সত্যি কথা বলতে আমি খুব অবাকই হলাম, কারণ এত জায়গায় ঘুরলাম, মুর্শিদাবাদ গেলাম, হাজার দুয়ারী দেখলাম। অথচ পলাশী ইতিহাসের এক বিরাট অংশ আমার ঘরের পাশেই লুকিয়ে আছে তা জানতাম ই না। অনেক অনেক ধন্যবাদ প্রতিবেদনকারী ভাই কে। আপনার উপস্থাপনা আমার হৃদয়ে দোলা দিয়েছে। দোয়া ও শুভ কামনা রইলো। এগিয়ে যান, আল্লাহ্ আপনার সহায় হোক। সেই সাথে এই ইতিহাসকে পাঠ্যপুস্তকে সংযোজন করার জন্য যথাযথ কর্তৃপক্ষ কে বিনীত ভাবে অনুরোধ করছি।
@asakhan18534 жыл бұрын
ইতিহাস বইতে আছে।
@nazmasultana57084 жыл бұрын
মুর্শিদাবাদ আমিও গিয়েছিলাম।
@rahmanshafiur12874 жыл бұрын
NABAB Sirajuddullah encouraged us for the freedom of Bengal.British was the most cruel people in this world and for this reason we lost 30 million people in our liberation war.It was their fault.
@SMSoumitra4 жыл бұрын
জয়নুল দাদা, আপনার বাড়ি কি জিঞ্জিরা প্রাসাদের নিকটেই??
@jannatamini33904 жыл бұрын
@@nazmasultana5708 মুরশিবাদটা কোথায়
@smmoynuddin4433 жыл бұрын
এই পৃথিবীতে যারা ইতিহাস পাগল তারা আপনাকে কখনো ভুলবেনা।আমি অন্তর থেকে দোয়া করি আপনি যেন আর সুন্দর,সুস্থ ঐতিহাসিক ভিডিও করে আমাদের মন কে প্রপোল্ল করতে পারেন।জিঞ্জিরা দেখার সখ চিল আল্লাহ পাক আপনার মাধ্যমে দেখাইছে।শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনার উপর মহান আল্লার অফুরন্ত দয়া রহমত বর্ষিত করুক।
@subhohalder12936 ай бұрын
দাদা উনি তো সুন্দর করে ইতিহাসটা তুলে ধরলেন, এবার আপনাদের উচিৎ সেটা সংরক্ষণ করা....
@arindamsaifullah25016 ай бұрын
@@subhohalder1293 আপনাদের, নাকি আমাদের
@MdHridoy-ox3hw6 ай бұрын
সরকারকে এবং প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এগুলো সব সরকার এবং যারা অবদবের দখল করেছে তাদের আওতায় আনা হোক নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের এখানে আনা হোক তাদের জায়গা জমির ঘরবাড়ি ফেরত দেওয়া হোক তাহলে সবচাইতে ভালো হবে এটাই মনে দায়িত্ব কাজ
@kazishohag4 жыл бұрын
আগে কখনও কোথাও এমন ভিডিও পাইনি। ধন্যবাদ ভাইয়া।।
@ohidulkhan25783 жыл бұрын
Hi
@sidratulmuntaha.98843 жыл бұрын
@@ohidulkhan2578 hi
@রুপসীবাংলা-ভ৭পАй бұрын
এরকম একটি হাম্মান খানা আমাদের এলাকাতে আছে। এবং সেটি সম্পূর্ণ অক্ষত আছে
@rsrobin58862 жыл бұрын
এক সময় যেখানে বন্দী থাকতো মানুষ, আজ কালের বিবর্তনে সেই মানুষ'ই এখন প্রাসাদকে বন্দী করে রেখেছে। কথাটা অসাধারণ ছিলো।👍
@arindamsaifullah25016 ай бұрын
সত্যিই অনিন্দ্য সুন্দর কথা
@md.anowarhossainminto4034 жыл бұрын
ধন্যবাদ দিয়ে ছোট করবো না ভাই। বাংলার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় আপনার ভিডিও গুলি অমর স্বাক্ষী হয়ে থাকবে। প্রজন্ম থেকে প্রজন্ম এই ভিডিও গুলির মাধ্যমেই দেখতে পারবে বাংলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের দূর্লভ সব ছবি যখন হয়তোবা বিভিন্ন ঐতিহাসিক জায়গার এই সামান্য চিহ্নটুকোও থাকবেনা।
@jabedbbs4 жыл бұрын
well said
@santanudey93084 жыл бұрын
Thik bolechn..
