সাবকনশাসকে ধন্যবাদ বিশ্বাস রাখার জন্য। সাত সাগর তেরো নদীর ওপার থেকে লেখা আর বোঝাপড়ার ইতিহাসে লেখা কাব্য এই গান। রূপকথা সাম্রাজ্যের 'সাদা ঘোড়া' উড়ে বেড়াক - সব জীবনে কারো না কারো কাজল চোখের ভাষা মিশুক কোনও গৃহত্যাগী জোছনায়... দেশি গানে দেশি ভালোবাসায় সবার জীবনে রূপকথা ফিরে আসুক। \m/
@THEBOOSKINGGAMING652 жыл бұрын
Darun hoyeche likha ta
@subconscious19982 жыл бұрын
thank you so much for the amazing lyrics. lots of love. and waiting for more lyrics from you. love you brother and a great friend
@wahabbinshah Жыл бұрын
ভাই আমিও আপনার মতো প্রবাসী
@subconscious1998 Жыл бұрын
visit subconscious official channel www.youtube.com/@subconscious1998
এসব গান জারা শুনে তারা এক ধরনের বিশেষ মানুষ,, কমেন্টে রেখে গেলাম ২০৫০ সালের জন্য
@imtonmoy.2 жыл бұрын
আরেকটা মাস্টারপিস। ৬ মিনিট ৩০ সেকেন্ডের জন্যে যেন আমি হারিয়ে উড়ে গেলাম।প্রথম বার অহনার প্রেমে পড়েছিলাম এবার সাদা ঘোড়ার। 🤍
@natokplay Жыл бұрын
আবারো পরেছি প্রেমে সেধে গেছি হায় 🖤
@subconscious1998 Жыл бұрын
love you
@AnowarHAlo Жыл бұрын
এতো এতো ব্যান্ডের মাঝে এটা কেমনে চোখে পড়লোনা কোনোদিন বুঝলামনা! আফটারম্যাথের পোস্টের একটা কমেন্টে খুঁজে পেলাম একটু আগে তারপর একটু ঘাটাঘাটি করে হারিয়ে গেলাম সাদা ঘোড়া আর গাছে কাঠাল গোফে তেলে🥀🥀
@jahidanwar5842 Жыл бұрын
জোহান ভাই, আসছাআলামুআলাইকুম। সেই যে অহনাকে চিঠি দিয়ে তাঁরার মেলায় হারিয়ে গেলেন আর ফিরে এলেন সাদা ঘোড়ায় চড়ে। সেই যৌবন বয়সের চিঠির উত্তর আজ দিচ্ছি। অনুভূতি এখনও আছে কিন্ত বর্তমান সময়ের গান কড়া নাড়েনা।আপনাদের সাদা ঘোড়া গান সেই পুরোনো অনুভূতিকে জাগ্রত করেছে। যেমন কথা তেমনি কন্ঠস্বর অমনি মিউজিক। Best composition. গান টিকে আমার জীবনের প্রথম স্থানে স্থান দিয়েছি।আজও এরকম গান শুনতে চাই আপনাদের কন্ঠে। ফিরে যেতে চাই পুরোনো সত্বায়। দেখিয়ে দিন,শুনিয়ে দিন এই প্রজন্মকে আপনাদের অতীতের কথা। শুধু ১২ টি এলবাম কেন ? অজস্র গানে শিহরিত শরীরে সুরেলা কন্ঠে চিৎকার করে গর্জে উঠুন। Thanks a lot all the intelligent innocent members of Subsconsus band . Stay with you until death. Dr.Jahid (Dental Surgeon) from Rangpur.
@subconscious1998 Жыл бұрын
what a nice comment and encouragement after a long time, stay with us. we always wait to hear from old fan like you. lot of love from the deep inside from our heart. good luck with your great career.
