Рет қаралды 15,357
@SMUKTA
MUKTANGAN (মুক্তাঙ্গন) চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো ও সুস্থ আছো।
আমাদের চ্যানেলের আজকের পরিবেশনা হলো দশম শ্রেণির আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের ‘সমাস’।
বেশিরভাগ ছাত্র ছাত্রীদের মধ্যে সমাসভীতি থাকে। আমরা এই ভিডিওর মাধ্যমে তাদের এই ভীতি দূর করব। এই সমাস শেখার জন্য সমাসের একটিও ভিডিও বাদ না দিয়ে প্রথম থেকে শেষ অব্দি যতগুলো ভিডিও আমরা বানাবো সবগুলো একের পর এক দেখতে থাকো। আশা করছি ভিডিও গুলো দেখার পর সমাস সম্পর্কিত কোনো অসুবিধা আর হবে না।
এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ‘তৎপুরুষ সমাস’ এর পর্ব ১ নিয়ে। আমরা এই ভিডিওটিকে ৪ পর্বে ভেঙেছি তাই আজ পর্ব ১ নিয়ে আলোচনা করবো। এই ভিডিওতে আজ আমরা শিখবো ‘তৎপুরুষ সমাসের সংজ্ঞা’, ‘তৎপুরুষ সমাস চেনার সহজ উপায়’, ‘ কারক ও অকারক এর ভিত্তিতে তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ’ এর সহজ আলোচনা। ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ‘ তৎপুরুষ সমাস’ খুব সহজে তোমরা শিখতে পারবে।
এর আগে আমি ‘কর্মধারয় সমাস’ এর পর্ব ২ নিয়ে আলোচনা করেছি। সমাসের ওই ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে নীচে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে ভিডিওটি দেখে নাও।
• কর্মধারয় সমাস। পর্ব ২...
সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এসো আমরা একসাথে ভালোবেসে ব্যাকরণ শিখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
থাকবো পাশে, বন্ধু হয়ে।।
#তৎপুরুষ_সমাস
#তৎপুরুষ_সমাসের_শ্রেণিবিভাগ
#class10
#দশম_শ্রেণি
#banglagrammar
# / @smukta