*বসন্ত নয় অবহেলা* ---দর্পণ কবির বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিলো অবহেলা ভেবেছিলাম, অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত! দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিলো অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দীনদশায় কারো করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কি না ছিলো না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিলো নির্মোহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ-দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিলো? ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনূঢ়ার মতো এক তাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিলো একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নতজানু থেকেছিলো আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোঁবে না জয়নুলের রঙ নিয়ে কল্পনার বেসাতি হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল, পাখি, নদীর কাব্যালাপে কারা মশগুল হলো, এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হবো, সেই অমিত শক্তিও আমার ছিলো না মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিলো না শুধু ছিলো অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তাচ্ছিল্য নয়, একটু মায়াই যেন ছিলো হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিলো তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝড়ে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানে শুধু অন্তর্যামী অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি, উপেক্ষা কাচের দেওয়াল, অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুঁৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেবো এমন ভাবাবেগও ছিলো আকাশের কার্নিশে লেপ্টে থাকা পেঁজা মেঘের মতো ঐ মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সেকি! কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে ম্রিয়মাণ করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তবে এখনো পোড় খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝড়ে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালের মিহিন কষ্ট চেপে হয়েছো লাবণ্যময় পাষাণ, পাথর এটাও দেখতে পাই অন্তরদৃষ্টি দিয়ে আমি জানি, দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেতো কবিতার রূপ, সেই অবহেলা হতো বসন্ত স্বরুপ।
@darpankabir98243 жыл бұрын
ধন্যবাদ
@sayanpandit46643 жыл бұрын
🥺
@ASRobi-gs9bm2 жыл бұрын
ধন্যবাদ
@santupandit12822 жыл бұрын
ধন্যবাদ বন্ধু
@tarafder397 Жыл бұрын
অসাধারণ
@mahfuzazahan37545 жыл бұрын
সৌমিত্র চট্টোপাধ্যায় একটি ভালোবাসার নাম। তার উচ্চারিতো প্রতিটা শব্দ, কবিতার মতো মনে হয়।
@hazabarala4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqaxqoJ9Z7tmb5Y
@Shaekhuddinsohan4 жыл бұрын
একদম❤
@shadindash45994 жыл бұрын
উনার কবিতায় প্রক্রিত ভাব প্রকাশ পায়
@enricevansagar94274 жыл бұрын
Sottiii ami bimohito...
@doladutta71314 жыл бұрын
ঠিক
@masudkarim38923 ай бұрын
অদ্বিতীয় সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি আছের আমাদের অন্তরে বাহিরে। বাংলাদেশের ভালবাসা।
@asifhossin92055 жыл бұрын
বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত! দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরে তীর্যক রোদের মত অনেকটা নির্লজ্জের মত আমাকে আলিঙ্গন করে নিয়েছিলো অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দীন দশায় কারো করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কী না! ছিলো না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মত অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসঙ্কোচিত। আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভো-দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কী মিলেছিলো? ঠোঁট উলটানো ভৎসনা আর অভিশপ্ত অনূঢ়ার মত একতাল অবঙ্গা। তাও শয়ে গিয়েছিলাম একটা সময়। হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে। তাচ্ছিল্য নয় একটু মায়াই যেন ছিল, হতে পারে কাঁপা আবেগ ও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে। ওইটুকুই আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকষ্মিক দমকা হাওয়া। তারপর ও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙ্গিয়ে ও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙ্গতে পারিনি আমি। একথা জানে শুধু অন্তর্যামী।
@hazabarala4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqaxqoJ9Z7tmb5Y
@khokonmimikhan26584 жыл бұрын
দিলেন যখন পুরোচা দিতেন। মাঝখানে অনেকটা নেই। শেষের দিকে বেশ খানিকটা নেই। যা দিয়েছেন, তাতে একটা শব্দে আর প্রচুর বানানে ভুল আছে। তবুও ধন্যবাদ।
@samihaalam23554 жыл бұрын
Asif Hossin hoss
@durbadey774 жыл бұрын
লেখক কে একটু বলবেন?