@jahidanwar5842 Жыл бұрын
@@subconscious1998বড় মাপের মানুষ গুলোর মত জোহান ভাই অহংকারী না এই বিশ্বাসটা ছিল আমার। আমার বয়স ৪৪ বছর। বিবাহ করেছি ১৫ বছর হল।এই জীবনে আজ প্রথম খবর পেলাম যে আমি প্রথম বারের মত বাবা হতে যাচ্ছি। কতোইযে আনন্দময় খবর আমার জন্য, তাই শেয়ার করলাম। আপনাদের সাদা ঘোড়া গানটি আজ আপনাদের কাছ থেকে কিনে রাখলাম,আমার সন্তানের জন্য। এর মূল্য অগোচরে,তবে পাবেন। Subsconsus is one of the best band. আপনাদের সুস্থ্যতা এবং শান্তিপূর্ণ জীবন কামনা করি। Again unlimited Love with thanks for reply. Dr.Jahid (Dental Surgeon) from Rangpur. 2:23
@pushpo72002 жыл бұрын
দীর্ঘ নয় বছর পর প্রিয় ব্যান্ডের নতুন গানটা রিলিজ পেলেও এখনো আগের মতো গানের মহত্ত্ব ধরে রেখেছে❤️
@subconscious19982 жыл бұрын
THANK YOU SO MUCH!!
@touhidhasan94192 жыл бұрын
ভাইয়া আমি নতুন শুনছি.....আপনাদের গান.... কিন্তু আপনাদের গানে...অন্যরকম একটা ব্যাপার আছে.... বিশেষ করে.....Voice ta..shei..........and Thank you....Subconscious 💝💝
@Growth_wave_9 ай бұрын
সাদা ঘোড়া অহনা পূর্নতা এপিটাফ - সোনার বাংলা সার্কাস বিষণ্ণ সুন্দর অপার্থিব মরন ইচ্ছা জাদুর শহর দুঃখ বিলাস - artcell অনিকেত প্রান্তর আমি আকাশ পাঠাবো তুমি ডাকলেই ফিরব সব মিথ্যে সত্য নয় কদম একা বাঁচতে শেখো প্রিয় আর কিছুদূর ঘুম দেহখান দুঃস্বপ্ন তুমিও পারো ও কেন এত সুন্দরী হলো ক ফোটা চোখের জল যদি পাথরে লিখো নাম ললিতা আমায় আকাশ বললো কফি হাউজের আড্ডাটা Listed song
@subconscious19989 ай бұрын
sob koitai onek shundor
@alaminakon25962 жыл бұрын
তখন আমি ক্লাস ফোরে পড়ি ২০০৩ এর কথা পাসের বাসার বড় ভাইয়ের কাছে শুনি দুঃখ দুঃখ গান টি। শোনা মাত্রই গানটি ভাল লাগল এবং নাম জানলাম Subconscious মাটির দেহ। তখন আমাদের এলাকা মানি বরিশাল গির্জা মহল্লা। ভরপুর ক্যাসেটের দোকান থাকা সত্ত্বেও মাটির দেহ কোথাও খুঁজে পেলামনা। সব দোকানদার বলতেছে স্টক আউট। আমি অ্যালবামটি না পাওয়ার কারণ আমার মন খারাপ পড়ালেখায় ভালো করে মন বসছে না। আমার বাসার টিচার বলল কি সমস্যা তোমার? আমি সমস্যার কথা বললাম আমার টিচার বলল ঠিক আছে কোন সমস্যা নাই তুমি পড়ায় মন দাও আমি অ্যালবামটি তোমার জন্য নিয়ে আসবো। আমি তো শুনে পুরাই অবাক মানে একটু স্বস্তি পেলাম। আমার টিচার দুদিন পর কোথা থেকে যেন অ্যালবামটি নিয়ে আসলো শুরু হয়ে গেল মাটির দেহের খেলা। মনের গহীনে জায়গা করে নিলো Subconscious. এরপর খোঁজ করা শুরু করলাম আর কি অ্যালবাম আছে তাদের। দেখি আর কোনো অ্যালবাম নাই, তবে আমি দোকানে সবসময় যোগাযোগ রাখতাম তাদের নতুন কোনো অ্যালবাম আসছে কিনা। আমি সবসময় তাদের নতুন অ্যালবামের অপেক্ষায় থাকতাম। এর ভিতরে একদিন হুট করে শুনলাম তাদের নতুন অ্যালবাম