Sedin Tomay Dekhechhilam with lyrics |Hemanta |Ami Je Tomari Romantic Hits Hemanta Mukherjee|HD Song

  Рет қаралды 1,153,475

Saregama Bengali

Saregama Bengali

Күн бұрын

Enjoy the song ''Sedin Tomay Dekhechhilam" with Hindi & Bengali Lyrics sung by Hemanta Mukherjee from the album Ami Je Tomari Romantic Hits Hemanta Mukherjee.
Song Credits:
Song: Sedin Tomay Dekhechhilam
Album Title: Ami Je Tomari Romantic Hits Hemanta Mukherjee
Artist: Hemanta Mukherjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Pulak Banerjee
Label:: Saregama India Ltd
For more videos log on & subscribe to our channel :
/ saregamabengali
Facebook:: / saregamabangla
Twitter:: / saregamaglobal
Google+ :: plus.google.co...

Пікірлер
@manojkumardas7553
@manojkumardas7553 Жыл бұрын
সত্যি দেবদত্ত কণ্ঠস্বর কাকে বলে বুঝলাম। পৃথিবী ধ্বংস না হওয়া অবধি এ গান অটুট থাকবে।
@DrDebanjan
@DrDebanjan Жыл бұрын
Oh! An excellent comment. Remarkable❤
@GoodSamaritanGoodSamaritan
@GoodSamaritanGoodSamaritan 2 жыл бұрын
এত রোম্যান্স যে কন্ঠে ধারণ করা যায়, তা সত্যিই অজানা ছিল... ভালো থাকবেন হেমন্ত মুখোপাধ্যায়, যেখানেই থাকুন...
@koysorrashid9090
@koysorrashid9090 3 жыл бұрын
চোখে দেখা সৌন্দর্য যেমন ক্যামেরায় আনা সম্ভবনা তেমনি হৃদয় দিয়ে অনুভব করা কোন কিছু ভাষায় প্রকাশ করা সম্ভনা। যতবার শুনি বাকরুদ্ধ হই 💚
@mhtv7181
@mhtv7181 2 жыл бұрын
,
@sukhendusekharray8203
@sukhendusekharray8203 3 жыл бұрын
৫০ বছর পরেও গায়ে কাঁটা দেয়- এমনই সুর আর গান। হেমন্ত ঋতু যেমন শরৎ আর শীতের দুটো ঋতুকেই স্মরণ করিয়ে দেয়। হেমন্ত মুখার্জীও আমাদের ভালবাসার, ভাল লাগার সব কিছুকে মনে করিয়ে দেন তাঁর স্বর্গীয় কণ্ঠের মাধুর্য্যে।
@pankajgupta6678
@pankajgupta6678 3 жыл бұрын
না ভাই, বলুন একজন বাঙ্গালী বলছি । আরো ভালো লাগবে ।
@manikdey2516
@manikdey2516 2 жыл бұрын
Butyfulgane
@manjushreechakraborty7817
@manjushreechakraborty7817 3 жыл бұрын
আহাহা! মনের নন্তঃস্থল থেকে এত মিষ্ট আবেগপূর্ণ সুর দিয়ে যে কাঁদা যায়, তা উনিই পেরেছেন!
