vai akti warish shotre namjari khorianer example dekhaben
@mhommadashrafakanda83005 жыл бұрын
স্যার,,মেহের বানী করে একটু পড়বেন।।জমির মালিক,, 18 নং সি,এস খতিয়ান 246 দাগের 63 শতক জমি'' রহিজ,, আলাল,, কমেলা খাতুন,,এক দলিলে বিক্রয় রেজিঃ করে দেয় 1963 সালে। আমার পিতা কমেলা খাতুনের কাছ 21 শতক জমি 1971 সালে রেজিঃ বা দলিল করে নিয়েছি। আমরা ঐ সময় থেকে বাড়ি করে বসবাস করে আসছি। এখন বড় সমস্যা হচ্ছে আমাদের 21 শতক বাড়ী আমার পিতার নামে হয়েছে Rs রেকর্ড 10 শতক,, বাকী 11 শতক রহিজের নামে Rs রেকর্ড হয়েছে। রহিজ সমাধান করে দিতেছেনা এবং ভুমি তফসিল অফিসের নায়েব আমাদের নামে খারিজ করে দিতে পারছেনা?এখন আমরা খোঁজ খবর নিয়ে দেখি'' সি,এস 18 নাম্বার খতিয়ানে 246 নং দাগের 63 শতক ভুমির কাতে 33 শতক জনৈক হযরত আলীর নামে এস,এ 147 নং খতিয়ানে বাকী 30 শতক ভুমি এস,এ এখন রহিজ, বলিতেছে হযরত আলীর কাছ থেকে আমি 33 শতক জমি নিয়েছি। রহিছ যে হযরত আলীর কাছ থেকে নিয়েছে তার কোন দলিল নাই? স্যার হযরত আলীর নামে এস.এ রেকর্ড হলো কি ভাবে?এখন আমাদের দলিল টিকবে কিনা? Rs রেকর্ডে বাড়ী উল্লেখ্য আছে। Rsখতিয়ান 536 বাড়ী 30 শতক যৌথভাবে রহিজ,আলাল, আমার পিতা মজিবর নামে রেকর্ড হয়েছে। Rs খতিয়ান নং633 দাগ নং 301 বাড়ী রহিজের 33 শতক রেকর্ড হয়েছে। রহিজ আমাদের ভয় দেখাইতেছে যে সে হযরত আলীর 33 শতক জমি নিয়েছে।
@jahangirnata94134 жыл бұрын
নাম জারি খারিজ করতে হলে ক্রয় বিক্রয়ের ভায়া দলিলের সাথে চৌহাদ্দিতে দাগের ওপরিমানে সাথে যদি বর্তমান দখলের খরিদারের সাথে গর মিল থাকে তাহলে এ,নতুন খারিজ বৈধতা আছে কিনা? জানাবেন
@kalpokotha45093 жыл бұрын
বস নামজারি করার সময় দলিল দিতে হয় । কিন্তু এস এ রেকর্ডের পর আটটি দলিল হয়েয়ে তাহলে কি আটটি দলিল সব গুলো দিতে হবে? সর্বশেষ ক্রেতা মৃত তার ওয়ারিশ 4 জন । আবেদন কারী তাহলে কি 4 জনই হবে? সকলের কি ছবি সই এবং সকল তথ্য দিতে হবে? আবেদনকারী নিজে না হয়ে প্রতিনিধি হলে এই জায়গায় কি যে দোকানদার তার তথ্য দিতে হবে? জানালে উপকৃত হব। জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল।
@merazuddin76884 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই ঃ জমা খারিজ একত্রিকরন ধারা১৪৩/১১৬। কিন্তু আমি Ac land সহকারী বইয়ের মধ্যে জমাখারিজ একত্তিকরন ধারাটি ১৪৩/১১৯ লেখা দেখেছি। একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ। সিংগাপুর থেকে।
@aponbabu76605 жыл бұрын
ভাই আমার আগের একটি খতিয়ান আছে...নামজারির কৃত জমি (একই মৌজা) আমি কি আমার আগের খতিয়ানে আন্তরভুক্ত করতে পারবো?.নাকি আলাদা খতিয়ান খোলা হবে?আর যদি হয় তা কি অনলাইনে করা যাবে নাকি? আনলাইনে আমার আগের খতিয়ানের নাম্বার দেওয়ার কোন অপশন দেখলাম না.....জানালে উপকৃত হব....
@alshahariar89575 жыл бұрын
Khariz korar por mul khatian ar poribartan kivaba hoi. Mana 100 decimal thaka 50 khariz korlam, notun khatian hoilo but Mul khatian kivaba change hoba. Mana mul khatian ar malik kivaba ta poribortito khatian paba
@knowbdlaw5 жыл бұрын
পুরানো বাতিল হয়ে নতুনটি বৈধ হবে
@AshrafulIslam-nv4eo3 жыл бұрын
আপনি যা বলছেন তা ঠিক আছে তবে টাকা খরচ করলে 20দিনে হয় যেমন আমার টা হয়ছে ।
@MizanurRahman-nu6lq5 жыл бұрын
Thanks
@alihussein92876 жыл бұрын
ধন্যবাদ ভাই।তবে আপনাকে একটি কথা বলি মনেকিছু নিবেন না। সে হলো আপনি নোট করার কাগজ বা খাতাটা লম্বা ল্মবি কর আমাদের কে দেখাবেন।
@alihussein92876 жыл бұрын
life 360 OK
@shamimmia90484 жыл бұрын
ভাই ,জমা খারিজ কেইস নাম্বার দিয়ে কি ভাবে আবেদন কর ৷
@AshokSharma-hg3yl5 жыл бұрын
সমাধানের উপায় কি ? দাগ ১, জমির পরিমাণ ৬০। আমি ক্রয় করি, ৯.৫০ শতক, এবং ৪১ শতক । অবশিষ্ট জমি সাধব বাবুর ৯.৫০ শতক। কিন্তু আমার মাঠ পর্চায় উল্লেখ করেছেন, দাগ নং ১ এ ১৫ শতক, আর দাগ নং ২ এ ৩৫ শতক। সাধন এর ৯.৫০ শতক এর জায়গায় ১০ শতক দিয়েছেন এবং দাগ নং ১৭৪ করেছেন। আমার ক্রয়কৃত ৯.৫০ শতক জমি। আধা শতক. ৫০ শতক জমি তাকে দিলো কেন ? আমার ক্রয়কৃত জমি ৪১ শতক + ৯.৫০ =৫০.৫০ ( সাড়ে পঞ্চাশ শতক জমি)। সেখানে আধাশতক জমি কম দিযেছেন। উপরন্ত ক্রয়কৃত দলিল অনুযায়ী পর্চায় উল্লেখ নেই। সমাধানের উপায় কি ?
@saidjamal8043 жыл бұрын
৯৯ বছরের জন্য বন্দোবস্ত নেওয়া খাস জমি কি বেচাকেনা করা যায়? মাদ্রাসার জন্য কিনতে চাচ্ছি। আমি কিনে ওয়াক্বফ করে দিলে দাতা হিসেবে কি আমার নাম থাকবে? নাকি যিনি ৯৯ বছরের জন্য নিয়েছিলেন উনার নাম থাকবে?
@alihussein92876 жыл бұрын
আমার একটি বিষয় জানা দরকার তা হলো আমার দাদা ১৫০ শতাংশ জমি আমার দুই ছোট চাচাকে গোপন ভাবে দলিল করে দিয়ে মারা যায়। পরে আমার বাবা জানতে পারে তার পরে মাজে,মাজে আমার বাবা ঝগরা করে।এরপর আমার ঐ চোট দুই চাচা ৬৫ শতাংশ জমি দলিল করে দেয়।তবে যে জায়গা দলিল করেদেয় সেই জমি আমার বাবাকে ভোগকরতে দেয় না। সে অন্য দাগের জমি ভোগকরতে বলে বাবা তাই করে।এখন তো আমার বাবা জীবিত নাই। আমি এখন কি ভাবে সেই জমিতে য়াব। আমার চাচা জমি ফিরত দিতে চায় না। আমি এখন কি করবো।ভালো বুদ্ধি দিবেন।
@alihussein92876 жыл бұрын
life 360 দাদা চাচাকে হেবা করে দিয়েছিলো। ধন্যবাদ। জমি ভালো ও খারাপ আছে।আমার বাবাকে যে জমি দিয়েছিলো সে গুলিতে ধান হতোনা। বোন জংগল ছিলো।এখন সে জায়গার দাম অনেক।
@imranm15366 жыл бұрын
Racord Bola law Malik hola tar uttor othikRi ki Baba bikroy korla Ami kinta pari
@imranm15366 жыл бұрын
@@Satkahonbyajim Amra ki Baba busbo ,warish want think asa. Also Amra ki vaba bar korbo record ta ki Bola hoisa or kon documents ar Bola hoisa