'The Count of Monte Cristo' গল্পটা মন ছুঁয়ে গিয়েছিল। আশা করছি এই গল্পটাও অসাধারণ হবে। গৌরব চক্রবর্তীকে আবার Sunday suspense এ ফিরিয়ে এনে শ্রোতাদের demand পূরণ করার জন্য অনেক ধন্যবাদ টিম মিরচি বাংলাকে।❤
@MomsFoodBnm2 жыл бұрын
That's great
@skraja92032 жыл бұрын
The count of monty cristo amir favourite golpoo 😘
@amritrakshit81242 жыл бұрын
Haaa sera golpo chilo ota
@kushalghosh53702 жыл бұрын
Sera golpo chilo, the count of Monte Cristo
@sky-uv6jo2 жыл бұрын
Hmm
@thunderdudes80312 жыл бұрын
আবার শুনতে চলেছি The Count Of Monte Cristo র মত একটা masterpiece। নিশ্চিতভাবে বলতে পারি আগের টি যেমন অপ্রত্যাশিতভাবে আমাদের হৃদয়ের মণিকোঠায় স্থান লাভ করে, এই গল্প টাও যেনো Mirchi Bangla র অন্যন্য উপস্থাপনায় সেইভাবেই আমাদের হৃদয়ে গেঁথে যাবে এবং স্থান - কাল - সময় নির্বিশেষে সকলের মুখে এর জয়জয়কার শোনা যাবে
@namrotabarui2 жыл бұрын
আহা!! "The 3 musketeers" ও শুনব কখনও ভাবিনি এইরকম, অনেক ধন্যবাদ মির্চি বাংলা কে ... "The black tulip" টা আর কেন বাদ থেকে যায় ওটিও শোনার অপেক্ষায় রইলাম ।
@achyutmaity21812 жыл бұрын
চিন্তা নেই। ওটাও হয়ে যাবে।
@anamikapaik46262 жыл бұрын
Yesss
@TanusreeBhowmickArt2 жыл бұрын
Ota romantic poem collection..hobar chance kom
@dhreetibanerjee73942 жыл бұрын
রাত ৩.১০....ট্রেনে বসে বসে শুনছি....কষ্টে বুক ফেটে যাচ্ছে টিকিট কনফার্ম হয় নি বলে....সবাই গুমোচ্ছে আমি বসে বসে ভাবছি। কিন্তু এই ৩ ঘন্টার এত সুন্দর পরিবেশন সত্যি মনমুগ্ধকর....সত্যি মীরের পরে যদি কোন উত্তরসূরি হয় তবে তা গৌরব চক্রবর্তী.... প্রতিটি tag line গুলো যখন বলছিল এইদিকে মালদার উপরের আমের গন্ধে দিয়ে যাচ্ছে সাথে যাচ্ছে পুরো মির্চি টিম....পুরো সেরা গল্প...
@amrishna____4058 Жыл бұрын
Apnara selai kre niyechen to.... Noile ki na ki dhuke jabe... Jatra subho hok😂 Duggaaaa dugga😬
@ronojitbag1425 Жыл бұрын
Mittha apnader thekei sikhte hobe 😂
@palashchakraborty32755 ай бұрын
E ki oboshta!!!!
@rishiupadhyay39562 жыл бұрын
একটা ছোট্ট request, Alexender Dumas series যখন শুরু করেছেন; The Count of Montechristo, Three Musketeers এর পর, Twenty Years After, The man in the iron mask(যেগুলো Three Musketeers এর sequels) আর সবশেষে Black Tulip, এই গুলোও শোনার অপেক্ষায় রইলাম😇🙏
@dipalidas562 жыл бұрын
সবাইতো এখানে গল্প ও তার লেখক এবং সেইসঙ্গে অভিনেতা/অভিনেত্রীদের প্রশংসায় পঞ্চমুখ । কিন্তু কেউই আপনার মত আলেকজান্ডার ড্যুমার গল্পের সিরিজ, সিক্যুয়েল বা ট্রিলজি সম্পর্কিত গল্পগুলোর নাম লিখে এত সুন্দর ভাবে অনুরোধ জানান নি । ধন্যবাদ আপনাকে !
@suvasisbarik23152 жыл бұрын
# request same stories
@rishiupadhyay39562 жыл бұрын
@@dipalidas56 তখন খুব ছোট্ট। 2003 সাল। বাবা জন্মদিনে দেবসাহিত্য কুটির এর আলেক্সান্ডার ডুমা সমগ্র এনে দিলেন। আজও train এ করে কোথাও গেলে বইটি সাথে যাবেই। পরে যখন বড় হবার পরে movie adaptations, আর mirchi র The Count of montechristo গুলো দেখলাম আর শুনলাম, বুঝলাম অনুবাদক কখনোই পুরোটা আনতে পারেন না। The count of montechristo (দেসাকু সংস্করণে) "কাদারুজ" নামে একটি চরিত্র ছিল সে mirchir গল্পে অনুপস্থিত। আবার, mirchi র সংস্করণে আলি পাশার মেয়ের যে বিবরণ রয়েছে, এতো details আমার আগে পড়া ছিল না। তাই মনস্থির করেছি, ফরাসী টা atleast শিখে নিয়ে আসল বই গুলো একবার তো পড়বই😅 । তবে যতদিন সেটা হয়ে উঠছে না, mirchi ই একমেবাদ্বিতীয়ম। একারনেই শোনার আগ্রহ😇 আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে একটা জিনিসের জন্য mirchi কে শত কোটি ধন্যবাদ, তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা সবাই এত সুন্দর রচনাবলীর সাথে পরিচিত হচ্ছি। একরকমভাবে অমরত্ব পাচ্ছে এই গল্প গুলো। Hats off😇
@sulagnamitra27842 жыл бұрын
Black tulip আমার তরফ থেকেও অনুরোধ রইলো🥰🥰🥰
@ubmcybercafe96392 жыл бұрын
Hmmm
@mahinmondal8482 жыл бұрын
ছবি ছাড়াই শুধুমাত্র সাউন্ড এ সিনেমা দেখানোর ক্ষমতা শুধুমাত্র mirchi bangla এর আছে। Proud of yours team.
"One For all, All for one" এমন শব্দ, যা হৃদয় কাঁপিয়ে দেয়।
@shamimsobnom58192 жыл бұрын
“এক অদ্ভুত শক্তিশালী অথচ শান্ত ব্যক্তিত্ব” এর জন্য গৌরব চক্রবর্তীর থেকে পারফেক্ট আর কেউ হতে পারে না। ❤️
@iamarghya27322 жыл бұрын
Ekdom best❤
@dipakmandal53252 жыл бұрын
অনেকটা বাংলাদেশের কবি সালমান হাবিব এর গলার আওয়াজ এর মতো।
@pritammalik76452 жыл бұрын
Darun bolechen.
@mds_sns69352 жыл бұрын
Akdm.. !! 😌
@ekramulhaque8222 Жыл бұрын
↗
@rimabiswas8422 жыл бұрын
"The Count of Monte Cristo" - র পর আবারো একটি রোমাঞ্চকর দুর্ধর্ষ পর্ব । একসাথে লন্ডন, প্যারিস, ইংল্যান্ড, ফ্রান্স .... সব জায়গায় ঘুরলাম । গল্পের পেছনের দৃশ্যপট এখনো স্পষ্ট 💗 অপেক্ষায় রইলাম এর পরবর্তী পর্বের জন্য । কথাটা এখনো কানে বাজছে - one for all , and all for one ❣️
@biswajitpal67882 жыл бұрын
Alexandre Dumas তার সূক্ষ্ম চিন্তা ভাবনা দিয়ে সবার মন জয় করে নিচ্ছে, এবং সারাজীবন আমাদের মন জয় করে যাবে। Thanks team Sunday Suspense কে আমাদের কে এরকম ধরনের গল্প শোনার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানানোর ভাষা নেই আমাদের। আরো শুনতে চাই। যুগ যুগ জিও Sunday Suspense team।
@mouhazra94762 жыл бұрын
42:13 -> অ্যাথোস অর্থাৎ গৌরব চক্রবর্তী র এনট্রি । আমি চাতকের মতো অপেক্ষা করেছি এই 42 মিনিট ধরে যে কখন তাঁর ভয়েজ শুনতে পাবো! যে মুহূর্তে বলে , উঠলেন "Musketeer হয়ে Captain এর তলব অমান্য করি কি করে?" , গায়ে কাঁটা দিয়ে উঠলো ❤
@rohitpaul4002 жыл бұрын
I love you
@shakawathossain83382 жыл бұрын
R8
@dardtolive9082 жыл бұрын
We are mesmerized with his voice ❤️
@suchismitamanna70552 жыл бұрын
আমিও অপেক্ষা করছিলাম
@almasudhossain54972 жыл бұрын
♥️♥️♥️♥️💥💥💥💥
@MadhuchhandaDasOfficial2 жыл бұрын
*The Count of Monte Cristo-র পর আজ আবার Alexandre Dumas এর The Three Musketeers ... সাথে গৌরব চক্রবর্তী... সব মিলিয়ে অসাধারণ লাগলো... ধন্যবাদ Mirchi Bangla*
@joydeepchowdhury78032 жыл бұрын
Mnk
@shutterbugamar12722 жыл бұрын
বাপরে মির্চি বাংলা পুরো ফাটিয়ে দিচ্ছে 😍 আজকের গল্পের সময়সীমা:- 3:25:25 এত বড় গল্পের জন্য মির্চি বাংলাকে স্যালুট জানাই 🫡❤️❤️❤️
@aparnabag702 жыл бұрын
Sotti hole darun khusi hobo
@TuhinSubhraNayak2 жыл бұрын
Tao abar part 1
@supritamsen20352 жыл бұрын
Tao 1st part.......count of Monte Cristo r..1st part chilo 3hr r.....ufffffffff agun
@arkbiswas84432 жыл бұрын
Akdom
@madhusreebanik51482 жыл бұрын
Radio 📻 mirchi tomai kurnish janai 🙏
@sushamaroy20832 жыл бұрын
After the story of "the count of monte christo", this ideal story bring back that same thrilling and existing feelings.
@funnyayush47472 жыл бұрын
গৌরব দার গলার ভয়েস অসাধারণ, যখন থেকে অ্যাথস এর এন্ট্রি হলো তখন থেকে গল্পঃ জমে গেলো...
@SumitDas-bd6li2 жыл бұрын
পুরো টিমের মধ্যে যে এত বড় একটি গল্পের বেতার রূপ দান করলেন তার পরিশ্রমকে জানাই প্রণাম ....তার জন্যই এরকম গল্প আমরা পেলাম সাথে অনেক না জানা পরিশ্রমী মানুষ যাদের আমরা জানতে পারি না , শুধু কাজ টাই থাকে .....
@avisheksaha38972 жыл бұрын
Monte Cristo শোনার পর থেকেই এই মাস্টারপিস টার অপেক্ষায় ছিলাম।আশা করি আরো একবার amazed হবো।তবে একটা কথা বলতেই হবে SS এ পর পর দুই সপ্তাহে দুটো "Three Musketeers" শুনতে পাওয়া হয়তো সবার কাছেই unexpected ছিল।Thanks for this Surprise
@debojeetdas25742 жыл бұрын
"One for all and all for one." ❤ The line gave me goosebumps.😌😌
@zayaansqirat20452 жыл бұрын
Once again Mr. Gaurav is the one who has overtopped all, after "The Count of Monte Cristo". He has proved that the masterpieces brought from the mines of world literature can not be presented altogether without him. In a word, his performance is supercalifragilisticexpialidocious. Looking forward to listening to its 2nd episode, as well as a request to the team of Sunday Suspense as if they would let him perform " Charles Dickens': A Tale of Two Cities".
@SUCHANASEN-g6r2 жыл бұрын
Exactly! I also want him in "A Tale of Two Cities." I think he is perfect for the role of Charles Darnay!!❤️
@rajain26092 жыл бұрын
Supercalifragilisticexpialidocious! Well, you might as well have said 'peerless.'
@zayaansqirat20452 жыл бұрын
@@rajain2609 You are absolutely right. I could've said, but for Mr. Gaurav, this word seemed perfect to me.
