আমার একটা ফিমেল বিড়াল আছে।বয়স ১০মাস। আজ থেকে চার পাঁচ সপ্তাহ আগে সে ২টি ছেলে বিড়ালের সাথে খেলা করতো। তখন সে হেঁটে ছিল। কিছুদিন পর সে একটি দুর্ঘটনার জন্য পায়ে খুব জোরে আঘাত পায়। এবং তাকে ভেট দেখায় এবং কিছু ওষুধ লিখে দেয়। কিন্তু হঠাৎ করে কাল রাত থেকে সে প্রচুর পরিমাণে বমি করছে প্রথমে সাদা বমি করছিল এখন হলুদ বমি করছে বমি বন্ধ করার ওষুধ খাওয়ানলে সে ওটাও তুলে ফেলছে। বর্তমানে তার শরীর খুবই নাজুক হয়ে আছে বুঝতে পারছিনা কি করবো।😢😢 এখন আমার কি করা উচিত। প্লিজ একটু পরামর্শ দেন😢😢😢
@PoshaPraniPlus10 ай бұрын
শেষ কখন বমি করেছিলো?
@SohidRana-px4ji10 ай бұрын
@@PoshaPraniPlus একটু আগেও হলুদ বমি করেছিল 🥺। তাই আমি ওকে গোশত আর ভাত একসাথে সিদ্ধ করে খাওয়ালাম কারণ ও পেটে বর্তমানে কিছু নেই 😭
@PoshaPraniPlus10 ай бұрын
@SohidRana-px4ji আপনি তাকে ৫ মিনিট পর পর ওর স্যালাইন ৩-৪ মি.লি. করে খাওয়ান। আর যদি পারেন তাহলে ভালো কোনো ভেট কাছে নিয়ে যান।
@teamfaruh Жыл бұрын
1 masher biral baccha kapor dile ki kichu hoy?
@PoshaPraniPlus Жыл бұрын
না।
@teamfaruh Жыл бұрын
Ma chara biral chana kivabe palbo akta video banan
@PoshaPraniPlus Жыл бұрын
ইনশাআল্লাহ!
@mmr_official546 Жыл бұрын
❤❤❤❤❤
@mo_onx Жыл бұрын
Bhaia amar biral 8 month choltese or jokhon khida lage tokhon o amar pa kamrae ami oke protidin 2 bela cat food ar 2 bela bhat die fish di total 4 bela khabar di tobuo o amar pae kamor de Kintu keno kamor de??plz bhaia ektu bolen ami apnar subscriber 😢
@PoshaPraniPlus Жыл бұрын
আপনার বিড়ালকে দিনে ৪ বার খাবার দেওয়ার পরও সে আপনার পায়ে কামড়াচ্ছে মানে সে আপনার সাথে খেলতে চাচ্ছে। তাই খাবার খাওয়ার পরও যদি কামড় দেয় তাহলে তার সাথে কিছু একটা দিয়ে খেলুন।
@sanjedaaktershopna947Күн бұрын
আমার বিড়াল আগের মত খাচ্ছে না,খুবই দূর্বল কি করতে পারি?
@PoshaPraniPlusКүн бұрын
প্রথমে আপনাকে তার শারীরিক অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। বিড়ালের খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে যেমন অসুস্থতা, স্ট্রেস, পরিবেশের পরিবর্তন, খাবারের ধরনে পরিবর্তন বা এমনকি মৌসুমী সমস্যা। যদি আপনি দেখতে পান যে আপনার বিড়াল খুব বেশি দুর্বল হয়ে গেছে বা খাওয়ার প্রবণতা আরও কমে গেছে তাহলে এটি হতে পারে তার শরীরে কোনো সংক্রমণ বা অসুস্থতা রয়েছে। এই ধরনের সমস্যায়, খাদ্যাভ্যাস পরিবর্তন করা বা কিছু প্রাকৃতিক প্রতিকার চেষ্টা করলেও অনেক সময় কার্যকরী ফল পাওয়া যায় না তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিড়ালকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। পশুচিকিৎসক তার শারীরিক পরীক্ষা করবেন, রক্ত পরীক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা করে তার আসল সমস্যা জানিয়ে সঠিক চিকিৎসা দেবেন। এছাড়া, আপনার বিড়াল যদি মানসিক চাপ বা দুশ্চিন্তায় থাকে যেমন বাড়িতে কোনো পরিবর্তন বা অন্য কোনো নতুন প্রাণী আনা হয়েছে। তখন এটি তার খাওয়া-দাওয়ার অভ্যাসে প্রভাব ফেলতে পারে। এই অবস্থায় বিড়ালের জন্য একটি শান্ত, আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা এবং তাকে পর্যাপ্ত যত্ন দেওয়া গুরুত্বপূর্ণ। যদি কোনো নতুন খাবারের দিকে তার আগ্রহ কমে যায় তখন পুরানো খাবার বা তার পছন্দের কিছু খাবার পরিবেশন করতে পারেন। তবে, তার অবস্থা যদি আরও খারাপ হয় বা কোনো লক্ষণ যেমন অতিরিক্ত পিপঁড়ি বা বমি দেখা দেয়। তখন দ্রুত পশুচিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত কারণ এর মানে হতে পারে যে কোনো গুরুতর সমস্যা রয়েছে।
@tohuraturabi34885 ай бұрын
আমার বিড়াল দুইদিন পর পর বমি করতেছে। ও শুধু মাছ ভাত খায় ।বয়স চার মাস ।বুঝতে পারতেছি না কি করবো
@PoshaPraniPlus5 ай бұрын
কখনও কি তাকে কৃমির ডোজ দিয়েছিলেন?
@nibeditabiswas6828 Жыл бұрын
আমার একটি বিড়াল তার বয়স এক মাস, তার পেট মনে হচ্ছে ফোলা ,পায়খানা করতে পারছে না কি করবো একটু বলে দিন তাড়াতাড়ি,কিছু খাচ্ছে না শুধু শুয়ে আছে
@PoshaPraniPlus Жыл бұрын
আপনি হয়তো নতুন বিড়াল পালছেন। ১ মাসের বাচ্চা কখনও বড় বিড়ালের মত পায়খানা করে না আর যেটাকে পেট ফুলা বলছেন সেটা আসলে কোনো রোগ বা সমস্যা না। এগুলো হওয়া স্বাভাবিক।
@Nazifadanime854 Жыл бұрын
আমার বিরাল টি আযকে খাবার দেখে লাফ দিয়ে উটছে, ও ওর পছন্দের খেলনা দিয়ে খেলতে চাছে না, কোলে নিতে গেলে ভয় পাচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না 😢?
@PoshaPraniPlus Жыл бұрын
বিড়ালটি হয়তো বাড়ির কিছু দেখে প্রচন্ড রকম ভয় পেয়েছে তাই এইরকম করছে। ভয় পাবেন না এটা কিছুদিনে ঠিক হয়ে যাবে।
@Nazmin-sw6gi5 ай бұрын
আমার বিড়াল খাবার খাচ্ছে না পানি ও খাচ্ছে না কি করব ভাই
@PoshaPraniPlus5 ай бұрын
তাকে রাইস স্যালাইন রান্না করে সিরিঞ্জ দিয়ে খাওয়ান। এতে তার খাবারের ও পানির চাহিদা পূরণ হবে। এটি রান্না করার পদ্ধতি প্যাকেটে লেখা থাকা আর এটি যেকোনো ফার্মেসীতে পাবেন।