যে সন্ধ্যায় তুমি চলে যাও যে সন্ধ্যায় তুমি চলে যাও সেই সন্ধ্যায় ফিরে নাকো পাখি নীড়ে তার আর চোখ যতদূর যায় ততদূর আকাশ রং চেনে না তার শুধু শূন্যতার ডানা ঝাপটে আঁকে নিঃসঙ্গতার খেলারঘর। তুমি চলে যাও তুমি চলে যাও যেভাবে ঈদের আগে ছুটে যায় মানুষ নাড়ির টানে, তুমি চলে যাও যেভাবে ছুটে যায় সবুজ ট্রেন লাউয়াছড়া বনের ভিতর মাগরিবের আজানে। তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলেই যাও. আসলে তুমি বলতে না আমাদের মধ্যে কেউ নেই কেউ থাকেনা তুমিটা নেই তুমি টা সব সময় আমাদের অভাব আমাদের অভাবই এই অভাবটা কখনও আমাদের পূরণ হবে না । আমরা সবসময় একা এই সন্ধ্যার মত । আমরা আসলে একটা নিঃসঙ্গ মাছ যে আসলে জলে ডুবে থাকার চেষ্টা করছে কিন্তু ডুবতে পারছেনা , কারণ আমরা ডুব জানি না । কবি বলেছেন আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন এইযে হাজার বছরের ক্লান্তি হাজার হাজার বছর ধরে বয়ে নিয়ে বেড়ানো ক্লান্তিটা আসলে আমাদের ভেতর থেকে প্রতিমুহূর্তে বেরিয়ে আসছে প্রতিমুহূর্তে আমরা আমাদের ক্লান্তির কাছে ফিরে যাচ্ছি দিন শেষে সবাই একা হয়ে যাচ্ছে রাত আমাদের সেই নিঃসঙ্গতার নিঃসঙ্গতার খেলাঘরে নিয়ে চলছে তুমি চলে যাও তুমি চলে যাও যেভাবে ঈদের আগে ছুটে যায় মানুষ নাড়ির টানে লঞ্চগুলো ছেড়ে যায় সদরঘাট আমি ভাবি আমি ভাবি তুমি কেন চলে যাও? তুমি কেন চলে যাও ? কিসের টানে ? কার কাছে যাও? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’ পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল; সব পাখি ঘরে আসে- সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার মুখোমুখি বসিবার বনলতা সেন। তুমি তো জানো না কিছুই তুমি তো জানো না কিছুই, না জানিলেও আমার সকল গান তবু তোমারেই লক্ষ করে আমার সকল গান তবু তোমারেই লক্ষ করে সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্দুর, সমুদ্দুর, সমুদ্দুর তোমার শরীর , তাই নিয়ে এসেছিলে একবার; তারপর, মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা, হয়েছে মলিন চক্ষু এই;- ছিঁড়ে গেছি- ফেড়ে গেছি , পৃথিবীর পথ হেঁটে হেঁটে কত দিন রাত্রি গেছে কেটে ! কত দেহ এল,- গেল, হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরায়ে সব;- সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে ব’সে আছি,- সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে প্রিয়া ! তোমার শরীর, তাই নিয়ে এসেছিলে একবার;- তারপর, মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে, জানিনা তা যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠে নি আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। কিন্তু আমি জেলে যাবার পর সূর্যকে দশবার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারম্বার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদের জন্যে তাদেরই জন্যে, যারা মাটির