একজনের কলমে অমর সৃষ্টি আর একজনের অমৃত সম কন্ঠ। দুইয়ের সংমিশ্রণে এক কালজয়ী সৃষ্টি।
@milankantidebmilandeb6477 Жыл бұрын
এটি একটি নজরুল গীতি, আর এ গানেও আপনি মন কেড়ে নিয়েছেন। সব ধরনের গানই যে আপনি পারদর্শী। কী করে ভুলি আপনাকে। শাওনো রাতে আবার আপনি ফিরে আসুন আমাদের মাঝে। প্রণাম।
@manzulakhan2522 Жыл бұрын
ঝরিবে পূবালী বায় গহন দূর বনে রহিবে চাহি তুমি একেলা বাতায়নে.... কী সাধারণ শব্দ অসাধারণ ভাবে সুর সংযোজন! সেই আমার ১৫/১৬ বছর বয়স থেকে শুনছি, এর আবেদন এতটুকুও পরিবর্তন হয়নি। বিরহের গান, কষ্ট মিশ্রিত ভাললাগার এএক অপূর্ব সুন্দর উপহার আমাদের জন্য।🎉❤
@Sudebair Жыл бұрын
হয়তো একদিন আমরা এই পৃথিবীতে থাকব না, থেকে যাবে শুধু আমাদের এই কমেন্ট গুলো । ছোটরা পড়বে আর ভাববে বড় ভাইদের কাছে এই গানগুলো কতই না প্রিয় ছিল। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RL-kp5iy Жыл бұрын
KZbin o thakbe na ek shomoye. Ei comment o na
@চেঙ্গিস_খান Жыл бұрын
ছোটদের এতো সময় নাি
@RafiqulIslam-fb8kw11 ай бұрын
সহমত
@rpshome599911 ай бұрын
ভাববে তখনই, যখন সে এই গানের ভাবার্থ বুঝবে, নচেৎ আপনার এই মূল্যবান মন্তব্য তার কাছে অর্থহীন। আর বর্তমান প্রজন্ম বাংলা শিক্ষা থেকে প্রবলভাবে বঞ্চিত। তারা অনিচ্ছাকৃত বাংলা ভাষা ও সংস্কৃতিকে অবক্ষয়ের দিকে প্রসারিত করছে।
@ShelliAfroz11 ай бұрын
M l@@RL-kp5iy
@knowing.me_9 ай бұрын
বসন্তের বৃষ্টি ভেজা সন্ধ্যা তে এই গানটি বড়োই মায়াবী 🌧️🎵🎶💖
@subodhkumarbanerjee57472 жыл бұрын
দুইটি ব্যর্থ জীবনের কাহিনী খুব সুন্দর ভাবে তুলে ধরে ছেন কাজী নজরুল ইসলাম ।একেবারে সঠিক অভিব্যক্তি ।খুব শ্রুতিমধুর কিন্তু দুঃখের ।
@ahnafahmed11129 ай бұрын
❤❤
@MadhabiPrachanda7 ай бұрын
😢😅😊
@RatnaBiswas-t3v5 ай бұрын
একদম ঠিক
@pranabchakrabarti7157Ай бұрын
এই অপূর্ব গান অনেকেই গেয়েছেন কিন্তু মান্না দে গাইবার পর নতুন উচ্চতায় রয়েছে গান টি কি দরদ ও আবেগ এর সঙ্গে
@kantichakraborty5010 Жыл бұрын
এমনভাবে এ গান আর কেউ গাইতে পারেন না শুধু মান্না দেই গাইতে পারেন, যেমন সুন্দর গানের কথা তেমনই সুর আর দরদী গায়কি ।🙏🙏🙏🙏
@monishongkardatta84419 ай бұрын
সতীনাথ এর গলায় গাওয়া এই গানটি শুনে দেখবেন প্লিজ 🙂
@kakonhasan10526 ай бұрын
মান্নাদে ই সেরা।
@RatnaBiswas-t3v5 ай бұрын
কেন মান্না দে র থেকেও কি ভালো গেয়েছেন
@abulhasanfeni2521 Жыл бұрын
