সরিষার তেল তৈরী করে কি ভাবে দেখেন,সরিষার তেলের উপকারিতা জেনে

  Рет қаралды 1,025,411

সিলেটের ম্যাগাজিন

সিলেটের ম্যাগাজিন

5 жыл бұрын

সরিষার তেল তৈরী করে কি ভাবে দেখেন,সরিষার তেলের উপকারিতা জেনে।
মধুর উপকারিতা
সরিষা বীজ থেকে তৈরি হয় সরিষার তেল এটা আমাদের সবারই জানা। কিন্তু সরিষার তেলের উপকারিতা জানে কজন? এটি গাঢ় হলুদ বর্ণের হয় এবং বাদামের মত সামান্য কটু স্বাদযুক্ত ও শক্তিশালী সুবাস যুক্ত তেল। ঐতিহ্যগত ভাবে এই তেল আমাদের পূর্বপুরুষেরা ব্যবহার করে আসছেন অনেক আগে থেকেই। ওমেগা আলফা ৩, ওমেগা আলফা ৬ ফ্যাটি এসিড, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হওয়ায় সরিষার তেলকে স্বাস্থ্যকর তেল বলা হয়। এর ঔষধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এই তেল।
রূপচর্চায় রয়েছে সরিষা তেলের বিশাল ভূমিকা। অনেকে চুলের যত্নে মাথায় সরিষার তেল ব্যবহার করে থাকেন। চুলের আগা ফাটা, চুল পড়া রোধ, চুল ঘনকালো করতে সরিষা তেলের ভূমিকা অনেক। তবে ত্বকের যত্নেও রয়েছে এর অনেক ব্যবহার।
সরিষা তেল ব্যবহারের পূর্বে অবশ্যই নিশ্চিত হয়ে জেনে নিতে হবে যে আপনার সরিষার তেল খাঁটি কিনা? নকল বা ভেজাল সরিষার তেল ব্যবহারের ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বেশি।
সরিষার তেলের উপকারিতা
চলুন ত্বক, চুল ও স্বাস্থ্যের জন্য সরিষার তেলের অসাধারণ কিছু উপকারিতার কথা জেনে নেই -
১। ত্বকের তামাটে ভাব দূর করে
সরিষার তেল ত্বকের তামাটে ভাব ও দাগ দূর করে এবং ত্বককে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল করতে পারে। এজন্য বেসন, দই, সরিষার তেল ও কয়েকফোঁটা লেবুর রস একত্রে মিশিয়ে মিশ্রণটি আপনার ত্বকে লাগান। ১০-১৫ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে ৩ বার ব্যবহার করতে পারেন।
২। প্রাকৃতিক সানস্ক্রিন
যেহেতু সরিষার তেল খুব ঘন হয় এবং এতে উচ্চমাত্রার ভিটামিন ই থাকে সেহেতু এই তেল ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে এবং অন্যান্য দূষিত পদার্থ থেকে ত্বককে সুরক্ষা করে। তাই এটি স্কিন ক্যান্সার ও প্রতিরোধ করতে পারে। ভিটামিন ই বলিরেখা ও বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে। তাই সানস্ক্রিন লোশনের মতোই ব্যবহার করতে পারেন এই সরিষার তেল। তবে এই তেল যেহেতু ঘন তাই ত্বকে লাগানোর পর ভালো ভাবে ঘষে নিতে হবে যেনো অতিরিক্ত তেল লেগে না থাকে। অন্যথায় অতিরিক্ত ধুলাবালি জমা হয়ে ত্বকের ভালোর চেয়ে খারাপই হতে পারে বেশি।
৩। ঠোঁটের যত্নে
শুষ্ক ঠোঁটের যত্নে সরিষার তেল চমৎকার প্রতিকার হিসেবে কাজ করে। লিপ বাম বা চ্যাপ স্টিক এগুলোর পরবর্তী সরিষার তেল ব্যবহার করতে পারেন।
৪। চুলের বৃদ্ধিতে সাহায্য করে