আসছে তারার মেলা। আমি শুনে এতটাই খুশি এতটাই আত্মহারা তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক ক্যাসেট কিনলাম তারার মেলা। ও,,, কি সেই গান সারাক্ষণি থাকতাম মাটির দেহ আর তারার মেলা নিয়ে। তারপর দীর্ঘদিন তাদের কোনো অ্যালবাম নেই। তারপর আমি ভিসিডি কিনলাম, আপনাদের অ্যালবাম দুটো ক্যাসেট থাকা সত্ত্বেও আমি আবারো ওই দুটি অ্যালবামের সিডি কিনলাম মাটির দেহ ও তারার মেলা। তারপর দীর্ঘ অনেক বছর পর আবার Subconscious কে পেলাম শিল্পের ঘরে। তারপর আপনাদের কে আর পেলাম না। আমিও এখন ব্যস্ততার কারণে গান ভুলে গেছি। এখন আর একদমই গান শুনি না। এখন আবার শুনলাম আসছে সাদা ঘোড়া। এই সাদা ঘোড়ার কারণে আবারো মনে পড়ে গেল Subconscious কে। সাদা ঘোড়া আসতে আসতে আবারও আপনাদের সেই পুরনো গানগুলো ঘাটাঘাটি করলাম। গানগুলো শুনে সেই আগের মতনই ফিলিংস পাচ্ছি। যখনই গান গুলো শুনি তখনি আবার নতুন করে শৈশবে হারিয়ে যাই। গানগুলো একটুকু পুরানো হয়নি আর আমার কাছে কখনো পুরানো হবে ও না। ভালোবাসি Subconscious কে ধন্যবাদ সাদা ঘোড়া, ধন্যবাদ Subconsciou.
@subconscious19982 жыл бұрын
Wow. Listening to your story gives us lots of inspiration and courage to go forward with music. Lots of love from us. Love you brother.
@lovefrombangladesh45712 жыл бұрын
❤️❤️❤️
@niloybarua8608 Жыл бұрын
A
@kyashingmarma4931 Жыл бұрын
Pp
@mdsarcin6741 Жыл бұрын
❤❤. Ami Rxl
@mahadirb82932 жыл бұрын
ভাইরালের নামে এই সুন্দর গান টা নষ্ট না হোক ❤️❤️
@samioahmeddhrobo92629 ай бұрын
অসাধারণ বাজিয়েছেন গতকাল আমাদের BSMRSTU ক্যাম্পাসে। লাইভে গানটির মাধুর্য ছিল অনন্য।
@subconscious19989 ай бұрын
Thank you, we are Glad you like, we have enjoyed the concert to the fullest. we love you gopalganj.
@mohammedrajib33216 ай бұрын
সেই ২০০০ সালে মাটির দেহ এলবাম এর গান গুলো যখন শোনতাম full volume এ তখন বাড়ির পাশের লোকজন আমাক পাগল বলতো, আহ সেই দিন গুলোর কাছে ফিরিয়ে নিয়ে যায় এখন বার বার love you subconscious❤❤
@RubelAhmed-wu4sj2 жыл бұрын
অ্যাসেজ,হাইওয়ে, আর্টসেল, ভাইকিংস,ওবলিগ, ইত্যাদি এসব গান শুনতে শুনতে অব্যস্ত হঠাৎ কাল কে সামনে গান টা আসলো প্লে করলাম আহ কি লিরিক কি কন্ঠ কলিজা ছুয়ে গেল আজ পর্যন্ত ৫ বার শুনলাম ❤️🤗
@subconscious19982 жыл бұрын
MONE LEGE GELO COMMENT TA. LOVE YOU
@RubelAhmed-wu4sj2 жыл бұрын
@@subconscious1998 ❤️
@shuvenduaakash53674 ай бұрын
I love Bangla music a lot because i am a true Bengalian.Bangla band music has gone a far way then the 70's & 80's of last century i think.I wish it will go a long way through the hand of "Subconscious " Band of Bangladesh.