@aangosquad85004 жыл бұрын
জিনজিরা প্রাসাদ, বাংলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি। বাংলার ইতিহাসের একটা বড় স্বাক্ষী।
@lovegurubd80544 жыл бұрын
রাইট ভাই
@md.saifulislam64354 жыл бұрын
রিপোর্টটা অসাধারণ ছিলো! জীবনের ঝুকি নিয়ে এই কাজ করাটা আসলেই প্রশংসনীয়! ধন্যবাদ ভাই.. এগিয়ে যান❤
@RHFilms-wu3xv4 жыл бұрын
😂😂😂😂😂
@RHFilms-wu3xv4 жыл бұрын
Akhane jibon ar kiser juki vai
@rafinur19824 жыл бұрын
@@RHFilms-wu3xv বলদ ভিডিও দেখে দেখ
@monishaahmed74154 жыл бұрын
Saiful Islam Shamim akana jibonar kono juki nai sob manus rah takha
@delowerhossain84404 жыл бұрын
@@monishaahmed7415 আপনে পারলে একটা ভিডিও সেখান থেকে করে নিয়ে আসেন????? বাড়ি কই, নোয়াখালী???
আমি কলকাতা থেকে দেখছি। আমি নিজে একজন ইতিহাসের ছাত্রী। আপনার প্রতিটি ভিডিও খুব মনোযোগ সহকারে দেখি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে বাংলার নবাবের ইতিহাস তুলে ধরার জন্য। আপনার তথ্য প্রতিটি সত্য। ভালো থাকবেন ভাইয়া।
সুমন ভাই কি বলবো বলার কিছুই নাই এমন ইতিহাসের জিনিস আজ কোথায় হারিয়ে জাচ্ছে আপনাকে হাজার ছেলুট ভাই
@kafishaikh22384 жыл бұрын
আমি ভারতের মুশিদাবাদ থেকে ভাই ।
@zumbabaura70353 жыл бұрын
- প্রাসাদ টা দেখে সত্যিই অনেক বেশি কষ্ট পেলাম!- মর্মাহত হলাম!- বুকের মধ্যে কেমন জানি হচ্ছে!- সরকার যদি এসব ইতিহাস সংরক্ষণ এবং সংস্কার করতো খুব খুব খুব বেশি খুশি হতাম।
@zumbabaura70353 жыл бұрын
- প্রাসাদ টা দেখে সত্যিই অনেক বেশি কষ্ট পেলাম!- মর্মাহত হলাম!- বুকের মধ্যে কেমন জানি হচ্ছে!- সরকার যদি এসব ইতিহাস সংরক্ষণ এবং সংস্কার করতো আমার মনে হয় ৯৫% মানুষ খুব খুব খুব বেশি খুশি হতো।
@suhagcse4 жыл бұрын
খুবই দুঃখ জনক। প্রাসাদটি উদ্ধারের দাবি জানাচ্ছি।
@moumitadasguria57153 жыл бұрын
দাদা আপনাকে কি বলে ধন্যবাদ জানাই আমি আমি ভারত থেকে বলছি হাজার কোটি সালাম আপনাকে আপনার সাহস আছে দাদা এগিয়ে চলুন
@shahjayedjimu86813 жыл бұрын
আমাদের এগুলো একটা সপ্ন
@dilban81523 жыл бұрын
Akdom👍👍👍👍👍👍
@আলেকসাঁই3 жыл бұрын
@@dilban8152 àà à
@gitaghosh22963 жыл бұрын
7
@nazmulislam63873 жыл бұрын
One Of The Greatest Hypocrate Was That GasheatyBegum. Prised was her trajc death by British.It was a lession for Bangla. So thanks for your braveness. Go On. But be care to do such.M. N. I.Syl.bd.