@animeshdinda96772 жыл бұрын
আহা... ছোটো বেলা থেকে লোক মুখে শুনে আসছিলাম শুধু গল্পটার নাম, "The 3Musketeers" আজ Mirchi প্রথম সুযোগ দিচ্ছে সেই গল্পের স্বাদ নিতে।। সেই Sunday Suspense এর One of masterpiece, কালজয়ী The Count Of Monte Cristo এর লেখক ফিরে আসছে... আরও এক বড় রহস্য Adventure নিয়ে, সঙ্গে নিয়ে আসছে তার Admond Dantes, Gaurav Chakrabarty কে, এবারে সঙ্গে রয়েছে Rwitobroto এটা রবিবার নাকি স্বর্গ❤️❤️
@arikhossain67052 жыл бұрын
একদম দাদা সেই স্কুলে পড়াকালীন অনেক শুনেছি এই গল্পটার নাম...
@IB_0072 жыл бұрын
নাম শুনেছ তো পড়ে দেখোনি কেন? টিভি আর ইউটিউব, ওটিটি দেখে সময় পাওনি তাই তো?
@amadergolpogulo64592 жыл бұрын
" The count of Monte Cristo " শুনে ভীষন মুগ্ধ হয়েছিলাম, তার পর থেকেই ওনার লেখা আরো গল্প শোনার অপেক্ষায় ছিলাম।আবার ও মুগ্ধ হলাম অনেক ধন্যবাদ মিরচি টিম কে,আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইলো।💐
@tapashmondal1432 жыл бұрын
apni tik bolachen ... amaro khub valo lagche golpo ta.... ❤️❤️❤️
@ZhRaton2 жыл бұрын
তুমি sondharo megh sunle aro মুগ্ধ hoben...
@souravadhikary71262 жыл бұрын
I love you
@amadergolpogulo64592 жыл бұрын
@@ZhRaton নিশ্চয় শুনবো 😊
@amadergolpogulo64592 жыл бұрын
@@tapashmondal143 হ্যাঁ গল্প গুলোই ভীষন সুন্দর, আর তাতে প্রাণ ঢেলে দেয় আমাদের প্রিয় মিরচি টিম 😊😊
@parthsarathikarmakar788411 ай бұрын
Thanks
@jayantaacharja91952 жыл бұрын
গৌরবকে ফিরিয়ে এনে মিরচি টিমে যেন চাঁদের হাট বসেছে l অসাধারণ, গল্প বলার ধরণ তো অসাধারণ l গল্প বলার ধরন এমন , যেন আমরা চোখের সামনে ঘটনাটাকে দেখতে পাচ্ছি l আগের গল্পটা তো অসাধারণ l
@bishnunaskar56912 жыл бұрын
Ami o dada job bose kaj kor6i r jeno samne sob futiya tul6e sunday suspens
@TanusreeBhowmickArt2 жыл бұрын
Cherry on the cake is Gaurav Chakraborty..and the whole cake is made by all Radio Mirchi RJs...also don't forget d'Artagnan a.k.a. Rwitobroto Mukherjee...he is the tasty icing of the cake...and they made it delicious, lemme say yummilicious
@PratimaGiri-qf2xt5 ай бұрын
1:13:27
@sutapamondal70222 жыл бұрын
The count of Monte Cristo এর পরে Sunday suspense এর শ্রোতাদের কাছে এটা একটা অসাধারণ উপহার🤩❤️..... Rwitobroto mukherjee এর অভিনয় দেখেছি কিন্তু উনি এত ভালো একজন voice artist সেটা ভাবতেই পারিনি.....আর Gourav Chakraborty এর কথা আলাদা করে বললাম না.....The count of Monte Cristo না হলে জানতেই পারতাম না উনি এমন দারুণ কন্ঠের অধিকারী ❤️
@prachurjodhrubak2 жыл бұрын
"The 3 Musketeers" অনেক আগেই পড়েছিলাম। পড়ার অনেক বছর পর সানডে সাসপেন্সের বেতার রুপে আবারও শুনে বেশ ভালো লাগলো ❤️
@rajenmaity8742 жыл бұрын
Golpo ta kemon
@moviesworld19112 жыл бұрын
@@rajenmaity874 golpo ta r eta ektu different and Bengali onubad jegulo online e pdf e available segulo complete na
@habijabi73072 жыл бұрын
Chorom. I bow down to all the voices and Alexender Dumas and Rajarshee mam. And especially Gaurav was stunning
@tittusutradhar3072 жыл бұрын
এটা অসাধারণ ছিল - Cardinal Richelieu: "বিপদ! আঃ বিপদে পড়ে সাধারণ মানুষ মেলেদি, যারা অসাধারণ তারা বিপদ থেকে উদ্ধার পাই, আর যারা বিরাট মাপের মানুষ তারা বিপদকে নিজের কাজে লাগাই। এই যেমন আমি কিংবা তুমি, অর্থাৎ যাদের বুদ্ধি আছে আর যাদের বুদ্ধি আছে পৃথিবীকে তারা পায়ের নিচে রাখে।" 🔥🔥
@Asish_Roy_SoulFTW2 жыл бұрын
khati kotha 💥
@murshaaad2 жыл бұрын
Thanks!