পিঁপড়ের মত সমুদ্রের মাছের মত, আকাশের পাখির মত অগণিত, যারা ভীরু, যারা বীর যাঁরা নিরক্ষর, যারা শিক্ষিত যারা শিশুর মত সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবনকথা। আর ধরো জেলে কাটানো দশটা বছর শুধুমাত্র কথার কথা অনেক অনেক অনেক দিন পর, দেখা হয়ে যাবে আমাদের। অনেক অনেক অনেক দিন পর, ভুলে যাবো আমাদের ভুল। বিষণ্ণ এক বাতাসে, উড়বে আমাদের খোলা চুল! অনেক দিন অনেক দিন
@dipangkardas61652 жыл бұрын
কি সুন্দর
@kazikamrulhasan142 жыл бұрын
অসাধারণ
@faysalsahid9236 Жыл бұрын
ধন্যবাদ ভাইয়া❤️
@fahimtamim1444 Жыл бұрын
ধন্যবাদ ভাই
@mitulblog4200 Жыл бұрын
Ok
@Tomioka-Giyuu6119 Жыл бұрын
নদী নৌকা, হাতে পুড়তে থাকা সিগারেট, জীবনানন্দ আর শেষে নাহিদ ভাইয়ের অপার্থিব সুর....সমুদ্দুর! এটা নৈসর্গিক, এটা সুন্দর! 🍁
@MassTand11 күн бұрын
একটা সুস্থ সম্পর্কে থাকা সত্ত্বেও এ কবিতা মনে বিরহ জাগিয়েছিল সেদিন, আজ সেই "তুমিটা" আর নেই, এখন দূঃখ পেতেও আনন্দ হয়, মন ভরে ওঠে দূঃখে। আবার কখনো দুজনে বসার সুযোগ পেলে একসঙ্গে শুনবো, এ দূঃখের আনন্দ ভাগাভাগি করে নেব।
@muntakimshital8293 жыл бұрын
জীবনানন্দ-নাজিম হিকমত মিলেমিশে একাকার! কি চমৎকার পরিবেশন! অসাধারণ! ❤️❤️❤️
@PROHORI3 жыл бұрын
Thank you. Take love 💛
@utshachowdhury22713 жыл бұрын
কবিতা থেকে গানের ট্রানজিশনটা এত সুন্দর! অনেক দিন পর এমন কিছু শুনেছি। 🤍 ধন্যবাদ প্রহরীর পুরো টিমকে 🖤
@fatimaaktershipa27552 жыл бұрын
"এমন সন্ধ্যা আসিবে কত এমন কবিতা শুনা হবে হৃদয়ে যে ব্যাধি যে ক্ষত রেখে গিয়েছো রয়ে যাবে অক্ষত.. তবুও তোমার ফেরা হবে না ধুলোর বুক ছিড়ে তুমি বহুদূর বহু আগে চলে যে গেলে.." এমন আরো কত কথা মনে চলে আসতেছে.. এত গভীরতা দিয়ে সহজ শব্দগুলো উচ্চারণের মাঝে কতটা শৈল্পিকতা বিদ্যমান তা আপনার ভিডিও দেখে অনুভব করলাম। ধন্যবাদ রইল আপনাদের পুরো টিমের জন্য।
@arghadipsarkar50802 күн бұрын
এই কবিতার নাম কি একটু বলে খুব উপকৃত হই। খুব সুন্দর কবিতা
@bdmix41668 ай бұрын
4:25 সে কি জানিতোনা হৃদয়ের অপচয়! গানটা কভার করা হোক এই ভাইয়েরই কন্ঠে।অসাধারণ হয়েছে ভাই।
@shahriartanvir2265Ай бұрын
@@bdmix4166 osadharon voice, original ta shunte gelam ei line shune, but ei vai er ek line e original er purotar theke 10times better
@mdmynouddin49497 ай бұрын
বিষন্ন সন্ধ্যার প্রহরী। 💐🖤
@farhanasharmin38953 жыл бұрын
আজ এক সপ্তাহ ধরে লাগাতার বাজছে। ধন্যবাদ প্রহরী প্রহরগুলোকে সুন্দর করার জন্য ❤️
@PROHORI3 жыл бұрын
Shagotom apnake 🌿
@tanvirahmed51262 жыл бұрын
এই কবিতা গান গুলা যাদের একবার মনে যেয়ে লাগছে, প্রতিদিন অথবা দু একদিন পর পর না শুনে থাকাই যায়না। কবিতার উপর অন্যভাবে আকৃষ্ট হয়ে পরেছি। "শুধু মাত্র কথার কথা" এই ছোট্ট লাইনটা যেন জীবনের প্রতিটা মুহুর্ত কে আঙুল তুলিয়ে দেখিয়ে দেয়!
