আজ ২০২৪ সালে এসে গানটি আবার শুনে বুকের ভেতরটা কেমন যেনো করে উঠলো। এক ভায়ের কমেন্ট পরলাম সে লিখেছে ২০ বছর পরে এসেও দাদার গান শুনে অনেকে কাদবে এটা মনে হয় দাদা আগে থেকেই জানতেন। তখন মনে হলো এইতো সেদিন ৩০ টাকা দিয়ে ফিতা কিনে আনলাম রাতে নিরবে গান সুনলাম। কিন্তু কালেন্ডারের পাতায় সালটা দেখে হিসেব করে দেখি ২০বছর না আরও বেশি সময় পার হয়ে গেছে। কখন যে জিবনের এতো গুলো সময় পার হয়ে গেলো বুঝতেই পারলাম না। আবার চোখের কোনে কখন যে এক ফোটা জল এসে জমা হয়েছে তাও বুঝতে পারি নাই
@asadurrahman3824 Жыл бұрын
এই গানগুলো বাংলা মায়ের মধ্যবৃও সংসারের ছেলেদের অসমাপ্ত গল্পটার মাঝে বেঁচে থাকবে অনন্তকাল।
@Maksudabegum-e3v10 ай бұрын
হৃদয় গাথা
@NusratMohona-qm3rb9 ай бұрын
রগূ😊
@jibonershokh82299 ай бұрын
❤❤❤❤
@dreampalace11078 ай бұрын
❤
@salmachowdhury17663 жыл бұрын
আহা কি সৃষ্টি! কোটি মানুষ কেঁদেছে তপনদা তোমার এ গান শুনে, সুস্থ থাকো ভালো থাকো অনন্তকাল ❤️❤️
@sumonak5574 Жыл бұрын
কিছু গান, সারাজীবন হৃদয়ে দাগ কাটে, এটা হৃদয়ে দাগ কাটা গানের মধ্যে অন্যতম একটি গান। যখনই শুনি নিজেকে খুব নিঃসঙ্গ লাগে।
@Jonayed2003 Жыл бұрын
1998 সালে ওয়ার্কসপের কাজ শিখতে গেছিলাম সারাদিন এই অ্যালবামটা সাউন্ডবক্সে শুনতাম!!
@dilrubarahman811 Жыл бұрын
গান টা শুনলে খুব কষ্ট হয়,, দুচোখ ভরে দেখছিলাম স্বপ্ন,,আর এখন সেই চোখে শুধু অশ্রু ঝরে পড়ে 😅😅 কিছু বলার নেই,, এখানে শুধু না পাওয়ার বেদনা গুলো বলে গেলাম,, ভালো থাকুক আমার সেই ভালোবাসা মানুষ টা,,,
@Electricalpowereee Жыл бұрын
My favorite songs ❤
@sumomkanti94769 ай бұрын
এখন একা থাকতে বেশী পছন্দ,একাকিত্ব কখনো কাউকে ঠকায় না।
@azizzannat-yl6qj9 ай бұрын
একাকি থাকার মাঝে আনন্দ আছে শান্তি আছে স্বস্তি আছে,একাকিত্বর স্বাদ সবাই উপলব্ধি করতে পারেনা,অনেকে মুখে বলে একাকি থাকতে পারি কিন্তু মন থেকে পারেনা, যে মন থেকে একাকি থাকতে পারে তাকে কেও কখনো কস্ট দিতে পারেনা
@surayakhanam11673 ай бұрын
😢
@AbulkalamAzadAzad-fc6sy3 ай бұрын
Ballo❤
@shahrinsultana60522 жыл бұрын
দাদা গান গাওয়ার আগে থেকে চিন্তা করেছেন ২০ বছর পর এগুলো শুনে আমার মত অনেক ই কাঁদবে
@niazhasan13 Жыл бұрын
গান নয় ,জীবনের গল্প
@muratkhan7454 Жыл бұрын
👍👍👍😅😅😅
@rjudoy1877 Жыл бұрын
যদি ভুল করে কাছে এসে থাকি, যদি ভুল করে ভালোবেসে থাকি তবে সেই ভুলে অনুশোচনা আমাকে করতে দাও 👌
@MdOmar-ge1ep2 жыл бұрын
বিরহী গানের রাজা !!ভুল করে ভালোবাসলে সে ভালোবাসর অনুশোচনা সারা জীবন করতে হয় !তবে অনেক পুরনো পুষে রাখা কষ্ঠ এক সময় নিঃসঙ্গতার সঙ্গী হয় !!তখন মনে হয় এটাই সত্যি !ভালো থাকবেন কিংবদন্তী তপন দা !!
