ভাই,ট্রানজিট ফ্লাইটে যাবার সময় লাগেজ বা কার্টুন যে বোকিং দেয় ওইগুলো কিভাবে পাবো? একটু যদি বুঝিয়ে বলতেন অনেক উপকার হতো।
@masumvlogs5433Ай бұрын
আসসালামু আলাইকুম জি ভাইয়া ট্রানজিট মূলত দুই প্রকারের হয় একটা হল ডমেস্টিক ট্রানজিট আরেকটা হল ইন্টারন্যাশনাল ট্রানজিট তো আমি আপনারে বুঝিয়ে বলি ধরেন আপনি চট্টগ্রাম থেকে সৌদি আরব যাচ্ছেন আপনার ট্রানজিট হল ঢাকা তো অনেক সময় দেখা গেছে এয়ার লাইন্সের লোকেরা বলতে পারে যে আপনার লাগেজ গুলা ঢাকা গিয়ে কালেক্ট করে আবার চেকিং করতে হবে এটা হল ডমেস্টিক ট্রানজিট কিন্তু একটা সচরাচর হয় না আর আরেকটা হল ইন্টারন্যাশনাল ট্রানজিট যেমন আপনি ঢাকা থেকে ইন্ডিয়া হয়ে আপনার সৌদি অথবা অন্য কোন দেশে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রানজিডে আপনার লাগেজ আপনি যখন ঢাকা এয়ারপোর্টে বুক করবেন এটা একবার আপনি যে জায়গায় যাবেন অর্থাৎ সৌদি অথবা অন্য কোন দেশে যে জায়গায় আপনার গন্তব্যস্থান এয়ারপোর্ট থেকে আপনি কালেক্ট করতে পারবেন ওইটা মধ্যে দিয়ে কোন কিছু করা লাগে না। ধন্যবাদ😊
@torikulislam-fx4gnАй бұрын
@@masumvlogs5433 অসংখ্য ধন্যবাদ ভাই,আমি সৌদি আরব তায়েফ এয়ারপোর্টের একদম সাথে আছি তো আমার ইচ্ছে যে জেদ্দা থেকে না গিয়ে তায়েফ এয়ারপোর্ট থেকেই দেশে যাই,তো এইখান থেকে তো আর ডিরেক্ট বাংলাদেশে বিমান যায় না,সেক্ষেত্রে হয় দুবাই নাহয় কাতারে ট্রানজিট হয়ে যেতে হবে, ধরেন আমি তায়েফ থেকে এক বিমানে কাতার গেলাম ওইখান থেকে আবার অন্য আরেক বিমানে বাংলাদেশে, এইভাবে হলে মাল-সামান কি কাতারে গিয়ে কালেক্ট করতে হবে? আর একটু কষ্ট করে বুঝিয়ে বলতেন যদি 🙏😊
@masumvlogs5433Ай бұрын
@@torikulislam-fx4gn আসসালামু আলাইকুম জি ভাইয়া আপনি যদি কাতার থেকে যান তাহলে আপনার লাগেজ কালেক্ট করতে হবে না যেহেতু আপনি ইন্টারন্যাশনাল ট্রানজিট দিয়ে যাচ্ছেন তো আপনার এখানে লাগেজ কালেক্ট করতে হবে না আপনি জাস্ট তায়েফ এয়ারপোর্ট থেকে মাল বুকিং দিবেন এবং ঢাকা এয়ারপোর্ট থেকে আপনার মাল কালেক্ট করবেন তো আপনার কাতারে কোন কাজই নেই জাস্ট আপনার ওয়েট করে বিমানে উঠবেন। ধন্যবাদ😊
@ronniewahab8749Ай бұрын
❤
@samimarafat7189Ай бұрын
আমি এ এয়ারপোর্টে ছয় মাস কাজ করসি দাম্মাম এয়ারপোর্টে
@masumvlogs5433Ай бұрын
আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়া দাম্মাম এয়ারপোর্টে আপনার কার্টুন যদি সুন্দর করেও প্যাকেট করে নিয়ে যায় কিন্তু ওরা আবার এয়ারপোর্টে প্যাকেটিং করায় বুঝছেন এই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লাগছে বুঝছেন ভাইয়া এমনিতে অনেক ভালো আর অনেক ভালো আপনি ছয় মাস কাজ করছেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য😊
@samimarafat7189Ай бұрын