আহা ! এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কত কষ্টের। এ গানগুলো স্কুল জীবন থেকেই শুনছি। আজও মনে ছুঁয়ে যায়।
@AlMamun-jd3il Жыл бұрын
যত শুনি মন ভরে না। কি সুর! কি গান। শিল্পী ও কবির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল
@animamiddyaray5420 Жыл бұрын
আরে এত ভুল!এটা নজরুলগীতি।
@arifislam22316 ай бұрын
মানবেন্দ্র।
@জীবনসুন্দর Жыл бұрын
আহা,আহারে্ নজরুল। দুঃখ মিয়া কী সৃষ্টি রেখে গেলে❤❤
@jibanpatra122114 күн бұрын
অবিস্মরণীয় সৃষ্টি । কালজয়ী গান, শুনতে শুনতে কোন্ অজানা দেশে পৌঁছে যাচ্ছি নিজেও জানিনা । লেখক, গায়ক ও সুরকার কে অজস্র ধন্যবাদ ।
@gobindoadhikary1075 Жыл бұрын
অনেক ছোটো বেলায় শুনতাম অনেক ভালো লাগতো,জানতাম না জে মান্না দে গেয়েছিলেন আনেক পরে জানতে পারলাম। জানার পরে গানটা উপর ভালো লাগাটা অনেক বেড়ে গেলো।।
@SalmaSultana-rb7kg Жыл бұрын
২০৬০ সালে পৃথিবীতে থাকবোনা কিন্তু এই গানগুলো মৃত্যু নেই।
@md.harun-ur-rashid Жыл бұрын
তাহলে আপনি ২০৬০ পর্যন্ত বেঁচে থাকবেন এটা নিশ্চিত???
@SandipMandol-no6fk5 ай бұрын
😢
@rounak24264 ай бұрын
¹@@md.harun-ur-rashid
@gotampatro8732 жыл бұрын
এই গানটি যত বার শূনি তিনি চার বার না শুনে মন ভরে না এই গানটি স্বরণীয়
@bipashahiat8057 Жыл бұрын
ছোট বেলায় আব্বুর কাছে সুয়ে শুনতাম, বলতাম এখনো পর্যন্ত গান টা ভালো লাগে।।💜💜
@MHMithu772 жыл бұрын
শাওন রাতে যদি Lyrics.... শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে শাওন রাতে যদি... ভুলিয়ো স্মৃতি মম, নিশীথ স্বপনসম ভুলিয়ো স্মৃতি মম, নিশীথ স্বপনসম আঁচলের গাঁথা মালা ফেলিয়ো পথ 'পরে বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে শাওন রাতে যদি... ঝরিবে পূবালী বায় গহন দূর বনে রহিবে চাহি তুমি একেলা বাতায়নে বিরহী কুহু কেকা গাহিবে নীপ-শাখে যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে বিরহী কুহু কেকা গাহিবে নীপ-শাখে যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে বিজলী দীপ-শিখা খুঁজিবে তোমায়, প্রিয়া দু'হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে শাওন রাতে যদি...
@Arpita5113 Жыл бұрын
thank you.
@essatjahanjuli5711 Жыл бұрын
❤❤❤❤
@HappyDrum-rx1hu Жыл бұрын
❤
@subirraha3585 ай бұрын
মন ভরে গেল অনেক অনেক ধন্যবাদ
@SurajSharma-yg2csАй бұрын
Oshonkho dhonnobad 🙏. Manna dey amar guru. Na jani amar motun koto shikkharthi der guru uni.
