এই প্রথমবার KZbin এ এত ভালো একজন বাংলা ব্যাকরণের শিক্ষক খুঁজে পেলাম। স্যার আপনি কি দয়া করে একবার মধ্যপদলোপী কর্মধারয়র উপরে একটা ভিডিও বানাবেন? Please স্যার খুব সাহায্য হবে 🙏🙏🙏
@smsayeedacademy72069 ай бұрын
আমার মতে আপনি বাংলার বস। ভালোবাসি আপনাকে অনেক। আপনি আমার গুরু। এবং প্রিয় মানুষগুলোর ভিতর অন্যতম। তো ভাইয়া উপমান পসিবল, উপমিত ইমপসিবল এবং রূপক ইম্পসিবল অদৃশ্য। এই উপায় আমার তিনটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে।
@rubyapushpita6732 жыл бұрын
অনেক বাংলা টিচারের ক্লাস করেছি কিন্তু কখনো কেউ এভাবে ডিটেইলে ভেঙ্গে ভেঙ্গে কারণ সহ পড়ায় নি। আপনার পড়ানোর ধরন সত্যি ই অসাধারণ।
@ShawonsBangla2 жыл бұрын
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰 আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@md.golamrabbi2493 жыл бұрын
one of the best class cilo...... admission caoching er thekeo valo cilo🥰
@jesikaamin18992 жыл бұрын
Hae ❤️
@marufhasan19592 жыл бұрын
Amader icon plus ar banglar boss 😍
@mariamalammim4262 Жыл бұрын
Apni kon varsity te porcen akn
@mdsifat585411 ай бұрын
@mariamalammim4262 du
@farinjahanmugdho75652 жыл бұрын
চমৎকার! সারাজীবন অনেক শিখেছি তবুও ঘাটতি ছিল। আপনার ক্লাসে অনেক কিছু শিখেছি যা কখনো জানতাম না
@mdsajedulislam6191 Жыл бұрын
ভাইয়া ক্লাস গুলো অসাধারণ,, তবে সমাস এর উপর আপনার পুরো ক্লাস আশা করছি
@hridayhaldar90832 жыл бұрын
ভাই, আপনি একজন জিনিয়াস... অনেক উপকৃত হইলাম ❤️
@ShawonsBangla2 жыл бұрын
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@jishankhan66863 жыл бұрын
best grammar teacher in bangla
@Afjolhussain8043 күн бұрын
অনেক ভালো হয়েছে স্যার। এডমিশনের এই সময়টাতে এসে ভিডিও টা দেখে অনেক উপকৃত হলাম🎉😊
@AmranKhan-on5yw3 жыл бұрын
I appreciate your dedication Level. ঢাকায় এমনিতেই অনেক গরম। এমতাবস্থায় ফ্যান অফ করে ক্লাস রেকর্ড। প্রথমে পাঞ্জাবিটা ঠিক থাকলে শেষে ঘামে সয়লাব! Salute Vai ❣️
@ShawonsBangla3 жыл бұрын
অনেক সময় ব্যস্ত থাকার কারণে আপনাদের সকল কমেন্টের প্রত্যুত্তর দিতে পারি না। তবে যখনই ফ্রি হই তখনই চেষ্টা করি আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করে তুলবে। আর হ্যাঁ, ছোট্ট একটা রিকুয়েস্ট আছে - ভিডিয়ো ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো ক্লাসটি থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিয়োগুলো ছড়িয়ে দিবেন। বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে দুঃসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ। 😍
@emonaenglishkiller62002 жыл бұрын
Sir I am from India, u r class is very helpful। ,,...…… Thaks a lot sir
@imteaj60222 жыл бұрын
বাংলার বস শাওন ভাই,,,
@biplabthakur72982 жыл бұрын
দারুণ স্যার,, আপনার শিখানোর কৌশল সবার থেকে আলাদা।
@Misbah-45010 ай бұрын
Best bangla class ever ❤
@EyasinMridha Жыл бұрын
স্যার প্লেলিস্ট করে সিরিয়ালি ভিডিও দিলে ভালো হতো...বাট বাংলার জন্য আমার দেখা বেস্ট সলিউশন আপনি..৯/১০ এ থাকতে আপনার এই ক্লাস গুলা করতে পারলে ভাল হইতো...