সরিষার তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে, অকালে চুল সাদা হওয়া রোধ করে ও চুল পড়া কমায়। সরিষার তেলে প্রচুর ভিটামিন ও খনিজ থাকে। বিশেষ করে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন থাকে এতে। বিটা ক্যারোটিন ভিটামিন এ তে রূপান্তরিত হয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও এতে আয়রন, ক্যালসিয়াম, ফ্যাটি এসিড ও ম্যাগনেসিয়াম থাকে যা চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করে।এছাড়া প্রতি রাতে চুলে সরিষার তেল মালিশ করে লাগালে চুল কালো হয়।
৫। ক্ষুধা বৃদ্ধি করে
ক্ষুধার উপর সুস্বাস্থ্য অনেক নির্ভর করে। পাকস্থলীর পাচক রস উদ্দীপিত করার মাধ্যমে ক্ষুধা বৃদ্ধিতে সাহায্য করে সরিষার তেল। যাদের ক্ষুধার সমস্যা আছে তারা রান্নার সময় সরিষায় তেল ব্যবহার করতে পারেন।
৬। উদ্দীপক হিসেবে কাজ করে
সরিষার তেল পরিপাক, রক্ত সংবহন ও রেচন তন্ত্রের শক্তিশালী উদ্দীপক হিসেবে কাজ করে। এছাড়া খাওয়ার পাশাপাশি বাহ্যিকভাবে শরীরে ম্যাসাজ করলে শরীরের রক্ত সঞ্চালন এবং ঘর্ম গ্রন্থি উদ্দীপিত হয় এবং শরীরের তাপমাত্রা কমে।
৭। ক্যান্সারের ঝুঁকি কমায়
সরিষার তেলে গ্লুকোসিনোলেট নামক উপাদান থাকে যা অ্যান্টিকারসিনোজেনিক উপাদান হিসেবে পরিচিত। তাই এটি ক্যান্সারজনিত টিউমারের গঠন প্রতিরোধে সাহায্য করে। এর ফাইটোনিউট্রিয়েন্ট কোলোরেক্টাল ও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার থেকে সুরক্ষাও প্রদান করে।
এছাড়াও অ্যাজমা ও সাইনুসাইটিসের প্রাকৃতিক প্রতিকার হিসেবে সরিষার তেল অত্যন্ত কার্যকরী, ঠান্ডা-কাশি নিরাময়েও চমৎকার কাজ করে। এটি ব্যাকটেরিয়ার ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, এতে অ্যালাইল আইসোথায়োসায়ানেট নামক অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে বলে ছত্রাকের ইনফেকশন নিরাময়েও কাজ করে। সরিষার তেলের তীব্র সুবাস পোকামাকড় তারায় বলে ম্যালেরিয়া ও পোকারকামড় জনিত রোগ থেকে সুরক্ষা দিতে পারে। সরিষার তেল শিশুর হাত-পায়ের দৈর্ঘ্য ও ওজন বৃদ্ধিতে সাহায্য করে। সরিষার তেল শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে। পরিশেষ বলা যায়, স্বাস্থ্যের জন্য বহুমাত্রিক টনিক হিসেবে কাজ করে সরিষার তেল।
৮। চুল পাকা রোধ করতে
সরিষা তেলের পুষ্টি উপাদান, ভিটামিন, মিনারেল চুলের অকালপক্কতা রোধ করে থাকে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সরিয়া তেল ম্যাসাজ করুন চুল এবং মাথার তালুতে যা আপনার চুল পাকা রোধ করবে।
৯। ঠোঁট ফাটা রোধ করে
ঠোঁট ফাটা খুব সাধারণ একটি সমস্যা। অনেকের এই সমস্যা এত বেশি হয়ে থাকে যে লিপবাম কাজ করে না। সমাধান? অল্প একটু সরিষা তেল নিয়ে ঠোঁটে লাগান। এই প্রাকৃতিক ময়োশ্চারাইজার ঠোঁট ফাটা রোধ করে ঠোঁট নরম কোমল করে তোলে।
খাঁটি সরিষার তেল কোথায় পাবেন?
নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের স্বাস্থ্য সুরক্ষায় সরিষার তেল কতটা কার্যকরি ভূমিকা রাখতে পারে। কিন্তু যেকোনো সরিষার তেল কি আমাদের জন্য উপকার বয়ে আনবে? মোটেও তা নয়। দোকানের খোলা সরিষার তেল এ ভেজাল মিশ্রিত থাকে, যা ব্যবহার করলে নানারকম অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বোতলজাত সরিষার তেলে রয়েছে ক্ষতিকর ক্যামিকেল এবং প্রিজারভেটিভ। তাই খাঁটি সরিষাল কেনার ক্ষেত্রে সাবধান হতে হবে।
স্বস্তির কথা হচ্ছে, নিরাপদ খাদ্যপন্যের সরবরাহকারী অনলাইন শপ খাসফুড নিয়ে এসেছে বাজারের সেরা সম্পূর্ণ খাঁটি এবং ক্যামিকেল মুক্ত সরিষার তেল। অনলাইনে অর্ডার করার এক দিনের মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। আর দেরি না করে সুলভ মুল্যে কিনে নিন স্বাস্থ্যের জন্য উপকারি খাঁটি সরিষার তেল।

Пікірлер: 308
@mohinaldin7771
@mohinaldin7771 5 жыл бұрын
৬০ কেজি তৈলের বিতোরে ২২ কেজি পানি আছে তা কিন্তু একেবারে সঠিক কথা , বাজারের তৈলের চেয়ে হাজার হাজার গুন ভালো তার তৈল গুলি । কেমিকেলের চাইতে পানি খাওয়া অনেক ভালো, জানি সুনি বিস না খেয়ে পানি খাওয়া অনেক ভালো ।
@mahjabinnayeema1655
@mahjabinnayeema1655 5 жыл бұрын
O
@Zarin209
@Zarin209 4 жыл бұрын
ইচ্ছে করে কিন্তু উনি পানি মেশান নি এর প্রসেজেই পানির দরকার হয়ে থাকে।
@labluchowdhury9512
@labluchowdhury9512 5 жыл бұрын
Kubee vhalo laglo ai video ta deke . Kubee vhalo uddug r kubee formalin muktho mone hocce airokom uddug k sadubad janaiy . Vhalo laglo baier ai sundor uddug ta deke .thank you bai nice video
@user-fb9tn4if9u
@user-fb9tn4if9u 5 жыл бұрын
Donnobad
@user-fb9tn4if9u
@user-fb9tn4if9u 5 жыл бұрын
01710 860165 malik
@Chowdhurymusafir
@Chowdhurymusafir 3 жыл бұрын
অসাধারন। সিলেট থেকে দেখছি✌
@HR.Kollol
@HR.Kollol 4 жыл бұрын
কখনও সম্ভব নয়.. সবোর্চ্চ ৩২ কেজি..ছোটবেলায় আমি বাড়ির সরিষা নিয়ে ভাঙ্গায়া নিয়ে আসতাম।
@ridabinteamir4935
@ridabinteamir4935 3 жыл бұрын
Onek darun sagor vai
@shamimajahan5796
@shamimajahan5796 5 жыл бұрын
Amader dhakar dhanmondite ay vabe same shorishar oil machine a ber kora hoy and ami nije kinesi onek valo natural oil brother.
@jubayerahmed7188
@jubayerahmed7188 2 жыл бұрын
খুব ভালো
@aliustar8181
@aliustar8181 3 жыл бұрын
Darun
@halimakhatun6049
@halimakhatun6049 5 жыл бұрын
Kob balo idea
@wonderfulearth5740
@wonderfulearth5740 5 жыл бұрын
Good job. Brother
@NazrulIslam-gv6ge
@NazrulIslam-gv6ge 5 жыл бұрын
Good man , good jod thanks !
