সত্যি সত্যিই অসাধারণ এবং অনবদ্য এক গায়কী! পন্ডিত সুকুমার মিত্র নজরুল সংগীতের আলাদা এক গায়কীর ঘরনা তৈরি করেছিলেন। বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম মহারথী কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জি নজরুল সংগীতের একচ্ছত্র সম্রাট ও প্রবাদপ্রতিম এক বিশেষজ্ঞ শিল্পী এবং ভারতীয় বাংলা ধ্রপদী সঙ্গীতের অবিস্মরণীয় এক শিল্পী। বিশ্ব মানবতার বিদ্বগ্ধ প্রিয় কবি কাজী নজরুল ইসলামের এক অসাধারণ কালজয়ী স্মরণীয় বাংলা গান! বিশ্ব মানবতার বিদ্বগ্ধ কবি কাজী নজরুল ইসলাম এবং বাংলা ধ্রপদী সঙ্গীত ও নজরুল সংগীতের প্রবাদপ্রতিম শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি এবং শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী পন্ডিত সুকুমার মিত্র এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম❤️🙏
@smarajitchakravarty4162 жыл бұрын
পন্ডিতজিকে আমার প্রণাম জানাই 🙏 কি যে শুনলাম, নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, যেন কোনো অপার্থিব মানবের গলা ❤️
@ramaprasadchakraborty764 Жыл бұрын
প্রিয় শিল্পীকে অনেকদিন পরে শুনলাম । কৈশোরে থেকে মুগ্ধতা নিয়ে শুনতাম রেকর্ড , অনুষ্ঠানে । প্রণাম ।
@bhaskarbasu3704 Жыл бұрын
নজরুলগীতি সহ যে কোনও ধরনের রাগাশ্রয়ী গানে তাঁর দক্ষতা ছিল অবিশ্বাস্য। সেই সঙ্গে ছায়াছবি ও আধুনিক বাংলা গানের ক্ষেত্রেও তিনি স্বমহিমায় উজ্জ্বল। 'রৌদ্রছায়া', 'শপথ নিলাম', 'সৎমা' প্রভৃতি চলচ্চিত্রে তাঁর সঙ্গীত পরিচালনায় মান্না দে, প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিল্পীর গাওয়া গান আজও জনপ্রিয়। সন্ধ্যা মুখোপাধ্যায়, শিপ্রা বসু, ইলা বসু থেকে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় --- কত শিল্পী গেয়েছেন তাঁর সুরে। গত প্রায় তিন দশক ধরে বাংলা গানের জগতে উজ্জ্বল হয়ে থাকা কত প্রখ্যাত শিল্পী তাঁর ছাত্রছাত্রীর তালিকায়। তবু এই প্রজন্মের কাছে পণ্ডিত সুকুমার মিত্র বিস্মৃতপ্রায়। এ বড় দুর্ভাগ্যের।
@sangitanjalee5584 Жыл бұрын
আলাদা একটা মাত্রা পাওয়া যায় পন্দিতজির নজরুলগীতি তে