@NurulAmin-qj9ie4 жыл бұрын
অজস্র অজস্র ধন্যবাদ ভাই, জাতি হিসেবে আমরা যে কত নিকৃষ্ট, তার জ্বলন্ত প্রমান দিলেন ভাই, বিশাল এলাকা জুড়ে ছিল এই প্রাসাদটি, সরকার ও যেনো এদের কাছে অসহায়, মনটা নিজের অজান্তেই খারাপ হয়ে গেলো, চালিয়ে যান ভাই, দোয়া ও ভালোবাসা রইলো।
@kaziarzina38983 жыл бұрын
আহা হৃদয়টা যেন হাহাকার করে উঠলো। এই প্রাসাদের প্রতিটি দেয়াল জানে কত ইতিহাস, কত আর্তনাদ, কত আর্তচিৎকার, কত আনন্দের মুহূর্ত, কত জন্ম কত মৃত্যুর সাক্ষী। এই ইতিহাস গুলো এত জীবন্ত যে, যতবার ইতিহাস পড়ি ততবার চোখের সামনে ভেসে উঠে। নবাব সিরাজুদ্দৌলার কথা মনে পড়ে। ভাগ্যের নির্মমতা, ক্ষমতা লোভ, ভালোবাসা সবই মানুষকে অন্ধ করে দেয়। এই প্রাসাদের অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। নতুন প্রজন্ম যে কিছু দেখবে কিংবা জানবে তার ছিটেফোঁটাও এখানে নেই। কি বিশাল প্রাসাদ, বাগান ছিল আর সব এখন দখলদারদের দখলে। আফসোস! এই কমেন্ট করে গেলাম। নতুন প্রজন্মের কেউ এই প্রাসাদের ছিঁটেফোটাও না দেখলেও এই ভিডিও টা দেখবে🖤🌺
@tanoyrakshit5523 жыл бұрын
ভাই আপনি এত কষ্ট করে এই জায়গাটা আমাদেরকে দেখিয়েছেন, আপনার চেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার ।আর কেউ এত প্রতিকূলতা পেরিয়ে এই কাজ করতো কি না সন্দেহ। দখলদারদের কারনে সব হারিয়ে যাচ্ছে। খুবই দুঃখজনক।
@abutaher-ei4rs4 жыл бұрын
জাতি হিসাবে আমরা যে কতটা দুর্নীতিগ্রস্ত এইটাই তার একটা বাস্তব উদাহরণ
@souravgorai93514 жыл бұрын
খুব ঝুঁকিনিয়ে আমাদের কাছে বাংলার নবাবী ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ.... ভালোবাসা নেবেন এপার বাংলা থেকে 🇮🇳 LOVE FROM INDIA ❤️
@raihanbasher26262 жыл бұрын
TNXX BRO I LIVE BANGLADASH
@rajuchatterjeedarundada10842 жыл бұрын
দারুন দাদা , আপনার প্রতিবেদন দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল
@dipanwitasarkar3547 Жыл бұрын
❤from India 🇮🇳
@Shohorab-xk1cr8 ай бұрын
@@raihanbasher2626এটা কি আপনার নং?
@abdulhalim83352 жыл бұрын
সেরা ডকুমেন্ট। অবাক। চোখে পানি চলে আসার উপক্রম।
@mejbaahmed4 жыл бұрын
ভাই আপনি ইতিহাসগুলো ক্যামেরায় তুলে রাখলেন,হয়তো কিছুদিন পর এটি আর থাকবে না ধন্যবাদ ❤
@krishnapadadas92544 жыл бұрын
ঐতিহাসিক ভিডিও বানানোর জন্য সুমন বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই🙏🙏🙏🙏
@hnjtv5213 жыл бұрын
ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো লাগলো
@anjabatalimali38834 жыл бұрын
আপনার ভাষার জাদু তে জিঞ্জিরা প্রাসাদ এর ইতিহাস যেন ফিরে ফিরে কথা কয়,কিন্তু মন টা ভারাক্রান্ত এই ঐতিহাসিক প্রাসাদ এর সংরক্ষন নিয়ে বাংলাদেশ সরকার এর উদাসীনতা দেখে,ধন্যবাদ আপনাকে। পশ্চিমবঙ্গ, ভারত।
@arifullahsarkar40064 жыл бұрын
স্বাগতম আপনাকে ভাই।
@joynulabedinjoy50804 жыл бұрын
সহমত প্রকাশ করলাম
@krishnade20944 жыл бұрын
Jatobar apnar videoguli dekhi tatobar I abak hoi.abossoi akta valolaga sabsamoy kaj kare.please apni evabe apnar kajchaliye jan.egulo theke amra anek ajana kahini jante parchi.
