খুবই মূল্যবান কথা । আল্লাহ তায়ালা আমাদের অহংকার থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমীন।
@childrenlifestyle- Жыл бұрын
আসসালামুয়ালাইকুম স্যার, আপনার এই ভিডিও টি দেখে ও শুনে আমি অত্যন্ত উপকারী হয়েছি ! জাযাকাল্লাহ ! আপনার প্রত্যেক টি কথা এতো এতো বাস্তব আর সময় উপযোগী ! আল্লাহ আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষ এর জীবনে হয়তো সুখ ফিরে আসবে আর হয়তো অনেকের ভুল ভাঙবে! আপনি যে বললেন যারা অহংকারী তারা মনে করে তারা খুব দানশীল, এমনি একজন মানুষ আমার জীবনের সাথেই ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে ! এবং সে খুবি নামাজ কালাম, তালিম ইত্যাদি করে কিন্তু কেউ যদি তার বেপারে একটু বিমত কিছু বলে, যেটা সে তার নিজের কানে শুনেও নাই, সে ঝাঁপিয়ে পরে ঝগড়া করার জন্য - যেটা আপনি বলেছেন যে অহংকার এর লক্ষণ! , যে ছোট সমালোচনা সে এড়িয়ে যেতে পারে এতটাই নগন্য বিষয় হয়তো কিন্তু সেই মানুষটি ওই সামান্য বিষয় নিয়ে তুমুল ঝগড়া বাধাবে, প্রতিশোধ নেবে। এমন কি তার নিজের সন্তানদের সাথেও একই আচরণ! যে সন্তান তারে তেল মারবে সেই সন্তান ই ভালো , যে আত্মীয় স্বজন তার খুব প্রশংসা করবে তারেই সে জাকাত দিবে, যোগাযোগ রাখবে! মানুষ কে দান করবে প্রশংসা পাওয়ার আশায়। .. তার সন্তান রা যদি আত্মীয় স্বজনদের সাহায্য করতে চায়, সে তার সন্তানদের কে নিষেদ করবে তাদের কে সাহায্য করতে অথবা জাকাত দিতে , কিন্তু সে দিবে। . কারণ তার ভয় যে সবাই তার সন্তান এর প্রশংসা করবে 🥲এতো দুঃখের বিষয় যে সে তার দুই মেয়ের মধ্যেও ঝগড়া বাধাইয়া রাখসে এবং সে হিংসা করে যখন এক মেয়ে আর এক মেয়ে কে কোনো দিক থেকে সাহায্য করতেসে, তাহলেই সে মনে করে যে ওনার এক মে আর মেয়ের প্রশংসা করবে !!! সে তার মেয়েদের তিরুষ্কার করে বলে যে - তোরা তো ভাড়া বাসায় থাকো আর আমি তো আমার স্বামীর ৬ তোলা বাড়ি তে থাকি !! মেয়েরা যে গাড়ি তে চড়ে সে সেই গাড়ি কিনবে না , কারণ তা তে মানুষ কি বলবে যে বাড়িওয়ালা হয়ে মেয়ের মতন একই মডেল এর গাড়ি ব্যবহার করে, তার তো নতুন মডেল এর গাড়ি ব্যবহর করা উচিত! এবং সে শুধু সেই মানুষ গুলো কেই জাকাত দেয় যারা তার কাছে এসে দুঃখের কথা বলেই লুটেপুটে পড়ে, আর যারা তার কাছে গিয়ে চাইবে না , কিন্তু সে দেখতেচে যে ওই মানুষটা ও এক সমস্যায় আছে কিন্তু সাহায্য চাচ্ছেনা , সে ওই মানুষ তা কে কখনোই সাহায্য করবে না until সেই মানুষ তার কাছে গিয়ে beg করবে না সাহায্যের জন্য !! আপনার ভিডিওটি দেখে খুবই খুশি হলম্। .. এই রকম অবস্থায় আমি কি করতে পারি। . তাকে আমি অনেক ও অনেক বার বুঝিয়েছি কিন্তু কিছুতেই তার অহংকার একটু বিন্দু ও নিচে নামেন আরো বরংস বেড়েই যাচ্ছে। .. তবে সে আমার জীবনে এমন ভাবে জড়ানো যে আমি তার বেপারগুলো ignore করতে পারবো ! আমি আপনার PURIFY Course টি কিনেছিলাম আরো ৬ মাস আগেই এবং সেখান থেকে শিক্ষাগুলো নিয়ে আমি তাকেই অনেক বুঝিয়েছি কিন্তু আমি ব্যর্থ ! Thank You
