নতুন স্বপ্ন করে দেখার ইচ্ছা প্রবল হয়ে গেল স্যার🙏🙏
@koustavchandra15724 жыл бұрын
এটা শুধু একটা গান নয় আমাদের রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার উপায় ❤️❤️
@srimantadinda3423 жыл бұрын
"রাজা তোর কাপড় কোথায়" বলা ছেলেটাকে অবশেষে পাওয়া গেলো......অনেক ভালোবাসা ও শ্রদ্ধা থাকলো.......❤❤🌹
@parthasarathibanerjee28083 жыл бұрын
অনেক কান্নাকে গিলে নিয়ে -- উনি এই উজ্জ্বল আশার অসাধারণ গানটি গাইলেন ।
@biplabmishra4 жыл бұрын
সবাই আপনার মতো মানুষের কথা বলেনি কেন? পৃথিবীকে মানুষের বাসযোগ্য করার জন্য আপনার মতো চেষ্টা কেউ করেনি কেন? আপনাকে স্যালুট স্যার।
@dipalidas76913 жыл бұрын
বড় দেরী হয়ে গেল গানের সন্ধান পেতে । গানটা শুনতে শুনতে প্রতিটা শব্দের সাথে একাত্মতা বোধ করছি মরমে গেঁথে গেল ।কিন্তু বামপন্থী বলে আমার পরিচিত যে কজন এখনো আছেন তারা হাল ছেড়ে দিয়েছেন।রুখে দাঁড়াতে পারছেন না তাই দিনের পর দিন অন্যায়গুলো দস্তুর হয়ে গেল
@shoobhab4 жыл бұрын
কেউ দেখবেনা কোন দল আছে কত দিন সরকারে ! স্বপ্ন হলেও ভাবনায় থাক। অনেক শুভেচ্ছা রেখে গেলাম।
@Rohanbsws4 жыл бұрын
বুকেতে আছে গভীর প্রত্যয়... নিশ্চই সত্য হবে এই স্বপ্ন একদিন!✊
@cartoonlovers68064 жыл бұрын
খুবই ভালো হয়েছে, এমন ভাবেই মানুষের কথা আপনার গানে প্রকাশ হতে থাক।।।🙏💙💙
@দেশলাইকাঠি-হ৩স4 жыл бұрын
বুকের ভিতর জমে থাকা যন্ত্রনা কথা পায় আপনার গানে,মুষ্টিবদ্ধ হাত সব গুড়িয়ে দিতে চায়,কবে আসবে সেই সকাল।, কিছু মনিবন্ধ জোটবদ্ধ হচ্ছে ।
@APURBAHALDER983 жыл бұрын
একটা নতুন দেশ হবে তাতে আবার জন্ম হোক আর কেউ চাইবে না কারোর চোখের বদলে চোখ প্রতি নিশ্বাসে বেঁচে থাকার গর্ব ফিরে আসুক রাজপথ থেকে গ্রাম সব মানুষ হয়ে বাঁচুক ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@roybabu17554 жыл бұрын
আপনার এই বাস্তবমুখী গান গুলি মানুষের চোখ গুলি খোলার সাহায্য করবে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মত শিল্পীদের, যারা এই ধরনের গান, কবিতা, গল্প লিখে মানুষকে বাস্তব দেখতে সাহায্য করে।
@moyenuddin30404 жыл бұрын
যদি গণতন্ত্রের প্রকাশ হয় প্রকৃত ভোরের আলো তাহলে চাষীরাও বলবে কথা দেশের মন্দ-ভালো দাদা তোমায় অনেক ধন্যবাদ অসাধারণ গানের জন্য
@pijushkumarchakraborty75504 жыл бұрын
গুরুদেব একটা রিপ্লাই দিলে খুব খুশি হতাম। জননেতা,মগজ ধোলাই,ভোট নদী,খুড়োর কল সব গুলো শুনেছি।
@hiranmoybanerjee64153 жыл бұрын
Fine execellent song
@soumyajitghosh6494 жыл бұрын
ধারালো কথা গুলো... বাস্তবতায় পরিপূর্ণ। সাধারণ মানুষের জন্য আশাবাদী এক সৃজনশীল সমাজের অঙ্গীকার..। অসাধারণ স্যার.. অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী গানের...
