ব্যাকরণ ক্লাস মানেই বুরিং ক্লাস, কিন্তু আপনার আচরণ ভঙ্গি, বচন টেকনিক ক্লাস অবলম্বন খুবই অসাধারণ, আশা আমার মতো যারা আছে তাদের ব্যাকারনত্বের অন্ধকারত্ব অনেক টাই দূর হবে, ইনশাআল্লাহ।
@surajansary59803 жыл бұрын
আমি INDIA থেকে, আপনার বোঝানোর কৌশলে মুগ্ধ আমরা। অসাধারণ, অনবদ্য, অনন্য, এভাবেই আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
@ArujPaul1st5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@msrohima41783 жыл бұрын
Ajker class ta korar por oneak boro ekta trouble er solve paici. Thank you vaia eto sundor ekta class present er jonno
@ShawonsBangla3 жыл бұрын
দোয়া করবেন যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। আর ভিডিয়ো যদি ভালো লেগে থাকে তাহলে সামাজিক দায়িত্ব পালন করে ফেলুন। মানে ভিডিয়োটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন। 😁 আসলে আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণাই আমার কার্যক্রম ও চ্যানেলের এত দ্রুত এই পর্যন্ত আসার মূল চালিকাশক্তি। তাই সবসময় পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 💕🥰
@manishroy82202 жыл бұрын
@@ShawonsBangla স্যার আমার সমস্যা টা একটু দেখবেন
@আদ্রিতাঈশানি11 ай бұрын
অসাধারণ sir,,,আপনার ক্লাস করলে বাংলা ব্যাকরণ নিয়ে ভয়টা ধীরে ধীরে কেটে যাচ্ছে,,, দোয়া করি আপনি আরো এগিয়ে যান,,, আল্লাহ আপনাকে সুস্থ্য রাখুক
@kmrakibulislam20222 жыл бұрын
আশা করছি আজকের পর আর উপমান উপমিত নিয়ে জগাখিচুড়ি পাকাবো না ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ স্যার❤️
@farabisanowar38193 жыл бұрын
শাওন ভাই আপনার মত টেকনিকে শেখানো মানুষ কম দেখছি, শিখন,তাপস,সানোয়ার আপনার পুরাতন ছাত্র।
@MdRakib-rz9ej3 жыл бұрын
ভাই, আমার দেখা আপনি সেরা বাংলা টিচার, অনেক টিচারের ক্লাস দেখছি কিন্তুু সব কাপঝাপ ভাবে পড়ায়
@zannat41242 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ স্যার। এই দুটো জিনিস নির্ণয় করতে গিয়ে আমাকে এতোদিন মানসিক রোগী হয়ে যেতে হতো,কিন্তু আলহামদুলিল্লাহ আজ থেকে আর কোন সমস্যা হবেনা।
ভাই প্লিজ সমাসের সব গুলা টপিকের ক্লাস দেন প্লিজ 🙏🙏 আপনার ক্লাস দেখলে আর অন্য কারো ক্লাস দেখার প্রয়োজন হয় না
@ShawonsBangla3 жыл бұрын
ভাই, এবিষয়ে আমি অনেকের কমেন্টের প্রত্যুত্তরে বহুবার বলেছি যে, এখন যে টপিকগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোর উপর ভিডিয়ো তৈরি করে আপলোড দিচ্ছি। আপনারা জানেন, এখনও আমার নতুন বইয়ের কাজ শেষ হয়নি। আপাতত আমি নতুন বই তৈরির জন্যই বেশি সময় দিচ্ছি। বই বাজারে আসার পর অধ্যায় ধরে ধরে প্লেলিস্ট করে ভিডিয়ো আপলোড করব। কিন্তু তার আগ পর্যন্ত কোনো নির্দিষ্ট অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি না। একারণে এখন যে টপিক ধরব সে টপিকই শেষ করব এরকম প্ল্যান না করে যত গুরুত্বপূর্ণ টপিক আছে তা শেষ করব এই প্ল্যান করে আগাচ্ছি। আশা করি বুঝাতে পেরেছি ভাই। আর Shawon's Bangla গ্রুপের সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
@prosenjitbhattacharjee70382 жыл бұрын
সত্যিই আপনার ক্লাস সেরা। আজ পর্যন্ত এত সহজ করে কারো কাছে বুঝতে পারিনি। আজ ১০০% বুঝেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া❤️🥰 ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
@ShawonsBangla2 жыл бұрын
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
@milonhossain6583 жыл бұрын
ভাই আপনি দেখছি মুখস্থ করা ভগিজগি জাতিকে টেকনিকে ফেলে শিক্ষিত জাতি বানিয়ে দিবেন!!!😍😍😍!!! great!!!