@sankarpramanik74466 ай бұрын
হে আমার দুখু মিয়া তুমি যা দিয়ে গেছো সর্বকালের সর্বশ্রেষ্ঠ তোমার সৃষ্ঠি, তোমার চরণে শত কোটি প্রনাম জানাই ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@Rubel_Music_Media5 ай бұрын
৪০ সালে হয়ত পৃথিবীতে থাকবো না। কিন্তু এই গানগুলো তখনো মানুষের হৃদয়ে দোলা দিবে। কালজয়ী গান।
@runujatua8507 Жыл бұрын
অসাধারণ গান নজরুলের মতো কবি লিখতে পারে r মান্না দের কন্ঠে তা আরো অসাধারণ হয়ে উঠেছে 🙏
@Md.Moniruzzaman-hn9dg Жыл бұрын
Pp Pp Plp P Upp Ppp
@mrinaldas5924 Жыл бұрын
অনেকবার শুনেছি, আবার শুনলাম। অসাধারণ গায়কী, আপনি ভাবে বিভোর হয়ে সুরের মূর্ছনায় ডুবে গেছেন। আপনার কোনো প্রসংসাই যথেষ্ট নয়। আরও শুনতে চাই। শুভেচ্ছা রইলো।
@SelimJaman-jh4bx7 ай бұрын
মান্না দে'র মতো এতো দরদ দিয়ে এই গান আর অন্য কেউ গাইতে পারেননি! কত বার যে শুনেছি, তার হিসেব রাখিনি!
@SwarnenduPanda-g9q Жыл бұрын
সর্বকালের সেরা শিল্পী ❤ প্রণাম জানাই
@muhurta-themoments167 Жыл бұрын
Without any doubt.
@krishnadas13843 ай бұрын
আহা! এই নজরুল সঙ্গীত শুনলে কোন মায়ায় জড়িয়ে যাই,বার,বার
@sujitrajak9117 Жыл бұрын
কি অপূর্ব গান।যে গান শুনলে আবেগে আপ্লুত হয়ে যায়।মানুষ চলে যাবে গান বেঁচে থাকবে।
@sadhanbasu383 Жыл бұрын
This is one of the best bengali song by Nazrul Islam.Perhaps, I have already heard it thousand and one times and still love to hear again and again.
@shajahansanu79949 ай бұрын
হৃদয়ের গহীন আকুতিতে ভরা অনন্য সৃষ্টি। নজরুল আমাদের প্রাণের কবি।।
@subratabhaskar2022 Жыл бұрын
খুব সুন্দর একটি নজরুল গীতি
@mdserajulislam47412 жыл бұрын
Many artists have sung this Nazrul Geeti, but Manna Dey is unique and unparallel. Prof. Md.Serajul Islam, Dhaka University.
@abdullahmojahid25319 ай бұрын
সেই শুনেছিলাম ৩ বছর আগে।কীভাবে যেন আজ হঠাৎ মনে পড়ল।
@dhananjayghosh46233 жыл бұрын
মান্না দে র কণ্ঠে এ গান সব comment এর উর্দ্ধে !
@abedmansur51373 жыл бұрын
Heart touching and unforgettable song by Manna dey one of the NAZRUL SONG
@soyttajitchakraborti2411 Жыл бұрын
স্মৃতি রেখে গেলাম.!.যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে.!. তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো এই প্রিয় গানটি...!😔👼
@ajoygoalder24667 ай бұрын
Lovely comment ❤❤❤
@rubimaity10817 ай бұрын
❤❤❤
@fahadahmed61084 ай бұрын
ami sure tui ei ganer kichui bujhis na, sudhu sosta like & comment pawar jonno ei comment korechis. sob jaygay tui copy paste mere beracchis
@knightstar9562 Жыл бұрын
কি লাগলো গানটা শুনতে, অপূর্ব! মান্না দের কন্ঠে নজরুল গীতি, চোখে জল এসে যায়
@asadkhan748 Жыл бұрын
Amar nana aey gan khub like korto,,, r ami nanar sathe rate ghumale amake bolto j aey ganta gaite,,, aj nana r nai dua kori allah tala behest nosib korun amin😢😢😢😢
@santimaji54007 ай бұрын
এই সব শিল্পীরা এমন গান গিয়েছেন আমরা ছোটো শিল্পী দের কাছেও সবাই শুনতে চাই,,এনারা প্রকৃত শিল্পী ছিলেন ১০০ বার শুনলেও মনে হয় আর শুনি,,
@somasrighatak2688 Жыл бұрын
Oh darun.jemon kobir lekhoni temon sur r temon gayar er gun
@Janmenjoy.khutia10 ай бұрын
Most excellent song 0f Respected Manna De. No singer in endless future will be born in the world. My deep respect to the immortal memory of the great son of mother India.
