দাদা এইবার আর সময় করতে পারলামনা আগামী কাল আমরা কলকাতা ফিরছি ডাক্তার দেখানো কমপ্লিট পরের বার যখন আসবো হাতে একটু সময় বেশি করে আসবো তারপর আপনার সঙ্গে একবার যদি দেখা করতে পার তাম তো খুব আনন্দ পেতাম জানিনা আবার কবে ব্যাঙ্গালোর আসবো কারণ এর আগে ডাক্তার তিন মাস পর আস্তে বলতো এইবার আর আসার কথা কিছু বলেনি শরীর আগের থেকে এখন অনেক টাই ভালো রিপোর্ট দু একটা বাদে সব ভালো মেডিসিন পাওয়ার কম করে দিলো আর ওষুধ কম করলো আমি ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে এসে ছিলাম তাই আর সমস্ত কিছু দেখে উট তে পারলামনা আমার ব্যাঙ্গালোরে শহর খুব ভালো লাগে আমাদের পশ্চিম বাংলার থেকে যায় হোক কি আর করব আমার কাছে আর কোনো উপায় নাই
@raajsarkar54207 ай бұрын
Sir apni Bangalore kon hospital a giyechilen kindly ektu bolben ami cardio & ortho dakhate jabo
@bittudas24937 ай бұрын
Vydehi হসপিটাল খুব ভালো কম খড়ছে উন্নত মানের চিকিৎসা কোনো দালালের পালাই পড়বেনা ব্যাঙ্গালোরে কাডু গুরি এলাকায় অনেক বাঙালি দালাল ঘুড়ে বেড়ায় কারো কাছে থেকে কোনদিন কোন কথা সনবেননা সোজা বাস ধরে চলে যাবেন
@debasishguha444725 күн бұрын
@@raajsarkar5420আপনাকে এর জন্য সত্য সাঁই হসপিটাল এ যেতে হবে।ফ্রি ট্রিটমেন্ট।
@raajsarkar54207 ай бұрын
First part a comment korechilam but kono reply pelam na sir, kindly ektu dekhben
@bhromonindia7 ай бұрын
কিছু জানতে চেয়েছিলেন কি? দুঃখিত হয়ত কমেন্ট মিস করে গিয়েছি।
@raajsarkar54207 ай бұрын
Kindly Jodi smay paan ektu dkhbn cmmnt ta trpr rply dile kritaggo thkbo.
@MainulBiswas-p8h5 ай бұрын
অনেক দেখার আছে কিন্তু চিগিস্যার জন্য সব কিছু দেখা হয় না। লালবাগ বোটানিক্যাল গার্ডেন,টিপু সুলতান প্যালেস এই দুটো লেখা হয়েছে তবে ব্যাঙ্গালোর শহর অনেক পরিছন্ন। আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিৎ কি ভাবে পরিছন্ন থাকতে হবে। তবে আমাদের বাংলাদেশের রাজশাহী শহর অনেক পরিছন্ন। আলহামদুলিল্লাহ 7:59 ❤❤
@santoshkumarsarkar41533 ай бұрын
ভাই এটা কেমন কথা হলো? প্রথমে বললে পরিচ্ছন্ন কিভাবে থাকতে হবে শিখতে হবে পরে ক্ষনে বললে রাজশাহী অনেক পরিচ্ছন্ন এটা কি দ্বিচারিতা নয়। এই জিনিস বাংলাদেশীরা সব সময়েই করে থাকে। চিকিৎসার ব্যাপারে এক বাংলাদেশী মহিলাকে বলতে শুনেছি বাংলাদেশী ডাক্তাররা একবছরে যে রোগ ধরতে পারেন নি ভারতীয় ডাক্তাররা একদিনে ধরে ফেলেছে। তার পরে বলে বাংলাদেশে অনেক ভালো ডাক্তার আছে। এসব বলে বাংলাদেশীরা হাঁসির খোরাক হয়। এজন্য বলে তোমরা আবোল তাবোল বোকো।