মীর, দীপ, সোমক- অনেকেই হয়তো ছেড়ে চলে গেছেন, কিন্তু সানডে সাসপেন্স প্রতিনিয়ত একই ভাবে আমাদের নিত্য নতুন গল্প পরিবেশন করে চলেছে।
@mousumipalmajumdar324Ай бұрын
Yes yes yes. Waiting❤️❤️❤️❤️❤️❤️
@tamalmukherjee9793Ай бұрын
Doesn’t matter ,onek bhalo bhalo voice artist achhen they r not the one & only , moreover bhalo galpo r presentation ta o equally important…
@RehanAnsari-od7rwАй бұрын
I strongly agree
@piyasharoy1459Ай бұрын
Indrani di, Richard r rajarshee... Ai combination ta r kothau paben?
@RK22082Ай бұрын
Ayantika o chole gache
@SukhenduSikderАй бұрын
শীতকালে স্নানটান সেরে বাড়ির ছাদে উঠে রোদের মধ্যে মাদুর পেতে বসে এই গল্পটা শোনার মজাই আলাদা ❤
@রাজাচক্রবর্তী-প৩ভАй бұрын
অত ঠান্ডা পড়েনি।
@vikramaaditiya6578Ай бұрын
songe katla macher kaliyea bhat dal kochi pathar mangsho doi kheye darun jabe
@ATANU242Ай бұрын
Akdom ❤❤❤
@jeetlegalspeak4049Ай бұрын
দেরি হয়ে যাবে,খাসির মাংস দিয়ে ভাত খেতে খেতে শুনুন।😅
@rumman926Ай бұрын
😂😂😂@@রাজাচক্রবর্তী-প৩ভ
@bittusedit_entertainmentАй бұрын
অসাধারণ। ভুত গোয়েন্দা র বাইরে এরকম সাহিত্যনির্ভর কাহিনী একটা অন্য রকম আনন্দ দিলো। একঘেয়েমি র বাইরে একটু মুক্ত বাতাসের মতো সুন্দর।
@abcdefghi628Ай бұрын
এই গল্পে যাঁরা আমাকে মুগ্ধ করেছেন :-- প্রথমতঃ গোটা টিম --- এককথায় outstanding ! এবার একটু বিশেষভাবে :-- শেখর : কণ্ঠ তো দূর্দান্তই , এবং আস্তে আস্তে ক্ষুরধার হয়ে উঠছেন , স্বতন্ত্রতা লক্ষণীয়। সুরজিৎবাবু : অসাধারণ অভিনেতা। এখানে মনোলগ এর সময় অভিনয়ে মুগ্ধ করলেন। দীপ বসু : অন্যরকম চরিত্র , ভীষণ ভালো কাজ করেছেন , হাস্যরস উপাদান যথার্থ ধরে খুব সুন্দর কাজ। ইন্দ্রনীল ভাদুড়ী : ছোটো চরিত্র কিন্তু একদম অন্য লেভেলের অভিনয়। ভুল করে প্রথমে দীপদা ভেবেছিলাম। দূর্দান্ত বললেও কম বলা হয়। তূর্ণা দাস : কঠিন চরিত্র ছিল। কণ্ঠের কাঠিন্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ভালো লেগেছে কাজ। অগ্নি : সুন্দর অভিনয়। আরো পরিণত হচ্ছেন দিনে দিনে। রিচার্ড : অভিনয় যথাযথ , আরো ভালো হওয়া সম্ভব ছিল , তবে মন্দ নয় , কিন্তু সাউন্ড , music , আপনি সম্রাট , বাদশাহ , রাজা ছিলেন , আছেন , থাকবেন। কি ডিটেইলিং , কি অসাধারণ পরিবেশ সৃষ্টি , উফফ ! এই গল্পের সফলতার ৭০ শতাংশ অবদান আপনার ! সবশেষে ইন্দ্রানীদি : আপনাকে প্রণাম এবং নমস্কার সবকিছুর জন্য। জিও মির্চি , জিও সানডে সাসপেন্স !!!!!