@SanjayMridha-o4f Жыл бұрын
আমার জীবনের সবচেয়ে প্রিয় একটি গান। আমি বাংলাদেশে বসে বসেই এই গান শুনতাম পরে কোলকাতা এসেও আজকের এই গান আজ ও ভুলতে পারিনি।
@sherinakarim75354 жыл бұрын
এতো টাই সুন্দর গান টি হাজার বার শুনার পরেও শুনলে মনে হয়, এই বুঝি প্রথম বার শুনছি
এসব সুর বা গান শুনলে অতিত নিখুত ভাবে চোখের সামনে ভাসে।
@mdarmanulkarim1214 Жыл бұрын
হৃদয়ের মর্মে মর্মে গাঁথা এই গান গুলো ♥️লাভ ইউ তপন দা ❤
@uzzaldash84077 ай бұрын
আরো ২০-২২ বছর আগে থেকে এই গান শুনি, যতদিন বেঁচে আছি শুনবো। খুবই ভালো লাগে🙏🙏 আপনি অমর আপনার গানের মাধ্যমে
@nihita64692 ай бұрын
এই তো জীবন।কাউকে হারানোর বেদনা নিয়া বেচে থাকা এই আমি। পারিনি ভুলতে পারবো কিনা কোনোদিন তাও জানিনা। তবুও তার জনন দোয়া ভালো থাক সে।
@MdOmar-ge1ep3 жыл бұрын
দুঃখের গান গাওয়ার সেরা একজন গায় !!সোলস যে কত লিজেন্ড তৈরী করলো !!
@SharminAkter-uz8ty6 ай бұрын
Hye
@jenykhan33502 ай бұрын
আমার প্রিয় বান্ধবির তপন চৌধুরীর গানের খুবই বক্ত ছিলেন সেই ১৯৯৮-৯৯ সালে ফিরে গেলাম 🙂
@chyafrin3 ай бұрын
এমন কষ্টর গান শুনলে, বাঘ শক্তি, হারিয়ে যায়, কোন ভাষা ও পায় না খুঁজে,, যে কি লিখবো,
@mohammadrafiqulislam64826 ай бұрын
সারাজীবন পুরোনো স্মৃতি মনে রাখার মত এই গান গুলো যথেষ্ট, আমার প্রিয় শিল্পী তপন চৌধুরী
@madhobipalash68372 жыл бұрын
কত যে হাজার বার শুনেছি তা মনে নাই। তবে অনেক গুলো ক্যাসেট গিফট করেছি। ভালো থাকবেন দাদা। সুুস্হ থাকবেন।।
@alimjourdder75342 жыл бұрын
১৭ বছর পরে শুনলাম,,,, খুব ভালো লাগছে।
@talbiasarker87253 жыл бұрын
গানটা আমার কাছে শ্রেষ্ঠ গান,যতই শুনি শুনতে ইচ্ছে করে।
@ahmedrasel90432 жыл бұрын
এই গান গুলো 100 বছর শুনলে ও পূরনো হবেনা মনে হবে আজ নতুন গান শুনতেছি এই গান গুলো শুনলে অনেক কিছু শিকার আছে এই যুগের শিল্পীদের
@mdmonsur2511 Жыл бұрын
প্রিয় শিল্পীর প্রিয় গান অসাধারন তপন চৌধুরীর আমার কাছে নতুনের মতো লাগে।
@MdmojammelHauqe-k9zАй бұрын
এমন সুন্দর কন্ঠের তপন চৌধুরী আর কোনদিন তৈরি হবে কি না আমার জানা নাই তপন চৌধুরীর প্রতিটা গানই আমার কাছে শ্রেষ্ঠ গান মনে হয় ভালোবাসা অবিরাম 10 জনের মধ্যে একজন শিল্পী তপন চৌধুরী
@hoshneyara4955 ай бұрын
বিচ্ছেদে প্রেম ভালো বাসা চির দিন বেঁচে থাকে!!
