মাশা-আল্লাহ Z ফিরে আইছে। যে বাচ্চাটা ইনফরমেশন করছে তার অনেক অনেক ধ্যানবাদ। 🥰🥰🥰🥰🥰
@SHADIN2.0-i7k2 жыл бұрын
আপনার বাসা কোথায় ভাই?
@mddelower85352 жыл бұрын
অরনফ ভাই বালি হাঁস গুলো আবদ্ধ করে ফেলেন সখের হাঁস চলে গেলে কষ্ট পাবেন একটা বড় খাঁচা বানিয়ে আটকে রাখেন আমারও হাঁস আছে 💕💕💕
@chisty22292 жыл бұрын
ঠিক
@akterhossain74852 жыл бұрын
Right?!
@neverbored85892 жыл бұрын
আপনার কি মাথায় সমস্যা আছে? আবদ্ধ করে ফেলেন মানে কি? এরা কি গৃহপালিত পাখি? আপনি তো মানুষ নামেরই কলঙ্ক। আজকে বালিহাঁস আটকাইছেন নিজের স্বার্থের জন্য। কাল বাবা-মা'কে ঘর থেকে বের করে দিবেন, পরশু বউ পেটাবেন ইত্যাদি ইত্যাদি৷
@musfik9192 жыл бұрын
না
@mddelower85352 жыл бұрын
@@musfik919 ভাই যে ছোট থেকে বড় করে সে বুজে কতটা কষ্ট হয় চলে গেলে
@mhtanim69692 жыл бұрын
ভাই কচুরিপানা পানিতে ছেরে রাখলে বৃদ্ধি পায়
@mdzinnatali39782 жыл бұрын
অনেক খুশি হলাম। যে আপনার বালি হাঁসটা পেয়েছেন।
@khusnurmarjan2 жыл бұрын
আমি কয়েক দিন আগে বলছিলাম "মানুষ ওদের ধরে নির্দয় ভাবে খেয়ে ফেলবে " আমার কথা টা সত্যি হয়ে যাচ্ছিল। আল্লাহ্ এর অশেষ রহমত ও করুণায় জেড বেঁচে আছে। ঐ বাচ্চাটাকে অনেক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ, একটা হাস চলে গিয়েছে ভেবে কষ্ট নিয়ে ভিডিও দেখা শুরু করেছিলাম
@debasishbaidya36902 жыл бұрын
ভাইয়া, তোমার ভিডিও অনেক দিন থেকেই দেখি।Because আমি বালি হাঁস গুলির মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে গেছি। I am Debasish from INDIA(kolkata). আমরা এবং বাংলাদেশ ভাইরা কেউই তোমার বালি হাঁস গুলো কোনো পরিস্থিতিতেই হারাতে চাই না। তুমি সবার প্রথমে তোমার প্রতিবেশী সকলকে অনুরোধ করে দাও যে, বলি হাসগুলো উড়ে চলে আসলে তারা যেন ফিরিয়ে দেয়। ওদেরকে মেরে না ফেলে। ওরা কয়েক দিনের মধ্যেই অনেকটাই উড়তে থাকবে। দূরে কোনো গাছে গিয়ে বসলে, কেউ গুলতি দিয়ে টিপ করে না মেরে ফেলে। সেই দিকেও তোমাকে সচেতন হয়ে, সকলকে বলে রাখা উচিত। আর কি কি সতর্কতা অবলম্বন করলে ভালো হয়, তোমার পরিচিত পাখি প্রেমি বড় ভাইদের থেকে immediately consult করে নাও। তুমি ও বাংলাদেশের সকল animal lovers ভাইদের জন্য রইলো অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।💐💐💝💝💝
@IstiaqahamedApurbo2 жыл бұрын
ভাই ভিডিও অনেক ভালো
@Kwt-sp1yt2 жыл бұрын
ভাই টাইটেলটা দেখে ভয় পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ পুরা ভিডিওটা দেখে ভালো লাগলো।
@mdsanto-nu5ck2 жыл бұрын
হাঁস টা পেয়েছেন শুনে বড় ভাল লাগছে ছোট
@mehedihossainnur22172 жыл бұрын
উড়ে চলে গিয়েছে একটা বালি হাস লেখা টা দেইখা কষ্ট লাইগা গেলো।যাক এখন ঠিক আছি।।দেইখা রাইখেন
আপনার চ্যানেলটি এইমাত্র সাবস্ক্রাইব করলাম আপনার অনেকগুলো ভিডিও দেখেছি আমার ভালো লাগে আপনার প্রায় সবগুলো ভিডিও আমার ভালো লাগে। আমারও কবুতর আছে কয়েক জোড়া
@salmangazi6722 жыл бұрын
ami sub kore diachi
@enamulhoque85032 жыл бұрын
আমার একটি পোষা শালিক ছিল, তিন বছর আমার কাছে ছিল, ও আমার চেহারা দেখলেই চলে আশিত। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এর কলিজা ছিল। এক দিন এক হারামজাদা একে ডিল মেরে দরে নিয়ে যায়। আমি বাড়ি এশে ওকে তন্নতন্ন করে খোঁজেও যখন পায়নি তখন পাশের মহল্লার এক মহিলা জানাল ওদের বাড়ির এক ছেলে একটা পাখি পায়ছে। দৌরে গিয়ে দেখি জবায় করে প্লেটে সাজিয়ে রাখছে, ভাই আমার কান্নায় আমার বড়রা শান্তনা দিছে আমার ছোট না জানি কত কানছে
ভাই বালি হাস গুলির পায়ে টেগ লাগাই দিয়েন তাহলে হারালে মানুষ চিনতে পারবে
@badhoniftekhar97992 жыл бұрын
আপনি রাজশাহি থেকে খরগোশ কিনেছেন?
@NoyonAhmed-jn4bm2 жыл бұрын
ভাই মিলি কবুতরের আগে বাচ্চা কই দেখতে চাই
@debajitmallik38492 жыл бұрын
Nice bhai video
@Islamispeace2.12 жыл бұрын
ভাই নিনজার জন্য কোন সঙ্গি আনবেন????¿¿¿🥺🥺🥺🥺
@syediftakhar19852 жыл бұрын
ওদের পাখের পালক কেটে দিতে পারো তুমি। তাতে আর উড়ে চলে যেতে পারবেনা। তারপর আবার যখন পালক উঠবে তখন পোষা হয়ে যাবে এবং ডিমও পাওয়া যাবে এই সময়ের মাঝে, যা দিয়ে আবার বাচ্চা ফোটাতে পারবে।