এমন একজন কবি, এমন একজন গীতিকার, এমন একজন সুরকার আর সর্বোপরী এমন একজন মানুষ যার বিকল্প না কোনোদিন ছিল আর না কোনোদিন হবে। আমার প্রিয় নজরুল, প্রণাম নিও।
@biddrohibiddrohi67984 жыл бұрын
Thanks
@jigirofficial16544 жыл бұрын
No
@nazimuddinmondal36963 жыл бұрын
আমারও প্রিয় কবি কাজী নজরুল ইসলাম
@OPS---20233 жыл бұрын
My favorite also
@SatyaPrakash-ek9kb11 ай бұрын
Khub valo Post এটা সকলের জানা দরকার🙏
@faizulhassan88834 жыл бұрын
এমন একজন কবি, গীতিকার,সুরকার , এমন শব্দ চয়ন যা কাজী নজরুল ইসলাম কে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যার তুলনা শুধু তিনি নিজেই। নজরুল কারো মত নন, কেও নজরুলের মত নয়। তাঁকে আমরা যা খুসি বানাতে পারি, শ্যামা সঙ্গীত, শুনে হিন্দু, ইসলামী গান শুনে মুসলমান, আবার কখনও বিদ্রোহী, প্রেমের গান শুনে প্রেমিক, কিন্তু তিনি কি তা ঠাহর করতে পারিনা। আসলে তিনি একজন পূর্ণ মানুষ, মানবতার পূজারী, ভালোবাসার পূজারী, জগতের সমস্ত সৃষ্টির প্রতি ভালোবাসা না থাকলে গভীর অনুভূতি না থাকলে এবং ভাষার উপর দখল না থাকলে এ সব সৃষ্টি করা যায় না । উপরন্তু গভীর অনুধাবন , অনুসন্ধিৎসু মন, গভীর চিন্তা ও পড়াশুনা সঙ্গে তাঁর মেধার মিশ্রণ (যা ঈশ্বর প্রদত্ত) যা তাঁর লেখায় বৈচিত্র্য এনেছে। বাংলা গজল এক অনন্য সৃষ্টি এবং তিনিই পথপ্রদর্শক। সারেগামা বাংলা কে অসংখ্য ধন্যবাদ এমন একটা সংকলন উপস্থাপনা করার জন্য সঙ্গে উপড়ি পাওনা প্রতিটি গজলের একটি ভাষ্য বিবরন।
@nanibhowmik79185 ай бұрын
সত্যি তাই উনার জ্ঞানের পরিধ যে ঈশ্বর প্রদত্ত অস্বীকার করা যাবেনা। আমাদের সনাতন ধর্মীয় ভজন র্কীতন শ্যামা সঙ্গীত বেশিরভাগ উনার সৃষ্টি। যা আমি ভাবতে গেলে ভেবে কূলকিণারা খুজে পাই অশ্রুসিক্ত হয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস ভগবান উনার বিদেহী আত্মার সদগতিই করেছেন।
@kumardebu1010 ай бұрын
বাংলা সাহিত্যের এবং বাংলা গানের এক প্রবাদপ্রতিম গীতিকবি কাজী নজরুল ইসলামের কিছু অসাধারণ কালজয়ী স্মরণীয় বাংলা গজল! বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি শিল্পীদের অসাধারণ এবং অনবদ্য গায়কী স্মরণীয় গান গুলি'কে কালজয়ী ও চিরস্মরণীয় করে তুলেছে। বিশ্ব মানবতার বিদ্বগ্ধ প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা এবং শতকোটি প্রণাম।♥️🙏
@ASHOKKUMAR-pi5xl4 жыл бұрын
এ এক অপরুপ মন ও প্রানের মানুষ।যার মধ্যে নাই কোনো ভেদাভেদ।সকলেই এক "মোরা একি বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রান" এক ভালোবাসার অমর কবিতা। তুমি অমর হয়ে থাকবে যতদিন মানুষ আছে।
@drhemel3 жыл бұрын
শুধু এমন মানসিকতার রাজনীতিবিদ যদি আমাদের থাকত এই উপমহাদেশ অন্য রকম হোত। তার মন মানসিকতা সর্বোপরি তাঁর গান কবিতা গদ্য এতই ভার্সেটাইল, তিনিই অনন্য।
@Unknown_Akshu3 жыл бұрын
সাধারণ মানুষের সুখদুঃখ নজরুল ইসলাম খুবই ভালো বুঝতেন । আর উনি যে অসাধারণ সুর গুলি তৈরী করেছিলেন তা অবিশ্বাস্য ।
@biddrohibiddrohi67984 жыл бұрын
নজরুলের গান আপনাদের কাছে আরো প্রত্যাশা করি। উনি আর রবি ছাড়া আমার জগৎ অচল! আপনারা যারা নজরুলকে ভারতে ছড়িয়ে দিচ্ছেন, তাদের হৃদয় থেকে সালাম!
