এতো সুন্দর সুন্দর গান হচ্ছে বাংলাতে কিন্তু বাংলা reality show গুলোতে শুধুমাত্র ঐ হিন্দি গানেরই রমরমা, যা বাংলা সিনেমা industry বিপন্ন হবার অন্যতম কারণ, বাংলা গান এর প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত ঐ স্থানটাকে capture করা, তাহলেই আস্তে আস্তে বাংলা সিনেমা আবার বাংলা দিনচর্চায় ফিরে আসবে
@ovshek82482 жыл бұрын
Hindi imposition
@detraxop66802 жыл бұрын
Ekdom thik bolechen tobe amra public ra dekhi bole egulo hoi jedin background a hindi bajle tv ta bondho korte parbe manush sei sin sob bondho hobe amader culture bachanor jonno amader e proribad korte hobe 👍
@tutulable2 жыл бұрын
Ekdom thik kotha. Amra onekei eta bhabi!
@monisha68552 жыл бұрын
দেখুন reality show গুলোকে শুধু বদনাম করলেই তো আর হয় না! Reality Show -তে হিন্দি গান গাওয়া/ গাওয়ানোর আসল কারণটা কী? আসল কারণ হল দর্শক। হ্যাঁ, এটাই সত্যিই। আপনার মতো comment অনেকেই করে, কিন্তু দিনের শেষে হয় হিন্দি নয়তো ইংলিশ গান শুনবে! আসলে বাঙালির (ভারতীয় বাঙালি) বাংলা ভাষার প্রতি যে প্রেমটা ছিল না, সেটাই আর নেই। বাংলা ভাষাকে বিশ্বের কাছে বাংলাদেশিরাই তুলে ধরেছে, বর্তমানে ভারতীয় বাঙালিদের কোনো কৃতিত্বই নেই।
@1998MA2 жыл бұрын
@@monisha6855 আপনি দর্শক ও বাংলা ভাষা বলতে কলকাতা কেন্দ্রিক ভাব ছেড়ে গ্রাম এবং tier 2 শহরের 5-6 কোটি লোক কে যদি দেখেন তারা আজও বাংলাকে জড়িয়েই আছে. আর সব জিনিষ দর্শক কের মতে হয় না কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়াও হয়, চারিদিকে দেখুন বুঝতে পারবেন. বাংলা ভাষার ওপর এদিকের মানুষের প্রেম না থাকলে কেনো পুরুলিয়ার মানুষ আন্দোলন করে পশ্চিমবঙ্গে যোগ দিলো? কেনো barak valley এর আন্দোলন ঘটলো? নকল প্রিয় বাঙালি আছেই কিন্তু তাদের দিয়ে আসল বাঙালির বিচার করা টা ঠিক নয়!
@arpitapal5493 Жыл бұрын
শ্রীমান পৃথ্বীরাজ এ এই গান টাই চলে 😊😇😇😇
@piyasanaskar508 Жыл бұрын
Ha 😊❤
@managhosh4295 Жыл бұрын
Hmm darun gaan ❤
@ankursikder2016 Жыл бұрын
Hmm দেখি আমি ✌️❤️❤️
@surajdutta6112 Жыл бұрын
Ha💖
@anamikabhattacharya1367 Жыл бұрын
Ha
@mabsusaummareha2 жыл бұрын
আহা অনির্বান তুমি শত বছর বাঁচো,এই ছেলেটা যা ছোয় তাই সোনা হয়ে যায়....গোটা টিমকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা💐
@BiplabHalder19932 жыл бұрын
ঋতুপর্ণ দা, কৌশিক দার পর তুমি। এই ধারাটা ধরে রেখো। বিকিয়ে যেও না। আমরা শুধু বাংলা সিনেমার জন্য হলমুখী হই তোমাদের দেখার জন্য। ধন্যবাদ অনির্বাণ দা।
আমিও কমলা ও শ্রীমাণ পৃত্থীরাজ এ শুনে গানটা শুনতে এলাম
@budhyadevsamanta9070 Жыл бұрын
Amio😊
@sampatnaskar36422 жыл бұрын
অনবদ্য সিনেমা,দক্ষ পরিচালনা,পরিশ্রমী কুশিলবদের বিচক্ষণ অভিনয় সাথে সুমধুর সঙ্গীত। অনেক দিন পর এমন সিনেমা 👌
@swagatamondal64092 жыл бұрын
♥️
@thefamilyman6696 Жыл бұрын
বল্লভপুর ছবিটি ঠিক কোনো পুরনো ওয়াইনের মত.. দেখার পরেও একটা রেশ থেকে যায়.. তাড়িয়ে তাড়িয়ে সময় নিয়ে উপভোগ করার মতো
@dibyenduacharya4619 ай бұрын
Sotti e tai ❤
@sonekpradhan42717 ай бұрын
তারিয়ে তারিয়ে* 😊
@arkaprabhamukherjee92252 жыл бұрын
অনির্বাণ ভট্টাচার্য কে এতদিন একজন অনবদ্য অভিনেতা হিসেবেই চিনতাম। তাঁর চিত্র পরিচালক হিসেবে এই অনবদ্য আত্মপ্রকাশও অত্যন্ত প্রশংসনীয়
@urbashibanerjee93992 жыл бұрын
সাহানা বাজপেয়ীর কণ্ঠ সাথে আরো অনেক কিছু....সব মিলিয়ে জলপাইগুড়ির মানুষের মনের একটু বেশিই কাছে থেকে যাবে "বল্লভপুরের রূপকথা"। যারা দেখেননি এখনো সিনেমাটা, শিগগির কাছাকাছি সিনেমাহলে গিয়ে দেখে ফেলাই ঠিক হবে। আট থেকে আশি, সবার মন কাড়বে, কথা দিলাম।❤️❤️❤️
@shilpakundu7804 Жыл бұрын
শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়াল এ প্রথম শুনে অত্যন্ত ভালো লেগেছিলো ,,, গান টা 😌😌 তারপর একদিন সংগীত বাংলায় এই গান টা শুনে খুব হয়েছিলাম তারপর এখানে শুনে আরো মন ভালো হয়ে গেলো 💞💞