@MohammadMostofa-wx7qg9 ай бұрын
এটা শোনার পর বুঝতে পারলাম কথা'ও কত সহজ সাবলীল আর সুন্দর ভাবে বলা যায়!🤍
@Shorawardhee Жыл бұрын
৭ মিনিট ৩৭ সেকেন্ড একটা মোহে ছিলাম মনে হয়। জীবনের শেষ বয়সেও যেন এই মোহে পড়তে পারি।।।।রেখে দিলাম।।।।
@artlooby53808 ай бұрын
এটা শোনার মতো রুচিশীল মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল 💔
@sojibhasan80669 ай бұрын
কি অসাধারণ 🥹🥺 আগে কেন শুনতে পেলাম না আমি, কই ছিলাম আমি, কই ছিল এই কথারমালা 💔
@abrartazwar52853 жыл бұрын
আহা সন্ধ্যা! নদী, হৃদয়ভ্রমণ। আহা হুদা ভাই ❤️
@PROHORI3 жыл бұрын
থ্যাংকিউ ❤️
@AN_IK Жыл бұрын
ঊফফফফ অসাধারন জাস্ট মাইন্ড ব্লয়িং। এত সুন্দর আর কিছু হতে পারে না।
@shahadat79523 жыл бұрын
রুমের লাইট অফ করে রুমটাকে অন্ধকার বানিয়ে, কানে হেডফোন লাগিয়ে, একটা সিগারেট হাতে নিয়ে নিজের সুখ খুঁজে পাই, ভাই আপনার ভিডিওটা দেখে। পৃথিবীতে যত সুখী মানুষ আছে তাদের চেয়ে অনেক অনেক সুখী মনে করি নিজেকে আজ আমি। আপনার ভিডিওটা দেখে = নিজের ব্যক্তিগত কিছু কথা Share করলাম। সুন্দর করে গুছিয়ে বলতে পারিনাই। ধন্যবাদ ভাই ভালোবাসা নিবেন ভাই ❤️❤️
@pritishmondal2714 Жыл бұрын
অর্ধযুগ একসাথে কাটিয়েও ধরে রাখতে পারিনি তোমারে। তুমি চলেই গেলে... তুৃমি কি জানিতে হৃদয়ের অপচয়???
@tarikraja57319 ай бұрын
অসাধারণ। মনে থাকবে এই মুহূর্তটা আমৃত্যু।
@humairaanjum99943 жыл бұрын
ভীষণ সুন্দর ধন্যবাদ কিংক্তব্যবিমূঢ় ফেসবুক পেজ টাকে এতো সুন্দর একটা আবৃত্তি পোস্ট শেয়ার করার জন্য,আর ধন্যবাদ হুদা ভাই আপনাকে। সবসময় ভাল থাকুন দুআ করি🖤
@PROHORI3 жыл бұрын
Shukria apnake 💛
@AbdurRShanto3 жыл бұрын
দিনে ২-৩ বার যদি না শুনি মন টা ভালো থাকে না অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে আবৃতি করার জন্য মাঝে গান ২ টিও অনেক সুন্দর ছিল🥺❤️
২ মাস ধরে প্রতিদিন রাতে লাগাতার আপনার কবিতাগুলো শুনি ♥ এইগুলা আমার কাছে মেডিসিনের মতো কাজ করে♥
@AkashBiswas-o6n7 ай бұрын
অসম্ভব সুন্দর বললে প্রশংসা টুকুন খুবই কম মনে হবে।ভাইয়ার স্বর'টা অনেক সুন্দর,এএা শুধু আপনার সাথেই যায়। শেষের গানটা ঐ ভাইয়ার কন্ঠে পুরোটা শুনতে পারলে ভেতরটা একটা শান্তি পেত। ভালোবাসা অবিরাম 🖤🖤
@avijitdas17832 жыл бұрын
দিনে দুই থেকে তিন বার না শুনলে ভালো লাগে না,,,,,,,,এ এক অন্য নেশা। আরও একটা এইরকম উপহার চাই।
@shamsoishi1503 Жыл бұрын
চমৎকার! ভয়ংকর চমৎকার! 🌸💙 এক কাপ চায়ে চুমুক দিতে দিতে এই আবৃত্তি শোনা ব্যাপারটা আমাকে এক অন্য দুনিয়ায় নিয়ে গিয়েছিলো।
@hdhridoy2091 Жыл бұрын
যখনই মন খারাপ হয় এখানে চলে আসি। আহ্ কি শান্তি। পরাণ টা জুড়িয়ে যায় 🖤
@roughe1650 Жыл бұрын
তোমার শরীর তাই নিয়ে এসেছিলো একবার,তারপর মানুষের ভিড়,রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনে তা,হয়েছে মলিন,চক্ষু এ ছিড়ে গেছি ফেড়ে গেছি,পৃথিবীর পথে হেঁটে হেঁটে,কতো দিন আর রাত্রি গেছে কেটে...