@Mdbelal-rt6gx20 күн бұрын
@@hoshneyara495 বিরহ জালা খুব কষ্টের আমি সইতে পারছি না। গান শুনলে চোখ দিয়ে পানি চলে আসে।
@MsRumana-v9w9 ай бұрын
1997 সাল থেকে এ শুনে যাচছী এখন24সাল এখনো শুনি।এ সব গান কখনো মরে না চিরকাল থাকবে বেঁচে।❤❤❤😂
@kabirahmed60208 ай бұрын
আমি ও ১৯৯৭ সালে প্রথম গান টি শুনেছিলাম। তারপর ক্যাসেট কিনে শুনেছি। ২০১০ সালের পর আবারও ইউটিউবে পেয়ে এখন প্রায়ই শুনি।
@kohinoorrahaman41782 жыл бұрын
সেই ছোট থেকে গান গুলো শুনছি আজো ততটাই ভালো লাগে. যতটা আগে লাগতো.এ গান গুলোর মৃত্যু নেই
@monirhossain42353 жыл бұрын
আমার খুব পছন্দের একটি গান। গানটি শুনলে সেই পুরনো স্মৃতি মনে পরে যায়।
@anwarchowdhury136311 ай бұрын
ভুল তো দাদা ২০ বছর আগে করেছি, আর আজ ২০ বছর দরে তার মাসুল দিয়ে যাচ্ছি। গানটা রিদয়ে নাড়িয়ে যায়।
@mislam4872 Жыл бұрын
আহা গান। এতো সুন্দর কথা ও সুর এখন আর হয় না।
@nuralam81622 жыл бұрын
কত বার কতবার শুনলে শুনা হবে... !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@SaraIslam-e7jАй бұрын
প্রিয় তুমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গানটা শুনাহতনা,,,তুমি জানলেইনা কি অভিমান নিয়ে চলে গেছিলাম তুমার জিবন থেকে,,আজো ভিষণ মনে পড়ে তুমার কথা,, আর কখনো দেখা হবেনা তুমার সাথে হয়তো,,,ভুল মানুষকে ভালো বাসা অনুসুচনা আমাকে করতে দাও,,,ভালো থেকে নতুন কাউকে ভালো বেসে,,সৃতি রেখে গেলাম,,
@Mdbelal-rt6gx20 күн бұрын
@@SaraIslam-e7j ঠিক কথায় বলছেন আপনি
@Mdbelal-rt6gx20 күн бұрын
@@SaraIslam-e7j বেশি ভালবাসলে এমনটাই হয় বুঝি তাকে মুক্তি করো দিবো ভাবছি বাট কিছু কথা তার সাথে সুযোগ হলো বলে দিবো
@nahidamoni89693 жыл бұрын
সেই গান এই গান কখনো ভুলার নয়,এখনো খুব শুনতে ইচ্ছে করে
@হৃদয়েরকথা4207 ай бұрын
২০০৭ সালে একজনের একটি প্রেমের চিঠি পেয়ে ছিলাম আজও মনে পড়ে তার কথা এই গানগুলো শুনলে 3:25
@SadhinPgm6 ай бұрын
এসব গান শুনলে সেই সময়ে হারিয়ে যাই।
@amitbarua4202 жыл бұрын
দাদার নিরোগ দীর্ঘায়ু কামনা করছি।
@GreenLife-e9t Жыл бұрын
লাভ ইউ দাদা আজ ২০২৩ এসেও গানগুলো শুনেই চলেছি।।।
@shafiqmeya19583 жыл бұрын
এই সব গান আর এই শিল্পী এখন আর দেখা যায় না অন্তর ছোয়ে যাওয়া এই গান অসাধারণ
@shamimhera50433 жыл бұрын
অনেক বার শুনেছি এখনো সময় পাইলে শুনি এই গানটি
@MinhazMamun-x5i8 ай бұрын