@motivationworld__11 ай бұрын
অসাধারণ অসামান্য মন্ত্রমুগ্ধ স্যার দারুন ভারত থেকে দেখছি কোন টিচার এমনি আপনার মত কাউকে দেখিনি |আল্লাহ ঈশ্বর আপনার সহায় থাকুক | আমি দশম শ্রেণীর ছাত্র |কেউ আমাকে এত খুলে বলেনি
@arthyroy17852 жыл бұрын
ভাইয়া আপনাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার জানা নেই। সত্যি আপনার ভিডিও গুলো দেখে অনেক উপকৃত হচ্ছি ।আপনার উচ্চারণ খুবই স্পষ্ট তাই বুঝতে অনেক সুবিধা হয় । আর টেকনিক গুলো অসাধারন । অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ।🙏 ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও দিয়ে আমাদের উপরকার করবেন ❤️
@sajedaakter63062 жыл бұрын
Ma sa Allah.. Onek helpful class vaiya ❤️🌷
@sniper45992 жыл бұрын
ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে তবে টপিক গুলোর ধারাবাহিকতা থাকলে আরও সুবিধা হতো...যেমন সমাস যখন আলোচনা করছেন তখন সমাসের বিষয়বস্তু গুলো ধাপে ধাপে দিলে লিখে রাখতে পারতাম। ..দন্দ্ব - দ্বিগু -কর্মধারয়........ এভাবে পার্ট বাই পার্ট
@tnexplainer14307 ай бұрын
স্যার আপনার বোঝানো অনেক সুন্দর । আপনি সমাসের এ টু জেড ক্লাস দেন । ভাগে ভাগে ।
@ausskln7 ай бұрын
❤
@ishitatuli29182 жыл бұрын
Sir er class amr onk valo lage..🙂🙂🙂🙂 Keep going sir.
@limaislam33812 жыл бұрын
Unparallel teacher, i have ever seen
@bdonlinedesign85932 жыл бұрын
এতো সুন্দরভাবে বোঝানোর জন্য ধন্যবাদ 😍😍
@shornayeasmin9841 Жыл бұрын
আমার দেখা best teacher❤
@marufamali4603 жыл бұрын
আপনি অনেক সহজ করে বোঝান .... thank u sir ... love from Kolkata
@gourobipaul87362 жыл бұрын
ভাই সত্যি আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি।আগে আমি বাংলা ব্যাকরণ কিছুই বুঝতাম না।অনেক ধন্যবাদ আপনাকে🥰
@ShawonsBangla2 жыл бұрын
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
@amitdhar54483 жыл бұрын
ধন্যবাদ ভাই ব্যাকরণ এমন সহজ ভাবে বুঝানোর জন্য। ❤️
@prosenjitbhattacharjee70382 жыл бұрын
Sotti onek effective Class chilo. Thank you so much vaiya🥰💖 Evabei amader pashe thakben🥰
@jabakhatun6336 Жыл бұрын
ভাই অনেক ভাল লেগেছে,তবে কর্মধারয় সমাস আরো যা আছে তাদের ভিডিও ক্লাশ দিলে ভাল হত।আপনাকে ধন্যবাদ
@TanvirAhmed-lh6ss3 жыл бұрын
আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য 😍😍
@ShawonsBangla3 жыл бұрын
অনেক সময় ব্যস্ত থাকার কারণে আপনাদের সকল কমেন্টের প্রত্যুত্তর দিতে পারি না। তবে যখনই ফ্রি হই তখনই চেষ্টা করি আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করে তুলবে। আর হ্যাঁ, ছোট্ট একটা রিকুয়েস্ট আছে - ভিডিয়ো ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো ক্লাসটি থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিয়োগুলো ছড়িয়ে দিবেন। বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে দুঃসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ। 😍
@asmasikdar98283 жыл бұрын
অনেক সুন্দর একটা ক্লাস করলাম,,অাল্লাহ অাপনার ভালো করুক
@Sujoy3333 Жыл бұрын
ব্যাকরনের জন্য আপনিই সেরা।❤❤