@idrisaliidrisali336
@idrisaliidrisali336 5 жыл бұрын
Via sorisar Tel tak mati khub upkari AK botol jen
@ratansarkar9430
@ratansarkar9430 5 жыл бұрын
মানুষটি ঠিক কথা বলেছেন ।
@mominurrashid3907
@mominurrashid3907 5 жыл бұрын
Ctg ami use korchi kinttu gass ta nai
@mohammaduzzal7881
@mohammaduzzal7881 5 жыл бұрын
ভাল
@Koopsview360
@Koopsview360 5 жыл бұрын
Sylheti Ettadi jokon taile sylheti matlei bala.E kijat vasay matray vai sobta mix
@k.laslam639
@k.laslam639 4 жыл бұрын
120 কেজিতে শরিষাতে কখনো ৬০ কেজি তৈল হবেনা, এখানেও ভেজাল।
@projackyt7910
@projackyt7910 4 жыл бұрын
৪২ কেজি তেল হয়।
@romajali4607
@romajali4607 4 жыл бұрын
মণে ১২-১৫কেজি হয়
@AllBangladesh24
@AllBangladesh24 5 жыл бұрын
চট্টগ্রামে হাতে নাতে ধরেছি, এটায় ভেজাল আছে, আগে থেকে ড্রামে তেলে বানিয়ে নিয়ে আসে, মেশিন থেকে তেল বের হতে অনেক সময় লাগে, তাছাড়া ১২০ কেজিতে ৬০ কেজি তেলে সম্ভব কী করে?, আমার চ্যানেলেও একটা ভিডিও আছে এটা নিয়ে।
@ershademamsherazy1237
@ershademamsherazy1237 5 жыл бұрын
Vai 40kg sarisha thaka kototuku oil hoy
@MUHAMMADMUBARAKBANGLADESHCOMIL
@MUHAMMADMUBARAKBANGLADESHCOMIL 5 жыл бұрын
Bangladesh mubarak Comilla good
@togarmondol8399
@togarmondol8399 5 жыл бұрын
120 kg sarisa=65 kg oil. It's not possible.35kg possible
@mrithunjoyroy1992
@mrithunjoyroy1992 4 жыл бұрын
Koil bananor machine er link ta din dada please help me
@munirmiya5127
@munirmiya5127 5 жыл бұрын
গুড
@user-fb9tn4if9u
@user-fb9tn4if9u 5 жыл бұрын
Tnx
@suhelkhan-qy1ot
@suhelkhan-qy1ot 5 жыл бұрын
bary important
@alihasan-qc1wy
@alihasan-qc1wy 4 жыл бұрын
১২০ কেজিতে ৬০ লিটার তৈল অসম্ভব
@arsdreamproduction3592
@arsdreamproduction3592 5 жыл бұрын
Place ta kothy Jodi bolen
@janicemiguel3002
@janicemiguel3002 4 жыл бұрын
Alguém explica isso por favor?🤭😅😅
@manzurchowdhury481
@manzurchowdhury481 4 жыл бұрын
ki kow?
@IslamicDawahTeamMedia
@IslamicDawahTeamMedia 5 жыл бұрын
🌷🌷🌷🌷
@prachinpakhi4597
@prachinpakhi4597 5 жыл бұрын
Bah
@salahuddin8541
@salahuddin8541 5 жыл бұрын
সিলেট কোন জায়গায় পাওয়া যায় নিয়মিত।
@user-fb9tn4if9u
@user-fb9tn4if9u 5 жыл бұрын
01710860165 call
@user-fb9tn4if9u
@user-fb9tn4if9u 5 жыл бұрын
Sohoro
@emranahmed5872
@emranahmed5872 5 жыл бұрын
@@user-fb9tn4if9u uposhohor ni
@user-fb9tn4if9u
@user-fb9tn4if9u 5 жыл бұрын
01710 860165
@user-fb9tn4if9u
@user-fb9tn4if9u 5 жыл бұрын
01710 860165 malik
@adilrk8231
@adilrk8231 5 жыл бұрын
Machiner nam ki
@mdayub2094
@mdayub2094 5 жыл бұрын
একেবারে শিউর খাঁটি তেল বিক্রি করার দৃশ্য এখনকার সময়ে খুব কম মিলি যাই হোক দেখে খুব ভালো লাগলো তবে একটা জিনিস ভালো লাগলো না সেটি হল তিনি যে জায়গাটিতে দাঁড়িয়ে খাবার তেল শোধন কিংবা বিক্রি করছেন সে জায়গাটি একেবারে নিম্নমানের অস্বাস্থ্যকর একটি জায়গা উপর দাঁড়িয়ে এই তেল সংগ্রহ করা কিংবা বিক্রি করা কতটুকু পিওর তেল রইল সেটি একটি প্রশ্ন
@jewelmddh3445
@jewelmddh3445 5 жыл бұрын
মেশিন এবং ইঞ্জিন এর মাঝে একটি গিয়ার বক্স থাকা দরকার ছিল যা মেশিন টিক এক চান্সে চালু করতে সহযোগিতা করতো।
@mohammadsaifulalam9773
@mohammadsaifulalam9773 5 жыл бұрын
গিয়ার ছাড়াই এই মেশিনেই ৩/৫ ঘুরানোতেই চালু হবে।
@manjudebbarma3337
@manjudebbarma3337 4 жыл бұрын
Gret
@shameemosman9220
@shameemosman9220 5 жыл бұрын
Bloi laglo
@riponnath7595
@riponnath7595 4 жыл бұрын
Thnx bai a mader ke din
@jagadishbiswas5347
@jagadishbiswas5347 4 жыл бұрын
1 kg te 350 gm oil hoy amra dokan thake bhagay. Approx.120*.350equal 42 kg hote pare.west bengal .