@jarinafrin3747 Жыл бұрын
আজকেরটা one of the best lessons! Alhamdulillah... আল্লাহ তায়ালা আপনার জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে দিক। ধন্যবাদ, স্যার। আলহামদুলিল্লাহ।
@emdad66 Жыл бұрын
ইসলাম এবং মনোবিজ্ঞান এক নয়| মনোবিজ্ঞানের আলোকে ইসলামকে বুঝার চেষ্টা করা ঠিক নয় কারন আল্লাহর বিনা পারমিশনে নবী কোন ইসলামের কথা বলেননি আর কুরআন সরাসরি আল্লাহর বানী| সুতরং সুদ ও মদ আল্লাহ হারাম করেছেন তো এটি হারাম, এটা বিসমিল্লাহ বলে খেলেও তা হারাম| কারোর নিজস্ব চিন্তাধারায় ইসলাম চলে না, ইসলাম মানতে হবে হাদিস ও কুরআনে আলোকে| পরুষের জন্য টাকনুর নীচে কাপড় পরা হারাম - তো এটা হারাম কিন্তু নারীর জন্য তা বৈধ - এটাই ইসলাম| ইসলাম মানতে হবে শুধুমাত্র ইসলামের নিয়ম-নীতি দিয়ে, এতে কোন কিছু মিক্সড করলে তা আর ইসলামের নিয়ম-নীতি থাকবে না| যার যার কবরে ও বিচারের দিনে একাকি যার যার উত্তর তাকেই দিতে হবে - সে দিন অন্য কারোর চিন্তা-ধারা বা মতামতে ইসলাম পালন কোন কাজে আসবে না|
@jebunnaherjeamin5954 Жыл бұрын
Amin❤
@tazimaafrinislam3870 Жыл бұрын
I am a teenager. And at a point of my life I stopped saying that I'm a Muslim as I was told I was not Muslim enough by other Muslims. And the gradually I got distracted and lost my connection with Allah. But then a few weeks ago I started to watch your videos and it did help me A LOT. I'm not scared of saying that I'm a Muslim anymore. Thank you very much. I REALLY LOVE YOUR CONTENT. PLEASE DO NOT STOP.
@mdnasirhasan1 Жыл бұрын
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না । (সূরা বাকারাহ, আয়াত- ৪২ )
@kameliaafrin8091 Жыл бұрын
❤
@sadmanarko5980 Жыл бұрын
Aj porjonto KZbin e joto video dekhechi eta best among all... Onek notun dhoroner narratives shomporke jante parlam
@miliyesmin5699 Жыл бұрын
এতো ভালো ভাবে বোঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই
@trueheartz4483 Жыл бұрын
আল্লাহ অহংকার থেকে হেফাজত করুন. আমিন
@OmarFaruk-n2j Жыл бұрын
অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ এসব বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করবো
@mdakibzabed2104 Жыл бұрын
রাব্বে কারীম, আমাদেরকে গোনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন।🤲❤️ .
