যে জাতি রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বাধীন করে , সেই জাতির কবির পক্ষেই লেখা সম্ভব এমন কবিতা লেখা । শহীদ কাদরীর অমর কাব্যের প্রথম কয়েকটি লাইন দিয়ে কবীর সুমন চমৎকার সুর ও সংগীতায়োজন করেছেন। বিশেষ করে বিউগল, ড্রামের ব্যাবহার মন ভরিয়ে দেয় ।
@jitangshunath87142 жыл бұрын
কিন্তু ভিডিওটা নিম্নমানের।
@anirbanbasu98683 жыл бұрын
ছোটবেলা থেকে এই গানটা শুনছি।জানতাম না,এটা শহীদ কাদরীর কবিতা।ধন্যবাদ
@debabratabhattacharyya1234 Жыл бұрын
বেশী বলে লাভ নেই। অসাধারণ।
@naturestouch1163 жыл бұрын
" তোমাকে অভিবাদন প্রিয়তমা " মুলত একটি বিখ্যাত রাজনৈতিক কবিতা! বাংলা সাহিত্যের সেই বিরলপ্রজ কবি হলেন শহীদ কাদরী। পঞ্চাশ-উত্তর বাংলাদেশের কবিতায় তিনি সৃষ্টি করেছেন জীবনবোধের বহুমাত্রিক উপলব্ধি। নাগরিক যন্ত্রণাকে বুকে নিয়ে হেঁটে বেড়িয়েছেন কবিতার মানচিত্রে। অল্প সংখ্যক কবিতা লিখে তিনি যে ইতিহাস তৈরি করেছেন তা সত্যিই বিরল প্রতিভার প্রমাণ রাখে। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা চারটি এবং এই গ্রন্থে সন্নিবেশিত কবিতার সংখ্যা ১২২টি। #উত্তরাধিকার (১ম কাব্যগ্রন্থ) যার বিখ্যাত কবিতা "বৃষ্টি বৃষ্টিতে " #তোমাকে অভিবাদন প্রিয়তমা, #কোথাও কোনো ক্রন্দন নেই এবং #আমার চুম্বনগুলো পৌঁছে দাও । ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কাব্যগ্রন্থ তার অমর সৃষ্টি। প্রেমিক-প্রেমিকার সংলাপে তিনি তার রাজনৈতিক চিন্তা-চেতনার এক সুদূরপ্রসারী দৃষ্টিকোণের আলোকপাত করেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী দেশকে তিনি তার চিরচেনা প্রিয়তমা ভেবে তার পাশে শক্তভাবে দাঁড়িয়েছেন। সব ভয়-ভীতিকে সে জয় করে একটি সাহসী দেশ গড়ে তোলার আকুল আহ্বান জানিয়েছেন। যেমন : ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চপাস্ট ক’রে চ’লে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো বন-বাদাড় ডিঙিয়ে কাঁটা-তার, ব্যারিকেড পার হ’য়ে, অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার্ড- কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই ক’রে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। দেশভাগের কাঁটাতার, ছিন্নমূল মানুষের ব্যথাকে বুকে নিয়ে এক ঝাঁক বায়ুভর্তি বেলুনের উড়ন্ত স্বপ্ন দেখিয়েছেন! গোলাপের লাল বসন্তের মতো সময়কে তিনি ফিরিয়ে আনবেন তার প্রিয় মাতৃভূমিতে। রূপকের উপমায় তিনি এক জটিল সমীকরণের ছায়াবৃত্ত রচনা করেছেন। হতাশা, বিদ্বেষ, দুঃখ-যন্ত্রণাকে অতিক্রম করে সে কবিতার মতো সুন্দর দেশ উপহার দেয়ার অঙ্গীকার জানিয়েছেন। ভয় নেই, ভয় নেই ভয় নেই… আমি এমন ব্যবস্থা করবো একজন কবি কমান্ড-করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সমরমন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক, প্রিয়তমা! সংঘর্ষের