No video

মকবুল ফিদা হুসেন : ভারতের পিকাসোর জীবন কাহিনী / Maqbool Fida Hussain : Indian Picasso Life Story

  Рет қаралды 89,450

The Galposalpo

The Galposalpo

Күн бұрын

This video is about the life story or biography of Maqbool Fida Hussain ( মকবুল ফিদা হুসেন জীবনী কাহিনী / জীবনী ). This Indian painter is called Indian Pablo Picasso ( ভারতের পাবলো পিকাসো )
দু’বছর বয়সেই তিনি মাকে হারিয়েছেন। মায়ের নাম ছিল জৈনব। মায়ের মৃত্যুর পর সপরিবারে পান্ধারপুর থেকে মোধ্যপ্রদেশের ইন্দোরে চলে আসেন। ইন্দোরে বাবা দ্বিতীয় বিয়ে করলেন। বাবার নাম ছিল ফিদা হুসেন। তিনি ছিলেন একটি টেক্সটাইল মিলের হিসাবরক্ষক।
মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও তার পরিবারের কেউই আরবি অথবা উর্দু অথবা পার্শিয়ান কোন ভাষা জানতেন না। পরিবারের সকলেই কথা বলতেন মারাঠি ভাষায়। উদাহরণ দিয়ে তিনি নিজেই বলেছেন : 'When we swore in the name of God, we said 'devaachi shapat' as the Hindus did. .... We did not say ‘Khuda ki kasam’ as the Urdu speaking Muslims did.'
মকবুল ফিদা হোসেনের চার ভাই এবং চার বোন। অবাক করা তথ্য হলো, তাদের মধ্যে কেউই painting-এ কখনোই আগ্রহী ছিলেন না। সত্যি কথা বলতে, মকবুল ফিদা হুসেনের বংশে কখনোই কেউ painting শেখেননি।
ক্লাস নাইন অব্দি তিনি পড়াশোনা করেছিলেন ইন্দোর হাই স্কুলে। এরপর বরোদার একটি মাদ্রাসায় তিনি আরও বেশ কিছুদিন পড়াশোনা করেছিলেন বটে কিন্তু তা ছিল অসমাপ্ত।
ছাত্রজীবন থেকেই দেশের স্বাধীনতা আন্দোলন তার কাছে ছিল হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধ আন্দোলন। সেজন্য দেশভাগের মধ্যে দিয়ে ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলেও তাঁর পরিবার কিন্তু কখনোই পাকিস্তানে চলে যাবার কথা চিন্তা করেনি। কারণ তাঁরা স্থির করেছিলেন যে, যে দেশে বংশ-পরম্পরায় তাঁরা বাস করে আসছেন, সেটাই হলো তাঁদের প্রকৃত দেশ।
১৭ বছর বয়সে তিনি ভাগ্যান্বেষণে বম্বে শহরে উপস্থিত হলেন। এখানেই শুরু হলো তাঁর প্রবল এক জীবনযুদ্ধ। দারিদ্র্য এবং একাকিত্বের বিরুদ্ধে এক আপোষহীন লড়াই । তখন বেশিরভাগ সময় কাটিয়েছেন ফুটপাথে, মাথা গোঁজার কোন ঠাঁই ছিল না। সময় পেলেই বোম্বের রেলস্টেশনে ঘুরে বেড়াতেন, সিনেমার হোর্ডিংএর কাজ করতেন, বিশাল বিশাল সব সিনেমার পোস্টার আঁকতেন, আর সুযোগ পেলেই মনের ভিতরের সেই তীব্র passion থেকে ক্যানভাসে তুলির টানে ঝড় তুলতেন।
চল্লিশের দশকের শেষের দিকে মকবুল ফিদা হুসেন শিল্পী হিসাবে একটু একটু করে পরিচিতি পেতে শুরু করেছিলেন। ১৯৫০ সালে বোম্বেতে মকবুল ফিদা হোসেনের প্রথম একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হলো। ইউরোপীয় জ্যামিতিক cubic শৈলীতে আঁকা প্রদর্শনীর ছবিগুলো হল উচ্চ প্রশংসিত। বলাবাহুল্য, এরপর শিল্পী মকবুল ফিদা হুসেনকে আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি।
তিনিই হলেন প্রথম আন্তর্জাতিক ভারতীয় চিত্রশিল্পী যার মাধ্যমে ভারতীয় চিত্রশিল্পের আধুনিকতার ধারার সাথে বহির্বিশ্ব পরিচিত হলো। তার এই অনন্যসাধারণ শৈল্পিক কর্মকাণ্ডের জন্য অচিরেই তিনি দেশে-বিদেশে ভারতের পিকাসো নামে সুপরিচিত হয়ে উঠলেন।
তিনি বলতেন, হিন্দু সংস্কৃতিতে ন্যুড বিষয়টি পবিত্রতার সমার্থক এবং সেই বিষয়টিকে তিনি অন্তর থেকে অনুভব করেছিলেন। আর তাঁর সেই অনুভবের ফল হিসাবে তিনি এমন কথাগুলি ছবি এঁকেছিলেন যে ছবিগুলোকে বলা হয় ছকভাঙ্গা ছবি। এই ছকভাঙ্গা ছবির জন্যই তিনি রাতারাতি চলে এসেছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে।
১৯৭০ সালে নিজস্ব রসবোধ এবং অসামান্য শিল্পনৈপুণ্যে তিনি এঁকেছিলেন সরস্বতী দেবীর নগ্ন ছবি। ২০০৬ সালে তিনি আবার একটি বিতর্কিত কাজ করলেন, ব্রহ্মপুত্র বা মাদার ইন্ডিয়া নামে তিনি একটি নগ্ন নারীর ছবি আঁকলেন। সারা দেশ জুড়ে আগুন জ্বলে উঠলো, প্রতিক্রিয়ায় ফেটে পড়লো হিন্দু সংগঠনগুলি। মকবুল ফিদা হোসেনের মাথার দাম ধার্য করা হলো প্রায় ৮ কোটি টাকা।
অবশেষে এই বিতর্কিত অসামান্য চিত্রশিল্পী ক্রমাগত বিরোধীতার মুখে পড়ে ২০০৬ সালে দেশত্যাগ করেন।
২০১১ সালের ৯ই জুন লন্ডন শহরে ৯৫ বছর বয়সে এই অসামান্য কালজয়ী শিল্পী, ভারতের পিকাসোর বর্নিল জীবনের সমাপ্তি ঘটে।
এই অসামান্য জীবন ও তাকে ঘিরে যে বিতর্ক -- সেসব নিয়েই এই ভিডিও।
For making of this video I am grateful to :
তথ্যঋণ:
১) সববাংলায়
২) সাম্প্রতিক দেশকাল
৩) আনন্দবাজার পত্রিকা
৪) গুরুচন্ডালী
৫) Childhood of Maqbool Fida Hussain
By R. Gouri
৬) Wikipedia
সকলকে ধন্যবাদ।
বিনীত---
The Galposalpo
#maqboolfidahussain #মকবুলফিদাহুসেন
.