@foysalrumi74782 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ভাই, ভালোবাসা নিবেন।
@mdsadatislam53432 жыл бұрын
Best ei class gula free dekhte partesi eita amar souvaggo
@parbonbarua84867 ай бұрын
ভাইরে ভাই কি ডিপ লেভেলের জিনিস,, ম্যাথ-ফিজিক্সও এর থেকে ইসি মনে হচ্ছে.. বাঙালি যেই অ্যাফোর্ড ব্যকরণের জন্য দিসে অই অ্যাফোর্ড সায়েন্সে দিলে তো এতোদিন টাইম মেশিন আবিষ্কার করে ফেলতো😅😅
@dipjoy49167 ай бұрын
একদম ভাই
@Bappychoudhury-jr7gqАй бұрын
বাংলা ভাষা আমাদের অহংকার
@priyamahinder73362 жыл бұрын
Khub sohoj hoye gelo..onk dhonnobad apnake..
@msthafsaofficial2 жыл бұрын
Awesome akta class 🥰 Thank you shawon vaiya
@monirahmed3111 Жыл бұрын
লাইক কমেন্ট করে সাথেই আছি ভাই।বাংলার কিং ভাই শাউন ভাই❤️🔥❤️🔥 আইকন প্লাস এ আপনাকে শুরুতে না চেনার কারনে আপনার সব ক্লাস করতে পারিনি আর সব কনচেপ্ট ক্লেয়ার হয়নি🥺🥺
@Badrunnessa-qd8il2 жыл бұрын
Best best best Vaiya apnar video gula dekhar por akhn Bangla onek easy lage
@mdsohagmorol3825 Жыл бұрын
অনেক ভালো লেগেছে স্যার।
@rkniloy008 Жыл бұрын
অনেক ভালো লাগে আপনার ক্লাস ❤❤❤
@nandininandita2203 жыл бұрын
ভাইয়া,আপনার presentation টা খুবই ভালো।ভালো ভাবে আয়ত্ত করা যায়।
@ShawonsBangla3 жыл бұрын
একটা ভিডিয়ো করতে যে কী পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি। তবে দিন শেষে আপনার কমেন্টের মতো এরকম কিছু কমেন্ট যখন দেখি তখন সারাদিনের ক্লান্তি ভুলে যাই। পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হয়। আসলে আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আর একটা কথা, আমাদের মূল লক্ষ্য বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করা। তবে তা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই, আপনি যদি ভিডিয়ো থেকে সামান্য কিছু হলেও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। ধন্যবাদ ভাই। 🥰💞
@sifatullah76322 жыл бұрын
ভাই আপনি আসলেই অসাধারণ 🖤
@ShawonsBangla2 жыл бұрын
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰 আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@MdJasimUddin-d5i Жыл бұрын
Ma sha Allah 🥰🥰 onek vlo
@bithirani926 Жыл бұрын
Vaiya apnar class gula super 💙💙💙💙💙💙
@experiencebangla21412 жыл бұрын
I am a proude and I am proud of your teaching
@Akashofficialfitness2 жыл бұрын
খুব ভালো বোঝালেন From India
@hossainshekh95355 ай бұрын
ভাইয়া আপনার ক্লাস সত্যিই অসাধারণ 🥰 লাভ ইউ ভাইয়া
@nayemurrahman86892 жыл бұрын
আমার জীবনের সেরা শিক্ষক ❤️❤️
@fulsurakhatun1161 Жыл бұрын
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার দীর্ঘায়ু কামনা করি।
@souravroy75522 жыл бұрын
Apni vai banglar boss physics math nie saradin busy thakar por exam er ag muhurte bangla ato taratari ses kora jai apnar kach theke shekha
@benuzirtazinsultana2423 жыл бұрын
