আহ্..... বিশুদ্ধ বিনোদন। মমতাজ উদ্দিন আহমেদের অভিনয় মনে দাগ কাটে। ভালো থাকুন অপারে। ধন্যবাদ, যিনি আবারও দেখার সুযোগ করে দিলেন 👍
@NursingClassroom Жыл бұрын
মমতাজউদদীন আহমদ (১৮ জানুয়ারি ১৯৩৫ - ২ জুন ২০১৯) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক।[১] তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ যিনি এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছিলেন। নাটকে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন।[২] মমতাজউদদীন আহমদ ৩২ বছরের বেশি বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে বাংলা ভাষা, সংস্কৃতি ও ইউরোপীয় নাট্যকলায় শিক্ষাদান করেছেন। ১৯৬৪ সালে তিনি চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা শুরু করেন।[৪] তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের খন্ডকালীন অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন। তিনি ১৯৭৬-৭৮ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়নে একজন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের দিল্লী, জয়পুর এবং কলকাতায় নাট্যদলের নেতা হিসাবে ভ্রমণ ও নাট্য মঞ্চায়ন করেন। তার লেখা নাটক কি চাহ শঙ্খ চিল এবং রাজা অনুস্বরের পালা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে তালিকাভুক্ত হয়েছে। তিনি বাংলাদেশের জাতীয় দৈনিকসমূহে নিয়মিত কলামও লিখে থাকেন। এছাড়ও তার বেশ কিছু নাটক, বাংলাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। মমতাজউদদীন শিক্ষক ও লেখক হিসেবে পরিচিতি পেলেও থিয়েটারের মাধ্যমে তার কর্মজীবনকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি সংস্কৃতি অঙ্গনের একজন কর্মী হিসেবে সক্রিয়ভাবে বাংলা ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। এছাড়াও স্বাধীনতা উত্তর বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। মমতাজউদদীন ১৯৭৭-৮০ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ছিলেন।[৫] ২০১১ সাল থেকে তিনি জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
@saikat044 жыл бұрын
কত সুন্দর নাটক। কোথায় হাড়িয়ে গেলো সেই মানুষগুলো এবং সেই দিনগুলো.....
@mohammadrony44463 жыл бұрын
এটাও নাটক আর এখনকার মূর্খদেরও নাটক,... সত্যিই অসাধারণ...
@shiblyemon56315 жыл бұрын
এটি আমার লাইফের চিরসবুজ প্রিয় বেঙ্গালি নাটক যা আমার ব্যক্তিত্বের মালিকানার মতো মনে করিয়ে দেয়। $$$ thanks to'' MAMTAJUDDIN AHMED, AFJAL BHAI & ALL OF THEIR FAVOURITE FANS''. $$$
@adilshah48634 жыл бұрын
গ্রামের দুই মা-মেয়ের ক্যারেক্টার ছাড়া বাকি সব কিছুই খুব ভালো লেগেছে
@nazrulislambadal71785 жыл бұрын
একজন মমতাজ উদ্দিন আহমদ-অসাধারন।
@muktarhossain9980 Жыл бұрын
উনার জন্যই নাটকটা সার্চ করে দেখলাম
@anandachandrabiswas65127 жыл бұрын
সুন্দর গল্প, নিখুঁত বুনুনি,দারুন অভিনয়, অসাধারণ পরিচালনা। এক কথায়, অনবদ্য। নীরেন্দ্রনাথের 'পাণ্ডুলিপি ' কে মনে করায়।
@rabindranathchakraborty70774 ай бұрын
Darun.
@jaforiqball70593 жыл бұрын
I am speechless. Living legend momotajuddin ahmed.
@kaiserzaki2595 жыл бұрын
গল্পটা খুবই অদ্ভুত, সারাক্ষনই বুকের ভিতরে একটা কষ্ট খছ খছ করছিল l
@lovelylovely32632 жыл бұрын
Osadharon Osadharon ❤♥️💚
@arupdas93367 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর নাটক আপলোডের জন্য।
@ronabegum4537 жыл бұрын
Arup Das .So.Nice
@fahmidaseraji3698 жыл бұрын
ottonto shundor ar jibondhormi natok........upload korar jonno oshonkho dhonnobad
@HRSUMON0178 жыл бұрын
ki oshadhron ekti natok.............so touchy and painful. shedding tears to see this drama. momtazuddin ahmed sir is agreat writer,actor and afzal also....... makes me nostalgic this drama. thanks for upload.
@mustafataslim21206 жыл бұрын
Thank you for the upload. One of my favourite dramas from BTV'S golden age.