If you like this humble presentation, please hit the like button. It will be a great encouragement to me. Please , subscribe my channel that is dedicated for you.
SUBSCRIBE✔ ….LIKE✔…..COMMENT✔…. SHARE✔
DECLARATION:
In most places of this video, the photos are used only for education purposes. They are not exactly related to the actual incidents as described in this video. I am grateful to all the image creators. It is here noteworthy that almost all the images are used here by clicking and editing some Google images. If anybody or any institution find anything wrong in the use of photos, please do not give copyright strike to this channel. Just inform me at everythingabcd13@gmail.com .. I must edit or cut off the objectionable part or parts. Cooperation is solicited. Thank you.
.
Copyright Disclaimer:
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'fair use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. I think that all images used in this video are in favour of fair use.

Пікірлер: 262
@kaushikpal6307
@kaushikpal6307 Жыл бұрын
উনি হনুমানের পিঠে মাতা সীতার উলংগ ছবি এঁকেছেন।আবার সরস্বতীর উলংগ ছবিও আছে।আসলে শিল্পী সত্তার সঙ্গে বিকৃত রুচির সংমিশ্রণ ঘটেছে ওনার মধ্যে।
@rupalichakrabarty2217
@rupalichakrabarty2217 Жыл бұрын
বিরল,অসাধারণ প্রতিভার বিকাশ সাধনাকে,যে সাধনা বলে একজন প্রতিভাবান শিল্পী হয়ে উঠেছেন কিংবদন্তি, আমি সেই সাধনাকে জানাই শতকোটি প্রণাম।কিন্তু শ্রদ্ধা কেবল সেই ব্যক্তিকেই করা যায়,যিনি সরল বিশুদ্ধ আলোকিত।
@muktimaity7646
@muktimaity7646 Жыл бұрын
খুব ভালো থাকুন।অনেক নতুন তথ্য জানতে পারলাম, সমাজ , জাতি,ধর্ম এইসব যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই দায়বদ্ধ ব্যাপার টাও আছে।একজন নারী বা পুরুষ হয়তো নগ্ন থাকলে স্বচ্ছন্দ বোধ করেন কিন্তু সেটা খোলা খুলি আমরা মানতে পারব?এই মহান শিল্পী ও তাঁর সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাই।
@user-im3wz6ye9h
@user-im3wz6ye9h Жыл бұрын
অসাধারণ বাচন পটুতা নিয়ে আপনার এগিয়ে চলাকে স্যালুট,এমনি করে বিভিন্ন মনিষীর জীবন নিয়ে আলোচনা চাই কিন্তু,ধন্যবাদ!!!
@santoshsarkar1471
@santoshsarkar1471 Жыл бұрын
কই আল্লা বা কোরান বা মুসলমানদের নিয়ে কোন ব‍্যাঙ্গ চিত্র কখনো দেখেছেন ? ছিঃ আপনার প্রতি আমার যে শ্রাদ্ধা ছিল আজ তা আপনি শেষ করে দিলেন ।
@thegalposalpo
@thegalposalpo Жыл бұрын
কেন ফ্রান্সের কার্টুনিস্টরা তো তা এঁকেছেন। আমার প্রতি কারো শ্রদ্ধা আমি কখনো আশা করি না। আমি নগণ্য মানুষ। আমাকে শ্রদ্ধা কেউ করবেন, এসব আমি স্বপ্নেও ভাবি না।
@subirbarman1378
@subirbarman1378 Жыл бұрын
@@thegalposalpo tar parer kahini nischay jana ache ki ?
@adnanbabu2868
@adnanbabu2868 11 ай бұрын
আল্লাহর কোন মূর্তি নেই, যারা একেছে তাদের মতো করে কাল্পনিক ছবি। কল্পনার কোন ভিত্তি নেই।
@user-zj2tr2db9s
@user-zj2tr2db9s 6 ай бұрын
ওনার মানসিকতা একমুখী । মনে হয়, ইসলাম দ্বারা প্রভাবিত হয়ে, যেমন খুশী বুঝি সৃষ্টি করা যায় । প্রতিভা আছে, কিন্তু প্রতিভা পথ পায় নি । তাই যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি নিন্দিতও হয়েছেন ।
@dr.augustinecruze8360
@dr.augustinecruze8360 Жыл бұрын
One of your best presentations.Thanks.