@sajukhan4994
@sajukhan4994 5 жыл бұрын
ঢাকা আসেন ভাই আমরা ভালো তৈল চাই
@user-jk2jq8dp5i
@user-jk2jq8dp5i 5 жыл бұрын
নাইস
@mdimam73
@mdimam73 5 жыл бұрын
Vai telta valo ase amader okhane o ashe
@yousufali2930
@yousufali2930 5 жыл бұрын
120 kg te ki kore 60 kg tel hoy
@momensarker3756
@momensarker3756 3 жыл бұрын
৩৬ কেজি তেল ৩০ কেজি পানি🤕
@manikchowdhury5658
@manikchowdhury5658 4 жыл бұрын
Bai kub valo akta business but apnar gari Ta aktu sundor kora shajeya business korla aro balo hoy
@arugorai3451
@arugorai3451 4 жыл бұрын
Amader Bengal a 90/95 taka litre.... 😇... 100%pure..👍...west Bengal Jindabad.. 😈
@ahmedjr6719
@ahmedjr6719 5 жыл бұрын
Moulvibazar er Kulaura okane asen na keno...
@Aminul893
@Aminul893 4 жыл бұрын
আমি নিজে দেখেছি ফেনী তে আমি নিজে ও কিনেছি ভেজাল বলতেই কিছু দেখিনি ।
@mdmahiduzzaman482
@mdmahiduzzaman482 4 жыл бұрын
শেখ:মাসুদ রানা ভাই যেটা বলছে ১০ কেজিতে সারে ৩ কেজি হয় । এই হিসেবে ৪২ কেজি হয় তাহলে এখানে ব্যাপারটা এতো খারাপ ভাবে নেওয়ার কি আছে
@ahmedsaeed6363
@ahmedsaeed6363 4 жыл бұрын
মেশিনের চেয়ে কাঠের ঘানি ভাঙানো সরিষার তেল ভালো। ওটাই খাওয়া উচিত
@abdurrashid6578
@abdurrashid6578 5 жыл бұрын
এই মেশিন কোথায় পাওয়া যায় ঠিকানা মোবাইল নাম্বার দেওয়ার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ
@washyuddinwashy1977
@washyuddinwashy1977 3 жыл бұрын
ময়মনসিংহ
@mahmudrahman6811
@mahmudrahman6811 5 жыл бұрын
Mator vab dekho ... goru kunanor .. gariaa
@mdgiasuddin6357
@mdgiasuddin6357 4 жыл бұрын
অপরিষ্কার
@altrnatvthinker
@altrnatvthinker 5 жыл бұрын
ekhonow এই মেশিন আছে দেশে তা জানতাম না , তবে এলেক্ত্রিক থেকে এই তেল এর মে্শিন ভাল,জে কেও এ গুলো বাবহার করতে পারবে
@user-fb9tn4if9u
@user-fb9tn4if9u 5 жыл бұрын
01710 860165 malik
@altrnatvthinker
@altrnatvthinker 5 жыл бұрын
@@user-fb9tn4if9u আপনি এ মেশিন বিক্রি করেন নাকি?? বিক্রি করলে আমি আম্র গ্রামে এটা বাবহারের চিন্তা করতে পারি ,আমি নিএজ হল্যান্ড এ থাকি ,আমার ইমেইল ঃ alternativethinker@hotmail.com
@safuilislamplmoknij1387
@safuilislamplmoknij1387 4 жыл бұрын
নাইচ
@najmuluddin2352
@najmuluddin2352 5 жыл бұрын
ভাই ঢাকায় আসেন আমরা কিনব ওকে