@alimzaman6815
@alimzaman6815 3 жыл бұрын
অন্তঃস্থল
@udayanbanerjee7445
@udayanbanerjee7445 3 жыл бұрын
সুরের দ্রোণাচার্য
@prithadas8725
@prithadas8725 3 жыл бұрын
এমন সোনার গলা আর গানের মধ্যে কান্নার অনুভূতি ----বুকের ভিতরটা খালি হয়ে যায় । 1974 সালে শুনেছিলাম । তখন কৈশোর । কিন্তু এখন প্রৌঢ়ত্বেও এই গান সমান ভাবে প্রাণের গান।
@raselsuman
@raselsuman 9 ай бұрын
❤❤
@1968Jahangir
@1968Jahangir Жыл бұрын
গান যেন একটা স্মৃতি, গান শোনলেই স্মৃতিপটে খেলা করে অজস্র স্মৃতি । আর হেমন্ত দার কন্ঠে গান গুলো শোনলে মনে হয় যেন হাত ধরে নিয়ে চলেছে ফেলে আসা দিনের খেলা ঘরে। পরপারে ভাল থাকুন দাদা, বিধাতার নিকট ইহাই আন্তরিক কামনা ।
@arpanbhattacharya5484
@arpanbhattacharya5484 3 жыл бұрын
গানটার বিশেষত্ব হল,দুরকম রিদম-মাঝখানটা শুনলে কেও শুরুটা আন্দাজ করতে পারবে না।জিনিয়াস হেমন্ত মুখোপাধ্যায়, তেমনি অপূর্ব লিরিক পুলকবাবুর।
@banshidas1414
@banshidas1414 Жыл бұрын
অসাধারণ উক্তি অনেকে বুঝবেনা। ❤
@anirbanmanna3343
@anirbanmanna3343 Жыл бұрын
​@@banshidas1414😂😂
@ritadasgupta884
@ritadasgupta884 Жыл бұрын
কেন "অনেকে আন্দাজ করতে পারবেনা" ? এতো অবোধ্য কিছু নয়। "অনেকে" কে অবজ্ঞা করা কি ঠিক হল? কতটুকু জানি এই "অনেক" কে? এতে করে নিজের " আমি " টা কে পরোক্ষভাবে বড় বেশি প্রকট করে দেওয়া হয়। তাই নয় কি? গানের সুরের এই চলন তো অপরিচিত নয়, যথেষ্ঠ পরিচিত। রবীন্দ্রসংগীত, বাংলা আধুনিক গান, হিন্দি ছবির গান সবেতেই পাওয়া যায়। এই মুহূর্তে যা মনে পরছে জানাই:- "হে নিরুপমা..... " - রবীন্দ্র সঙ্গীত " ওগো কাজল নয়না হরিণী" - মন নিয়ে ছবি, সুর- হেমন্ত মুখোপাধ্যায় " সখিয়ো মে ঘোলা যায় ফুলকা " হিন্দি ছবি "প্রেম পুজারী" - সুর- শচীন দেববর্মণ। " দিল কা ভ্রমর করে পুকার " হিন্দি ছবি "তেরে ঘড় কে সামনে" - সুর - শচীন দেববর্মণ।
@harekrishnachakraborty3616
@harekrishnachakraborty3616 Жыл бұрын
খুব সুন্দর একটি গান। এ গানটি শুনলে মন খারাপ থাকলেও আশাকরি ভাল হয়ে যাবে।
@santanuhalder4188
@santanuhalder4188 Жыл бұрын
The starting is marvelous
@sanjoyghosh2970
@sanjoyghosh2970 Жыл бұрын
শ্রদ্ধেয়, হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিটি গান এতটাই দরদ দিয়ে উনি গেয়েছেন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।।ওনাকে আমার ভক্তি পূর্ণ প্রণাম জানাই।
@sayandas3523
@sayandas3523 3 жыл бұрын
আমি এমন সুন্দর গলা আর কোনোদিন খুঁজে পাই না.....আমার গুরুদেব.....