@bhabeshbarman4514 Жыл бұрын
Lp
@koushikdas78082 жыл бұрын
সানডে সাসপেন্স কেবল বাংলা সাহিত্য নয় সমগ্র বিশ্ব সাহিত্যের প্রতি বর্তমান তরুণ প্রজন্মকে ভালোবাসতে শিখিয়েছে যেটা এখনকার দিনে প্রায় হারিয়ে যেতে বসেছে। একজন সাহিত্য প্রেমী হিসেবে এটাই আমার কাছে অনেক। Thank you team mirchi ❤️❤️❤️
@farukabdulla13952 жыл бұрын
Sotti 🥰🖤
@englisholicd48592 жыл бұрын
গৌরব কে যতো শুনি তত মুগ্ধ হই। " One for all and all for one "
@taniyagaming67582 жыл бұрын
এই প্রথম বার রাতে ঘুমনোর সময় Sunday suspense শুনে না ঘুমিয়ে ঘুমের বারোটা বাজিয়ে সারা রাত জেগে এই গল্পঃটা শুনলাম সত্যি বলছি সেরার সেরা ❤️❤️❤️❤️❤️
@keyanag98512 жыл бұрын
অসাধারণ লাগলো। রেডিও মিরচি কে অনেক ধন্যবাদ এরকম একটি masterpiece এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। ঋতব্রত কে প্রথমবার রেডিও তে শুনে দারুন লাগলো। আর একজনের ক্থা না বললেই নয় গৌরব চক্রবর্তী।।। উফফ্ অপূর্ব ওনার বাচনভঙ্গি। মুগ্ধ হয়ে গেছি বললেও অল্প বলা হয়।
@mrinalkarmakar16842 жыл бұрын
Rwitobroto ageo Sunday suspense e esechilo, shajarur kanta golpe
@tapanroy365villagekotha2 жыл бұрын
@@mrinalkarmakar1684 uzu*uuuuuuuuu7
@binterumman84632 жыл бұрын
"The Count of Monte Cristo" শুনে অপেক্ষায় ছিলাম আবারও এমন একটি অসাধারণ ঐতিহাসিক গল্প শুনার জন্য..... ধন্যবাদ মিরচি বাংলার পুরো টিমকে❤️
@masumaakter36582 жыл бұрын
যে যাই বলুক, চাঁদের পাহাড় আমার কাছে আজও শেরা....❤️
@rudrasatpati90632 жыл бұрын
কোনো কিছু বলার নেই," The count or monte Cristo " মানুষের হৃদয় স্পর্শ করার সাথে সাথে আবার মানুষের হৃদয় স্পর্শ করল , "The three Musketeers" সত্যি Radio mirchi অবদান অনস্বীকার্য। অনেক অনেক ধন্যবাদ🙏 Radio mirchi 🙏🙏🙏🙏🙏🙏🙏। তবে Radio mirchi কাছে আমার একটাই আবেদন যে, যদি তাঁদের ভালো লাগে তাহলে আলেকজান্ডার দ্যুমা লেখা গল্প --"Twenty years after " গল্পটি যেন শোনানো হয়। তাঁরা যদি আমরা এই আবেদন স্বীকার করেন তাহলে আমি এবং সকলেই বিশেষ ভাবে কৃতজ্ঞ থাকব।।
@invinciblesiddique1427 Жыл бұрын
20 years after শোনার জন্য সান্ডে সাস্পেন্স এর পথ চেয়ে অধীর আগ্রহে বসে আছি।
@nemonoone3142 жыл бұрын
যে সমস্ত শ্রোতারা বলতেন গল্পের সময় খুবই কম, আজকের গল্প বোধকরি প্রধানত তাদের জন্যই। ধন্যবাদ MIRCHI BANGLA কে 🥰।
@sarmisthamondal84592 жыл бұрын
আপনারা সত্যি পাঠক দের কতটা সম্মান করেন, শুধুমাত্র আমাদের কথা ভেবে এই দীর্ঘ সময়ে র গল্প নির্বাচন করেছেন।।আপনাদের অনেক ধন্যবাদ মির্চি বাংলা।
@pratapnandi10152 жыл бұрын
এতো বড়ো গল্প cover করা মুখের কথা নয়। salute to team mirchi bangla 🖤
@dreamgirl-sq1vg2 жыл бұрын
অসাধারণ গল্প মন ছুঁয়ে যাওয়ার মতো। আর মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড মিউসিক টা এতো সুন্দর শোনাচ্ছে যেন মনে হচ্ছে গল্প শুনছি না চোখের সামনে দেখতে পাচ্ছি পুরো নাটকটা। অসাধারণ। অনবদ্য. 🙏🙏🙏🙏🙏
@sreelekhadebnath2712 жыл бұрын
মুগ্ধতা যে কোন পর্যায়ে পৌঁছেছে তা লিখে বোঝাতে পারব না। গৌরব এর কণ্ঠ অসাধারণ 🙏🙏🙏🙏🙏
@rajajana98422 жыл бұрын
Amio Mugdho......
@sksaheb81306 ай бұрын
❤❤❤❤❤
@susantadey46302 жыл бұрын
সকলের কাজই প্রসংশনীয়.... কিন্তু গৌরব চক্রবর্তীর স্বর আবারও মুগ্ধ করে তুললো... Team Sunday suspense কে অনেক অনেক ধন্যবাদ এরম অনবদ্য উপহার আমাদের দেওয়ার জন্য....
@kangkanasarkar15902 жыл бұрын
The Count of Monte Cristo র পর আবার এক সেই এক অদ্ভুত অনুভূতি যা মুখে প্রকাশ করা যায় না। এমন অনুভুতি মিরচির পক্ষে সম্ভব।
@sanjidaalamsohili80172 жыл бұрын
A
@sanjidaalamsohili80172 жыл бұрын
ZZ
@kieraroxy2 жыл бұрын
Mind Blowing efforts by the Team. Heartiest felicitations to all the Artists who are behind this dramatisation. Excellent sound quality and effects. Outstanding experience.
@aditi28802 жыл бұрын
গল্পটা এক কথায় অনবদ্য। যে ভাবে বন্ধুত্ব , দেশের প্রতি কর্তব্যবোধ , প্রেম , সাহস , এডভেনচার এই সব কিছু ফুটে উঠেছে। তার সাথে তো আবহসঙ্গীত আর গল্প পাঠকের কন্ঠ , সব মিলিয়ে স্বাস রুদ্র কর ছিল।
@chirlesmack79852 жыл бұрын
পাঠ পরিচিতি শিখলাম লুচ্চামি স্বামীর সাথে ধোঁকাবাজি
@MDJibon-ni8kd2 жыл бұрын
@@chirlesmack7985 nnnnnnn ...
@ronojitbag1425 Жыл бұрын
Thik bolecho sundori 😘
@messian35292 жыл бұрын
অসাধারণ একটা গল্প।'The count of Montecristo' এর পর গৌরব চক্রবর্তীকে আবারও ফিরিয়ে আনার জন্য sunday suspence কে অসংখ্য ধন্যবাদ জানাই।আগামী সপ্তাহে দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।
@arkbiswas84432 жыл бұрын
" The count of monte Cristo " গল্পে Edmond Dantes এর চরিত্রে Gourav দার প্রতিটি লাইন এখনও কানে ভাসে...Gourav দাকে আবারও শুনব , ভেবেই ভালো লাগছে ❤️😊 গৌরব দা কে ফিরিয়ে আনার জন্য মীরচি টিম কে অনেক ধন্যবাদ ।।
@dreamer54462 жыл бұрын
সত্যি.. গৌরব দার কন্ঠ অসাধারণ👏✊👍
@debasartdiary97182 жыл бұрын
Gourab da mane,, gourab tapadar da??
