এই সুরের বাস্তবতা বোঝার জন্য বার বার বাঙালি হয়ে জন্মাতে রাজি আছি ❤️🌺
@sheikhsajibadit45473 жыл бұрын
এই ধরণের ভালো কাজের দর্শকসংখ্যা দেখে বুঝতে পারি এই সময়ে দাঁড়িয়ে কি নিন্মমানের রুচি তৈরি করেছি আমরা। অসাধারণ বাজিয়েছেন!! আপনার সঙ্গীত সাধনা শুদ্ধতমরুপে বিকশিত হোক।
@shashwatimandal80003 жыл бұрын
একদমই ঠিক বলেছেন।
@abhishekmookherjee37042 жыл бұрын
thik bolechhen
@arijithazra7998 Жыл бұрын
You are a genius
@haroprasadp11 ай бұрын
আমরা চাকরির প্রস্তুতি নিতে নিতে Indian Classical সম্বন্ধে অনেক জানতে পেরেছি। তাই এখন মনে হয় রুচি মানুষের কোথায় গিয়ে দাঁড়িয়েছে
@DweepBiswas4569 ай бұрын
🙏🙏🙏
@nilanjana032 жыл бұрын
ভাগ্যিস ঈশ্বর আমাকে বধির বানাননি।নইলে এই সুর অজানাই রয়ে যেত!তাই ঈশ্বরের প্রতি শত শত কৃতজ্ঞতা ❤️
@ankita_14053 жыл бұрын
বাইরে ঝোড়ো হাওয়া.... অন্ধকার ঘর.. জানলার ধার... আর headphone এ আপনার এই অসাধারণ পরিবেশন..... শান্তি খুঁজতে যথেষ্ট
@miltonbiswas92924 жыл бұрын
ভাইরে এত প্রেম কেমনে ধারন করেন !!! আপনার স্ট্রক শুনলেই চোখে জল আসে আমার। শুধু সা বাজালেও একই প্রেম।
@rakeshsushil42963 жыл бұрын
😍
@subhasreemitra23873 жыл бұрын
Thik bolechhen
@souvikbandopadhayay32263 жыл бұрын
প্রচুর ঘাম আর রক্ত দিয়ে এটা পাওয়া যায়। দেখুন ওনার আঙ্গুল গুলো। প্রেম ওটাই। প্রতি রোমকূপ জুড়ে শিহরণ।
@kunaldebnath77903 жыл бұрын
একদম চোখ যে না চাইতেই ভিজে যাই
@clashtitan-xm7xk8 ай бұрын
@@souvikbandopadhayay3226roktor kotha bolte prbo na but Ora definitely gham Naa..oite holo oil...Ami nije sarod sikchi 13 years dhore...false nail ar oil thakle bajate subhidhe hoy
@debaratipahari18173 жыл бұрын
রবীন্দ্রনাথের এক অনবদ্য সৃষ্টি, যত শুনি মনে হয় শুনতেই থাকি। চোখে জল এসে যায়।
@official_anik103 жыл бұрын
বর্তমান যুগে গ্রামে শহরে প্রচলিত ওই বড়ো বড়ো বক্স জোরালো নিম্নমানের এর গান গুলো শুনে বাংলা বা যেকোনো গান কে ঘৃনা করতে শুরু করেছিল! এই পুরনো সঙ্গীত গুলো শুনে নতুন করে ভালোবাসার ইচ্ছা করছে
@arindambhat19803 жыл бұрын
এই গান , এই সুর পুরোনো? এমন শাশ্বত , চিরকালীন গান আর কোথাও আছে। পৃথ্বীদেব বাবু - ধন্যবাদ আপনাকে!
