এমন প্রতিবাদী প্রতিভাবান শিল্পী একমাত্র বাংলাতেই বার বার জন্মায়, এমন শিল্পীদের বার বার কুর্নিশ জানাই 🎉
@dilipkumarmandal85499 ай бұрын
শিল্পী তোমাকে হাজার সেলাম । পশ্চিমবঙ্গে একজন শিল্পী পেলাম যার মেরুদন্ড আছে। টাকা এবং জেলের ভয় নেই। ধন্যবাদ ধন্যবাদ --
@avikchattopadhyay13293 ай бұрын
একেবারে সঠিক কথা পল্লব বাবু একজন গুনী চিকিৎসক চিকিৎসা কে পয়সা উপার্জনের মাধ্যম না করে যখনই কোন শাসক অন্যায় করেছে ডান-বাম গেরুয়া কাউকে পরোয়া না করে তার নির্বিক কণ্ঠ বলিষ্ঠ বক্তব্য এই তমসাচ্ছন্ন পরিস্থিতিতে আমাদেরকে আশার আলো দেখায় নতুন করে বাঁচতে শেখায়
@samarsingharoy9871 Жыл бұрын
বিদ্রোহী শিল্পী পল্লব কীর্তনিয়াকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
@samirmondal8842 Жыл бұрын
বর্তমান পরিস্থিতিতে বিদ্রোহী গায়ক পল্লব কীর্তনীয়া। তাই আপনাকে শতকোটি প্রণাম। 🙏🙏🙏🙏
@binoddas3951 Жыл бұрын
অসাধারণ পল্লবদা । যেমন তীক্ষ্ণ কথা। তেমনি স্পর্ধিত সুর, আওয়াজ। ভালোবাসতেই হবে।
@subratadutta42819 ай бұрын
যুগোপযোগী ও শোষন-বিরোধী/প্রতিবাদের গান। ভালো 🇧🇩
@AbulKalam-km2ld7 ай бұрын
বিপ্লবী বিদ্রোহী শিল্পী কে ধন্যবাদ,হোক এ যুগের অবসান
@suparnaroychowdhury485 Жыл бұрын
অসাধারণ অসাধারণ।এ গানকে ভালো না বেসে থাকা যায় না। কুর্ণিশ দাদা।
@subrataguha331 Жыл бұрын
দুঃসময়ে একজন শিল্পী সমাজের প্রতি তার দায়বদ্ধতা পালন করছে এই দৃশ্যটা এখন বিরল! আপনাকে স্যালুট জানাই!
@PallabKirtaniaofficial Жыл бұрын
অজস্র ধন্যবাদ। সম্ভব হলে বন্ধুদের শুনিও!
@voreralo....sanjherkotha..76459 ай бұрын
Ekdm ii taiii....
@gitalimajumder39927 ай бұрын
অসাধারণ। আপনাকে কুর্নিশ জানাই।
@basude4330 Жыл бұрын
অসাধারণ। অসাধারণ সুন্দর লেগেছে। অপূর্ব কথা, কণ্ঠ ও সুর।
@malayroy82499 ай бұрын
সব হারানো মানুষের পাশে আজ আপনার মত এরকম একজন স্পর্ধিত মানুষের ভীষণ প্রয়োজন। গর্বিত এবং কুর্ণিশ।
@amirajashree3866 Жыл бұрын
অসাধারণ কথা অসাধারণ সুর অসাধারণ গায়কী দ্বারা সমৃদ্ধ অত্যন্ত যুগোপযোগী এই গান 🙏🏻🌹 🙏🏻কুর্নিশ জানাই 🙏🏻
@asimavadebnath23237 ай бұрын
এই সময়ে সামাজিক দায়বদ্ধতায়, আপনার মতো একজন শিল্পীর আগুন উপস্থিতি, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ❤
যে আছে আজ কোমলে (পদ্ম), কাল সে ঘাসে ঘাসে ফোটে।দারুন দারুন....
@kiran_ch_nath9 ай бұрын
উপযুক্ত পরিস্থিতিতে উপযুক্ত গান গাওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
@madhusudhanmondal65617 ай бұрын
অপূর্ব অপূর্ব অপূর্ব ।মন মুগ্ধ করা একটা গান। 🙏 🙏
@dipakbhowmick96769 ай бұрын
অপূর্ব অসাধারণ হাজার হাজার সেলুট জানাই
@dipayanchakraborty7260 Жыл бұрын
পাশে ছিলাম, আছি , আজীবন থাকব দাদা ৷ কুড়ি বছরের বেশি সময় ধরে আপনাকে দেখছি- অনুভব করছি, অনেককে মঞ্চ বদলাতে, ক্ষমতার কাছে বিকিয়ে যেতে দেখেছি ব্যাতিক্রম আপনি - শত বাধা, প্রতিরোধ, শাষকের রক্ষচক্ষুকে উপেক্ষা করে ও যে নিজের শিরদাঁড়া কে সোজা রেখেছে❤️🙏🌹
@skchakraborty8409 ай бұрын
মমতার চামচা কেনো হলো😂
@jharnaguhamajumder59929 ай бұрын
Darun.👍👍👍❤️👍👍👍
@souravmishra89599 ай бұрын
Ekta cpm biruddhe gaan koro
@debibanerjee52433 ай бұрын
❤🌷
@soumyawithhisworld1565 Жыл бұрын
সুরে সুরে আগুন জ্বলুক প্রতিবারের মতো ❤️💐
@rinapaul37719 ай бұрын
শিল্পী র দায়িত্ব সমাজ কে সচেতন করা আপনি সেটা ই করেছেন ধন্যবাদ জানাই আপনাকে।
@arabindadas3321 Жыл бұрын
দারুন দারুন কথা গানের অসাধারণ গেয়েছেন দাদা দারুন প্রতিবাদী গান
@samirkumarmajumder9417 Жыл бұрын
শিড়দাঁড়াটা সোজা আছে। অসংখ্য ধন্যবাদ।
@sriharibarman26434 ай бұрын
অসাধারণ!!! শ্রদ্ধা ও সম্মান জানাই শিল্পীর প্রতিবাদীসত্ত্বাকে!!!
@MrWinxclubfannumber1 Жыл бұрын
অসাধারণ একটা গান লিখেছো পল্লব।পল্লবিত হোক দিকে দিকে। আগুনে উত্তপ্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হোক।দারুণ দারুণ লাগলো ❤❤
@arundey57577 ай бұрын
খুব ভাল লাগল । জয় হিন্দ । ভারত মাতা কি জয় ।
@jayabose19457 ай бұрын
কি বলব ভেবে পাচ্ছি না।অপূর্ব infinity.
@samapikasinha13319 ай бұрын
অপূর্ব, ভগবান তবু একজন কে শাসক র বিরুদ্ধে কথা বলার জন্য তৈরী করেছেন।
@3see5727 ай бұрын
Excellent presentation ❤❤❤ চমৎকার সুন্দর, সময়োপযোগী কথা ও সুর ❤❤❤
@arunchakroborty65257 ай бұрын
খুব সুন্দর লাগল, লাল সেলাম,
@Talesoftour Жыл бұрын
খুনি শাসকের বিরুদ্ধে আরো আরো গান চাই । যে গান প্রতিদিন আমাদের আরো শানিত করবে এক এক নতুন সকালের জন্য । অনেকেই খুব ভালো বক্তা হতে পারে না । কিন্তু একটা গানের মধ্যে দিয়ে সে সমাজের কাছে অনেক কথা পৌঁছে দিতে পারে । ব্যক্তিগত ভাবে আমি আপনার গানের অনুগামী । প্রতিদিন চলতে ফিরতে আপনার গান সর্বক্ষণ শুনি আর প্রতিবাদের আগুনটা নিজের মধ্যে জ্বালিয়ে রাখি । ভালো থাকবেন আপনি ।
@palas119 ай бұрын
খুব সুন্দর। শিরদাঁড়া সোজা রেখে চলার জন্য ধন্যবাদ।
@narayankar22847 ай бұрын
চোর ডাকাতেরা ভিন্ধ দলে থাকলেও কাদের কাজ কর্ম একই রকম বা কাছাকাছি রকমের। চিরকুটে চাকরি চুরি আর টাকা দিয়ে চাকরি বিক্রি প্রায় এক। হার্মাদ আর বর্তমানের জহ্লাদে তফাৎ কি? শুধু নামে তফাৎ।
@ratanlalkarmakar76596 ай бұрын
তোমাদের গানেই এই বাংলার এই বাংলার অন্যায়ের প্রতিবাদীর মুখ।
বহু বহু বহু দিন পরে পল্লব কীর্তনীয়ার শাসক বিরোধী গণসঙ্গীত শুনতে পেলাম।অনেক অনেক ধন্যবাদ!
@ShamaraniMondal4 ай бұрын
Darun
@sanjuktasenbhattacharya7990 Жыл бұрын
এমন একটি থাপ্পড়ের দরকার ছিল খুব।কুর্নিশ আপনার কলম আর কণ্ঠ কে🙏
@somnathmaity9384 Жыл бұрын
দুরন্ত আরো ঘূর্ণি উঠুক কলমে,কণ্ঠে❤❤❤
@sumanmondal2245 Жыл бұрын
কলমে আগুন জ্বলে উঠুক ❤
@sadhanchowdhury72567 ай бұрын
দুর্দান্ত কথা আর সুরের মেলবন্ধন। ভালো লাগলো।
@saimonhoque Жыл бұрын
গানের হিসাবী স্তাবক! কতবার যে আপনার গান শুনা হয়... ❣️
@saswatiroychowdhury65879 ай бұрын
শিল্পী তোমায় 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌। এমন গান আরও উপহার দাও আজকের সমাজকে যাতে বিবেকানন্দ , নেতাজী, রাসবিহারী , ক্ষুদিরাম আরও অনেকের স্বপ্নের দেশের মানুষেরা তাদের শিরদাঁড়া সোজা রেখে চলতে পারে। 🙏🏻🙏🏻
@Muhib_recitation9 ай бұрын
কলম ও কণ্ঠে ঘুরে দাঁড়ানোর সংস্কৃতি বহুদিন আগেই উঠে গেছে। স্যালুট আপনাকে।
অসাধারণ। বহুদিন পরে একটা গান ভীষনভাবে নাড়া দিল। পর পর পাঁচবার শুনলাম। যেমন কথা তেমনই সুর ও গায়ন। 🙏🙏🙏
@PallabKirtaniaofficial9 ай бұрын
অজস্র ধন্যবাদ। সম্ভব হলে বন্ধুদের শুনিও, ছড়িয়ে দিও।
@indranilroy85757 ай бұрын
অসাধারণ..... প্রথম বার ভালো লেগেছিল Gulf War এর বিরুদ্ধে গান টাতে.... যদি বেল পায় / রোজ রোজ জেনো / নেড়া রাও যাবে বেল তলায়/ ভিয়েতনামের নেড়া মার্কিন / আজ তাই চলে তেল তলায়/ যদি তেল পায়..... মোটামুটি lyrics টা এরকম ছিল.... দুর্দান্ত লেগেছিল
@JakirHosen-w2n9 ай бұрын
শ্রদ্ধেয় কিংবদন্তি ভুপেন হাজারিকা, নচিকেতা, বাংলাদেশের নকুল কুমার বিশ্বাসের পর এভাবে কেউ প্রতিবাদের আগুন ঝরা সুর তুলেনী। এগিয়ে যান দাদা, অনেক অনেক শুভকামনা রইল।
@suranjan1970 Жыл бұрын
শুনতে শুনতে এক পর্যায়ে চোখ ফেটে জল এল; অসংখ্য ধন্যবাদ এবং কুর্নিস করছি...
@sasadharhaldar55277 ай бұрын
দারুণ,অসাধরণ,খুব সুন্দর ।
@nivamandal86804 ай бұрын
তোমার মতো অনেক প্রতিবাদী শিল্পী এই দেশের জন্য খুব প্রয়োজন ❤❤
@pronabkumarkirtania19727 ай бұрын
বুদ্ধিজীবি গায়ক শিল্পী সাহিত্যিক রাই পারে সমাজ শোষণ মুক্ত করতে টাই অনেক ধন্যবাদ পল্লব kirtania কে ❤❤
@Aejeetopal20094 ай бұрын
Superb ekdam jugopojogi gaan
@ujjalchatterjee6795 Жыл бұрын
আমি এমনিতেই ওর গানের ভক্ত, তবুও এই গানটি কি অসাধারণ লাগলো বলে ভাষায় অক্ষম।
@abeedlateef80599 ай бұрын
অভিনন্দন!!!
@palashmukherjee28047 ай бұрын
প্রত্যয়ী প্রতিবাদ,আহা!!বারে বারে মন কান কে শোনাতে নিয়ে যায়।
@parthatalukdar98047 ай бұрын
Ashadharon ei gaan
@mitakargupta58966 ай бұрын
অপূর্ব, গানের মধ্য দিয়ে অসাধারণ প্রতিবাদ ।
@dr.sarmishthaniyogi8311 ай бұрын
দারুণ দারুণ ! কোনো কথা হবে না!💕
@anjanghosh7286 Жыл бұрын
গানটিতে প্রতিবাদের সঙ্গে একটা অনুভব, আকুতি, আবেদন প্রকাশ পেয়েছে। ভাল লাগল।
দাদা, শিরদাঁড়াটা এভাবেই ঋজু রাখুন আজীবন। আপনি আমাদের জন্য বদ্ধ ঘরে জানালার সামান্য ফাঁক দিয়ে ঢোকা তাজা বাতাসের মতন
@mitakargupta58965 ай бұрын
Jugopojogi ekta protibader gan, bhalo laglo,
@bimanbhattacharya2780 Жыл бұрын
আপনার গান সূর্য হয়ে আমাদের আলো দেয়, আলো । আরও আরো আলো দিক আপনার গান । আলোর স্পর্ধা তে ছুটে যাবে শাসকের শয়তানি ❤
@tarunsarkar99113 ай бұрын
অসাধারণ...অসাধারণ.....salute to you sir.
@RathindrasekharChatterjee9 ай бұрын
অনবদ্য .... আজকের আগুন , আগামী দিনের বসন্তের ফাগুন হয়ে ছড়িয়ে পড়ে যেনো মানুষের মনে । থামলে চলবে না ....
@bimalmukherjee41329 ай бұрын
Pallab da apnake onek onek dhanyobad aj emon ekti gaaner jonyo.....
@ashischattopadhyay54219 ай бұрын
সেলাম ভাই সেলাম। অসাধারণ ভাই
@prosenjitghosh80763 ай бұрын
আপনার সৎ সাহস দেখে সত্যিই আপনার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেলো ❤
@aninditasen287 ай бұрын
অসাধারণ গান
@amalendumistry86107 ай бұрын
❤❤❤ এর বেশি কিছু বলার নেই।
@syedasonia-dv2bm Жыл бұрын
মুদ্রার এপিঠ ওপিঠ দাদা এদিকেও। প্রতিবাদ যদি তোমার মত সকলে করতাম যে যেভাবে পারি , যতটুকু পারি তবে এ সমাজ বদলে যেতো। বাসবো ভালো যদি তাতে হয় কলঙ্ক হোক যত, যদি এক শেকলে বাঁধা পড়ে হাত পা ,তবু বলে যাব , কণ্ঠে কণ্ঠ মেলাব,,,, খুব ভালো কাজ দাদা , আমি এটাকে গান বলবোনা,কাজই বলবো। এ গানে যদি একটা বিবেক জাগ্রত হয় ওটুকুই প্রাপ্তি
@natashasingha16736 ай бұрын
Lal selam dada
@kakalihalder1752 Жыл бұрын
Osadharon lekha rokto goromergan❤❤❤❤
@RanjitGhosh-yh2dh7 ай бұрын
এমন গান লিখতে বা গাইতে আজ যারা ভয় পায় তাদের চিনে রাখুন -- শাসকের পদ লেহন করে ওরা বাঁচার রাস্তা খোঁজে ধিক্ ধিক্ ধিক্
@kuntalabhadury78187 ай бұрын
অসাধারণ লাগলো
@cpmchanel21noward227 ай бұрын
আপনার সাহসকে স্যালুট জানাই | মাফিয়া শাসনে সমাজবিরোধীদের দাপট, বিরোধী কন্ঠস্বর দমনে শাসক আগ্রাসী সেই সময় এই গান অতুলনীয় |
@aninditadas43566 ай бұрын
Onek din por tor Gan sunlam
@rinasarkar675 Жыл бұрын
অসাধারন ডাক।এত গান ন য়। আমি অবিভূত ।
@krishnendubhattacharya97217 ай бұрын
শুনে কেমন লাগলো সে কথা থাক। তবে শুনতে শুনতে বারবার শরীরের লোম খাড়া হয়ে গেল। হোক প্রতিবাদ।
@bipulpalchowdhury4784 Жыл бұрын
শিরদাঁড়া সোজা এক শিল্পীর দুর্দান্ত প্রতিবাদী কন্ঠ, সবাইকে পাঠাব
@krishnabikashjash3657 ай бұрын
আগুন ঝরা গান, কবি ও গায়ক সবসময় বলিষ্ঠ ও ব্যাতিক্রমী।