@amarmonerstation18362 жыл бұрын
@@debasartdiary9718 vaiiiiiii ke tui ........ Gourav Chakraborty
@barsha37742 жыл бұрын
@@debasartdiary9718 😩
@sankhadeepmaiti32752 жыл бұрын
Moner kotha bolecho dadavai🥰
@kuntalsarkar5019 Жыл бұрын
এই নিয়ে মনেহয় ৫০ বার শুনলাম। তাও মন ভরছে না। একটা Request, দয়া করে, এই রকম আর একটা গল্প আনুন। এই পানসে জীবনে একটা আলোড়ন চাই। 🙏🙏🙏🙏
@santonuroy8072 Жыл бұрын
Aseche tai Abar ata sunte elum
@RandomArtCreation2 жыл бұрын
বলে বোঝানো যাবে না কতটা খুশি গৌরভদাকে আবার ফিরে পেয়ে,,,, 'The Count of Monte Cristo' গল্পে Edmond Dantes চরিত্রে গৌরবদার কণ্ঠস্বর সকলের মন ছুঁয়ে গিয়েছিল। আশা করছি 'The Three Musketeers' গল্পেও Gourav da সেই একই রকম ভাবে আমাদের মাতিয়ে তুলবে,,,, সকলের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে দান্তেসের মতো ।। 🔥🔥🔥❣️❣️❣️
@sensen18992 жыл бұрын
Akdom
@pranabkayal77672 жыл бұрын
Akebarei ....😊
@sudiptamodak93172 жыл бұрын
এত ভালো উপস্থাপনা Sunday Suspense ছাড়া অসম্ভব,Sunday Suspense শোনা একটা নেশায় পরিণত হয়েছে❤️
@bappa....westbengal25972 жыл бұрын
গল্পের অনুবাদ রাজশ্রী গুপ্ত কে অসংখ্য ধন্যবাদ। এতো সুন্দর একটা বেতার নাট্য রুপ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই Mir chi Team কে।
@soumilahiri10062 жыл бұрын
রাজর্ষি
@MazicFinger2 жыл бұрын
:-) name ta Rajarshee, Rajasree na
@bairaGi_AkB2 жыл бұрын
একবার রাজশ্রী গুপ্ত কে ইউটিউবে দেখতে চাই।
@ranajitdas59742 жыл бұрын
Yes
@ranajitdas59742 жыл бұрын
@@MazicFinger AA to
@missDipanjanaG.2 жыл бұрын
প্রথমে যে কথাটা আগে বলতে হয়------- অসাধারণ👏✊ 👍সত্যি দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো পর আবার এরকম একটা গল্প শুনতে পাবো, সেটা ভাবতেই পারিনি।।। ভাষায় ব্যক্ত করতে পাচ্ছি না আলেকজান্ডার দ্যুমা র অমর সৃষ্টিগুলিকে। এরকমই গল্প পাওয়ার আশায় থাকি, অসংখ্য ধন্যবাদ টিম মির্চি বাংলাকে।
@sankhamitanandi4779 Жыл бұрын
🤢🤢🤢🤢🤮🤮🤮😪😪😪😴🤬🤬🤬🤬🤬😡😡☠☠💀💀💀👿👿👿
@tanima26072 жыл бұрын
Everyone did a great job (Especially Godhuli, Somak-Agni & my all time favourite Mir) but I must say that Milady De Winter is one captivating character. Gonna eagerly wait for her confrontation with Athos!
@sonamonikoley6972 жыл бұрын
"Count of Monte Cristo" er por Gaurav Chakraborty r আওয়াজ শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো🥺❤️
@ratanmanda2 жыл бұрын
Ate ato kichu
@pujakoyal42902 жыл бұрын
Ei gourav Chokroborti ta k ?je film kre nki?
@rajatpaul74037 ай бұрын
@@pujakoyal4290 haa
@tamajitsadhukhan81022 жыл бұрын
আবার মন ছুঁয়ে গেল আলেকজান্ডার ডুমার লেখনি ও মির্চির প্রেজেন্টেশন।❤ সাথে গৌরব ও ঋতব্রত জুটি অনবদ্য। এই গল্প শোনার পর ফ্রান্স যাবার ইচ্ছে আরও বেশি জেগে ওঠে।
@tashinversionkgf56752 жыл бұрын
ata just story🤣🤣
@AHMEDHOSSENMIF123222 жыл бұрын
@@tashinversionkgf5675 story hole o.... Literature er mullo onek.... Moner abeg e boye jai manush.... Etai natural.....
@tamajitsadhukhan81022 жыл бұрын
@@tashinversionkgf5675 It's not a just story. Literature is the mirror of society. If you can't enjoy the taste of literature even after such a beautiful presentation and atmosphere, it is really your fault.
@santanusutradhar1828 Жыл бұрын
কত পুরানো কিন্তু আজও নতুন। এটাই আধুনিক সাহিত্য। গৌরব দুর্দান্ত। শুভেচ্ছা সাবাইকে
@sumanmallick76462 жыл бұрын
আলেকজান্ডার ডুমাস এর গল্প মনে সেই, কাউন্ট অফ মন্টিক্রিস্ত মতো যার গল্প শুনতে শুনতে চোখে এমনি জল চলে আসে 😭😭😭❤️❤️ অসাধারণ গল্প 👍👍👍
@sanjuktapyine37542 жыл бұрын
পরপর দুই রবিবার শ্রোতাদের এতসুন্দর উপহার দেয়ার জন্য টিম সানডে সাসপেন্স কে অনেক অনেক ধন্যবাদ ❤️❤️
@hunfe94442 жыл бұрын
Hm thk bolacho
@debkantachowdhury12772 жыл бұрын
মনে হয় পরের সপ্তাহে এই গল্পের দিত্বীয় অংশ আমরা উপহার পাব। পরপর তিন রবিবার এত সুন্দর গল্প।
@suranjanchattopadhyay52632 жыл бұрын
Yes after "The Bandits of Bombay" by Satyajit Ray , again the world famous novel " The Three Musketeers " by Alexander Dumas.