@riazulhaque66394 жыл бұрын
ভাই আপনার মত ঠিক একইরকম আক্ষেপ আমার মনেও তৈরী হয়েছিল যে কেন আমাদের সরকার এ প্রাসাদের রক্ষণাবেক্ষণ যথাযথ ভাবে করেনি। তবে পরক্ষনে জানতে পারলাম যে এ প্রাসাদের ধ্বংস একটু একটু করে শুরু হয়েছে ১৭০৪ খ্রী: থেকে, তারপর অনেক নবাব এসেছে অনেকেই শাসন করেছে। কেউ যখন সময়মত হাল ধরেনি এখন শেষবেলায় বর্তমান সরকারকে নিয়ে এসব বলা আমাদের নির্বুদ্ধিতা।
@siddique50974 жыл бұрын
কারন বাংলাদেশের রাজনৈতিক নেতারা সবাই এইরকম চোর। চোরে চোরে মাসতুতো ভাই।
@shimul20054 жыл бұрын
কর্তৃপক্ষ চাইলে এখনো ব্যবস্থা নিতে পারে। কেউই সরকারের চেয়ে শক্তিশালী নয়। আপনার এই অগ্রযাত্রা আরো সফল হোক।
@amibangali80784 жыл бұрын
এখানে কোটি টাকার প্রশ্ন হচ্ছে কর্তৃপক্ষ কি চাইছে? আমাদের উচিৎ প্রাসাদের অবস্থা দেখেই তা বুঝে নেয়া।
@mimabipasha4394 жыл бұрын
এখানের লোকেরা প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরে দখলে আছে।সব কিছু না জেনে বুঝে এটা সম্ভব ওটা সম্ভব বলে গলা চিরে লাভ নাই।
@journeyrano95604 жыл бұрын
অপারদর্শী বাংলাদেশ ভূমি দপ্তর এইরকম একটি ঐতিহাসিক স্থাপনাকে রক্ষা করতে পারলো না। অত্যন্ত দুঃখজনক। উপস্থাপককে অসংখ্য ধন্যবাদ ঝুঁকিপূর্ণ এই প্রসংসনীয় কাজের জন্য। অন্যপারের বাংলা থেকে।
@world28653 жыл бұрын
ল
@shahsujashawrav2 жыл бұрын
অনেক কষ্ট করে এই ভিডিও করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে
@mominulhoqueshimon50034 жыл бұрын
ইতিহাস আমাকেও টানে...আমি জিঞ্জিরায় গিয়েছি দুবার।কিন্তু ওই চিপায় যে এই জিনিষ আছে তা জানা ছিলো না।জানলেও হয়তো এতো ঝুকি নিয়ে যেতাম না। আপনাকে অনেক ধন্যবাদ...লক্ষ লক্ষ আজে বাজে ভিডিওর মাঝে আপনার এই প্রতিবেদন মন ছুঁয়ে গেছে।
@AbdullahAlMamunOfficial4 жыл бұрын
যে দেশে জীবনের দাম নাই সেখানে ইতিহাসের কি দাম দেবে এইসব অমানুষগুলি।
@biplabsarkar22482 жыл бұрын
Ara sob muslim
@AbdullahAlMamunOfficial2 жыл бұрын
@@biplabsarkar2248 Samrajjobadi ar eder kono dhormo hoina.
@xgydlkjvgxbhfcg87302 жыл бұрын
ঠিকই বলেছেন ভাই এদেশে মানুষের দাম নেই
@lipika.chumkirahabasu97174 жыл бұрын
আমি পশ্চিমবঙ্গ এর পশ্চিম বর্ধমান থেকে এই ভিডিও দেখছি ভাই।ইতিহাস খুঁড়ে সত্য উদ্ঘাটনের যে অসামান্য প্রয়াস আপনার,একে অসংখ্য সাধুবাদ জানাই।আপনি ওই বন্দীশালা থেকে বেরিয়ে শ্বাস নিলেন যখন, সাথে সাথে আপনাআপনি আমার দীর্ঘশ্বাস বেরিয়ে এসে প্রমান করল, কী দমবন্ধ করা অভিযান এতক্ষন চালিয়ে যাচ্ছিলেন আপনি। আপনার এই কৌতূহলী মন এর জয় হোক;নিজেকে বাঁচিয়ে ইতিহাসের পাতায় নিত্যনতুন সংযোজন করে যান।সঙ্গে থাকছি।
@M.A.MannanMilonАй бұрын
অনেক সুন্দর প্রতিবেদন,,, ধন্যবাদ ভাই,,
@noorahammadlaskarnoorahamm14644 жыл бұрын
সালাউদ্দিন ভাই আপনি যাচ্ছিলেন আর আমার ওলিগলিদেখে বুক শুকিয়ে যাচ্ছিল !