@yesminakhter4023 Жыл бұрын
amin
@emdad66 Жыл бұрын
ইসলাম এবং মনোবিজ্ঞান এক নয়| মনোবিজ্ঞানের আলোকে ইসলামকে বুঝার চেষ্টা করা ঠিক নয় কারন আল্লাহর বিনা পারমিশনে নবী কোন ইসলামের কথা বলেননি আর কুরআন সরাসরি আল্লাহর বানী| সুতরং সুদ ও মদ আল্লাহ হারাম করেছেন তো এটি হারাম, এটা বিসমিল্লাহ বলে খেলেও তা হারাম| কারোর নিজস্ব চিন্তাধারায় ইসলাম চলে না, ইসলাম মানতে হবে হাদিস ও কুরআনে আলোকে| পরুষের জন্য টাকনুর নীচে কাপড় পরা হারাম - তো এটা হারাম কিন্তু নারীর জন্য তা বৈধ - এটাই ইসলাম| ইসলাম মানতে হবে শুধুমাত্র ইসলামের নিয়ম-নীতি দিয়ে, এতে কোন কিছু মিক্সড করলে তা আর ইসলামের নিয়ম-নীতি থাকবে না| যার যার কবরে ও বিচারের দিনে একাকি যার যার উত্তর তাকেই দিতে হবে - সে দিন অন্য কারোর চিন্তা-ধারা বা মতামতে ইসলাম পালন কোন কাজে আসবে না|
@mustarykhatun-eq6ey Жыл бұрын
আমিন ইয়া রাব্বুল আলামিন
@mnurulhaque2782 Жыл бұрын
আপনার কথাগুলো অনেক ভালো লাগে।জাযাকাল্লাহ
@tanvirbd8045 Жыл бұрын
ইয়াহিয়া ভাই..! আল্লাহ আপনাকে নেক দীর্ঘায়ু দান করুক & দ্বীন-উল হাক্ক্ ( ইসলামের ) পথে চলার তৌফিক দান করুক।
@rakibulhasan1395 Жыл бұрын
মাশা-আল্লাহ, কত সুন্দর আলোচনা..!!
@f.fahad1 Жыл бұрын
কুরআনের বেশ বিশুদ্ধ পাঠ শুনে ভালো লাগলো...
@MatiurRahman-yx8fe Жыл бұрын
মনের অজান্তেই প্রতিনিয়ত অনেক অহংকারী কর্মকাণ্ড করেছি, যার ফল এখন ভোগ করতেছি...
@mohammadfazlehelahi4139 Жыл бұрын
অহংকার করেআমেরিকা ইস্রাঈল আর কিছু এ হয় না
@duronto2990 Жыл бұрын
Solution for removing arrogance/egoism 1. Giving Salam first. ( even the person is younger or junior) 2. Do Allah's zikr always ( It means Allah is the best, I acknowledge I am nothing, Allah is the best) 3. Actively take suggestions for taking any decision. 4. Read/study the literature, books, thoughts, ideas from those who are totally opposite of my philosophy.( It will broaden my perspective, makes me wiser)
@salehinkhan6853 Жыл бұрын
I have a problem with number 4 ... because, listening others doesn't mean I have to read others philosophy , I can read it for dawah purposes or to save me from intellectual aggression , but if muslim don't have their own intellectual basis of believe , he could be traped on the darkness of phylosophy.
@saber6219quadir Жыл бұрын
@@salehinkhan6853 I fully agree.
@nilnodi9745 Жыл бұрын
Thanks
@mdmostakim4099 Жыл бұрын
@@salehinkhan6853 yeah, you are absolutely right......
@rinayesmin6886 Жыл бұрын
Assalamualyakum sir, how can I communicate with you. Someone need treatment ( ……..) that I know Thank you
@sharmintania0311 Жыл бұрын
আলহামদুলিল্লাহ। খুবই মূল্যবান বক্তব্য 💞
@linajahanchowdhury9212 Жыл бұрын
Ma Shah Allah, Khub important topic niye discuss korlen. Shune sotti bhalo laglo. Kichu manush ashole nije ke ohongkari hisebe sobar samne proof korte para takei tik mone kore jeta Allah opochondo koren.
@nururrabbi1823 Жыл бұрын
সবার শেষের সাজেশনটা বেশ ভাল লাগলো। নিজে যে ideology বিশ্বাস করি তার বিপরীত ideology র মানুষদের বই পড়া,তাতে করে নিজের perspective বাড়বে।আরো সহনশীলতা তৈরি হবে।
@marjankhan8155 Жыл бұрын
আজকাল মানুষ সাথে আন্তরিক হয়ে বিনয়ী হয়ে চললে বেশির ভাব মানুষ তাকে দূর্বল মনে করে এমন কি কিছু কিছু মানুষ খারাপ আচরন করে তাই অনেক ক্ষেত্রে ইচ্ছা থাকা সত্বেও কখনো কখনো মানুষের সাথে উত্তম হয়ে চলা যায় না।
Jodi tomi kicho allaho jonno koro tahole manus Tomsk ki bablo seita janar ki dorkar..
