Рет қаралды 400,571
বন্ধুরা, গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কলম্বো সাহেবের রহস্যঘেরা কবরটি। সেই কবরের পাশেই নাকি একটি গীর্জা ছিলো। আর সেই গীর্জাকে ঘিরেই মূলত গড়ে ওঠে এই সমাধীক্ষেত্র। বর্তমানে সেই গির্জার কোনো চিহ্নও নেই। ঢাকার ইতিহাস ৪শ’ বছরের। এই সমাধীক্ষেত্রের ইতিহাসও ৪শ বছরের। সেই হিসেবে ঢাকার উত্থানপতনের ইতিহাসের নীরব সাক্ষী এই কবরস্থানটি।
এই সমাধীক্ষেত্রের একেকটি কবর যেনো একেকটি জীবন্ত ইতিহাস। প্রাচীন কবরে লুকিয়ে থাকা ইতিহাস তুলে আনার চেষ্টা করেছি আমি।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
#খ্রিষ্টান_সমাধীক্ষেত্র #ঢাকা