@pankajgupta6678
@pankajgupta6678 Жыл бұрын
মনেহয় প্রকৃতির কোল থেকে সুরটা ভেসে আসছে । .প্রণাম হেমন্ত বাবু ।
@tukai1960
@tukai1960 4 жыл бұрын
মনে হল হঠাৎ, আচ্ছা, গান কি শুধু শোনার? দেখার নয়? হেমন্তর সুবাদে আমাদের সেই অভিজ্ঞতাও আছে। আমাদের মফস্বলে মহালয়ার সময়েই বেশ ঠাণ্ডার আমেজ থাকত। সে অবশ্য সত্তরের দশকের কথা। আরো ঠিক করে বলতে গেলে ১৯৭৪ সাল। আমাদের বাড়িতে সামনে ও পিছনে দুটি বারান্দা ছিল, দুটিই খুব পছন্দের। তবে সামনের বারান্দা থেকে অনেক দূর দেখা যেত। রাস্তার ওপাশেই ছিল পুকুর, তারপরেই একটি বড় স্কুল। তারপরে বেশ অনেকটাই ফাঁকা। এক বিরাট মাঠ। ঐ স্কুলেই হত আমাদের দুর্গাপুজো। মাইকে মহালয়ারও প্রচার হত, আবার বাজত পুজোর গান। সেই যে বললাম চুয়াত্তর সন! মহালয়ার দিন। মহালয়া শোনার পর বেশ কিছুক্ষণ কেটে গেছে। হঠাৎ কিছু শুনে বাইরে বারান্দায় এলাম! স্কুলে মাইক বাজছে, আমি শুনতে পাচ্ছি - নাঃ দেখতে পাচ্ছি - “তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে? আমার মনটা ছড়ানো ছিল যেখানে! আমি দেখলাম, শুধু দেখলাম আর সুখের কান্না কেঁদে গেলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় কথা খুঁজতে খুঁজতে ভুলতে হল কথা আমাকে আমার কিছুই হলনা বলা তোমাকে শুধু বুঝলাম, আমি বুঝলাম এক নতুন বেদনা খুঁজে পেলাম”!! আমিও এক নতুন অনুভূতি খুঁজে পেলাম। সে কি বেদনা, না ভালোলাগা - জানিনা। শুধু জানি, কেউ এসেছিল। দাঁড়িয়েছিল- “কৃষ্ণচূড়ার ওই ফুলভরা গাছটার নিচে আমি কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা, দুচোখ ভরে দেখে নিলাম”!! তাই বলছিলাম আর কি! গানও দেখা যায়।
@bimanscreativeenglishbce2041
@bimanscreativeenglishbce2041 4 жыл бұрын
What an expression of emotion of love and liking! Thanks for the opportunity of reading and learning some good feelings.
@putulbarai3149
@putulbarai3149 3 жыл бұрын
Oh ! Sir excellent 👌 expression ☺️. It's New words for me. Really " Gan sudhu Sonar noy dekhar o "
@tukai1960
@tukai1960 3 жыл бұрын
@@putulbarai3149 Many thanks!
@tukai1960
@tukai1960 3 жыл бұрын
@@bimanscreativeenglishbce2041 , Many Thanks!
@tukai1960
@tukai1960 3 жыл бұрын
@@taposhihamid5413 একদম ।
@nigarsultana8623
@nigarsultana8623 2 жыл бұрын
কী অসাধারণ গান সমস্ত হৃদয় জুড়ে এক ভালোবাসার ছোঁয়ায় অন্য জগতে নিয়ে যায়।
@tapaschowdhury6882
@tapaschowdhury6882 3 жыл бұрын
I heard a nice story about the recording of this song.The humming sound given by Hemanta Babu was actually to be delivered by the background instrument player but he was absent at the time of recording.So Hemanta Babu himself did the humming to fill the gap.Amazing....
@learnwithmeshrabana7884
@learnwithmeshrabana7884 3 жыл бұрын
T am
@BhaboghureMonAmar
@BhaboghureMonAmar Жыл бұрын
Great artist with so much versatile...and so humble.
@NirmalAloy
@NirmalAloy Жыл бұрын
Great Hemanta Mukhopadhyay... salute.... voice of God.
@pratikbanerjee1114
@pratikbanerjee1114 Ай бұрын
সময়টাই ছিলো স্বর্ণ যুগ। আমাদের দুর্ভাগ্য সেই সময়ে জন্ম হয়নি। অসাধারণ কণ্ঠ, অতুলনীয় লেখনী, স্বর্গীয় সুর.....