@moumitabagri48632 жыл бұрын
"যাদের বুদ্ধি আছে, পৃথিবী কে তারা পায়ের নীচে রাখে "---- what an eternal line. 👌
@কীসবঠিকতো2 жыл бұрын
@@BristyySarkhel
@কীসবঠিকতো2 жыл бұрын
@@BristyySarkhel
@ronojitbag1425 Жыл бұрын
@@BristyySarkhel 😂
@bithikadhal4610 Жыл бұрын
@@BristyySarkhel
@Dk-bp1ll Жыл бұрын
Tar jonno manob choritro boja dorkar.
@indradipdas39472 жыл бұрын
The level of Sunday Suspense has reached absolutely top class
@moumitasamanta12172 жыл бұрын
এটা Rwitobroto Mukherjee এর Voice !😳😲চেনা যাচ্ছে না.... অসাধারণ ❤....
@joyashreeghosh49362 жыл бұрын
The Count of Monte Cristo-র মত রোমাঞ্চকর অনুভূতি আসছে 😍 আশা করছি এটাও একটা মাস্টারপিস গল্প হবে ।
@Kunalghosh43452 жыл бұрын
Hii joyashree
@aditighosh32812 жыл бұрын
আমাকে বার বার প্রেমে ফেলে গৌরব চক্রবর্তী.. সত্যি এমন ভালো কণ্ঠ কি করে হয়!!! আর গল্পর তো তুলনা হয় না
@sksaddam60922 жыл бұрын
Ridhima jane to
@aditighosh32812 жыл бұрын
@@sksaddam6092 আমি ভাই প্রেমে পড়েছি। এতে কে জানলো আর না জানলো তাতে কি এসে যায়। বোমকেশ থেকে কাউন্ট of montekristo সবই প্রেম টাকে উস্কে দেয় ।কি করবো!??
@afzalhossain9691 Жыл бұрын
অসাধারণ এবার নিয়ে তিন বার শুনতেছি😛😛🙏🙏♥️♥️🇧🇩
@_.kriti.sharma._2 жыл бұрын
The Three Musketeers from the novel of Alexander Dumas I have read this story in English and now I will hear this in bengali I am feeling so much of excitement...😃😃💛💛
@amitavadas53292 жыл бұрын
Unnecessary loud background music disturbing listening the story
@hedayatullahsheikh3862 жыл бұрын
Same here
@SavageMunde2 жыл бұрын
@@amitavadas5329 😒😒
@donds24892 жыл бұрын
L
@ubmcybercafe96392 жыл бұрын
Ggg
@sayanghosal48352 жыл бұрын
অসাধরন, গৌরব চক্রবর্তী অনবর্ধ মন ছুঁয়ে গেলো। Thank you team mirchi
@arupsadhukhan98802 жыл бұрын
excellent story... অনবদ্য শিল্পীর অনবদ্য সৃষ্টি, Sunday suspense দলের প্রত্যেকের voice অতি সুন্দর ও আকর্ষণীয়, আর মীর স্যারের voice স্বরনীয় হয়ে থাকবে.....❤
@BristyySarkhel2 жыл бұрын
আমি ইউটুবে গান শুনাই, দয়া করে আমার চেনেলের সদস্য হয়ে একটু হেলপ করবেন দাদা🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️
@rajdutta85282 жыл бұрын
"One for all and all for one" যতো বার শুনছি গায়ে কাঁটা দিয়ে উঠছে আর মন ভোরে উঠছে!🔥❤️😌
@tapobithibrahma52102 жыл бұрын
সব কাজ ছেড়ে ছুড়ে শুনছি..তাতে একটুও regret নেই....অপূর্ব লাগছে.....ভাবছি পরের অংশের জন্য এক সপ্তাহ অপেক্ষা করবো কিকরে!!!
@avishekdas5352 жыл бұрын
What a wonderful storytelling. Jeno jibonto mone hochhilo the Three Musketeers 1st part sunte sunte. Sara raat na ghumiye sunechi. Sunday Suspense ekta LEGEND toiri korche. Art of finest storytelling akei bole. Special Moment - the voice of Debosmita(Queen Anne of Austria & Heidi) ekebare pranobonto. Debosmitar eta peak performance. Hats off Sunday Suspense Team.
@arghyasarkar67072 жыл бұрын
প্রায় সাড়ে তিন ঘন্টার গল্প 😍😍😍 তাও আবার প্রথম পর্ব... 😍😍 আলেকজান্ডার দুমা আর গোটা মির্চি টিমের সঙ্গে রবিবারের দুপুরটা দারুণ কাটবে....😌😌❤️❤️ ধন্যবাদ জানানোর ভাষা নেই...🥺❤️❤️
@MomsFoodBnm2 жыл бұрын
True 👌
@arkbiswas84432 жыл бұрын
Hmm
@sovanchakraborty8612 жыл бұрын
কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি ❤️ এই গল্পের রেশ কাটতে বেশ সময় লাগবে বোঝাই যাচ্ছে... ❤️ "One for all and all for one" 🖤
@sumibiswas06562 жыл бұрын
এটাও The count of monte cristo মত মন ছুযে যাওয়ার মত একটি গল্প❤part-2 তারাতারি চাই🤗
@krishnasamanta5077 Жыл бұрын
একদম ঠিক
@MdRaihan-sk1hp Жыл бұрын
The count of monte cristi one of the best sotrry, jast Amazing,
@colinraiders583611 ай бұрын
Sorry but i can't relate.এখানে শুধু রাজা আর এথস এর সাথেই রিলাইট করা যাচ্ছে।এখানে রাজাই সবার আপন কিন্তু রাজার কোনো আপনজন নেই।সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যাস্ত।
@RD-xc8zo2 жыл бұрын
I cannot express in words how elated I am to get another masterpiece from Dumas. Excellent direction and performance but Gourav sir's performance is too good to be admired by words!!
@hollywoodking31502 жыл бұрын
আমি গল্প শুনিনি কিন্তু গৌরব দার বড়ো ভক্ত ভাই বলো এই গল্পেও গৌরব দার অভিনয় সবথেকে বেশি ভালো এডমন্ড দান্তেজের মতো । এতো বড়ো গল্প কাজ করতে করতে শুনতে চাই তবে টাইম পাস ভালো হয় । বলো ভাই গৌরব দার অভিনয় সত্যিই মেন নায়ক । বলো আমাকে ভাই ।
@sumanasen76702 жыл бұрын
Gaurab Chakraborty is really a gem for audio stories. Team Sunday suspense you must make the most of him.