সব সম্ভাবনা, ঠিক জেনো, শেষ হ’য়ে যাবে- আমি এমন ব্যবস্থা করবো, একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হ’য়ে যাবেন সীমান্তের ট্রেঞ্চগুলোয় পাহারা দেবে সারাটা বৎসর লাল নীল সোনালি মাছ- ভালোবাসার চোরাচালান ছাড়া সবকিছু নিষিদ্ধ হ’য়ে যাবে, প্রিয়তমা। ---- তিনি ভালোবাসার জয় দেখতে চেয়েছেন। ভালোবাসা দিয়ে পৃথিবীর সমস্ত অন্ধকার মুছে দিতে চান। একজন শিল্পীকে তিনি বানিয়েছেন বিরোধী দলের নেতা। গানের সুরের ভেতর দিয়ে তিনি সব রাজনৈতিক বিদ্বেষকে ধ্বংস করতে চান। মাতৃভূমির প্রতি তার এই অকৃত্রিম প্রেম-ভালোবাসা তাঁর কবিতায় এনেছেন ভিন্ন স্বাদ, রঙ ও গন্ধ। ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন আমি এমন ব্যবস্থা করবো গণরোষের বদলে গণচুম্বনের ভয়ে হন্তারকের হাত থেকে প’ড়ে যাবে ছুরি, প্রিয়তমা। কবির যে দেশ ও দেশের মানুষের প্রতি সচেতনাবোধ ও তার উপলব্ধি থাকা প্রয়োজন, তার প্রমাণ দিয়েছেন কবি শহীদ কাদেরী। মুদ্রাস্ফীতির মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যাকে তিনি তুলে ধরেছেন তার কাব্যিক রূপকতায়। শিল্পোত্তীর্ণ কবিতার প্রয়োজন কতটা তার ব্যাখ্যা তিনি দিয়েছেন অত্যন্ত সচেতনভাবে। হত্যাকারী গণচুম্বণের ভয়ে ফেলে দিচ্ছে তার হাতের ছুরি। এমন সম্ভাবনাময় সুন্দর দেশের কল্পনা একমাত্র কবিই ভাবতে পারে, তা আরেকবার প্রমাণিত হলো। আমি এমন ব্যবস্থা করবো নৌ, বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে-ঘিরে নিশিদিন অভিবাদন করবে, প্রিয়তমা। (তোমাকে অভিবাদন প্রিয়তমা)
@shdhaque55942 жыл бұрын
thank you, brother!!!
@HasanMdBenaulIslam2 жыл бұрын
সুমনকে কেন এখানে গীতিকার হিসেবে দেখানো হলো বুঝলাম না।
@pradiptabhattacharjee6383 Жыл бұрын
আপনাকেও অভিবাদন স্যার
@soumeshch Жыл бұрын
সুমনের বহু live programme য়ে এই গান উনি গেয়েছেন , সবসময়ই শহীদের ঋণ স্বীকার করেছেন। আরো একটি গান ছিল শহীদের ' রাষ্ট্র মানেই লেফট রাইট লেফট ' কবিতা অবলম্বনে
@mehadihasan97222 ай бұрын
অসাধারণ গান ও কথামালা, আমার প্রিয়তমার জন্য এটাই আমার উপহার
@AhanKarmakar7 жыл бұрын
গানটি ঐতিহাসিক। তবে এরকম একটি নিম্নমানের ভিডিও করে শুধু গানটি নয়, শিল্পীকে অপমান করা হলো। এইচ.এম.ভি কে ধিক্কার।
@ঋফন7 жыл бұрын
Manab Mitra ekdom thik bolechen
@anirban03037 жыл бұрын
ekmot
@vikramadityachakraborty30974 жыл бұрын
মানব মিত্র তো স্যরেরই ছদ্মনাম।
@tareqshahriar71424 жыл бұрын
এটা মুলত একটা কবিতা,বাংলা সাহিত্যের বিখ্যাত কবি শহীদ কাদরীর "তোমাকে অভিবাদন প্রিয়তমা" শিরোনামে। কবিতাটি শহীদ কাদরী লিখেছেন তার স্বদেশ বাংলাদেশ কে নিয়ে।এরকম একটি সৃষ্টির এরকম নিম্নমানের ভিডিও দুঃখজনক
@just.a.musafir4 жыл бұрын
ওদের ভিডিয়োগ্রাফি একদম জঘন্য! বালমার্কা!
