The Westin থেকে সাইবার নিরাপত্তা নিয়ে জরুরি সতর্কবার্তা! আপনার ব্যক্তিগত তথ্য কি ঝুঁকিতে?

  Рет қаралды 516

Enamul Haque - Digital Deep Dive

Enamul Haque - Digital Deep Dive

Күн бұрын

Пікірлер: 7
@sadikrahman740
@sadikrahman740 2 күн бұрын
আসসালামু আলাইকুম স্যার। স্যার সাইবার সিকিউরিটি এর উপরে আপনি সে একটা course বের করতে চাইছিলেন আমাদের জন্য! ইনশাআল্লাহ সেটার অপেক্ষায় রইলাম স্যার❤
@authorenam
@authorenam 2 күн бұрын
ওয়ালাইকুম আসসালাম! হ্যাঁ, ইনশাআল্লাহ সাইবার সিকিউরিটি নিয়ে একটি কোর্স বের করার পরিকল্পনা করছি, যা আপনাদের জন্য বিশেষভাবে তৈরি হবে। আপনাদের সাহায্য এবং আগ্রহ দেখে আমি সত্যিই অনুপ্রাণিত। সঠিক পরিমাণ সাবস্ক্রাইবার লক্ষ্য পূরণ করার পর কোর্সটি নিয়ে আসব যাতে সবার জন্য আরও সহায়ক হতে পারে। ততদিনের মধ্যে কিছু প্রাথমিক ভিডিও শেয়ার করতে চাই, যা সাইবার সিকিউরিটির প্রাথমিক ধারণা এবং প্রস্তুতি নিতে সহায়ক হবে। আপনার ভালোবাসা এবং ধৈর্যের জন্য ধন্যবাদ! ইনশাআল্লাহ, পাশে থাকুন এবং আমাদের সাথে থাকুন।
@sadikrahman740
@sadikrahman740 2 күн бұрын
@@authorenam ফি আমানিল্লাহ স্যার🖤
@BossofAkash
@BossofAkash 3 күн бұрын
প্রিয় স্যান আমার এই প্রশ্নের উওর টা দিবেন স্যার। আর আরো একটি কথা স্যার। প্রটফলিও বানাতে আমি আমার নিজের জন্য করা কাজ প্রটফলিওতে ব্যবহার করবো কিন্তু স্যার কত টুকু কাজ আমি তুলে ধরবো একজন social media marketer হিসেবে? দয়া করে প্লিজ বলবেন স্যার ❤️❤️❤️।
@authorenam
@authorenam 3 күн бұрын
প্রোফাইলকে আকর্ষণীয় করে তোলার জন্য প্রটফলিওতে নিজের জন্য করা কিছু নমুনা কাজ ব্যবহার করা অবশ্যই সম্ভব, এবং এটি নতুন ক্লায়েন্টদের আস্থা অর্জনে সহায়ক হবে। তবে, সঠিক প্রভাব ফেলতে চাইলে প্রটফলিওতে কয়েকটি নির্দিষ্ট কাজ তুলে ধরা উচিত: কন্টেন্ট ক্যালেন্ডার এবং প্ল্যানিং: আপনার তৈরি করা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার বা পোস্টের পরিকল্পনা, যেখানে পোস্টের ধরন, সময়সূচি, এবং উদ্দেশ্য (engagement, reach, promotion) উল্লেখ থাকে। এটি ক্লায়েন্টকে দেখাবে আপনি পরিকল্পিতভাবে কাজ করতে জানেন। ডিজাইন বা ভিজুয়াল কন্টেন্ট: সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য নিজে ডিজাইন করা কিছু ভিজুয়াল কন্টেন্ট (যেমন গ্রাফিক্স, স্টোরি ডিজাইন, ব্যানার) তুলে ধরুন। Canva বা Photoshop ব্যবহার করে তৈরি কনটেন্ট প্রেজেন্ট করতে পারেন। অ্যানালিটিক্স ও রিপোর্টিং: কিছু কন্টেন্ট বা পোস্টের অ্যানালিটিক্স বা ইনসাইট রিপোর্ট (reach, impressions, engagement) দেখান। এমন কিছু দেখালে বোঝা যাবে আপনি শুধু পোস্ট নয়, বরং ফলাফল বিশ্লেষণ করতে জানেন। ক্যাপশন ও কন্টেন্ট স্ট্র্যাটেজি: আপনার লেখা ক্যাপশন এবং তার জন্য কন্টেন্ট স্ট্র্যাটেজির নমুনা দেখান, যাতে ক্লায়েন্টরা বুঝতে পারেন, আপনি কীভাবে তাদের ব্র্যান্ডের জন্য কন্টেন্ট তৈরি করবেন। প্রতিটি কাজ যেন পেশাদারিত্বের সাথে প্রেজেন্ট করা হয় এবং তা ক্লায়েন্টের প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ দেখায়। আপনার দক্ষতা ও ক্রিয়েটিভিটি স্পষ্ট করতে উপরের বিষয়গুলো তুলে ধরুন। শুভকামনা!
@BossofAkash
@BossofAkash 3 күн бұрын
Assalamualaikum sir. স্যার Digital marketing and social media marketing etc. এই গুলোতে যত গুলো রিমোট জব আছে। তারা সবাই ব্যাচেলার ডিগ্রি চায়। এখন আমার কথা হচ্ছে আমি তো ইন্টার প্রথম বর্ষের ছাএ ইন্টার এ পরি এখন রিমোট জবে এপ্লাই করার জন্য কিভাবে কি করবো দয়া করে প্লিজ সুন্দর করে বুঝিয়ে বলবেন স্যা। কারন সব রিমোট জব এ bachelor degree চায় কিন্তু।আমি কলেজে পরি এখন আমি কিভাবে রিমোট জবে এপ্লাই করবো আমার শিক্ষাগত যেগ্যতা কি দিব কিভাবে কি দয়া করে বলবেন স্যার ❤️❤️✅
@authorenam
@authorenam 3 күн бұрын
ওয়ালাইকুম আসসালাম! বর্তমানে অনেক রিমোট জব প্ল্যাটফর্মে যেমন ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এর কাজে ব্যাচেলর ডিগ্রি চাওয়া হলেও, কিছু নির্দিষ্ট দক্ষতা থাকলে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে অনেক ক্লায়েন্ট নমনীয় হয়ে থাকে। কিছু স্টেপ ফলো করে আপনি সহজেই কাজ পাওয়ার সম্ভাবনা বাড়াতে পারেন: স্কিল ডেভেলপমেন্ট: প্রথমেই আপনাকে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট কন্ট্রোল এবং বেসিক এনালাইটিক্স নিয়ে দক্ষতা অর্জন করতে হবে। Udemy, Coursera, LinkedIn Learning-এর মতো প্ল্যাটফর্মে বিনামূল্যে বা কম খরচে অনেক কোর্স রয়েছে যা আপনাকে প্রাথমিক ধারণা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে সহায়ক হবে। প্রোফাইল তৈরি: Upwork, Fiverr, Freelancer-এর মতো প্ল্যাটফর্মে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করুন এবং আপনার কাজের নমুনা (পোর্টফোলিও) যোগ করুন। যদি কোনো রিয়েল-ওয়ার্ল্ড কাজের অভিজ্ঞতা না থাকে, তবে নিজের তৈরি প্রজেক্টগুলো যেমন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা ছোটখাটো অ্যাড ক্যাম্পেইন ডিজাইন করে প্রোফাইলে যোগ করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে নমনীয় হোন: অনেক ক্লায়েন্ট আসলেই ব্যাচেলর ডিগ্রির চেয়ে কাজের দক্ষতাকে বেশি গুরুত্ব দেন। প্রোফাইল বায়োতে উল্লেখ করতে পারেন যে, আপনি বর্তমানে শিক্ষার্থী হলেও এই ক্ষেত্রে আপনি স্কিল ডেভেলপ করেছেন এবং কাজের প্রতি আগ্রহী। কাজের জন্য প্রস্তুতি ও অভিজ্ঞতা: ছোট কাজ এবং ইন্টার্নশিপের মাধ্যমে আপনার অভিজ্ঞতা বাড়ান। ছোট কাজের মাধ্যমে ফিডব্যাক সংগ্রহ করুন, যা আপনার প্রোফাইলকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বড় ক্লায়েন্টদের আস্থা অর্জনে সহায়ক হবে। প্রত্যেক জবের জন্য অভিজ্ঞতা এবং দক্ষতা গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক পর্যায়ে ছোট কাজ ও নিজস্ব প্রজেক্টের মাধ্যমে দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। আল্লাহ আপনাকে সফল করুন!
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 58 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
Человек паук уже не тот
00:32
Miracle
Рет қаралды 2,8 МЛН
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 42 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 58 МЛН