@banglarbackbencher24812 жыл бұрын
আপনার মতো আরও অনেক প্রতিবাদী গায়ক বাংলায় খুব দরকার । সোনার বাংলাকে ফিরে পেতে। ভালো থাকবেন 🙏🙏
আজ মনে হচ্ছে একজন প্রকৃত মানুষের গানের স্বাদ্ পেলাম। কঠিন বাস্তবতা। দেশের কথা, দেশের মানুষের কথা আছে, যার ভিতর খুবই সত্যিটা আছে।
@manishabhattacharjee19633 жыл бұрын
আপনার মা অবশ্যই একজন রত্নগর্ভা । আজ দেশ মা এর সঙ্গে এই মা কেও প্রণাম করি ❤️🙏
@MdHabib-sw6tc3 жыл бұрын
সত্যি অসাধারন স্যার !! এতদিন ভাবতাম আমাদের মতো ছাপোষা মানুষদের কথা কেউ ভাবে না। আমি ভুল ছিলাম স্যার।আপনার মতো হয়তো অনেকেই আছেন, যাদের কন্ঠ আমাদের প্রতিনিধিত্ব করে। ধন্যবাদ স্যার।
@md.tusharali41163 жыл бұрын
অসাধারণ 💝💕💕
@souravmazumdar4226 Жыл бұрын
স্যার আমি আপনার ভক্ত, এই গানটি যতবার শুনি একটা আশার আলো মনের মধ্যে আসে,কিন্ত পরমুহুর্তে সব গোলমাল হয়ে যায়। চলুক স্যার আপনার কলম।
@patakichanda54243 жыл бұрын
এই গানটা শুনে আমার চোখে জল এসে যায়
@radharaninayek34723 жыл бұрын
ঠিক বলেছেন।
@Amitavoghosh...3 жыл бұрын
কথা গুলো অর্জুনের তীরের মতো কেবল হৃদয়ে বেঁধে 💘💘
@sandiproychoudhury15484 жыл бұрын
You have my blessings as your elder brother. Keep it up. Keep smiling & singing for us , our young brother. I am 67 years old & I am sure you are much younger than me . Keep it up. Keep safe.
@angshumanization4 жыл бұрын
Ato deep... Kintu Dada Tumi ki মিষ্টি Kore geyecho... Solid 👌... Phata phati... 🙏..... You Rock 🤘
@tapanghoshal94873 жыл бұрын
স্যার, আপনার এই গান যতবার শুনি, তত আরো বেশী করে ভালো লাগে।
@safiqalam58733 жыл бұрын
অসাধারণ স্যার,,,🙏 হাজার কোটি মানুষের ইচ্ছা, কামনার প্রকাশ গুটিকয়েক লাইনে।❤️
@mahadebsaha20129 ай бұрын
আপনার জীবনমুখী গানের" শব্দচয়নে ক্রন্দনের স্পন্দনে আপ্লুত হলাম"। লাল সেলাম।
হয়তো এমন সব গানই বিপ্লব আনে। নচিকেতার পর আপনিই এমন একজন যে মনে গেথে যাওয়া গানের মাধ্যমে যথার্থ সত্য প্রকাশ করছেন । শুভকামনা
@mominurislam92592 жыл бұрын
অসাধারণ নৈবেদ্যের ডালি দিয়ে গানটি রচিত। ভালো থাকবেন প্রিয়।
@KamalLeoGomes5 ай бұрын
Sir, I listen this song almost every single day. Salute to you for wordings of common people.
