যেখানে আপনি পাবেন সত্যিকারের গ্রামীন জীবন |দ্বীপের রানী Char Kukri Mukri | রোমাঞ্চকর ভ্রমণ 2025

  Рет қаралды 163

Amin's Vlog

Amin's Vlog

Күн бұрын

যেখানে আপনি পাবেন সত্যিকারের গ্রামীন জীবন |দ্বীপের রানী Char Kukri Mukri | রোমাঞ্চকর ভ্রমণ Vlog
চর কুকরী-মুকরী ভ্রমণের সবকিছু এক ভিডিওতে | Chor Kukri Mukri Travel Guide | Tarua Beach | চরফ্যাশন | Vola
চর কুকরি মুকরি! যা বঙ্গোপসাগরের কোল ঘেষে,মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় গড়ে উঠা একটি দ্বীপ।বাংলাদেশের ভোলা জেলার সর্ব দক্ষিণে, চর ফ্যাশন উপজেলায় এই দ্বীপের অবস্থান।স্থানীয়রা এই দ্বীপ বা চরকে দ্বীপকন্যা নামে ডাকে।তবে ভ্রমণ প্রেমিদের কাছে এই দ্বীপ,বাংলাদেশের ২য় সুন্দরবন হিসেবে বেশ পরিচিত।চর কুকরি মুকরি একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্য প্রাণীর অভয়ারণ্য।এখানে হরিণ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির প্রাণীর দেখা মিলে।তবে শীতকালে এখানকার চিত্র ভিন্ন ধরনের।তখন বিপুল পরিমাণে অতিথি পাখির আগমন ঘটে।এছাড়া এই দ্বীপ নিরিবিলি ও পরিচ্ছন্ন।তাই যারা প্রাকৃতিক পরিবেশের মাঝে ক্যাম্পিং করে থাকতে চান,তাদের জন্য চর কুকরি মুকরি আদর্শ স্থান।
#bhola #Chorkukrimukri #চর_কুকরি_মুকরি #kukrimukri #chor #bhola #char_kukri_mukri
পরামর্শ ও সতর্কতা
✔ যেহেতু চর এলাকা তাই গাড়ির কোন ব্যবস্থা নাই, যাদের হাঁটার অভ্যাস নাই বা অনিহা তারা না যাওয়াই ভালো।
✔ বনের ভিতরে ক্যাম্প করা থেকে বিরত থাকুন।
✔ বনের বেশি গহীনে যাবেন না, আর গেলেও অন্তত দু জন নিয়ে যাবেন যেন পথ হারিয়ে না ফেলেন।
✔ যেহেতু বন্য প্রাণীর অভয়ারণ্য, তাই তাদের চলার পথে বাধার সৃষ্টি করবেন না বা প্রাণীকে ভয় দেখাবেন না।
✔ শিয়ালের উৎপাত বেশ ভালোই এই চরে তাই রাতে তাবু থেকে নিরাপদ দূরত্বে ক্যাম্প ফায়ার করবেন অবশ্যই।
✔ হরিণ শিকার থেকে বিরত থাকবেন, ইহা দণ্ডনীয় অপরাধ।
✔ সরীসৃপ প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে অতিরিক্ত সতর্কতা
স্বরূপ ক্যাম্প গ্রাউন্ডের চারিপাশে কার্বলিক এসিড ছিটিয়ে দিন।
✔ প্রকৃতির ডাকে সাড়া দিতে যেয়ে বন নোংড়া থেকে বিরত থাকবেন। এমন ভাবে প্রকৃতির ডাকে সাড়া দিন যেন কোন চিহ্ন না থাকে।
✔ খাবার দাবারের ঝুটা নদীতে বা বালুতে গর্ত করে পুতে দিন। আর সকল প্রকার পলি প্যাকেট ব্যাগে ভরে নিয়ে আসুন, চর নোংরা করবেন না।
✔ প্রকৃতির ওপড় কোন খারাপ প্রভাব পড়ে এমন কাজ থেকে বিরত থাকুন।
✔ হৈ হল্লুর, চিল্লাচিল্লি থেকে বিরত থাকুন। খালি পায়ে বনের ভিতর হাঁটবেন না।
✔ যে জায়গায় ক্যাম্প করবেন ফিরে আসার আগে সে জায়গা এমন ভাবেই রেখে আসুন যেভাবে ক্যাম্প করার আগে পেয়েছিলেন, যেন কেউ না বুঝতে পারে এখানে কেউ বা কারা এসে দুই এক রাত থেকে ছিলো।
✔ এই অঞ্চলে বিদ্যুতের কোন ব্যবস্থা নেই, তাই অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে রাখুন। আর বাজারে সোলার পাবেন সেখানেও মোবাইল চার্জ করতে পারেন যা অনেক সময়সাপেক্ষ।
✔ স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন, তাদের অমায়িক ব্যবহারে আপনি নিজেও মুগ্ধ হবেন।
✔ যে কোন সমস্যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করুন, খুবই ভালো আর অমায়িক একজন মানুষ। বিশেষ করে টুরিস্টদের জন্য বেশ হেল্পফুল একজন মানুষ।
✔ নদীতে গোসলে সতর্কতা অবলম্বন করুন, সাতার না জানলে বেশী দূর যাওয়া থেকে বিরত থাকুন।
✔ গ্রামীনফোন ও রবির নেটওয়ার্ক পাবেন এই চরে তাই এরকম অপারেটর এর সিম সচল রাখুন ৷

Пікірлер
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Surah Yasin 13 Times Recited By Sheikh Mishary Rashid Al Afasy
3:49:40
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН