আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এ ব্যাপারে উদ্ভাবন করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত হবে। সূত্র: সহীহ আল-বুখারী 2697, সহীহ মুসলিম 1718 গ্রেড: আল-বুখারি ও মুসলিমের মতে মুত্তাফাকুন আলায়হি (সত্যতা একমত)
@QuantumMethod6 ай бұрын
ভিডিও দেখার জন্য ধন্যবাদ।
@smshaheenakther Жыл бұрын
স্যার, আসসালামু আলাইকুম, ভ্রম্মান্ড শব্দটা ইসলামি সংস্কৃতির জন্য ঠিক নয়। শব্দের উৎস দেখুন।