@sudipsangiri79089 ай бұрын
ইতিহাস বলে ভালোবাসার মানুষকে খোঁজে পাওয়া, আর খুঁজে পেলেও তাকে ধরে রাখা , কোনোদিনও খুভ সহজ কাজ নয়।।😌🚬🖤 ,,লাইন টা অসাধারণ ।।😌😌😌😌😌😌
@purples55742 жыл бұрын
গৌরব চক্রবর্তী, ব্যস। 😭😭😭❤️❤️❤️❤️❤️ অশেষ ধন্যবাদ
@sohamstriker38592 жыл бұрын
অনেক দিন পর আবার অনেক বড়ো গল্প ফিরে পেলাম ❤️ Sunday suspense এ....... ঐতিহাসিক গল্প হলে বেশ বাছা ছেলের মত মজা হয় 🤩 যা শুনছি গল্প যেমন 🔥 তার background sound তেমন 🔥 আবারো, পুরো Sunday suspense team কে thanks জানাই ❤️😇
@sohamstriker-ff84992 жыл бұрын
❤️
@pall8252 жыл бұрын
Sotti background sound 🔥
@papaimondal53222 жыл бұрын
Hmm 🔥
@hjwksihnsms86462 жыл бұрын
Hmm last sei onek din hoa gelo Tobe majhe count of Monti......chilo 🔥 এটাও আসা করছি ভালো হবে 😇
@memes_mondal2 жыл бұрын
আলেকজান্ডার দুমার 🔥
@somnaths.m57742 жыл бұрын
Alexander Dumas , গল্প " Gaurav Chakraborty " এবং , Rwitobroto Mukherjee , এই যথেষ্ট । আর হ্যাঁ মিরছি বাংলার সকল সদস্যকে জানাই অনেক অনেক ধন্যবাদ এতো ভালো গল্প আমাদের উপহার দেওয়ার জন্য , আর সকল শ্রোতাদের জানায় গল্পে থাকুন , ভালো থাকুন ।🍂
@dabnathmondal71052 жыл бұрын
Sotti mirchi bangla ke onek valobasa
@arkbiswas84432 жыл бұрын
Hmn
@Animelabotaku2 жыл бұрын
Etto boro golpo tao 2 to part tarpor ko etto bar suni tao bhalo lagee🙂❤️ darun just!
@Dreamer.Of.BUET.2 жыл бұрын
'The Count of Monte Cristo' গল্প টা আমার মন ছুয়ে দিয়েছিল,, দুই সপ্তাহে এই গল্পটা শুনেছিলাম দুই বার আপাদমস্তক 😍 সেই লেখকের যে আরো একটা গল্প শোনার সৌভাগ্য এত তারাতাড়ি হবে তা ভাবি নি 🥰🥰 Team SundaySuspense কে অসংখ্য ধন্যবাদ আমাদের দেশ বিদেশের এমন অসাধারণ গল্প উপহার দেওয়া জন্য 😊😊
@asmitamukherjee44742 жыл бұрын
Puro 3 hour 25 minute jano the three musketeers ar songa France a haria giechilam . Storyr first thaka last obdhi tantan uttejona chilo . Ar sobar performance ar to kono kotha e hoba na , just awesome ❤️😍. Akhon khali aktai kotha bhabar ja ai 1 week ki bhaba katabo . Kintu somoy ka to somoy dita e hoba , nahola somoyer fol to hata pabo na . Tai onak uttejona niea opakha korchi ☺️☺️.
@ranajoyhalder41102 жыл бұрын
Sunday suspense এ 3 musketeers ও জমে গেছে ❤, 3 ঘন্টার বেশি গল্প গুলো রবিবার জমিয়ে দেয় ❤❤
@akashgamer67872 жыл бұрын
2 ghonta holai kafi
@rectifierperson2 жыл бұрын
Gourab Chakrabarty & Shankariprasad Mitra's voice has a separate fanbase..❤️❤️❤️ NB: I’m not alone as far as I see😊
@anushkaghosh3172 жыл бұрын
Ekdm e taiiii
@debabritaghosh1995 Жыл бұрын
Yes it is right
@rajbarai64782 жыл бұрын
এই গল্পে আমি constance ওরফে গোধূলিদির voice এর প্রেমে পড়ে গেছি..🥰♥️তাই 3 musketeers গল্পের প্রথম পর্বে গোধূলিদিকে ভালোবাসার বার্তা দিয়ে গেলাম।♥️ভালোবাসা বাসার উত্তরের অপেক্ষায় থাকলাম দ্বিতীয় পর্ব পর্যন্ত।। আর যদি এমন সুন্দর voice উপহার না পাই , তাহলে দ্বিতীয় পর্বে ভালোবাসার বার্তা ফিরিয়ে নেব।।।🤭♥️
@wowfacts1662 жыл бұрын
সানডে সাসপেন্স না শুনলে এই অসাধারণ গল্প গুলা হয়ত কখনো পড়াই হতো না। আলেকজান্দ্রার ডোমে কি অসাধারণ তার কলমের ধার প্রতিটা চরিত্র কতটা জীবিত।শুনতে শুনতে মনে হচ্ছিল আমিও সেই শতকের প্যারিসে বসেই গল্পটা নিজ চোখে হতে দেখছি! ধন্যবাদ Duke of Audio Story Sunday Suspense.
@bhappystaypositive2 жыл бұрын
Kichui bolar nei just speechless...Deep r voice e narration just heavenly 😊 Sunday suspense r level tai alada...uff Sunday jome galo
@Bitan_oppa Жыл бұрын
I know that my comment over here is totally insignificant, but I love to write that this is the fourth time I am listening to this audio story, and experienced that, every time it creates the same excitement and love for the story. Simply marvelous performances, wish for the longlife of Sunday Suspense, and all the performers, hat's off to you all. Thanks.
@biassinha19362 жыл бұрын
It's great to get back our old Sunday suspense. It has been restored to it's former glory. However, for me, the best part of the story was the background score!! Hats off to the team.