@SumanDas-zj7nl2 жыл бұрын
High quality singing, high quality lyrics, high quality music composition + arrangements & high quality videography!!...many thanks SVF Music!
@mousumighosh36922 жыл бұрын
শুনলাম রে দেবরাজ, (দেবরাজ ভট্টাচার্য), খুব ভালো লাগলো। সুন্দর কথা, সুন্দর সুর।গতানুগতিকতার বাইরে,সাবলীল ও মনকাড়া । আরও অনেক প্রত্যাশা রইলো। বিজয়ার ভালোবাসা জানাই ।🙏❤️
@soumyadipchandra172 жыл бұрын
When yoh notice all the songs are written by Anirban himself 🥳❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ huge respect
@tutulable2 жыл бұрын
Really? That guy is crazy talented!
@soumyadipchandra172 жыл бұрын
@@tutulable Yes check in the description. 👍
@infiyatayon2 жыл бұрын
সাহানা সাজো গানটার জন্য ২০ বছর পর প্রথম Award এর নমিনেশন পেয়েছে
@Amarami200032 жыл бұрын
আজকেই দেখে এলাম সিনেমা হলে গিয়ে। আলাদাই আনন্দ পেলাম। বুঝলাম এইজন্যই অনির্বাণ is অনির্বাণ ❤️❤️
@nipaa.47102 жыл бұрын
Outstanding singing by Sahana Bajpaie ❤ Such great visuals!!
@adnankarimsampd35042 жыл бұрын
The song has so many layers and the composition is so complex but yet Shahana di sung it so beautifully..😍
@mahimasharma42522 жыл бұрын
I m a hindi speaker and not getting the meaning of a single word here but just because of the music of this song I M here to listen this masterpiece ❤
@Ldfyjhkjg Жыл бұрын
The song is about dressing up and doing makeup
@Wish-Domain Жыл бұрын
Most soul touching review. Just because of music.... yes it is
@DebasishDebnath-f8y10 ай бұрын
How to make up and make sure that your beautiful face..
@trideepPal042 жыл бұрын
বছরের অন্যতম একটি movie এর অন্যতম একটি অপূর্ব গান , মন ছুঁয়ে গেলো ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@suma_suma Жыл бұрын
আমি কাল বল্লভপুরের রুপকথা ছবিটা দেখলাম। বেশ মিষ্টি একটি ছবি, গানগুলোও অনেক বেশি দারুন। বিশেষ করে এই 'সাজো সাজাও' গানটি আমার মনের মধ্যে গেথে গিয়েছে। বাংলা ভাষার স্পষ্ট উচ্চারণে এই গানটি বেশ ভালো লেগেছে আমার কাছে। 🧡🧡🧡 বল্লভবপুরের রুপকথার মতোন বাংলা ছবিগুলো আমাদের ফিল্ম ইন্ড্রাষ্টিকে সুন্দর বানাবে! 🌻🧡
@Abhi_say0002 жыл бұрын
শুভ জন্মদিন অনির্বাণ স্যার। আপনার, জন্মদিনে এমন সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ 😊
@Xlpore6052 жыл бұрын
seriously ballavpurer roopkotha cinema ta khub bhalo hoyeche ......akdom onno rokhom onek din por mone holo ekta cinema dekhchi ..nahole aajkal somostho cinema sei ghure phire same theme er opor chole aashe ..bola bhalo akjon notun director er jonmo holo ...anirban bhattacharaya er cinema er fan hoye gelam ...aar sajo sajao gaan ta khub sundor ..😌😌😌😌
@shreyamondal127 Жыл бұрын
আমিতো কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ এই গানটা শুনে এসেছে অপূর্ব ❤
@santanubiswas8082 Жыл бұрын
খুব ভালো লাগে এই সুটিং টা আমার বাড়ির পাশে তথা নদীয়ার বিখ্যাত কবি যতীন্দ্রমোহন বাগচীর বাড়িতে।সেই চেনা ঘর চেনা দেওয়ায় সব কিছু চোখের সামনে তুলে ধরার জন্য পরিচালক কে অসংখ্য ধন্যবাদ 🙏
@Nightmare-rl7pb2 жыл бұрын
উফ সাহানা বাজপায়ের কি কণ্ঠ।মন ছুঁয়ে যায় ❤️
@Sunflower_46768 Жыл бұрын
1:56 পুরো কাঁটা দিয়ে উঠলো
@jayantadey01012 жыл бұрын
The song carries a fresh and rustic aura with it. The lyrics, music and rendition are superb and so much refreshing. Kudos to team Anirban Bhattacharya for such a unique presentation and SVF for bringing it out.