@@masumvlogs5433 আসলে ভাই প্রত্যেকটি এয়ারলাইন্সের সাথে এদের কানেট আছে এটা ওদের ব্যবসা আপনি যতই সুন্দর করে কার্টুন করেন না কেন ওটা এরা এলাও করবে না কারণ এটা ওদের ব্যবসা দেখবেন এদের রেপিং গুলা অন্যরকম হয়ে থাকে কারো সাথে মিলে না
@samimarafat7189Ай бұрын
@@masumvlogs5433 শুধু দাম্মাম এয়ারপোর্টে এরকমটা হয় অন্য কোন এয়ারপোর্টে এরকম হয় না সৌদি আরবে
@mdhelalhossain7193Ай бұрын
ভাই এটা কিং ফরহাদ না এটা কিং ফাহাদ
@masumvlogs5433Ай бұрын
আসসালামু আলাইকুম জি ভাইয়া আমি নিজেও জানি এটা ফরহাদ না ফাহাদ হবে বাট আমি আপলোড করার পরে জিনিসটা খেয়াল করছি ধন্যবাদ আপনি আমাকে এটা দেখিয়ে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ🙂
@damodaran2629Ай бұрын
Vistara Airlines এখন আর নেই।এখন Air lndia হয়ে গ্যাছে 1 October থেকে।
@masumvlogs5433Ай бұрын
আসসালামু আলাইকুম জি ভাইয়া এক তারিখ থেকে ওরা এয়ার ইন্ডিয়ার আন্ডারে চলে গেছে এবং ওদের সার্ভিস অনেক ভালো। ধন্যবাদ 🙂
@Hasan-g2u8vАй бұрын
আসা ও যাওয়ার টিকেটের মূল্য কত?
@masumvlogs5433Ай бұрын
আসসালামু আলাইকুম জি ভাইয়া আমার যাওয়া আসার ফ্লাইট ভাড়া সব মিলিয়ে ৮৩ হাজার বাংলা টাকা পড়ছে যাওয়ার টিকেট হলো ৬৭ হাজার টাকা এবং আসার টিকিট ১৬ হাজার টাকা সব মিলিয়ে ৮৩ হাজার টাকা। ধন্যবাদ🙂
@Emonksa1Ай бұрын
আপনি কি হাফার আল বাতেন থাকেন আমি থাকি সানাইয়া আপনি কোথায় আছেন হাফার
@masumvlogs5433Ай бұрын
আসসালামু আলাইকুম জি ভাইয়া আমি সৌদি আরব গিয়েছিলাম ওমরা করার জন্য হ্যাঁ আমি হাফেলার বাতেন নে থাকছি যতদিন সৌদিআরব ছিলাম আমি থাকছি আপনার কুয়েত রোড। ধন্যবাদ 😊
@shohan0702 күн бұрын
ভাই ইমিগ্রেশনে কি কি করতে হয়একটু জানাবেন
@masumvlogs543319 сағат бұрын
আসসালামু আলাইকুম ইমিগ্রেশনে মূলত আপনার ৭০ ভাগ প্রশ্ন করে না লাইক আপনি যদি কোন বড় দেশে যান ওই ক্ষেত্রে যদি প্রশ্ন করে আর ওদের বেশিরভাগ প্রশ্নর ক্ষেত্রে ওরা আপনার পাসপোর্ট ইনফরমেশন যেমন আপনার নাম অথবা বাবার নাম অথবা জন্মের তারিখ অথবা জেলা এই প্রশ্নগুলো নরমালি করে থাকে। আমাকে প্রশ্ন করেছিল যেহেতু আমি ওমরা ভিসা সৌদি যাইতেছি তো আমাকে জিজ্ঞেস করছে আমার কাছে রিটেন টিকেট আছে কিনা তো আমার কাছে ছিল তো আমি দেখাইছি আমারে ছেড়ে দিছে এই নরমাল কিছু প্রশ্ন করবে তাও মাত্র ৩০ ভাগ মানুষকে বেশিরভাগ মানুষকে প্রশ্নই করে না। ধন্যবাদ 😊
@foysalratulАй бұрын
Eita TATA company er airlines, ora first class service deyy
@masumvlogs5433Ай бұрын
আসসালামু আলাইকুম জি ভাইয়া একদম ঠিক কথা বলছেন বিস্তারা এয়ারলাইন্স ওদের সার্ভিস অনেক ভালো এত কম টাকায় এত ভাল সার্ভিস আমি কখন আশা করতে পারি নাই। ধন্যবাদ 😊
@Dhaka_1232Ай бұрын
Apnea omra korte koto tk lagse ❤