@indrajitkarmakar2005Ай бұрын
খুব সুন্দর বলেছেন নতুন টিমের মধ্যে গা ছাড়া মনোভাব তো নেইই বরং সানডে সাসপেন্স এর লেভেল ধরে রাখতে পারার উদ্যম লক্ষ্য করা যাচ্ছে প্রতিটি প্রোডাকশনে
@cheeku4everАй бұрын
প্রথমত ধন্যবাদ আপনাদের।। একবছরের মধ্যে 4 টে শরদিন্দু ঐতিহাসিক শোনানোর জন্য।। গল্প ও গল্প কথক দুটোই অনবদ্য। খুব করে চাই শরদিন্দু সমগ্র এখানেই পরিপূর্ণ হোক, অগ্নি দা এর জন্য অশেষ শুভকামনা রইলো দিন দিন চরিত্র গুলোকে আরো ভালো ভাবে ফুটিয়ে তোলার জন্য।। নতুন টিম এর পরিবেশনা বলে মনেই হলো না।। শরদিন্দু এর অনেক ছোটো গল্প আছে, সেগুলোকে ধীরে, ধীরে করে ফেলুন।। একটাই অনুরোধ অদ্ভুতুড়ে সিরিজ টা এবার কন্টিনিউ করুন এবং আদিত্য মজুমদার কে পারলে আর একবার ফিরিয়ে আনুন
@binoypatra1445Ай бұрын
আদিত্যর মত ইউনিক গোয়েন্দা খুব কম আছে। দারুন লাগে পড়তে।
@SambiuDas25 күн бұрын
Ubhji ok jī
@ratnabalichatterjee5712Ай бұрын
খুব ভাল লাগল।সান ডে সাসপেন্স তার উন্নত মান এতটুকু কমতে দেয়নি।সব মিলিয়ে অপূর্ব উপস্থাপনা।
@SutapaMandal22128 күн бұрын
চঞ্চরী ... সারাটা জীবন তার দুঃখেই কাটলো ....যদি গল্পের শেষে তার ইতি টি স্বল্প পরিমাণও সুখের হত.... তাহলে খুব ভালো লাগতো❤ ধন্যবাদ mirchi bangala কে এই অসাধারণ গল্পটি উপহার দেওয়ার জন্য❤🎉
@nibir178322 күн бұрын
সেম কথা ভাবতেসি
@SutapaMandal22121 күн бұрын
😌😌@@nibir1783
@SutapaMandal22121 күн бұрын
@nibir1783 😌😌
@subhamaydutta841720 күн бұрын
চঞ্চরী এর জন্য উষ্মাপ্রকাশ আর কোনো comments এ দেখলাম না, আমার ও একই অভিব্যক্তি....... আসলে ঐ যে - চঞ্চরী দাবার বোর্ডের একটি গুটি মাত্র, বড়ো যুদ্ধে জয়লাভ করতে হলে এরকম sacrifice আবশ্যক। Mirchi team কে ধন্যবাদ এরকম ঐতিহাসিক উপন্যাস এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। ❤❤
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর ঐতিহাসিক.. মানে আলাদাই ব্যাপার। ....... মিরচির প্রেজেন্ট করা তুঙ্গভদ্রার তীরে আর তুমি সন্ধ্যারও আমার মনের গভীরে পাকাপাকি ভাবে জায়গা করে.. তখন রেডিও তে শোনা.. সন্ধ্যা বেলা অবধি বসে বসে শোনা আর math করা... উফফ আলাদা অনুভূতি আর আজ এত বছর পর.। এটা শুনছি শুধু তফাৎ টা হল.. চেনা কণ্ঠগুলোর না থাকা.....।।।।❤❤❤❤❤
@SukhenduSikderАй бұрын
যত পুরনো যাক, যত নতুনই আসুক, সানডে সাসপেন্স তার নিজের সেরাটা ঢেলে দিতে কখনোই কার্পন্য করেনি। এবারও করবে না। এমন কঠিন সময়ে পাশ থেকে সরে যাবো না কখনোই! The show must go on ❤🙏
@Shikkhito-ChhotolokАй бұрын
জানতাম আপনি ফিরে আসবেন। Welcome back Sukhendu babu 🎉🎊
@SukhenduSikderАй бұрын
@@Shikkhito-Chhotolok 🙏❤️
@HujaifaAhmedKhanАй бұрын
Notun kore sagoto janai apnake Sukhendu babu
@SukhenduSikderАй бұрын
@@HujaifaAhmedKhan 🙏❤️
@rajibmondal30817Ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে ❤❤❤
@amiyachatterjee7215Ай бұрын
আজকের গল্পটা একটু চ্যালেঞ্জিং কিন্তু পুরোপুরি বিশ্বাস করি অসাধারণ ভাবে পরিবেশিত হবে ❤️❤️, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক রচনার মধ্যে একটা আলাদা মাধুর্য্য আছে, সেই জন্যেই উনি আমার সবচেয়ে প্রিয় লেখক ❤️🙏 এবং অন্যান্য গল্পগুলির মধ্যেও অনেক variation রয়েছে 😌😌, শঙ্খ কঙ্কণ আগে পড়িনি, ভালোই হল আজ একেবারে শুনে নেব 😊😊 ধন্যবাদ team Sunday suspense ❤❤❤❤❤❤❤
@mitalisaha3133Ай бұрын
মীর দ্বীপ ছাড়াও যে সানডে সাসপেন্স এত ভালো হতে পারে কল্পনার বাইরে ছিল.... অসম্ভব ভালো লেগেছে.....
@indrajitkarmakar2005Ай бұрын
❤
@dhrubajyotisardar1053Ай бұрын
❤
@osimakhatun310Ай бұрын
শেখর বাবুর গল্প পাঠ, আর ভট্ট নাগেশ্বর সাথে ময়ুর কে নিয়ে 'মহারাজ ধূপসিংহ ' মহাশয় এর কথোপকথন অনবদ্য সৃষ্টি.. চমৎকার লাগছে আজ sunday suspence.. 🙏💐🙏
@suvrachatterjee7556Ай бұрын
এই গল্পটি আমার খুব প্রিয়। চঞ্চরি র জননে খুব কষ্ট হয়, বেচারা কিছুই করেনি। 😢
@kamruzzamanmridha.sabbirАй бұрын
এইটাই ত দাদা , বাদশাহ আর রাজার মধ্যে কোনো তফাত ই থাকলো না 😡😡😡😤😤
@subhamukherjee189Ай бұрын
Exactly- the good guys became more of a villain in my eyes
@Mallik3456Ай бұрын
Hmmm thik bolechen
@MahiEvanFamilyАй бұрын
ভালোবাসার আড়ালে ষড়যন্ত্রের শিকার হলো।
@hemantachandra696227 күн бұрын
খুব সত্যি....