@abdulhafiz3978
@abdulhafiz3978 4 жыл бұрын
আমাদের কক্সবাজারে পাওয়া জায়না
@rohasultan5826
@rohasultan5826 4 жыл бұрын
Good
@mohammadalitapos7223
@mohammadalitapos7223 5 жыл бұрын
ভাই এই মেশিনটা কোথায় পাওয়া যাবে
@mohammadsaifulalam9773
@mohammadsaifulalam9773 5 жыл бұрын
মেশিন লাগলে inbox এ যোগাযোগ করুন। js saiful Islam.রাজশাহী
@ipaipa3458
@ipaipa3458 5 жыл бұрын
Safety for Life আমি ও চাই,
@pintugandu5615
@pintugandu5615 5 жыл бұрын
@@mohammadsaifulalam9773 7011289236
@ipaipa3458
@ipaipa3458 5 жыл бұрын
আমি ও এই মেসিন চাই,দয়া করে আপনার মোবাঃ নাম্বারটা দিবেন।
@mohammadsaifulalam9773
@mohammadsaifulalam9773 5 жыл бұрын
Imo 01714968040
@absaruddin6854
@absaruddin6854 4 жыл бұрын
পুরা পুরি মেনে নিতে পারলাম না ১ কেজিতে ৫০০ গ্রাম হবেনা একটু গোলমাল আছে। এরপরেও অনেক ভাল হবে।
@forhadfardin5973
@forhadfardin5973 5 жыл бұрын
ধন্যবাদ হালাল রুজি করে
@user-fb9tn4if9u
@user-fb9tn4if9u 5 жыл бұрын
tnx
@md.mohosinshemul863
@md.mohosinshemul863 3 жыл бұрын
১২০ কেজি সরিষায় ৬০ কেজি তেল হলে ভেজাল আছে কয় কেজি?
@gamingwithmashfiq9682
@gamingwithmashfiq9682 5 жыл бұрын
Mama ci con
@mdmahiduzzaman482
@mdmahiduzzaman482 4 жыл бұрын
আমিও একমত কেমিকেল খাওয়ার থেকে পানি খাওয়া অনেক ভালো । হাইব্রিট এর যুগ এখন ৬০ কেজি না হোক ৫০ কেজি তো হবে । কথা বলতে গেলে ভুল হতে পারে এটাই সাভাবিক, যাইহোক আমার খুব ভালো লাগছে ব্যাপারটা ।
@fflove3450
@fflove3450 4 жыл бұрын
Impossible 120 kg Mustard don’t Get 60 kg oil
@a.s.m6736
@a.s.m6736 5 жыл бұрын
Amake 1ta hisap bujan... 1 kg shorisa koto diye kinen? R 1 litre oil er jonno koto kg shorisa lage? Tar 1 litre oil koto nen??? Aita bujaya den
@SoftLearnBD
@SoftLearnBD 5 жыл бұрын
120 kg তে 60 কেজি কেমনে? শুয়ার সব
@ekramhussainmir3903
@ekramhussainmir3903 4 жыл бұрын
Siyleti bhai
@manzurchowdhury481
@manzurchowdhury481 4 жыл бұрын
1 number na 2 number tel ba baisab?
@alijasar7075
@alijasar7075 5 жыл бұрын
Ami oi business korbo
@mrithunjoyroy1992
@mrithunjoyroy1992 4 жыл бұрын
Dada koil tar ekta video ba mechine er link din dada please
@HossainAhmad
@HossainAhmad 5 жыл бұрын
১২০ কেজি সরিষায় ৫০-৬০ কেজি তেল হয় কিভাবে?
