সেলুট ভাই তবলচি। দাদা আপনার গানের ৬০% কভার করে এই তবলচি। ওনার হাতে মধু মাখা। উনি আপনাকে ১০০% বোঝন। অনেক অনেক ভালবাসা ও শুভকামনা রইলো দুইজনের জন্য।
@shfolktv18872 жыл бұрын
ভাষা টা হবে তবলা শিল্পী। কিছু মনে করবেন না। কারণ আমি নিজে এক জন কন্ঠ শিল্পী। ধন্যবাদ ভালো থাকবেন।।।
@sunitighosh64942 жыл бұрын
Ami bar bar sunchhi. Aas mite na. Joyguru joymaa
@kamaleshdas36922 жыл бұрын
অপূর্ব তোমার গায়কী । এতো মধুর লাগে শুনতে ভাষায় ব্যক্ত করা যাবে না । বর্তমানে ZEE BANGLA তে এসেছো দেখে মনে বড়ো আনন্দ লাগছে । বিজয়ী হও এই প্রার্থনা করি মঙ্গলময় এর কাছে । আমি ভারত থেকে তোমার এক বড়ো ভাই বলতে পারো বলছি । খুব ভালো লাগে তোমার সব গান ।
@pradiptajyotisengupta1662 жыл бұрын
তবলা বাদক কে ওই বিশেষণটা খুব নিম্ন মানের রুচিবোধের পরিচয় l লিটনভাই শুধরে নেবেন l
@SoumitraShapathOfficial Жыл бұрын
@@shfolktv1887দাদা ক্ষমা করবেন৷ আমি একজন নাল প্লেয়ার। যিনি/যারা তবলা বাজান উনাদেরকে এখনের জেনারেশনে তবলা শিল্পী বলা হয়৷ কিন্তু আমাদের যারা মুরুব্বি ছিলেন উনিশশত দশকের কিছুটা আগে থেকে তবলা শিল্পীদেরকে উনারা তবলচি বলেই সম্বোধন করতেন। এটা হলো একজন তবলাবাদক/শিল্পীর পুরনো ইতিহাসের একাংশ৷ 😌
@MonirulHaque-ir7yn9 ай бұрын
আহ্ হৃদয় জুড়িয়ে গেল!🤍🙏🏻
@psmodak30003 жыл бұрын
ভাই, আপনার কারনে মলয়া সংগীতের স্বাদ পেলাম। আরো কয়েকটা যদি করতেন...। অনেক ওস্তাদ সংগিতজ্ঞদের মত মনমোহন দত্তও আমাদের দেশের অহ ংকার।
@prosenjitdeb10344 жыл бұрын
হৃদয়টা আপনার সুরমাধুর্যে পুরো ভরে গেল শুভদা।কন্ঠের পাশাপাশি আপনার হারমোনিয়াম বাজানোটা একেবারে মন্ত্রমুগ্ধ করে দিল আর তবলাবাদক দাদা র কথা কি বলব,একেবারে সোনায় সোহাগা যুগলবন্দী!
@s.psongs83604 жыл бұрын
#siddharthapiyada
@notobornkp58914 жыл бұрын
সম্পুর্ণ নতুন একটা গান শুনলাম।অসাধারণ লাগলো।🌷🌷
@mytime97572 жыл бұрын
তবলা বাদক ও গানের কথা এই দুটো আপনার সাথে মিলে পুরো বিষয়টাকে হৃদয়স্পর্শী করে তুলেছে। সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশনা 🥰🥰
@PramitaSaha19704 жыл бұрын
আহা !! কি আবেগভরা কন্ঠ তোমার , গানের রসে মোহিত ❤❤❤❤
@sajibchandra7444 жыл бұрын
yes
@biransaha40334 жыл бұрын
আচ্ছা দাদা তুমি এতো আবেগ দিয়ে গান করো কিভাবে
@kokonsorkar55093 жыл бұрын
অসাধারণ
@shriarjundutta76453 жыл бұрын
দুই দাদা কে আমার হৃদয়ের শুদ্ধ ভাবনা থেকে বিনম্র শ্রদ্ধা জানাই, এবং নারায়ণ জ্ঞানে চরণে প্রণাম জানাই🙏🙏🙏
@advocateprotulkumertapas94334 жыл бұрын
গান নিয়ে কোনো কথা হবেনা, তবলচির বেলায়ও একই কথা। জাষ্ট অসাধারণ।
@kuwaitkuwit92643 жыл бұрын
খুব ভাল গেয়েছ দাদা তোমাকে অনেক ধন্যবাদ।আমিসবসময় তোমার গান শুনি আমার খুব ভাল লাগে।
তবলা বাদক ভাইকে অনেক ধন্যবাদ, তার চেহারায় ফুটে উঠেছে ভাবের স্ফুলিঙ্গ....ধন্যবাদ শুভদা আপনাকেও সুন্দর একটি মলয় সংগীত উপহার দেয়ার জন্য। ভালো থাকবেন।
@SajibBanik19713 жыл бұрын
জয় দয়াময় দাদা নমস্কার নতুন আরও " মলয়া " সংগীত আপনার কণ্ঠে শুনবার সবিনয়ে অনুরোধ করছি 🙏
@priscillaraj71996 ай бұрын
মনটা ভরে গেল। তবলচি বলি, তবলাবাদক বলি বা তবলা শিল্পী, যাই বলি না কেন, গানটিকে যেভাবে সঙ্গ দিয়েছেন তা অনন্য। এমন সঙ্গত পাওয়া ভাগ্যের ব্যাপার। সকলের জন্য শুভকামনা। এগিয়ে যান। বাংলার প্রাণ এই গানেই।
@nidhi3112.4 жыл бұрын
আগে কখনো শুনিনি এমন গান ।এক কথায় অভূতপূর্ব ।
@mohammeduddin4864 жыл бұрын
You are one of the finest artist of this generation. I am confident that you will continue to carry out The Legacy of SUBIR SIR . All the best from United Kingdom.
@Nodi27127424 күн бұрын
কী যে অসাধারণ হয়েছে এই পরিবেশনা সব মিলিয়ে। শুভ, শুভকামনা অশেষ, তবলচির জন্যে ভালোবাসা, দারুণ দারুণ, মন ছোঁয়া।
@debasispaul47114 жыл бұрын
অসাধারন,কিছু বলার ভাষা পেলাম না,কারন আমার মত একজন ক্ষুদ্র মানুষের আপনার গানের বিচার করার কোনো অধিকার নেই।শুধু অনুরোধ এইভাবেই যেন গান গেয়ে যাবেন।
@saiketsarker93324 жыл бұрын
সঙ্গীতের গন্ধর্ব আপনি দাদা। চালিয়ে যান এই সাধনা।শুভকামনা রইল।
@soumitrapurkait26734 жыл бұрын
Dada khub sundor...Mon vore galo❤️❤️
@sudip72702 жыл бұрын
এক বছর আগে শুনেছিলাম গানটা..আজ হঠাৎ করেই মনে পড়ে গেলো গানটার কথা..প্রথমবার ইউটিউব এ কমেন্ট করলাম...গানটা কলিজায় লাগে ভাই..যতোবার শুনি মন ভরে না..বার বার শুনার ইচ্ছে হয়... প্রকাশ করার মতো ভাষা নাই এতো ভালোলাগে ভাই💗
@bhaskarroy61503 жыл бұрын
অসাধারণ শুভ ভাই, তোমার কণ্ঠে কি যে মাদকতা, জানি না, আমাকে ভীষণ আকর্ষণ করে। বাদককেও ধন্যবাদ, দারুন বাজিয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি অনেক অনেক অনেক হও।
@shankarchbala85612 жыл бұрын
আহা ! কি সুন্দর কন্ঠ এবং সুর।অসাধারন - তবলার সাউন্ড আরএকটু কম হলে আরো ভালো হবে
@SajibBanik19714 жыл бұрын
সাধক কবি মহর্ষি মনমোহন দত্ত এর অমিয় বানীগুলো আপনার কণ্ঠে অসাধারণ লাগছে দাদা