@ZidanRoudiya-yu7os Жыл бұрын
শরতের বৃষ্টি ভেজা রাতে মাঝ রাতে এমন গান শোনা অন্যরকম অনুভূতির। 😊😊
@samirbar66982 ай бұрын
অনবদ্য অসাধারণ হৃদয়ছোঁয়া একটি সুন্দর গান
@rudhra949 ай бұрын
কর্মব্যাস্ততার মাঝেও সামান্য অবসর পেলে এই গানগুলোই পরিশ্রান্ত মনকে শান্ত করে
@jaminikantamahato3372 жыл бұрын
অতি প্রিয় গান। যতবারই শুনি আবার শোনার ইচ্ছে হয় ।
@tapasbhattacharjee4611 ай бұрын
No one singing this song. Only one legend -great manna dey.
@Bhanu-q8j5 ай бұрын
যুগের পর যুগ আসবে যাবে কিন্তু এই গানগুলো অমর হয়ে থাকবে অনন্তকাল।
@DharmadasMukherjee-e9c8 ай бұрын
এসব গান কখোনই পুরানো হবেনা,যেকোনো সময় যেকোনো মুহূর্তে শুনলে মন এক অন্য পৃথিবীতে নিয়ে যায়।
@PremaChowdhury-xp9kc5 ай бұрын
এই পৃথিবী শেষ না হওয়া পর্যন্ত এই মান্না দের গানগুলো চলতেই থাকবে। ওনার তুলনা উনি নিজে। আর দ্বিতীয় কোনো মান্না দে কোনোদিনই তৈরী হবেনা।
@rampadarana2983 Жыл бұрын
How sweet this NAJRUL SANGIT.
@essatjahanjuli5711 Жыл бұрын
জীবনের সুন্দর অনুভূতি গুলো যখন স্বপ্ন সাজাতে ব্যর্থ হয় ❤🥀
@kumardebu104 ай бұрын
বাংলা সাহিত্যের ও সঙ্গীতের প্রবাদপ্রতিম এক গীতিকবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এক স্মরণীয় গান! প্রিয় কবি'র স্মরণীয় এই গান টি বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম শিল্পী কিংবদন্তি জগন্ময় মিত্রের অনন্য সুরে বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম আরেক শিল্পী কিংবদন্তি মান্না দে তাঁর অনবদ্য গায়কীতে দিয়ে চিরস্মরণীয় করে রেখেছেন। বিশ্ব মানবতার বিদ্বগ্ধ কবি কাজী নজরুল ইসলাম ও ভারতীয় বাংলা গানের প্রবাদপ্রতিম দুই শিল্পী কিংবদন্তি জগন্ময় মিত্র এবং কিংবদন্তি মান্না দে এঁর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও শতকোটি প্রণাম।♥️🙏
@georgefavreau53213 ай бұрын
অফুরন্ত আবেন ও চিরস্থায়ী সংগীত, যাতে আছে বেদনার ছোয়া।
বৃষ্টি মূখর রাতে এই গান এখনো শুনি, রেকর্ড প্লেয়ার, টেপ রেকর্ডার সবেতেই এই অমর শিল্পীর গান শুনতাম।
@NurShalemMontu5 ай бұрын
যে গান শুনলে দেহে প্রানফিরে যায়
@navneetmodak7602 жыл бұрын
Amar thakurdada ei gan ti korten sunechi uni kichudin age mara gelen,mara jabar kichu din age ei gan ti korechilen.... Aj eti sune onar kotha bhabchi... Om shanti🙏
@labiba783511 ай бұрын
আমার অতিথি কথা মনে পরে এ গান শুনলে৷❤
@madanmondal7605 ай бұрын
এই সময় আসলে গান গুলো শুনলে মনে সেই কথা গুলো মনে পরে যাই ছোট্ট বেলার সেই। কথা।
@ashequemowlafaizullah39014 жыл бұрын
এই শ্রুতিমধুর গানটি নজরুল সংগীত কিন্তু উপস্থাপক শুরুতে ঘোষনা দিয়েছেন রবীন্দ্র সংগীত। এটা কি অনাকাংখিত ভুল ?