@mdmonikkhan90712 жыл бұрын
নাটকটার ডাক্তার চরিত্রের লোকটাকে পুরাতন অনেক নাটকে দেখা যায়। লোকটাকে দেখতে ফরেনার এর মত লাগে আর উনার কন্ঠটাও যেন ফরেনার দের মত কথা শুনলে মনে হয় বাংলায় ডাবিং করেছে।
@md.iqbalhossain4768 Жыл бұрын
Ei rokom buhu lekhok ashe tara tader shofuluta dekhe jete pare na😢😢
@singerguitaristmunna Жыл бұрын
sotty ager btv r natok er tulona hoy na sresto der majhe sresto
@Open-dreams3 ай бұрын
2024❤❤❤❤
@dr.atmhasanmozahid533 жыл бұрын
Ki oshadharon....ekhon keno nai
@jannatislam91793 жыл бұрын
অসাধারণ নাটক ছিল
@ninadchoudhury33623 жыл бұрын
oi shomoyer shob natoki oshadharon chilo karon olpo natok likha hoto..akhonkar moto bachhader moto natok ber hoto na; aulaity is much better than quantity
@ninadchoudhury33623 жыл бұрын
কি সুন্দর সংলাপ!! পুরা নাটকে "ও জান", "বাবু খাইসো" মার্কা কোন dialogue (সংলাপ বলতে ইছা করলনা) নাই।
@karimaahmed8123 жыл бұрын
অসাধারণ গল্প চমৎকার নাটক
@ronshaz64669 ай бұрын
31:37 মমতাজউদ্দিন আহমেদ ভালো অভিনেতা ছিলেন নিঃসন্দেহে। আল্লাহ বেহেস্ত নসিব করুন। কিন্তু উনি বেশিরভাগ ক্ষেত্রেই এমন দুর্বল, গরিব চরিত্রে, কান্নাকাটি করছেন এসবে অভিনয় করতেন। ভুল হতে পারে, কিন্তু আমার মনে পরে না উনি কোনো ব্যক্তিত্বসম্পন্ন চরিত্রে অভিনয় করেছেন, যেমনটা করতেন তাঁরই সমসাময়িক আব্দুল্লাহ আল মামুন--সব ধরণের চরিত্রে তাঁর অভিনয় ছিল অসামান্য। আর বর্তমানের নাটকগুলা যেমন ফালতু, আর বস্তাপচা, আগের অনেক নাটকও একঘেয়েমী রকম ছিল, কাহিনীর বৈচিত্র সত্যি বলতে এক সময় হুমায়ুন আহমেদই নিয়ে এসেছিলেন। এ জন্যই উনার নাটকগুলা ৮০ দশকের শেষে এত্ত জনপ্রিয়তা পেয়েছিলো।
@faisalntaiyeba1234 жыл бұрын
Very likeble natak. Which year, what is the name of actress. M... ail. CANADA 🇨🇦🇨🇦🇨🇦
@sonjoydas43423 жыл бұрын
What a actor, what a picture
@imranahmed88223 жыл бұрын
Hashi meye ta onek shundor
@ninadchoudhury33623 жыл бұрын
তার নাম "সিতিমা এনাম"। The cutest actress I have ever seen.
@jerrypotter9070 Жыл бұрын
কাজল আরেফিন অমির হাতে এই নাটক পরলে কি অবস্থা হবে?
@mohammadmidul2772Ай бұрын
সে তো অশ্লীল কথা বলবে,এই ভাবে বলবে: পুঁ''ক্কি মার, হ্যান্ডেল মারতাম,কি এইসব বিশ্রী কথা !
@shahed51635 жыл бұрын
আমি বিটিভি কে অনুরধ করতে চাই।২০০৮/১১ সালের ঈদ এর সব কিছু কি দেওয়া যাবে? যদি দিতেন আমি আমার ভালোবাসার মানুষটিকে একটু অুনূভব করতে পারতাম
@shanjidajahanborsha22977 жыл бұрын
charu miss er acting awesome
@jannatislam91793 жыл бұрын
hi Borsha
@sarafatbhuiyan64383 жыл бұрын
Awesome
@imranahmed88223 жыл бұрын
Love her 😍
@singerguitaristmunna Жыл бұрын
ki acting ore baba arokom actor actres potobhumi sob ore baba kichu bolar sahosh nai
@samiaiqbal80844 жыл бұрын
nice
@ashfaquehossain85924 жыл бұрын
কেউ বলতে পারবেন- এই নাটক কবে প্রথম প্রচারিত হয়েছিলো বলতে পারবেন কেউ?