@ShawonsBangla3 жыл бұрын
আমার প্রচেষ্টা খুবই ক্ষুদ্র। আমি পুরো বাঙালি জাতির মধ্যে শিক্ষার্থীসমাজটাকে একটু দক্ষ করে গড়ে তুলতে চাই। আমি চাই, কেবল গৎ বাঁধা মুখস্থের গণ্ডির মধ্যে থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি না নেক। বাংলা বিষয়টিও যে বুঝে বুঝে পড়া যায়, বাংলা বিষয়টাও যে মজা করে পড়া যায়, বাংলা বিষয়টাকেও যে আগ্রহ নিয়ে পড়া যায় - এই সহজ কথাটা সবাইকে অনুধাবন করানোর চেষ্টা করছি। তবে আমার এই কাজটি নিতান্তই সহজ নয়। ভিডিয়ো হয়তো ২৫-৩০ মিনিটের। কিন্তু এই ২৫-৩০ মিনিটের ভিডিয়োর স্লাইড তৈরি করতে সময় লেগেছে প্রায় ২/৩ দিন। তারপর, ভিডয়ো রেকর্ড, এডিট, আপলোড, থাম্বনেইল ক্রিয়েশন, ডেসক্রিপশন ও ট্যাগ ফিক্সিং সবকিছুই অনেক ঝামেলার কাজ। তবে এই সব কাজ আমিই করে থাকি। কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেওয়াটা কেবল আমার হাতে নয়। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাই আপনাদের সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
@bikromroy7580 Жыл бұрын
Outstanding vai,,,,আপনার মতো শিক্ষক থাকলে পড়ালেখা পানির মতো সহজ👍👍
@letsart32 жыл бұрын
Wow
@ShawonsBangla2 жыл бұрын
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাই করে থাকি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো করে যদি আপনি সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন। আমি চাই, বাংলা বিষয়টা যে সহজে পড়া যায়, জটিল বিষয়গুলোরও যে সহজ সমাধান রয়েছে তা সকলের মধ্যে ছড়িয়ে যাক। বাংলা ব্যাকরণ পড়তে আর কেউ ভয় না পাক। তবে এই কাজটি আমার একার পক্ষে সম্ভব নয়। তাই আমার অনুরোধ ভিডিয়োগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন; জানিয়ে দেবেন বাংলা বিষয়ের জন্য সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহ্য ভিডিয়ো ক্লাসগুলো পাওয়া যাবে Shawon's Bangla ইউটিউব চ্যানেলে। আমার জন্য দোয়া করবেন। যেন সুস্থ থাকি, যেন আপনাদের জন্য বেশি বেশি সেবামূলক কাজ করতে পারি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের সাথে থাকবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
@Masum-..177 ай бұрын
মন থেকে দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুন, আমিন। আমার চোখে সেরা সমাসের ক্লাস।
@subirbarai71262 жыл бұрын
ভাই,ফুলকুমারী=কুমারী ফুলের ন্যায়।কিন্তু ফুলবাবু =ফুল বাবুর ন্যায় হলো কিভাবে
@greatlearner13 жыл бұрын
Bah ! Bah! ALHAMDULILLAH! Greatest of All. Again Best Bangla Grammar Teacher of My Life
@Sufian_652 жыл бұрын
স্যার, কর্মধারয় সমাস কত প্রকার ৪ নাকি ৫,, প্লিজ বলেন
@arthisaha11118 ай бұрын
৫ প্রকার
@mdmehediniaz50913 күн бұрын
5
@SolemanSolemankhan-kf9un Жыл бұрын
🙏🙏🙏ধন্যবাদ দাদা আপনাকে আমার সবচেয়ে কঠিন সমাস ছিলো কর্ম ধারয় সমাস, কিন্তু আপনি সমস্তটা জল করে দিলেন।❤❤❤❤