@mostakimhasan83495 жыл бұрын
হে দরবেশ নজরুল তোমার প্রতি সালাম ও অনেক ভালোবাসা। খোদা'র দরুদ আপনার ওপর।
@AbdulHakim-id3ri4 жыл бұрын
নজরুল শুধু বাংলাদেশের কবি নয়,সারা দুনিয়ার নীপিরিত মানুষের ও সাম্যের কবি।রাসুল প্রেমিক কবি।তিনি বাংলার বুলবুল আমাদের প্রিয় কবি।
@বাংলারমুখbanglarmukh3 жыл бұрын
অসাধারণ❤️এক জীবনদর্শন হলেন নজরুল ইসলাম। নিজের জীবন সংগ্রাম ই যাঁর লেখনীর উপজীব্য। আমির খসরু, মির্জা গালিব এর বাংলা ভারসান নজরুল ইসলাম।❤️
@nazmulhasannayembiswas78325 жыл бұрын
ভাবতেই ভালো লাগে যে এই এপিসোডটি আরো অসংখ্যবার শুনতে পারবো যতদিন বেঁচে আছি। Saregama Bengali কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
@alamgirislam79506 жыл бұрын
সারাগামাকে অসংখ্য ধন্যবাদ নজরুলের অবিস্মরণীয় গান গুলো নতুন করে পরিবেশন করার জন্য।
@emonsheikh8201 Жыл бұрын
নজরুলের গানের সাথে হয়তো স্বর্গের একটা যোগ আছে। নজরুল সংগীতে তন্ময় হওয়া মানে স্বর্গে পরিভ্রমণ । weekend classics এর প্রতি কৃতজ্ঞতা এমন সুন্দর আয়োজনের জন্য।
@nazrulislam65426 жыл бұрын
অনেক ধন্যবাদ আজ জানলাম বাংলা গজল সম্রাট নজরুল, উনি বেঁচে আছেন থাকবেন
@pabitrakumarpaul6992 ай бұрын
অসাধারণ প্রতিভাবান। সশ্রদ্ধ প্রণাম জানাই এই মহান কবিকে 🙏🙏🙏🌹💐❤️❤️❤️
@abdurrauf50673 жыл бұрын
শত সহস্র শ্রদ্ধা ও ভক্তি রইল জাতিয কবি কাজী নজরুল ইসলাম এর প্রতি। মহান আল্লাহ পাক আপনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
@mohammademran55452 жыл бұрын
আমিন
@tapaspaul.52805 жыл бұрын
নজরুল হিন্দু মুসলিম পার্শী খৃষ্ঠান কোনো পন্থী নন উনি মানব পন্থী, ভালোবাসাই(মানুষকে) তাঁর একমাত্র ধর্ম , উনি শ্রষ্টা শতাব্দীর শ্রেষ্ঠ কবি ও গীতিকার উনি গুল বাগিচার বুলবুলি ,তাঁর প্রকৃত মুল্যায়নের জন্য আমাদের আরও অনেক অনেক বেশি করে তাঁর সৃষ্টির মধ্যে ডুব দিতে হবে ৷
@habibuzzamanshikdar18624 жыл бұрын
ধন্যবাদ আপনাকে।
@drhemel3 жыл бұрын
ঠিক বলেছেন।
@tapanbikashsaha42542 жыл бұрын
কবি নজরুল ইসলাম শ্রেষ্ঠ বাঙ্গালী দের মধ্যে অন্যতম মহামানব।
@prasenjitpal62422 жыл бұрын
@@drhemel ml kgpl0p
@Devil-nd9cd2 жыл бұрын
ওনি সুফিবাদ এ বিশ্বাসী কোনো ধর্ম সাম্প্রদায়িক নন আর ধর্ম হচ্ছে মানব ধর্ম যেমন সুফি মঈনুদ্দিন খাজা চিশতি রহঃ
@salahuddin11085 жыл бұрын
কাজী নজরুল ইসলাম আমাদের গর্ব আমাদের অহংকার বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আমাদের জাতীয় কবি ,উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
@taifhasanratul42183 жыл бұрын
কাজী নজরুলের প্রত্যেকটি গান মানব জাতির জন্যএকেকটি উপহার স্বরুপ। যা উন্নতি ঘটাতে পারে মননশীলতার। বহু প্রতীভার অধিকারী এই শিল্পী খুব অল্প দিনই লিখতে পেরেছিলেন আমাদের জন্য।
@md.ashraffhossain53555 жыл бұрын
কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের গান আজকের দিনে খুব বেশি অনুভব করছি। যা মানুষকে শান্তি ও স্বস্তি দেয়।
@alhajtafique61433 жыл бұрын
দারুণ চমৎকার প্রেজেন্টেশন। অনেক অনেক ধন্যবাদ। প্রেমের কবি বিরহের কবি আনন্দের কবি বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম। যতদিন পৃথিবী থাকবে মানুষ থাকবে তত দিন মানুষের হৃদয়ে থাকবে বাংলাদেেশের তথা বাংলার জাতীয় কবি নজরুল ইসলাম।
@pmmusiccompany88175 ай бұрын
Ato Bangladesher bolcho keno upnara
@polichatterjee57605 жыл бұрын
নজরুলগীতি আমার প্রান, আমার ওনার গানের বিচার খমতা নেই ।আমি শুধু জানি নজরুলগীতি আমার প্রান, নজরুলগীতি আমার ভালোবাসা ।কবি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই ।
@polichatterjee57605 жыл бұрын
কবি কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই ।
@crazycatlady98714 жыл бұрын
Thik
@rajibahmed36753 жыл бұрын
@@polichatterjee5760 😚
@asmabintekader9431 Жыл бұрын
আহ! ভীষণ ভাবে আপ্লূত হই। যতো শুনি ততোই মুগ্ধ হয়ে যাই। ভালোবাসার এমন মহতী কথা এতো রোমান্টিকতা আর হৃদয় হরণ করা এতো উচ্চ দরের চিন্তা আর কারও চিন্তায় আছে কি-না আমার জানা নেই। শিল্পী ও কবির প্রতি সশ্রদ্ধ সালাম রইলো।
@sushilbarman72682 жыл бұрын
যত দিন বেচে থাকব যেন এই রকম গান শুনতে পাই
@nasrummubin23455 ай бұрын
অবিশ্বাস্য! একটা ও নেগেটিভ কথা বা কমেন্ট নেই!! প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টিকর্তার কাছে কতটা কবুল এতেই বুঝা যায়। ধন্যবাদ সারেগামা কারমা+সকল শিল্পী+কলাকুশলী। ❤❤❤
@gaosulhaque96876 жыл бұрын
মনে কতটা কষ্ট থেকে উনি এগুলো লিখেছিলেন, আর সেগুলোই হয়ে গেলো ইতিহাস সেরা হামদ- নাত ! আল্লাহ আমাদের জাতীয় কবি কে বেহেশত নাজিল করুন, আমীন।
@umamukherjee10773 жыл бұрын
🙏🙏🙏a আমি একজন 🙏নজরুল গীতি🙏 শিল্পী। ওনার গান পরিবেশন করার আগে মন শ্রদ্ধায় ভরে যায়।চোখ জলে ভরে যায়।❤️❤️❤️
@tapanbikashsaha42542 жыл бұрын
এখানে আল্লাহ ও বেহসতর কোন প্রয়োজন ছিলো না। এগুলো র উত্তর উনি আগেই দিয়ে গেছেন।
@samimsk-su5qq2 жыл бұрын
নজরুল ইসলাম আমাদের ভারতিয় কবি হয়ে বাংলাদেশের জাতিয় কবি হয়ে গেল কেনো।
@firozahmedht Жыл бұрын
@@samimsk-su5qq কারণ ওনার সম্মান বাংলার মাটিতেই রয়েছে,হিন্দুস্তানের মাটিতে নয়।
@mdmahabuburrahman88035 жыл бұрын
কি সৃষ্টি করে গেছেন কাজী নজরুল ইসলাম। অসাধারণ অসাধারণ অসাধারণ!!!
@abulkhayer11563 жыл бұрын
নজরুলগীতির কথা সুর ছন্দ তাল লয় অনুপম।বাংলার শ্রেষ্ঠ সঙ্গীত
@NazrulIslam-wz5te4 жыл бұрын
অসাধারণ সব বাংলা গজল। কবিকে হাজারো সালাম।
@maladas58802 жыл бұрын
অসাধারণ এক কবি কাজী নজরুল ইসলাম।তার কোনো তুলনা হয় না। তার চরণে প্রনাম জানাই।
@mnazrulbiswas2424 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা হে বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম।
@abdullahalmasud76635 жыл бұрын
এ যেনো অদ্ভুত অসামান্য উপহার কিছুক্ষনের জন্য কোথাও যেন হারিয়ে গেলাম, ধন্যবাদ
@mohasinmia87027 жыл бұрын
কবি নজরুল ইসলামের গান আত্মাকে ছুঁয়ে যায়। কালেকশনটির জন্য অনেক ধন্যবাদ আপনাদের। বিশেষ করে প্রত্যেকটি গানের পূর্বে গানের শুরুর দিকটা, এক কথায় অসাধারন.... কৃতজ্ঞতা জানাই আপনাদের
আসাধারণ কথা ও সুর!! সাবাস নজরুল! প্রিয় কাজী নজরুল ইসলাম, ........ তুমি প্রেমের কবি, .......... রোমান্টিক কবি ....... ভালবাসার জয়গান তোমার কথায় ও সুরে। তুমি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাক, এই মিনতি আমাদের। সা রে গা মা কে ও ধন্যবাদ গানগুলো আবার আমাদের কাছে পৌছে দেয়ার জন্য।
@mahbubalam20426 жыл бұрын
Minul Islam -
@rajabhattacharya21393 жыл бұрын
Exception is always a exception.Gift we received from all areas he covered is a blessing bestowed on us.
@hiranmoypaulofficial6 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ সারেগামাকে এধরনের একটা অসাধারণ নজরুল গজলের কালেক্সনের জন্যে। শুনে মন ভরে গেল।
@mdrafiqulislam18069 ай бұрын
খুব সুন্দর😊😊😊
@azizdewan58982 жыл бұрын
অসাধারণ! অসাধারণ! অসাধারণ!!!
@tamsurhossain50724 жыл бұрын
নজরুলের গান ছাড়া অন্যসব গানকে আমার গানই মনে হয় না।আমার এই মানসিকতার কোন কৈফিয়ৎ দেয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমার মনের ঝোঁক প্রবণতার খোলা প্রান্তরকে নজরুলই জয় করে নিয়েছেন। কেন আমি তার কাছে হৃদয়কে সমর্পণ করেছি তা বলতে সব সময়ই অপারগ। নজরুলের গান আমার মনের খোরাক।
@abdulmuneimbaksh30413 жыл бұрын
Same as for me as well as…… Love you brother you can explain but it so impossible for me….
@nishadgain11473 жыл бұрын
♥️♥️
@shahidhasan8242 жыл бұрын
ভাই আপনি কই আছেন? আমি একমাত্র ব্যক্তি যে নজরুলের গান ছাড়া শুনিনা! নজরুল হচ্ছে আগুন অন্যদিকে আবার পানি,,, এক কথায় নজরুল সর্বত্র বিরাজমান। সকলের মনে স্থান করে আজও বেঁচে আছে নজরুল।
@mausumidas4612 жыл бұрын
এ আবার কেমন ভাবনা😎
@pritimukherjee15352 жыл бұрын
@@nishadgain1147 kee apurboo Mona hoy Sara din suni
@akmkarim16 жыл бұрын
প্রিয় Saregama Bengali; আমার মনে হয় আপনি নিশ্চয়ই এক জন বাংগালী, আমিও একজন বাংগালী, বাংলাদেশি। আজ ৩৭ বছর আমেরিকা প্রবাশী। আপনার পোষ্ট দেওয়া বহু গান আমি শুনেছি, এখান থেকে নামিয়ে আমার হার্ড ড্রাইভে সংগ্রহ করেছি অনেক। অবসরে শুনার জন্য। আজকের এ মহা মূল্যবান পোষ্টটিও নামিয়ে সংগ্রহ করে রাখলাম। ধন্যবাদ এই মুল্যবান গানগুলো আমাদের নতুনভাবে উপহার দেয়ার জন্য। আমি মুগ্ধ এই গান গলো শুনে। আপনি দীর্ঘ জীবি হউন প্রার্থনা করি মংগলময়-এর কাছে।
@jahangirbiswas3786 жыл бұрын
অসাধারন!
@manickchandrarudra67084 жыл бұрын
Kabi Nazrul a mar priya kabi tar Gan Ami bhalobasi at tar bidrohi kabitaguli o amer khub bhallo mage .
@mdarifrasul14805 жыл бұрын
যুগের বিস্ময় হল কাজী নজরুল ইসলাম | দরিদ্রতা সত্যেও তার পুরো জীবনটা অনন্য বৈচিত্রে ভরপুর
@popularclinicrajbari62136 жыл бұрын
ধন্যবাদ সারেগামাকে এধরনের অসাধারণ নজরুল গজলের কালেকশনের জন্যে
@aminsiddik93896 жыл бұрын
বকুল চাপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে...😍
@nullsquad42955 жыл бұрын
হ্রদয় ছোয়ে যায়,,,গজলটি,,,
@nahidbadsha7623 жыл бұрын
উচ্চ চিন্তার সুর বাজছে তোমার গলায়ে, নজরুল তোমারো ভাবনার দুয়ারে আটকে রয়েছি মোরা ভাষার প্রেমে মগ্ন হয়ে আপন হৃদয়ে।
@pranabbhattacharyya8893 жыл бұрын
নজরুল নজরুল ই। এক অসামান্য গীতিকার
@israilkhan6684 жыл бұрын
বারে বারে শুনি , আর শুনি । মন ভরে না । এমন ক্লাসিক আনন্দ আর কিছুতে হয় না ।
@mahabubmollah93374 жыл бұрын
জয় গুরু, জয় শাহ্ সুফি কাজী নজরুল ইসলামের জয় এই অধমের ভক্তি 🙏🙏🙏🙏🙏🙏🙏
@prafullamukhopadhyay84244 жыл бұрын
হে মহান কবি লহ প্রণাম। ধন্যবাদ "সারেগামা"কে।
@ooooooooo72364 жыл бұрын
নজরুল ইসলামের এইগান গান গুলো খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব ভালো লাগল
@morbiislam26074 жыл бұрын
Nasrul ar kabetachy
@mustafahasanchowdhury27556 жыл бұрын
'দরবেশ কাজী নজরুল ইসলাম তোমায় ভালোবাসি'।
@laizukhan52004 жыл бұрын
আল্লাহ নজরুল ইসলামকে শান্তিতে রাখো।🇧🇩🇧🇩🇧🇩
@sarmisthadas401Ай бұрын
Outstanding Presentation 🎉🎉 PRANAM 🙏 🙏 NAZRUL ISLAM JI 🖊 🖋 🎵 🎶 KAZI NAZRUL ISLAM JI ALWAYS GREAT Aritra Das 🌎 Sarmistha Das India 🇮🇳 Kolkata
@biplabthander99242 жыл бұрын
নজরুলের ভক্তিগীতির ভক্ত ছিলাম কিন্তু তার গজলের ও ফ্যান হয়ে গেলাম।
@MuhiburRahmanMoznu6 жыл бұрын
কাজী নজরুল ইসলাম ই বাংলার আপামর জনগণের কবি যার অসাধারন কৃতিত্বের সাক্ষর এই গজল যা মন ছুয়ে যায় যে কারো।
@alamin71976 жыл бұрын
খুব ভালো লাগে এই সংকলনটি। প্রায়সময়ই শুনি এই গানগুলো.......সা রে গা মা বাংলা ইউটিউটব চ্যানেলকে অনেক ধন্যবাদ
@-letslearn60224 жыл бұрын
আমি সব থেকে নজরুল ইসলামের গজল পছন্দ করি
@imransk90244 жыл бұрын
মহাবিদৌহী,রন ক্লান্ত, নজরুল ইসলাম সেই দিন, হবে শান্ত, আমি দোয়া করি আল্লাহ তায়ালা যেন তিনাকে, বেহেস্তেও, দান করেন, নজরুল ইসলামের লেখা, রয়েছে অনেক, কাব্য, যেমন,সাম্যবাদি,ভাঙারগান,ফনিমনোসা,বিশেরবাসী, অনেক গান ও, ইসলামিক গজল রেখেছেন, তার অসাধারণ কাব্য ভান্ডার রয়েছে
@Shongshoy-Listener3 жыл бұрын
ভাই, আল্লাহ তাহাকে কিভাবে বেহেস্ত দিবেন? আল্লাহ ত কবিতা ও সমস্ত সঙ্গীত কে হারাম করে দিয়েছেন!
@taslimaakter-kh4wy5 жыл бұрын
নজরুল ইসলাম মানেই হচ্ছে অসাধারণ ।
@266212554 жыл бұрын
ইসলাম শব্দের দ্যোতক "শান্তি" ... নজরুল ... তাঁর প্রবন্ধে জাতের বজ্জাতি কেই উল্লেখ করেছেন ... আজও স্মর্তব্য ... গানের সুর ও শব্দ প্রক্ষেপন মনকে শান্ত করে ... আপামর বাঙালীর কাছে ... চিরকাল উনি "ইসলামী" ... হয়েও বাঙালী ।
@bazlur-Vancouver4 жыл бұрын
Uni Islami ganer theke beshi shyma songeet likhechen. ei shilpi tar sommondhe bhalo jane ebong ekhonkar sob theke bhalo gayok.kzbin.info/www/bejne/pKrKgZ6cbLuegdU
@266212554 жыл бұрын
@@bazlur-Vancouver বাজলুর সাহাব , গুস্তাকি মাপ করবেন ... আপনার উল্লেখিত "শিল্পীটার" শব্দচয়নে ... ওটা "শিল্পীর" হলেও আপত্তি করবো না ... শিষ্টাচার ও সৌজন্য ... বিশেষ করে একজন আন্তর্জাতিক বাঙ্গালীকে সম্বোধনে আমাদের সজাগ থাকতে হবে ...