@faisolamante4974 жыл бұрын
Hoo re bhai. Amio emon o hoi
@RealFacts2024-j1e4 жыл бұрын
ধনের কমেন্ট করো না। কিবাল লিখছিস
@sauabd4 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই ,একদিন হয়তো এই প্রাসাদটি বিলুপ্ত হয়েযাবে কিন্তু আপনার এই রিপোটটি স্বাক্ষিহয়ে রয়ে যাবে।
@mkaminmulla4 жыл бұрын
Dr.masud Rahman ১০০ পার্সেন্ট সত্য কথা |
@AbulKalam-yi7my4 жыл бұрын
ঠিক
@ritaaktar34354 жыл бұрын
বাড়ির সামনে থেকেও জানিনা এখানে প্রাসাদ আছে সত্যি খুব অবাক হলাম আপনাকে ধন্যবাদ দেখানোর জন্য
@saifalkarim45624 жыл бұрын
এটাই বাংলাদেশ🙄🙄
@lovegurubd80544 жыл бұрын
হাহাহাহাহা খুবি মজা পেলাম
@nusratjahanmim76634 жыл бұрын
হুম সেম আপু
@The.humanity-t4h4 жыл бұрын
কুয়ার ব্যাং
@irfanahmed22694 жыл бұрын
থিক বলছেন আমার বাসা তো কদম তলি কেরানীগঞ্জ
@kazichannel7282 жыл бұрын
বিডিউ উপস্থাপন সুন্দর হৈয়েছে।
@coinvarati83324 жыл бұрын
বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ বাংলার এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন টি অবিলম্বে উদ্ধার এবং সংরক্ষণ করা উচিৎ। From India ❤️❤️❤️
@mahinahmed19492 жыл бұрын
মাননীয়😄
@rokonepsilon84734 жыл бұрын
আপনার সবগুলো ভিডিও এর মধ্যে এই ভিডিও দেখে আমি শিহরিত হয়েছি ও অনেক ভালো লেগেছে।জিনজিরা প্রাসাদের এই অবস্থা দেখে খারাপও লেগেছে।আমরা বাঙালীরা নিজেদের স্বার্থের জন্য নিজেদের ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করতে দ্বিধাবোধ করিনা।
@nazrulislam.manikgonj97294 жыл бұрын
এত ছোট ছোট গলি দেখে আমার বুক দপ দপ করছে"আপনাকে অনেক ধন্যবাদ এমন ইতিহাস দেখানোর জন্য
@radharadhajoyradha7351 Жыл бұрын
খুব ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
@abdullahalmamun66254 жыл бұрын
উপস্থাপনা কত সুন্দর বাপরে বাপ!! আগায়ে যান ভাই।অনেক সুন্দর
@ks200in4 жыл бұрын
আপনার উপস্থাপনা খুব ভালো লাগে।মনে হয় আপনার সাথে ঘুরে বেড়াচ্ছি।
@grobbani19884 жыл бұрын
বাঙ্গালী কবে যে মানচিত্র খেয়ে ফেলবে তার ঠিক নাই, এতো সুন্দর ডকুমেন্টারি বানানোন জন্য অনেক কৃতজ্ঞতা রইল, সাবধানে চলাফেরা করবেন।
@iqbalahmed59793 жыл бұрын
এটা মন্দিরে রূপান্তরিত করা হবে।
@nasimuddin42263 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা
@mdshaidur38574 жыл бұрын
মাননীয় প্রধানমন্তীর কাছে অনুরোধ ওই মহলটি যেন উদ্ধার করা হয়, উদ্ধার করা হয় এদেশের অতীত ইতিহাস।
@monishaahmed74154 жыл бұрын
Md Shaidur ay bari akhon sorkarar hoya gacha
@debadarklooter_0834 жыл бұрын
😣😣😣☹️☹️😭😭😭😭😭😭😭😭😭
@Kanakrahman48924 жыл бұрын
সহমত পোষণ করি
@sabiha-n1t4 жыл бұрын
আপনার ভিডিও গুলো দেখলে মনটাই খারাপ হয়ে যায়।আমি গেলে হয়ত কান্না করে দিতাম।ইতিহাস বরাবর ই আমাকে অনেক টানে...
@MA-wy9ff4 жыл бұрын
দেখে কান্না এসেগেছে
@BADHONSHARIF4 жыл бұрын
আপনি সাহসী ভাই । ভালো লাগলো অনেক । মানতেই হবে সাহস আছে ।
@wasimraja33162 жыл бұрын
ধিক্কার জানাই বাংলাদেশের সরকারকে। বাংলাদেশের প্রতি ভালবাসা অনেকটাই কমে গেল। খুবই আশাহত হলাম।
@minanaskar45124 жыл бұрын
জীবনের ঝুঁকি নিয়ে আপনি এতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান টা উপহার দিলেন তার জন্য আমি এক ভারতীয় হয়ে আপনাকে স্যালুট জানাই
@mdsisir20474 жыл бұрын
জিনজিরা প্রাসাদ অবিলম্বে দখল মুক্ত করার দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমুন্তীর কাছে অনুরোধ আকুল আবেদন জানাচ্ছি,
@noyemhossain21724 жыл бұрын
🙄🙄🙄🙄
@khalilurrahmanpinto25514 жыл бұрын
ঞ
@siddique50974 жыл бұрын
ভাই, দখলদাররা রাজনৈতিক লোক, আর কাক কাকের মাংস খায় না।
@Rosehaven19804 жыл бұрын
বাংলার ইতিহাস ঐতিহ্য আমাদের জাতীয় সম্পদ এটা যেভাবেই হোক সরকারের রক্ষা করা উচিত
@IslamicSky19 Жыл бұрын
ইতিহাসের নির্মম সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ।
@mdmejan35883 жыл бұрын
জিঞ্জিরা থাকি,অথচ এ-ই প্রাসাদের নাম প্রথম শুনলাম,,, ধন্যবাদ আপনাকে। ঝুঁকি নিয়ে এমন সুন্দর ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য
@shreesoishobchandra72643 жыл бұрын
Amio vai
@akibkhanakib93993 жыл бұрын
ভাই ঠিক বলছেন কেরানিগঞ্জ উপজেলার কেন নজরে পড়েন এত সুন্দর একটি স্থাপনা ,,, উপজেলা সম্মানিত চেয়ারম্যান শাহীন আহমেদ ভাই,,, এটা আমাদের কেরানিগঞ্জ
@avishekmallick34254 жыл бұрын
Kharap laglo erokom অবহেলা দেখে।।ভালোবাসা নেবেন from 🇮🇳🇮🇳
@MdAlamin-yl5ex4 жыл бұрын
ভাইরে এটাই আমাদের বাংলাদেশ
@riyanmia23704 жыл бұрын
আমি নদীয়া জেলা থেকে বলছি।।। চালিয়ে যান ভাই সাহেব।
@biswajitdey10934 жыл бұрын
বাবরি মসজিদ নিয়ে আপনাদের ফেটে যাচ্ছে? আর ওখানে প্রাসাদ গুলো নষ্ট হয়ে যাচ্ছে?