@ashishhowlader97812 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ, এইভাবে বুঝালে শিক্ষার্থীরা আয়ত্ত করতে পারবে। না হলে প্রত্যক্ষ-পরোক্ষ বস্তু বুঝতে বুঝতে তাল পাকিয়ে ফেলবে।
@LR.Furkan Жыл бұрын
মাশাল্লাহ,,, বাংলাও যে মজা করে শিখার বিষয় আপনাকে না দেখলে জানতামই না❤
@sujitdebnath250 Жыл бұрын
Always I have seen easy example given as example but above all nice class from India 🇮🇳🇮🇳🇮🇳!
@2429-Sabah Жыл бұрын
অসম্ভব ভালো একটা ক্লাস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
@md.suhaqmiah8372 Жыл бұрын
বাংলা ব্যাকরণ সবচেয়ে সহজে বোঝায় শাওন ভাই। ধন্যবাদ ভাই আপনি কঠিন বিষয় সহজে বোঝান...আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আমাদের অসংখ্য আন্তরিক ভালবাসা ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamimahamed99862 жыл бұрын
সত্যি আপনার শিখানো অসাধারণ।
@blackcoffee72842 жыл бұрын
Vaiya apni ekdom super level er class koran, Etto din Bangla grammer er aga gora kichui bujhtam na but akhon onek clear. All thanks to you
@sakibhossain61472 жыл бұрын
আপনার এমন একজন শিক্ষক আজ পর্যন্ত কোথাও দেখিনি 😍 আপনার বুঝানোর কৌশল টা দারুন😍 দোয়া রইলো 💗
@sabitbinbashar44562 жыл бұрын
sir কি বলবো আপনি সুপারস্টার । সব কিছু আমাদের মনে জায়গা প্রশ্ন সমাধান করে দিচ্ছেন।💜💜💜💗💖💜💜💖💖💜💗💗💜💗💗💚💖💚💗💚💗💚💗💚💗💚💗💚💗💚💗💗💚💗💚💗💚💗💚💗💗💚💗
@studywithtravel59272 жыл бұрын
May Allah bless you.. And this great way you will serve the nation...❤️❤️❤️
ভাইয়া, এ যেন সেই ২০১৬ সালের শাওন ভাইকে পেলাম। আহা! কি প্রশান্তি যে কাজ করে মনে, যখন আপনার ক্লাসগুলো করে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কিছু শিখতে পারি। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা ভাইয়া। ❤️
@mdsabairjahanmim3 жыл бұрын
আপনার এই গুরুত্বপূর্ণ ক্লাস গুলো যে আমাদের জন্যে কত জরুরি। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
@ShawonsBangla3 жыл бұрын
দোয়া করবেন ভাই যেন আপনাদের এই ভালোবাসা ও শ্রদ্ধার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। আর একটা কথা, ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই। কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
@Whataboutsk7 ай бұрын
আপনার ক্লাস গুলো বেস্ট স্যার👍❤️
@latifurkhan993710 ай бұрын
আমার দেখা উপমান ও উপমিতের অন্যতম ক্লাস স্যার ❤
@naturallife592 жыл бұрын
ভাইয়া, আমি আজকে ফার্স্ট টাইম আপনার ভিডিও দেখলাম।উপমান আর উপমিত কর্মধারায় সমাসে আমার খুব সমস্যা ছিল।আপনার ভিডিও টা দেখে অনেক কিছু শিখলাম।ভিডিও টা খুব হেল্পফুল ছিল।আপনার চ্যানেল টা সাবস্ক্রাইব ও করছি।অনেক ধন্যবাদ।এরকম ভিডিও আরো আপলোড করবেন।
@abdulmotin52032 жыл бұрын
YOU are the best Bengali teacher ever i seen.