@gulammohammad24182 жыл бұрын
Ok
@tamsurhossain50724 жыл бұрын
নজরুল সব্যসাচী। যেখানে হাত দিয়েছেন সোনা ফলেছে।
@aliaznabi70726 жыл бұрын
গুরু নজরুলজীর লেখা গজলের ভাষা ও সুরের মধুরতা হৃদয়কে মুগ্ধ করে।
@moinuddinahmed45682 жыл бұрын
Kazi Nazrul Islam is the greatest musitian hero of fhe world
@pradyutmal25866 жыл бұрын
**বল বীর বল উন্নত মম শির**..... দুর্দান্ত 👌👌
@Mdhabib-bc9ph6 жыл бұрын
পৃথীবিতে দুজন কবি আছে যারা লেখনির মাধ্যমে আমার নবিজির শান ও মান সব চাইতে বেশি প্রকাশ করে গেছেন তাদের মধ্যে একজন হল পারস্যের কবি হযরত শেখ সাদি (রাঃ)এবং অন্যজন বাংলার কবি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম।
@sohelrana-cp6vf6 жыл бұрын
অারেকজন অাল্লামা ইকবাল
@shahinziku94345 жыл бұрын
Allama ikbal Bolesen.
@mdyousuf78725 жыл бұрын
6
@mohuadas8985 жыл бұрын
@@sohelrana-cp6vf vb Mpkrojz9
@CHANDPURAIRINTERNATIONAL5 жыл бұрын
আল্লামা জালাল উদ্দিন রুমির নাম হয়তো ভুলে গেছে।
@rashidulalom1464 жыл бұрын
মন নাচে প্রাণ নাচে প্রিয় কবির গান শুনে..........
@pijushkantisaha91192 жыл бұрын
অসাধরন গজলগুলো।
@md.shihaduzzamanshohagh54474 жыл бұрын
সংগীতে নজরুলই সেরা সর্বকালের।
@manjulchowdhury72186 ай бұрын
আমার সবচেয়ে প্রিয় কবি এই নজরুল যার কথাগুলি গান হিসাবে মনে ঝড়ে পড়তে থাকে। আজ তাকে আমার অবাধ্য উলঙ্গ ভালবাসা ছাড়া কিছুই নেই!!!
@shohelahmed12585 жыл бұрын
কবি নজরুল ইসলামই ছিলেন বাংলার শ্রেষ্ট লেখক!
@RoseRose-nu3rx3 жыл бұрын
অসাধারণ।
@sumitchakrabartty10966 жыл бұрын
সবগুলো গজলই ভাল লাগলো তবে, কে বিদেশী মন উদাসী বাঁশের বাঁশি সবচেয়ে বেশী ভাল লাগলো, ধন্যবাদ শিল্পীকে
@sakilchowdhory2046 жыл бұрын
♥♥♥
@TajnurIslam5 жыл бұрын
বাংলার বুলবুল কবি কাজী নজরুল
@sheikhislam12574 жыл бұрын
Atullo,amullo o asadharon sanmanito priyo kobir asamanno akosonio gaan somuho.
@supriyasaha59634 жыл бұрын
Ki asaadharan surer...modiraate beshe jawoa… bar bar sunchi NAZRUL ISLAM all regards
@betterreaction4 жыл бұрын
কাজী নজরুল ইসলাম আমার প্রেরণা, উন্নত মম শীর।
@md.didarulhasan76884 жыл бұрын
We Bangali are really talent,Kazi Nazrul Islam was and is one of them,thank you very much for this presentation.I am Hasan from Bangladesh
@daliamallick1674 жыл бұрын
An extraordinary collection from Saregama, eager to witness more songs of devotional, romantic etc of Kazi Saheb.
@sajjadhassan25733 жыл бұрын
Kazi nazrul islam is the our inspiration to protest against injustice
@holysoundsbd7 жыл бұрын
ভাবতেও অবাক লাগে এই মানুষটাকেই কিনা কতিপয় লোকেরা হিন্ধুপন্থী কবি বলত !!! মনে কতটা কষ্ট থেকে উনি এগুলো লিখেছিলেন, আর সেগুলোই হয়ে গেলো ইতিহাস সেরা হামদ- নাত ! আল্লাহ আমাদের জাতীয় কবি কে বেহেশত নাজিল করুন, আমীন।
@NazirAhmed-lo1xz6 жыл бұрын
Islamic TV Pro মুশশরিকা বিয়ে কোথায় বৈধ পেলেন????
@jabedomor54996 жыл бұрын
Murti puja ki shirk na?