@dewdrops5969
@dewdrops5969 2 жыл бұрын
অতি কাঠখোট্টা ব্যক্তিও এই গানটি শুনলে থমকে দাঁড়াবে। তার ভেতরে আলোড়ন শুরু হয়ে যাবে ।
@pankajgupta6678
@pankajgupta6678 Жыл бұрын
একদম তাই ।
@plan41
@plan41 3 ай бұрын
বাংলা সুরে আমার শোনা সবচেয়ে চিত্তাকর্ষক, লোভনীয় এবং রোমান্টিক সুরগুলির মধ্যে একটি...! . চমৎকার রেন্ডারিং এবং অসাধারন আবেগপূর্ণ আবেদন কার্যকর করা!
@koushikthakura4359
@koushikthakura4359 2 жыл бұрын
এই গানের সুর সতিই অসাধারণ। বিশেষ করে হেমন্ত মুখোপাধ্যায় এর কণ্ঠে,আমার মনেহয় যদি স্বর্গ থেকে কোনো দেবতা বা দেবী এসে গান করলেও এর থেকে আর বেশি আবেগ ও অনুভূতি আনতে পারতেন না।
@deephossain7213
@deephossain7213 Жыл бұрын
ঐশ্বরিক কন্ঠ, সুরে যেন রত্ন ঝরে। ❤️
@mdmanzur7343
@mdmanzur7343 3 жыл бұрын
এমন মন হরণ করা কথার গান আর সুর। গানের পুরোটা সময় মৌনতা আর দীর্ঘ শাসেভরপুর।
@prodyotc
@prodyotc 4 жыл бұрын
আহা! কি সুন্দর সুর...সোনার শিল্পী সোনার যুগ.
@rahmanmoti
@rahmanmoti 4 жыл бұрын
সফট রোমান্টিক গান। খুব প্রিয়। বাংলাদেশ থেকে বলছি।
@pankajgupta6678
@pankajgupta6678 3 жыл бұрын
যেখান থেকেই বলুন না কেন, আমরা প্রত্যেকেই বাঙালী । ভালো থাকুন ।
@freedomseeker351
@freedomseeker351 3 жыл бұрын
@@pankajgupta6678 দাদা, সত্যিই কি তাই মনে করেন? Language and culture help make better bond than any other things. Your comment is an expression of a very matured mind. Hope all Bangla speaking people in India think the same way. বাংলা আমার গর্ব। ভাল লাগলো জেনে। ধন্যবাদ।
@asimachakrabarty5912
@asimachakrabarty5912 3 жыл бұрын
@@freedomseeker351 একজন বাঙালি আর একজন বাঙালিকে তার মনের কথা লিখেছেন, কিন্তু সেটা ইংরেজী তে হলো কেন? আপনি ও ভালো থাকুন।
@suryasarathichatterjee3772
@suryasarathichatterjee3772 2 жыл бұрын
যেমন কথা, যেমন সুর, তেমনই কণ্ঠ। এর আর দ্বিতীয় হবে না।
@biswajitbhattacharjya24
@biswajitbhattacharjya24 2 жыл бұрын
আমাদের জীবন ওনার গান শুনেই চলে যাবে , এতেই আমরা খুশি , আমরা তৃপ্ত ❤️ কি অসাধারণ সব গান 👌 যেমন কথা 👍তেমন মেলোডি 🙏 অনির্বচনীয় অনুভূতি 🙏
@sujansardar8283
@sujansardar8283 3 жыл бұрын
আহা কী গলা কী সুর কথা গুলো ও হৃদয় বিগলিত করে
@manojpaulchoudhury6735
@manojpaulchoudhury6735 4 жыл бұрын
I have my real life experience.It was 1970, I was then a High School Teacher in a mufassil town school . It was last day before Puja Vacation. Traditionally, on the day, the school will start in the morning 7.00 & class will be decorated by the students with floors (not purchased from the market, but stolen from the gardens of their neighbours) & will continue till proclamation of the Holidays by the Class Teacher. The ritual thus ended, the classes were dissolved and I was lazily coming back home. Not very far from the school, suddenly I saw a young girl, in her teens, was standing in front of their gate & behind her was a Krishnachura tree and that was the beginning of love story.............
@prithadas8725
@prithadas8725 3 жыл бұрын
তারপর কি হল ?