@sunirmalyasinha75633 жыл бұрын
Ota add chilo
@basudeb56823 жыл бұрын
@Asjque Mowla Faizullah
@goodearth35143 жыл бұрын
Saregama Bengali ছোট লোক হিন্দুর চ্যানেল । এরা বাংলা সংস্কৃতির চেয়ে হিন্দু সংস্কৃতি বেশি লালন করে। নাহলে এই ভূল এখনো থাকতোনা!!
@dipankarmarik67203 жыл бұрын
@@goodearth3514 nijer chorkay tel de, toke ke sunte boleche, sob bapare e toder ei hinddu biddesi manisikota ta bodla. Suorer dol
@jibeshchandrapaul8353 жыл бұрын
এটা একটা বিজ্ঞাপনের হেডিং লাইন,গানটার পরিচিতি নয়।
@debjyotimidyachowdhuri60075 ай бұрын
যত বার শুনি , মন বলে আর একবার শুনি। আশা মিটবে না কোনোদিন।
@SyedSodrulAmin2 ай бұрын
Un fortunately anchor said rabindra sangeet it's nazrul geeti but both the great son of bengal we are proud of them s s Amin amta 1 howrah w b
@itz_jayshree_z3 жыл бұрын
ভগবান এই পৃথিবীতে কত রকমের মানুষ সৃষ্টি করেছেন , সেটা সম্পর্কে বলা শুরু করলে সত্যিই থামা যাবে না ।
@DulaliChakraborty-l3i6 ай бұрын
কথা গুলো হৃদয় স্পর্শ করে যায়। বারবার শুনে ও মন যেন ভরেনা।
@monowarhussain20262 ай бұрын
কতবার যে শুনেছি এই গান টি, প্রতি বার রোমান্সীত হয়েছি।
@gamingst5588 Жыл бұрын
অসাধারন ❤❤❤
@Ripon.debnath.3 жыл бұрын
আহা কি অপূর্ব কন্ঠ। ❤️
@SikhaRaniMandal-s5p5 ай бұрын
শাওন রাতে এ গানের মাহাত্ম্য স্মরনীয় হয়ে রয়ে যাবে বাঙালির মণিকোঠায়।
@makazad85725 ай бұрын
হে আল্লাহ মরহুম কে জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন,
এই মান্না দে শেষ জীবনে কত কষ্ট পেয়েছেন।।। শেষ ওনাকে মেয়ে ওনাকে গানের রেওয়াজ করতে দিত না
@krishnadas13846 ай бұрын
এই গানটি শুনলে মন কেমন করে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর গান
@Gwen_Stacy396012 күн бұрын
দারুণ
@goutamgain6268 ай бұрын
এই ধরনের গান শুনে আমি গান লিখতাম। তাছাড়া গান টা আমার খুব প্রিয়। আমি এক সময় গান টা খুব গাইতাম।
@apkst643711 ай бұрын
অসাধারন।
@suraiasarmin92682 жыл бұрын
দু'হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে!!