@subconscious19984 ай бұрын
Cheers
@bravewarriors26312 жыл бұрын
Ami New generation er ekta sele,,,, Gan sune mone hoche subconscious ke abiskar korte peresi ami,,,dorkar silo ei flavour ta,,,love this truck,more than beauty than other trucks,,love you new favourite subconscious and and also johan vai
প্রথম শুনেই subconscious এর প্রেমে পরে গেলাম। রুপকথার কাব্যের সাদা ঘোড়া প্রতিবারই আমার মনের ঐ অবচেতন অংশকে নাড়া দিয়ে যাচ্ছে।❤️
@nooraalam20032 жыл бұрын
গানের জগতে আত্মতুষ্টির বিকল্প নেই, এই ধারায় সাদা ঘোড়ার লিরিক্স প্রাণ ভরে দিলো। ❤ ধন্যবাদ সাবকন্সিয়াস।
@chinmoyroy84992 жыл бұрын
আহা ঢাবির আই ই আর এ আমাদের ২৮ ব্যাচের নবীন বরণে প্রথম শুনেছিলাম সাবকন্সাসের কাছ থেকেই🖤🖤🖤
@পথিকমোস্তফা2 жыл бұрын
চমৎকার কথামালা, অসাধারণ কাব্যিক ব্যঞ্জনাময়৷
@rafiulnewaz262 жыл бұрын
wowwwwww আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায় রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায়..... ও ও ও Johan thanks a lot for a nice comeback song, keep it up
@Hridu_Badsha5 ай бұрын
এসব গান যারা শুনে তারা এক ধরনের বিশেষ মানুষ,, কমেন্টে রেখে গেলাম ২০৫০ সালের জন্য
@bangladeshyt73622 жыл бұрын
প্রিয় ব্যান্ড তার পুরোনো আভিজাত্য ধরে রেখেছে 🤍। ৯ বছর পরে এমন গান পেয়ে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে 🤍।
@subconscious19982 жыл бұрын
thankyou. keep listening
@tarporofficial2 жыл бұрын
শুভকামনা রইলো, ভাইদের প্রতি, বাংলাদেশী আত্মাগুলোকে আবেগে পরিপূর্ণ করে দিয়ে এমন একটি গান উপহার দেয়ার জন্যে।🖤
@barshakharaarchim93856 ай бұрын
একজনের play list থেকে পেয়ে এলাম... বেশ সুন্দর...❤❤❤ বিশেষ করে এই পার্ট টা 2:47
@subconscious19986 ай бұрын
thankyou
@sabbirahamed14162 жыл бұрын
subconscious এর থেকে বেশি ডিজার্ভ করে যেটা আমরা দিতে পারছি না। এইটা সত্যি ভালো জিনিস কম মানুষ চিনে।🤍
@mmzihad76632 жыл бұрын
million touch korbe eita...🤍 milay niyen
@subconscious19982 жыл бұрын
in shah allah
@safatzareefhassan369127 күн бұрын
Touched
@mmzihad766324 күн бұрын
@@safatzareefhassan3691 ta to jantam e bhai
@mehedihasan-dr4mz2 жыл бұрын
গানের সুরটা খুবই সুন্দর, কোন এক নেশার মত শুনতে শুনতে হারিয়ে যাচ্ছি। যতই শুনছি মন বলছে আর একবার তাহলেই কাটবে তোমার ঘোর, ঘোর কাটতে কাটতে হয়ে গেল যে ভোর।
@thehungryboy3332 жыл бұрын
বা ভীষণ ভালো লাগলো ভালোবাসা রইলো কলকাতা থেকে ধন্যবাদ এত সুন্দর কিছুর জন্য ❤️❤️❤️🌷
@subconscious19982 жыл бұрын
Lots of love for West bengal.
@sankhasmukherjee48722 жыл бұрын
Love from India dada.... Osadharon gaan ta .. aaj valorant kheltey kheltey ek meyer sathey alap holo .... Bojhen y gf hin cheley manush bayass ja hoy 1st game chat e or deowa fb link khuley gaming page gelam thn halka scroll korey or naam janlam , thn srch marlam ..... Okhan thekey ekta sunlam , soja KZbin e esey "akhon alo ashe " gaan ta sunlam , r oi aaj suggest korlo j shada ghora suntey ....o bolchilo ey gaan ta onek din agey o live suneychey but eta official vabe KZbin e aaji chara hoyechey
@subconscious19982 жыл бұрын
thank you so much from Bangladesh
@mubarakhosen23015 ай бұрын
১ বছরেও গানটি হাইপ করতে পারে নি কিন্ত বাংলার সেরা আন্ডাররেটেড গান,,,একদিন নিশ্চই হাইপ করবে😊
@sohan2160sh5 ай бұрын
ভবিষ্যতের তুমিকে, তোমার গানের রুচি এমন হওয়া চাই ❤!