@GoodSamaritanGoodSamaritan
@GoodSamaritanGoodSamaritan 2 жыл бұрын
@Manoj Paul Choudhury what happened thereafter?
@gourisarkar4154
@gourisarkar4154 3 жыл бұрын
No word is not enough express this golden voice of Hemanto kumar
@nomantalukder9143
@nomantalukder9143 17 күн бұрын
এই গানটার সাথে আমার জীবনের একটা ঘটনা পুরোপুরিই মিলে যায় । আহ্ সেদিন ভোরবেলা, কলেজের সেই কৃষ্ণচূড়া গাছের নিচে তুমি আর আসবে না।
@nikhilchakraborty5914
@nikhilchakraborty5914 3 жыл бұрын
শুভ সকালে হেমন্ত মুখপাধ্যায় কণ্ঠে গানটি শুনে মন আনন্দে ভরে গেল❤❤❤❤❤🧡🧡❤❤
@englishwithfarukhahmad5805
@englishwithfarukhahmad5805 3 жыл бұрын
সুন্দর গান! আমি সবসময় হেমন্তের গাওয়া পুরনো গান শুনতে চাই। That's a pretty song! I always want to listen to the old songs sung by Hemanta Mukherjee.
@ArunDas-gr5bd
@ArunDas-gr5bd 3 жыл бұрын
হৃদয় জুড়ে রয়েছে মধুর গানটি
@pradiptabanerjee1958
@pradiptabanerjee1958 2 жыл бұрын
নামে হেমন্ত, কণ্ঠে চিরবসন্ত।
@somamukherjee3339
@somamukherjee3339 3 жыл бұрын
অম্লান হয়ে রইবে চিরকাল।
@faizulhoque4667
@faizulhoque4667 Ай бұрын
সুরের যাদুকর হেমন্ত মুখার্জি । তার গান হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দেয় ।
@ILoveDogsAndCats1003
@ILoveDogsAndCats1003 Ай бұрын
এই সমস্ত গান বাবা তোমার জন্যই আমার জানা৷ যখনই হেমন্তকে শুনি উত্তমকে দেখি আমার মন ব্যাকুল হয়ে ওঠে তোমাকে দেখার জন্য ৷ প্রচন্ড Miss করি ৷ একবারটি আসো আমাকে মাগো বলে ডাকো😢😢😢😢
@mainakgupta682
@mainakgupta682 Жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায়ের গান গুলো শুনলে মনে হয় কি সহজ গান। গাইতে গেলে অনেক বড় বড় শিল্পী'র দম বেড়িয়ে যাবে৷ গান কত সহজ অথচ কত সুন্দর হতে পারে, প্রথম হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনে আমি বুঝেছি।
@isratzahan4329
@isratzahan4329 2 ай бұрын
সত্যি এ গানে কি যে আছে!! বুকটার মধ্যা মোচড়ে উঠে।
@sudipchottoraj8912
@sudipchottoraj8912 2 жыл бұрын
পুরো পাগল গলা,পাগল কথা আর পাগল সুর...যতদিন গান বলে কিছু এই পৃথিবীতে থাকবে ততদিনই কাঁদবে এই গানে
@parimalmaity723
@parimalmaity723 2 жыл бұрын
Ki gan ki gan abhinava.wonderful.eto Sundar bhaba jai na..
@nituhossain3975
@nituhossain3975 Жыл бұрын
এই কিংবদন্তীর প্রতি রইল অতল শ্রদ্ধা ❤️🇧🇩
@kamaleshhalder2138
@kamaleshhalder2138 2 жыл бұрын
হৃদয় জুড়ানো গান। সারাজীবন মনে থাকবে।
@conceptprojectconsultancys399
@conceptprojectconsultancys399 5 ай бұрын
That`s why He is still the "Brahma" of the World of Music!