@rabindranathchatterjee6433 жыл бұрын
গান, কথা আর শুর অসাধারণ। এখনকার যুগের কথা বলা। খুব ভালো।
@indrajitgoswami76122 жыл бұрын
আপামর জনসাধারণের কাছে এই গান আর সৌমিক দাসের কথার জাদু ও সুরের মূর্ছনায় তৈরী এক একটি সৃষ্টি নতুন ভোরের আলোকে প্রাণবন্ত ও উজ্জ্বলতায় পরিপূর্ণ করে তুলুক-এ আশাটুকুই ধরে রাখা এখন খুব বড়ো কাজ।সুখের স্বপ্ন একদিন কোনো না কোনো নবজাতকের পৃথিবীকে রঙীন করে তুলবেই,তবে সেটা সময়সাপেক্ষ।এ গান গণসঙ্গীতের রূপ ধারণ করার মত ক্ষমতা রাখে বলে আমার দৃঢ় বিশ্বাস।
@tusharkantipal56744 жыл бұрын
Apurbo....asha rakhi..."tai ki hoi".. bastobaon ghotuk
@hemantaghosh48143 жыл бұрын
Darun darun song gulo mon vore gelo ..por por songs gulo sunchilm.... Darun darun...mon vlo rakhar gan
@mitaghosh71324 жыл бұрын
ভীষণ ভীষণ ভালো লাগলো । আর জন্ম নিতে কোনো মতেই, কোনো কারণেই চাই না। তবু সত্যিই এমন দেশ আসুক। এমন দেশ এলে মানুষ স্বর্গে, বেহেস্তে যেতে চাইবে না। গানের যেমন ভাষা, তেমনি সুর, তেমনি গায়কের গান গাওয়ার ভঙ্গিমা। সকলকেই আমার শ্রদ্ধা রইলো।
@soumyenduganguly78074 жыл бұрын
Kya baat3
@bhaswatimukherjee87923 жыл бұрын
একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন ।সব দেশবাসীর তো এই একটাই চাওয়া ।জানি না কবে হবে ।তবে আপনার গান অনেক মানুষ কে ভাবাবে।আবারও অভিনন্দন ।
@d.b.04 жыл бұрын
অসাধারণ গান। মনটা ভরে গেল।
@debashisghosh32693 жыл бұрын
একটা সুন্দর স্বপ্ন দেখানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। 🙏
@ashishhindi18992 жыл бұрын
আপনার গান মনে বসে গেছে। ধন্যবাদ। এতো ভালো গানের জন্যে।
@chinmoykundu1842 жыл бұрын
Sab sat valo manuser moner katha gulo fute utheche upnar esi gan e..🙏
@abhijitpramanik95574 жыл бұрын
দারুণ.. লাগলো দাদা ❤️❤️❤️
@rmclub55204 жыл бұрын
Ei prothom aapnar gaan sunlam... Tobe seta aamar durbhaggo... Ekta gaanei mon kere nilen.. Oonek subhechcha roilo...🙏🙏
@prabirkumardas39442 жыл бұрын
🙏Apner gaan r lyrics e amra mugdha o sammohita. Asadharan. Pronam janai. Amra sankat theke beriye asbo ei asha kari.🙏
@HimangshuMandal2 жыл бұрын
হ্যাঁ স্যার আপনার কথাগুলোই সত্যি হবে। সেই দিন একদিন আসবেই 💪🇮🇳
@KamalLeoGomes5 ай бұрын
Sir, I listen this song almost every single day. Outstanding wordings for common people. please keep singing this kind of songs. Laal Salam comrade
@MdMonirulIslam-hw7ec2 жыл бұрын
অসাধারণ। যত শুনি ততই শুনতে মন চাই
@animesh.9364 жыл бұрын
Gyana Da....darun...bhalo laglo dekhe j tumi continue korchho.....amader r holho na
@arupdesarkar35663 жыл бұрын
ধন্যবাদ আপনাকে স্যার।।।।। হ্যাটস অফ আপনার কথার অর্থ এর জন্য।।।
@paprisarkar56623 жыл бұрын
Ato gobhir chinta o chesta purno puroshkar amader sokoler jonno sir!
Tai ki hoi .. Amar khub valo lage.. aro aro chai Soumik da..
@somnathsantra13093 жыл бұрын
দুর্দান্ত গেয়েছেন
@sudipabasu29023 жыл бұрын
অসাধারণ👍
@tamalghosal29752 жыл бұрын
Excellent Dada, ekdum amader moner katha
@nilanjanadutta1482 жыл бұрын
Abar o manush swapnoo dekchay... Apnar gaan shune, agiya jaan sir, amra achi, bhalo thakun
@islamiccultureandhistory6370 Жыл бұрын
দাদা,স্যালুট। বাংলাদেশ থেকে।
@shiladityachowdhury59954 жыл бұрын
Darun sundor gan. Khub valo laglo. 👍👍👍
@saikatswarnakar43304 жыл бұрын
Doctor babu ashadaron.
@c30satadrusinha462 жыл бұрын
আপনার গানে কোনো মন্তব্য করবো এ আমার মতো সাধারণ মানুষের কাছে ধৃষ্টতা কিন্তু অনেক দিনের মনের মধ্যে জমা কথা যখন এমন উদাত্ত কন্ঠে শুনি শুধু চোখ ভিজে যায়।😢😢😢😢😢 আপনি আমাদের সত্যি উদয়ন পন্ডিত 🙏🙏🙏। সম্ভ্যামি যুগে যুগে.......