@mdhasanali4707 Жыл бұрын
ওনার লেকচারগুলো শুনলে মনে হয়, জ্বলন্ত কোরআন শুনছি আমি। ওনার প্রত্যেকটা লেকচারগুলো আমার কাছে মনে হয় সোনা। আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। 🤲❣️🤲
@AllahuAkbar-wh8pz Жыл бұрын
অহংকার ওপর নাম ই রাগ,, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন,, আমীন আল্লাহুম্মা আমীন,,,🤲🤲🤲
@jiyakhan7988 Жыл бұрын
জাযাকাল্লাহ খায়ের 💚
@TheBeast-ne8gm Жыл бұрын
এত সুন্দর ভাবে কথা বললে যে কেউই বুঝবে।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
@emdad66 Жыл бұрын
ইসলাম এবং মনোবিজ্ঞান এক নয়| মনোবিজ্ঞানের আলোকে ইসলামকে বুঝার চেষ্টা করা ঠিক নয় কারন আল্লাহর বিনা পারমিশনে নবী কোন ইসলামের কথা বলেননি আর কুরআন সরাসরি আল্লাহর বানী| সুতরং সুদ ও মদ আল্লাহ হারাম করেছেন তো এটি হারাম, এটা বিসমিল্লাহ বলে খেলেও তা হারাম| কারোর নিজস্ব চিন্তাধারায় ইসলাম চলে না, ইসলাম মানতে হবে হাদিস ও কুরআনে আলোকে| পরুষের জন্য টাকনুর নীচে কাপড় পরা হারাম - তো এটা হারাম কিন্তু নারীর জন্য তা বৈধ - এটাই ইসলাম| ইসলাম মানতে হবে শুধুমাত্র ইসলামের নিয়ম-নীতি দিয়ে, এতে কোন কিছু মিক্সড করলে তা আর ইসলামের নিয়ম-নীতি থাকবে না| যার যার কবরে ও বিচারের দিনে একাকি যার যার উত্তর তাকেই দিতে হবে - সে দিন অন্য কারোর চিন্তা-ধারা বা মতামতে ইসলাম পালন কোন কাজে আসবে না|
@mainulhoque9631 Жыл бұрын
ব্যতিক্রমী কিন্তু হৃদয়গ্রাহী আলোচনা! অশেষ ধন্যবাদ আপনাকে।
@abeedlateef8059 Жыл бұрын
মাশাআল্লাহ!!! যুক্তি সম্পন্ন বক্তব্য। আল্লাহ্ আপনাকে আরো সমৃদ্ধ করুন!!
@sarwarjahan2304 Жыл бұрын
হ্যাঁ আমি আপনার কথার সাথে একমত। যেমন আমি হাফেজ না কিন্তু ইসলাম সম্পর্কে স্টাডি করার কারণে কখনও যদি আমার এলাকার কোনো মাদ্রাসার ছাত্রের সাথে ইসলাম সম্পর্কে কথা বলি তাহলে তারা বাঁকা দৃষ্টিতে তাকায়। কারণ তাদেরও ইসলাম সম্পর্কে স্টাডি কম। আর আমি যেহেতু ওদের মতো না তাই তারা আমার সত্য কথাকেও স্বীকার করতে ভয় পায়। কিন্তু আমার মুখে যদি দাঁড়ি থাকতো বা মাথায় টুপি থাকতো তাহলে আমাট মিথ্যা কথাটাও অবলীলায় স্বীকার করতো।
@abdullah.ashraf Жыл бұрын
ভাইয়া ভালো লেগেছে কথাগুলো শুনে। ধন্যবাদ আপনাকে😊
@sarwarjahan2304 Жыл бұрын
সালামের বিষয়টা ভালো লাগলো। আমি ইচ্ছা করেই অনেক সময় সালাম দিই না। আজকেও আসরের সালাতের পর ইমাম সাহেব আমাকে পাশ কাটিয়ে চলে গেলেন। ঈদের আগে আমার এক কাকা যাকে আমিই সালাম দিতাম কিন্তু সেদিন ইচ্ছা করেই দিইনি এবং কিছু জিজ্ঞেসও করিনি। খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে থেকে চলে গেলেন। আমাদের সমাজে ছোটদেরকে সালাম দেয়ার প্রচলন নেই বললেই চলে। আমি চেষ্টা করি আমার স্টুডেন্ট, ছোটদের সালাম দিতে এবং সালাম উত্তম একটা দোয়া এটা বুঝিয়ে বলতে। যাকে আমি ভালো থাকার দোয়া করি তার সাথে কীভাবে ঝগড়া করবো, কীভাবে তার ক্ষতি করবো এটা বুঝিয়ে বলতে। আপনার আগের বক্তব্যগুলো আমি রাস্তা দিয়ে হাঁটার সময় শুনি। আমার অনেক উপকার হয়েছে।
@HafezaSultana-bz8vj Жыл бұрын
খুব ভালো লাগলো আপনার কথাগুলো।নিজকে সংশোধনের খুব সুন্দর উপায় খুঁজে পেলাম।আল্লাহ আমাদের অহংকার মুক্ত হওয়ার তাওফিক দিন।
@AminulIslam-qt6ts Жыл бұрын
আলহামদুলিল্লাহ, যুগোপযোগী ভিডিও।
@khankhan-fc8xy Жыл бұрын
অসাধারণ জাযাকাল্লাহ আহসানাল জাযা ধন্যবাদ অনেক শুকরিয়া
@borshak7413 Жыл бұрын
Very practical discussion. I faced the same problem dealing with the pious people around me. They are proudy about their piousness and it breaks my heart that they can’t realise it and overcome it.