@natharun2010
@natharun2010 6 жыл бұрын
আমৃত্যু সঙ্গী রবে এ সংগীত।,,,,
@vivekanandasmritisanghaand1054
@vivekanandasmritisanghaand1054 5 жыл бұрын
Ei gaanta kintu Rabindrasangeet noi
@vivekanandasmritisanghaand1054
@vivekanandasmritisanghaand1054 5 жыл бұрын
Sorry vul korar jonno
@fuadalhamid7686
@fuadalhamid7686 5 ай бұрын
সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় ... ❤
@sayakghosh6972
@sayakghosh6972 4 ай бұрын
ভোরের আলো সুন্দর কিন্তু তার অনুপস্থিতিতে চাঁদের আলো তাই আরো সুন্দর 🌚⚔️❤️❤️
@masukurrahman8714
@masukurrahman8714 Жыл бұрын
Ki gaan...mone hoy keno ses holo...surer rinijini bajse amar kane.....
@babudr4200
@babudr4200 2 жыл бұрын
সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার ওই ফুলভরা গাছটার নিচে আমি কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা, দুচোখ ভরে দেখে নিলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে? আমার মনটা ছড়ানো ছিল যেখানে! আমি দেখলাম, শুধু দেখলাম আর সুখের কান্না কেঁদে গেলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় কথা খুঁজতে খুঁজতে ভুলতে হল কথা আমাকে আমার কিছুই হলনা বলা তোমাকে শুধু বুঝলাম, আমি বুঝলাম এক নতুন বেদনা খুঁজে পেলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার ওই ফুলভরা গাছটার নিচে আমি কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা, দুচোখ ভরে দেখে নিলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায়
@dr.shahnazpervin4469
@dr.shahnazpervin4469 4 жыл бұрын
এক নতুন বেদনা খুঁজে পেলাম🌹
@EyeOfBengal
@EyeOfBengal 4 жыл бұрын
মিষ্টি বেদনা, ম্যাম
@samaranirban3504
@samaranirban3504 7 ай бұрын
স্বর্ণ যুগের গান . . . . . আহা ❤
@shyamalkumarmukherjee236
@shyamalkumarmukherjee236 Жыл бұрын
কথা সুর কণ্ঠ মিলে মিশে একাকার হয়ে আছে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে তার সৃষ্টি কে এই দায়িত্ব তাদের ই নিতে হবে । হেমন্ত আর নাহি ফিরে আসিবে আগামী পৃথিবী কে কান পেতে তার সুরেলা শোনাবার অধিকার থেকে বঞ্চিত করা হবে
@aparnaniyogi1970
@aparnaniyogi1970 2 жыл бұрын
What a beautiful golden Rabindra sangeet, we are proud of Hemanta Mukherjee
@rakhadas4411
@rakhadas4411 3 жыл бұрын
আধুনিক বাংলা গানের সাথে বিদেশী নর নারীর আবেগ প্রবণতা বেমানান ।
@proproot
@proproot 2 жыл бұрын
kzbin.info/www/bejne/kJ7MdqN5qZKikLc এটা দেখুন।কেমন হয়েছে বলুন।
@shyamaliroy616
@shyamaliroy616 3 жыл бұрын
বড় মন ছুঁয়ে যাওয়া কন্ঠ সেই গান 🎶
@Pranabesh-p3y
@Pranabesh-p3y Ай бұрын
Apurbo gaan. Chiro nutan gaan. Gayak o lekhok du jon ke amar🙏🙏
@swapanmajumder7696
@swapanmajumder7696 8 ай бұрын
ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, স্মৃতি ও অতীত সব সময় মধুর ,, 👍ডাউন মেমোরি লেন।
@sunnydutta6568
@sunnydutta6568 3 жыл бұрын
Thanks streeo sound er sathe song ti upload korar jonyo,er aage gaan ta Mono sound ei sunechilam,jana chilo na song ti streeo sound e record kora hoyechilo
@PintuDaso-s3t
@PintuDaso-s3t 2 ай бұрын
সেই গান গুলো খুব ভালো লাগে, এখন যে নতুন গান গুলো মুতেও ভালো লাগেনা।
@rahmanmoti
@rahmanmoti 2 жыл бұрын
সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় তুমি ভোরের আলো হয়ে দাঁড়িয়ে ছিলে কৃষ্ণচূড়ার ঐ ফুলভরা গাছটার নিচে...♥♪ বর্ণনার ভঙ্গি এমন যেন প্রথম প্রেমে পড়ার অনুভূতি। এই মাঝরাতে বাংলাদেশ থেকে শুনছি প্রিয় এ গান।
@UsdhdhShshshw
@UsdhdhShshshw 5 ай бұрын
Excellelnt
@krishnendumisra1402
@krishnendumisra1402 3 жыл бұрын
What a golden voice.