ঈশ্বর হয়তো সরোদ বাজাতে চেয়েছিলেন, তাই পৃথ্বিদেব দার জন্ম হয়েছে। অমৃত ঢেলে দিচ্ছে যেনো কেউ আমার কানে.... এই mortal ইশ্বর কে আমার প্রণাম জানাই ❤
@ashrafulkabiradil74053 жыл бұрын
বাংলাদেশ থেকে দেখছি, অসাধারণ লাগে আপনার বাজানো, একদম বুকের মাঝে গিয়ে লাগে।
@asmaislamripa45333 жыл бұрын
হৃদয়ে হাহাকার সৃষ্টি করে।অকারণে কান্না আসে।
@ananyabhattacharyya14253 жыл бұрын
কিছু মানুষ আছে পৃথিবীতে,যাদের এই গান কে বুকে ধারণ করতে হয়।সেই আত্মার আত্মীয় কে ছেড়ে থাকার একমাত্র সঙ্গী এই গান।
@sarthakroy930524 күн бұрын
Thik bolechen... Amio tader ekjon...
@sourishpramanik1574 Жыл бұрын
একটা অন্যরকম শান্তি☺☺❤❤❤❤ 3:06
@tasmiraislamarny96813 жыл бұрын
অশান্ত মনকে শান্ত করার জন্য আপনার এই প্রতিভা যথেষ্ট। ভালোবাসা আপনার জন্য। শুভকামনা। যত্নে থাকুন।
@chaitidutta2975Ай бұрын
খুব ভালো লেগেছে , অপূর্ব রবীন্দ্র সঙ্গীত 👍👌
@sristimitra3 жыл бұрын
মনে হলো এই সুরে হারানো প্রেম খুজে পেলাম। চোখের জল ধরে রাখতে পারলাম না। প্রতিরাতের সঙ্গী হয়ে গেলো ❤️ ধন্যবাদ
@SubhadipK26 күн бұрын
খুব ভালো ও মন ছুঁয়ে যাওয়া এক একটা ধাপ প্রত্যেকটা বিট পরিষ্কার ও তীক্ষ্ম ❤😊
@OurMemoryCard2 жыл бұрын
Oshadharon sobdo tao kom.... Jotobar suni mon chuye jay!! ❤️ From - Our Memory Card 😊
@toitoi18704 ай бұрын
হৃদয় যখন প্রেমে নিমগ্ন থাকে, কেবল তখনি এই সুরের সৃষ্টি হয়।
@alekhyabanerjee30103 жыл бұрын
সুরেই একমাত্র সেই যাদু আছে যা বাস্তবের সব টানাপোড়েন থেকে আমাদের খুব সহজেই অন্য এক সুন্দর জগতে পৌছে দিতে পারে। আর মনের অভিব্যক্তিকে রবীন্দ্রসঙ্গীতের মতো আর কেউ ব্যাখ্যা করতে পারে না। অসাধারণ লাগলো।
@sonalikarmakar63403 жыл бұрын
দিনের শেষে , একটুকু শান্তির ছোঁয়া ... মন ছুঁয়ে যায় এই সুর...
@jahangiralam-pr9pp3 жыл бұрын
অসাধারণ প্রতিভা। ভালবাসা রইল বাংলাদেশ থেকে। ❤️❤️❤️🇧🇩🇧🇩
@surajitbanerjee34793 жыл бұрын
আপনি বাজালে রবীন্দ্রনাথকে নিজের মতো খুঁজে পাই। আপনার মন, হাত সমান্তরাল ভাবে চলে। আপনি বিধাতার এক অন্যতম সৃষ্টি । বড্ড ভালো লাগে আপনার কাজ।।
@sudiptohbk3 жыл бұрын
বিশ্ব কবির রচনায় অসাধারণ সব সুর লুকিয়ে আছে যা আজ ও বিশ্বকে অবাক করে। এই সুরের সূত্রকে ভেঙে পরে আমেরিকার কিছু মানুষ পেনটাটনিক স্কেল তৈরি করে।
@abulhashemkhan13233 жыл бұрын
হৃদয়ে কেমন শীতল বাতাস বয়ে গেল। বেঁচে থাকলে একদিন অবশ্যই সরোদ বাজানো শিখবো।।। বাংলাদেশ থেকে ভালোবাসা নিবেন ভাই।❤️❤️❤️
@somnathghosal75993 жыл бұрын
পরম করুণাময়ী মা সারদার অপার কৃপালাভে অনুক্ষণ ধন্য হ'ন। আপনার জন্য রইলো এক আকাশ শুভেচ্ছা।
@drsabyasachimukherjee69533 жыл бұрын
Haven't heard anything this much soothing.. Salute Sir!