@sanavkids47902 жыл бұрын
Hmm
@sutapadas49662 жыл бұрын
Gourav chakraborty just asadharan.. Sunte sunte goosebumps esejachhilo... Just awesome.....
@nandadulalpal34352 жыл бұрын
Alexander duma is just awesome..itihasser sathe kolponar perfect blend...
@EshanMukherjee.5 ай бұрын
Best production Best cast Best bgms Best writer Best story Best adaptation Sunday Suspence peak point .
@kishorsarkar63862 жыл бұрын
রবিবারের বাজারে সানডে সাসপেন্স আমাদের কাছে এমন একটা খোরাক যেটা ছাড়া এই দিনটি অসম্পূর্ণ থেকে যায় সত্যি বইয়ের পাতার কতগুলো বর্ণমালাকে ছবির মত ফুটিয়ে তোলা just amazing...... সমস্ত শ্রোতাদের তরফ থেকে গোটা সানডে সাসপেন্স টিমকে আমার অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন 🙏🙏🙏
@biplabmondal63082 жыл бұрын
1ঘন্টা পর গল্পটা শুনতে পেয়ে খুব খুশি হয়েছি। প্রায় The Count of Montecrestor moto mone hitched. Thanks 😍😍😍😍😍😍🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕
টিম মিরচি কে ধন্যবাদ এত সুন্দর একটা পডকাস্ট উপহার দেওয়ার জন্য, সত্যি বলতে কি সানডে সাসপেন্স এ কাউন্ট অফ মন্টি ক্রিস্টো পর এই গল্পে গৌরব চক্রবর্তী ভয়েসের জন্য গল্পেটি আরও উপভোগ্য হয়ে উঠেছে, টিম মিরচির সমস্ত চরিত্র ই অসাধারণ । খুব ভালো লাগলো এত সুন্দর একটা গল্প শুনে।❤❤ Thanks you , টিম সানডে সাসপেন্স
@petni123362 жыл бұрын
"প্রেম বড় ভয়ংকর জিনিস কিন্তু রাজনীতি তার থেকেও খারাপ" the best line ❤️
@ronojitbag1425 Жыл бұрын
Thik bolechen sundori 😘
@petni12336 Жыл бұрын
@@ronojitbag1425 😂
@ronojitbag1425 Жыл бұрын
😂😂
@rizpect012 жыл бұрын
What a music!! What an environment!! What a voice acting!! and most importantly What a Story!!
@amitkumarde92392 жыл бұрын
প্রায় সাড়ে তিন ঘন্টার গল্পটা পুরোটা শোনার সাথে সাথেই physical chemistry এর assignment সমাধান করার সময় একটা কথাই মনে হচ্ছিল এই তো সবে কলির সন্ধ্যে খেলা এখন ও অনেক বাকি.. 😍.
@anupammondal3105 Жыл бұрын
মানে???
@iitchemistry7 Жыл бұрын
Same , but inorganic chemistry 😂😂
@sayanbiswas3497 Жыл бұрын
আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের history এর student সেই সুবাদে বলছি সবাই গল্পে athos , Cardinal , aramis প্রায় সবারই কথা বলছে কিন্তু কেউই Constance Bonacieux এর কথাটা বলছে না ... এমন নারী কজন থাকে আর কজনই তার প্রেমিকের ওপর এরকম সাহস আর ভরসা করতে পারে আর সাথে সাথে নিজের জীবন বাজি লাগিয়েও কজন প্রেমিক তার প্রেমিকার মান রক্ষার্থে মরতে প্রস্তুত সত্যি .. এমনি সত্যি পুরো গল্পঃ দারুন লাগলো ... Betray , Politics , friendship সবকিছু.. সব সব আছে কিন্তু Constance আর D'artagnan এর প্রেম অমর ... এই 3 ঘণ্টায় সবচেয়ে বেশি আমার তাদের প্রেম ভালো লেগেছে ... আর Alexender Dumas... বাবা এনাকে যদি পুরো পৃথিবীর সাহিত্য সম্পর্কিত সমস্ত পুরস্কার দেওয়া হয় তবুও খুব কম পড়বে ... আশ্চর্য লাগে ইনি 1802 - 1870 অবধি পৃথিবীতে ছিলেন ...কিন্তু যেই সময়ের ওপর আধারিত এই গল্পটি সেই সময়টি হলো 1600 সাল ... কিন্তু উনি এত সুন্দর ভাবে লিখেছেন যেনো মনে হচ্ছে নিজের সময় থেকে ২০০ বছর পিছিয়ে গিয়ে সমস্ত ঘটনা নিজের চোখে দেখেছেন ... এবং তা খাতায় লিখেছেন .. খারাপ লাগে এর দ্বিতীয় পার্টটার শেষের দিকটা শুনে ... Constance মেয়েটা কিছুই চাইনি শুধু একটু ভালোবাসা চেয়েছিল এবং তা পেয়েও ছিল কিন্তু কপালে সইলো না ... তার প্রেমিককে Musketeers দলের হেড তার দেখা হলোনা ... আমি as a পাঠক হয়ে বলছি আলেক্সান্ডার দুমাসের হাতেই তো সবকিছু ছিল তবে কেনো উনি সত্য প্রেমকে স্থায়িত্বের তকমা দিলেন না ? কেনো মেয়েটাকে মেরে ফেললেন ? 😔.... গল্পটা শুনতে শুনতে আমার চোখে Constance Bonacieux আর D'artagnan World literature এর Favourite couple হয়ে গেছিলো কিন্তু শেষটা শুনতে গিয়ে দেখি সুখে সংসার করা ছিল না ওদের কপালে 😔😣... যায় হোক দারুন গল্পঃ ... দারুন দারুন দারুন
@bikrambarai15702 жыл бұрын
এটা গল্প নয় এটা স্বর্গ এত সুন্দর গল্প আমাদেরকে উপহার দেয়ার জন্য সানডে সাসপেন্স কে অসংখ্য ধন্যবাদ 😇❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ অপূর্ব অতুলনীয় যেই গল্পের কোন রেটিং হয় না সেই ধরনের গল্প এর থেকে ভালো গল্প আর হতে পারে না 😇❤️❤️❤️❤️ যতই বলব ততই কম হবে এই গল্পের বিষয় 😌❤️❤️❤️❤️❤️❤️