@alamintelecome2 жыл бұрын
খুবই ভালো লাগে সুমন ভাই....অসংখ্য ধন্যবাদ
@rajsen98734 жыл бұрын
দাদা আমার বাড়ি মুর্শিদাবাদ,আপনার হাজার দুয়ারী পর্ব গুলো দেখে খুব ভালো লাগলো। কিছু অজানা তথ্য আজ আপনার থেকে জানা হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏
@spsabbirbd4 жыл бұрын
১৯৭১ এর যুদ্ধেও আমাদের যা হ্মতি হয় নি তার থেকে বেশি হ্মতি করতেছে আমাদের দেশের ভূমিদস্যুরা
@selinabegum72554 жыл бұрын
ভুল
@spsabbirbd4 жыл бұрын
@@selinabegum7255 কেন ভুল???
@mrlogic8734 жыл бұрын
kiser sathe kiser tulona den abal
@abuhanif92124 жыл бұрын
kano vul apni ki kora bujhben, apnar to keo mara jai nai amar to keo gase
@yousufishere4484 жыл бұрын
একটু বেশিই হয়ে গেল না?
@rubi4714 жыл бұрын
দুঃখ লাগে এদেশে এতো ইতিহাস আছে লুকিয়ে অথচ কোন সরকারের কাছে কোন গুরুত্ব নেই টাকা শেষ হবে মানুষও শেষ হবে কিন্তু ইতিহাস কখনো শেষ হবে না।
@বিজয়ের৭১3 жыл бұрын
আমার ও দুঃখ লাগে।
@Sayem-mv7bl2 жыл бұрын
ধন্যবাদ আপনাকে এবং সমবেদনা জিনজিরা প্রাসাদের জন্য।
@শাহীনশাহ্-ল১ঢ4 жыл бұрын
ঐতিহাসিক অাজ থেকে ৪০০ বছর অাগের জিঞ্জিরা প্রাসাদ দেখানের জন্য ভাই অনেক ধন্যবাদ অাপনাকে, অামি অাজ এই প্রথম দেখলাম।
@Liton354 жыл бұрын
ভাই এই ভিডিও টা দেখে কান্না আসল।
@motiyarrahamansk94134 жыл бұрын
এই মর্মান্তিক ভিডিও টি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না
@nirjor36974 жыл бұрын
সাধুবাদ জানাই অতি গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন।
@mdtanvir-bu4mp2 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম ঐতিহাসিক স্থান গুলো দেখানোর জন্য।আমি ও ঐতিহাসিক স্থান গুলো পর্যবেক্কেন পুরো ঐতিহাস গবেষনা এবং সচক্কে দেখতো খুব ভালোবাসি।। যেন পুরনো কল্পনার জগতে চলে যাই।।।
@Pikachubdhhdhd643 жыл бұрын
মীর জাফর এর মত মানুষ তখন ও ছিলো এখন ও আছে৷ একটা প্রাসাদ ক্ষমতা আর প্রতিপ্রত্তির জন্য মানুষের মনুষ্যত্ব হীনতার ২ টা সাক্ষী বহন করে। অসাধারণ কাজ করেছেন আপনি ধন্যবাদ।
ভাই সুমন,তোমাকে স্যালুট! এই সৎসাহস ও সদিচ্ছা নিয়ে এগিয়ে চলো।তোমার প্রতিটি উপস্থাপনা মহৎ উদ্দেশ্য এবং প্রগতিশীল চিন্তাধারার পরিচয় বহনকারী। আমি একজন ভারতীয়। সর্বদা সুস্থ থেকো।
@mittelrongdi90384 жыл бұрын
শুভ কামনা ভাই - টাকার চেয়ে ইতিহাস মূল্যবান এটা যেন সবাই বুঝতে পারে , শুভকামনা নিরন্তর 🌷📚💚💜
@রুপসীবাংলা-ভ৭পАй бұрын
❤❤❤এরকম একটি হাম্মান খানা আমাদের এলাকাতে আছে। এবং সেটি সম্পূর্ণ অক্ষত আছে।
@ahmedzehad15234 жыл бұрын
অনেক দুঃখ পেলাম,,, নবাব সিরাজউদ্দোলা আমাদের মত দেশ মনে রাখতে পারবে না,,, কারন আমরা এক অসভ্য জাতি।
@asifikbalansari29213 жыл бұрын
আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে. খুব ভালো লাগলো ভাই তোমার সাহস দেকে.