@Ne_mo_2 жыл бұрын
কি স্নিগ্ধ! ভয়াবহ সুন্দর...!❤️
@shourovsarker102 жыл бұрын
এটা একটা মাস্টারপিস 🔥 কতবার শুনেছি তার কোন হিসেব নেই। যদি কোনদিন দেখা হয়ে যায় তাহলে একসাথে গাইবো ভাই ❤️
@arifulmunna77562 жыл бұрын
আমি সাধারণত ইউটিউবে কোনো ভিডিওতে কমেন্ট করি না। কিন্তু আজ কমেন্ট করতে বাধ্য হলাম। আপনারা সত্যি অন্য লেভেলের। মন ছুয়ে গেলো ভিডিওটা। 🥰
@cafe_neel2 жыл бұрын
শেষ বিকেলের মরে যাওয়া আলো,শান্ত নদীতে দাঁড় বাওয়ার ছলাৎ ছলাৎ শব্দ,গিটারের টুংটাং আর একের পর কবিতা মিলে তৈরি হয় এক মায়াজাল। যে মায়াজালে ঘুরপাক খাচ্ছি দুই/তিন সপ্তাহ ধরে। না কাটে মায়াজাল,না কাটে মুগ্ধতা।
@JaberHossain-uw6tg7 ай бұрын
বার বার শুনেও তৃপ্তি হচ্ছে না যেনো এই প্রাণে!! ❤
@arindammisra41828 ай бұрын
What a guitarist and vocalist ❤😮 Oshadharon
@movies.2512Ай бұрын
অবাক হয়ে শুনছি প্রথমবার... অসাধারন। ❤❤
@rinitsarkar6823 Жыл бұрын
pratita raat ha pratita raat video ta loop e chole,dhonnobad prohori da
@DigiLogKoushik5 ай бұрын
Love from Kolkata........ei Ruchi hinotar moruvhumi te tomra moruddan
My dear mighty Prohori! & The wonderful Nahid, for presenting us some awesome quality time.
@khaledmahmud2796 Жыл бұрын
মাঝে মাঝে বাঙালি হয়ে জন্মানো সার্থক মনে হয় নাহয় এত সুন্দর অনুভূতি বুঝতে পারতাম না 🤍
@jynobamimtrisha12842 жыл бұрын
এতো সুন্দর!!! 🧡🧡
@bishwendusarker9078 Жыл бұрын
Onk underrated ekta masterpiece. Chokher kone jol chole ashlo dada
@suradtalukder2117 Жыл бұрын
কতবার যে শুনে ফেলছি এই কবিতাটা ভালোবাসা নিবে ভাইয়া ❤️
@nabanitachanda4289 ай бұрын
মুগ্ধ হয়ে রইলাম জীবনের এই ৭ মিনিট ৩৭ সেকেন্ড ❣️
@akramkhan-n3e4 ай бұрын
same
@mi.labib012 жыл бұрын
আসলে তুমি বলতে না আমাদের মধ্যে কেউ নেই কেউ থাকেনা তুমিটা নেই তুমি টা সব সময় আমাদের অভাব আমাদের অভাবই এই অভাবটা কখনও আমাদের পূরণ হবে না । ,,,🥺
@sportsLover-p9r2 жыл бұрын
আসলে তুমি বলতেনা আমাদের মধ্যে কেউ নেই, কেউ থাকে না তুমি টা সব সময় আমাদের অভাব আমার অভাবই, এই অভাব কখনও আমার কখনোও পূরন হবে না
@ASHIKSS-z4g7 ай бұрын
গত কয়েকদিন যাবৎ এই নৈসর্গিক সৌন্দর্যময় কথাগুলা, মাথায় ঘুরপাকা খাচ্ছে, এই থেকে বের হতেই পারছি না, এবং গিটার হাতে ভাইয়া যেই স্নিগ্ধ সুর দিয়েছেন, মারাত্মক, মানে মারাত্বক। ধন্যবাদ প্রিয় প্রহরী ❤️🩹
@mdsayzidahamed40013 жыл бұрын
Fantabulous Voice bro❤
@PROHORI3 жыл бұрын
থ্যাংকিউ ❤️
@mdnurhasansheikh3 жыл бұрын
আহ্ কি চমৎকার, অনুভূতির শহরে চলে গেছিলাম
@PROHORI3 жыл бұрын
থ্যাংকিউ ❤️
@NightAppetite10 ай бұрын
কিছু আবৃত্তি আমাদের মুগ্ধতার নিস্তব্ধতা বাড়িয়ে দেয়।
@redwanahmed88209 ай бұрын
অসাধারণ জীবন্ত কিছু কথা ❤
@kyashachingmog98873 жыл бұрын
Big fan hoye gelam vai💙💙💙💙
@sodusyeod5 ай бұрын
৭ মিনিট ৩৭ সেকেন্ড♥️ কি নিখুত আবৃতি আহা
@abdullahalnoman6920 Жыл бұрын
vai, koi chila etodin. best of the best.