@zobaeribnaabdulhai6235 Жыл бұрын
جزاك الله احسن الجزاء
@anishakabir763 Жыл бұрын
আপনার প্রতিটি কথা মন ছুয়ে যায়।আল্লাহ আপনার ভালো করুন
@duronto2990 Жыл бұрын
4 symptoms to identify an arrogant/egoistic person. 1. Being so angry while criticizing by others. 2. Being instant angry when anyone disagrees with your thought, philosophy. 3. Always being engaged with any conflict( even if it is unnecessary). 4. Not be able/interested to take anyone's suggestion( always think I am right)
@habibasultananova5676 Жыл бұрын
জাযাকিল্লাহ
@sifaturrahman2656 Жыл бұрын
jazakallahu khairan thank u Keep Continue another next all video....
@jamilakhandaker8275 Жыл бұрын
Absolutely right....
@nilnodi9745 Жыл бұрын
Thanks
@sadiyaakter8792 Жыл бұрын
W😂0wl@@habibasultananova5676 1
@animeshroy8348 Жыл бұрын
খুউব সুন্দর ও বাস্তবধর্মী কথা।
@mdakibzabed2104 Жыл бұрын
রমজানের ৪র্থ শুক্রবার! ইয়া আল্লাহ! এই রমজানকে ভালবাসা এবং বরকতপূর্ণ করুন,আমাদের গোপন প্রার্থনা কবুল করুন এবং আমাদের গুনাহ মাফ করুন! আমিন...🌸🖤
@SaifurRahman-pe5uo Жыл бұрын
মাশাল্লাহ। চমৎকার আলোচনা ও ইপদেশ। জাযাকাল্লাহু খাইরান
@Md.UzzalHossain-s2d Жыл бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক আলেম জেলে থাকার পরেও মহান আল্লাহ তা'আলা আপনাদের মাধ্যমে ইসলাম প্রচারের ব্যবস্থা চালু রেখেছেন আলহামদুলিল্লাহ
@mohammadnahid5817 Жыл бұрын
অনেক গুরুত্বপূর্ণ কথা শেয়ার করলেন ভাই...আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিক......
@khanjahan5284 Жыл бұрын
এ ধরনের আলোচনা সামনে আসা খুবই দরকার
@forestman-cz9jl Жыл бұрын
ধন্যবাদ ভাই। আপনার কথায় অনেক উপকৃত হলাম। আল্লাহ যেন আমাকে আমল করার তাওফীক দান করেন। হাদিসের মধ্যে অহংকারের একটা সংজ্ঞা দেওয়া হয়েছেঃ অহংকার হলো মানুষকে তুচ্ছ মনে করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা।
@rafiulsenglishclinic2850 Жыл бұрын
Jazakallahu khairan.