@pankajgupta6678
@pankajgupta6678 3 жыл бұрын
তাই ভাই ।
@sabrinashahnaz5848
@sabrinashahnaz5848 2 жыл бұрын
আহা! কি অসাধারণ কালজয়ী গান ❤️
@shilpibhattacharjee2459
@shilpibhattacharjee2459 2 жыл бұрын
Immortal songs ki lyrics,ki Sur ki composition temni gaoya.... ❤️❤️
@amitamukherjee1317
@amitamukherjee1317 7 ай бұрын
Aj ei ganta buker vitore Konkona kore uthlo .aisyaria konther aoyaje. 😢🙏🙏🙏🌹🌹🌹
@SurojitMaitra-mh6pt
@SurojitMaitra-mh6pt 2 ай бұрын
এই গানটা শুনলে মনে হয় হেমন্ত মুখোপাধ্যায় এর জন্যই তৈরি।
@purbashatv8466
@purbashatv8466 9 ай бұрын
এমন মিষ্টি গানটি বহুদিন পরে শুনলাম
@mrahman4055
@mrahman4055 9 ай бұрын
তোমায় রেখে দিলাম অন্তরে.....🌿
@tapasdas5568
@tapasdas5568 2 жыл бұрын
The voice of God
@rubychakraborty8444
@rubychakraborty8444 2 ай бұрын
My favorite song ❤️
@kingshukkanjilal857
@kingshukkanjilal857 6 ай бұрын
Picturisation is absolutely unmatched....
@mousumibhattacharya3561
@mousumibhattacharya3561 7 ай бұрын
Amar Baba er khub priyo shilpi er priyo gaan , khub chotobelei baba er sathe bose gramophone e suntam 🙏🙏
@Nadirtir-hk6pb
@Nadirtir-hk6pb 11 ай бұрын
যেমন গীতিকার তেমনই সুরকার। 😊
@chhandabanerjee8473
@chhandabanerjee8473 Жыл бұрын
কোনোদিনও পুরানো হবেনা।অনবদ্য ,অপূর্ব ♥️♥️♥️♥️♥️♥️
@durgasankarbhakta5154
@durgasankarbhakta5154 3 жыл бұрын
তুমি যে মহান.... ♥♥♥♥♥♥♥♥♥♥~♥~
@HasanKhan-op2mw
@HasanKhan-op2mw 3 жыл бұрын
Aaha Mon vore gelo love ❤️ from bangladesh
@dipannitasarkar3330
@dipannitasarkar3330 Жыл бұрын
এই গানে ‌শুধু শোনা যায় না, দেখায় ও।
@sanjubabafane9086
@sanjubabafane9086 3 жыл бұрын
অসাধারণ গান ❤️❤️
@kanagoswami5202
@kanagoswami5202 2 жыл бұрын
সত্যিই কি অসাধারণ গান ❤️❤️❤️
@musicworld2831
@musicworld2831 2 жыл бұрын
Hemant babu apni fire asun sir❤🙏🌹
@natharun2010
@natharun2010 6 жыл бұрын
সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা,,,
@m.m.rahman3238
@m.m.rahman3238 3 жыл бұрын
Great!!
@madhusudanghosh5611
@madhusudanghosh5611 2 жыл бұрын
Unbelievable
@azaad_paanchi3483
@azaad_paanchi3483 5 жыл бұрын
আহা! চরম রোমান্টিসিজম ♥️⭕
@pratyushsengupta8482
@pratyushsengupta8482 3 ай бұрын
ঈশ্বরের কন্ঠের গান....