@sudhangsudebnathsudhangsud8081
@sudhangsudebnathsudhangsud8081 5 жыл бұрын
উত্তর বঙ্গের কোথায় মেশিন তৈরী হয়, ফোন নাম্বার ও ঠিকানাটা দিলে খুশি হতাম।
@mohammadsaifulalam9773
@mohammadsaifulalam9773 5 жыл бұрын
Rajshahi te lagle fb Id js saiful Islam a sms koren
@mdjillurrahman9335
@mdjillurrahman9335 5 жыл бұрын
Sudhangsu Debnath Sudhangsu Debnath ফোন লাম্বার
@song-dw3rm
@song-dw3rm 4 жыл бұрын
ব্যাটারি স্টারট সিস্টেম করলে তো এত কষ্ট হইত না?
@mr.rafiqulislam2626
@mr.rafiqulislam2626 5 жыл бұрын
খাঁটি তৈল
@boumediacenter
@boumediacenter 5 жыл бұрын
may Allah help him
@bangladeshdhaka6409
@bangladeshdhaka6409 5 жыл бұрын
o priscar n o n r a
@mdzillur2180
@mdzillur2180 5 жыл бұрын
আমাদের এখানে এই মেশিন আছে
@ShohelRana-rq9hg
@ShohelRana-rq9hg 5 жыл бұрын
Tomar number dao
@rashednill
@rashednill 4 жыл бұрын
Vai apnar number ta dite parben
@Ferdous_amin
@Ferdous_amin 5 жыл бұрын
১০০ কেজি সরিষাতে ৫৫-৬০ লিটার তেল বের হওয়ার কারণ আছে। কারণ হচ্ছে, এই লোকটায় এতে পানি মিশায়। ভিডিওতেই আছে।
@user-gr7gy5dl7j
@user-gr7gy5dl7j 5 жыл бұрын
এ আবার কথাকার বিজ্ঞানী সরিসার তেলকে খারাব বলে ইন্ডিয়ার বিজ্ঞানী দের থেকে সুনেছি সয়াবিন তেল খারাব
@mrayhanofficial4010
@mrayhanofficial4010 5 жыл бұрын
অামি চাই কোথায় পাবো কেউ জানাবেন??
@user-fb9tn4if9u
@user-fb9tn4if9u 5 жыл бұрын
01710 860165,
@mrayhanofficial4010
@mrayhanofficial4010 5 жыл бұрын
@@user-fb9tn4if9u ওকে 💙
@najmuluddin2352
@najmuluddin2352 5 жыл бұрын
@@mrayhanofficial4010 পাইবেন
@bapisardar8950
@bapisardar8950 5 жыл бұрын
6294140416
@jugalsaikia7616
@jugalsaikia7616 4 жыл бұрын
masin assamt kot pam
@gaanbanglaofficial1477
@gaanbanglaofficial1477 2 жыл бұрын
সরিষার দানা ভালো মানের হলে ১২০ কেজি সরিষায় তেল হবে ৪০ থেকে ৪২ কেজি,,আমার নিজেরও মিল আছে,, আমি সরিষা ভাংগিয়ে যা পাই তাই বললাম,,১২ বছর জাবৎ এই ব্যাবসা করছি
@alaminalamin883
@alaminalamin883 5 жыл бұрын
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷সরিসার খাটি তেল
@skhoshain8893
@skhoshain8893 5 жыл бұрын
Mashallah
@bhaktipada2296
@bhaktipada2296 5 жыл бұрын
Kolkata pabo macen ta
@silkcut7924
@silkcut7924 3 жыл бұрын
7384133599
@kawsar293
@kawsar293 5 жыл бұрын
তৈল এতো কালো কেন?
@Gram-Banglar83
@Gram-Banglar83 3 жыл бұрын
এতো কমে কি করে বিক্রি করেন, আসল রহস্য জানতে চাই। প্রতি মন শুকনো সরিষা 1800 থেকে 2200 টাকা। সরিষা প্রতি মন ভাংগালে 13 লিটার তেল হয় । কিভাবে এতো কমে বিক্রি করেন।
@pintubiswajitsaha5449
@pintubiswajitsaha5449 5 жыл бұрын
ভুল বলেছেন। আমাদের সরিষার মিল ছিল। ১ কুই সরিষের ২৫-৩০ কেজি তেলের বেশি সম্ভব নয়।
@ranjitdas7676
@ranjitdas7676 4 жыл бұрын
কলকলে।রিছিপ।করেনা।মনির।মুসি
@md.abdulhamid234
@md.abdulhamid234 4 жыл бұрын
জনাব, এই মেশিনটার দাম কত পরবে?
@sagorahmed8198
@sagorahmed8198 5 жыл бұрын
Ai gula o vejal tel
@murshidajahanar7527
@murshidajahanar7527 5 жыл бұрын
Vai aita porae batpare
@k.laslam639
@k.laslam639 4 жыл бұрын
তৈল ভাঙ্গার সময় কাস্টোমার থাকেনা। আসল সরিষা কই।
@sajuahmed2484
@sajuahmed2484 5 жыл бұрын
এই তেল কতদিন রেখে খাওয়া যায়?
@user-fb9tn4if9u
@user-fb9tn4if9u 5 жыл бұрын
tnx
@sajuahmed2484
@sajuahmed2484 5 жыл бұрын
আমি জিঞ্জাসা করলাম তেলটা কতদিন রেখে খাওয়া যায়?
@user-fb9tn4if9u
@user-fb9tn4if9u 5 жыл бұрын
৬মাস রাখা যায়,খায়া যায়
@sajuahmed2484
@sajuahmed2484 5 жыл бұрын
তরকারি রান্না করে খেতে কেমন লাগে?
@sadikurrahman8682
@sadikurrahman8682 4 жыл бұрын
ভাই মানুষের মুখে কিছুটাও হাসি থাকে কথা বলার সময় কিন্তু তুমি কথা বলার সময় মুখে একটিবারও হাসি না তার মানে ১২ মাসই বর্ষা মওসুম আসমান কালো প্রচন্ড মেগাচ্চন্ন🤔🤔😏😏😏😶🤭🤭😞🙊
@abdulkayum9626
@abdulkayum9626 4 жыл бұрын
😀😀😀
@mdjhahangiralom277
@mdjhahangiralom277 3 жыл бұрын
চীটার
@MdSiyam-by3ei
@MdSiyam-by3ei 5 жыл бұрын
ভালো শরিষা তেল হয়। ৪০কেজিতে ১২/১৩কেজি তেল হয়।।।।।অইটা কিভাবে সম্ভব ১২০কেজিতে ৬০কেজি ।
@MdRubel-rk6gc
@MdRubel-rk6gc 2 жыл бұрын
Batpari naki 😸😭120kg.=40.45.ar baysi hoby na 😁💐
@rakipketaneta9321
@rakipketaneta9321 4 жыл бұрын
গাঁজা কি হেতে খাইছে নাকি গাঁজায় হেতেরে খাইছে অরজিনাল খাটি মাঘি সরিষা বাঙ্গায়লাম ১২০ কেজি নতুন সরিষা মাত্র ১৫ দিন আগে তেল হইছে ১১/ ১১/ ১১/ মোট ৩৩ কেজি আর এই গাঁজা খুর কয় ৬০ কেজি হয়
@allekuanallekuan3176
@allekuanallekuan3176 5 жыл бұрын
ওই মেসিন কে আরো ঘুুমাইয়া এচটাড দিতে হবে কারণ এতো অল্প ঘুরাতে হবে না,,
@barunconstraction7005
@barunconstraction7005 4 жыл бұрын
এই মেশিন কোথায় কিনতে পাওয়া যাবে ও দাম কত হবে আপনার যোগাযোগ নাম্বার কত
@FaisalAhmed-cl6ci
@FaisalAhmed-cl6ci 5 жыл бұрын
Vay phon number filet valht
@ajitmaity6166
@ajitmaity6166 5 жыл бұрын
Dada boring kora.masin dakhya
@chandanjana6034
@chandanjana6034 5 жыл бұрын
এই ধরনের মেসিন আমাদের ইন্ডিয়া কোথায় পাওয়া যাবে
@silkcut7924
@silkcut7924 3 жыл бұрын
7384133599
@mdkhorsetmiya6144
@mdkhorsetmiya6144 4 жыл бұрын
এক কাপ চা
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 7 МЛН