@sunirmalmitra2808Ай бұрын
ভবি্যতে আমরা হয়তো থাকবোনা , কিন্তু গান গুলো বেচে থাকবে।
@payelpaul60972 жыл бұрын
আহা মন ছুঁয়ে গেলো
@fluid23267 ай бұрын
ছোটতে ভাবতাম এটা মান্না বাবুরই গান। বড় হয়ে যেদিন গানটা প্রথম শিখলাম সেদিন বুঝলাম নজরুলকে মান্না দে আত্মস্থ করেছিলেন 🙏
@palashh007 Жыл бұрын
নজরুল গীতি অসাধারণ💓💓💓
@parimalchandradas2243 Жыл бұрын
A priceless gem in the universe of love divine .
@umamajumdar63862 жыл бұрын
Soul touching wordings dil khush hoye galo
@tapandebnath88443 жыл бұрын
4রবীন্দ্র রচাবলী এর কোন জায়গায় আছে আমি জানি না। আম নজরুল সঙ্গীত ভেবেই উপভোগ করি
@nowrinkhan27833 жыл бұрын
এটা নজরুলগীতি।
@tapatisannigrahi4237 Жыл бұрын
অপূর্ব অসাধারণ ❤❤
@dalibasu60363 жыл бұрын
Aha Aha excellent song and SINGER 👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹♥️
@SayeedmostofaHassan3 ай бұрын
গানটি নজরুলের এক অমর সৃষ্টি।
@mdjohir4463 Жыл бұрын
Mashallah. Yea Nabi salamualaika!
@AbdulAhad-gu1sm11 ай бұрын
এই তিব্র শীতের রাতে যদি কখনো মনে পড়ে তাহলে একবার আমার স্মৃতিতে ছবি তুলে দিও প্রিয় ❤❤❤❤❤।
@rubimaity10818 ай бұрын
Darun lagche .Ai gan Akbar sunle bar bar sunte iccha kore.....❤❤❤❤😊😊😊😊
@rubimaity10817 ай бұрын
❤❤
@vlogwithrimpa22 күн бұрын
2024কমেন্ট করে যাচ্ছি,, যতবার শুনি ততবারই নতুন মনে হয় 😢❤
@snahalata278 ай бұрын
তোমাদের এই স্মৃতি চির অম্লান হয়ে থাকবে ভুবন জুড়ে 🌹💜🙏💜🌹
@ritamdas84972 жыл бұрын
Fantastic Song by Legendary Singer, Manna Dey
@anitakundu9404 ай бұрын
যেমন কথা তেমনই গায়কী ❤❤
@dr.khalilurrahman54187 ай бұрын
নজরুলের অপূর্ব সৃষ্টি।
@khairatmallick2584 Жыл бұрын
It's one of the best song of kazi Nazrul Islam
@jayatinag25854 жыл бұрын
Darun
@raghunathkundu24865 ай бұрын
খুবই সুন্দর।এ গান গাওয়া মান্নাদের পক্ষেই গাওয়া সম্ভব।
@shwetaghoshal741710 ай бұрын
amar dadu sunte ei gaan, amaro sekhan thekei ei gaaner proti bhalobasa, aaj se nei amader sathei, tini beche thakte tar sathe amar bhalo somporko chilo na, kintu ekhon ai gaan sunle tar kotha boddo mone pore, tini jekhanei thakun jano bhalo thaken ai prarthona kori.
@RafikulSardar-lt1ug Жыл бұрын
বাহিরে ঝড়ও বয়ে নয়নে বারি ঝড়ে কী কথা কী সুন্দর
@debashishmukherjee31143 ай бұрын
Just enjoy and trying to memories this song, it's not a time for debate for thakur or nazrool, I love both of them,both are are precious assets for Bengalis,we should be proud, both legendary persons was born in our soil,