@akibashraf2199 Жыл бұрын
itro part like I,m in haven and Johan bro voice .............
@hrrupok22582 жыл бұрын
প্রিয় ব্যান্ড, যৌবনে যেন কৈশোর ফিরে এসেছে...
@merazulislam93242 жыл бұрын
দীর্ঘ বিরতির পর এ যেনো সাড়ে ছয় মিনিটের এক মহাকাব্য! ♥️
@scorpionadhvi25489 ай бұрын
Aha - Subconscious - Aha amr koisor ! Bah , bohudin por ! Welcome back boys !
@subconscious19989 ай бұрын
thanks bro
@dinislam6912 жыл бұрын
সৌদি আরবে এশে ভালো কোন কাজ না পাওয়ায় একটা কোম্পানিতে রিলিজ হয়ে গেলাম, মোটামুটি ভালই চলছিল এক বসর, কোম্পানিতে কাজ না থাকায় আমাদের চার জনকে আজবের করেদিলো মাথায় দুশ্চিন্তা আর হতাশা বর করলো এখন রাত 3:5 কোন কিছুই ভালো লাগছে না কি করবো কিছুই বুঝতে পারছি না,ফোনটা হাতে নিয়ে ইউটিউবে এসে সাদা ঘোড়া গানটা পেয়ে গেলাম, দুই কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ড দিয়ে গানটা শুনলাম একে একে তিন বার শুনলাম,আমার সমস্যা গুলো সমাধান নাই হোক কিন্তু দুশ্চিন্তাটা অনেকটাই কমে গেছে যেন সাদা ঘোড়ায় চড়ে চলে গেলাম হিমালয়ের কোন পর্বতমালায়, সেথায় ছুতেপেলাম এক টুকরো শান্তির ছায়া,ধন্যবাদ ও ভালোবাসা নিও ভাই এমন একটা গান উপহার দেওয়ার জন্য !!!🥀❤️🙏
@DinIslam-rz8vz Жыл бұрын
নিজের কমেন্টসটা বহুদিন পর চোখে পড়লো.! 😇
@ashikmahmud2902 Жыл бұрын
কই থাকেন ভাই?
@DinIslam-rz8vz Жыл бұрын
@@sudeepmusicplus9782ধন্যবাদ ভাই
@DinIslam-rz8vz Жыл бұрын
@@ashikmahmud2902সৌদি আরব হাফার আল বাতেন
@Muhamad_fayz Жыл бұрын
@@DinIslam-rz8vz kaj ki pyechen vhi
@mahmudulhasankanchon2131 Жыл бұрын
এই গান টায় একটা অন্যরকম রূপকথার ফিলিংস আছে!
@antorsutradhar9853 Жыл бұрын
গানের স্বাদ তখন অমৃতে পৌঁছাই যখন সাদা ঘোড়া ডানা দুটি মেলে রয়।
@subconscious1998 Жыл бұрын
great
@MdSohel-ze9tr2 жыл бұрын
একটা ওয়েস্টার্ন ফ্লেভারের সাথে গানের কথা মিলেমিশে একেবারে অসাধারণ। যেন সেই অহনার সাব-কনশাস ❤️।
@rafsanjani38712 жыл бұрын
Love form Barishal ❤️🔥❤️🔥
@sifatislam20162 жыл бұрын
অহনার পরে এই গানটা মাস্টারপিস হয়ে থাকবে সবার মাঝে ❤️🔥
@subconscious19982 жыл бұрын
In Shah Allah. thank you
@shetujames68912 жыл бұрын
Ajob ohona ki kono gaaner modhdhey pore ki ajob choice ree bhai
@nurajhanhashy2 жыл бұрын
@@shetujames6891 আপনি সেই ব্যক্তি না যে শামস ভাইকে বাংলা গানের ইতিহাসের জলজ্যান্ত নক্ষত্র দাবি করেছিলেন?
@shetujames68912 жыл бұрын
@@nurajhanhashy kon shams ?
@groundedkiddo7042 жыл бұрын
@@shetujames6891 band music somporke dharona ache?