@mdhasanali4707 Жыл бұрын
ইয়াহিয়া আমিন ভাইয়াকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। ❤
@emdad66 Жыл бұрын
ইসলাম এবং মনোবিজ্ঞান এক নয়| মনোবিজ্ঞানের আলোকে ইসলামকে বুঝার চেষ্টা করা ঠিক নয় কারন আল্লাহর বিনা পারমিশনে নবী কোন ইসলামের কথা বলেননি আর কুরআন সরাসরি আল্লাহর বানী| সুতরং সুদ ও মদ আল্লাহ হারাম করেছেন তো এটি হারাম, এটা বিসমিল্লাহ বলে খেলেও তা হারাম| কারোর নিজস্ব চিন্তাধারায় ইসলাম চলে না, ইসলাম মানতে হবে হাদিস ও কুরআনে আলোকে| পরুষের জন্য টাকনুর নীচে কাপড় পরা হারাম - তো এটা হারাম কিন্তু নারীর জন্য তা বৈধ - এটাই ইসলাম| ইসলাম মানতে হবে শুধুমাত্র ইসলামের নিয়ম-নীতি দিয়ে, এতে কোন কিছু মিক্সড করলে তা আর ইসলামের নিয়ম-নীতি থাকবে না| যার যার কবরে ও বিচারের দিনে একাকি যার যার উত্তর তাকেই দিতে হবে - সে দিন অন্য কারোর চিন্তা-ধারা বা মতামতে ইসলাম পালন কোন কাজে আসবে না|
@milonmahmud5029 Жыл бұрын
কথাগুলো অনেক মূল্যবান যে গ্রহন করবে সেই লাভবান হবে
@mdassaduzzaman.3944 Жыл бұрын
আল্লাহ যেন আমাদের সাহায্য করেন,,,,,,,,, আমি অনেক সমস্যার মধ্যে আছি,, আমার জন্য সবাই দোয়া করবেন 😅😅
@anjumanara8134 Жыл бұрын
মাশাআল্লাহ খুবই ভালো লাগলো আপনার কথা গুলো শুনে
@nargissyed1511 Жыл бұрын
আলহামদুলিল্লাহ আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ!
@cookinghousebyjannat Жыл бұрын
আপনার কথাগুলি খুবই মুল্যবান।❤❤❤
@baituljahan4075 Жыл бұрын
মাশাল্লাহ্, খুব ভালো লাগল আলোচনাটা শুনে
@hafizhabib706 Жыл бұрын
মা শা আল্লাহ চমৎকার আলোচনা।হে আল্লাহ আমাকে ও আমার পরিবার সহ সকল কে আমল করার তাওফিক দান কর।আমিন।
@monsur29 Жыл бұрын
মাশাল্লাহ,, অনেক দামী কিছু শিখলাম,, ♪♥♥♥ফ্রান্স থেকে অনেক ভালোবাসা আপনার জন্য
@cursedlife8009 Жыл бұрын
এই উত্তরগুলোই খুজছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@obsessive_afreen9029 Жыл бұрын
Apnar Kotha khub clear and easy. Bujhte khubi shohoj alhamdulillah
@md.wahiduzzaman4082 Жыл бұрын
অনেক ফলপ্রদ বক্তব্য ধন্যবাদ।
@ruksanahaqueila8557 Жыл бұрын
আপনার এই কথাগুলো খুব ভালো লেগেছে.... আমার চারপাশে যারা আছেন যারা ধর্ম-কর্ম পালন করেন তাদের বেশির ভাগ মানুষ ই এমন
@আবদুল্লাহআলমামুন-য৫থ Жыл бұрын
আলহামদুলিল্লাহ ভাল লাগছে,,
@shimutahcin4108 Жыл бұрын
Jajak Allahu khairaan. May Allah accept your all Dedication.
@Sabil2023 Жыл бұрын
স্যার আপনি কিভাবে একই সাথে সাইকোলজিস্ট এবং ইসলামের এতো সুন্দর জ্ঞান রাখেন? স্যার আমি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাই।❤❤❤
@taniatripty2305 Жыл бұрын
আমিও
@emdad66 Жыл бұрын
ইসলাম এবং মনোবিজ্ঞান এক নয়| মনোবিজ্ঞানের আলোকে ইসলামকে বুঝার চেষ্টা করা ঠিক নয় কারন আল্লাহর বিনা পারমিশনে নবী কোন ইসলামের কথা বলেননি আর কুরআন সরাসরি আল্লাহর বানী| সুতরং সুদ ও মদ আল্লাহ হারাম করেছেন তো এটি হারাম, এটা বিসমিল্লাহ বলে খেলেও তা হারাম| কারোর নিজস্ব চিন্তাধারায় ইসলাম চলে না, ইসলাম মানতে হবে হাদিস ও কুরআনে আলোকে| পরুষের জন্য টাকনুর নীচে কাপড় পরা হারাম - তো এটা হারাম কিন্তু নারীর জন্য তা বৈধ - এটাই ইসলাম| ইসলাম মানতে হবে শুধুমাত্র ইসলামের নিয়ম-নীতি দিয়ে, এতে কোন কিছু মিক্সড করলে তা আর ইসলামের নিয়ম-নীতি থাকবে না| যার যার কবরে ও বিচারের দিনে একাকি যার যার উত্তর তাকেই দিতে হবে - সে দিন অন্য কারোর চিন্তা-ধারা বা মতামতে ইসলাম পালন কোন কাজে আসবে না|
@emdad66 Жыл бұрын
@@taniatripty2305 ইসলাম এবং মনোবিজ্ঞান এক নয়| মনোবিজ্ঞানের আলোকে ইসলামকে বুঝার চেষ্টা করা ঠিক নয় কারন আল্লাহর বিনা পারমিশনে নবী কোন ইসলামের কথা বলেননি আর কুরআন সরাসরি আল্লাহর বানী| সুতরং সুদ ও মদ আল্লাহ হারাম করেছেন তো এটি হারাম, এটা বিসমিল্লাহ বলে খেলেও তা হারাম| কারোর নিজস্ব চিন্তাধারায় ইসলাম চলে না, ইসলাম মানতে হবে হাদিস ও কুরআনে আলোকে| পরুষের জন্য টাকনুর নীচে কাপড় পরা হারাম - তো এটা হারাম কিন্তু নারীর জন্য তা বৈধ - এটাই ইসলাম| ইসলাম মানতে হবে শুধুমাত্র ইসলামের নিয়ম-নীতি দিয়ে, এতে কোন কিছু মিক্সড করলে তা আর ইসলামের নিয়ম-নীতি থাকবে না| যার যার কবরে ও বিচারের দিনে একাকি যার যার উত্তর তাকেই দিতে হবে - সে দিন অন্য কারোর চিন্তা-ধারা বা মতামতে ইসলাম পালন কোন কাজে আসবে না|
@rafiibnaafzal8703 Жыл бұрын
He is a Doctor
@ferdous8135 Жыл бұрын
no he is not doctor. He did MSc in psycology, in university of london
@habibabegum2409 Жыл бұрын
অনেক সুন্দর আলোচনা। আলহামদুলিল্লাহ।
@مریام-2004 Жыл бұрын
অনেক ভালো লাগলো sir এভাবেই এগিয়ে যান। আল্লাহ্ আপনার ইলম এ বারাকাহ দান করুন, দুনিয়া ও আখিরাত সুন্দর করে দিন ❤ তবে অনেকেই বুঝতে চাননা, তবুও আল্লাহ্ যদি চান তাহলে অবশ্যই কিছু মানুষ হলেও এই video থেকে বুঝ নিবেন ইন শা আল্লাহ্
@soundbox8395 Жыл бұрын
7:30 খুব খুব খুব ভাল লাগলো মনটা শান্তি পেল ভাই ।😢
@rafsanjanyfahim Жыл бұрын
অহংকারী/অহংকারী ব্যক্তিকে চিহ্নিত করার জন্য 4টি লক্ষণ। 1. অন্যের দ্বারা সমালোচনা করার সময় খুব রাগান্বিত হওয়া। 2. কেউ একমত না হলে তাৎক্ষণিক রাগান্বিত হওয়া আপনার চিন্তা, দর্শনের সাথে। 3. সর্বদা যে কোন দ্বন্দ্বের সাথে জড়িত থাকা (এমনকি তা অপ্রয়োজনীয় হলেও)। 4. কারো পরামর্শ নিতে সক্ষম/আগ্রহী না হওয়া সবসময় মনে হয় আমি সঠিক)
@SamimHossain-l8v Жыл бұрын
ধন্যবাদ আপনাকে আমার ভিতরে সব আছে আপনি জা বলেছেন আমি ়ভেরহতে পারি না😢😢😢😢
@skkadernawaj1267 Жыл бұрын
আলহামদুলিল্লাহ। খুব ভালো, শিক্ষণীয় বক্তব্য। আজ আমি জানতে পারলাম, আমি কতটা অহংকারী। আল্লাহ আমাকে এই গুনাহ থেকে রক্ষা করুন, আমিন!
@nowsratkhan4527 Жыл бұрын
Amin
@tahminashajahan9035 Жыл бұрын
আসসালামুয়ালাইকুম জাঝাকাললাহ। খুব সুন্দর আলোচনা আলহামদুলিল্লাহ।
@farhanakalam6603 Жыл бұрын
আপনার কথা আমার জীবনকে অনেক সংশোধন করেছে। আলহামদুলিল্লাহ।
@Umme490 Жыл бұрын
আল্লাহ আপনাকে রহম করুক💜
@suvammandal4661 Жыл бұрын
Ami India theke sir apnar protita alochana..e.. khub utsaho jogay .monke valo kore dey.thank you
@minhajulbhuiyan1671 Жыл бұрын
অসাধারণ ছিল আপনার আলোচনা
@mdakibzabed2104 Жыл бұрын
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা!🤲😊
@cookinghousebyjannat Жыл бұрын
অহংকার পতনের মূল।মানুষের অহংকার শোভা পায়না।আল্লাহ আপনি আমাদের হেদায়েত করুন.❤❤❤
@khankhan-fc8xy Жыл бұрын
মাশাল্লাহ জাযাকাল্লাহ আহসানাল জাযা, এটা তরিকত, ও তাসাউফ, এইজন্য ই এর গুরুত্ব সবচেয়ে বেশি
@saifmahmud3457 Жыл бұрын
সুবহানাল্লাহ কী সুন্দর আলোচনা
@naturalbdview7815 Жыл бұрын
খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, অহংকার দূর করার পদ্ধতি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার অনুরোধ রইলো।বর্তমান সমাজে মানুষের লাইফস্টাইল দেখলেই বলা যায় সবাই কতটা অহংকারী। মানুষ এখন অহংকারের প্রতিযোগিতা করে। অথচ অহংকারই পতনের মূল..!
@jakiacomputer4778 Жыл бұрын
Alhamdulillah anek valo laglo
@fazlerabbi53 Жыл бұрын
Alhamdulillah, very good discussion. Explanation is concise and compelling to understand.
@Imam_Hossain_Sarkar Жыл бұрын
মাশাআল্লাহ, এত সুন্দর উপস্থাপনা ।
@mdmoniruzzamankhan6831 Жыл бұрын
আ্ল্লাহ আপনি আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দাও আমিন
@Superhuman276 Жыл бұрын
আল্লাহ তুমি রহম করো ক্ষমা করে অহংকার থেকে বাঁচিয়ে রাখো আমিন সুম্মা আমিন
@MdFaruk-zz7mm Жыл бұрын
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক
@hasibgns Жыл бұрын
I'm very glad I found this channel, I feel like I'm very arrogant, and I really appreciate your effort. I really needed to listen to this. You deserve more views and appreciation. May Allah bless you and your family. ❤
@jannatulferdousjitu3224 Жыл бұрын
Amin😊
@khurshidahaidar247 Жыл бұрын
Cogrchuletion , আপনার মুল্যবান বক্তব্য উপস্থাপন করে, অহঙ্কারী মানুষদের মধ্যে শিক্ষার প্রশার ছড়িয়ে দিতে অসাধারণ চমৎকার সাবলীল সুস্পষ্ট বাচনভঙ্গি চমৎকার এ ধরনের মোটিভেশননাল বক্তব্য অবশ্যই খুবই প্রয়োজন ধন্যবাদ যাযাকাআল্লাহু খায়ির
@marzansheikh7489 Жыл бұрын
অনেক উপকারী কথা, যাযাকাল্লাহু খইরান
@sultanarajia5267 Жыл бұрын
Mashallah khub vlo laglo
@nayemahmed3086 Жыл бұрын
আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে।
@Loveallah321 Жыл бұрын
Allah tumi tomar nek nozore rekho Amin
@attaurrahman7860 Жыл бұрын
আলোচিত অনেক বিষয় আমার মধ্যে খুঁজে পাই।আল্লাহ ক্ষমা চাই তোমার নিকট।
@SamiasultanaNisu-pe8zk Жыл бұрын
আমরা সবাই অংকারি আমি আজকে থেকে চেষ্টা করবো ঠিক হয়ে চলতে