@chiranjitsarkar6761 Жыл бұрын
বিশ্বমানের।অভিনয়,সংলাপ,কৌতুক,সঙ্গীত সবই দুর্ধর্ষ।দু দুবার দেখার পরেও তিনবার দেখার আগ্রহ কমেনা। অসাধারণ পরিচালনা অনির্বাণ ভট্টাচার্যের।❤️❤️👍👍।ও সত্যম ভট্টাচার্য , সুরঙ্গণা বন্দোপাধ্যায় এর সুন্দর অভিনয়।এছাড়া অন্যান্যরাও অসাধারণ।দেখার পরে মনে অনেক খানি আনন্দ আসে।
@sayantanpaul7805 Жыл бұрын
সাহানা বাজপেয়ীর কণ্ঠে গানটি যেনো অন্য মাত্রা পেয়েছে🥰
@pratayabanerjee2 жыл бұрын
আগুন ছিল , এটাই প্রত্যাশা আপনার কাছে অনির্বান
@suma_suma Жыл бұрын
গানটার যথেষ্ঠ ভিউজ না হওয়া সত্ত্বেও, যেহেতু আমার এই গানটা শুনতে ভালোলাগে, সেহেতু আমি এই গানটা সারাদিনই শুনবো! সাজো সাজাও, গানটা শুনতে শুনতে এটা আমার প্রিয় গানে পরিণত হয়েছে। 😌🧡 বিশেষ করে 2:21 - 2:50 এই অংশটা আমার অনেক বেশি প্রিয়। ☺️🧡
@arpan9842 Жыл бұрын
When i was in Kolkata, staying night with him and he used to sing this song and told me when you will leave this city always remember me by this song😢 and it’s been 2 weeks I came into my own country Bangadesh🇧🇩 . How badly I’m missing him even my visa is over now i don’t know I could meet him or not😭🫂
@indiramukherjee16 Жыл бұрын
গানটা খুব প্রিয়❤..যদিও কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়াল থেকে এখানে আসা গানটা শুনতে..তবে গান টার প্রেমে পড়েই এসেছি❤
@joydipdatta11532 жыл бұрын
Ahhh!! After so much time that magical voice💫
@StarofBengal Жыл бұрын
অসম্ভব সুন্দর গানের প্রতিটা সুর এবং লেখা এবং পরিচালনা কতটা যত্ন কতটা ভালোবেসে কাজটি করা হয়েছে আজ কিছু হলেও বুঝতে পারছি
@good60432 жыл бұрын
ধন্যবাদ অনির্বাণ দা.. তোমার এই মানের এত সুন্দর কাজ দেখে খুব emotional হয়ে গেলাম 🥺🥺♥️♥️ তোমার জন্য অনেক ভালবাসা রইলো |
@Sayanrajak2 жыл бұрын
শুভ জন্মদিন অনির্বান দা ❤️
@smc53122 жыл бұрын
❤️❤️❤️
@samiritbanik15042 жыл бұрын
Anirban is a God. Directing, lyrics...shob paren! Acting ta toh baad e dilam! Oshadharon! just a treat, so happy to see him direct!!
@sayanichakraborty89382 жыл бұрын
জন্মদিনে দেখতে গিয়েছিলাম আজ। দিনটাই ভালো গেলো। ভাগ্যিস গিয়েছিলাম। চমৎকার সিনেমা।কোন টা ছেড়ে কোন টার প্রশংসা করবো বুঝছিনা
@abhiwiz19942 жыл бұрын
It's so sad to see a few people at the theatre, though this movie is a masterpiece and provides everything a decent audience wants.. yet so many pathetic audiences will go watch those non-sensible movies with all sorts of physics-defying movies.. but at the same time I am happy that I watched this without losing any interest or getting distrubed..
@upanitamukherjee7502 жыл бұрын
Well i watched this yesterday and happy to see that hall was full
@shubhamsarkar46712 жыл бұрын
অসাধারণ সিনেমাটোগ্রাফি। ❤️ অনির্বাণ দা একজন সত্যিকারের শিল্পী।
@mohonabanerjee7904 Жыл бұрын
আহা মন জুড়িয়ে গেলো, অনবদ্য গায়কী❤️
@nabinbairagi Жыл бұрын
বহুদিনপর কীর্তন ও টপ্পার এমন ভালো ব্যবহার দেখলাম বাংলা সিনেমাতে।
@sutapachakraborty41892 жыл бұрын
অসাধারণ অসাধারণ ❤️🌹 গতকাল ই দেখে ফেলেছি, ইচ্ছে হচ্ছে আরেকবার দেখার। আর গানের তো কোনো তুলনাই চলে না... মুগ্ধ আমি/আমরা।
@paramitamajumdar6275 Жыл бұрын
Ato sundor music composition ..oshadharon..
@alexbasar46652 жыл бұрын
অনেকদিন পর একটা গান উপহার পেলাম, যাকে আগাগোড়া এক "গান" বলা যায়! সব মিলে অসাধারণ!
@farjanasiddika20552 жыл бұрын
এমন গান কী করে লেখে! কী করে গায় মানুষ! পুরো টিমকে অভিনন্দন!
@thorborikhara8175 Жыл бұрын
সত্যি বলতে এই ছবিটা প্রথমে আমি দেখতে ইন্টারেস্টেড ছিলাম না। Trailer দেখে বুঝিনি এই ছবিটা কেমন হতে পারে। কিন্তু যেদিন দেখলাম তারপর থেকে কি আফসোস হচ্ছিল যে কেন এটা আগে দেখলাম না। কি অনবদ্য সিনেমা। এর প্রশংসা করার যোগ্যতা ও আমার নেই।
@dreamswhistles1938 Жыл бұрын
পরিচালক কে অসংখ্য ধন্যবাদ।
@malayroy5014 Жыл бұрын
শ্রীমান পৃথ্বীরাজে এই গানটা খুব সুন্দর।
@rajadas6639 Жыл бұрын
একদম ঠিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ
@dhritiiroy87682 жыл бұрын
Ak kothay osadharoon. .. Movie ta darun protita bangalir moner moton.... R theatre ar Story te ata amar prom dekha akta film.... Onoboddo osadharon laglo.... Beautiful direction and casting.....
@papaisaha2988 Жыл бұрын
গানের সুর তাল, আওয়াজ সত্যি যেন এক অপরূপ । মন ছুঁয়ে নিয়েছে গানটি আর movie টাও তেমনই আলাদাই ❤️✨
@riktadas9058 Жыл бұрын
Just fida hye gechi ❤️❤️
@ramitmitra38212 жыл бұрын
Visuals and the aesthetics of the frames are really good
@debojyotichakraborty8314 Жыл бұрын
One of my favorite movie 🎬. Thank you sobai ke eto valo ekta film dewar jonye .🙏🏻
@suvrabanik85872 жыл бұрын
শুভ জন্মদিন পরিচালক মশাই ...ভিডিওগ্রাফি অসাধারণ ...সেটা নিয়ে কিছু বলার ভাষা নেই... গানের লিরিক্স অসাধারণ ...একটা ব্যাপার আছে।
@suchitraankure5733 Жыл бұрын
Who came here after Komola O Sriman Prithiraj serial?
@somasaha2605 Жыл бұрын
Ami
@zofrahoqma593 Жыл бұрын
Ami ❤
@shuvraanshidebnath6908 Жыл бұрын
Ami
@biswajitpramanik6418 Жыл бұрын
Ami
@shilagarain85235 ай бұрын
❤Me
@rudrabasu81122 жыл бұрын
I really love this song. Kemon odbhut moja ar maya jodano ache gaan ta te
@motocafe892 жыл бұрын
Darun sur korecho debraj da...onek chena mukh,chena manush royeche ei chobir sathe jure...jomiye dekhbo, opekhhay ❤️
@santobanto5939 Жыл бұрын
Ei gaanta award paoa uchit.
@sayansengupta52472 жыл бұрын
অনির্বাণদার গলায় ও গানটা একই রকম সুন্দর লাগে। পরশুদিন যাদবপুরে এসে আমাদের শুনিয়েছেন।
@satyakiguha415 Жыл бұрын
Superb gan....oti modhur surkhana...aha!!
@Cook_Food517 Жыл бұрын
One of the best song......gan tar modhye akta magic achhe