@LetsmadeimpossibleАй бұрын
Sunday suspense chilo,ache abong thakbe❤❤❤😊😊 Ei golper madhome purono sob shritike muche abar notun kore shuru kora jak❤❤😊😊 Miss you Mir Somak and Deep😢
@ankursikder2016Ай бұрын
❤❤❤❤❤
@ankursikder2016Ай бұрын
Ami to 2 yr er beshi hocghe sunchhi Mirchi Bangla 2022 March e suru koechhilam ❤❤❤❤
@ankursikder2016Ай бұрын
Angshuman Pal Debojyoti Ghosh sera oder voice ta darun lage ❤❤❤❤
@shabbirmahamud453Ай бұрын
W
@osimakhatun310Ай бұрын
দেখেছ তো mirchibangla.. এই সময় হল আমার sunday suspence শোনার.. শেখর বাবুর কন্ঠে এখন মন দিয়ে শুনি গল্প খানি.. পোষ্ট ডিজাইন খানা বেশ নয়নাভিরাম.. ঐতিহাসিক গল্প মানেই মনোরঞ্জন হবে.. তার উপর গল্পের নামখানা ও আকর্ষণীয়.. অতএব, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর "শঙ্খ কঙ্কণ" বেশ মনোগ্রাহী হবে.. পথিক অগ্নি বাবু, আর এক পথিক দীপ বসু, এমন অভিনয় কৌশল দারুণ মনোরম.. 😊👏😊❤❤
@asutoshghosh1413Ай бұрын
যাক অবশেষে বিনা বাধায় বলতে পারি যে, " শ্রদ্ধেয় শরদিন্দু বাবু ৭-৫ ভেবেই এটি রচনা করেছিলেন। 😅 ( সপ্তমপুরের যুবরাজ 'ময়ূরবর্মা' ও পঞ্চমপুরের রাজকন্যা 'সোমশুক্লা' ) 😁। অনবদ্য উপস্থাপনা 😊।
@RumelSarkar-j1zАй бұрын
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ!তাঁর অমূল্য সৃষ্টি ঐতিহাসিক উপন্যাস। ❤️ একগুলোকে চিত্রনাট্যে রূপ দিয়ে সিনামায় রূপ দেওয়া উচিত বলে মনে করি। 🙏
@SubashishChakrabortyАй бұрын
গল্পের সময়সীমা 2:00:30 ❤
@GIGGLYGOOGLYАй бұрын
Bha❤❤
@kitkatsuvo295Ай бұрын
Raja der kahini mone hoche
@debjanipassionmedicalАй бұрын
Thank you....
@biswajaanАй бұрын
Joto bhul
@shreebanerjee9707Ай бұрын
Aapni kivabe bujhlen??
@RuparHenshelАй бұрын
আবার ও শুনলাম মনে হলো মুভি দেখছি😌 অপূর্ব। গল্পের মধ্যে লেখকের কি সুন্দর বার্তা 🙏🙏ব্যাকগ্ৰাউন্ড মিউজিক অসাধারণ , অপূর্ব
@nadirabegum105Ай бұрын
অসাধারণ 🎉 গল্প নিয়ে তো বলার কিছুই নেই তবে প্রতিষ্ঠাপনা আগের মতন ই সুন্দর দারুণ, ঐতিহাসিক গল্পে বাকিদের যেভাবে miss করবো ভেবেছিলাম সেটা হয়তো অনেকটাই করতে হয়নি ❤❤ খুব সুন্দর লেগেছে
@arnabchakraborty2007Ай бұрын
শ্রদ্ধেয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কাহিনীর দিক দিয়ে নয়, গল্পের নামকরণের দিক থেকেও অনন্য। কী চমৎকার নামকরণ - " শঙ্খকঙ্কণ "। শীতের দুপুরে অপূর্ব একটা কাহিনী শুনলাম।❤️❤ রাজার চরিত্রে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় অসাধারণ অভিনয় করেছেন। সত্যি দারুন বিশেষ করে তার মনোলগ। ওই জায়গাটাই তার ডায়লগ + রিচার্ডদার অসামান্য আবহ আলাদাই রঙ্গমঞ্চ তৈরি করেছিল। ময়ূরের চরিত্রে অগ্নিদা দারুন, যতদিন যাচ্ছে ততই তিনি সাবলীল হয়ে উঠছেন এইসব চরিত্রে। শীলাবতীর চরিত্রে তূর্ণা দাসও ভালো কাজ করেছেন। সবচেয়ে অভিনব লেগেছে দীপবসুর কাজ - নাগেশ্বর ভট্টের ভূমিকায়...Just outstanding.ইন্দ্রানী দি কে শুনে ভালো লাগলো। তিনি আরও বড়ো ভূমিকায় অবতীর্ণ হন এটাই চাই। ইন্দ্রনীল স্যার, অর্ঘ্য বসু সহ বাকি শিল্পীরাও যথাযথ। শেখরদার গল্পপাঠ আজকে আরও ভালো লাগলো। আর একটা চাপা কূটনৈতিক ছাপ তথা ঐতিহাসিক কাহিনী আবহের মাধ্যমে বশ মানে শুধু রিচার্ড দার কাছে। খিলজী মহাশয় ! আপনি শুধু দিগ্বিজয় করেননি, আবহের মাধ্যমে টাইম ট্রাভেলও করিয়েছেন। 😍