@tamvirrudro2 жыл бұрын
Sunte sunte Bhai Mukhosto hoye gelo 🙂😊👌
@bristyakter57828 ай бұрын
thanks god. Ami peyechilam ei channel ta ❤
@rohulaminbhuiyan2050 Жыл бұрын
koto koto sonday prohori thaklo 💖
@shoadbhuiyan6075 Жыл бұрын
সে কী জানতনা হৃদয়ের অপচয় 💔💙
@NurHossenRakib-y8m Жыл бұрын
হাজার বছর বেঁচে থাকবে প্রহরি ❤️
@soumyabag1339 Жыл бұрын
অসম্ভব সুন্দর উপস্থাপনা, ভালোবাসা নেবেন❤️
@MD.ShamiurRahmanSefat8 ай бұрын
#lyrics যে সন্ধ্যায় তুমি চলে যাও যে সন্ধ্যায় তুমি চলে যাও সেই সন্ধ্যায় ফিরে নাকো পাখি নীড়ে তার আর চোখ যতদূর যায় ততদূর আকাশ রং চেনে না তার শুধু শূন্যতার ডানা ঝাপটে আঁকে নিঃসঙ্গতার খেলারঘর। তুমি চলে যাও তুমি চলে যাও যেভাবে ঈদের আগে ছুটে যায় মানুষ নাড়ির টানে, তুমি চলে যাও যেভাবে ছুটে যায় সবুজ ট্রেন লাউয়াছড়া বনের ভিতর মাগরিবের আজানে। তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলেই যাও. আসলে তুমি বলতে না আমাদের মধ্যে কেউ নেই কেউ থাকেনা তুমিটা নেই তুমি টা সব সময় আমাদের অভাব আমাদের অভাবই এই অভাবটা কখনও আমাদের পূরণ হবে না । আমরা সবসময় একা এই সন্ধ্যার মত । আমরা আসলে একটা নিঃসঙ্গ মাছ যে আসলে জলে ডুবে থাকার চেষ্টা করছে কিন্তু ডুবতে পারছেনা , কারণ আমরা ডুব জানি না । কবি বলেছেন আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন এইযে হাজার বছরের ক্লান্তি হাজার হাজার বছর ধরে বয়ে নিয়ে বেড়ানো ক্লান্তিটা আসলে আমাদের ভেতর থেকে প্রতিমুহূর্তে বেরিয়ে আসছে প্রতিমুহূর্তে আমরা আমাদের ক্লান্তির কাছে ফিরে যাচ্ছি দিন শেষে সবাই একা হয়ে যাচ্ছে রাত আমাদের সেই নিঃসঙ্গতার নিঃসঙ্গতার খেলাঘরে নিয়ে চলছে তুমি চলে যাও তুমি চলে যাও যেভাবে ঈদের আগে ছুটে যায় মানুষ নাড়ির টানে লঞ্চগুলো ছেড়ে যায় সদরঘাট আমি ভাবি আমি ভাবি তুমি কেন চলে যাও? তুমি কেন চলে যাও ? কিসের টানে ? কার কাছে যাও? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’ পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল; সব পাখি ঘরে আসে- সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার মুখোমুখি বসিবার বনলতা সেন। তুমি তো জানো না কিছুই তুমি তো জানো না কিছুই, না জানিলেও আমার সকল গান তবু তোমারেই লক্ষ করে আমার সকল গান তবু তোমারেই লক্ষ করে সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্দুর, সমুদ্দুর, সমুদ্দুর তোমার শরীর , তাই নিয়ে এসেছিলে একবার; তারপর, মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা, হয়েছে মলিন চক্ষু এই;- ছিঁড়ে গেছি- ফেড়ে গেছি , পৃথিবীর পথ হেঁটে হেঁটে কত দিন রাত্রি গেছে কেটে ! কত দেহ এল,- গেল, হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরায়ে সব;- সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে ব’সে আছি,- সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে প্রিয়া ! তোমার শরীর, তাই নিয়ে এসেছিলে একবার;- তারপর, মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে, জানিনা তা যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠে নি আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। কিন্তু আমি জেলে যাবার পর সূর্যকে দশবার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারম্বার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদের জন্যে তাদেরই জন্যে, যারা মাটির পিঁপড়ের মত সমুদ্রের মাছের মত, আকাশের পাখির মত অগণিত, যারা ভীরু, যারা বীর যাঁরা নিরক্ষর, যারা শিক্ষিত যারা শিশুর মত সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবনকথা। আর ধরো জেলে কাটানো দশটা বছর শুধুমাত্র কথার কথা অনেক অনেক অনেক দিন পর, দেখা হয়ে যাবে আমাদের। অনেক অনেক অনেক দিন পর, ভুলে যাবো আমাদের ভুল। বিষণ্ণ এক বাতাসে, উড়বে আমাদের খোলা চুল! অনেক দিন অনেক দিন
@asifkhanapu71402 жыл бұрын
আর কতবার শুনবো...