অনেক কিছু শেখা যায় আপনার ক্লাস থেকে, অনেক ধন্যবাদ এজন্য আপনাকে। দুইটা অনুরোধ থাকবে স্যার বহুব্রীহি সমাসের উপর একটা বিস্তারিত ক্লাস চাই। অন্য পদ যে বুঝায় অর্থ জানা না থাকলে অনেক সময় তা বুঝা যায় না আপনি কষ্ট করে ক্লাসটা নিবেন প্লিজ। আর ৪৩ তম বিসিএস এর উপলক্ষ্যে ব্যাকরণের সবগুলো গুরুত্বপূর্ণ টপিক এর উপর এট এ গ্ল্যান্স একটা ক্লাস নিলে উপকৃত হব।
@jannat36612 жыл бұрын
Presentation বরাবরই খুব সুন্দর। Bore লাগে না
@honeybee49493 жыл бұрын
Apni sobar sera....💯
@sinhazahan10073 жыл бұрын
Aro class chaiiii somash er upor,
@rezw892 жыл бұрын
Absolutely Brilliant!✨🥇
@almamunislam9406 Жыл бұрын
Awesome 👍 class bro..
@gokar63002 жыл бұрын
এক কথায় অসাধারণ 🥰
@rownakjahan36843 жыл бұрын
One of the best class💙
@ShawonsBangla3 жыл бұрын
আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল। এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে। এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি। তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰
@saruarkhan9492 жыл бұрын
ভাই আপনি বাংলার বস। ❤️
@sawonmedia47882 жыл бұрын
Hm
@jesminkhatun282610 ай бұрын
এককথায় অসাধারণ ক্লাস ❤
@MAKadir-lx4cj2 жыл бұрын
Sir, khub vlo lage apnr Class......
@TasmimSultana-fp4bb3 ай бұрын
Sir apnar class gulo onek sundor hoy
@MarufHasan-c6i Жыл бұрын
অনেক ভালো ক্লাস ছিল
@milonroy87243 жыл бұрын
আপনার ব্যাখ্যা গুলো অসাধারণ,,,,
@ShawonsBangla3 жыл бұрын
অনেক সময় ব্যস্ত থাকার কারণে আপনাদের সকল কমেন্টের প্রত্যুত্তর দিতে পারি না। তবে যখনই ফ্রি হই তখনই চেষ্টা করি আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করে তুলবে। আর হ্যাঁ, ছোট্ট একটা রিকুয়েস্ট আছে - ভিডিয়ো ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো ক্লাসটি থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিয়োগুলো ছড়িয়ে দিবেন। বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে দুঃসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ। 😍
@MeherimaAfrose11 ай бұрын
One of the best teacher
@ramroy62703 жыл бұрын
স্যার আপনার জন্যই আমি বাংলায় অনেক কিছু জানতে পারি। এখন বাংলা সহজ মনে হয়
@ShawonsBangla3 жыл бұрын
একটা ভিডিয়ো করতে যে কী পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি। তবে দিন শেষে আপনার কমেন্টের মতো এরকম কিছু কমেন্ট যখন দেখি তখন সারাদিনের ক্লান্তি ভুলে যাই। পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হয়। আসলে আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আর একটা কথা, আমাদের মূল লক্ষ্য বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করা। তবে তা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই, আপনি যদি ভিডিয়ো থেকে সামান্য কিছু হলেও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া। 🥰💞
@shorts360rr2 жыл бұрын
আপনার জন্য দোয়া রইলো ভাইয়া
@WasimAkram-242 жыл бұрын
চমৎকার ক্লাস
@riponmahamud84283 жыл бұрын
ভাই আপনার সকল ক্লাস গুলো অসাধারণ 💖💖💖
@ShawonsBangla3 жыл бұрын
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞
@robiyatabassum-iw7og Жыл бұрын
ভালো লেগেছে 💝
@mstranu31143 жыл бұрын
Just awsome vai.go ahead.....
