঅনুসন্ধানী2 жыл бұрын
আপনি একজন অসাধারন ব্যাক্তিত্য।
@mashrurhasan.13682 жыл бұрын
13:00 সেই সময় কার ধনি ব্যক্তিদের কবরে তাদের ব্যবহৃত দামি ঘড়ি বা অন্যান্য দামি জিনিস দেয়া হত, আমার মনে হয়, মূলত এগুলো চুরি করতে গিয়ে ই সংস্কারের নামে এই কবর গুলোর এমন দশা
@mashrurahnafsadaf36152 жыл бұрын
বাংলাদেশ চীন রাশিয়া তুরস্ক🇧🇩🇨🇳🇷🇺🇹🇷not India not Pakistan no 2 west😎.. SULTANATE OF BENGAL 🇧🇩👑🇧🇩 বাংলার সালতানাত শীঘ্রই আসছে... আজ বাংলাদেশের অর্থনীতি 50 বছরে ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো 72 বছরের তুলনায়... আমরা ছিলাম দ্রুততম বর্ধনশীল দেশ। বিশ্বে... আমরা জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীতে এক নম্বর । আমরা শ্রীলঙ্কা, মালদ্বীপ, সুদান, সোমালিয়াকে ঋণ দিয়েছি নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, এমনকি ভারতকে চিকিৎসা সহায়তা পাঠায় করোনার জন্য রেমড্রসিভার... এছাড়াও নেপাল ভুটান থেকে অনেক শিক্ষার্থী পাকিস্তান ভারত চীন রাশিয়া এবং অনেক আফ্রিকান মানুষ বাংলাদেশে পড়তে আসে... ভুটান পিএম বাংলাদেশ মেডিকেল ইনস্টিটিউটের ছাত্র ছিল..বাংলাদেশের সেনাবাহিনী শ্রীলঙ্কা আফ্রিকার যেকোনো দেশ ছাড়াও নেপাল ইত্যাদিকে প্রশিক্ষণ দেয় আমাদের কাছে ভারতীয় chicken neck রয়েছে মানে আমরা একবারে ভারতের 7 রাজ্যকে কেটে ফেলতে পারি এবং আমাদের হারানো জমি ফিরিয়ে নিতে পারি যদি আসাম n ত্রিপুরা এবং এবং মিজোরাম এবং বাংলার সুলতান 🇧🇩👑🇧🇩 এবং চীনের বিকল্পের জন্য আমাদের প্রয়োজন মেল্লাচা শুরু করুন বাংলাদেশ চীন মায়ানমার করিডোর এবং চীন চট্টগ্রামে একটি সাবমেরিন ঘাঁটি তৈরি করে আন্দামানকে মোকাবেলা করতে এবং রাশিয়ান আক্রমণের 523 মিলিঅ্যাম্প আনে। ইউএসএ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসাবে এবং এটি ভারতকে বঙ্গোপসাগরের মাধ্যমে 7 sisters বোনদের কাছে পৌঁছতে সহায়তা করবে প্লাস বাংলাদেশ এখন varot er 4র্থ বৃহত্তম রপ্তানি বাজার এবং বৈদেশিক আয়ের রেমিট্যান্স বাজারে 1ম এবং বাংলাদেশও রয়েছে। বিআরআই এবং পার্ল অফ স্ট্রিং মানে ভারতের বেঁচে থাকা বাংলাদেশের উপর নির্ভর করে.. যুদ্ধ ভাঙলে আমাদের road একমাত্র বিকল্প 7 sisters জন্য jodi bondo kore dei? বাংলাদেশ চীনের সাথে সামরিক মিত্রতা করেছে মানে বাংলাদেশে যে কোনও আক্রমণ চীন nijer upor vabe আক্রমণ বলে তারা মনে করে।r Pakistan কেস...ভিকারিস...R বাংলাদেশও চীনকে দুঃখিত করেছিল যখন তারা আমাদেরকে কোয়াডের জন্য হুমকি দেওয়ার চেষ্টা করেছিল। আমরা আমাদের ভৌগলিক অবস্থানের সুবিধা জানি। আমরা কিং মেকার ইন্দো প্যাসিফিক অঞ্চল..এবং দক্ষিণ পূর্ব এশিয়া গভীর সমুদ্র বন্দরের জন্য যা অন্য অংশ থেকে জাহাজের জন্য একটি ট্রানজিট বিশেষ করে দক্ষিণ পূর্ব তারাও আমাদের হাতে.. দক্ষিণ এশিয়ার কোন পশ্চিমে আমাদের এশিয়ান অঞ্চল নয়.. এবং ইউএসএ একটি পতিত তারকা ....এবং এখন ভারতীয় occeন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান এবং. কেন্দ্র এবং বাংলার বে থাকা মানে আমরা পৃথিবীর নতুন শাসক, আমরা সবচেয়ে কৌশলগত অবস্থানে আছি..... দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন সুলতান...SULTAN👑🇧🇩👑 বাংলার সুলতান 👑🇧🇩👑 SULTANATE OF BENGAL 🇧🇩👑🇧🇩 বাংলাদেশ থেকে 👑👑👑🇧🇩 🇧🇩🇨🇳🇷🇺🇹🇷😎🇧🇩👑