@ahmadfirdaous4933
@ahmadfirdaous4933 Жыл бұрын
কোন ধর্মের বিশ্বাসকে কটাক্ষ করা উচিত নয়। আমার মনে হয় না মকবুল ফিদা সঠিক কাজ করেছেন।
@vivekacharya3533
@vivekacharya3533 Жыл бұрын
ফিদা হুসেন উনি বড় মাপের শিল্পী ছিলেন এটা সত্যি, কিন্ত যদি কোনো মুসলিম নবী কিংবা মোহাম্মদ কে নিয়ে এই রকম ছবিতে রূপ দেয়া হতো সেটা কি মুসলিম ধর্ম মেনে নিতেন?যাক ফিদা হুসেন উনি অনেক বড়মাপের শিল্পী উনাকে স্যালুট🙏
@kamalkusum1717
@kamalkusum1717 5 ай бұрын
শিল্প বিষয় টা সবার জন্য নয় । কোন আঘাত তিনি দেননি । সর্বোচ্চ আদালত তাই বলেছিলেন ।
@bishwajitdebnath7145
@bishwajitdebnath7145 5 ай бұрын
শিল্পীর কোন জাত হয়না, তিনি ভারতীয় তাই ভারতীয় সংস্কৃতি তার শিল্পে ফুটে উঠবে এটিই স্বাভাবিক। আর নগ্নতা নিয়ে যদি সমস্যা হয়, নগ্ন কালী মাতাকে নিয়ে সমস্যা কেন নয়? খাজুরাহো মন্দির?? দৃষ্টিভঙ্গি টাই একমাত্র সমস্যা।
@arunachatterjee2701
@arunachatterjee2701 3 ай бұрын
এখন আদালত সুপ্রিম কী রায় দিচ্ছেন দেখছেন না।
@sasadharhaldar5527
@sasadharhaldar5527 Жыл бұрын
খুব ভালো লাখল । অনেক সমৃদ্ধ হলাম ।
@bazlulhuda7958
@bazlulhuda7958 Жыл бұрын
দাদা আপনার মাধ্যমে অনেক অজানা তথ্য সমৃদ্ধ বিষয় জানা যায়। আপনার প্রায় প্রতিটি এপিসোড আমি দেখি এবং আপনার এপিসোডের জন্য অধীর আগ্রহে প্রতিক্ষায় থাকি। দাদা বাংলাদেশ থেকে আপনার জন্য রইলো অনেক অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা।
@kajalsahu7792
@kajalsahu7792 Жыл бұрын
খুব ভাল লাগল ,অনেক অজানাকে জানলাম ।অসংখ্য ধন্যবাদ।
@MunshiSajjadurRahman
@MunshiSajjadurRahman 6 ай бұрын
অসাধারণ উপস্থাপন..!
@faizurrahman3052
@faizurrahman3052 Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে অনেক কিছু জানতে পারলাম।
@skbiswas
@skbiswas Жыл бұрын
আমি guarantee-র সাথে বলতে পারি যে যদি M F হুসেন সাহেব কখনো কোনো চিত্রে ইসলাম ধর্মের কোনো চরিত্রকে নিয়ে আসতেন, তবে ওর মাথা আর ধড় আলাদা হয়ে যেতো কোনো জনবিরাধীতা বা court-এর বিচারের আগেই | আর তা উনি ভালোভাবেই জানতেন | তাই সাহস করেন নি কখনো |
@mujibrahman6538
@mujibrahman6538 Жыл бұрын
Ji ek moth
@ratangangopadhyaygangopadh9826
@ratangangopadhyaygangopadh9826 6 ай бұрын
Right you are as Hussain never attempted to draw anything on Qur-an or Hadhish.
@ratangangopadhyaygangopadh9826
@ratangangopadhyaygangopadh9826 6 ай бұрын
Bombay was a peculiar urban area where anybody could struggle to earn a living.
@ratangangopadhyaygangopadh9826
@ratangangopadhyaygangopadh9826 6 ай бұрын
Middle path is not a path at all
@syedmuhammadferdousuzzaman7362
@syedmuhammadferdousuzzaman7362 6 ай бұрын
আপনি তো দাদা সবজান্তা। কখন হূসেনের কল্লা কাটা হতো। কিসে তার সাহস ছিল। কি নিয়ে সে ভীত ছিলো। সবই আপনি হলপ করে বলতে পারেন। শুধু পারেন না গুণীর স্বীকৃতি দিতে। আমরা বাংগালীরা চিরকালই অন‍্যকে ছোট করে তৃপ্তি পাই। আনন্দ পাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী মকবুলের অসাধারনত্ব উপলব্দি করার যোগ্যতা আমাদের নাই।
@shuvoDhar.5537
@shuvoDhar.5537 Жыл бұрын
খুব ভালো লাগলো । আমার একটা অনুরোধ আছে । মহান চিএশিল্পী রাজা রবিবর্মার জীবনি নিয়ে যদি একটি ভিডিও বানান খুব খুশি হবো।🙏🏻🥰
@SOTOTA66
@SOTOTA66 Жыл бұрын
দারুণ লাগলো ! অনেক কিছু জানলাম । ধন্যবাদ !
