ম্যানেজ করে দিতে পারবো। তবে কুর্যিয়ার নিয়ে আপনার খরচ বেশি হয়ে যাবে। 8641865829 হোয়াটসঅ্যাপ করুন৷
@ashishjain18912 жыл бұрын
Aami Kolkata thaki...kintu kono nursery te Terminator 11 pae nai ...tumi kothay theke kniley ...pls tell from where u bought.
@thebonggarden2 жыл бұрын
দেখুন জায়গা বিশেষে চাহিদা অনুযায়ী পেস্টিসাইড রাখে৷ ধরুন যেখানে লঙ্কা চাষ করে সেখানে আপনি কাকা থিটা অমিট পাবেন। যেখানে পেঁয়াজ পাট চাষ হয় সেখানে ক্লোরাজেন, স্লোগান, আপনি পাবেন কিন্তু কাকা খুঁজে পাবেন না। তো আপনি যখন কখনো কোলকাতা থেকে বাইরে কোনো কাজে বা ঘুরতে যাবেন সেখানে কোনো ফার্টিলাইজার এর দোকান পেলে খোঁজ নেবেন। নার্সারিতে পাবেন না। ফার্টিলাইজার এর দোকেনেই পাবেন। আপনি গুগল ম্যাপে আপনার নেয়ারেস্ট ফার্টিলাইজার এর দোকান সার্চ করুন। ফোন নম্বর থাকলে ফোন করে দেখুন। যদি থাকে গিয়ে নিয়ে আসুন।
@arijitsaha22542 жыл бұрын
Dada.. Tarminaror 11 er bodole onno kono organic pestiside j ta white fly ke marte pare sei rokom kono organic pesticide er naam bolle valo hoi...
@thebonggarden2 жыл бұрын
অন্য অরগানিকে মরবে না তেমন। কাকা দিয়ে দেখতে পারেন৷
@sujanmallick44533 жыл бұрын
দাদা আমাদের দেশে বেশী ঝড় হচ্ছে কি গাছ বেশী ঝড়ে বাচে না পিলজ দাদা একটু বলেন পিলজ দাদা
@asitsen70603 жыл бұрын
Kaka কি একি রকম
@thebonggarden3 жыл бұрын
হুম। কাকা টাও অর্গানিক। সব পেস্টিসাইড নিয়ে এক এক করে ভিডিও নিয়ে আসবো।🤞
@nargis9872 жыл бұрын
এটা লোকাল শপে পাচ্ছিই না, যেন তারা নাম-ই শোনেনি! প্রোডাক্ট যদি লোকাল মার্কেটে নাই পাওয়া যায়, তাহলে কোম্পানিগুলো প্রোডাক্ট বার করে কেনো?
@thebonggarden2 жыл бұрын
দেখুন এখানে একটা ব্যপার আছে। এলাকাভিত্তিক পেস্টিসাইড ফাঙ্গিসাইড পিজিয়ার হয়। ধরুন আপনার এলাকা তে পাট চাষ হয়। তো আপনি আপনার এলাকার দোকানে কাকা বা সুপার সোনাটা পাবেন না। পাবেন ক্লোরাজেন,হামলা, এই সব। কাকা পাবেন যেসব এলাকা তে লঙ্কা চাষ হয়৷ যেমন আমাদের এলাকা তে পেঁয়াজ চাষ হয়।এখানে যদি আমি বায়োভিটা চাই পাবো না। এখানে কাস্টাডিয়ান,স্লোগান এই সব পাবো। এলাকা থেকে বেড়াতে হবে। আমি ম্যাক্সিমাম আমার বাড়ি থেকে ৪০ কিমি দূরে গিয়ে কিনতে হয়।