@binoypatra1445Ай бұрын
একদম
@mimoray6708Ай бұрын
খিলজী মহাশয় এই ম্লেচ্ছ পাপীকে মহাশয় বলাও পাপ
@shaswatimandal9666Ай бұрын
রাজা ভুপ সিং এর কন্ঠ আমাকে মুগ্ধ করলো। ধন্যবাদ সুরজিৎ স্যার।
@ঔদার্যদাসАй бұрын
শরদিন্দু বাবুর লেখনী নিয়ে বলার স্পর্ধা নেই।🌼 অসাধারণ উপস্থাপনা।🍁 সবাই তাদের সেরাটা দিয়েছেন। শেখর বাবুকেও বেশ লাগছে। দয়া করে কেউ অন্য কারো সাথে মেলাবেন না,খোলা মনে শুনবেন।🍂 এভাবেই এগিয়ে চলুক নতুন ভাবে নতুন উদ্যমে প্রাণ প্রিয় SUNDAY SUSPENCE ....🦋🌻
@SOUVIKGHOSH2004Ай бұрын
অসাধারণ পরিবেশনা সঙ্গে রিচার্ড এর সাউনড ডিজাইন । পুরোনো দের অভাব ঢেকে দিয়ে এভাবেই এগিয়ে চলুক আমাদের সবার প্রিয় সানডে সাসপেনস। সর্বদা সঙ্গে আছি আর থাকবো ❤❤
@anushreedas6751Ай бұрын
যেদিন আমি শঙ্খ কঙ্কন পড়া শেষ করেছিলাম এখানে এসে কমেন্ট করেছিলাম "শঙ্খ কঙ্কন" sunday suspense এ শোনার অনুরোধ রইলো। অবশেষে ইচ্ছাপূরণ❤ Thank you Team Sunday Suspense
@DipanjanBanerjee-kr1xgАй бұрын
শেখর দা যুগ যুগ jiyo, অসাধারণ, আরো সুন্দর ভাবে চলুক আদি, অকৃত্রিম সানডে সাসপেন্স।অগ্নি ও অসাধারণ
@avishekroycАй бұрын
Sachin, sourav, Dravid retire kore geche bole ki amra cricket dekhi na? Change is constant.... Aro onek notun protibha uthe asbe... Plus Agni, Deep Basu, Angshuman Paul er moto talent ra toh achei... SS abar ghure darabe to its former glory... Support korun... Songe thakun...
@RinkuDutta-zk4szАй бұрын
Din jabe. Sunday Suspense r somriddhi aro barbe. Tate jar bhalo lage laguk, Na lage na laguk. ✊🏻
অসাধারণ গল্প আর উপস্থাপনা। শেখর দার গল্প পাঠ ও দারুন। কিছুদিন সময় দিলে উনিও একজন হীরে হয়ে উঠবেন। চরিত্রে সকলেই সেরা তবে দীপ বসু দা, ইন্দ্রনীল বাবু দারুন অভিনয় করেছেন।❤❤
@jharnakolomАй бұрын
তুমি সন্ধ্যারও মেঘ, তুঙ্গভদ্রার তীরে, কুমারসম্ভবের কবি, কালের মন্দিরা, মৃৎপ্রদীপ, চুঁয়াচন্দন আর এখন শঙ্খ কঙ্কন সত্যিই এখন সম্পূর্ণা লাগছে নিজেকে ❤
@রূপশ্রীরখেলাঘর21 күн бұрын
গৌড়মল্লার ও
@adrita7676Ай бұрын
এত সুন্দর গল্প মনে হয় জীবনে আমি প্রথম শুনলাম ♥️ মুগ্ধ আমি, যেন চোখের সামনে ভেসে উঠেছে, জীবন্ত এক কাহিনী, অনেক অনেক ধন্যবাদ, যারা অভিনয় করেছেন ♥️ এইরকম গল্প শোনার অপেক্ষায় রইলাম ❤️
@ashokmukherjee22403 сағат бұрын
অপূর্ব অতুলনীয় পরিবেশন । একটা ঘোরের মধ্যে যেন ছিলাম। সময় যে কি ক'রে কেটে গেল ! গল্প যেন ছায়াছবির মত চোখের সামনে ফুটে উঠল। চমৎকার। কেবল একটা কথা, আমরা হতোস্মি বলি, হতোস্সি নয়। তাই কাণে লাগছিল। Teamকে অনেক অভিনন্দন।
@Krishn_kant22 күн бұрын
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়❤️ আপনার চরনে আমাদের (শ্রোতাদের) শতকোটি প্রনাম 🙏
@mahaswetapramanik10 күн бұрын
অসাধারণ উপস্থাপনা , তবে চঞ্চরীর নিঃস্বার্থ ভালোবাসা এবং তার হৃদয়ের বেদনা এই উপন্যাসের সবচেয়ে হৃদয়স্পর্শী দিক।
@payelmallick2172Ай бұрын
Sunday is totally incomplete without sunday suspense 😍💖
@arnabdey7724Ай бұрын
Ai to payel jee
@debrajpatra2108Ай бұрын