@MDHaniF-th4xy2 жыл бұрын
ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে।আমার ফ্রেন্ডস বলবো এই চ্যানেলের কথা। ব্যাকরণ নিয়ে অনেক ভয় পেতাম ভাই। এখন অনেক সহজ লাগছে।
@Kamal-Hossain2 жыл бұрын
চমৎকার!!! আমি সত্যি অভিভূত!! কি সুন্দর সব কিছু বুঝিয়ে দিলেন!!! ধন্যবাদ!❤️
@taherakhatun96342 жыл бұрын
Apnar class gula awesome Onk sundor bujhta pari Technique gula onk kaja lagca amr❤️❤️
@sharminrima60962 жыл бұрын
ভাইয়া আপনার ভিডিও দেখে খুব উপকার হয়। 😊😊😊
@nazmul-20033 жыл бұрын
ভাই আজকে ক্লাসে অনেক মজা পাইছি। ধন্যবাদ ভাই এরকম একটা ক্লাস নেয়ার জন্যে।❤️❤️❤️❤️❤️❤️❤️
@ShawonsBangla3 жыл бұрын
আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
@RezaulKarim-yr7bi3 жыл бұрын
apnar bujhanor capacity ta outstanding... last 3 years jabot apnar vdo gula dekhi r mone mone apnake onek thanks dei
@ShawonsBangla3 жыл бұрын
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। ১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে ১০-১২ ঘণ্টা। ভিডিয়ো শুট করা, এডিট করা, থাম্বনেইল তৈরি করা, কন্টেন্ট লেখা, ডেস্ক্রিপশনে বর্ণনা লেখা ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সব কাজের পর ভিডিয়োর কমেন্টবক্সে যখন আপনাদের এরকম অনুপ্রেরণামূলক বাক্য শুনি তখন সব কষ্ট ম্লান হয়ে যায়। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 🥰❤️
@afzalhossain91693 жыл бұрын
অসাধারণ স্যার,,এক কথায় অসাধারণ। এই দুইটা সমাস নিয়ে সেই ক্লাস ৯ থেকে ঝামেলায় ছিলাম,,ক্লাসটা করে অনেকটা বুঝে আসছে।💓💚💛
@ShawonsBangla3 жыл бұрын
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰 একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে। তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊 সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
@naturalworld874910 ай бұрын
Thank you sir for explaining somash in a very easy way. Tomorrow is my Bengali board exam and it indeed helped me a lot 👍🏿
@mdalmamun56352 жыл бұрын
সত্য মিথ্যা টেকনিক দিয়ে অনেক ভালো লাগলো। ❤️
@ayeshasiddiqa35843 жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এইবার এডমিশন দেব।আমি ইউটিউব ফেসবুক এ বাংলা ক্লাস অনেক খুজেছি, কোন ক্লাস ই মন মতন পাইনি।আজ হটাৎ ফেসবুক এ আপনার একটা ক্লাস দেখে আমার খুবই ভাল লেগছে।এতো সুন্দর করে আপনি বুঝিয়েছেন।আমি সমাস এর অনেক ক্লাস দেখেছি তবু সমাস পারি না।কিন্তু আজ আপনার ক্লাস দেখে অনেক ভাল বুঝেছি আর ইনশাআল্লাহ পরীক্ষায় ও পারবো।
@ShawonsBangla3 жыл бұрын
দোয়া করবেন যেন আপনাদের এই ভালোবাসা আর শ্রদ্ধার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। আর একটা কথা, ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই। কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
@ayeshasiddiqa35843 жыл бұрын
@@ShawonsBangla 🥰💕
@SorifulIslam-dw6fj2 жыл бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ এবং অনেক clear
@slaasrafulislam2715 Жыл бұрын