@bijonkumardev3766
@bijonkumardev3766 Жыл бұрын
ভারতের 'পিকাসো' কথাটি মোটেই পছন্দ হলো না। কারন পিকাসো এবং এম এফ হুসেন দুইজন সতন্ত্র ব্যাক্তিত্ব।
@shamsurrahman5565
@shamsurrahman5565 5 ай бұрын
অসাধারণ বিশ্লেষণ , আপনাকে ধন্যবাদ।
@shiblysadiq8680
@shiblysadiq8680 5 ай бұрын
এটি একটি অসাধারণ উপস্থাপনা। উপস্থাপকের কণ্ঠে ইতিহাস জীবন্ত হোয়ে ওঠে। ইতিহাসের অজানা অর্ধ্-জানা চরিত্র গুলোকে তিনি এত জোরালো এবং নাটকীয়ভাবে তুলে ধরেন যে ভিডিও শেষ না হওয়া পর্যন্ত উঠে যাওয়া কঠিন হয়ে পড়ে। উপস্থাপককে সাধুবাদ জানাই তাঁর আকর্ষণীয় উপস্থাপনা এবং এধরনের একটি শিক্ষামূলক ভিডিও চ্যানেল পরিচালনার জন্য।
@md.noorulkarim5542
@md.noorulkarim5542 6 ай бұрын
আপনার উপস্থাপন খুবই সুন্দর।
@narayanchakraborty6725
@narayanchakraborty6725 Жыл бұрын
পৃথিবী কর্মফল নিয়মে চলে। ওনার ভাল কাজের ফল ওনি পেয়েছেন। ওনার শিল্পে অসামান্য অবদানের জন্য উপযুক্ত সম্মান তিনি পেয়েছেন। কিন্তু মানুষের জীবন কখনো নির্দোষ, নির্বিকার হতে পারে না। তাই হয়তো চিন্তা চেতনায় কিছুটা দোষ বা বিকার এসেছে (যা জীবনের অন্যান্য উৎকৃষ্ট কাজের তুলনায় নগন্য), যার ফলে তিনি সমালোচিত হয়েছেন। শিল্পের বহিঃপ্রকাশের ও একটা মর্যাদাপূর্ণ সীমারেখা থাকা উচিত।
@tarunkumarseth7299
@tarunkumarseth7299 Жыл бұрын
Many thanks for presenting so many gifts, sir we look forward to know about "adivasi people of India...Good wishes
@golamkibria378
@golamkibria378 6 ай бұрын
Makbul fida is only great human character it's,,,,creativity
@SubrataDas-oi2qk
@SubrataDas-oi2qk 3 ай бұрын
নিন্দিত
@bakulsardar4724
@bakulsardar4724 Жыл бұрын
আপনার বলা আমার খুব খুব খুব ভালো লাগে
@twhdlster
@twhdlster Жыл бұрын
সম্ভবত অনেক কারণেই তিনি বিতর্কিত ছবি এঁকেছেন। হয়তো তিনি উল্লেখ করেছেন যে প্রতিটি ধর্মেরই চরমপন্থী মানুষ আছে বা ভেবেছিলেন এটা কোন সমস্যা ছিল না কারণ ভারত একটি উন্মুক্ত সমাজ এবং সেখানে মত প্রকাশের স্বাধীনতা আছে ইত্যাদি। আসলে এমন একজন বিখ্যাত ব্যক্তির মন বোঝা কঠিন। ভিডিও জন্য ধন্যবাদ.
@rakeshmallick8040
@rakeshmallick8040 Жыл бұрын
Nice informative video.
@s.a.n.moyeenuddowlah6176
@s.a.n.moyeenuddowlah6176 2 ай бұрын
Thanks dada.
@aditaymankhan5926
@aditaymankhan5926 11 ай бұрын
আপনার বাস্তবতা সমৃদ্ধ ন্যায্য কথাগুলির উপস্থাপনা য় আমি মুগ্ধ। আব্দুর রফিক খান
@SubrataDas-oi2qk
@SubrataDas-oi2qk 3 ай бұрын
যদি কোনো মুসলিম নবী কিংবা মোহাম্মদ কে নিয়ে এই রকম ছবিতে রূপ দেয়া হতো সেটা কি মুসলিম ধর্ম মেনে নিতেন?
@TKSaha-jn8io
@TKSaha-jn8io Жыл бұрын
All forms of expression have limits.
@sanjoyroystravelblog5413
@sanjoyroystravelblog5413 Жыл бұрын
যে কোন শিল্পী নারীর প্রতি তীব্র আকৃষ্ট হবে এটা স্বাভাবিক। তবে একজন সাধারণ পুরুষ নারীকে যে ভাবে দেখে গুণি শিল্পীরা ওভাবে দেখে না।
@shuvoDhar.5537
@shuvoDhar.5537 Жыл бұрын
Akdom thik 👍🏻👍🏻
@golammahiuddinkazi4510
@golammahiuddinkazi4510 Жыл бұрын
ভেরী ভেরী গুড। আপনার ঐ লেখার জন্য।
@asokekhanra3965
@asokekhanra3965 Жыл бұрын
শিল্পীর শিল্প চেতনা,শিল্প ভাবনা ও শিল্প সৃষ্টিতে তার নিজস্বতা অবশ্যই থাকে থাকবে। কিন্তু যা প্রকাশ করলে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের বিরাট অংশের ভাবাবেগে বিশেষ আঘাত হানবে এই সহজ সরল কথাটা বোঝার ক্ষমতা যার থাকেনা তিনি যত বড় শিল্পী হোকনা কেন তার শিল্প সাধনা পাগলা গারদের মধ্যে করার ব্যবস্থা করে দিলে ভাল হত। সাধারণ মানুষ ভাবতো এটা পগলের কাজ ।আর অতি শিল্প দার্শনিরা ভাবতেন নিজের মায়ের ------------------ এত বড় একটা শিল্প লুকিয়ে রয়েছে এরা দেখতে পাচ্ছ না?