Hi😊
@saadikhan3489Ай бұрын
সেরা। ব্যোমকেশ গুলি বাদ দিলে ‘শরদিন্দু ১২৫’ উপলক্ষে আমরা এখন অব্দি শুনেছি গৌড়মল্লার ঝিন্দের বন্দী রাজদ্রোহী লাল পাঞ্জা এবং আজকের শঙ্খ-কঙ্কণ এর মধ্যে সেরা পরিবেশনা লাগল আজকের কাহিনীতে। Long Live Sunday Suspense
যেই প্রতিযোগিতা আমাদের আরও ভালো হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, সেই প্রতিযোগিতা অবশ্যই কাম্য। এই গল্পটা অসাধারণ হয়েছে, প্রত্যাশা পরিপূর্ণ করতে সক্ষম। বড়দিন উপলক্ষে আগেরবারের মত "বেন হুর" শ্রেণীর কোনো গল্প এলে ভালো হয়। বাকিটা সময় বলবে।
@binoypatra1445Ай бұрын
জানুয়ারি তে আগাথা ক্রিস্টি আসবে।
@SamanwayBoseАй бұрын
@binoypatra1445 খুব ভালো খবর। তবে আমি Christianity related বা European history রিলেটেড কিছু চাইছি, ড্রাকুলাকে সেক্ষেত্রে উল্লেখ করা যায়।
@binoypatra1445Ай бұрын
@@SamanwayBose তেমন কিছুর সম্ভাবনা আপাতত নেই।
@aparnasen1516Ай бұрын
Indrani di bolechen December er tai January asbe agatha christi@@SamanwayBose
@manojsarkar324527 күн бұрын
" চুয়া চন্দন "এর পর আবার এই প্রথম এত সুন্দর সমগোত্রীয় উপস্থাপনা,,
@monojdas240Ай бұрын
পাশে ছিলাম, আছি,থাকব জিও সানডে সাসপেন্স
@KangkanBari-jc3fcАй бұрын
Akdom
@monalisasartyacts6603Ай бұрын
I love Mirchi Bangla ❤ and Sunday Suspense has been always my favorite...I really don't care which RJ is leaving Mirchi, as long as there is great Content and great Presentation, Sunday Suspense will always remain my favorite, and keep winning hearts 💕 cheers team Mirchi Bangla & Sunday Suspense ❤
@debashischowdhury572Ай бұрын
যেমন অসাধারণ গল্প তেমনি এক অনন্যসাধারণ উপস্থাপনা। গল্পপাঠ থেকে অভিনয়, প্রত্যেক শিল্পী মুগ্ধ করেছেন। অনেক প্রতিথযশা শিল্পী চলে গেলেও মির্চি কিন্তু আজও অপ্রতিরোধ্য।
@MoumitaDas-zm8ysАй бұрын
খুব সুন্দর একটি পরিবেশনা। গল্পের তো কোন তুলনা নেই। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যে কোন শ্রেণীর লেখক ছিলেন তার আরও পরিস্ফুট হলো। অগ্নি সহ প্রত্যেকের অভিনয় মন ছুঁয়ে যাওয়ার মতো। অসংখ্য ধন্যবাদ মিরচিকে ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়কে এভাবে সুন্দরভাবে তুলে ধরার জন্য।❤❤❤
@priyanka.show1717Ай бұрын
রবিবার মানেই সানডে সাসপেন্স 💃🥰🥰 আমি গল্প শুনতে ভালোবাসি ❤কে গল্প শোনাচ্ছেন সেই ব্যাপারে ইন্টারেস্ট থাকেনা।
@Abouteverything-l8x15 күн бұрын
একটাই কথা বলবো "অসাধারণ" এমন ঐতিহাসিক ও কল্পনার মিশ্রিত এরূপ প্রতিস্থাপন আমাদের বাংলা সাহিত্যকে অলংকৃত করে রেখেছে ।
@PranayRoyOfficialАй бұрын
Seriously 🎉🎉🎉🎉 আমাদের ভারতবর্ষের ইতিহাসে এরকম কত রোমহর্ষক ও Happy Ending এর ঘটনা আছে যেটা সত্যিই মনকে প্রফুল্ল করে তোলে ❤❤ 🎉🎉🎉🎉❤❤❤❤ অনেক ভালোবাসা রইলো Team Mirchi Bangla কে এরকম ভাবে আমাদের সাহিত্যের অমূল্য রত্ন ভান্ডার থেকে সুন্দর একটা করে ঘটনা শোনানোর জন্য ।। ❤❤❤❤
@sujondurlov27 күн бұрын
সানডে সাসপেন টিম কে অসংখ্য ধন্যবাদ একের পর এক খুব সুন্দর সুন্দর গল্প আমাদের দেয়ার জন্য ❤❤❤
@user-yq1sb7li9zАй бұрын
সানডে সাসপেন্স সেরা ছিল ! সেরা আছে ! সেরা থাকবে !