কয়েকজন মানুষের আচরন দেখে আপনি বাংলাদেশের আচরন দেখে ফেললেন ? বাহ ... 😂
@SujonRohmanАй бұрын
দুঃখের সাথে বলতে হচ্ছে এটাই আমাদের বাংলাদেশের চরিত্র 😢
@Rathindraa4 жыл бұрын
এমনই একটি ঐতিহাসিক স্থাপত্য এভাবে নষ্ট হচ্ছে বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না..!! খুবই অবাক লাগে.. কষ্ট হচ্ছে এই রকম একটি স্থাপত্য নষ্ট হচ্ছে দেখে
@mojumder20134 жыл бұрын
Amader bd govt.onek tie corrupted bhalo manush na hole kono kichuie thik hobe na
@BanglaViralNews244 жыл бұрын
খুব বড় রিস্ক নিয়ে ফেলেছেন ভাই। এখানে আমি অনেকদিন ছিলাম। এই এলাকার মানুষ খুব ডেয়ারিং।
@banglacover42944 жыл бұрын
sotik bolecen,amio ei elakai thaki
@mdsakib88714 жыл бұрын
Ki korse vai...
@xeongaming37924 жыл бұрын
অন্নের দিকে থুতু মারলে নিজের দিকেই পরে।জে নিজে ভাল সে সবাইকে ভালো ভাবে।আর জে খারাপ তারা সবাইকে খারাপ ভাবে।
@MohammedAli-hd5eo4 жыл бұрын
Assa bolen to hitlar valo na kharap?
@abdullahmamun39914 жыл бұрын
যেখানে সারা পৃথিবীর মানুষ কোটি কোটি টাকা খরচ করে তাদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করছে সেখানে আমরা আছি কত সুন্দরভাবে ইতিহাস ধ্বংস করা যায়। এত নির্লজ্জ একটা জাতি আমরা।
@shamimaruma45694 жыл бұрын
আমাদের কেরানীগঞ্জ ❤❤❤।প্রাসাদ টিকিয়ে রাখার জন্য প্রশাসনের দৃস্টি আকর্ষণ করছি
@next.king-of-youtube4 жыл бұрын
Faltu manus keraniganj er
@mdabdula47534 жыл бұрын
কেরানি গঞ্জের মানুষ খুব খারাপ এদের মত ছোট মনের মানুষ বাংলার বুকে আরো কোথাও আছে মনে হয় না
@shamimaruma45694 жыл бұрын
কেরানীগঞ্জ এর মানুষ আপনাদের দুজনের সাথে কি করেছে??
@rifatislamripa8472 жыл бұрын
ভাবলে /দেখলে খুব কষ্ট লাগে যে আমাদের দেশের ইতিহাসের নিদর্শন গুলো কতো অবহেলিত ভাবে পরে আছে। এগুলো মেরামত করা হয় না😢কি সুন্দর সুন্দর প্রাসাদ ছিলো আমাদের দেশে যা তত্ত্বাবধানের অভাবে ধ্বংসাবশেষ পরে আছে 😔😔
@lifehts744 жыл бұрын
প্রতিবেদনটি দেখার সময় মনে হচ্ছিল আমি নিজেই ২৫০ বছর পিছনে চলে গেছি।।।। ভাবতে কেমন অবাক লাগছে.....