@florade8092 жыл бұрын
Ek kothai apni bhogoban !! Nahole eto sundor ki kore keu bajate pare 🙏
@LabaniRoy-k1p4 ай бұрын
হৃদয় স্পর্শী, অনবদ্য ❤❤❤
@souvanikdasvlog78942 жыл бұрын
Khub khub sundor..hridoy chuye galo❤️
@sompritirgan25223 жыл бұрын
বাহ্ কিছু বলার ভাষা নেই। আমি নির্বাক।
@anweshadas37433 жыл бұрын
"tumi robe nirobe" What a magic ! Mesmerized
@RINKEEPATRA3 жыл бұрын
খুব সুন্দর ❤️❤️ মনে হয় এইখানে শান্তি পেলাম 🙏🏻❤️❤️
@nayonviewpoint3 жыл бұрын
আহা কি সুন্দর মন ভাল করে দেয়ার মত করে সুর। আপনার জন্য অনেক শুভকামনা।
@mandipghosh8761 Жыл бұрын
আহা,, কোথায় যেন হারিয়ে গেলাম,, কিয়া বাত কিয়া বাত
@tinkubanerjee53483 жыл бұрын
ভাষায় প্রকাশ করা যাবে না😌 মন প্রাণ শান্ত হয়ে গেল
@riyadas46443 жыл бұрын
রঙিন বসন্তের এক ঝাঁক পলাশের মতো সুন্দর 🍂🍂🍂🍂,,,
@priyabitan26713 жыл бұрын
Eto sundor........just Peace Peace Peace🙏😊
@jummanulislam62713 жыл бұрын
কলিজাটা ঠান্ডা হোয়ে গেলো....লাভ ফ্রম বিডি ❤️
@ridersgora879 ай бұрын
অপূর্ব, আমি রাতে প্রায় শুনি, অন্ধকার ঘরে ভরাক্রান্ত হয়ে যায় মন টা। এত সুন্দর হৃদয় ছুঁয়ে যাওয়া
@kaustavghosh46514 жыл бұрын
অসাধারন! অনেক কিছু পেলাম..... কবি তোমায় ও! তুমি রবে নীরবে 🙏
@tanjinaafrozekeya84712 жыл бұрын
শরীরের লোম দাড়িয়ে যায় একমনে এটা শোনার সময়ে। কি অপূর্ব মোহনীয় সুরের মূর্ছনা...
@jayadas46784 ай бұрын
সন্ধ্যা বেলায় ফাঁকা চাঁদের আলোয় ঝলমল ছাদে ফুলের গাছের মাঝে বসে একা একা শুনছিলাম। মনে হলো যেন সে আমার পাশে বসে আছে 😌💗 এক লহমায় মন টা ভালো হয়ে গেলো 🌼 সে যেখানেই থাকুক ভালো থাকুক 😌🌼
@alokedas12543 жыл бұрын
চোখ বন্ধ করে অনুভব করলাম মুগ্ধতা মাখলাম মনে🌼🌼🌼🌼
@rajkumarmajumdar36353 жыл бұрын
আপনার বাজনা চোখে জল এনে দিয়েছে।সার্থক আপনার শিক্ষা,যত্ন আর অধ্যবসায়।
@arbappy8233 жыл бұрын
প্রশান্তির কিছু মহুর্ত কাটালাম। অসাধারণ ছিলো প্রিয়।
@MonidipaDey-sx7oj Жыл бұрын
একটিবার শুনুন 😊 অস্থির মিন স্থির হতে বাধ্য ❤❤
@ambikahazra92243 жыл бұрын
আমি প্রশংসা করার জন্য ভাষা খুঁজে পাই না😌😌
@Mehedi-Hasansk52 жыл бұрын
প্রত্যেকের জীবনে বোধ হয় নিরবে কেউনা কেউ থেকে যায়।আর তারাই এই জীবন্ত সুরের মহত্ব উপলব্ধি করে।এপার বাংলা থেকে ভালবাসা রইল।
@neelanjanahalder90323 жыл бұрын
আহা, কি অসাধারণ,। ইচ্ছে হয় আপনার সবগুলো ভিডিও আমি দেখি! কি প্রেম, কি অনুভূতি! আহা, আহা!! তুমি রবে নীরবে....
মনের জানালা গুলো খুলে গেলো। চোখ ঝাপসা হয়ে যায় পুরনো জলছবির প্রতিবিম্বের উপস্থিতিতে।
@বাংলারসুর-ঢ৭ধ3 жыл бұрын
বাহ বাহ বাহ। বলার ভাষা নাই দাদা।
@shibajibiswas545 Жыл бұрын
আমি সত্যিই অসম্ভব নিরব হয়ে গেছি এ সুরের মূর্ছনায়।কথা আর যন্ত্র মিলে যে সুর তৈরি হয়েছে তাতে নিরব হতেই হয় বৈকি। বেঁচে থাক এ নিরবতা অনন্তকাল ধরে। 4:10
@anshumansingh48423 жыл бұрын
I cant understand the bengali title but I can feel the music..from the very depth of my soul. 🧡
@deep403 жыл бұрын
it means "You will stay silently in my heart "...
@abritasvlogs21193 жыл бұрын
bengali language bohot swt hain😌😌😌
@abritasvlogs21193 жыл бұрын
bohot achha hai ❤️
@arindamganguly78153 жыл бұрын
This is the magic of music,It can touch you, doesn't matter you understand it or not..
@warriorgaming70153 жыл бұрын
Love from kolkata
@pradiptomahapatra99133 жыл бұрын
Mon ta bhalo hoye gelo! Oshadharon
@arnabcul8 ай бұрын
Certain things directly translates to heart … what a music …❤
@avijitchowdhury85173 жыл бұрын
আমি কাপুরুষ ধর্মের বিরুদ্ধে যেতে পারি নাই নীরবে ই তারে ধারণ আমার 💙
@moutusigupta41252 жыл бұрын
এই স্বগীয় সুর চোখে জল আনতে বাধ্য 💕
@chaitalimukherjee68773 жыл бұрын
Osadharon Tumi, onek valobasha
@debasishsaha27482 жыл бұрын
Anoboddo.asadhron.congratulations Sorod player.
@titastitli3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️ এতো সুন্দর , ভাষা হারিয়ে ফেলেছি ।
@barshamahatha94852 жыл бұрын
যতবার শুনি না কেন নতুন লাগে ❤
@siddharthagosh90513 жыл бұрын
Mon bhore geche🙏🙏
@nazuafsari38793 жыл бұрын
স্নিগ্ধ মুগ্ধতা 💞
@rakhiroychowdhuri52873 жыл бұрын
অসাধারণ ও বোধ হয় সঙ্গা হারিয়ে ফেলবে এমন মধুর বেদনাদায়ক শ্রুতির সামনে, তবে একটা কথা অবশ্যই বলবো এটা শুনে মনে হয় এটা যেন আমরণ শুনতে পারি কখনো রুদ্ধ না হয় এই ধনীর অমরত্ব জীবন থাকুক বা না থাকুক আপনার প্রতিভা যেন উদ্ভাসিত করে রাখে যুগযুগান্ত ধরে ধরণীর সকলের অন্তরকে!💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
@kaushiksaha84163 жыл бұрын
সংজ্ঞা
@promizannat96113 жыл бұрын
এতটা স্নিগ্ধ, এতটা শান্তি লাগলো কি বলবো দাদা।🤎
@indiraroysarma15903 жыл бұрын
আহা..নীরবে শুধু শুনে চলেছি !👍👌👌👌
@shaswatimaity33564 жыл бұрын
আহা মন টা জড়িয়ে গেলো 😇😍
@pallabibhattacharjee11603 жыл бұрын
কেউ ভালোবাসতে ভুলে গেলে এত সুন্দর সুর শুনে আবার ভালোবাসা জেগে উঠবে অন্তর থেকে অনেক ভালো থাকবেন এই প্রথম আপনার সুর শুনলাম খুব ভালো লাগলো❤️❤️
@jonaidhossen8102 жыл бұрын
এই সুর স্বর্গে ভেসে যায়।আহা কি দারুণ!
@sreyadas92723 жыл бұрын
এত স্নিগ্ধতা.....😌
@pratikhalderandindianrhaps90923 жыл бұрын
dill jeet liya apne . big fan from . west bengal jiaganj murshidabad.
@মানুষ-জ৮হ3 жыл бұрын
সত্যি.... তুমিও রবে নিরবে হৃদয়ে মম্….❤️❤️
@sujatadasgupta7883 Жыл бұрын
বুক ভরে গেল! 😢
@educatedaliens19043 жыл бұрын
আমিও জানি সে আর আমার হবে না, তবু আমার মনের কোনো এক গভীর কোণে তার জন্য চিরকাল জায়গা থেকে যাবে।খুব ভালোবাসার মানুষগুলো হয়ত হারিয়ে যাওয়ার জন্যই জীবনে আসে।আমাদের শুধু সেটা বুঝতে একটা জন্ম লেগে যায় আর রবীন্দ্রনাথ ঠাকুর সেই হারিয়ে যাওয়া মানুষগুলোকে গুছিয়ে রাখেন তার সৃষ্টির পরতে পরতে। আর এই একবিংশ শতাব্দীতে এসেও কিছু মানুষ তাদের ট্যালেন্ট দিয়ে সৃষ্টির যথার্থ মূল্যায়ন করে মনে করিয়ে দেয় সেই হারিয়ে ফেলা ভালোবাসার মানুষের কথা।
@asrafulislam49293 жыл бұрын
তুমি রবে নিরবে 🌼
@imperfectthings20163 жыл бұрын
My God! Went through a sublime journey of 4 min 10 sec ❤️
@TanmoySinha3 жыл бұрын
কোনো বিশেষণ যথেষ্ট নয়। অসাধারণ। হৃদয় ও আত্মা স্পর্শ করে যায় ।
@abhishekbosuanup18073 жыл бұрын
এত্তো মায়া কিভাবে 🙂❤️
@bipashadey18962 жыл бұрын
Khub khub sundor laglo
@moumitasamanta56973 жыл бұрын
Ovutopurbo Sundor ❤
@leenadastidar973 жыл бұрын
"তুমি রবে নীরবে...হৃদয়ে মম.." শুনলেই শুধু ঠাকুমার মুখটা চোখে ভাসে। নাতজামাইকে নিয়ে গল্প করার আগেই ফাঁকি দিয়ে চলে গেল।
অনবদ্য আপনার বাজানো, আরও অনেক পথ এইভাবেই চলুন গুরুদেব কে সঙ্গে নিয়ে,, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা নিরন্তর।
@PRIYANKADAS-iy4my3 жыл бұрын
Mon ta bhore galo
@ashrafmasum69173 жыл бұрын
বাহ বাহ বাহ,অসাধারণ। রবীঠাকুরের সাহিত্যের মতোই যেন আপনার বাজানোটা
@nilufarpanna11103 жыл бұрын
অভিনন্দন আর অভিনন্দন।
@deepshikhabanerjee41233 жыл бұрын
রবি ঠাকুরের সুর আপনার হাতের মূর্চ্ছনায় যে মায়াজাল বিস্তার করেছে ...তার অনুভূতি প্রকাশ করার ভাষা নেই..শুভ কামনা জানাই অনেক অনেক দূর বিস্তৃত হোক এই সুর তরঙ্গ 🙏🏻👌🏻👌🏻💙💙
@PulinBorua-s2l2 жыл бұрын
আহ কি মধুর...যার মাঝে লুকায় অজস্র বেদনা 🥰
@Glotubex4 жыл бұрын
Speachless ♥️♥️♥️ শুধু অবাক হোয়ে শুনছি।
@somnathbiswas38573 жыл бұрын
Mon chuye galo.khub bhalo laglo. Keep it up friend!