@aparnasen1516Ай бұрын
খুব ভালো লাগলো। প্রত্যেক এর অভিনয় অনবদ্য। শেখর দার narration বেশ ভালো, দিনে দিনে আরো ভালো হবে। দীপ বসুর হা হাতস্মি দারুণ 😂😂
@Pallabi_05Ай бұрын
অসাধারণ গল্প ❤️ শুনে খুব ভালো লাগলো ❤ কিন্তু মনটা খারাপ হয়ে গেলো চঞ্চরীর কথা ভেবে 😔
@sovanmaity324925 күн бұрын
খুব সুন্দর গল্প গল্প শুনে মুগ্ধ হয়ে গেলাম নতুনগল্প শোনার অপেক্ষায় রইলাম আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন❤❤❤❤❤❤❤
@utsavsaha99Ай бұрын
Boltei hochhe this new narrator Mr. Shekhar is really outstanding. Poribirton dorkar. Ek gheyami ta kate. New talents ashe. Somoy egiye jaay. Go on Mirchi Bangla.❤
@Shikkhito-ChhotolokАй бұрын
২০ বছরের এক্সপিরিয়েন্স আছে ওনার।
@bikrambrmАй бұрын
@@Shikkhito-Chhotolok onar puro name?
@Shikkhito-ChhotolokАй бұрын
@@bikrambrm Sekhar Pal
@djsridamvlogs74694 күн бұрын
Valo khub vaLo laglo ❤❤❤❤tnx mirchi team k...alauddin khilji r jonno perfect sasti sesmesh nijer ....satha 😮😮😮
@adityadas8562Ай бұрын
If Historical Novel is question.. Then SARADINDU BANDHOPADYAY is the answer.. What a writter ❤❤
@binoypatra1445Ай бұрын
এই গল্পে রিচার্ডের কাজ কেমন লাগলো আপনাদের?? ডিটেলিং গুলো খেয়াল করলে কেউ? অভূতপূর্ব🔥🔥
ki re group theke kick kore nijeke bisal layek vab6is 🤣🤣 damra patha lindu 🐷
@binoypatra1445Ай бұрын
@arinfarhat4557 কে ভাই তুই? কোন গ্রুপ এর কথা বলছিস।
@arinfarhat4557Ай бұрын
@binoypatra1445 তোর বাপ আমি তুই আমার অবৈধ সন্তান,
@pranab3-c1vАй бұрын
আজ ডাউনলোড করার ব্যবস্থা না থাকায় এমনি শুনে নিলাম । (বি.দ্র. একটাও অ্যাড আসেনি) যাইহোক, গল্প ভালোই ছিল (প্রসঙ্গ যখন ঐতিহাসিক গল্প আর লেখক যখন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তখন গল্প ভালো না হয়ে যায় কোথায়) আর উপস্থাপনাও ভালো হয়েছে । ধন্যবাদ মিরচি কে এইরকম দূর্দান্ত গল্প দূর্দান্ত ভাবে পরিবেশনা করার জন্য
@indrajitkarmakar2005Ай бұрын
1-2 টোর বেশি অ্যাড কোনোদিনই আসে না এদের 1টা আসলে বলে 100 টা এসেছে
@drsiladitya375510 күн бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি শরদিন্দুর অন্ধ ভক্ত, বোধহয় সব ধরনের ওনার লেখা চোখ বুজে বলতে পারি, আপনারা স্বপ্ন কে বিমূর্ত করেছেন
@andryaarupperera9364Ай бұрын
রির্চাড এর মিউজিক, স্কোর ভাইরে বান ছোঁড়ার সময় BGM রীতিমতো উত্তেজিত করে দিলো। গুরুদেব পুরো
@binoypatra1445Ай бұрын
এটা রিচার্ড এর পক্ষেই সম্ভব।
@abirchakraborty574425 күн бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ❤❤❤❤❤❤❤❤❤
@deepmahanty7757Ай бұрын
অসাধারণ উপস্থাপনা ❤❤ গল্পটি শুনে খুব ভালো লাগলো।
@GargiMandal-l8i6 күн бұрын
এই রকম ঐতিহাসিক গল্প আরো শুনতে চাই। অপূর্ব নিবেদন, ধন্যবাদ।
@mousumipalmajumdar324Ай бұрын
ঠিক যেমনটি পড়েছিলাম, ভেবেছিলাম, তেমনটি ই শুনছি ❤️❤️❤️❤️love মিরচি বাংলা
@drsamim-4KАй бұрын
অসাধারণ,মন মুগ্ধ হয়ে গেছি, Sunday Suspense team❤❤❤
@THE-ILLEST-VILLAIN-DOOMАй бұрын
Duration: 2:00:30 ❤ একদম পারফেক্ট অ্যাড্যাপটেশন করেছেন প্রবুদ্ধ ঘোষ। গল্পটার এক্সাক্টলি দুই ঘণ্টাই ডিউরেশন হওয়ার কথা, আর সেটাই হয়েছে। এই জন্য এক্সপেরিয়েন্সড ব্যক্তিদের-কে দিয়ে সবসময় অ্যাড্যাপটেশনের কাজ করতে হয়।
@Shikkhito-ChhotolokАй бұрын
অন্য কোথাও আবার ২৩-টা খন্ডের উপন্যাস দুই ঘণ্টায় শেষ হয়ে যায়।
@SukhenduSikderАй бұрын
এরকমই হওয়ার কথা ছিল। একদম পারফেক্ট ❤
@dhrubajyotiranjit1339Ай бұрын
@@Shikkhito-Chhotolok Kothay 😂😂😂
@shibu-4.3Ай бұрын
@@dhrubajyotiranjit1339goppo mir er thek er kotha bolche "twenty thousand leagues under the sea"
@aritrothecrazygamer6387Ай бұрын
Ki kore jano tomra duration kotokhon? Amader o janao...