@sdutta5597
@sdutta5597 4 ай бұрын
ভীষণ অনুভবের গান
@jharnabhattcharyya6365
@jharnabhattcharyya6365 3 жыл бұрын
এ গান তাঁর গলায় শুনতে ভাল লাগে
@himalaysantra4129
@himalaysantra4129 2 ай бұрын
N. H. SANTRA
@ramdasbhattacharjee922
@ramdasbhattacharjee922 Жыл бұрын
Excellent 👍
@siddharthamajumdar5534
@siddharthamajumdar5534 Жыл бұрын
Nobin ra onugroho kore bar bar sunun...Sunun Ucharon ka ke bole..Gayoki ka ke bole..Bar bar sunun..Straight gaoya ka ke bole...aaha...aaha...doya kore sunun ..jara sangeet sikchen ...sunun ..pls..
@MDAlAMGIR-ds3uz
@MDAlAMGIR-ds3uz Жыл бұрын
ভালোলাগার-কন্ঠ-মাধুর্য্য-কথা-সুর....
@pankajgupta6678
@pankajgupta6678 3 жыл бұрын
এর চেয়ে সুন্দর আর কেইবা গাইতে পারতেন । JUST NONE. 🙏🙏🙏
@sanjoysingharoy3287
@sanjoysingharoy3287 5 жыл бұрын
আহা, এই গলা কি আর হবে?
@apuchandradas1935
@apuchandradas1935 2 жыл бұрын
মনটা কেমন করে উঠে।
@rubychakraborty8444
@rubychakraborty8444 4 ай бұрын
One of my favourite song ❤️❤️
@mohammadmosharrafhossainsu5093
@mohammadmosharrafhossainsu5093 Жыл бұрын
অপুর্ব ভাষায় প্রকাশ করা যায়না।
@somabiswas8650
@somabiswas8650 2 жыл бұрын
Ma er khub priyo shilpi chhilen... Tai sob gaan gulo sona hoye jeto.... Ma-Mashider adda teo discussion hoto... Sotti golden days...
@aparnachakraborty9107
@aparnachakraborty9107 3 жыл бұрын
Monta bhore galo..... 👍👍
@badaldey5708
@badaldey5708 11 ай бұрын
অসাধারণ সুন্দর ❤
@bishwajitghosh6280
@bishwajitghosh6280 Жыл бұрын
বাংলা গানের অহংকার এমনই সুন্দর একটি গান
@deepankarchakravarty2352
@deepankarchakravarty2352 2 жыл бұрын
Hemonto Mukherjee mane sudhu e bhlo laga tar sange sei bhabasar din smaron kara🙏
@nasimakhankhan8629
@nasimakhankhan8629 11 ай бұрын
প্রাণের গান ❤️❤️❤️❤️🥰
@anisahamed7652
@anisahamed7652 8 ай бұрын
Unbelievable voice melody ❤
@holynasima97
@holynasima97 3 жыл бұрын
মিষ্টি একটা গান।
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Shedin tomay dekhechilam hermonium Tutorial. song with lyrics.Hemanta Mukherjee.Hurmonium tutorial.
14:59
Kajol Nadir Jale with lyrics | Tarun Banerjee | Shyamal Mitra
3:47
Saregama Bengali
Рет қаралды 2,7 МЛН
Amio Pather Mato with lyrics | Hemanta Mukherjee | Chyanika
3:56
Saregama Bengali
Рет қаралды 721 М.
Salil Chowdhury & Shyamal Mitra Timeless Tunes | Jodi Kichhu Amare Shudhao | Dur Noy Beshi Dur Oi
28:28
abar hobe to dekha song
3:58
Indrajit ghorai lifestyle
Рет қаралды 5 МЛН
Path Harabo Bolei Ebar with Lyrics | Chyanika | Hemanta Mukherjee
3:42
Saregama Bengali
Рет қаралды 2,2 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН