Рет қаралды 57
Course Name: Freelancing with Graphic Design
ফান্ডামেন্টাল প্রোগ্রাম ফর বিগিনারস
কিভাবে জয়েন করবো কোর্সটিতে?
learnovate.ins...
ইন্সট্রাকটর পরিচিতি
আসসালামু আলাইকুম। আমি সোহাগ মীর ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত কাজ করছি ফাইভার মার্কেটপ্লেসে লেভেল ২ সেলার হিসেবে। যেখানে প্রায় ৭০০+ ক্লাইন্ট এর ১০০০+ প্রজেক্ট এ কাজ করেছি। বর্তমানে ব্লু ফ্লাগ একাডেমি (সোমালিয়া), ক্যারিবিয়ান ফাউন্ডেশন (নেদারল্যান্ড), বেনাদির টেক(সোমালিয়া), ওয়াক ইউর টক (বোনায়ার), এডভেঞ্চার ভিক্টোরি (ইউ এস এ) এবং নীট রেস্ট্যুরেন্ট (ইউ এস এ) তে রেগুলার গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি । ২০১৭ সাল থেকে নিয়মিত মেন্টরিং করছি।
এক নজরে দেখে নেই এই টিউটোরিয়াল কোর্স কাদের জন্যঃ
এই কোর্সটি ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ বিগিনারদের জন্য যারা গ্রাফিক ডিজাইন এ ফ্রিল্যান্সিং করতে চায় তাদের জন্য। যাদের বেসিক কম্পিউটার সম্পর্কে ধারনা আছে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারে তারা এই কোর্সটি খুব সহজেই করতে পারবেন । এই কোর্সটি করার জন্য গ্রাফিক ডিজাইনের উপর পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই কোর্সে আমরা একদম শুন্য লেভেল থেকে দেখিয়েছি। বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা শিখতে আগ্রহী তারা এই কোর্সটি এনরোল করতে পারেন।
কি কি শিখানো হবে এই কোর্সেঃ
এই কোর্সে আমরা একদম প্রথম থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত দেখিয়েছি। গ্রাফিক ডিজাইনের জন্য যে দুইটি সফটওয়্যার বেশি ব্যবহার হয় সেই দুইটি সফটওয়্যার এর টুলস থেকে শুরু করে ডিজাইন আইডিয়া এবং ডিজাইন করা পর্যন্ত এখানে দেখানো হয়েছে। এই কোর্সে গ্রাফিক ডিজাইনের কালার প্রিন্সিপাল নিয়ে বিস্তারিত জানতে পারবেন। কোন ডিজাইনে কোন কালারটি ব্যভার করা উচিৎ, কোন ধরণের ফন্ট স্টাইল ব্যবহার করা উচিৎ তার সবকিছুই এই কোর্সে দেখানো হয়েছে। এছারাও কাজ শিখে কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করতে হয় তার আলোচনা আছে এই কোর্সে। এবং প্রতিনিয়ত কিভাবে নিজের স্কিলকে ডেভেলপ করা যায় সে সম্পর্কে রয়েছে বিস্তারিত আলোচনা।
কেন নিবেন আমাদের এই কোর্স?
যদি আপনি গ্রাফিক ডিজাইনের বেসিক থেকে শিখতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য উপযুক্ত। আপনি চাইলে যে কোন প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন কিন্তু আমরা আমাদের এই কোর্সটিতে গ্রাফিক ডিজাইনের একদম বেসিক টুলস থেকে শুরু করে ডিজাইন কন্সেপ্ট মেকিং, কালার থিওরি এবং কমপ্লিট প্রোজেক্ট করে দেখিয়েছি যেন এক কোর্সেই আপনি বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিখতে পারেন এছাড়াও যেহেতু এক কোর্সটি অভিজ্ঞ ফ্রিল্যান্সার দ্বারা তৈরি তাই এখান থেকে যা শিখবেন সেটি হবে পারফেক্ট কেননা এই বিষয়ে ট্রেইনারের আছে বাস্তব অভিজ্ঞতা। কোর্স চলাকালীন প্রতি সপ্তাহে থাকে ট্রেইনারের লাইভ সেশন এছাড়াও ফেসবুক গ্রুপের মাধ্যমে ইনস্ট্যান্ট সাপোর্ট। যা আপনার শেখার গতি এবং মানকে বাড়িয়ে দিবে ।
প্রধান যে টপিকগুলো আলোচনা করা হয়েছেঃ
এডোবি ফটোশপ টুলস
এডোবি ইলাস্ট্রেটর টুলস
কনসেপ্ট মেকিং
কালার থিওরি
ক্লাইন্ট রেগুলার ডিম্যান্ড
ফ্রিল্যান্সিং মারকেটপ্লেস
ফ্রিল্যান্সিং টিপ্স অ্যান্ড ট্রিক্স
স্কিল ডেভেলপমেন্ট
এবং আরোও অনেক বিষয়