@ashrafulkhanrajon36616 ай бұрын
কত শত বার যে শুনছি হিসেব নেই।
@m.h92249 ай бұрын
- হৃদয় ছুঁয়ে দিলে ব্র 🥺💔
@sreerupagangopadhyay72282 жыл бұрын
আহা! ভালোবাসা।
@KayesShimulАй бұрын
This one was just perfect, once in a life time !!
@tanjim73692 жыл бұрын
অস্ফুট কিছু আবেগ শব্দ খুঁজে পেলো, প্রকাশ পেলো কিছু মায়ার বিস্তার! বিষণ্ণ সুন্দর! 🖤 10.07.22
@saimonhoque Жыл бұрын
আমার যখন মন খারাপ থাকে তখন এই ভিডিও শুনি- শুনে আমার কাঁদতে ভাল্লাগে, কেন কে জানে! 🤍🌸
@AngonMitra4 ай бұрын
এখন ও মন খারাপ থাকলে ই এইটা শুনি
@nureraisa8185 Жыл бұрын
কত্তো সুন্দর!
@অসামাজিক-গ৮ছ3 жыл бұрын
বাহ দাদা অনেক সুন্দর 🌻🌼🌺🥰
@PROHORI3 жыл бұрын
থ্যাংকিউ ❤️
@nazmulhasan21793 жыл бұрын
সব থেকে সুন্দর দিনটি আজও আসেনি হুদা ভাই।
@PROHORI3 жыл бұрын
পাইনি ❤️
@olivemahmud2021 Жыл бұрын
Purotai akta masterpiece 🥀🖤
@remonkhan15232 жыл бұрын
Pure masterpiece 💥💥💥💥🇧🇩
@sagarbasu31503 жыл бұрын
জীবনানন্দের কবিতা, আহা, যেভাবে বর্ননা করলেন হুদা ভাই। আপনি সেরা হুদা ভাই ❤️
@PROHORI3 жыл бұрын
Take love Brother and Thank you 💛
@SayeedTalukder64 Жыл бұрын
এগুলো যেনো একাকিত্বের সঙ্গী 🥰
@Life.Iss.Colourful Жыл бұрын
১৫৪কে ভিউয়ের মধ্যে আমিই সেই পাবলিক যে কিনা একাই ২/৩কে বার শোনা হয়ে গেছে💙 হুদা ভাই💙🥰
@farjanaakther40905 ай бұрын
আমার প্রিয় মানুষ টার কাছেই প্রথম শোনা,💝❤️🩹 মানুষ টার হইতে পারিনি, স্মৃতি রয়েগেছে সে সব ভালোবাসার মুহূর্ত। ❤️🩹
@mobasser_siam6 ай бұрын
তুমি তো জানো না কিছুই তুমি তো জানো না কিছুই, না জানলেও আমার সকল গান তবু তোমাকেই লক্ষ্য করে আমার সকল গান শুধু তোমাকেই লক্ষ্য করে সে কি জানিতো না হৃদয়ের অপচয় সমুদ্দুর…
@rohansheikh4086 Жыл бұрын
তুমি! তুমি বলতে আসলেই কেউ নেই কেউ থাকে না, তুমিটা সবসময় আমাদের অভাব আর এই অভাবটা কোনোদিন পুরন হবে না! ভালোবাসা নিয়েন হুদা ভাই ♥