যখন মৃত্যু ঘটালেও মাফ! (আত্মরক্ষার অধিকার)

  Рет қаралды 364

Law Help BD

Law Help BD

Күн бұрын

আত্মরক্ষার একজন মানুষের মৌলিক ও মানবিক অধিকার, আত্মরক্ষার স্বার্থে একজন মানুষ অন্য একজন মানুষকে হত্যা পর্যন্ত করতে পারে। দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৮৬ থেকে ১০৬ পর্যন্ত সাধারণ আইনের ব্যতিক্রম কিছু বিষয় উল্লেখ করা হয়েছে এবং এর মধ্যে এর মধ্যে দণ্ডবিধির ১০০ ধারায় বলা হয়েছে শরীরের আত্মরক্ষা করতে গিয়ে মৃত্যু ঘটানো অপরাধ নয় এবং ১০৩ ধারায় উল্লেখ করা হয়েছে সম্পত্তির রক্ষা করতে গিয়ে মৃত্যু ঘটানো অপরাধ নয়। তবে এই বিষয়গুলো প্রয়োগের আগে আপনাদের বুঝতে হবে কখন, কোথায়, কতটুকু ও কিভাবে আপনার এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হবে নয়তো আপনি কিন্তু আবার মানুষ হত্যার দায়ে অভিযুক্ত হতে পারেন।
ধারা ১০০। শরীরের আত্মরক্ষা করতে গিয়ে মৃত্যূ ঘটানো যখন অপরাধ নয় | When the right of private defence of the body extends to causing death
শরীরের শুরক্ষার জন্য আত্বরক্ষার খাতিরে যদি কেউ আপরাধকারীর [যে এমন কাজ করেছে যাতে করে নিশ্চিত বোঝা যায় সে হত্যা করবে বা মারাত্মক যখম করবে ] মত্যু ঘটায় তবে তা নিন্মক্ত ক্ষেত্রে অপরাধ হবে না।
(১) যখন এমন কোন আক্রমন করে যা দেখে সঙ্গত কারনে মনে হয় যে এই আক্রমনটি যদি আত্বরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিহত না করা হয় তবে তা মৃত্যু ঘটাবে।
(২) যখন এমন কোন আক্রমন করে যা দেখে সঙ্গত কারনে মনে হয় যে এই আক্রমনটি যদি আত্বরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিহত না করা হয় তবে তা মারাত্মক আঘাত ঘটাবে।
(৩) কেউ যদি ধর্ষনের উদ্দেশ্যে আক্রমন করে।
(৪) কেউ যদি অপ্রাকৃতিক / অস্বাভাবিক যৌন লাসসা পূরনের উদ্ধেশ্যে আক্রমন করে।
(৫) কেউ যদি মানুষ্যহরণ বা অপহরনের উদ্দেশ্যে আক্রমন করে থাকে।
(৬) কেউ যদি অবৈধা বাধা বা অবৈধ অবরোধ / আটক করার উদ্দেশ্যে আক্রমন করে এবং এটা মনে করার যথেষ্ট / যৌক্তিক কারণ থাকে যে যদি এই অবৈধ বাধা বা আটক হয়ে যায় তবে সে সহজে উদ্ধার হতে পারবে না।
ধারা ১০৩। সম্পত্তির রক্ষা করতে গিয়ে মৃত্যূ ঘটানো যখন অপরাধ নয় | When the right of private defence of property extends to causing death
সম্পত্তির শুরক্ষার জন্য আত্বরক্ষার খাতিরে যদি কেউ আপরাধকারীর মত্যু ঘটায় তবে তা নিন্মক্ত ক্ষেত্রে অপরাধ হবে না।
(১) দস্যুতা
(২) রাতে ঘর ভেঙ্গে প্রবেশ করা
(৩) এমন কোন স্থানে অগ্নি সংযোগ যেখানে মানুষ বসবাস করে; গ্রহ, তাবু, বাড়ি ইত্যাদি
(৪) চুরি, অন্ষ্টি করা বা অনাধিকার গৃহ প্রবেশের সময় যদি এমন কোন অবস্থার উদ্ভোব হয় যা দেখে যৌক্তিক কারনে মনে হয় যে আত্বরক্ষার ব্যক্তিগত অধিকারটি প্রয়োগ না করলে তা মারাত্মক আঘাত বা জীবন নাশের কারণ হতে পারে।
ধারা ৯৯। যখন আত্বরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না - Acts against which there is no right private defence
কিছু কিছু ক্ষেত্রে আত্বরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। যেমন;
(১) যেখানে এটা মনে করার কোন যৌক্তিক কারণ নেই যে তাকে হত্যা করা হবে বা মারত্বক আঘাত / জখম করা হবে অথবা,
(২) যেখানে সরকারি কর্মচারি - সৎ বিশ্বাসে ও আইন সঙ্গত ভাবে তার আইনগত দায়িত্ব পালন করে। এই ধারার পরের অংশটি আরো গুরুত্বপূর্ন; এই অংশে বলা হয়েছে।
(৩) যেখানে বিপদ টের পেয়ে কতৃপক্ষের সাহায্য চাওয়া যায় সেখানে নিজে প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করা যাবে না।
(৪) আত্বরক্ষা করতে যতটুকু কাজ করা প্রয়োজন বা ব্যবস্থা নেয় প্রয়োজন ততটুকু করা যাবে এর চেয়ে বেশি করা যাবে না।
এই ভিডিওতে আপনারা পাবেন
00:00 আত্বরক্ষার অধিকার - Right to Self Deference
00:45 যখন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে / সেল্ফডিফেন্স
01:16 সেল্ফ ডিফেন্স
01:48 দেহ বা শরীর রক্ষায় হত্যা করা
02:36 ধর্ষন করতে চাইলে হত্যা করা যাবে
04:07 সম্পত্তির উপর আঘাত আসলে যখন হত্যা করা যায়
06:21 হত্যা করার আগে যেসব বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে
08:16 উদ্যোগ বা এটে¤পট
09:22 ঠিক কোন ক্ষনে/ সময়ে এই অধিকার প্রয়োগ করা যাবে
আরো দেখুন: গ্রেফতার করতে পারেন আপনিও! কখন ও কিভাবে জানুন - Citizen's Arrest in Bangladesh : • গ্রেফতার করতে পারেন আপ...
#যে কোন আইনি প্রফেশনাল হেল্প পেতে #
আমাদের ফেসবুকে নক করুন এই লিংকে: / lawhelpbd​
অথবা ই-মেইল করুন এই ঠিকানায়: lawhelpbd@gmail.com, adv.rayhanulislam@gmail.com অথবা
আমাদের সাইট ভিজিট করুন -
আমাদের মেইন (ইংরেজি)ওয়েবসাইট: www.lawhelpbd.com​
আমাদের বাংলা ওয়েবসাইট: bangla.lawhelpbd.com
#আমাদের আইনের লেকচার, বই ও টিউটোরিয়াল পেতে চোখ রাখুন: ainpathshala.com এ #
---------------
রচনা ও উপস্থাপনায়
অ্যাডভোকেট রায়হানুল ইসলাম
প্রধান সম্পাদক, ল হেল্প বিডি
পরিচালক, আইন পাঠশালা
সময় নিতে যোগাযোগ করুন: +8801711386146 (বিকাল ৫ - রাত ৯ টা)
#Self_Defence #আত্মরক্ষা #দন্ডবিধি

Пікірлер: 2
@narzisahmed6292
@narzisahmed6292 Жыл бұрын
Helpful
@LawHelpBD
@LawHelpBD Жыл бұрын
Thank you.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 57 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 122 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 57 МЛН