@ajajulhaque60854 жыл бұрын
সত্যের সন্ধানে আপনি এক বীর পুরুষ 👍
@asaduzzaman98804 жыл бұрын
মন খারাপ করা ইতিহাস। আমি জিঞ্জিরা শত বার গিয়েছি কিন্তু জানতাম না এই প্রাসাদের কথা,ধন্যবাদ ভাই।
@mdzabber64803 жыл бұрын
ধন্যবাদ ভাই আপনাকে খুব সুন্দর একটি ভিডিও দেখালেন
@mdakkasali66874 жыл бұрын
ভাই আপনি অনেক কষ্ট করে যে ইতিহাস তোলে ধরলেন তার প্রশংসা করার ভাষা আমি হারিয়ে ফেলেছি। মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেল জিঞ্জিরা প্রাসাদের এই জীর্ণশীর্ণ দশা দেখে।সত্যি অবাক হয়ে গেলাম।বঙ্গবনধূ ঠিকই বলেছেন আমি পেলাম _____ খনি। বাকিটা আপনারা বূঝে নিবেন।
@shahidhossain62594 жыл бұрын
ধন্যবাদ ভাই, আপনার জন্য এমন একটা ইতিহাসের নিদর্শন দেখতে পেলাম
@dadubora30134 жыл бұрын
তোমাকে ভাল লাগেছেএ ।বহুত সুন্দৰ
@zisan0124 жыл бұрын
ভাই আপনার ইচ্ছা আর সাহস আর চালাকি মানে কিভাবে কাকে হ্যান্ডেল করতে হয় সেটা দেখে মুগ্ধ হলাম। দোয়া রইল আপনার জন্য আর পাশে আছি সবসময়
@SamirKhan-kl1qe3 жыл бұрын
ভাই দোয়া রইলো আপনার জন্যে, আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক
কষ্টে বুকটা ভারি হয়ে আসছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটা এপিসোড বানানোর জন্য ইতিহাস নিয়ে 😟😟😟😟😟
@mdniyamot81004 жыл бұрын
এগুলো আসলে মানুষের দোষ না বাংলাদেশ গভমেন্ট এর ব্যর্থতা
@surermela3 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি বিষয় উপস্থাপন করার জন্য,
@dr.kamanamajumdarvlogs82584 жыл бұрын
এতবছর জিঞ্জিরাতে থেকেও কোনোদিন শুনিনি এর নাম।দেখা তো দূর।ভাবছিলাম যাব।কিন্তু দেখে ভয় লাগে।আপনাকে ধন্যবাদ
@fetterless.s4 жыл бұрын
আপনার সাহসী মনোভাবের কারণে আজ আমরা এই জিঞ্জিরা প্রাসাদ দেখতে পেলাম। কিন্তু দুঃখের বিষয় এই যে ঐতিহাসিক স্হাপনা গুলো এভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেন দেখার কেউ নাই।😥
@onlyforfun81702 жыл бұрын
খুবই ভালো লাগল ভাই। এত কষ্ট করে সবকিছু ও প্রাচীন ইতিহাস তুলে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
@leavethewrong39983 жыл бұрын
Subhan Allha Al Hamudulillha Allha Hu Akbar La ilaha illal la Masha Allha Zazakum Allha khayran
@rashida64894 жыл бұрын
এইসব ভিডিওতে ডিসলাইক কেন দেয়?? এটাই বুঝতে পারছি না,, কত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সেটা কি জানে না তারা,, হায়রে অবুঝ!!!!!!!!
@masalam3264 жыл бұрын
Maybe ora দখলদার । এই জন্য
@abuld16174 жыл бұрын
জিঞ্জিরার মানুষের কাজ
@goldeway92244 жыл бұрын
সুন্দর কথা বলছেন ভাই
@fatimabibi91254 жыл бұрын
@@abuld1617 .
@AnisurRahman-kl1sr4 жыл бұрын
Aisob kara kore bujina
@rahinoormolla12103 жыл бұрын
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রতিকুলের মাঝে আপনি যে সাহসিকতা দেখিয়েছেন তার জবাব নেই।
@RiNi-hg4jo4 жыл бұрын
আপনি এত প্রতিকূলতার সম্মুখীন হয়েও এই ভিডিও টি করেছেন এটাই অনেক ভালো..
@shakibkhan-zt3wq3 жыл бұрын
ওনারে কেউ কিছু করতে পারবে না কারণ উনি সময় এর সাংবাদিক
@kothaypawajay-25463 жыл бұрын
q
@Respect_video__1M3 жыл бұрын
জি
@fatimabegumchoudhury71833 жыл бұрын
@@Respect_video__1M BB
@Respect_video__1M3 жыл бұрын
@@fatimabegumchoudhury7183 🙄🙄
@Mahfuz-hg4bd3 жыл бұрын
Aro ci🤩🤩🤩🤩🤩
@rezavlog60424 жыл бұрын
কিশোরগঞ্জের ঈশা খাঁ এর জঙ্গল বাড়ী নিয়ে একটি পর্ব তৈরী করেন