@dharmanarayan637 Жыл бұрын
Khub valo lagse
@dhakauniversity76802 жыл бұрын
আলহামদুলিল্লাহ ভালো লেগেছে ক্লাসটা
@muhammadmubarakhussain3615 Жыл бұрын
very helpful class.
@nayemhasan78222 жыл бұрын
One of the best class❤️❤️
@aimtarget27803 жыл бұрын
Very fantastic teaching..
@MdNoyon-b2z Жыл бұрын
❤❤❤ best class
@writermarufhasan36352 жыл бұрын
Thanks a lot brother for easy explain
@salmasalma-e5u Жыл бұрын
মধ্যপদলোপী কর্মধারয় সমাসের একটি ক্লাস করুন প্লিজ😢
@jabakhatun6336 Жыл бұрын
অনেক ভাল লেগেছে,ধন্যবাদ!
@ayoubali35162 жыл бұрын
Bes valo laglo
@096mynulislam3 Жыл бұрын
vlo lagglo....mul jinis ta bujte pere
@mursalinislam71012 жыл бұрын
শাওনস্ বাংলা মানেই অসাধারণ একটা জিনিস 🤗🤗🤗🤗
@ShawonsBangla2 жыл бұрын
দোয়া করবেন যেন আপনাদের এই শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানের জায়গাটা ধরে রাখতে পারি সবসময়।
@mursalinislam71012 жыл бұрын
insha'Allah vaia💞💞💚💚🤗🤗
@humayraruma83472 жыл бұрын
ভাইয়া সমাস এর প্রতি ta topic এর আলাদা আলাদা ভিডিও চাই প্লিজ 🙏
@farabisanowar38193 жыл бұрын
অসাধারণ শাওন ভাই।
@platinum_is_not_naive3 жыл бұрын
Apnr class gulo osadharon💜
@ShawonsBangla3 жыл бұрын
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰 একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে। তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊 সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
@ynyounusali16422 жыл бұрын
oma! osthir class
@পরিবর্তন-ল৫চ2 жыл бұрын
স্যার সমাজবদ্ধ প্রত্যেকটা শব্দের হিডিং মিনিং নিয়ে আলোচনা করলে ভাল হত বিশেষ করে বহুব্রীহি সমাস এর প্রত্যেকটা শব্দ.
@biplobali8673 жыл бұрын
Very helpful video....
@studymethod68122 жыл бұрын
সমাস অার কোনোদিন ভুলবো না ভাই।💝💝
@ShawonsBangla2 жыл бұрын
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
@shrabanmahmud7813 жыл бұрын
সর্বনাম, উপসর্গ ও সংখ্যাবাচক শব্দ নিয়ে গঠিত রূপক কর্মধারয় সমাস নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো ভাই।
@joydebdandapat49162 жыл бұрын
Best of the best class
@JahangirAlam-zi1fb2 жыл бұрын
ভাইয়া আপনার মধ্যপদলোপী কর্মধারয় সমাসের একটা ভিডিও দরকার।
@anandabauri951610 ай бұрын
Jai Shree Ram 🚩
@lutfarrahman7355 Жыл бұрын
Mr shawon তাঁরা ও সঠিক।
@moshiurrahmanmoshiur549 Жыл бұрын
Best
@mahmudulhasanrony6536 Жыл бұрын
সমাসের উপর আরো ক্লাস চাই, উপকৃত হয়েছি এই ৬ টা ক্লাসের মাধ্যমে