@mrinalkantibiswas2642
@mrinalkantibiswas2642 Жыл бұрын
মকবুল সর্বধর্মের কোন ছবি আঁকেনি । ভারতবর্ষ বসবাসের অযোগ্য ঘোষণা করেছিল।
@ur9937
@ur9937 6 ай бұрын
বিখ্যাত চিত্রকর্ম গুলোর ছবি যুক্ত করলে আরো ভালো হতো।।
@wisegomes4895
@wisegomes4895 Жыл бұрын
অসাধারণ।
@gogreen603
@gogreen603 Жыл бұрын
সমৃদ্ধ হলাম
@golamkibria378
@golamkibria378 6 ай бұрын
Great mind and your makbulfidida
@asitkumarsasmal5347
@asitkumarsasmal5347 Жыл бұрын
Asadharon
@mustafaanwar9303
@mustafaanwar9303 Жыл бұрын
Excellent Presentation !!! And his excellent voice !!
@pradipkumar1173
@pradipkumar1173 6 ай бұрын
প্রতিভা এগিয়ে চলে সমসাময়িক যুগের অনেক আগে, তবে অন্য কোনো ধর্মমতে আঘাত না দিয়ে ই পারতেন নিজের মতে প্রতিষ্ঠিত হতে।। ধন্যবাদ
@samsulalam284
@samsulalam284 Жыл бұрын
Excellent
@nikhilchandrasarkar2773
@nikhilchandrasarkar2773 Жыл бұрын
saraswati ke niye kuruchi chitra eta ki bolben ?
@thegalposalpo
@thegalposalpo Жыл бұрын
অমন বিখ্যাত শিল্পীর কোন ছবি নিয়ে মন্তব্য করার মতো জ্ঞান বা পাণ্ডিত্য আমার নেই। ২৬ বছর আগে যে ছবিটি তিনি এঁকেছিলেন সেই ছবিটি নিয়ে তখন কোন কথা হয়নি। ২৬ বছর পর সেই ছবিটি নিয়ে কথা উঠলো।এটা ভাবলে আমার অবাক লাগে।
@baban4532
@baban4532 Жыл бұрын
@@thegalposalpo আমি বিতর্কে যাচ্ছিনা তবে আমার জানতে ইচ্ছে করে অতো প্রতিভ সম্পন্ন মানুষ মাতা আয়েষা কিংবা নবীজীকে নিয়ে ছবি আঁকেননা কেনো???? সেই সময় তাঁর শিল্পসত্তা কোথায় হায়িয়ে যায়?????
@mahfuzurrahman3690
@mahfuzurrahman3690 Жыл бұрын
wonderful wonderful
@vivekacharya3533
@vivekacharya3533 Жыл бұрын
কেনো কোনো মুসলিম নারির নগ্নো ছবি আক লেন না ? এত বড় শিল্পী হয়ে! আর সব হিন্দু ফ্লিম স্টার নাইয়াকা কে ! কোনো মুসলিম হেরোইন চোখে পড়ে নাই।
@rupachakraborty5911
@rupachakraborty5911 Жыл бұрын
খুব ভালো লাগল, আপনার ভিডিও র,অপেক্ষায় থাকি,
@sikdarmainuddin3035
@sikdarmainuddin3035 Жыл бұрын
Thank you for representing MFH.
@tazmulislam2235
@tazmulislam2235 6 ай бұрын
অসাধারন
@abdulquddus8611
@abdulquddus8611 4 ай бұрын
Mokbul Fida Hossen eto boro maper silpi chilen jantam .eto purushkar peyechen ta jantam na .sundar kore unar jiboni tule dhorar jonno dhonnobad .
@bidyutpanday7296
@bidyutpanday7296 Жыл бұрын
জান্নাতের হূরেদের কাছে।
@sdada1680
@sdada1680 Жыл бұрын
একটা মেয়ের নগ্ন ছবি তো দশম ক্লাস এর শিল্পী আঁকতে পারে ।এতো বড় শিল্পী সেই ছবি আঁকতে গেলেন কেন?
@thegalposalpo
@thegalposalpo Жыл бұрын
এই প্রশ্নের জবাব একমাত্র তিনিই দিতে পারতেন। কিন্তু তিনি এই পৃথিবীতে আর নেই।
@tapasdas5568
@tapasdas5568 Жыл бұрын
Osadharon!!! Please ekdin tarapith er Mohan sadhok Bamdeb ke nea ekta protibedon korun.
@mujahidbinazad
@mujahidbinazad Жыл бұрын
কোনো ধর্মকে ছোট করা ঠিক নয়
@sabirh5046
@sabirh5046 Жыл бұрын
শিল্পাচার্য জয়নুল আবেদিন ও এস এম সুলতান কে নিয়ে ভিডিও
@reforcesign2778
@reforcesign2778 Жыл бұрын
আপনি কী করে বলেন, এত জানেন কী করে, ব্যাখ্যা করেন কী করে, এতটা তুলনাহীন ব্যাক্তিত্ব কী হওয়া যায়! কী বলবো বুঝতে পারছি না।☺️
@motiarrahman3999
@motiarrahman3999 Жыл бұрын
Allah bless upon you, may you live long, thank you so much for this important information,
@akhilbiswas1600
@akhilbiswas1600 5 ай бұрын
ভারতের মন্দিরের দেয়ালে নরনারীর মিলনের নগ্ন ছবির মুর্তি থাকলে, মকবুল ফিদা হুসেন স্বরস্বতীর ছবি এঁকে কি ভুল করেছেন? নাকি তিনি মুসলিম সম্প্রদায়ের লোক বলে এত আক্রোশ।
@kanchankarmakar2044
@kanchankarmakar2044 3 ай бұрын
আপনার মিলন আপনার কাছে উপভোগ্য। কিন্ত এই পৃথিবীতে আপনি যাঁদের জন্য এসেছেন এবং যে মুহুর্তের জন্য আপনার সৃষ্টি , সেই মুহুর্ত কি আপনার কাছে উপভোগ্য ?? সাধারণ নরনারী আর মা সরস্বতী কি সমার্থক???