@eforentertainment1420 Жыл бұрын
কবি শহীদ কাদরীর 'তোমাকে অভিবাদন প্রিয়তমা' (১৯৭৪) কবিতা
@sheronahmed26074 жыл бұрын
এটা বাংলাদেশের প্রয়াত কবি শহীদ কাদরীর বিখ্যাত কবিতা।যেকোনো তথ্যের বিষয়ে আরো সতর্ক হওয়া উচিত ছিল সারেগামার
Suman's "Priyatama tomake abhibadan" song is a vibration of passion of 15th August in India.Outstanding and unique Kabir Suman has made an epoh-making serendepity in Bengali modern sings ever sung up earlier....his musical acumen has reached to a height beyond the mark.He has mixed up spiritual reverie with the dreams and reality of roiling million,an incomparable work so far. His songs need to be translated with same composirion with other languages,too.His "Tomake abhbadan" reminds us vibrant independennce day and our Netaji as if goes ahead to the countrymen while singing this song that reverbarates the space of air and sky.....appealing freedom is echoed with this song that says the word of amity only immersing the enmity around us.....Suman is the singer of singers!
@ShoyebMahmud234 жыл бұрын
আমি কি জানেন এই গান কবি শহীদ কাদরীর এক জনপ্রিয় কবিতা - আর আপনি কি বলছেন এসব আজব বলিহারি আপনার জ্ঞান
@Sonabeej4 жыл бұрын
This is a song based on a poem written by a Bangladeshi poet Shahid Kadri. The poem was slightly modified to the lyric form by Kabir Suman taking express permission from the Poet.
@munmunragrup43843 жыл бұрын
ভিডিও টি সত্যি ই নিম্ন মানের। আমি সহমত।
@liponpro33313 жыл бұрын
Everlasting lyrics, melody and voice as well. love it
@SayyidChowdhury7 жыл бұрын
Suman is not the lyricist of this number. Suman used part of a poem of Late poet Shahid Qadri from Bangladesh to compose this. Incidentally, they were friends. Suman and Shahid's ex-wife Nazmunnessa Piary were colleagues at German Radio's Bengali program.
@shahinmolla6490 Жыл бұрын
শহীদ কাদরীর অসাধারণ কবিতা।
@englishtoday7933 жыл бұрын
অতি নিম্নমানের ভিডিও ।চোখে দেখা যাই না ।
@bhaabheranneshon852 Жыл бұрын
দারুন লাগলো গানটা ❤❤🙏🌹🌹
@sarwarhusain59447 жыл бұрын
এই ভিডিও মহান এই শিল্পী ও কবি শহীদ কাদরীর জন্য অপমানকর। এই গানের সুর ও রচনা বাংলা সাহিত্য ও গানের এক অনবদ্য সংস্করণ। আর এই ভিডিও ততটাই নিন্ম মানের। সারেগামা এটা কেমন করে করতে পারলো!!!!!
@jaydipbasu7612 Жыл бұрын
এটি একটি যুদ্ধবিরোধী গান
@samparoy4750 Жыл бұрын
এত সুন্দর গানের সঙ্গে এমন ভিডিও একদম যায়না।
@mrstudio_1 Жыл бұрын
প্রিয়তমা
@kamrulbahar25457 жыл бұрын
এটা শহীদ কাদরীর কবিতা
@arghyasarkardip97344 жыл бұрын
Valo gaan👌👍❤
@sahebmitra42807 жыл бұрын
asadharon...composition
@hellobye50976 ай бұрын
Manush er abar eitake darun gaan mone hochhe
@nuruddinpatwary1561 Жыл бұрын
এখানকার এডমিন কি ফুলটাইম টিকটকার আর পার্টটাইম ইউটিউবার? এই গানে এসব কি ধরনের ছবি দিয়ে রেখেছেন?
@moinkhan37312 жыл бұрын
শহীদ কাদরি ❤️
@companysecretariat18336 жыл бұрын
শহীদ কাদরি'র কবিতা থেকে গান করা হয়েছে ভাল কথা কিন্তু লেখক হিসেবে কবির সুমনের নাম কেন ? হতাশাজনক...
