তসলিমা নাসরীন এতো গভীর ভাবনাগুলো এতো সহজভাবে প্রানবন্ত করে তুলতে পারেন। অনবদ্য।। মৃত্যুর ১০০ বছর পরে আবার জীবন ফিরে পেলে দেখতে পারতাম মানুষ কতোটা সভ্য হতে পেরেছে সত্যি অসাধারণ।।
@curiousculture13103 жыл бұрын
একদম।
@BolakaNirАй бұрын
ভীষণ মন কেমন করা মন্তব্য,❤
@saifsk0677 Жыл бұрын
হৃদয়ের মণি কোঠাই দাগ কেটে গেলো কথা গুলো চিরো বাস্তব তেমন করে পাঠ করলেন। আহা চলে যাবো খুব শীঘ্রই। চাইনা কোনো রকম অশান্তি বিচ্ছেদ মনোমালিন্য।তবুও কেন এতো এতো অভিমান হয়।
@afrojakhatun24673 жыл бұрын
মাঝে মধ্যে আমি মাটি চাপা কষ্ট অনুভব করি, মনে হয় আশেপাশের মানুষ গুলো আমাকে আস্ত পুঁতে ফেলেছে মাটিতে, আমার চোখে আলো পড়ছে না, আমি কথা বলতে পারছিনা,শ্বাস বন্ধ হয়ে আসছে, মৃত্যুর আগেই এমন মৃত্যু যন্তনা অনুভব আর কি কেউ করে!?❤️🙂
@mdsabber95553 жыл бұрын
Ato kosto kan
@ovroahmed60052 жыл бұрын
প্রতিনিয়ত করে যায়- তবে কেউ আত্বচিৎকার শুনে না 😑
@f.k.emonkhan42922 жыл бұрын
হ্যাঁ আমিও
@raysoumik_ Жыл бұрын
আমারও অনুভব হয়।
@sancharihalder8147 Жыл бұрын
তুমি জানো না বোধহয়, ভুলে যেতে যেতে আমরা নিজেরাই আসলে মুছে যাই, নিশ্চিহ্ন হয়ে যাই বাকিদের মন থেকে। যদি জেনে থাকো, তাহলে বেঁচে ওঠো, আরও বেশি করে বেঁচে ওঠো, আর কিচ্ছু না হোক, নিজের জন্য। মনে হলে হাত বাড়িও, আছি।
@nupurdatta90944 ай бұрын
তসলিমার কবিতা সেই কবে থেকেই পড়ছি। আবার কত কতো দিন পর শুনলাম। এই বয়সেও মন আনচান করে ওঠে।
@sarwarferdoush30043 жыл бұрын
এরা উভয়েই ছিল আমার প্রিয়। এদেরকে আমার এই বৃদ্ধ বয়সে ও ভীষন মনে পড়ে। রুদ্রের কবরও আমি দেখেছি । আর তসলিমাকে তো আমরা তাড়িয়ে দিয়েছি। আমার বিশ্বাস সময় বদলাবে। তসলিমার মত আমি ও বলি দিন বদলাবে - অবশ্যই।
@supriyosinha89693 жыл бұрын
kzbin.info/www/bejne/hZWmlZuMq8dgjdk
@sabitachowdhury6156 Жыл бұрын
Somay badlabe apnar moto ei ashay thaki.
@riyamitra80313 жыл бұрын
তসলিমা ম্যামের লেখায় আবেগ অনুভূতি খুব সাদামাটাভাবে প্রকাশ পায়,কিন্তু রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ -এর প্রতি তাঁর আন্তরিকতা, ভালোবাসা,অভিমান মনে দিব্বি দাগ কাটে।খুব সূক্ষ্মভাবে প্রকাশ করেন এই বিশেষ দিকটি।
@obaidurrahman2812 Жыл бұрын
আসলে এই রুদ্র নামের মানুষটা যেনো নাসরিন ম্যামের জিবনে একটা ধুমকেতু হয়ে এসেছিলেন।
@creative_pittu Жыл бұрын
Karon ekmatro rudra taslima ke thik chinechhilo. R lath merechhilo. Betray korechhilo. Sejonyo tini eto pervert purush er opor eto raag onar
@srijamazumder77452 жыл бұрын
"জগতে মৃত্যুর মতো ভয়ংকর আর কিছু নেই... মৃত্যু আছে জেনেও আমি বুঝিনা মানুষ কিকরে দীর্ঘস্থায়ী করে মানুষের প্রতি মানুষের বিদ্বেষ, বিচ্ছেদ!" এই লাইনদুটো🙃❤️
@যাযাবরেরমুক্তি Жыл бұрын
তুচ্ছ আমি তার কাছে অভিযোগে অতিষ্ঠ,নেই আশা অবশিষ্ট! নিষিদ্ধ ছিলাম তার আকাশে একদা.. ছিলে আপন,তাই দিয়েছিলাম মন অধিকার করেছো হরণ,খুঁজে পায়নি কারণ না হয় বিনিময় প্রথায় দিয় তব চরণ। -যাযাবরের মুক্তি 〽️☘️ 11-03-23
@meghdipta0709 Жыл бұрын
ম্যাডাম তসলিমা নাসরিন আমার এক অন্যরকম অনুপ্রেরণা। ছোটো থেকে শুনে আসছি অনেক কটূ কথা তাদের মধ্যে বোধহয় আমি একমাত্র ছিলাম যে ওনাকে ভীষনরকম ভালোবেসেছি।
@puspitadas62913 жыл бұрын
যখনই কোনো আবৃতি শুনি বা কোনো ভালো কবির কবিতা দেখি তখন ব্রততী ম্যামের কথা মাথায় আসে❤️
@supriyosinha89693 жыл бұрын
kzbin.info/www/bejne/hZWmlZuMq8dgjdk
@proshantabuddha27812 жыл бұрын
কি সুন্দর সত্যি কবিতা। আবার আসবে রুদ্র দাদা এই পৃথিবীতে কিন্তু তসলিমা দিদিকে আর পাবে না বুকের মাঝে। ঈশ্বরের কাছে ভালো থেকো রুদ্রদা ❤️
@shilpisengupta96953 жыл бұрын
যেমন লেখা, তেমন আবৃত্তি। দুয়ে মিশে একাকার। অনবদ্য।
মোহিত হয়ে যাই তোমার আবৃত্তি শুনতে শুনতে.... অপূর্ব
@DeeptanoyGhosh3 жыл бұрын
দারুন লাগলো ম্যাম। তসলিমা নাসরিন এর এই চিঠিটা অনেক আগে পড়েছিলাম। আজকে আপনার কণ্ঠে আবার শুনলাম। প্রণাম নেবেন ম্যাম।
@ncn_sd3 жыл бұрын
কবিতা এরকমই হওয়া উচিৎ, বাস্তব ও 🙏মন ছুঁয়ে যাওয়া,সহজ হৃদয়স্পর্শী। অনেক কবি পাঠক কে ছুঁতে পারেনা তার কঠিন লেখনী,আর লেখার মারপ্যাঁচে ।প্রকৃতিও যেনো বিষম অপ্রকৃতস্থ হয়ে পড়ে সে লেখনী তে।আর যেকোনো সাবলীল কবিতা যদি এরকম কথন ও কন্ঠ পায় সে তো হৃদয়ে বসে যাবেই,তাই না?
@ruddraroy5300 Жыл бұрын
THIK
@ayantikamaiti73713 жыл бұрын
এতো দরদ দিয়ে বলেন কথা গুলো, চোখের জল আটকানো যায় না❤️
@liza_opa86993 жыл бұрын
kzbin.info/www/bejne/iaLRqpyHj8pgp80
@rupachakraborty59112 жыл бұрын
তসলিমা নাসরিন, আপনি যুগের থেকে যোজন যোজন মাইল এগিয়ে থাকা একটি অনেক বড় মাপের একজন মানুষ, আজকে যারা আপনাকে দূরে ঠেলে দিচ্ছে, একদিন তাদের আপনার কাছে নত,হতেই হবে,
@mdsaddammdsaddamhossain47672 жыл бұрын
ভুল অভিব্যক্তি,,,,,
@akashnath82923 жыл бұрын
একটা মানুষ কি ভাবে পারে এত সুন্দর করে অনুভূতি গুলো প্রকাশ করতে। এতো ভেতর থেকে।
@drdhrubadas31783 жыл бұрын
দিদি আবার মনটা কেমন যেন কেঁপে উঠল। তোমার কন্ঠে তসলিমা নাসরিনের কবিতা জীবন্ত হয়েছে।
@liza_opa86993 жыл бұрын
kzbin.info/www/bejne/iaLRqpyHj8pgp80
@syedaselinaparveen1408 Жыл бұрын
Jemon kothamala, temon konthoshor, temon bola. Ki osadharon! Bar bar shunte thaki.
@Channel-cl8kx3 жыл бұрын
প্রিয় দিদি, ভগবান তোমাকে সত্যিই নিজের হাতে গড়েছেন। এক অসাধারণ প্রতিভা দান করেছেন তোমাকে। কাঁটাতারের তিক্ষ্ণ দূর্ভেদ্য সীমানা পেরিয়ে তুমি এসে গেছো এপার বাংলার হৃদয় মনিকোঠায়। ধন্য তুমি, তুমি অনন্যা।
@supriyosinha89693 жыл бұрын
kzbin.info/www/bejne/hZWmlZuMq8dgjdk
@sahabuddinahmed113 жыл бұрын
Apurbo ! Brothothidi you have moved us . Thanks to Taslimadi for the expression you have made !Apnara amader shokoler, 1971er kothai boley Gaylen ! Thanks Brothothidi, you have immortalized Rudra and Taslima !
@milidas30566 ай бұрын
মন ভরে গেল, যেমন সুন্দর লেখা তেমন আবৃত্তি ্উভয়ের জন্য রইলো আমার অফুরন্ত ভালোবাসা ও শ্রদ্ধা। ❤❤
@sirajulhaque56252 жыл бұрын
ঠিক বলেছেন, চলে গিয়ে রুদ্র বেঁচে গেছে । আমরা বেঁচে আছি বুকে আকাশ সমান কষ্ট নিয়ে ।
হৃদয় এর গভীরতা থেকে যে লেখাটা বেরিয়ে এসেছিলো..... হৃদয় দিয়ে অনুভব করে আপনি তা বলে গেলেন ❤️❤️🙏।
@liza_opa86993 жыл бұрын
kzbin.info/www/bejne/iaLRqpyHj8pgp80
@souravbarman7913 Жыл бұрын
বুঝলে প্রিয়, তোমায় ছাড়া আজ পৃথিবীটাই আস্ত একটা কবর মনে হচ্ছে। তোমার আকাশের তার হবার খুব ইচ্ছে করছে । পারছিনা আর- বুদ্ধি, চিন্তা, মন, আবেগ, অনুভব সবকিছুই যেন আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে - ফিরে এসো। কবিতাটি খুব সুন্দর, কণ্ঠটি অসাধারন মধুর..
@BhairabMondal-ev2rz4 ай бұрын
Lots of thanks as we have a great chance to have the poetry of Taslima Nasreen sung by Bratati Bandyapadhay. This recitation is no dóubt excellent.
@sunilkumarpain41373 жыл бұрын
প্রিয় লেখিকা তসলিমা নাসরিনকে ওআবৃতিকারকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ।
@Umme-t8l2 ай бұрын
এত সুন্দর আবৃত্তি ম্যাম।অসাধারণ। মাসা আল্লাহ
@mehtajkamal19403 жыл бұрын
কবিতার কথা কিছুটা হলেও কতেক মানুষকে সভ্য করে বলে আমার বিশ্বাস।। বরাবরের মতোই ব্রততী র অসাধারণ আবৃত্তি লোমকুপ খাড়া হয়ে উঠে বারবার।।
@mehtajkamal1940 Жыл бұрын
জগতে মৃত্যুর মতো ভয়ংকর আর কিছু নেই মৃত্যু আছে জেনেও আমি বুঝিনা মানুষ কি করে এতো দীর্ঘস্হায়ী করে মানুষের প্রতি মানুষের এতো বিদ্বেষ আর বিচ্ছেদ। একথা ভাবতে আমার অবাক লাগে। এ-র চেয়ে গভীর আর কঠিন সত্যি আর কি আছে?
@sujan32t3 жыл бұрын
আপনি পারেন একটা কবিতা কে জীবন্ত করে তুলতে,,, যেমন সুন্দরী তেমন কন্ঠ 🥰🥰
@liza_opa86993 жыл бұрын
kzbin.info/www/bejne/iaLRqpyHj8pgp80
@ramasingha64443 жыл бұрын
এক কথায় অসাধারণ
@ashokdas70412 ай бұрын
খুব সুন্দর কবিতা, খুব সুন্দর আবৃত্তি। ধন্যবাদ🙏।
@moinhassanprince80953 жыл бұрын
প্রিয় রুদ্র, প্রযত্নে, আকাশ তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুরে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও? তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগত্সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরীবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না, ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারারাত না ঘুমিয়ে গল্প করতে - করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাটতে - হাটতে। কে তোমাকে বাধা দিতো? জীবন তোমার হাতের মুঠোয় ছিলো। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছো। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠেখালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি। আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি, দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলী খালার সাথে? তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন ! তুমি আর কারো সঙ্গে প্রেম করছো, এ আমার সইতো না। কি অবুঝ বালিকা ছিলাম ! তাই কি? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে। যেন আমরা দু'জন জন্মেছি দু'জনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেলো বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিলো। ঢাকা শহরটিকে এতো ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এতো হাহাকারও আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্সভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিলো চার বছরের। এতো বছর পরও তুমি কী গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে ! সেদিন আমি টের পেয়েছি। আমার বড়ো হাসি পায় দেখে, এখন তোমার শ'য়ে শ'য়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিলো? যখন পয়সার অভাবে তুমি একটি সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছো। আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমিই বোধ হয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে বুঝিনা তারা তখন কোথায় ছিলো? শেষদিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে। বিয়ের কথাও হচ্ছিলো। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে। শুনে ... তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিলো। এই ভেবে যে, তুমি কি অনায়াসে প্রেম করছো ! তার গল্প শোনাচ্ছো ! ঠিক এইরকম অনুভব একসময় আমার জন্য ছিলো তোমার ! আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে ! আমাকে আবার জিজ্ঞেসও করলে, কেমন হয়েছে। আমি বললাম, খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি, তুমি তাকে ভালোবাসো, যখন নিজেই বললে, তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়। আকাশের সঙ্গে কতো কথা হয় রোজ ! কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশভরা জোত্স্নায় গা ভেসে যাচ্ছিলো আমাদের। তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। "ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও"। মংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার? নেলী খালার? শিমুলের? অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিলো তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম। তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানিটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে ক'দিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই। ইতি, সকাল পুনশ্চঃ আমাকে সকাল বলে ডাকতে তুমি। কতোকাল ঐ ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো? নাকি আমি ভুল শুনি?
@bollywoodsong93892 жыл бұрын
👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹
@subrataghosh39463 ай бұрын
❤
@mukulikabose74793 жыл бұрын
সত্যি অসাধারণ চোখে জল এনেদেবার মতো কবিতা।কবিতার কথা এবং কণ্ঠ যেনো কবিতাকে জীবন্ত কোরে তুলেছে।
Kbi Rudrer lekha ei gantir protuttar e lekhika Taslima nasrin ei chithi khani .
@chyafrin6 ай бұрын
এখন, যে কবিতাটি শুনেছি, খুব সুন্দর, অসাধারণ হয়েছে,
@Sssss-Ab6 ай бұрын
আমার একজন প্রিয় লেখিকা ডাক্তার তসলিমা নাসরিন ম্যাডাম। খুব খুব কষ্ট করে সমাজের বিরুদ্ধে কথা বলে আজ ম্যাডাম এক ধাপ এগিয়ে। এই কবিতা শুনে মনে পড়ে যাচ্ছে ওই দিনের কথা( জীবনীতে পড়া) যেদিন ম্যাডাম রুদ্র স্যারের মৃত্যুতে তার বাড়ি গিয়েছিলেন , সবাই ম্যাডাম কে দুষছিলেন। সেই 5 year আগে পড়া ক্লাস 7 এ ম্যাডাম এর জীবনী আজও মনে আছে । 5 year পেরিয়ে এলাম তবুও সব প্রিয়র আগে ম্যাডামের লেখাই আমার খুব প্রিয়। ❤❤❤❤❤
@shimulkanungo92163 жыл бұрын
অসাধারণ একটি কবিতা। যেমন আবৃত্তি, তেমন কবিতার ছন্দ।
@krishnaranidas25573 жыл бұрын
এটা একটা হৃদয়স্পর্শী কবিতা।। সত্যিই অসাধারণ একটা কবিতা।। সত্যিই অসাধারণ গলা আপনার ma'am। আপনার কবিতা গুলো শুনলে মন টা সত্যিই শান্ত হয়ে যায়।
@liza_opa86993 жыл бұрын
kzbin.info/www/bejne/iaLRqpyHj8pgp80
@parambratadutta58613 жыл бұрын
কিছু বলার নেই। লেখা এবং আবৃত্তি দুটোই অসাধারণ।
@mithuhossain55067 ай бұрын
ভদ্র মহিলার জীবন সম্পর্কে শুনেছি তারপর আগ্রহ জেগেছিলো তার বই গুলো পড়ার এক বন্ধুর মাধ্যমে বেশ কয়েকখানা বই সংগ্রহ করলাম প্রথম রুদ্র কে চিঠি লেখার বইটি পড়লাম তখন রুদ্রর বন্ধর স্ত্রী ছিলেন তিনি। তার বই এর ভাষা কিছু কিছু খুব চমৎকার আবার কিছু কথা কুৎসিত আগ্রহ হারিয়ে ফেলেছিলাম আজ এই আবৃত্তি টা লেখা গুলো চমৎকার লাগলো 🌸
@FatemaKhatun-qw5yp2 жыл бұрын
জীবন্ত এই কবিতার মাঝে শৈশব খুজে পাই ।
@samirsarkar55203 жыл бұрын
তসলিমা মানেই আবেগ আর অনুভূতি❤❤❤❤❤
@liza_opa86993 жыл бұрын
True
@liza_opa86993 жыл бұрын
kzbin.info/www/bejne/iaLRqpyHj8pgp80
@alekshai96293 жыл бұрын
what a beautiful recitation you have made and salute to Taslima Nasrin for this lovely poetry...aaahhh..so touchy
@supriyosinha89693 жыл бұрын
kzbin.info/www/bejne/hZWmlZuMq8dgjdk
@EnglishwithArijitSir6 ай бұрын
অনবদ্য লাইল আর অতুলনীয় আবৃত্তি।।
@IndrajitSajib3 жыл бұрын
প্রিয় রুদ্র, প্রযত্নেঃ আকাশ, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুরে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও? তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগত্সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না?
@liza_opa86993 жыл бұрын
kzbin.info/www/bejne/iaLRqpyHj8pgp80
@avikbasu45463 жыл бұрын
প্রিয় লেখিকা ও প্রিয় আবৃত্তিকার কে অসংখ্য সম্মান। অনবদ্য❤️❤️
very gd citation. RUDRO is my very favorite poet. His rise and departure all, when I was University student
@supriyosinha89693 жыл бұрын
kzbin.info/www/bejne/hZWmlZuMq8dgjdk
@KakanNandi2 ай бұрын
দারুন,চোখে জল এসে গেল
@amitsarker84302 жыл бұрын
আমাদের দুর্ভাগ্য এমন লেখিকাকে সম্মানের সঙ্গে দেশে রাখতে পারিনি,,, তাকে দেশ ছাড়া হতে হয়েছে,,
@dhurjatibhattacharyya59953 жыл бұрын
অসাধারণ। আপনার অনন্য উপস্থাপনা শব্দকে বাঙ্ময় করে তোলে, তাকে সজীব রূপদান করে । মন ভরে গেল।
@AshitBairagi-p7t Жыл бұрын
Aha ki sundor mon jurie gale ❤❤❤
@GanganarayanmaityGanga Жыл бұрын
I have no word to write for any comments about this performence. Thank you didi
@abhishekghosh5575 Жыл бұрын
Eto sundor kotha gulor jonno apna k pronam janai
@pranatisanyal32353 жыл бұрын
খুব সুন্দর একটি কবিতা ভালো লাগলো।
@hunteraraf95242 жыл бұрын
এত সুন্দর কবিতা হৃদয় ছুঁয়ে যায় শুনতে শুধু ইচ্ছাই করে।
@sanumia91982 жыл бұрын
তোমার৷ বুক বরা দুক
@abdulmumen46692 жыл бұрын
শুধু কবিতা ভালো হলেই চলবে না। এ কবিতার যথাযথ আবৃত্তি এর অন্তর্নিহিত আবেদন আমাদের মনের মধ্যে এক দীর্ঘস্থায়ী অনুরণন রেখে যায়। ব্রততীর কন্ঠে আবৃত্তি ভীষণ ভালো লাগলো।
@karnajitroychowdhury25473 жыл бұрын
সত্যিই অসাধারণ হয়েছে ,,,,,
@abuhossain4274 Жыл бұрын
darun ! valo laglo tumar abriti.
@shampasengupta40973 жыл бұрын
Kichu bolar nai Apurbooooo excellent thanks
@sumanagasti-philosophyandp473 жыл бұрын
অসাধারণ অভিব্যক্তি! হৃদয়ভেদী উপলব্ধি!
@liza_opa86993 жыл бұрын
kzbin.info/www/bejne/iaLRqpyHj8pgp80
@KakaliDas-w4z18 күн бұрын
Dujon ar protibha.mila.misa anybody. . Antorik priti subachha railo 🌹🌹🌹🌹
@ভালোবাসারকবিতা-স৬ড3 жыл бұрын
মন ভরে যায় এমন কবিতা শুনে
@gaurichakraborty50603 жыл бұрын
শুনে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, শরীর মন অবশ হয়ে গেল। দিদিভাই এর কন্ঠ ও বাচনভঙ্গি সবসময় মনকে নাড়া দিয়ে যায়। প্রনাম দিদিভাই। লেখা টাও অসাধারণ। তবে দিদিভাই এর জন্য সেটা প্রানবন্ত হয়ে উঠেছে। 🙏
@ishanraj6474 Жыл бұрын
অসাধারণ কবিতা ধন্যবাদ।
@snigdhokalam3 ай бұрын
অসাধারণ। তসলিমা ম্যাম আপনার লেখা মেয়েদের মনে শক্তি জোগায়
@benu5223 жыл бұрын
অনেক অজানা কিছু জানলাম। ভাল লাগলো
@sumaiajolly79813 жыл бұрын
মনোমুগ্ধকর আবৃত্তি ❤️
@siprakumar62342 жыл бұрын
অসাধারণ একটি মর্মস্পর্শী কবিতা ব্রততীদির কন্ঠ আলাদা মাত্রা দিয়েছে
@hasibulislam8343 жыл бұрын
ব্যস্ততার কারনে আজকাল চোখের জল ঝড়িয়ে হালকা হতে পারি না। অনেক দিন পর চোখ বেয়ে অঝরে বৃষ্টি নামলো।
@liza_opa86993 жыл бұрын
kzbin.info/www/bejne/iaLRqpyHj8pgp80
@rumanahammed59643 жыл бұрын
অসাধারণ কথামালা। চমৎকার আবৃত্তি
@piyalisinha14933 жыл бұрын
kzbin.info/www/bejne/hZWmlZuMq8dgjdk
@subhambiswas2113 жыл бұрын
Ki bolbo. Kichu bolar nei. Darun darun darun darun