Рет қаралды 52,894
আজ দুপুরে রান্না হল নদীর বাঘাইড় মাছ, বিলের ছোট মাছ আর কলার চিপস | Rural Village Life
তোয়া অনেক সকালে মাদ্রাসায় পড়তে যায়। শীতের সকালে তোয়াকে মাদ্রাসায় পৌছে দিয়ে আসলাম। আজ দুপুরের জন্য রান্না করতে বললাম নদীর বড় বাঘাইড় মাছ। দুপুরের জন্য আজ রান্না হচ্ছে বাঘাইড় মাছ, বিলের ছোট মাছ সঙ্গে জমি থেকে কেটে আনা কলার চিপস।