@realislam95896 жыл бұрын
ধর্ম বর্ণ নির্বিশেষে নজরুল সবার
@mustafahasanchowdhury27556 жыл бұрын
@@NazirAhmed-lo1xz যদি একজন মুশরিকে ইসলামের কাছাকাছিই আনতে পারে, তবে তা কি যায়েয হবে না।
@NazirAhmed-lo1xz6 жыл бұрын
@@mustafahasanchowdhury2755 না হবেনা আল্লাহ সরাসরি হারাম করে দিয়েছেন, পরিপূর্ণ ইসলামে আনতে হবে।
@AmirulIslam-fl6to5 жыл бұрын
নজরু ছিলেন ভারত বাংলার সেরা কবি।
@kolimuddindin6296 жыл бұрын
অসাধারন গজল। সহশ্র শ্রদ্ধাভরে শরণ করিয়ে দেয় তম।
@labon5957 жыл бұрын
শুধু নজ্রুলকে নয়, শিল্পিদেরকেও ধন্যবাদ; সাথে Saregama Bengali -কে।
@sabitachakraborty62553 жыл бұрын
Very nice collection thanks
@mdmujib8125 Жыл бұрын
অসাধারণ অসাধারণ
@alamgirahmed74494 жыл бұрын
সালাম তোমায় হে নজরুল ইসলাম 🙏🙏
@TheBoss-ig7er3 жыл бұрын
আমি শুনতেছি২০২১ সালে আর এভাবেই চলবে যুগের পর যুগ।
@alaminsha63386 жыл бұрын
জয় কাজী নজরুল ইসলাম,, অসাধারণ সংগীত
@masudparvas54694 жыл бұрын
For the world Nazrul islam is someone but for BANGLADESH and all banggali he is the world....salute u great Poet...
@ImranHossain-ik1mv6 жыл бұрын
বাংলাদেশী গানের এইরকম সম্ভার আরো চাই এই চ্যানেলে। শুভকামনা রইল। *বাংলাদেশ থেকে*
@pradipray12515 жыл бұрын
বাংলাদেশি গান না এগুলো, বাংলাগান।
@zahidulislam69274 жыл бұрын
@@pradipray1251 ঠিক নজরুল কবিগুরু কোনো দেশের না, সবার
@zakirhossainbabu80873 жыл бұрын
বাংলাদেশী না বাংলা
@KripamoyMukherjee-rq3fx Жыл бұрын
ধন্যবাদ কবি ধন্যবাদ কবি নজরুল ইসলাম গজল সম্রাট
@ishwarbani5750Ай бұрын
Utubeke thankyou thankyou Deb r bhasanai
@shamsularefin95924 жыл бұрын
ওপারে আল্লাহ আপনাকে খুব ভালো রাখুন প্রিয়কবি।
@k.m.m.husain24963 жыл бұрын
নজরুল চর্চার বিকাশ দরকার। পৃষ্ঠপোষকতার জন্য বঙ্গ ভাষীদের উদ্যোগ নিতে হবে । তিনি মানুষের ও মনুষ্যত্বের কবি , বাঙালির মৌলিক সত্তার কবি । তাকে চর্চার মাধধমে বাঙালি পৃথিবীতে শ্রেষ্ঠত্ব লাভ করবে ।
@dipasarkarpramanick4368 Жыл бұрын
আমার প্রাণের কবিকে প্রণাম জানাই
@tushardas13277 ай бұрын
Alga Koro Go Khonpar Bandhon
@sawpanchandradashsawpan57503 жыл бұрын
এমন অনুষ্ঠান আরও চাই।
@gamingabc30483 жыл бұрын
আমি নজরুলের গান শুনতে শুনতে এই কমেন্ট দেখলাম। আমি নজরুল সাহেবের পরম ভক্ত। দয়া করে অন্য অনেক মহান শিল্পী আছেন তাঁদেরকে ছোটো করবেন না।
@ChintamaniChakraborty-g4g2 ай бұрын
আমার খূদা পুরান কবি। আমার রাত্রি জাগান কবি।হে কবি তুমি যুগেযুগে ফির এসো এ লতায়।