@arpitachatterjee7394Ай бұрын
অসাধারণ উপস্থাপনা, গল্পটা পড়ে দারুন লেগেছিল, r আজ শুনেও দরুন লাগলো, টিম মিরচি just fatafati।
@arunojoydas836Ай бұрын
Sharadindu Bandopadhyay er uponnash sob somoy favourite chilo ache thakbe. Narration jei korun , asol feeling golpo ta tei. 😊
@Shikkhito-ChhotolokАй бұрын
Narration e Sekhar achen. Uni bhaloi korben.
@thegoodmind967620 күн бұрын
অনবদ্য সৃষ্টি অনবদ্য পরিবেশন,, এক অভাবনীয় গল্পের স্বাদ পেলাম। যার রেশ থেকে যাবে বেশ কয়েক দিন।। ধন্যবাদ টিম মিরছি কে।।।
@pdf16500Ай бұрын
Mirchi Bangla is still the best❤❤❤ Indrani Di and Agni together are 🔥
@GVTCSGroup26 күн бұрын
দু'ঘণ্টার গল্প বলে শুনতাম না। কেবল শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই নামটা দেখে গল্পটা শুনেছিলাম। গল্পটা শোনার পর মনে হল যদি না শুনতাম জীবনে খুব ভালো একটা গল্প অজানা থাকতো। স্বর্গীয় শরদিন্দু বাবুকে আমার সশ্রদ্ধ প্রণাম। সানডে সাসপেন্স তথা তার প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন 🙏🙏
@sunitapurkaitsweetcorn392Ай бұрын
আমার প্রিয় লেখক গল্প ...তার উপর sunday suspense onar golpo .....😌
@mousumighosh153825 күн бұрын
Asadharon laglo r o ak bar mirchir projojona.
@sanjukumardas3923Ай бұрын
নমস্কার আমি একজন সানডে সাসপেন্স এর নিয়মিত শ্রোতা , সানডে সাসপেন্স প্রচারিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সমস্ত গল্প আমি শুনেছি , সবগুলোই অসাধারণ , শঙ্খকঙ্কন গল্পটিও অসাধারণ, কিছু বলার আগে আমি শ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থী, আলাউদ্দিন খলজি একজন বর্বর নিশংস মানুষ মানলাম, সে অনেক নারীর জীবন নষ্ট করেছে অনেক বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে, তবুও তো তার জন্ম দেয়া সন্তান তার নিজের কন্যা, শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাবা মেয়ের সম্পর্কটাকে এরকম নোংরা পর্যায়ে নিয়ে যাওয়াটা উচিত হয়নি, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অনেক রাস্তায় হয়তো যাওয়া যেত,
@SantanuManna-g4s28 күн бұрын
Sunday suspense sera chilo, ache, thakbe. Sharadindu bandopadhyay er golpo just asadharon. Anek din por sekhar er konthe golpo sunlam, Sunday suspense er jonno anaboddo songjon aro sunte chai. Mir da & dip da ke sunday suspense e sunte pachi na bole kono dukho nei, goppo mir er theke sune aash mitie nichi.
রাজদ্রোহী, গৌরমল্লার এর মতোই সুন্দর পরিবেশন হবে গল্পটার। ❤❤❤❤♥️🌼🌸♥️😌।
@TKM777ZАй бұрын
Genre ??
@cartoonerbaba5604Ай бұрын
@@TKM777Zঐতিহাসিক, প্রেম।
@jee098Ай бұрын
@@TKM777Z হিস্টোরিকাল, রোমান্টিক।
@AsmitaBatabyal-rx9ljАй бұрын
@TKM777Z historical story
@anamikabhupal8398Ай бұрын
Carry on Sunday Suspense❤❤👍👍👍, Indrani Madam is the friend , guide and philosopher of S.S as well as all other audio book story channels running inyou tube.
@gautamkarmakar3443Ай бұрын
Saradindu'r ero ek অসাধারণ Historical Fiction.
@DevapriyaJoddar25 күн бұрын
ইতিহাসকে এইভাবে পরিষ্কার করে তুলে ধরার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে বিনম্র শ্রদ্ধা। মিরচি বাংলাকেও ধন্যবাদ। 🙏
@tanmoychakraborty1751Ай бұрын
Osadharon hoyeche....thanks for this historical saga
@indranilbhose6768Ай бұрын
অসাধারণ! আর একটি জিনিস মনে হ'ল। জানি না কেউ খেয়াল করেছেন কি না। শেখর বাবুর গলার আওয়াজটা অনেকটা কাজী সব্যসাচীর সাথে মিলে যাচ্ছিলো। আমার এটাই বার বার মবে হচ্ছিলো।।
@rootroy2281Ай бұрын
এবার আবার এক প্রজন্ম এর পথ চলায় আমাদেরই খুঁজে নিতে হবে নতুন মীর ,দীপ কে আশাকরি খুব শিগগিরিই পেয়ে যাবো... Sunday suspense এ নতুন ভাবে।।।
বাপরে !! কি অপুর্ব। story / cast/ presentation….. জবাব নেই। দারুন দারুন …..