@bishnudalui29223 жыл бұрын
darun darun ..........🙏🙏🙏🙏🙏
@revolution4205 Жыл бұрын
Wonderful composition, politically motivated and all word from real world, excellent voice and presentation, keep it up.
@srabantibhattacharyya61884 жыл бұрын
He is brilliant
@subrataroy53493 жыл бұрын
মন ছুঁয়ে গেল। সেই যখন কলেজে পড়তাম- তখন এইসব ভাবতাম। জীবনের সুদীর্ঘ পথ অতিক্রমণের পর সেসব স্বপ্ন চূড়মার । তাই শিল্পীর সাথে আমাকেও আজ বলতে হচ্ছে " তাই কি হয়, তাই কি হয় " ? তবু, নতুন দিনের কেউ এসে যদি বলে ...... " তাই হবে একদিন, তাই হবে একদিন ....." আশায় থাকলাম, হতাশায় নয়। হতাশা নয়।
@Prasenjit20223 жыл бұрын
pronam neben sir . Ganer Kotha gulo khub sundor ..
@atinchoudhury49082 жыл бұрын
মন ভরে গেলো,মুগ্ধ হোলাম।অসাধারণ কথা ও সুর।আমিও তাই চাই সকলেই মাথা তুলে বাঁচুক।🙏
@dipakdutta81514 жыл бұрын
আমরা বাড়িতে রোজ কতবার যে আপনার গান শুনি তার হিসাব নেই । এক কথায় অসাধারণ ।
@mrinmoychatterjee8943 жыл бұрын
Red salute to dr. Soumik Das for your each political song . Mrinmoy Chatterjee durgapur.
@dglotus633 жыл бұрын
Boss..you are too good...onnekdin pore ,gaan shune..mone nara dilo..👌👍✌..jioh!! Agiye cholo brother...
@amitmondal24334 жыл бұрын
Jato dekchi jato sunchi apnar gan tatao apnar fan hoye cholechi
@banerjee3896 Жыл бұрын
Hat's off...this song Seriously needs to get appreciated by our nation ❤...what a lyric Sir !!!
@sumantabanerjee10092 жыл бұрын
অনবদ্য দাদা। Speechless.
@historydarpan51153 жыл бұрын
স্যার আপনার গানগুলো আমি দু'তিনবার করে শুনি.....
@subrataghosh1943 жыл бұрын
Oshadharon.. Okopot.. Opurbo.. Sir.. Kintu je swopno dekhalen..ta ei nitibhrosto sorbograsi rajnaitik byaktityo ra korte diley.. Tader e ostityo o khomoto bilupto hoye jabe.. Tobu Sei adorsho desh o somajer kamona kori.. 🙏Pronam🙏
@sangramagasti20233 жыл бұрын
বাঃ বাঃ বাঃ! অসাধারণ!🌹
@somnathbanerjee25342 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ শিল্পী
@gopachakraborty33783 жыл бұрын
Tar sopno dekhte hoy... Nijeke toiri korte hoy... Otai kori... Onoboddo laglo ... Pronam neben
@abusamim88524 жыл бұрын
মন ছুঁয়ে গেছে।
@achyutavamajumder33863 жыл бұрын
অসাধারণ ।মুগ্ধ হয়ে গেলাম ।
@KamalHossain-893 жыл бұрын
বাহ!!! খুবই চমৎকার।
@biswajitchowdhury5422 жыл бұрын
আলোকবর্ষ দূরে সেই দিনটা লুকোনো থাকলেও, তা যেনো সত্য হয় |🙏🙏
@amalmandal40922 жыл бұрын
Not able to find bengali political Rap, like Tamil Malayalam folks are doing great. But this is the only channel I found which is sending strong message with sweetness 💖
@souravghosh46943 жыл бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ। 🙏🏼
@englishandmathtutionwithpr36723 жыл бұрын
Tai ki hoi er sobdo chayan asadharon anobodyo kathar abedon.
@amitpramanick58974 жыл бұрын
SUPERB. Jato bhalo bolbo kom hoye jabe sir. Aagami dine erokom aaro gan paoar aashay thaklam. Apurbo katha r surer melbandhan.Aapni egie jan, aamra aachi sir. Bhalo thakben.