অনেক দিন ধরে এমন ক্লাস খুজছিলাম।ক্লাস টা করে ভালো লাগলো।
@Abdulkader-fm8cb2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার একটা সময় পার করছি সমাসে
@Mdrasel-j4j7rАй бұрын
অনেক সমস্যা ছিল ভাইয়া সহজে সমাধান করে দিলেন ধন্যবাদ
@minotishil53712 жыл бұрын
অসাধারণ কখনো ভাবিনি এমন পাবো।
@SaifulIslam-jx3nh2 жыл бұрын
অসাধারণ, আজকে অনেক কিছু শিখতে পারলাম,, ধন্যবাদ স্যার আপনাকে,,,,
@asrafulalam28772 жыл бұрын
Omar Faruk স্যার এবং সাকলাইন স্যার এর লেকচার আপনার লেকচার এর সাথে হুবহু মিলে গেল।
@rahimsahin86302 жыл бұрын
অসাধারণ ভাইয়া। আমার ব্যাকরণ শিখার অনুপ্রেরণা আপনি।
১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়। স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕 আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
@AlAmin-qw4rq Жыл бұрын
স্যার আমি হাঃ মাওাঃ পাশাপাশি সরকারি বি এ 2 second year পড়িতেছি। আপনার জন্য দোয়া রইলো।সিলেট থেকে।
@meftahuljannat46832 жыл бұрын
আমার কাছে এতোদিন সমাস অনেক কঠিন লাগতো। আজকে অনেক বেশি ইজি লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 🤗
@sakiratushi79132 жыл бұрын
দূর থেকে আপনাকে দোয়া ছাড়া আর কিছু দেওয়ার নেই। দোয়া করি মহান আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। ফ্রী তে আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি ভাইয়া।
@ShawonsBangla2 жыл бұрын
আমার জন্য দোয়া করবেন ভাইয়া যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💕 আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করা। তাই আপনি যদি এই চ্যানেলের ভিডিয়োগুলো দেখে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের নিকট ভিডিয়োগুলো শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিবেন। ধন্যবাদ। 🥰
@sakiratushi79132 жыл бұрын
@@ShawonsBangla জ্বী ভাইয়া। অবশ্য আমার যত বন্ধু বান্ধব আছে সবার নিকট আপনার গুরুত্বপূর্ণ ক্লাস ও চ্যানেল এর বিষয়টা পৌঁছে দিবো ইনশাআল্লাহ।
@bubbly27133 жыл бұрын
চমৎকার ক্লাস! খুবই উপকৃত হলাম। জাজাকাল্লাহু খাইরান
@ShawonsBangla3 жыл бұрын
আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল। এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে। এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি। তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰
@জীবনস্মৃতি-জ৪ম2 жыл бұрын
এইটা নিয়ে খুব সমস্যায় ছিলাম স্যার। just wow!❤️
@ShawonsBangla2 жыл бұрын
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাই করে থাকি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো করে যদি আপনি সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন। আমি চাই, বাংলা বিষয়টা যে সহজে পড়া যায়, জটিল বিষয়গুলোরও যে সহজ সমাধান রয়েছে তা সকলের মধ্যে ছড়িয়ে যাক। বাংলা ব্যাকরণ পড়তে আর কেউ ভয় না পাক। তবে এই কাজটি আমার একার পক্ষে সম্ভব নয়। তাই আমার অনুরোধ ভিডিয়োগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন; জানিয়ে দেবেন বাংলা বিষয়ের জন্য সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহ্য ভিডিয়ো ক্লাসগুলো পাওয়া যাবে Shawon's Bangla ইউটিউব চ্যানেলে। আমার জন্য দোয়া করবেন। যেন সুস্থ থাকি, যেন আপনাদের জন্য বেশি বেশি সেবামূলক কাজ করতে পারি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের সাথে থাকবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
