হায়রে কে আমাকে ভালো বাসিবে কে জানাবে শেষ বিদায় আমি তো কাউকে ডাকি নাই, আমি তো কাউকে সুধাই নাই।। স্বপ্ন রেখে গল্প রেখে আমি যাই চলে, আমি যাই আমার ছিড়েছে পাল ভেঙ্গেছে বৈঠা খবরও রাখি নাই, আমি তো আমাকে জানি নাই আমি তো আমাকে বুঝি নাই।। ওরে কে আমাকে পার করিবে, কে আমাকে এ এ কে আমাকে পার করিবে এই উত্তাল দরিয়ায় আমি তো সাঁতার শিখি নাই আমি তো ভালোবাসি নাই।। আন্ধকারের বাসাবাড়ি আমারও ভিতরটাই আমি আলো জ্বালি নাই, আমি পথ চিনি নাই, চক্ষু নিয়া অঁন্ধ আমি কিছুই দেখি নাই আমি তো কিছুই জানি নাই আমি তো কাউকে সুধাই নাই।। সোনার জমিন পড়িয়া রইল, সোনার জমিন সোনার জমিন পড়িয়া রইল আবাদ করি নাই আমি তো আমাকে চাষি নাই আমি তো ভালো বাসি নাই।। ওরে কে আমাকে ভালোবাসিবে কে জানাবে শেষ বিদায়।।