@susantasardar3137
@susantasardar3137 Жыл бұрын
প্রতিবেদনকারিকে শ্রদ্ধা জানিয়ে বলি, শেষ এক মিনিটের কথা গুলোর জন্য আপনার অনুতাপ হওয়া উচিত। আপনার video তে দেওয়া like ফিরিয়ে নিলাম।ক্ষমা করবেন।
@nanigopalseal370
@nanigopalseal370 5 ай бұрын
মকবুল ফিদা হোসেনকে আমার শ্রদ্ধা ।তিনি শিল্পের জন্য কোনো বিধিনিষেধ,ধর্মীয়গোড়ামিকে স্থান দেন নি
@arunachatterjee2701
@arunachatterjee2701 3 ай бұрын
সেই ছবি আজ কোথায় আস্তাকুঁড়ে ঘুমোচ্ছে খোঁজ করুন।
@SheikhAmeen-du4wh
@SheikhAmeen-du4wh 6 ай бұрын
Thanks
@sahabuddinmunshi908
@sahabuddinmunshi908 4 ай бұрын
Humble tribute
@samirchakraborty1981
@samirchakraborty1981 Жыл бұрын
শেষ বয়সের ভিমরতি।
@alomsheikh598
@alomsheikh598 Жыл бұрын
অসাধারণ❤
@mohammadshahalam4671
@mohammadshahalam4671 Жыл бұрын
He Is Really Genuine Painter
@narayanmallick8638
@narayanmallick8638 Жыл бұрын
হ্যাঁ উনি জিনিয়াস হিন্দু দেব দেবীর উলঙ্গ ছবি একে ওনার হিম্মত ছিলনা নবি আয়েসার বিতর্কিত ছবি আঁকা ।। রবি ভার্মার ছবি দেখেছি আর এনার ছবিও দেখেছি স্বর্গ নরক পার্থক্য ।।
@gautambanegee5827
@gautambanegee5827 Жыл бұрын
This man insulted Hindu Dharm I hate him from the core of heart
@salehachowdhury168
@salehachowdhury168 Жыл бұрын
Its a good discussion. U have enlightened us. Nudism in Painting is not vulgarity. It is purity. All great Artists do nude picture. But to depict nude Devis could hurt us. Anyway he was great.
@sanjaypal6499
@sanjaypal6499 Жыл бұрын
@@salehachowdhury168 so why he don't draw the nude pics of other religion god
@ag14769
@ag14769 Жыл бұрын
@@sanjaypal6499 He would have been beheaded. 😏
@ag14769
@ag14769 Жыл бұрын
@@salehachowdhury168 Yes many artist do nude pictures! But why he did with this particular religion's Goddess?
@akhilbiswas1600
@akhilbiswas1600 Жыл бұрын
​@@sanjaypal6499 অন্য কোন ধর্মে দেব দেবীর ছবি নেই। আর ইলোরা মন্দিরের দেয়ালে যোদাযুদির ছবি আপনার খুব সুন্দর বুঝি?? যে সব আমাদের পুর্ব পুরুষ গন তৈরি করে রেখে গিয়েছেন, তার বিরুদ্ধে সোচ্চার নন কেন????
@sadhdarshanuntv
@sadhdarshanuntv Жыл бұрын
খুব ভালো লাগলো 👌
@mangaldipmandal5516
@mangaldipmandal5516 Жыл бұрын
মকবুল ফিদা হুসেন হিন্দু দের swarasoti মা k nia bikriti chabi drawing kore famous hoyeche , uni ki ইসলাম religious k bikriti kore picture drawing করতে পারবে ?
@moviemasterbengali
@moviemasterbengali Жыл бұрын
Sunny leone কে নিয়ে একটা ভিডিও দেন ।
@manirulalam7010
@manirulalam7010 Жыл бұрын
অসাধারন।
@kanchanpaulsenglishclasses4021
@kanchanpaulsenglishclasses4021 Жыл бұрын
Nice presentation ! Thanks a lot.
@hironroy7987
@hironroy7987 Жыл бұрын
THANKS THANKS THANKS FR0M Dubai
@kamalkrisnabar6213
@kamalkrisnabar6213 Жыл бұрын
সব ভাল ,যার শেষ ভাল -কি দরকার ছিল ঔ শেষের দুটি ছবি আঁকার-এ যেন এক বালতি ধুধে এক ফোটা চোনা।
@badaruddinahmed183
@badaruddinahmed183 Жыл бұрын
Very good discussion
@samirdutta8931
@samirdutta8931 Жыл бұрын
আপনি বললেন, যে সমাজে শিল্পীর কোন স্বাধীনতা নেই সে সমাজ হয়ে ওঠে.............। অনেক নেতিবাচক কথা বললেন। অর্থাৎ আপনার মতে, হিন্দুদের মনে আঘাত লাগলেও তাদের কিছু বলা উচিত নয়। অন্য ধর্ন নিয়ে মানুষ যখন গর্জে ওঠে তখনও কি এ জাতীয় কথা বলতে পারেন? নিজের এৃন অবস্থানের জন্য কখনও কি নিজেকে কাপুরষ মনে হয় না?
@thegalposalpo
@thegalposalpo Жыл бұрын
ওগুলো নেতিবাচক নয়। ওসবই ইতিবাচক। ইতিবাচক মানে ভালো বিষয়ক, আশাবাদী দিকনির্দেশক।
@sujoydas9273
@sujoydas9273 Жыл бұрын
Golpokotha reality noy . Reality & truth golpokotha noy .