@adritabiswas5582 Жыл бұрын
Thankyou so much bhaiya... আমি আগে সমাস কিছুই পারতাম না তখন আমার বাংলা স্যার বাংলাদেশী চ্যানেলের কথা বললেন আসলে আমি ইন্ডিয়া থেকে বলছি তারপর আমি আপনার ভিডিও দেখলাম এখন এই সব আমার কাছে জলের মত পরিষ্কার হয়ে গেছে 😊
@RofiqulIslam-jo1ki Жыл бұрын
মেঘ যে কালো বললেন উনি তবে সাদাগুলোকে কি বলবেন? মেঘ তো সাদাও হয়।
আমি আমার জায়গা থেকে KZbin Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰
@darpanmohanta89523 жыл бұрын
@@ShawonsBangla অবশ্যই ভাইয়া। আমার ছোট ভাইদের বলবো আমি। 🥰
@dhmodifymedia27464 ай бұрын
2017 সালে আইকন প্লাস ফার্মগেট শাখায় আপনার ক্লাস করেছিলাম। চমৎকার
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
@tawhid----3602 жыл бұрын
আলহামদুলিল্লাহ। ভাইয়া অনেক ভালোবাসা রইল আপনার প্রতি।
@krisnojagoronroy38952 жыл бұрын
অনেক বেশি উপকৃত হলাম,,,,ধন্যবাদ ভাইয়া
@azmerasultana52093 жыл бұрын
অনেক হেল্পফুল,,,অনেক ধন্যবাদ💗
@ShawonsBangla3 жыл бұрын
আমি আমার জায়গা থেকে KZbin Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰
@susmi58153 жыл бұрын
ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর করে গুছিয়ে বোঝানোর জন্যে।
@SohamMaity-i6l5 күн бұрын
I am from india and i just really like this video
@hridoysharma34002 жыл бұрын
অসাধারণ ভাই,🙏🙏🙏কৃতজ্ঞতা আপনার প্রতি।
@fatematujzohorapromi2500 Жыл бұрын
onek video dekhechi ei topic ta niye... sobkhaney kono na kono confusion thekei jaccilo ei video ta dekhe puro concept ta clear hoye gelo sudu akty request sir,, video gulo serially upload korle vlo hoto
@MousumiChel-zz3lk7 ай бұрын
You are the best to all of us.
@ArmanKhan-nr2wr2 жыл бұрын
এরকম ক্লাস আরো চাই। অনুপেরনা রইল ভাই ভাল কিছু করার।দোয়া চাই।
@humanroy Жыл бұрын
Thank you so much for clearing the concept , bhaiya !
@sajedaakter63062 жыл бұрын
Ma sa Allah vaiya ❤️ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন 💕
@rony32142 жыл бұрын
Great bangla teacher 🥰
@MNAthoy2 жыл бұрын
Being a student of science...ব্যাকরণ আমার most hated subject. But আপনার tutorials দেখার পর I am in love with it😍😍🥰
@mdabinrahaman3452 жыл бұрын
Hmm .same
@rukaiyaakhi54582 жыл бұрын
Tension choila gelo... Dhonnobad sir🥰🥰🥰🥰🥰
@tuba09743 жыл бұрын
স্যার,অাপনি এত টেকনিক কেমনে জানেন😮😮😱😳 অনেক সুন্দর 😍
@MDSojibIslam-x8x11 ай бұрын
আপনার ক্লাস করি যেন অফলাইনের মত আর একটা request আপনার ক্লাস তারাতারি শেষ হয় duration একটু বাড়াবেন please
@anjonkundu37382 жыл бұрын
I've never seen such a class on this topic😍😍😍superb.....