@SabbirHossain-xy6vg2 жыл бұрын
প্রথম প্রেমে পরার গল্প মনে করিয়ে দিয়ে শেষমেশ অপ্রাপ্তি গুলো মনে করিয়ে দেয় কতটা ভালোবাসি তাকে।
@subconscious19982 жыл бұрын
darun. thankyou apnar story ta share korar jonno
@hasibsarkar9406 Жыл бұрын
Jotobar shuni toto bar ei lom kharay jay🖤🖤🖤🖤
@dotonshot943 Жыл бұрын
আমি হারিয়ে উড়ে যাই, চোখেরই সীমানায় রংধনু রঙ মেলে সাত রঙ ঘুরিতে Best line ❣️
@adnan1432342 жыл бұрын
সেই ২০০৩ থেকে শুরু পথচলা সাব-কনশাস এর সাথে। একটা আবেগ।
@subconscious1998 Жыл бұрын
take love
@smrshahin75962 жыл бұрын
সাদা ঘোড়া হয়ে উঠুক অদম্য ঘোড়া 🐎🐎 ভালো লাগায় ভালোবাসায় থাকুক Subconscious.
@subconscious19982 жыл бұрын
THANK YOU SO MUCH!!
@MehediHassan-lw3mp2 жыл бұрын
এই গান টার জন্য ই মনে হয় দীর্ঘ নয় দশ বছর অপেক্ষায় ছিলাম 🥰♥️
@shadhinchowdhuryalif44602 жыл бұрын
একটি গান যতটুকু সুন্দর হলে একজন মানুষকে তার কল্পনাতে হারাতে বাধ্য করে, সাদা ঘোড়া সেরকম একটি গান❤️ Subconscious, We need you badly, Keep doing these 🤟
@subconscious19982 жыл бұрын
WHAT A BEAUTIFUL COMMENT. THANK YOU
@shadhinchowdhuryalif44602 жыл бұрын
@@subconscious1998 Always 🤟❤️
@jahidalif1569 Жыл бұрын
একদম পারফেক্ট একটা কোথা বললেন ভাই! ❤️
@faizurrahman63342 жыл бұрын
প্রতিদিন একবার করে শুনি, ১৮ বছর নতুন গান। ইন্টারে পড়ার সময় সারাদিন শুনতাম।
@subconscious1998 Жыл бұрын
take love
@wahabbinshah10 ай бұрын
প্রতিদিন অন্তত একবার হলেও এই গানটা শুনি ।এইটা একটা নেশা ❤
@hasibsardar81362 жыл бұрын
সাদা ঘোড়ার প্রেমে পরে গেলাম
@subconscious19982 жыл бұрын
Thankyou. Love you brother
@juweldas80402 жыл бұрын
এতো বছরের অপেক্ষার পর সাদা ঘোড়া ডানা মেলে চলেই আসলো 😍। ধন্যবাদ subconscious 🌸
@subconscious19982 жыл бұрын
dhonnobad bondhu
@rubelkhan15912 жыл бұрын
Realy mindblowing.....love you subconscious & johan vai....
@moonshikdar36162 жыл бұрын
Guitar... Voacl... Dram... Bass....ekdom masterpiece ekta combination.... Ar lyrics gula to prosongsar bahire..... ei bosorer amr sona best band song..... 9 bosor por arekta Masterpiece provide korar jonno... Many many thanks a lots.....sudhu thanks diye ei masterpiece song er dam kokhono dewa jabe na.......... 🤍🤍🤍🦄
@subconscious19982 жыл бұрын
Love you for your inspiring words
@jonyahamed80402 жыл бұрын
মৃত মানুষকে ভুলে যেতে আমাদের যতো সময় লাগে, তার চেয়ে অনেক বেশি সময় লাগে, জীবিত মানুষকে ভুলে যেতে।। ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো Take love 🖤
@subconscious19982 жыл бұрын
WOW THANK YOU SO MUCH!!
