আমার কিছু প্রশ্ন রয়েছে,আশা করি উত্তর দিবেন,দয়া করে
@advatik_LegalAid2 ай бұрын
জ্বি
@hanifahmed34742 ай бұрын
এটা আমার 2য় বিয়ে,সংগত কারনেই ১ম বিয়েতে ডিভোর্স আমিই দিই,এবং কোন কাবিনের টাকা তার কাছ থেকে আদায় করিনাই।2য় হাসবেন্ড অবিবাহিত ছিল,এবং আমি ডিভোর্সি জেনেও বিয়ে করে,বেশ কয়েকটা কারন ছিল,(নিজের চাকরি, চেহারা,চরিত্র এবং পরিবারের কারনে এলাকায় বিয়ে করতে পারেনি,তাই বেশ কয়েকটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চেষ্টা করে,যেটা আমি বিয়ের পর জেনেছি। আমার দুইটা বিয়েই পারিবারিক ভাবে হয়। সে আমাকে বিয়ের উদ্দেশ্য ছিল আমার কাবিনের টাকা, আগের স্বামীর রেখে যাওয়া টাকা পয়সা হাতানো,পাশাপাশি যেহেতু পড়াশোনা করছি,সুতরাং সরকারি একটা চাকরি নিয়ে তার সমস্ত আর্থিক চাহিদা পুরন করবো,এবং আমার পরিবার ও আমাকে বিয়ে করার কারনে তাকে মোটা অংকের টাকা দিবে,এভাবে কইয়ের তেলে কই ভাজতে চেষ্টা করল। কিন্ত বিয়ের পর জানতে পারলো,আমার আগের হাসবেন্ড সরকারি চাকরি করা সত্ত্বেও আমাকে ভরনপোষণ দিত না,বিয়ের সময় একটা নাক ফুল,আর কানের ছোট একজোড়া দুল ছাড়া কিছুই দেয়নি,ডিভোর্স আমিই দিয়েছিলাম,আর কাবিনের টাকাও আনিনি
@hanifahmed34742 ай бұрын
তার প্রতিটি আশা ভংগ হলো,এরপর আরো জানতে পারলো আমার চাকরি করার কোনো ইচ্ছাই নেই,সে স্মার্ট,সুন্দরী শিক্ষিতা বড় লোক বাবার রাজকন্যা কে বিয়ে করতে চাইছিল,এবং বউয়ের পরিচয়ে সামাজিক পরিচয় লাভ করতে চাইছিল,কিন্তু তার আশায় গুড়েবালি,নিজে বাস করে এক অজপাড়াগাঁয়ে,সেখানে গোবর,খড়কুটো দিয়ে রান্না করতে হয়,যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না,থাকে ভৈরব এর আগানগর নামে একটা গ্রামে,আর আমি জন্ম থেকেই ঢাকায় বড় হয়েছি,নারায়ণগঞ্জ থাকি বিশ বছর ধরে।বিয়ের সময় তাদের পারিবারিক অবস্থা দেখে আমার পরিবার অমত প্রকাশ করলে তারা বলেছিল,বউ তারা শহরে ই রাখবে।এটা আমার পরিবারের সব চাইতে বড় ভুল,কারন,সেদিন তারা যদি এই কথাটা বিশ্বাস করে বিয়েতে মত না দিত আজ তাহলে আমার এই অবস্থা দাঁড়াতো না।
@hanifahmed34742 ай бұрын
এতো গেলো তাদের পুর্বের অবস্থা,এবার আসি জিজ্ঞেসায়, 1.আমার বর্তমান বিয়ের বয়স দশ শেষ,দুইটা ছেলে আছে,একজন নয় বছরের,অন্যজন ছয় বছরের। সে বাচ্চারা হয়েছে বয়সে আমার দায়িত্ব দূরে থাক বাচ্চাদের দায়িত্ব ই ঠিকমতো পালন করেনি,পড়াশোনার উসিলায় নারায়ণগঞ্জ রেখে যায়(উল্লেখ্য বিয়ের আগে সে এখানেরই এক এনজিও তে চাকরি করতো,বেতন ছিল দশ হাজার,হাতটানের উসিলা দিয়ে কখনো ই হাত খরচটা পর্যন্ত দিতো না,বিয়ের দুইমাসের মাথায় প্রাইমারিতে চাকরি হলো,চলে গেলো ভৈরব, মাঝে মধ্যে আসতো,প্রথম সন্তান হল।কিন্তু সে আগের মতই উদাসীন, যখনই ভৈরব নিতে চাইতো,যেতাম,কিন্তু সেখানে গিয়ে টিকতে পারতাম না,সে তার মা ভাই ভাইয়ের বউকে আমার পিছে লাগিয়ে দিত
@hanifahmed34742 ай бұрын
নানা বিষয় নিয়ে মিথ্যা অভিযোগ করত,প্রথম প্রথম আমার, তারপর আমার পরিবার,ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠতে লাগলাম,সে বলতো,মানুষ কে বলে লাভ হবে না,সবাই বলবে,প্রতিবারই কি জামাইর দোষ!!!???