স্যার আমার হাই মায়োপিয়া রয়েছে আমি কিছুটা ওজন কমানোর জন্য intermittent fasting করে থাকি। কিন্তু কাল থেকে আমার মাথা ঘুরছে। হয়তো আমার Blood pressure low hoye গেছে স্যার এটা কি কোনোভাবে আমার চোখের উপর ক্ষতি করবে?? Sir জানাবেন প্লিজ?? আর স্যার আমার মাথাতে মনে হচ্ছে কিছু একটা প্রেসার দিয়ে থাকে ব্যাথা না কিন্তু মাথা ভার লাগে ?? আর নাকে ঔ চাপ মনে হয় (মা বলছে মাথায় সর্দি জমে আছে) এইসব কিভাবে কমাবো স্যার যদি কিছু advice দিতেন??
@Dr.BhaskarDey5 ай бұрын
প্রথমেই বলা উচিত যে চোখ পরীক্ষা না করে কোনোও কিছু এডভাইস দেওয়া ঠিক নয়। ভুল হলে আপনার ক্ষতি হবে। বেশি মাইনাস পাওয়ার থাকলে অনেক সময় চোখের অনেক সমস্যা হতে পারে। আপনি একজন ভাল চক্ষু বিশেষজ্ঞ কে দেখিয়ে আপনার চশমার পাওয়ার ও চোখের প্রেশার পরীক্ষা করিয়ে নিন। E ছাড়াও চোখের রেটিনা ও অপটিক নার্ভ পরীক্ষা করিয়ে নিন।
@nazmeenbegum85275 ай бұрын
@@Dr.BhaskarDey theek achey sir Sir হাসপাতালে পরীক্ষা করালে কি হবে?
@Dr.BhaskarDey5 ай бұрын
@nazmeenbegum8527 হবে। কিন্তু জেনারেল হাসপাতালে নয়। চোখের হাসপাতালে দেখাতে হবে।