@sanjaypal6499
@sanjaypal6499 Жыл бұрын
@@thegalposalpo তাহলে হিন্দু ধর্ম ছাড়া অন্য কোনো কিছু নেই।
@nabisaanib8724
@nabisaanib8724 Жыл бұрын
যে পারে সে সব ধর্ম নিয়েই বলতে পারে। যেমন আমি মুসলিম হয়েও অনায়াসে ঐসব মুসলিমদের অমানুষ অসভ্য বলতে পারি যারা হিজাবের জন্য মানুষ হত্যা করে।
@abhirupdasbarman7378
@abhirupdasbarman7378 Жыл бұрын
Artist to make their art contemporary and attractive, often becomes unorthodox. Anyhow he was a great painter who can talk with colour and brush.
@priyaschatterjee1382
@priyaschatterjee1382 Жыл бұрын
Very good way to become popular to the Muslim........ It is really very easy to do anything with Hinduism. Specially in India...... Please know your limits.....
@nurulislam7701
@nurulislam7701 Жыл бұрын
Asadharan.Valo na lege kono upai nai.
@monidipanaskar300
@monidipanaskar300 Жыл бұрын
আপনি শেষ কথাগুলো একদম ঠিক বলেছেন।
@souravbasu4970
@souravbasu4970 6 ай бұрын
অসাধারণ প্রতিবেদন এবং আপনার বাংলা ভাষা ও তার প্রয়োগ প্রশংসা যোগ্য
@amitdas747
@amitdas747 Жыл бұрын
Apner proti ti video ami dekhi ,o nije k somriddho kori ,🙏🙏🙏
@parthapratimroychoudhury872
@parthapratimroychoudhury872 Жыл бұрын
Makbu fida Hussain er ghotona guli seisomoy TV te ami dekhechhi ... ekhane proshno sholpir shadhinota noy proshno kono ekti bishesh dhormer mnusher aradhya debotar proti biswase aghat kora ... jekono manush kono ekti bishoye pondit gyani hote paren, kintu proshno holo tar gyan ke se kibhabe proyog korchhe ... aar western world chirokaal e Hindu bidyeshi tara kake ki certificate dilo tate ontoto ajker dine karor kichhu jay asena ... apnake anurodh korbo eisob baje bishoy niye alochona na kore Bharoter itihas teke onek gyani guni manush paben jader kormo kritityo niye alochona korun ....
@babitaroy1208
@babitaroy1208 Жыл бұрын
Silpi hisabe valo...ruchite kulpi...
@surrealoffspring
@surrealoffspring Жыл бұрын
আপনার অভিজ্ঞান শিল্পবোধ এবং অনুভূতি দারুন। মানব জীবনে নান্দনিকতার প্রয়োজন যে অপরিহার্য এবং প্রায় সমার্থক উহা অতিশয় সুক্ষ অনুভূতির পরিচয়ক বটে। আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আপনার এই সুকুমার অনুভূতি সমাজে অনুরণিত ও আচরিত হয়ে সমাজকে সমৃদ্ধ করুক এটাই আশা করছি 👍💐
@izazhossain7737
@izazhossain7737 6 ай бұрын
Well said.
@SubrataDas-oi2qk
@SubrataDas-oi2qk 3 ай бұрын
কোন ধর্মের বিশ্বাসকে কটাক্ষ করা উচিত নয়
@orhanpamuk670
@orhanpamuk670 Жыл бұрын
আমাদের মুখ্যমন্ত্রীও অনেক উঁচু দরের চিত্রশিল্পী কারন ওনার ছবিও কোটি টাকার বেশিতে বিক্রি হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী অবশ্য বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পিকাসোর পদতলে বসে চিত্র অঙ্কন শিখেছিলেন।
@trishnabera1470
@trishnabera1470 Жыл бұрын
😂
@rupakdutta7036
@rupakdutta7036 6 ай бұрын
দারুন!
@rupakdutta7036
@rupakdutta7036 6 ай бұрын
এবার ভাইপো ও আঁকবে।
@sibaramparia7056
@sibaramparia7056 6 ай бұрын
ওটা একটা ইতর শিল্পী
@prabirmitra2758
@prabirmitra2758 6 ай бұрын
আপনি মশাই কিছুই জানেন না... পিকাসো কার কাছে শিখেছিলো সেটা আগে জানুন... এই জায়গাটায় নীল দেবো না বেগুনি কে কাকে ফোন করে জিজ্ঞাসা করতো আগে জানুন... তারপর কমেন্টসে লিখবেন... যত্ত সব
@alamsk1775
@alamsk1775 Жыл бұрын
মকবুল ফিদা দেবী সরস্বতী নগ্ন ছবি আঁকতে যদি অপরাধ করে থাকেন তাহলে মা কালীর যারা নগ্ন ছবি আঁকছে তারা কি অপরাধী নয়?
@subirbarman1378
@subirbarman1378 Жыл бұрын
Korane to arts haram tabe jehadira tar gala kateni k no?
@adnanbabu2868
@adnanbabu2868 11 ай бұрын
​@@subirbarman1378মৃত্যুর পরবর্তী জীবনে ভালো কাজ করলে আল্লাহ পুরস্কৃত করবেন। আবার খারাপ কাজ করলে তার প্রাপ্য শাস্তি পাবে।
@rakhimukerji7937
@rakhimukerji7937 8 ай бұрын
Read about the image of Kali and also image of saraswati.