পুরনো দিনের গান শুনে আমার মনে হয়। আজ থেকে ৪০ বছর অতীত কে মনে পড়ে।
@ashikurrahman7380 Жыл бұрын
ভুল করে ভুল মানুষের কাছে এসে জীবন টা ভুলে ভুলে ভরে গেছে
@yourvideos44 Жыл бұрын
খুব সুন্দর কন্ঠে প্রিয় একটি গান অতিতের সব সৃতি গুলোর কথা মনে পরে গেল আমার,,
@Maksudabegum-e3v2 ай бұрын
যত শুনি মন ভরে না মাঝে মাঝে চোখে জল আসে
@niazhasan1310 ай бұрын
১৯৯৫ থেলে ২০২৪ ,গানটি একই অনুভূতি নিয়ে শুনছি ,ভালোবাসা অবিরাম
@mdishak61882 жыл бұрын
হারানো দিনের সেই সৃতি গুলো মনে করিয়ে দেয়।
@abuahadrohan1794 Жыл бұрын
শুধু বিরহটাই রয়ে গেলো জীবনে💘
@SopnaBegum-ff2yl4 ай бұрын
কি ভাবে যে ভুলেরই মাসুল দিব জীবন টা যে আজ গান হয়ে গেল এ বোবা কষ্ট কাউকে বুঝানো যাবেনা
@anamulislam55514 ай бұрын
Hmm
@tasbeg674 ай бұрын
Beautiful song
@asadzaman83384 ай бұрын
আজ থেকে ২০ বছর আগে যেমন আপ্লুত করতো আজো সেভাবেই আপ্লুত হই এই গানে❤
@ZamanSmriti4 ай бұрын
ভুলে ভুলে ভরা জীবন
@MDKhokonKhan-b6n Жыл бұрын
90 দশকে অনেক ছেলের জীবনের সাথে গানটির মিল রয়েছে
@muhesena3 жыл бұрын
অসাধারণ
@mymunaRahman1238 ай бұрын
আর যারা গানটা শুনে কষ্টের কথা লিখতে পারে না তাদের অবস্হা কি
@rjudoy18776 ай бұрын
🥺
@sarkarmdshofik5880 Жыл бұрын
৮০ দশকে গান২০৮০ পযনত সুনবে।কমেটে রেখে গেলাম,,২০২২ সাল
@sumon-ty9qu2 жыл бұрын
কতো হাজার বার শুনছি মনে নাই 💞💞💞
@SudhirMondol-h4pАй бұрын
এই গান শুনলে চোখে জল চলে আসে
@রাসেলবিজনেস-ত৭ণ7 ай бұрын
ছোটবেলা থেকে শুনি আপনার গান দাদা
@RakibKhan-hj1oj9 ай бұрын
অসাধারণ গান ❤ যত চুপ তত শান্তি।
@saminadoly7556 Жыл бұрын
যদি কখনো এই গান শুনতে আসেন তখন আমাকে ও খোজে নিয়েন , অনেক মিস করি আপনাকে শামীম ।
@Md.SaddamMondol-l7i20 күн бұрын
ছোটবেলায় যখন গানগুলো শুনতাম তখন কিছুই বুঝতাম না কিন্তু ২০২৪ সালে এসে প্রিয় মানুষ হারানোর পরে গানগুলোর মানে বুঝি আমার মত কেউ কষ্ট পেয়ে থাকলে গানটা শুনলে অবশ্যই আমার কমেন্টে লাইক দিবেন
@KMKAMAL-f4f2 ай бұрын
আর কখনও দেখা হবে না বলবো না ভালোবাসা চাই
@mdamranmuhammad46384 ай бұрын
অসাধারণ
@nazirahmed69883 ай бұрын
গানটি শুনে ৯০ দশকে ফিরে গেলাম।
@mejanmejan61962 жыл бұрын
১৯৯৯ সাল থেকে এখনও শুনি সুপার একটি গান।
@puspopuspoaktar71712 ай бұрын
এই গানগুলো কোনদিনও অপ্রিয় হবেনা,
@mdsohelkhanrobi7350 Жыл бұрын
সত্যি অসাধারণ একটি গান..!