@masumvlogs5433Ай бұрын
আসসালামু আলাইকুম জি ভাইয়া আমার ওমরা করতে সব মিলিয়ে খরচ হইছে ১ লাখ ২৫ হাজার টাকা তো যদি আমি গ্রুপে যেতাম আমার আরো ১০-১৫ হাজার টাকা বেশি খরচ হত কিন্তু আমি আরো অনেক জায়গা ঘুরতে পারতাম আমি 🙂
@Dhaka_1232Ай бұрын
@@masumvlogs5433thank you 😄
@ShahinHossain-cs3odАй бұрын
টিকেটের দাম কত নিছে❤
@masumvlogs5433Ай бұрын
আসসালামু আলাইকুম জি ভাইয়া আমার টিকেটের প্রাইস পড়ছে বাংলা টাকায় ১৬ হাজার আর আমি টিকিট কাটছি আপনার এক মাস 20 দিন আগে। ধন্যবাদ ☺️
@MMSMTvАй бұрын
@@masumvlogs5433এতো কম দাম
@Parvezhossain-r9k2 күн бұрын
কিং ফরহাদ না কিং ফাহাদ
@masumvlogs54332 күн бұрын
আসসালামু আলাইকুম জি ভাইয়া এখানে আমার ভুল😅
@UnitednoakhaliАй бұрын
কথা বলেন বাংলা সাবটাইটেল ও বাংলা,কি হলো,
@masumvlogs5433Ай бұрын
আসসালামু আলাইকুম জি ভাইয়া আমার ভিডিও মূলত বাংলাদেশিরা বেশি দেখে যে কারণে আমি বাংলা সাবটাইটেল আপনার ইউজ করছি। ধন্যবাদ 😊
@manikbd640Ай бұрын
ইন্ডিয়ার প্রশাংসা করছেন আবার লাইক সাবস্ক্রাইব চান। হিন্দিতে কথা বলেন। কেমন।
@masumvlogs5433Ай бұрын
আসসালামু আলাইকুম জি ভাই আমি একজন ট্রাভেল ব্লগার সো আমার কাছে যেটা ভালো লাগছে যেখানে আমি ট্রাভেল করে আরাম পাইছেন ওইটাই বলছি এখানে আমি আমার দেশকে ছোট করছি না এবং আপনি ভিডিওটা যদি খেয়াল করেন আমি কিন্তু বলছি আশা করি আমাদের বাংলাদেশে ওটা এরকম হবে আমি কিন্তু এটা বলছি আর ইন্ডিয়ার এয়ারপোর্টটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে যে জন্য আমি এটা বলছি তো এখানে আমি কোন দেশকে ছোট করছি না সো আশা করি আপনি জিনিসটা বুঝতে পারবেন । ধন্যবাদ 🙂
@shohagbappi9516Ай бұрын
Passengers r transit diye world e no 1 hoice abal? Oder service behavior everything diye top 1 hoice
@masumvlogs5433Ай бұрын
আসসালামু আলাইকুম জি ভাইয়া প্রথমত যে এয়ারপোর্টে সার্ভিস এবং ব্যবহার ভালো হয় ওইসব এয়ারপোর্ট এই আপনার ট্রানজিট এবং প্যাসেঞ্জার বেশি হয় আমার মূলত কথাটা ছিল এরকমই আর আমি হলাম নতুন তো ভুল ত্রুটি হতেই পারে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ 😊
@shohagbappi9516Ай бұрын
Sujok subida oirkm nai pura ta guira dekhcen😂
@masumvlogs5433Ай бұрын
আসসালামু আলাইকুম জি ভাইয়া আমি পুরোটা দেখছি না কিন্তু আমি যা দেখছি আমার যেটা মনে হয়েছে যত ভালো করে আপনার ব্যাগ রেপিং করে নিয়ে যান না কেন এটাকে এয়ারপোর্ট এর রুলস ওইখান থেকে করতে হবে আবার ভালো বা ভালো সার্ভিস ওরা দিতেছে😌 ভাইয়া বাংলাদেশ ইন্ডিয়া অন্যান্য এয়ারপোর্ট এ নিয়মটা নাই সো আমি মনে করি হয়তোবা আপনার কাছে ওরা ভালো সার্ভিস দিচ্ছে আপনি এটা বলতেছেন দুনিয়াতে ভালো খারাপ মিলেই আছে। ধন্যবাদ 😊