@bidhanghosh229Ай бұрын
সানডে সাসপেন্স এর গল্প নির্বাচন অত্যন্ত ভালো।
@SukhenduSikderАй бұрын
কী বলছেন! হবে না!? সানডে সাসপেন্সে সবার আগে যিনি গল্প চয়ন করতেন, সেই ইন্দ্রানীদিই তো এখনও গল্প চয়ন করছেন! হওয়াই তো স্বাভাবিক, তাই না?
@cartoonerbaba5604Ай бұрын
একদম ঠিক বলেছেন@@SukhenduSikder
@debjanimajumder74713 күн бұрын
অপূর্ব !!! অপূর্ব !!! অপূর্ব !!! 🎉🎉🎉🎉🎉
@dipikabasukundu1692Ай бұрын
অনবদ্য... মগ্ন হয়ে শুনলাম😊... খালি চঞ্চরীর জন্য খারাপ লাগলো
@soumonath9020Ай бұрын
অসাধারণ গল্প l মনে হচ্ছিল ইতিহাসে ফিরে গেছি। কি চমৎকার নামকরণ। গল্প ও গল্পকথক দুটোই অনবদ্য। অসাধারণ গল্প আর উপস্থাপনা হৃদয় ছুঁয়ে যায়। আপনারা খুব ভালো থাকুন আর এরকমই গল্প আপনাদের কাছে আশা করলাম।❤❤❤❤❤
@mousumipalmajumdar324Ай бұрын
ঝিলম নদীর তীর টা হবে নাকি 😊😊😊❤️❤️❤️
@saptaparneebiswas7928Ай бұрын
Keu ashbe..Keu Cholejabe…kintu “Mirchi Bangla”..Mirchi Banglaiiii theke jaabe…✨ Apurbo as always…✨ Pashe chilum..pashe aachi..evabei aanondo diyejeo amader Radio Mirchi❤
@soumikroy3084Ай бұрын
A blockbuster year for ss. Thank you ss for gifting such tremendous stories throughout the year.
@sudiptabrahma263127 күн бұрын
Thanks❤🌹🙏 Mirchi Bangla for favorite author Saradindu Bandapadhaya for Sankhakakhan wonderful story
@rajibdas731Ай бұрын
Waiting eagerly ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@debadityaphotographer3378Ай бұрын
“Changes in old ongoing systems provide opportunity to bring new possibilities”. Presentation is excellent!! Every one did their bit so Kudos to the hard work. Surajit babu is highly underrated.
@osimakhatun310Ай бұрын
sunday suspence sunday তেই আছে ছিল থাকবে.. এটাই চিরন্তন সত্য.. কে কোন চ্যানেলে আছেন ছিলেন নেই.. এসব প্রতিবার হিসেব না করে, আমরা রোববার এর দুপুর টাকে খোলা মনে উপভোগ করি আনন্দে.. 🎉❤🎉 সময়ের পরিবর্তন আসে আসবে.. সবার প্রয়োজন সব সময় আমরা শ্রোতারা-ই সমৃদ্ধ করতে পারি নইলে কিন্তু নয়.. mirchibangla and mirchi team.. আমরা কিছুক্ষণের অপেক্ষায় রয়েছি "শঙ্খ কঙ্কণ" শোনার সানন্দে অগ্নি বাবু সহ সব শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে.. 🙏💐🙏🌹🌹
@suneladeyАй бұрын
💯 ঠিক বল লেন। আমি অনেক দিন ধরেই, এটাই ভাবছিলাম। কে কে গেলো এই ক্যারিক্যাচার শুনে শুনে মাথা ধরে গেছিলো ধন্যবাদ
@osimakhatun310Ай бұрын
@suneladey ❤️👍
@chiranjitkarmakar173824 күн бұрын
অপূর্ব অপূর্ব সুন্দর গল্প ❤❤❤❤
@SourojeetMoitraАй бұрын
Just excellent poster design❤😍🔥
@sharmisthamaiti1389Ай бұрын
অসাধারণ গল্প আর অসাধারণ গল্প পাঠ , গল্প শুনতে শুনতে যেন গল্পের সব কিছু চোখের সামনে ভেসে উঠছিলো বিশেষ করে গল্পের শেষের দিকে খুব উত্তেজনা সাথে দম আটকে শুনলাম দারুণ হয়েছে রুদ্ধশ্বাস করা গল্প আর শেষে পিতা ডাকটা শুনে আমার তো ভাই চোখে জল চলে এসেছে 👌🏻👌🏻তোমাদের কাছ এইরকম রুদ্ধশ্বাস করা গল্প আর শুনতে চাই ।
Ashadaharon uponyash, ashadharon presentation!! Great job, Mirchi team! Gourabmoy 15 bochhor purno korar anek anek shubho kamona o bhalobasha!
@kirtichakraborty1668Ай бұрын
দারুণ হয়েছে উপস্থাপনা 🤩❣ ভালোবাসা নেবেন 💙💙❤❤
@sarbaridutta6617Ай бұрын
আবারও অসাধারণ একটি গল্প❤। শরদিন্দুবাবুর ঐতিহাসিক গল্প মানেই সেখানে একটি সুন্দর ভালোবাসার গল্প থাকে। কিন্তু এই গল্পে চঞ্চরীর জন্য খুব খারাপ লাগলো। সে বিনা দোষে সারা জীবনের শুধু কষ্ট পেয়ে গেল।