@ahmed76aar4 ай бұрын
Ai ganta akadare onke valo lage Love from tangil❤
@rabiul_islam212 жыл бұрын
এই গানটা এক সময় তুমুল জনপ্রিয়তা পাবে অহনার মতো৷
@subconscious19982 жыл бұрын
In Shah Allah, Allah apnar kotha kobul koruk. thank you
@mohammadmaruf12482 жыл бұрын
আপনাদের গান আমি নতুন শুনছি কিন্তু আমার বাস্তবতা গুলো এত সহজভাবে প্রভাবিত হয় যা বলার মতো না💕💯
@iktiarahmedtashdid27372 жыл бұрын
আবারো পড়েছি প্রেমে সেধে গেছি হায় তোমাকে ইমনের কোনো অক্টেভে সাজাই অচেনা বুনো পাহাড়ি ফুল কী তুমি এরকমটা হওয়ার কথা। কিন্তু ডেস্ক্রিপশনে লিরিক্সটা হালকা ভুল। সেই বাচ্চাকালের কথা মনে পড়ে গেলো।
@hrrupok22582 жыл бұрын
২০২২ এর সেরা গান ১৫বার শোনা হয়েছে, এ যেনো গান নয় ভরপুর পিনিক
@subconscious19982 жыл бұрын
loved your expression.
@hrrupok22582 жыл бұрын
@@subconscious1998 ❤️💯❤️
@csc7923 ай бұрын
1:59 ❤ this song
@eaminsikder77572 жыл бұрын
বেশি জোস অপেক্ষাটা তবে সার্থক🙏
@AlAmin-ro1fe Жыл бұрын
আমি হারিয়ে উড়ে যাই🖤
@hasibsarkar94062 жыл бұрын
Ahh ki lyrics 🖤🖤🔥 এই গান যারা যারা শুনছেন বলতে হয় যে তাদের গানের টেস্ট একদম অসাধারণ 🔥🙋🏿♂️👌🏿
@jahidislam323829 күн бұрын
নিজেকে ভালোবাসার গান।
@1007MacGyver2 жыл бұрын
গানটা সুন্দর । কিন্তু গানের প্রথম অংশের পর (1:59-এর পর) যে মিউজিকটা দেওয়া হয়েছে সেইটা অনেকটাই রূপম ইসলামের Daniken গানটার মিউজিকটার সাথে মিলে যায় ।
@subconscious19982 жыл бұрын
thank you for your comment. Rupon Islam is a great influencer but we haven"t heard the song you mentioned. we will definitely listen to the song.
ধন্যবাদ ভাই, এতো চমৎকার একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য।
@subconscious19982 жыл бұрын
THANK YOU SO MUCH!!
@AinurRAyon5 ай бұрын
this song deserve more views...great song😍
@rayhannisho7509 Жыл бұрын
আমি কালো ঘোড়া 🖤
@PriomMollah3 ай бұрын
Masterpiece ❤🎧
@kajolsutradhar52562 жыл бұрын
সেই সাবকনশাস। কৈশোরের আবেগ,যৌবনের ভালোবাসা। 💜❤
@akalifkhan35192 жыл бұрын
দীর্ঘ নয় বছর পর খুব পছন্দের বেন্ডের গান রিলিজ হলো। গানটা সমম্ভব সুন্দর হয়েছে.. 💝
@Mdmunnamia3352 жыл бұрын
apnader comeback korei arokom akta sudor gan upoher dewya jonno donnobad... 🖤
@subconscious19982 жыл бұрын
THANK YOU SO MUCH!!
