With this anniversary, let Sulekha begin it's journey to be the old Sulekha again.
@runumajumder35212 күн бұрын
Daruuuuuun
@nirmallyaghosh858912 күн бұрын
মন ভালো করা একটা ভিডিও দেখলাম। আমি সবে 20 তে পড়েছি কিন্তু আমার fountain pen আর কালির প্রতি আকর্ষণ বরাবরের। সেই সুবাদে সুলেখা আমিও ব্যবহার করি। সত্যি দাম হিসেবে অনবদ্য হয় কালি গুলো। অন্তত parker এর কালির থেকে তো অনেক ভালো। এইরকম ভাবেই এগিয়ে যাক । Marketting department যথেষ্ট ভালো সুলেখার । কারণ reopen হওয়ার পরই আবেগ স্পর্শ করতে পেরেছে সেটা। নাহলে market এ অনেক কালির মাঝে জায়গা করে নেওয়া কঠিন ছিল। বিশেষত প্যাকেট এর গায়ে ছোট ছোট details গুলো ভীষণ হৃদয়স্পর্শী। ঠিক ওই কালীঘাটের কালিটার মত। ভিতরে মায়ের প্রসাদি সিঁদুর টা ভীষণ ভালো সংযোজন। Chawm uncle কে অনেক ধন্যবাদ এইরকম vedio গুলো উপহার দেওয়ার জন্য। Btw কালীঘাটের এই স্পেশাল ink টা কি পাওয়া যায় এখন?