@shompaakter5127 Жыл бұрын
পুরোনো গান শুনলে মনে হয়ে সেই অতিতে আছি সেই সোনালী দিনগুলোতে আছি
@Channel-pt5uc2 жыл бұрын
একেই বলে জীবনের গান। তবে গানটির এ্যালবামের নাম অনুশোচনা।
@AbuSufian-19765 ай бұрын
৯০ এর দশক থেকে শুনছি যতই শুনী শুধু মধুর লাগে
@OmanOman-c2b5 ай бұрын
আমি ভুল করিনি ভুলতো করেছে আমার মোন কেনো তাকে ভালোবাসতে গেলো
@sharminchowdhury6689 Жыл бұрын
দাদা আপনার গান শুনে প্রথম কাউকে প্রচন্ড রকম ভাবে পছন্দ করা। সেই ভালোলাগাই আজো রয়ে গেলো। আজ দু ভুবনের দুই বাসিন্দা। দাদা আপনার গান শুনে ভালেলাগা !কলেজের করিডোর থেকে শুরু গাছের পাতার মতো স্মৃতির পাতা !! আপনার গানে আপনারে গানেই দাদা এখন সবার চোখের আড়ালে চোখের জ্বলে ভাসা 😢
@meherabmeherab9593 жыл бұрын
জীবনে কতবার যে শুনেছি/শুনছি তা বলে শেষ করা যাবে না ।
@abdunnassertalukder17273 жыл бұрын
Pagol
@dilrubarahman811 Жыл бұрын
গান টা শুনলে বুকের ভেতর টা কেমন যেন করে মনে হয় সব কিছুই মানে এই গান টায় আছে
@ovi32 Жыл бұрын
i miss you
@dilrubarahman811 Жыл бұрын
@@ovi32আরে জান আমার,,❤❤❤❤❤
@azadchatak32673 ай бұрын
খুব বেশি মনে পড়ে তাই ভুল করে খুঁজে ফিরি তোমাকে,,
@kazimizanurrahaman691810 күн бұрын
১৯৮৮ সাল থেকে শুনছি 🌺❤️🌺
@bipulahmed26572 жыл бұрын
যখন আমার সুখপাখির মনে পরে তখনই এ গান গুলো শুনি ভাল থাকিস👰 আমার সুখপাখি 👰
@MstKajolMstkajol-pz9nu8 ай бұрын
যদি ভুল করে ভালোবেসে থাকি 😢
@MDZamankhan-e6m9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ বলার ভাষা হারিয়ে ফেলেছি❤❤❤❤❤
@MohinMohiuddin5 ай бұрын
এ সেই কম্পিউটার যে খানে লেখার কারনে আমার জীবনেড় সব সুখ হারিয়ে যায, আর পাবো কি না।
@melechowdhury2579 Жыл бұрын
৩৭ বছর ধরেই শুনছি সারাক্ষণ শুনতে ইচ্ছে করে।
@ShuvomusichdАй бұрын
বলার ভাষা নাই, অনেক সুন্দর গায়কি এবং কম্পোজিশন,
@sksujon7599 ай бұрын
গানগুলো সারা জীবন অমর হয়ে থাকবে।
@rwsonjahan23543 ай бұрын
ভালো বাসা শিখিয়ে দিয়ে দূরে চলে গেলে। আমার দুস ছিলো তুমার না।ইকবাল আজ ও মিস ক রি অনেক তুমাকে।তুমিতো ভুলে গেস আমাকে কিন্তু আমি আজ ও প্রতি টা দিন ম নে ক রি তুমায়।আর অনুসুছনায় পুরচি আমি।যদি এ গান শুন তে আস তুমি আমায় নক ক র।
@Maksudabegum-e3v10 ай бұрын
কাঁদলাম গান কতটা মায়াবী হয়
@saifiqbal76583 ай бұрын
এমন একটা গান মনে নাড়া দিয়ে ফেলে
@mdsohelkhanrobi7350 Жыл бұрын
সত্যি অসাধারণ..!
@raselkhan9768 Жыл бұрын
So beautiful
@mdsohelkhanrobi7350 Жыл бұрын
সত্যি অসাধারণ গান..!
@salimrhaque2 жыл бұрын
আমার অনেক অনেক অনেক প্রিয় একটি গান। একটানা দশ প্রতিদিন শুনেছি। তবুও মন ভরেনি।অনেক দিন পরে আবার শুন
@MdRaja-kj8qk7 ай бұрын
😢কিছু বলবো না কিছু বলার নেই হারিয়ে গেছে 😓😓😓
@sobujnil-sv5zq3 ай бұрын
সবচেয়ে ক্লিয়ার কন্ঠ তপন চৌধুরীর
@bmnajmulhuda12502 ай бұрын
যতবার শুনি ততবারই ভালো লাগে
@salimrhaque3 жыл бұрын
Heart touch,mind blowing & nostalgic song .
@Sharifkhan-id6cp2 жыл бұрын
তার প্রতি এতো মায়া কেন,,,,,,গানটা শুনি আর ভাবি,,
@khurshda-q3m7 ай бұрын
আমি এখন ও কষ্টে আছি আর যত দিন বেঁচে থাকবো মনে হয় এভাবে জ্বলতে হবে পুড়তে হবে