@mdmilonhosain9516Ай бұрын
অস্থির ক্লাস থ্যাংক ইউ স্যার
@hasananwar27882 жыл бұрын
অনেক সুন্দর আলোচনা।দোয়া রইল।এগিয়ে যান ভাই।
@skhossainali64572 жыл бұрын
Assalamu alaikum sir. Apni khub sahajo anek anek hard problem khub sahaje bhujiye den. Satti apnar sekhanor technique asadharo and unique.
@ArkoMondal-sv8qs5 ай бұрын
দাদা❤❤❤❤❤ তুমি ব্যাকরণের জাদুকর
@monuarhosen31212 жыл бұрын
স্যার, আপনার বুঝানোর ধরণ সেই। এইচএসসি এর বোর্ডের শুদ্ব বানান গুলো নিয়ে ভিডিও দেন। প্লিজ।। ভালোবাসা অবিরাম ♥️।
@AbdurRahman-dh8nt3 жыл бұрын
আপনার বুঝানোর কৌশল অনেক সুন্দর।
@ShawonsBangla3 жыл бұрын
আমি আমার জায়গা থেকে KZbin Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰
@AbdurRahman-dh8nt3 жыл бұрын
ভাই আপনার কাছে অনুরোধ রইলো বাংলার বাকি বিষয়গুলো যদি আপলোড দিতেন,সামনের এক্সাম গুলোতে আমাদের অনেক সাহায্য করবে🙏
@ShawonsBangla3 жыл бұрын
ভাই, আমি তো সবকিছুই আস্তে আস্তে আপলোড করছি ভাই। একটু সময় দেন। অফিসের ব্যস্ততা, প্রাইভেট ব্যাচের চাপ, বইয়ের কাজ সব মিলিয়ে এত চাপে থাকি যে চাইলেও প্রতিদিন ১টার বেশি ভিডিয়ো আপলোড করতে পারি না। সাথে থাকেন। আস্তে আস্তে সব পাবেন ইনশা আল্লাহ। 💕🥰
@AbdurRahman-dh8nt3 жыл бұрын
সমস্যা নাই ভাই আপনি আপনার সময় নিয়েই কাজ চালাতে থাকেন।পাশে আছি😍
@MDSojibIslam-x8x11 ай бұрын
আপনার শুকরিয়া ভাইয়া বই পড়লে কম বুঝার কারনে ক্লান্তি আসে আর আপনার ক্লাস দেখলে তা দূর হয়
@tanjilislam21982 жыл бұрын
জাযাকাল্লাহ খায়রান ❤️❤️ai topic ta unclear chilo.
@nuraniakterlipy270610 ай бұрын
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিডিও।
@musfikfaisal3294 Жыл бұрын
ধন্যবাদ ভাইয়া🎉❤ খুব সুন্দর ভাবে ক্লাস টা বুঝতে পারছি 🥰🥰
@liakotali61893 жыл бұрын
Shawon's Bangla মানেই অসাধারণ
@farhanaalam53183 жыл бұрын
খুবই উপকৃত হলাম ভাইয়া। অনেক ধন্যবাদ💞
@ShawonsBangla3 жыл бұрын
১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়। স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕 আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
@ASHIKAhmed-t7m2 ай бұрын
স্যার অনেক ভালো বুঝায়
@Samsulislammitun3 жыл бұрын
বিষয়টি ক্লিয়ার হলাম।
@ShopnoArtDesign-wb1nr4 ай бұрын
❤❤অসাধারণ ক্লাস স্যার
@MahbuburRahman-wq3wkАй бұрын
এক কথায় অসাধারণ আলোচনা
@meghlarani2852 Жыл бұрын
ভাইয়া, বাংলা ২য় পত্রের আপনার ক্লাসটাই আমার কাছে বেস্ট