@tanvirhassantuhin78892 жыл бұрын
Fan Hoye Gelam🥺😍
@talatkhondaker38762 жыл бұрын
রুপকথার মতো ফিরে পেতে চাই 🤍
@arnobbiswas312210 ай бұрын
আমি হারিয়ে উড়ে যাই সাদা ঘোড়ায় চড়ে!😌
@banglabandsong4207 ай бұрын
0:37 Start Music
@subconscious19987 ай бұрын
thanks
@article7982 Жыл бұрын
এরকম একটা গানের জন্য যুগ যুগ অপেক্ষা করতে হয়। ধন্যবাদ Subconscious
@afradmansha75292 жыл бұрын
Johan bhai valobasha niben 💗 valobashi apnk onk 🥰 ar happy birthday johan bhai 💝
@nevillehysum2 жыл бұрын
অসাধারণ গান, কথা ও সূর! অনেক অনেক অভিনন্দন সংশ্লিষ্ট সবাইকে বিশেষ করে আমার প্রিয় নাফিস ও লুকান কে। এগিয়ে যাও সুন্দরের পথে
@shakilsentire9 ай бұрын
ভাবোনি আমায় বন্ধু, তবুও কেন মনে তীব্র বেদনা ভয়।😔🥺
@TariqulIslam-il9vs Жыл бұрын
ভালোবাসাকে মুক্ত আকাশে ছেড়ে দিলাম, চিরকালের জন্য নিজেকে হারিয়ে ফেললাম।
@rupomgope6720 Жыл бұрын
subconscious er eto boro ekta fanbase na kintu jara ei band mormo bujhe tara real band lover
@lelinmahamud90632 жыл бұрын
tarar melar sathe miley jacce ✨
@imrulmolla45628 ай бұрын
Bhaia Excellent 👍 (happy)
@subconscious19987 ай бұрын
thank you
@sumonsadik.official5 ай бұрын
বরাবরের মতো এই গুলো আমার প্রিয় ❤😊
@jrrohankhan2 жыл бұрын
যদি সাদা ঘোড়া ডানা দুটি মেলে রয় একটু আলো ছায়া মোহ মায়া বোধদয় স্বপ্ন আকাশ, ধূসর ক্যানভাসে এলোমেলো অগোছালো খুঁজে তোমায় কখনো আমি শুন্য নীলে যাই তখনো আবছা অন্ধকারে তাই যখনি নীহারিকা হও কী তুমি পেয়ে আলোতে হারাই আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায় রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায় যদি হীরামন মনটা দুঃখী করে রয় কার অরণ্য মনে অভিমানী অভিনয় ময়ূরকণ্ঠী নীল আকাশে কাজল চোখের ভাষা মিশে জোছনায় আবারো পড়েছি প্রেমে সেধে গেছি হায় তোমাকে ইমনের অক্টেভে সাজাই অচোনা বুনো পাহাড়ি ফুল কী তুমি রোদের আদরে হারাই আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায় রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায়, ও ও ও আমি মেঘদলে মহাকাল অবুঝ মায়াজালে একটু আকটু রঙধনুতে ভিজে রংতুলিতে গহীনে শব্দজাল ভাবনাতে কবিয়াল তুমি আমি, আমি তুমি, কোরাসে আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায় রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায় আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায় রঙধনু রং মেলে কবিতা রূপকথায় ভিনগ্রহে ও ভিনগ্রহে নিরুপায় যদি সাদাঘোড়া
@ABCABC-sb5ks2 жыл бұрын
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায় রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায় 🖤
@coloroffsetpress5146 Жыл бұрын
Subconscious > ধন্যবাদ এমন একটি কাল্পনিক জগৎ তৈরি করে দেয়ার জন্য...... হটাৎ করে প্লে লিস্টে এসে যাওয়া এই কল্পনার জগৎ এখন প্রতিদিনের সাথি....
@subconscious1998 Жыл бұрын
thank you for letting us know that it is your partner for everyday
@arafatrohmanalamin30932 жыл бұрын
এরকম লিজেন্ডারি গান শুধু রুচিশিল মানুষদের জন্য💔 টিকটকের মত প্লাটফর্মে গানটা যাতে নষ্ট না হয়
@mohammadrifatmahim62052 жыл бұрын
Dirgho somoy por subconscious er gaan ashlo..gaan ta shune sotti ami hariye jai chokheri simanay 🖤
@ghostremains6662 жыл бұрын
অহনা ................ সাদা ঘোড়া What a comeback! Hats off, Subconscious 👏🏻 👏🏻 👏🏻 ছোটবেলার সেই দিন গুলোতে ফিরে গেলাম, যখন ভালবাসার নিষ্পাপ গল্পে হারিয়ে যেতাম... সাদা ঘোড়ায়...
@subconscious19982 жыл бұрын
lots of love from subconscious. keep listening and stay with us on facebook. thank you
@mahfuzurranman6236 Жыл бұрын
এরকম গান গুলো আমাদের ইমোশনাল করে দিচ্ছে❤
@abrahamuddinaryan70712 жыл бұрын
গানের জগৎই মনে হয় সব চেয়ে বেশি বেচে থাকে,না বাচলেও মানুষের মাঝে থাকে চিরকাল 💜