@sabbirhasan42164 жыл бұрын
সব ভাষা যেন হাড়ে ফেলিছি... কিছুই করার নাই আমার শুধু মেনে নেওয়া ছারা
@pinkisaha65994 ай бұрын
সৌমিত্র স্যার আজ আপনি যেখানেই থাকুন না কেন আপনার সুমধুর কন্ঠ স্বর প্রত্যেক আবৃত্তিপ্রেমীদের কাছে আজীবন বেঁচে থাকবেন 🙏
@mdahsan84212 жыл бұрын
এখন অনেক গভীর রাত। প্রতিটি শব্দ এসে যেন কানে কান পেতে মিশে যাচ্ছে। মনে হয় জীবনের হুবহু উচ্চারণ। ভালবাসা আর পরম শ্রদ্ধার অপর নাম সৌমিত্র চট্টোপাধ্যায়।
@aliimam84048 ай бұрын
প্রতিদিন যতোবারই তোমার কথা মনে পড়ে, ততোবারই এই কবিতাটা দুচোখ বন্ধ করে হৃদয় দিয়ে শুনি। দিনে কতোবার শুনি তা গুনে রাখি না। আর মনে করিয়ে দেয় তোমার অবহেলা আর উপেক্ষা।
এত সুন্দর, এত ছুঁয়ে যায় যে কবি দর্পন কবিরের প্রতি শ্রদ্ধা জানাই। সাথে আবৃত্তিকার❤
@alokchakrabati4 жыл бұрын
সৌমিত্র চট্টোপাধ্যায় এর কবিতা মাঝ পথে ছাড়া যায়না. অপূর্ব,
@ShunadhaBanarjee2 ай бұрын
যখনই মনে হয়,বাঙলায় রুচিবোধের মূল্য যে সমাজ রূপী হাটে আকাশচুম্বী,...... সেখানে আপনার মতো শিক্ষিত জনগোষ্ঠীকে যখন, মাটির সিকির মূল্যে এমন উপহার, দিতে দেখি....ভালো লাগে। অসাধারণ স্যার❤
আজ ৪ বছর ধরে কবিতাটি শুনছি, প্রতিবারই নতুন করে আবিষ্কার করতে পারি, একবারও মনে হয়নি পুরনো,,,, সৌমিত্র চট্রোপাধ্যায় যেদিন চলে গেলেন কত কাঁদলাম, মনে হচ্ছিল মানুষটা কতকিছু দিয়ে গেলে, যদি পারতাম একটাবার তাকে প্রণাম করতে, 🙏
@saifuddinriyad18794 жыл бұрын
বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিলো অবহেলা ভেবেছিলাম অনেক গুলো বর্ষা শেষে শরৎ এর উষ্ণতা মিশে এ এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিলো অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দীনদশায় কারো করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কিনা ছিলো না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিলো নির্মোহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিলো? ঠোট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনূঢ়ার মতো এক তাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিলো একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয় গানে করতালিতে নতজানু থেকেছিলো আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোঁবে না জয়নুলের রঙ নিয়ে কল্পনার বেসাতি হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্য আলাপে কারা মশগুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুল এর মতো বিদ্রোহী হবো সেই অমিত শত্রুও আমার ছিলো না মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিলো না শুধু ছিলো অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তাচ্ছিল্য নয় একটু মায়াই যেন ছিলো হতে পারে কাপা আবেগও মিশ্রিত ছিলো তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝড়ে যাওয়া পাতা, তুমি ছিলে আকর্ষিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানে শুধু অন্তর্যামী অনেক স্বপ্ন প্রবণ হয়ে একবার ভেবেছিলাম, এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি, উপেক্ষার কাচের দেয়াল, অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবেনা একটি বসন্তের ফুঁৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেবো এমন ভাবাবেগ ছিলো আকাশের কার্নিশে ল্যাপ্টে থাকা প্যাঁচা মেঘের মতো ঐ মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সেকি! কোথায় হারালো কৌশোরের দিনলিপি? বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের সরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে ম্রিয়মাণ করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পোড়খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি, কোন ঢেউ এ ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুখানা আকাশ পাণে তাকিয়ে বুঝতে পারি, কার দীর্ঘশ্বাসে ঝড়ে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছো লাবণ্যময় পাষাণ, পাথর এটাও দেখতে পাই অন্তর দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেতো কবিতার রূপ সে অবহেলা হতো বসন্ত সরূপ
@Shayan210064 жыл бұрын
♥♥
@sovonjitbhattacharjee714 жыл бұрын
বেধে রেখে লাভ নেই,উড়তে দিয়ে দেখো..... দিনের শেষে ফিরি যদি তখন আকড়ে রেখো...
@sovonjitbhattacharjee714 жыл бұрын
পিকু
@generallife54304 жыл бұрын
Thanks
@nourojisultana13534 жыл бұрын
Dhonnobad...🙂
@kazialaminriyad10762 жыл бұрын
আহা কি আবৃত্তি, কোথায় যেনো হাড়িয়ে গেছি কিছুক্ষণের জন্য ।
@ripondutta18474 жыл бұрын
অজস্র বার শুনছি এই কবিতাটা। বারবার শুধু শুনতেই ইচ্ছে করে। সত্যিই ভগবান যেন হাজার বছর বেঁচে রাখেন এমন মানুষগুলোকে। কবিকে এবং সৌমিত্র চট্টোপাধ্যায় কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
@darpankabir98243 жыл бұрын
ধন্যবাদ, কৃতজ্ঞতা
@MindBlowingBangla4 жыл бұрын
অসম্ভব সুন্দর , অসাধারণ শৈলী আর মিষ্টি গলা তোমার . তুমি অন্যন্য . আগ্রহী হয়ে রইলাম পরবর্তী কবিতার জন্যে
@jabidhasan85124 жыл бұрын
শুধুমাত্র বাংলাদেশী বাঙ্গালী মধ্যবিত্ত হিসেবে জন্মে নিজেকে নিয়ে অনেক অনেক গর্ব করি । এই কবিতা যেন সৌমিত্র দাদা ঠিক আমাকে নিয়েই লিখেছেন। প্রতিটি বাঙ্গালী তরুন নিজেকে কখনো কালবেলায় কখনো হুমায়ুনের হিমুতে কখনো সৌমিত্রের কবিতায় খুজে পাই। এই জন্য বলি আমরা জাতটাই আলাদা , আমাদের ভাষা আবেগ বুঝার সৌভাগ্য কম অবাঙ্গালীরই হয়েছে ।
@ArifHossain-ku4qf3 жыл бұрын
ছোট্ট একটি সংশোধনঃ কবিতাটি কবি দর্পণ কবির লিখেছেন।
প্রতিটি শব্দ যেন মনের গভীর ক্ষতগুলিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল...... সত্যি এতো বসন্ত নয় অবহেলা.. 🙂
@rishirajsanyal54362 жыл бұрын
Km CH cu CI boo boo NL ml CHe TV
@samarmajumder7773 Жыл бұрын
শ্রদ্ধা ভরে স্মরণ করে বলছি প্রাণের লেখা মধুর আবৃত্তি , অসাধারণ ।
@suparnamajumdar42252 жыл бұрын
অভিভূত হয়ে গেলাম। এতো সুন্দর করে ও বলা যায়।
@bibiahmed55374 жыл бұрын
Wonderful personality,great voice, perfect benguli pronunciation....I don't miss his reciting poem ... Thanks sir.
@adda_patra3 жыл бұрын
শিল্পীর মৃত্যু হয় না,তিনি তাঁর কাজের মাধ্যমে আজীবন অমর হয়ে থাকেন গুণমুগ্ধদের মধ্যে🙏🙏
@mrinalini96563 жыл бұрын
kzbin.info/www/bejne/iKDSoqGqebdlZqs
@DHAKASTORY2 жыл бұрын
শতবার শুনার পরেও মন ভরে না কেন? আসলে জীবনটাই অবহেলা... জীবনের সাথে মিলে যায়। তাই ত যখন খারাপ লাগে এই কবিতাটি শুনি ....
@neloybiswas48285 жыл бұрын
শতবার শুনেছি। মনে হচ্ছে দর্পন কবির সৌমিত্র দার জন্য কবিতাটি লিখেছিল।কবি ও আবৃত্তিকারের অসম্ভব সম্মিলন।❤
@dithimajumdar42614 жыл бұрын
NELOY BISWAS sotti tai
@Sohel-ns4fn4 жыл бұрын
অপুরুপ সুন্দর যুগল বন্দি।
@darpankabir98243 жыл бұрын
ধন্যবাদ, আপনাকে। ভাল লাগল।
@madhumitachatterjee20032 жыл бұрын
@@darpankabir9824 অসামান্য লেখনী আপনার। আর আবৃত্তিকার সম্বন্ধে কিছু বলার নেই, রেখে গেলেন আমাদের অপূরণীয় দৈন্যের মধ্যে
@Unknown.120344 ай бұрын
Jotobar sunechi totobar kedechi ❤
@mkshagor96364 жыл бұрын
প্রশংসনীয় উচ্চারণ ভঙ্গি!! এই বয়সে শব্দের মাঝেও এত দরদ সত্যি ভাবায় যায় না৷ আমি মুগ্ধ!!
@mdsaifhasanrobin8234 жыл бұрын
..জীবন এক বহতা নদী.. জীবনের আরো এক বছর কমে গেলো কিছু পুরনো স্মৃতি পিছনে রয়ে গেলো কিছু মনের আশা মনেই থেকে গেলো। কিছু না চেয়েই পেয়ে গেলাম কিছু মনের অজান্তে ছেড়ে চলে আসলাম কিছু নতুন পেয়ে গেলাম কিছু পুরনো ভুলে গেলাম। কেউ চলে গেলো, আবার কেউ নতুন করে আসলো। কেউ আমার সাথে অভিমান করলো কেউ আবার পাশে রয়ে সান্ত্বনা দিলো। কেউ রাগ করলো, কেউ আবার মাঝেমাঝে খুশি হলো। কেউ আমায় ভুলেই গেলো, মনের ঘরে কবর দিলো কেউ আবার মনের ঘরে রেখে দিলো। কেউ আমার জন্য অপেক্ষায় না হয় আমি কারো জন্যে রইলাম আশায় আশায়। আমি কখনওবা সুখী আবার কখনওবা দুঃখী। আমি কখনো শান্ত, আবার কখনো অশান্ত। কখনো হাটছি কিছু ভুলের সাথে আবার সময় সুযোগ বুজে সঠিক পথে। কখনো আমি অসুস্থ, আবার কখনো সুস্থ। এভাবেই চলে যায় জীবন থেকে দিন রয়ে যায় নিজের ভেতর নিজের কিছু চির চেনা ঋণ কথোপকথন হয় প্রতিদিন। ভুল গুলো ভুলে যেও, ঠিক গুলো মনে রেখে দিও। সুখ শান্তি ভালবাসায় ভরে থাকুক আমাদের সবার জীবন এই প্রার্থনা সবসময়ের। ভালবাসা রইলো অফুরন্ত। হ্নদয়ে রেখে দেবেন অনন্ত। ১/১/২০২০ জানি না কতদিন এই কথাগুলো কতজন শুনবেন। আজ প্রথম আমি শুনলাম। যে যতদিন শুনবেন ততদিন ভালবাসা অবিরাম। বাংলাদেশ, সিলেট।
@mdriazahmed49224 жыл бұрын
😭
@mdsaifhasanrobin8234 жыл бұрын
@@mdriazahmed4922 🌹🌹🌹🌹🌹🌹
@chandandas89754 жыл бұрын
Dada apnar kotha gulao to onk sundhor
@chandandas89754 жыл бұрын
Amr monta onk vhalo hoye geche 🙏
@haldersubhasish94 жыл бұрын
Khub valo laglo apnar SRODDHA nibedon er ei lekhata..from INDIA, KOLKATA
তোমার মহাবিশ্বে কিছু হারায় নাতো কভু আমরা অবোধ,অন্ধ মায়ায় তাইতো কাঁদি প্রভু"----স্মৃতির সরনী আলোকিত করে বাংলা সংস্কৃতির এই উজ্জ্বল নক্ষত্রের আলো অম্লান আছে,থাকবে🙏🙏
@Rupalirrannaghore2 жыл бұрын
যতবার শুনি ততো বেশি শুনতে ইচ্ছে করে❤️
@sudeb939 Жыл бұрын
প্রিয় একটা কবিতা, প্রিয় মানুষের কণ্ঠে,,💙✨
@sabrinaakter4592Ай бұрын
মনে হয় যেন পুরোটা আমার জীবনের সাথে মিল।
@thebongreflection22434 жыл бұрын
সৌমিত্র চট্টোপাধ্যায় এর প্রয়ানে আমরা শোকস্তব্ধ। The Bong Reflection.
@parichoygupta58594 жыл бұрын
কি অপূর্ব আবৃত্তি পাঠ শুনে প্রানে ভরে গেল । ওনার আরো দীর্ঘ জীবন কামনা করি ।
@PALLABMAHMOOD2 жыл бұрын
kzbin.info/www/bejne/gp6xhatmbsZqfpo
@mistusikdar52484 жыл бұрын
কারো কারো জীবন এর বাস্তবতা কি সুন্দর ভাবে তোলা🖤
@habibhasan1002 жыл бұрын
বসন্ত নয়।অবহেলা এসেছিলো জীবনে ভালোবাসার ছদ্মবেশে।সেই অবহেলাই রয়ে গেলো, আমি হেরে গেলাম।জীবনের সেই দৌড়ে সত্যিই হেরে গেলাম।
@sahebsaha9588 Жыл бұрын
Ki opurbo gola ❤❤
@rupachanda80654 жыл бұрын
Asadharon akta kobita... Soumitra Chattopadhyay er konthe anno akta matra peyeche...monke chhuye galo...
@ishratanikapreetha70624 жыл бұрын
ভীষণ সুন্দর কবিতা, সাথেই সৌমিত্র দার আবৃত্তি !!! আমার চ্যানেল থেকে দাদার জন্য রইলো শুভেচ্ছা ও শুভকামনা ❤️🎀🌷🌼
@BiswasHafij4 жыл бұрын
অসাধারণ আবৃত্তি, খুব ভালোলাগলো! ভালোবাসা রইলো!!
@ABDULMALEK-g4m5 ай бұрын
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসাধারণ কবিতা আবৃত্তি।
@arunmukherjee3513 жыл бұрын
অসাধারণ, জানি হৃদয়ের সেই উৎস থেকে উঠে আসে তোমার কবিতা, যা বিষন্ন করে মন, আবেগে, অভিমানে ভাসায়, ভালো থেকো প্রিয় নায়ক ♥️👌💞
**বসন্ত নয় অবহেলা* - দর্পণ কবীর বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিলো অবহেলা ভেবেছিলাম, অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা, মধ্য দুপুরের তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিলো অনাকাঙ্ক্ষিত অবহেলা, আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দীনদশায় কারো করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কি না, ছিলো না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিলো নির্মোহ নিঃসংকোচিত, আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ-দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা, উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়, কি মিলেছিলো? ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনূঢ়ার মতো এক তাল অবজ্ঞা, তাও সয়ে গিয়েছিলো একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম, তোমাদের জয়গানে করতালিতে নতজানু থেকেছিলো আমার চাপা আক্ষেপ লজ্জা। বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোঁবে না জয়নুলের রঙ নিয়ে কল্পনার বেসাতি হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল, পাখি, নদীর কাব্যালাপে কারা মশগুল হলো, এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো। এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হবো সেই অমিত শক্তিও আমার ছিলো না, মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিলো না, শুধু ছিলো অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে, তাচ্ছিল্য নয়, একটু মায়াই যেন ছিলো হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিলো তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া, আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া, তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি, এ কথা জানে শুধু অন্তর্যামী অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি উপেক্ষা কাঁচের দেওয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুঁৎকারে। একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেবো, এমন ভাবাবেগও ছিলো আকাশের কার্নিশে লেপ্টে থাকা পেঁজা মেঘের মতো, ঐ মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি, অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সেকি ! কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে ম্রিয়মাণ করে রাখার অবজ্ঞা। ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পোড় খাওয়া দিন বড্ড রঙিন, আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা, আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র, এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছো লাবণ্যময় পাষাণ, পাথর এটাও দেখতে পাই অন্তরদৃষ্টি দিয়ে। আমি জানি, দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেতো কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরুপ।
@avijitjana49994 жыл бұрын
ভাষার অদ্ভুত আলিঙ্গন ! আপনার কন্ঠের মায়াজালে বসন্ত যেন আরো রঙীন!
@PALLABMAHMOOD2 жыл бұрын
kzbin.info/www/bejne/gp6xhatmbsZqfpo
@dollymitra15004 жыл бұрын
Apurbo,sir apurbo.eto valo laglo je,ki bolbo.
@PritamDutta5104 жыл бұрын
No words to say. আবার ও কাঁদালেন আপনি।
@chandanmondal4814 жыл бұрын
Asadharon sundar. Apnar konthe jibonta hoye uthche ai kobita.
@rifatjahanpanjery57504 жыл бұрын
জানিনা আমার বয়সে উনাকে আর কে কে পছন্দ করেন,, তবে প্রথম প্রাক্তন সিনেমায় উনার কবিতা আবৃতি শুনে উনার আবৃত্তির প্রেমে পড়ে গেছি,,, অসম্ভব ভালো লাগে আমার!!🥰🥰 প্রাক্তন এর পর থেকে ইউ টিউব এ উনার কবিতা আবৃত্তি খুজে বেরাই,আর মুগ্ধ হয়ে শুনি,, আমার বয়স এখন উনিশ,, যখন ক্লাস নাইন এ ছিলাম তখন কবিতা আবৃত্তি করতাম ভালো লাগতো,এটা সেটা করতে করতে হারিয়ে গেছে আবৃত্তি করা টা কিন্তু এখনো আবৃত্তি শুনলে সাথে সাথে ঠোঁট মেলাই,নিজেকে হারিয়ে ফেলি,,, এখন চেষ্টা করি উনার মতো করে বাস্তবিকতা নিয়ে ভালোবেসে,নিজেকে সপে দিয়ে আবৃত্তি করতে😍😍 জানিনা কতটুকু পারবো!! (পাঞ্জেরী, সিরাজগঞ্জ, বাংলাদেশ) ও হ্যা,পাঞ্জেরী কবিতার কথা বলিনি,এটা আমার নাম
@thasecretgirl6913 жыл бұрын
এই কথা গুলো মনের কোথায় গিয়ে লাগে বোঝা যাই না এই মানুষটাকে কেউ ভুলতে পারবো না।😭😭😭😭😭
@priyachowdhury71855 жыл бұрын
অপরূপ কবিতা। কবিতার শব্দগুচ্ছ কে সমৃদ্ধ করেছে এমন মহান শিল্পীর অপূর্ব কণ্ঠস্বর এর মাদকতা ।
@nasimahmed95464 жыл бұрын
😍😍😍
@roktojobasahityapotrika53173 жыл бұрын
Joto bari suni suntei mon jai....
@manoramade76175 ай бұрын
মন্ত্রমুগ্ধ আমি। কোনো কথা হবে না।
@devray014 жыл бұрын
প্রিয় মানুষ গুলোর কাছ থেকে অবহেলা পেতে পেতে আজ খুবই ক্লান্ত! মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি,তাও পারিনা! হে ভগবান,আমাকে মুক্তি দাও.............
@sukhenmurmu16544 жыл бұрын
বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিলো অবহেলা ভেবেছিলাম, অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত! দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিলো অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দীনদশায় কারো করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কি না ছিলো না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিলো নির্মোহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ-দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিলো? ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনূঢ়ার মতো এক তাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিলো একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নতজানু থেকেছিলো আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোঁবে না জয়নুলের রঙ নিয়ে কল্পনার বেসাতি হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল, পাখি, নদীর কাব্যালাপে কারা মশগুল হলো, এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হবো, সেই অমিত শক্তিও আমার ছিলো না মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিলো না শুধু ছিলো অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তাচ্ছিল্য নয়, একটু মায়াই যেন ছিলো হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিলো তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝড়ে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানে শুধু অন্তর্যামী অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি, উপেক্ষা কাচের দেওয়াল, অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুঁৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেবো এমন ভাবাবেগও ছিলো আকাশের কার্নিশে লেপ্টে থাকা পেঁজা মেঘের মতো ঐ মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সেকি! কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে ম্রিয়মাণ করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তবে এখনো পোড় খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝড়ে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালের মিহিন কষ্ট চেপে হয়েছো লাবণ্যময় পাষাণ, পাথর এটাও দেখতে পাই অন্তরদৃষ্টি দিয়ে আমি জানি, দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেতো কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরুপ
@archanasuin60414 жыл бұрын
Khuub sundar
@sanghamitrachowdhury17494 жыл бұрын
ধীর, শান্ত , দৃঢ় কণ্ঠস্বর ...অসম্ভব পরিশীলিত উচ্চারণ ... তুলনাবিহীন ওঁর কবিতাপাঠ ... আর আবেগবিহ্বল মুগ্ধ শ্রোতা আমি - আপনাকে প্রণাম ৷
@generallife54304 жыл бұрын
Thank you
@iamprodipnag4 жыл бұрын
ওপারে ভালো থাকবেন হে প্রিয় শিল্পী......
@sahanarachowdhury99334 жыл бұрын
অপূর্ব অসাধারন!!!!👌👌👌
@roksanakabir72704 жыл бұрын
যতবার শুনি ততবারই আরও মুগ্ধ হই।
@drsarmishthaniyogi81593 жыл бұрын
আহা বড্ডো সুন্দর
@englishwithshahjalal40242 жыл бұрын
প্রিয় একটি কবিতা প্রিয় একজন মানুষের কন্ঠে।
@bimalranjandutta.80412 жыл бұрын
Osadharon 🙏 Pala Dutta
@porashunadotcom4124 жыл бұрын
*যতবার শুনি মন ভরে যায়.....* ♥️♥️♥️
@ইসলামেরআলো-ত৭ট3 жыл бұрын
এই কবিতার কথা গুলো আমার জীবনের সাথে মিলে গেছে
@sagarsen64757 ай бұрын
কত কত বার যে শুনি তার কোনো হিসাব নেই।
@immis32704 жыл бұрын
His fighting for his life 🙏🏽
@anweshaadhikari68283 жыл бұрын
আহা কি অপূর্ব কণ্ঠ ,....
@duttamoshaibipul4 жыл бұрын
Who is here after hear his death? He is on of the best artist in the world. You will be missed sir. #RIP