& Hats off to you for writing such a song. Salute. Gorkhas of 1962 in North Bengal, a Bengali Band in the early 80’s, cover by a group of talented young musicians frommBD in 2019- the subaltern survives. So does hope. 😊
@arghyakamalmondal44124 жыл бұрын
Eta shera rply ❤️
@UltoKocchop4 жыл бұрын
thanks a lot sir. love and respect from all of us. we are really grateful to hear from you...
@sagarsaha38154 жыл бұрын
Joy guru
@ujjayiniojha58184 жыл бұрын
এই গানটি ৮০ র দশকে আমাদের প্রেসিডেন্সি কলেজের প্রায় জাতীয় সঙ্গীত ছিল। আমরা এখনো নিজেদের reunion এ গাই। আমাদের nostalgia ভরা গান।
@gurudoyalshing34014 жыл бұрын
তোমাদের সন্ধ্যা শুধুই অনুভবে আসে বুঝি বিকেলের লাল ঘোড়াতে চড়ে এমন তাড়া কীসের একলা ক্যাম্পে কোথায় ফিরবে কোন দৃশ্যের অনুকূলে ভুলে গেছি কী রকম তোমাদের নগর জীবন এখানে রয়েছে শুধুই নীল নির্বাসন। "ডাক এসে যায়, রাইফেল তুলি ফ্রন্টে চলি, এগিয়ে চলি..." কোথায় কে যেন আসে, কে চলে যায় বিগত যুদ্ধের কত জন্মের দাগ মুছে যায় রাত দুপুরে ক্যাম্পে শুয়ে ঘুম আসে না চোখে নির্জনে- সুখের আড়াল। ভুলে গেছি কী রকম তোমাদের নগর জীবন এখানে রয়েছে শুধুই নীল নির্বাসন। ডাক এসে যায়, ফ্রন্টে চলি জীবন ভাঙি, জীবন গড়ি... ................................................ নীল নির্বাসন- ১৯৮৫ শ্রী হর্ষ কুমার দাশ গুপ্ত- ১৯৬২
@sombanerjee23035 жыл бұрын
খুব অপ্রচলিত এবং পুরোনো একটা গান , কলকাতার লোকজনই তখন ব্যান্ড বলতে নাক সিঁটকাতো, গান গুলোর ক্যাসেট বিক্রি হতো না , কলেজ স্ট্রিট এর ফুটপাথ থেকে 20 টাকা দিয়ে কিনেছিলাম এই অ্যালবাম তা , KZbin না থাকলে হয়তো বাংলাদেশের কেউ এই গানের হদিশ পেতো না. খুব ভালো লাগলো , অনেক পুরোনো স্মৃতি মনে পরে গেলো. ধন্যবাদ উল্টো কচ্ছপ !
@UltoKocchop4 жыл бұрын
Thank you
@partgee2 жыл бұрын
Both Mohiner Ghoraguli o' Nagor Philomel were ahead of their time. The Bangali audience wasn't prepared for their kind of music.
@antyneutrino93305 жыл бұрын
গানটি শ্রী হর্ষ কুমার দাশ গুপ্ত'র লেখা।১৯৬২ সালে 'সিনো-ইন্ডিয়া' যুদ্ধে উত্তরবঙ্গে বহু গোর্খা বাহিনী মারা যায়।তারই প্রেক্ষিতে গানটি তিনি লিখেছিলেন।'নগর ফিলোমেল' তার অনুমতিক্রমে ১৯৮৫ সালে গানটি প্রকাশিত করে।গানটির নাম নীল নির্বাসন।
@piasdas92604 жыл бұрын
@Anty Neutrino এইটা মূলত নকশাল আন্দোলন নিয়ে লেখা। লিরিকে অনেকটা ঈশারা আছে।
@UltoKocchop4 жыл бұрын
ধন্যবাদ!
@UltoKocchop4 жыл бұрын
@@piasdas9260 ধন্যবাদ!
@rg73124 жыл бұрын
@@UltoKocchop can you please share the lyrics and history of the song, who are the lyricist, music director
@AnikeshDasguptaguitar Жыл бұрын
গানটির নেশায় পড়ে গেছি। বিশেষত এই কন্ঠ ও অ্যারেঞ্জমেন্টের। নগর ফিলোমেল এর অনন্য সৃষ্টি আরো অনন্য রূপে উপস্থাপিত হয়েছে । কুদোস ❤❤❤
@ronkillings824421 күн бұрын
you deserve million love
@gowtamkshuvo38915 жыл бұрын
বাহ♥ ধন্যবাদ আপনাদেরকে। নগর ফিলোমেল ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হওয়া কলকাতায় ব্যান্ড,১৯৮৮ সালেই যারা থেমে যায়। এদের গান কেউ জানেনা। কাভার তো কেউ করেই না। আপনারা করলেন। ভালোবাসা আপনাদের♥ মূল ব্যান্ডঃ নগর ফিলোমেল এ্যলবামঃ আমরা গান গাই যে সুরে শিরোনামঃ নীল নির্বাসন প্রকাশকালঃ ১৯৮৫
@chakrapanibarman47284 жыл бұрын
Shuvho tor gaan ar proti bhalobhasha amar khub bhalo laage
@UltoKocchop4 жыл бұрын
ধন্যবাদ!
@GuitarBong3 жыл бұрын
Ei gaan tar Nagor philomel er original version kothay pabo
@ghashphoring9572 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ গানটার এ্যাতো সুন্দর একটি রুপ দেয়ার জন্যে।
@AsifShahriyarSushmit5 жыл бұрын
নগর ফিলোমেলের টানে এসেছিলাম, উলটো কচ্ছপ ভাল লেগে থেকে গেলাম। :D New fan
@UltoKocchop4 жыл бұрын
ধন্যবাদ!
@saikatmaiti82914 жыл бұрын
নকশালবাড়ি লাল সেলাম ✊🏼
@nooranik40765 жыл бұрын
This song, especially the tune, takes me to another world. I feel something moves inside me. This is splendid. May heaven and earth bless all the musicians.
@somrajdutta70584 жыл бұрын
আপনাদের অনেক অনেক ধন্যবাদ।❤️ এই সময় দাঁড়িয়ে যেখানে সিংহভাগ মানুষই এসব গানের মর্যাদা দিতে ভুলে যাচ্ছে, সেখানে আপনারা এই গানের কভার বানালেন। আপনাদের অনেক সফলতা কামনা করি।❤️❤️
@UltoKocchop4 жыл бұрын
ধন্যবাদ আপনাকে। আশা করি আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।
@anujitmaity07222 жыл бұрын
অনেক ধন্যবাদ। ভটভটি সিনেমার ট্রেলারে গানটি শোনার পর অনেক খোঁজাখুঁজি করি। গানটির ইতিহাস জেনে সমৃদ্ধ হলাম ♥️
@sharminnaharlucky33312 жыл бұрын
হারিয়ে গেলাম!..কোথা থেকে আসে এমন গান আমার কাছে?!!!