@Whack-j2y3 жыл бұрын
এই গান একবারই হয় ।।।আর যারা গালাগাল দিতে চায় এনাকে তারা আরো কয়েক হাজার বার শুনুক এই গান
@rifonsircar45687 жыл бұрын
গানের ভিডিও টি বানতে গিয়ে রীতি মতো সারেগামা ছেলে খেলা করেছেন গায়েকির সাথে ....এতে শিল্পীর মান ক্ষুণ্ন হচ্ছে ...ধিক্কার সারেগামা ...ছি ছি ছি
@jabirabdullah12602 жыл бұрын
♥️
@বইপাঠ-চ১থ4 жыл бұрын
সুন্দর। সুন্দর।
@TusharMuzahid5 ай бұрын
প্রিয়তমাটা কে ছিল? "শেখ হাসিনা"
@babaipradhan88776 жыл бұрын
গানের সাথে ভিডিও গুলো ভালো হলে আরও ভালো লাগতো।।
@hometutorkolkata4166 Жыл бұрын
সুমন চাটুর্য্যে, তোমাকে অভিবাদন I
@sadikunnahar39495 жыл бұрын
শহীদ কাদরীর নাম কোথায় নেই😪😪😪।
@enamulreza6 жыл бұрын
This song is actually a poem written by Bangladeshi poet Shahid Kadri. Don't provide the wrong information to the readers. Edit the info.
@najibulsajibe12874 жыл бұрын
হে আল্লাহ
@abhijitchatterjee34747 жыл бұрын
1st cmnt 1st like
@nipamukhopadhyay74926 жыл бұрын
Aamon ashadharon gaaner shonge,erokom boka boka video tir ki khub proyojon chhilo?Ki jani
@dewantahmid954 жыл бұрын
শহীদ কাদরীর কবিতা থেকে সুমনের এই অনবদ্য গান। কিন্তু এই ভিডিও নিম্নরুচির, ডেস্ক্রিপশনও ভুল। ধিক্কার এই চ্যানেলকে।
@ShoyebMahmud234 жыл бұрын
সারেগামা কর্তৃপক্ষ কি একটু পড়াশোনা করে নেবে আগে, নাকি এমনই করে যাবে।
@rajibroy34522 жыл бұрын
Saregamapa borabor erokom
@manjurul0682 Жыл бұрын
I am just surprised. Is there no credit for the lyricist Shahid Kadri?
@falgunishamol58642 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@samirchakraborty284 жыл бұрын
To be read ....." dreams and reality of toiling" millons.....
@binaranidas46224 жыл бұрын
লিরিকিস্ট তো শহীদ কাদরী।
@ruhulamin20054 жыл бұрын
কবির সুমন পা - ল আমিও তাই
@suptimallick3403 Жыл бұрын
Ashadhaon
@riponroy5596 Жыл бұрын
শহীদ কাদরীর কবিতা কে কবির সুমনের লিরিক্স বলে চালিয়ে দেয়া অন্যায়!😢 আর ভিডিও এর ছবিগুলো গানের কথা ও মানের সাথে যায় না!
@ruhetamanna23932 жыл бұрын
এটা বাংলাদেশের প্রখ্যাত কবি শহীদ কাদরী'র লেখা 'তোমাকে অভিবাদন প্রিয়তমা' কবিতাকে আশ্রয় করে সৃষ্টি একটি গান..... ভিডিওতে কোথাও এটার উল্লেখ থাকা অবশ্যই প্রয়োজন ছিল..... সারেগামা কেন বিষয়টা এড়িয়ে গেল? এটা সম্পূর্ণ অনুচিত
@mrdlhasan4 жыл бұрын
যে কবিতা টি লিখেছে... শহীদ কাদরীর নামটি পর্যন্ত উল্লেখ করেনি, অকৃজ্ঞ
@aritrogold845 жыл бұрын
Sa Re Ga Ma ektu pora sona korun. Murkher moto mitthye kotha likhte paren ki kore? ekta nimno maner video, bhul information. eta Shahid Kadrir lekha ekti kobita. nijer bhul sudhre nin r murkhami na kore.
@aiswaryashibu51687 жыл бұрын
Rubbing video. Blasphemous. It’s not a romantic song first of all. Learn Bangla. Oh, and the lyricist is not Sumon. It’s taken from a poem by Late Poet Shahid Qadri of Bangladesh.