@babutara7374
@babutara7374 6 ай бұрын
Haf janta katha barta, kali murti nognoi thake, oi bhabei puja kora hoy, keno kora hoy tar jonno onek kali sadhanar boi porun aage, r Laksmi saraswati kokhonoi nogno puja kora hoy na.
@s.a.zamansheikh7386
@s.a.zamansheikh7386 Жыл бұрын
তার আঁকা ঘোড়ার ছবিগুলো দারুণ!!
@HumayunKabir-py3hf
@HumayunKabir-py3hf Жыл бұрын
osadharon uposthapon....salut sir.
@sanjaypal6499
@sanjaypal6499 Жыл бұрын
16:16 ওটা বোঝার জন্য পাণ্ডিত্য লাগে না, লাগে বাস্তব বুদ্ধি যা তার ছিল। অন্য কোনো ধর্মের কোন ছবি আঁকলে যা হতো ত সবাই জানে।
@mithusarker8313
@mithusarker8313 Жыл бұрын
আপনি ও মানুষ হন
@thegalposalpo
@thegalposalpo Жыл бұрын
😄
@mithusarker8313
@mithusarker8313 Жыл бұрын
@@thegalposalpo আপনি মুচকি হাসি দিয়ে এটাই বুঝাতে চাচ্ছেন যে,আমি ধর্মান্ধ,মূর্খ,তালেবানি আর আপনি জ্ঞানী ও প্রশস্তমনা😀😀।সৃষ্টিকর্তাকে অস্বীকার করে কেউ মানষিকভাবে সুস্থ থাকতে পারেনা,তার জন্য ঈশ্বরে বিশ্বাস আবশ্যিক। নাস্তিকতায় অনেক কাটিয়েছি,তাতে নিজের অস্তিত্বকে শুধু মলিন হতে দেখেছি।ইসলাম ধর্মের নেগেটিভ কথা বলবেন,কারণ তাতে আপনার চ্যানেলের আর ভিউয়ার পাবেননা।
@baijayantibiswas5459
@baijayantibiswas5459 Жыл бұрын
Makbul Fida Hussain was known as Chhobi Hussain.
@bandanaghosh4832
@bandanaghosh4832 7 ай бұрын
Aantarjatic khyati sampanna shipir jiban kahinee jante parlam kintu moner modhye anekgulo "keno" uki dichhe.Aapnar chesta prashagsaniya.
@sukumarmajumder9015
@sukumarmajumder9015 Жыл бұрын
উনি জানতেন হিন্দুদেবদেবীদের নিয়ে যা খুশি করে পার পাওয়া যায় কিন্তু মুসলিমদের নিয়ে নয় ,তাই তিনি করেন নি।ধন্যবাদ
@kashemmondal3306
@kashemmondal3306 Жыл бұрын
শিল্পী রা সবসময় জাতপাতের উর্ধে এমনকি তাদের কাছে ভৌগলিক সীমারেখা ও থাকে না। তাকে এদেশের আপামর জনসাধারণ সম্মান জানিয়ে ছে। তাছাড়া ইসলাম ধর্মে কোন ছবি বা প্রতিমূর্তি স্বিকৃত নয়। বর্তমানে কালীদেবী‌কে তো আমরা সবাই দেখছি।
@rakhimukerji7937
@rakhimukerji7937 8 ай бұрын
I AGREE.VERY SAD..Why he dishonour the Goddess of learning?
@drbiddut5277
@drbiddut5277 Жыл бұрын
TRUTH IS ALWAYS TRUTH. MAY BE BITTER OR SWEET IN TASTE .
@masudkounik3308
@masudkounik3308 4 ай бұрын
মীর তকি মীর কে নিয়ে একটি এপিসড চাই ।
@Santanubhattacharya57
@Santanubhattacharya57 Жыл бұрын
যে শিল্প সম্মান না করে অসম্মান করে তেমন শিল্পী আর শিল্প এর শিক্ষা তাদের কাজে লাগবে যারা দেশ এর খারাপ টাই দেখে - যে থালা তে খাবে তাতেই ফুটো করবে -
@enigmas5441
@enigmas5441 Жыл бұрын
Jamin Roy ke ki monee pore? Onake niee ki akta episode Banaben ?
@thegalposalpo
@thegalposalpo Жыл бұрын
অবশ্যই তৈরি করব।
@enigmas5441
@enigmas5441 Жыл бұрын
@@thegalposalpo Thanks 🙏
@sikdarmainuddin3035
@sikdarmainuddin3035 Жыл бұрын
M. F.Hussain came to Dhaka “Asia biannual Art Exibition in 1981. I saw him , then I was a student of fine art.
@dulalkumarpal9957
@dulalkumarpal9957 Жыл бұрын
HINDU DHARMER MAA SWARASATI BAIDIK DEBEE , HINDU DHARMA KE SOFT TARGET KARE , APAMAN KARA , ANYA DHARMA KE AI DHARANER APMAN KARLE PRATHAME PRITHIBI THEKE SARIYE DITO
@arunachatterjee2701
@arunachatterjee2701 3 ай бұрын
আমাদের দেব দেবীর উলঙ্গ ছবি আঁকা টাই ছিল তার শিল্প, মাধুরী দীক্ষিত কে নিয়ে কী করতো এই মকবুল, ফিদা ছিল নাকি। জঘন্যতম।
@verycutepuppy6600
@verycutepuppy6600 5 ай бұрын
ফরাসি কার্টুন পত্রিকা শার্লে হেবদোর নবী মহম্মদের কার্টুন গুলো নিয়ে এমন উদার এক আলোচনা সভা করুন।
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 15 МЛН
M F Hussain paints his famous horses - rare archival footage
4:33
WildFilmsIndia
Рет қаралды 81 М.